এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বালিশ-নালিশ

    Suvasri Roy লেখকের গ্রাহক হোন
    ১৬ জুন ২০২৪ | ৫০৭ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • দুই দুষ্টু খরগোশ মিলে আমার পুরনো মাথার বালিশটা ছিঁড়ে কুটিকুটি করে দিয়েছে। মাথায় দেওয়া যাচ্ছে না। চেনা ধুনুরির সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য গত এক মাসে তেজী বৌদিকে অনেকবার বলছিলাম। তা তিনি কিছুতেই দিলেন না। তাই গত সপ্তাহের সোমবার সন্ধ্যায় বাইরে বেরিয়ে রাজা মণীন্দ্র রোডে বহু দিনের ধুনুরি ব্যবসায়ীর কাছে নতুন মাথার বালিশ করাতে দিলাম আর পরের দিন সন্ধ্যাবেলায় নিয়েও এলাম। ৩৪০ টাকা নিল। কার্পাস তুলো। শিমুল তুলোরটা ৫৫০, দামী। এমনিতেও দামী জিনিসটাই নিতে হবে তেমন চিন্তা কোনো কালে আমার নেই। কোনো দিন হাতে অতিরিক্ত পয়সা থাকত না। এখনো থাকে, তা বলব না। তাছাড়া শিমুলেরটা নিয়ে আমি বেশি গভীর ঘুমে ডুবে যাব নাকি! তার ওপর আমার মাথার বালিশ দুই দুষ্টুর দাঁতে এক দিন না এক দিন পড়বেই তাই সস্তারটা করানোই ভালো।

    বাড়তি একটা নতুন পাশবালিশ অবশ্য আছে। সেই কবে থেকে একদম চেপেচুপে শোকেসে তুলে রেখেছি। তাই ঠিক আছে। বাড়তি মাথার বালিশ না থাকার ফল এখন ভোগ করছি।

    অ্যান্ডিস্যান্ডি দুজনেই অসীম উৎসাহ নিয়ে যে কোনো অরক্ষিত জিনিস কাটাকুটি করে। ওদের ভয়ে জরুরি কাগজপত্র নিয়ে আমি সাবধান হয়ে গেছি। দরকারে কোনো নথি নিয়ে বেরোতে হ'লেই বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে হয় আলমারির ড্রয়ারে নয়তো তোষকের নিচে রেখে দিই। মোট কথা, কোনো জরুরি নথি ওদের নাগালের মধ্যে রাখা চলবে না। ওরা অাসার অাগে বাড়ির ভেতরে জরুরি নথিপত্র রাখা নিয়ে অামি ঢিলেঢালা ছিলাম। কিন্তু ওরা আসার পর বুঝে গেলাম যে এমন কি বাড়িতেও কাগজপত্র সাবধানে রাখতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা অামার মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য আমার দুই সোনাকে অফুরন্ত ধন্যবাদ।

    জামাকাপড়ও যতটা পারি ওদের আওতার বাইরে রাখি। অন্যমনস্কতা এবং ক্কচিৎ কদাচিৎ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ার অনেক খেসারত দিয়েছি। সুযোগ পেলেই আমার জামাকাপড়, ওড়না, বিছানার চাদর-বালিশ সব ওরা কেটে দেয়। একেকটা প্রিয় ওড়নায় যখন অনেকগুলো ছোট ছোট গর্ত দেখি, ভারি দুঃখ লাগে। বরং বলা ভালো, এখন আর দুঃখ লাগে না। অসাবধানতার জন্য নিজের ওপর রাগ হয়।

    সেই সঙ্গে, মনে হয় - এইভাবে দুই দুষ্টু আমাকে বুঝিয়ে দিচ্ছে যে কোনো ব্যবস্থাই নিশ্ছিদ্র নয়। আমাদের দেশের আইনেও তো কত না ফাঁকফোকর। মহা মহা অপরাধী সেই সব ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। উকিলদের পোয়াবারো! মোট কথা, যে সমাজব্যবস্থায় আমরা থাকি তাতে হাজার ফুটো এবং সেগুলো বেড়েই চলেছে। দুটো ক্ষুদে প্রাণীর ওপর কেনই বা রাগ করব?.

    অনেক দিন আগে স্যান্ডি আমার একটা পুরনো পাশবালিশ কাটতে কাটতে রীতিমতো একটা সুড়ঙ্গ তৈরি করে বালিশটার একদম ভেতরে ঢুকে গিয়েছিল। তারপর সে কী আনন্দে কাটছিল কারণ সুবিধাজনক অবস্থান পেয়ে গেছে! বালিশ এ দিক ও দিক প্রায় সবটা খোলা, ভেতরে সুন্দরী কৃষ্ণবর্ণা স্যান্ডিসোনা এবং তার চার দিকে রাশিরাশি সাদা তুলো। সে একটা দৃশ্য বটে!

    কাটাকুটি ব্যাপারটা খরগোশের জিনেই রয়েছে। হাজারহাজার বছর ধরে ওরা মূলত জঙ্গলের প্রাণী। বনেজঙ্গলে বা মাঠে যেখানেই ওরা গর্তটর্ত করে মাটির তলায় বাসা করুক না কেন, বাসায় গাছের গুঁড়ি ঢুকে গেলে বিপদ। তাই গাছের গুঁড়ি, লকলকে লতাপাতা কেটে শেষ করে ওদের বাসা অটুট রাখতে হয়। জিনের এই বৈশিষ্ট্য এই দু'জনের মধ্যেও বর্তমান।

    আর ওরা ভালোবাসে লুকিয়ে পড়তে। সেটাও আত্মরক্ষার প্রবণতা যা খরগোশের জিনেই রয়েছে। ওরা নরমসরম প্রাণী। বাজ, চিল, শকুন, শেয়াল, নেকড়ে এবং অবশ্যই মানুষ- বরাবর সবাই ওদের ধরে খেয়ে ফেলে। সে জন্য ওরা লুকিয়ে থাকে যাতে শত্রুর নজরে না পড়ে। তাও কী সব সময় আত্মরক্ষা করতে পারে? না।

    আমাদের অ্যান্ডিস্যান্ডিও নিজেদের জিন দ্বারা পরিচালিত। এমনিতে তো ওদের কারুর বাড়িতে পোষ্য হয়ে থাকার কথা নয়। দেখতে ভালো বলে আমরা নিয়ে আসি। নিজেদের শখ পূরণ করি। আর হ্যাঁ, হ্যাঁ, ভালোওবাসি! বাড়িতে আনলে ওদের জেনেটিক দৌরাত্ম্য আমাদের সহ্য করতে হবে বৈকী!
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rouhin Banerjee | ১৮ জুন ২০২৪ ১৮:১০533414
  • "যে সমাজব্যবস্থায় আমরা থাকি তাতে হাজার ফুটো এবং সেগুলো বেড়েই চলেছে। দুটো ক্ষুদে প্রাণীর ওপর কেনই বা রাগ করব?." - একদম ঠিক। আর শেষ প্যারাটার সাথে সম্পূর্ণ সহমত।
  • Suvasri Roy | ১৮ জুন ২০২৪ ২৩:৩৮533434
  • @Rouhin Banerjee
    মন্তব্য পেয়ে খুব ভালো লাগল৷ শুভেচ্ছা জানাই।
  • Md M Haque | 37.111.200.147 | ২০ জুন ২০২৪ ০৭:৩৪533524
  • আমাদেরও একটা নেপালী খাসি ছিল...সেও সামনে যা পেত তাই চাবাতো...তার ভয়ে গেঞ্জি-গামছা কিছুই সামনে রাখা যেতনা...তারপরেও অকে অনেক ভালোবাসতাম...আপনার গরগোশের কথা শুনে মনে পড়ে গেল!! 
    ঠিকি বলেছেন সহজাত ধর্ম থেকে কোনভাবেই ওদের থামানো যাবেনা...
  • Suvasri Roy | ২০ জুন ২০২৪ ১১:১৫533530
  • @Md M Haque
    মন্তব্য করেছেন বলে ভালো লাগল। আশা করব, সময় পেলে আমার অন্য লেখাগুলো পড়েও মতামত জানাবেন।
  • শমীক | 103.51.148.155 | ২৬ জুন ২০২৪ ০৫:২৬533711
  • খুব  সহজ ভাষায় মস্ত বড় একটা কথা বলেছেন। আমাদের আশ পাশটা বড্ড এলোমেলো হয়ে উঠছে দ্রুত। বিবেকরূপী অ্যান্ডিস্যান্ডির কুটকুট করে কামড়ে যদি এখনো না সচেতন হতে পারি, আর কবে আমরা সচেতন হবো? 
  • Suvasri Roy | ২৬ জুন ২০২৪ ০৭:২০533712
  • @শমীক
    অসাধারণ প্রতিক্রিয়া পেলাম। তুমুল ব্যস্ততার মধ্যে এভাবেই একটু সময় খুঁজে নিয়ে প্রতিটি লেখা সম্পর্কে মতামত দিলে এই সামান্য কলমচি কিছুটা ঋদ্ধ হ'বে। সীমাহীন শুভেচ্ছা রইল। 
  • Kuntala | ২৬ জুন ২০২৪ ০৮:৫৮533714
  • কি মিত্তি লেখাটি, ঠিক আপনার পোষ্টের মতোই! 
  • Suvasri Roy | ২৬ জুন ২০২৪ ১১:৫৬533719
  • @Kuntala
    মতামত পেয়ে খুব ভালো লাগল৷ 
  • চিত্তরঞ্জন হীরা। | 2409:4060:119:12e8:b090:a68c:52ea:58e | ৩০ জুন ২০২৪ ০৯:০৭533918
  • এ লেখা পাঠের আনন্দই আলাদা। খুব সুন্দর সময় কাটলো। এ্যান্ডিস্যান্ডি ভালো থাকুক। সুস্থ থাকুক।
  • Suvasri Roy | ৩০ জুন ২০২৪ ১০:৫৯533921
  • @চিত্তরঞ্জন হীরা
    মতামত পেয়ে ঋদ্ধ হ'লাম৷ শুভেচ্ছা রইল। 
  • বিপ্লব রহমান | ৩০ জুন ২০২৪ ১৭:১৮533940
  • "যে কোনো ব্যবস্থাই নিশ্ছিদ্র নয়" 
     
    বাক্যটি মগজে গেঁথে গেল। 
     
    প্রাণোচ্ছল লেখা 
  • Suvasri Roy | ০১ জুলাই ২০২৪ ০৯:১৫533999
  • @বিপ্লব রহমান
    মতামত পেয়ে ভালো লাগল ৷ আশা করব, সময় অনুসারে আমার অন্যান্য লেখা সম্পর্কেও মতামত জানাবেন৷ 
  • Subhabrata Bhakta | 2402:3a80:1989:7e17:578:5634:1232:5476 | ০৭ জুলাই ২০২৪ ২০:২৪534350
  • খুব সুন্দর লেখা হয়েছে। এরকম আরও লিখুন।
  • Aditi Dasgupta | ০৭ জুলাই ২০২৪ ২১:৪৮534358
  • এতো সহজ ভাষায় এতো গভীর বলেন। খুশী সে লিখুন।  আরো লিখুন।
  • Suvasri Roy | ০৭ জুলাই ২০২৪ ২২:১৮534361
  • @Subhabrata Bhakta
    মতামত পেয়ে ভালো লাগল। শুভেচ্ছা জানাই । 
  • Suvasri Roy | ০৭ জুলাই ২০২৪ ২২:২০534362
  • @Aditi Dasgupta
     মতামত পেয়ে ঋদ্ধ হ'লাম। অফুরন্ত শুভেচ্ছা। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন