এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১২৫৭৬০ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • mm | 117.200.80.77 | ০৬ অক্টোবর ২০০৯ ১৭:৩২419762
  • মাওবাদী সন্ত্রাসের আন্দোলন এবং তৃণমুলের বুদ্ধিজীবিদের ভূমিকা নিয়ে আলোচনা চাই । পরিবর্তনকামী বুদ্ধিজীবিরা আসলে কি চান ? সিপিএম-বিরোধিতা একমাত্র ইস্যু ? নাকি ভেতরে ভেতরে আরো অন্য খেলা চলছে ? আদিবাসী নিয়ে কুম্ভীরাশ্রুর আগে নন্দীগ্রাম নিয়ে মিছিল, সিঙ্গুর নিয়ে দলবাজি । কি চাইছেন এই বুদ্ধিজীবিরা ? এনাদের রাজনীতিটা কি নিয়ে ?
  • Partho | 202.177.144.3 | ০৬ অক্টোবর ২০০৯ ১৮:৩৩420298
  • mm মানে Mickey Mouse ??

    আবার গর্ত থেকে মুখ বাড়িয়েছে !!
  • h | 203.99.212.224 | ০৬ অক্টোবর ২০০৯ ১৮:৪৮420409
  • মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন আর সিপিএম সরকারের অপসারণ চাইছেন। মমতার সমস্ত সমর্থক রাই তাই চাইছেন। মিটে গেল।
  • Blank | 170.153.65.102 | ০৬ অক্টোবর ২০০৯ ১৯:০১420520
  • নিরপেক্ষ নয়?
  • h | 203.99.212.224 | ০৬ অক্টোবর ২০০৯ ১৯:০২420631
  • আমার মনে হয় না, জেনুইনিটি নিয়ে আদৌ কোন সমস্যা আছে। খেলা টেলা কিসু নাই। থাকলেও কিছু করার নেই। বড় আন্দোলনে বিশেষ করে বড়লোক দের মধ্যে নানা ধরণের অ্যাম্বিশনের লোক থাকে। কারণ ডোনর-ক্লায়েন্ট রিলেশনশিপ থেকেই থাকে। সেটা মেজরিটি ফেনোমেনন বলে মনে হয় না। তাই দিয়ে প্রতিভা কে অস্বীকার করার বিশেষ জায়্‌গা নেই। বুদ্ধিজীবিরা অনেকেই মনে করছেন, আন্তরিক ভাবেই মনে করছেন, মমতা র নেতৃঙ্কেÄ পশ্চিমবঙ্গের অনেক ধরণের সমস্যার সমাধান হবে। আমার মতে ভুল মনে করছেন। কিন্তু জেনুইনিটির বা ইন্টিগ্রিটির কোন সমস্যা আছে বলে মনে হয় না। আমার এটাও মনে হয় না, মমতা বন্দোপাধ্যায়ের ভোটে ভালো ফল করার পেছনে এঁদের ভূমিকা খুব বিরাট কিসু। মানুষ ভোট দিয়েছেন, মানুষ টিএমসির উপরে আস্থা রেখেছেন। একটা অ্যাসেন্ডিং পোলিটিকাল ফোর্সের সঙ্গে যাঁরা আলাইন করছেন, করছেন বেশ করছেন। কেন করছেন , গোপন মোটিভেশন কী, এই সব ছাই পাঁশ না ভেবে, মনে হয় পোলিটিকাল বিতর্কে এনগেজ করা উচিত।
  • arjo | 168.26.215.13 | ০৬ অক্টোবর ২০০৯ ১৯:৫৫420742
  • বুদ্ধিজীবিদের কিছু বলার ইচ্ছে হয়েছে বলেছেন। আর ইন্ডিভিজুয়াল ক্যারিশমা থাকায় মিডিয়ার এবং কিছু মধ্যবিত্ত পরিবারে অ্যাটেনশন পেয়েছেন। ঠাণ্ডা ঘরে বসে আমাদের মতন বক্তিমে না করে যে কিছুটা হলেও মাঠে নেমেছেন সেটা বেশ পজিটিভ ব্যপার। তাই নিয়ে খিল্লি খেউড় করার কিছু দেখি না। এর সাথে সিপিএমের হারা জেতার খুব সম্পর্ক নেই। সিপিএম নিজ গুণেই হারছে।
  • Partho | 59.93.198.253 | ০৬ অক্টোবর ২০০৯ ২০:০৩420853
  • আচ্ছা, h মানে কি হার্মাদ ??
  • shyamal | 24.117.233.39 | ০৬ অক্টোবর ২০০৯ ২০:১৯420964
  • বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়ে ( আসলে প্রত্যাখ্যান অনেক আগেই হয়েছে, কিন্তু বিরোধী ভোট ভাগ হলে কি করা যাবে?) সিপিএমের সমর্থকরা এখন বলছে, আমাদের দলে কিছু বাজে লোক ঢুকেছে ঠিকই, কিন্তু তৃণমূল কি ধোয়া তুলসীপাতা? এটা লুজারের যুক্তি। তৃণমূল এখনও ক্ষমতায় আসেনি। ২০১১ এ ক্ষমতায় আসার অন্তত: তিন বছর পরে বোঝা যাবে তারা অপদার্থতায় বাম ফ্রন্টকে হারিয়েছে কি হারাতে পারেনি?
    বাম ফ্রন্টের প্রতি লোকের বিতৃষ্ণার প্রধান কারণগুলো হল :
    ১) বাড়ি বানাবেন? ক্যাডারের থেকে বালি, সিমেন্ট কিনতে হবে।
    ২) গ্রামে ক্যাডারদের গুন্ডামি আর বিরোধী সমর্থকদের কমিউনিষ্ট চীনের স্টাইলে পেটানো, বিতাড়ন
    ৩) প্রতি মন্ত্রীর দপ্তরে অসম্ভব অপদার্থতা
    ৪) স্কুলে পড়াবেন? আগে পার্টির সদস্য হোন। ইত্যাদি।

    চুরি, ঘুষ ইত্যাদির জন্য মানুষ অতটা কেয়ার করেনা। আজকে পাঞ্জাব যে এত উন্নত তার মূলে ছিলেন প্রতাপ সিং কায়রোঁ। লোকে বলে তিনি প্রচুর চুরি করেছিলেন।

    বাম ফ্রন্ট যেন বেছে বেছে অপদার্থদের মন্ত্রী, সেক্রেটারী, মেয়রের পদে বসিয়েছে। এটা অনেকটা কবিকে দিয়ে ব্রীজ বানানো আর সিভিল ইঞ্জিনিয়ারকে হকির ক্যাপ্টেন করার মত।

    কালকের খবরেই আছে, বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য দিল্লি থেকে প্রচুর টাকা দিয়েছে। এই অপদার্থরা এক পয়সাও খরচ করতে পারেনি।

    তবে বাম ফ্রন্টের এখনও আশা আছে। কংগ্রেস আর তৃণমূল যদি নিজেদের খেয়োখেয়িকে আরো উঁচুতে নিয়ে যেতে পারে ।
  • dukhe | 117.194.232.15 | ০৬ অক্টোবর ২০০৯ ২০:২৫421075
  • এই কংগ্রেস-সিপিয়েম জোটটা ২০১১ অবধি না টিকলে বুদ্ধবাবুর চাকরিটা যাবে ।
    বুদ্ধিজীবীরা জানেন না মমতা এলে উন্নতি হবে কি না, তবে সিপিয়েম থাকলে যে হবে না এ নিয়ে একমত ।
  • h | 61.95.144.10 | ০৬ অক্টোবর ২০০৯ ২১:৫৭419763
  • হ্যাঁ নাট্যকার আর শিল্পী দের দিয়ে রেল পরিচালনা করার মডেল টা এইখান থেকেই এসছে বোধায়।
  • dukhe | 117.194.232.15 | ০৬ অক্টোবর ২০০৯ ২২:১২419874
  • তাই নাকি ? নাট্যকার রেল চালাচ্ছেন ? অবিশ্যি শো গুলো যদি ছিপিয়েমের হুমকিতে ভোগে যায়, তাঁকেও তো চাকরি খুঁজতে হবে ।
    তবে এসব ঘোর ভ্রান্তি । কে না জানে - ছিপিয়েমের ওপর বিশ্বাস হারানো পাপ । তর্কে বহুদূর ।
  • arjo | 168.26.215.13 | ০৬ অক্টোবর ২০০৯ ২২:২৪419985
  • হানুদার ৯ ঘটিকা ৫৭ মিনিট গতের পোস্টটি যাস্ট বাজে খেউড়। ইগনোর করার মতন।

    একটাই প্রশ্ন। এইতো কদিন আগে কে যেন লিংক দিয়েছিলেন যে ভারতে জন্মলগ্ন থেকে কমিউনিস্ট পার্টির লক্ষ্যই ছিল বিভিন্ন ক্ষেত্রের কাল্টদের এক করা। পিসি জোশী সেরকমই একটা ধারণা পোষণ করতেন। এই নেকুপুষু বিদ্বজনেরা তো এতদিন অবধি ""আমরা"" বিদ্বজন ছিলেন। যেমন এখন সৌমিত্র চট্টো, সুনীল। কই তাঁদের নিয়ে তো কিছু বলতে শুনি না। নাকি শুধু ""ওরা"" আঁতেলরাই নেকু অথবা নকু। ""আমরা"" আঁতেলরা ঠিকঠাক আঁতেল, কারণ পিসি জোশি বলেছেন? সবকিছুরই উত্তর পাওয়া যায় কিন্তু এইটার উত্তর কিছুতেই কেউ দেয় না।
  • Du | 65.124.26.7 | ০৬ অক্টোবর ২০০৯ ২২:৪১420096
  • পার্থবাবু, কোন কথাটা বলার জন্য জিজ্ঞেস করলেন - h মানে হার্মাদ কিনা?
    টইটি খুলেছেন যে মৌসুমী তাকেই বা গর্ত ইত্যাদি বলার কারনটা কি?
    মানে রেফ ব্যবহারে আনন্দেই যদি শুধু না বলা হয়ে থাকে।
  • h | 61.95.144.10 | ০৬ অক্টোবর ২০০৯ ২২:৫৩420207
  • এফিসিয়েন্সী নিয়ে কথা হচ্ছিল কিনা:-)শ্যামলদা যা থিয়োরী নামালেন, তাতে কোরাপ্ট না হলে এফিসিয়েন্ট হওয়া যাবে না। প্রাইভেট সেকটরের ট্যাক্স ফাঁকি দেওয়া মালেরা বেশ সার্টিফিকেট পেল :-)
  • dukhe | 117.194.232.15 | ০৬ অক্টোবর ২০০৯ ২২:৫৯420243
  • না না মশায়, কোরাপ্ট হয়েও দিব্বি ইনএফিসিয়েন্ট হওয়া যায় । জলজ্যান্ত এতগুলো মন্ত্রী আছে । শ্যামলবাবুর সাধ্য কি আটকাবেন ?
  • bb | 117.195.183.212 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:২১420254
  • বাজার সর্বস্ব: লোকেদের একটা অদ্ভুত যুক্তি আছে যে efficient লোক কোরাপ্ট হওয়া দোষের নয়।
    আর এই কেন্দ্র প্রচুর টাকা দিয়েছে আর রাজ্যে সিপিএম খরচ করতে পারেনি টাইপের বর্তমানি খবরগুলো পড়লে মনে হয়, বাকি কংগ্রেস শাসিত রাজ্যে যেন উন্নয়নের বান হচ্ছে।
    এতদিন যখন বামেরা ভোট পেতেন তখন ছিল রিগিং এর জয়, আজ যখন তৃনমূল জিতছে তখন নাকি জনগণ আর বামেদের চাইছে না :)।

  • Blank | 59.93.194.197 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:২৬420265
  • প্যাসেঞ্জার অ্যামেনিটিস না কি একটা বোর্ডের মাথা আপাতত শুভাপ্রসন্ন
  • arjo | 168.26.215.13 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:২৮420276
  • দুর কেউ কিসুই বুঝল না। এই হচ্ছে র‌্যাংকিং

    ১। হনেস্ট - এফিশিয়েন্ট (?)
    ২। কোরাপ্ট - এফিশিয়েন্ট (শ্যামল বাবুর উদা)
    ৩। হনেস্ট - ইনএফিশিয়েন্ট (সিপিএমের কিয়দংশ)
    ৪। কোরাপ্ট - ইনএফিশিয়েন্ট (সিপিএমের বাকিরা)

    শ্যামলবাবু বলেছেন ১ বিরলতম, ২ তাও পাওয়া যায়। ৩ অথবা ৪ এর থেকে ২ বেটার।
  • Du | 65.124.26.7 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:৩৫420287
  • কাউকে কোরাপ্ট বলতে তো আর কারন দেখাতে হয় না। তবুও সিপিএম গভমেন্টের নামে বলতে গিয়ে শ্যামলবাবুর হনেস্টি কথাটা মনে এসেছে অটোমেটিক্যালি এবং তিনি সেই পয়েন্টটাকে কাউন্টার করেছেন , এইমাত্র।
  • Du | 65.124.26.7 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:৩৮420299
  • ইনেফিসিয়েন্সির গল্প লিখতে গেলে নিজের দিকে তাকাতে হবে প্রত্যেককেই।
    সন্দীপনের - কলিকাতা পড়ে দেখতে পারেন - অথবা সিরাজুদ্দৌল্লর অথবা গৌড় রাজাদের যদি কিছু লেখা থাকে।
  • dukhe | 117.194.232.15 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:৩৯420310
  • তিনোমূল পোচ্চুর রিগিং করছে । শুভাপ্রসন্ন মহাশ্বেতা অপর্ণা বুথ জ্যাম করে কি ছাপ্পা মারছে রে ভাই । পুলিশ প্রশাসন সবই তো ওদের হাতে ।
    চক্রান্ত, গভীর চক্রান্ত । কেজিবি, থুড়ি সিয়াইএ, পেন্টাগন, পুঁজিবাদ, মাওবাদ, ফুটবল - হক্কলের ছায়া লম্বা হতিছে । ঘনাইছে বনে বনে ।
  • kd | 59.93.246.186 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:৪৩420321
  • আমিও কিছু বলি, অ্যাঁ। লেখাপড়া বেশী নেই, এই কমনসেন্সের দৌলতে যতদূর বুঝেছি আর কি।

    এককালে সিপিএম আর এই বুদ্ধিজীবিরা সকলে বামপন্থী ছিলেন কিন্তু এখন সিপিএম অনেকখানি deviate করে গেছে। আমার কাছে এখনকার সিপিএম প্রপার-নাউন (মানে কোডাকের মতো, আইবিএমের মতো না)। আমি এখন সিপিএম সাপোর্ট করি strictly for selfish reason - কারণ ওদের recent activities আমার মতো স্বচ্ছল লোকেদের সুবিধের জন্যে (physically and financially), গরীবদের জন্যে নয় (মুখে ওরা যাই বলুক না কেন)। সিপিএম সরকার চলে গেলে গরীব লোকেদের কিছু যাবে আসবে না, কিন্তু আমাদের কয়েকদিন খুবই অসুবিধে হবে।

    সুতরাং, এই চিরকালীন বামপন্থী বুদ্ধিজীবিরা যে এখনকার (অ)বামপন্থী সিপিএমের বিরোধিতা করবেন, এতে আশ্চর্য হওয়ার কী আছে বুঝি না। আরও বুঝি না, বোধি (প্লীজ কিছু মনে কোরো না), যার লেখা পড়ে আমার মনে হয় ও একজন traditional বামপন্থী, কী করে এখনও এই সিপিএমের কাজকম্মো সাপোর্ট করে (তবে ওর লজিক যদি সিপিএম যতই পথভ্রষ্ট হোক, তৃণমূলের থেকে ভালো বা অদূর ভবিষ্যতে ওরা ঠিক পথে ফিরে আসবে, তাহ'লে ঠিক আছে)।

    যাক্‌গে, আমিও কিছুক্ষণ পথভ্রষ্ট হয়ে ছিরিয়াচ হয়ে গিয়েছিলুম, এবার ফিরে যাই আমার original ফর্মে।
  • shyamal | 24.117.233.39 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:৪৫420332
  • হানু কিন্তু তর্কশাস্ত্রের বেসিককে গুলিয়ে দিয়েছে। আমি বলেছি, যদি কোন মন্ত্রী এফিসিয়েন্ট হয়, তবে সে দু-দশ কোটি টাকা চুরি করলেও যায় আসে না। অপর পক্ষে যদি সে অতি সৎ অথচ জড়ভরত হয় তবে সেটা অনেক খারাপ। তার মানে এই নয় যে অসৎ আর অকর্মন্য ভাল।

    প্রকৃষ্ট উদাহরণ ভি পি সিং। অতি সৎ ছিলেন কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে অপদার্থ। আবার লালবাহাদুর শাস্ত্রী। প্রচন্ড সৎ ও এফিসিয়েন্ট। নেহরুর মৃত্যুর আগে অসুস্থতার সময় প্রায় এক বছর উনিই দেশ চালিয়েছেন। তখন ওনার পোস্ট ছিল, মিনিস্টার-উইদাউট-পোর্টফোলিও। রেডিও পাকিস্তান ঢাকা থেকে বলত, ভারতের প্রকৃত প্রধানমন্ত্রী শাস্ত্রী বলেছেন, ইত্যাদি।

    আর আর্যকে, সৌমিত্র, সুনীল, বুদ্ধদেব গুহ এরা হলেন সরকারপন্থী বুদ্ধিজীবি। স্বয়ং FDR বলে গেছেন নিকারাগুয়ার তৎকালীন ডিকটেটর সোমোজা সম্বন্ধে, He sure is an SOB, but he is our SOB
  • Du | 65.124.26.7 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:৫০420343
  • দেখেছ আর্য, আমিই ঠিক বুঝিয়াছি :))
  • d | 121.245.130.238 | ০৭ অক্টোবর ২০০৯ ০০:০১420354
  • ধুত্তোর!! যত্ত বাজে বকরবকর।

    ১। মফস্বলে গ্রামেগঞ্জে স্কুল চাকরী পেতে গেলে পার্টি করার চেয়েও দরকারী হল টাকা দিতে পারা। ৯৯-২০০০ এ রেট ছিল হাইস্কুলের জন্য চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার। এবার গিয়ে শুনে এলাম ১ লাখ হয়েছে। যে যেখানে পঞ্চায়েত বা মিউনিসিপালিটি চালায় সেই পার্টিই টাকা নেয়। কেউই অপাপবিদ্ধ নেকুপুষু নয়কো।

    ২। কোন্নগর মিউনিসিপালিটির নির্বাচলে তৃণমুলকে দিব্বি ধামাধাম ছাপ্পা ভোট মারতে দেখেছি। আবার বিধানসভা নির্বাচনের সময় সিপিএমকে ছাপ্পার যোগাড়যন্ত্র করতে দেখেছি।

    ৩। কলেজে ক্যাম্পাসে কম্পিউটার সেন্টার খুলতে দেবার জন্য রিষড়া বিধান কলেজের সিপি'র (তখনও তিনোমুল ছ্যলো না) জনৈক "খামরুই' আর জয়পুরিয়া কলেজের এস এফ আইয়ের জনৈক "রঞ্জনদা' দিব্বি মাসে মাসে এসে খাম নিয়ে যেত।

    ৪। এই কবলিদাকেও তো নাকি তৃণমুলের ছেলেপেলেরা বাড়ীতে ইশকুল না কি যেন একটা খুলতে দেয় নি।

    বেসিক্যালি অনেকেই সুযোগের অভাবে "হনেস্ট', গুয়ের এপিঠ আর ওপিঠ।
  • pinaki | 208.54.83.39 | ০৭ অক্টোবর ২০০৯ ০০:০৭420365
  • হ্যাঁ। তৃণমূলের লোকজনতো পরিষ্কার বলছেই - দাদা, ওরা ৩২ বছর খেয়েছে। এবার অন্তত: আমাদের ছেলেপুলেগুলোকে একটু করে খেতে দিন। একদম এই ভার্সানটা গতকাল শুনলাম আমার এক বন্ধুর কাছ থেকে।

    সিপিএম বিপ্লবী মোড়কে প্রগতিশীল উপায়ে খেত। তৃণমূল প্রতিক্রিয়াশীল উপায়ে খাবে। এই যা তফাৎ।
  • dukhe | 117.194.232.15 | ০৭ অক্টোবর ২০০৯ ০০:১৩420376
  • লে বাবা - টাকা না নিলে আর এসব রাজাগজা হয়ে লাভটা কী ?
    আমার ভাণ্ডার আছে ভরে / তোমা সবাকার ঘরে ঘরে ।
    মুঠো করে তুলতে না পারলে লোকে প্রধান কি এমপি হতে দৌড়বে কেন বলুন দিকি ?
  • Du | 65.124.26.7 | ০৭ অক্টোবর ২০০৯ ০০:১৪420387
  • হ্যাঁ, আর সিপিএম দুর্নীতির অভিযোগে যাকেই তাড়ায় তৃণমূল ঝাঁপিয়ে নিয়ে নেয়। কাজেই শুধু ওপিঠই নয় - কাঁচানো ওপিঠ।
  • Arpan | 122.252.231.12 | ০৭ অক্টোবর ২০০৯ ০০:১৯420398
  • উল্টোটাও ঘটে। ইভিএমের থেকে ব্যালট সত্য ও নিরপেক্ষ এখন অশোকবাবুর কাগজের পাতা খুললেই দেখা যায়। এতদিন যা ছিল বরুণবাবুর ডিপার্টমেন্ট। :-)
  • dukhe | 117.194.232.15 | ০৭ অক্টোবর ২০০৯ ০০:২৬420421
  • ওরে বাবা - দুর্নীতির অভিযোগে তাড়াতে হলে তো পার্টি অফিসে সেরেফ চেয়ার টেবিল পড়ে থাকবে । গাঁ উজাড় ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন