এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় আয়করের নিয়মসমুহ ফর ডামিজ

    bb
    অন্যান্য | ০৪ মার্চ ২০১০ | ১৪৭৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 128.48.7.66 | ০৪ মার্চ ২০১০ ০০:৪১444566
  • এইটা কাজের টপিক। জানতে চাই।
  • bb | 117.195.160.36 | ০৪ মার্চ ২০১০ ০০:৪৬444677
  • যদিও কবি একদা বলিয়া গেছেন যে "থাকিলে ডোবাখানা হবে কচুরীপানা' অর্থাৎ কিনা আয় থাকিলেই কর দিতে হইবে ইত্যাদি, কিন্তু অধিকাংশ সাধারণ মানুষের কাজে আয়কর এক বিভীষিকা। কিশোরে কুমারের মতে 'জীবনের ঝড় -আয়কর"। সমিক আর রঞ্জন বাবুর প্রতি অনুরোধ একটু সরল করে যদি বলেন আয়করের রকম সকম কারণ মার্চ মানেই 'ঐ আসে ঐ আসে ভৈরব হরষে' :)
  • Arijit | 61.95.144.122 | ০৪ মার্চ ২০১০ ১০:১৫444899
  • সমস্ত দেশেই মনে হয় এই আইনগুলো তৈরী হয় উকিলদের সাথে কনসাল্ট করে - কিভাবে পুরো ব্যাপারটাকে আরো কঠিন করা যায়, যাতে উকিলদের আয় নিশ্চিত থাকে;-)
  • Samik | 219.64.11.35 | ০৪ মার্চ ২০১০ ১০:২১444992
  • দ্যাখো বাপু, টার্ম জিগায়ো না, এইটা আশি, ঐটা একাশি, সেইটা চব্বিশ, অত মনে থাকে না।

    সোজা হিসেব। তুমি মাইনে পাও একটা আপিসে কাজ করে। তোমার একটা বাড়ি আছে, হাউসিং লোন দাও। তোমার কিছু ইনভেস্টমেন্ট আছে। এই ধরে আমি ব্যাপারটা বুঝিয়ে দিতে পারি।

    চলেগা নেহী, দৌড়েগা ...
  • Samik | 219.64.11.35 | ০৪ মার্চ ২০১০ ১০:৩৩445003
  • ধরো, তুমি পোলাপান। মানে, ব্যাটাছেলে। বাৎসরিক অন পেপার স্যালারি হল দশ লাখ টাকা।

    এইবার এই স্যালারিতে নর্মালি কিছু কম্পোনেন্ট থাকে। বেসিক, এইচারে, টিএ মানে ট্র্যাভেলিং অ্যালাওয়েন্স, পিএফ ইত্যাদি। তো, পিএফ যেটা লেখ অথাকে তোমার অফার লেটারে, সেটায় কোম্পানির কϾট্রবিউশন জোড়া থাকে, সেটা তো কাটবেই, প্লাস সমমূল্যের তোমার কϾট্রবিউশনও কাটবে তোমার স্যালারি থেকে। তোমার পিএফ অ্যাকাউন্টেই জমা হবে সেটা। হাতে পাবে না। ধরো, টোটাল ডিডাকশনটা পিএফ বাবদ হল ন'হাজার টাকা।

    তোমার প্রি-ট্যাক্স স্যালারি দাঁড়ালো দশ লাখ মাইনাস নহাজার, মানে, ন লাখ একানব্বই হাজার।

    টিএ যে কম্পোনেন্টটা, সেটা নন্‌-ট্যাক্সেব্‌ল। ধরো এটা তোমার ক্ষেত্রে মাসে ৮০০ টাকা। বছরে ৯৬০০ টাকা। এর জন্য কোনও রসিদ লাগে না। ওটা এমনিই নন ট্যাক্সেবল। ন লাখ একানব্বই - ছিয়ানব্বই-শো, দাঁড়ালো গিয়ে ন লাখ একাশি হাজার চারশো টাকা। (৯,৮১,৪০০.০০)। প্রি ট্যাক্স স্যালারি।

    তুমি কিছু ইনভেস্টমেন্ট করো টরো। এলাইসি, ট্যাক্স সেভিং বন্ড, মিউচুয়াল ফান্ড ... এ সব পড়ে ইনকাম ট্যক্স ছুটের আওতায়। এর মধ্যে পড়ে তোমার হোম লোনের প্রিন্সিপাল পার্ট, পিএফে তোমার কϾট্রবিউশন ইত্যাদি। সেইগুলো হিসেব করে বাকি টাকার ইনভেস্টমেন্ট প্ল্যান করা তোমার হাতে। টোটাল লিমিট এক লাখ টাকা। ধরো, তোমার ঐ এক লাখ টাকা ইনভেস্টমেন্ট প্ল্যান আছে এই বছরে। দেড় দু লাখ হলেও ক্ষতি নেই, ছুট সেই এক লাখ পর্যন্তই।

    ঝড়াকসে এক লাখ মাইনাস করে দাও, তোমার প্রি-ট্যাক্স, বা ট্যক্সেবল স্যালারি দাঁড়ালো ৮,৮১,৪০০ টাকা।
  • quark | 202.141.148.99 | ০৪ মার্চ ২০১০ ১০:৫০445014
  • এইবার সেইখান থেকে ঐ ১,৬০,০০০ বাদ যাবে, তাই তো নাকি?
  • Samik | 219.64.11.35 | ০৪ মার্চ ২০১০ ১০:৫২445025
  • যদি ইনভেস্টমেন্ট এক লাখের কম হয়, তা হলে সেই অ্যামাউন্টটাই মাইনাস করবে, এক লাখ নয়।

    এইবার ধরো, তোমার হোম লোন আছে, তার বাৎসরিক ইন্টারেস্ট এক লাখ কুড়ি হাজার দিতে হয়। দেড় লাখ পর্যন্ত হোম লোনের ইন্টারেস্ট পেমেন্ট ট্যক্স ফ্রি। তো, তোমার ট্যাক্সেবল স্যালারি থেকে এক লাখ কুড়ি মাইনাস করে দাও। (যাঁড়া ভাড়াবাড়িতে থাকেন, তাঁরা এইখানটায় ঐ হাউস রেন্ট আর এইচারে ক্যালকুলেট করে সেই অ্যামাউন্টটা মাইনাস করে দিন। অ্যানুয়াল এইচারে, অথবা অ্যানুয়াল হাউস রেন্ট, হুইচেভার ইস লোয়ার, সেইটা মাইনাস হবে।

    আমি এই এক্সাম্পলে ঐ এক লাখ কুড়ি মাইনাস করলাম। দাঁড়ালো ৭,৬১,৪০০ টাকা।

    এইখানে একটা মধুর ক্যাচ আছে। হতেই পারে তোমার রাজারহাটে ফ্ল্যাট কেনা আছে, তুমি চাগ্রি করো লুরুতে। ভাড়া বাড়িতে থাকো। তুমি সেক্ষেত্রে দুটোই ক্লেম করতে পারো, হাউসিং লোনের ছুট আর এইচারে, প্রোভাইডেড ইয়োর পারচেস্‌ড প্রপার্টি অ্যাড্রেস এবং ইয়োর ডুয়েলিং প্রপার্টি অ্যাড্রেস আর নট সেম। এক হলে ক্লেম করা যাবে না। নিজের কেনা বাড়িতে নিজেই থেকে বউয়ের নামে রেন্ট রিসিট বানানো যাবে না।

    আরেকটা কথা লিখতেও ভুলে গেছিলাম ঐ 80C ইনভেস্টমেন্টের ব্যাপারে, ওটা এল লাখ পর্যন্ত ক্লেম করা যায় কেবল নিজের ইনভেস্টমেন্টের জন্যই নয়, বউ বাচ্চার ইনভেস্টমেন্টের জন্যেও। সুতরাং, যদি বউয়ের কাজে না লাগে তা হলে বউয়ের এলাইসি, মেয়ের ইউলিপ সব ক্লেম করা যাবে ঐ এক লাখের মধ্যে।

    তো, আমরা রইলাম এই ৭,৬১,৪০০ টাকায়। এইটা আমার ট্যাক্সেব্‌ল ইনকাম। এইটাকে স্ল্যাবে ফ্যালো।

    এক লাখ ষাট পর্যন্ত, ইনকাম ট্যক্স নিল্‌। রইল ৬,০১,৪০০ টাকা। এক লাখ ষাট থেকে তিন লাখ পর্যন্ত ট্যাক্স দশ পার্সেন্ট। মানে এক লাখ চল্লিশ হাজারের দশ পার্সেন্ট, মানে "চোদ্দ হাজার টাকা'। ৬,০১,৪০০-১,৪০,০০০ = ৪,৬১,৪০০ টাকা।

    তিন লাখ থেকে পাঁচ লাখ, এই দু লাখের জন্য ট্যাক্স কুড়ি পার্সেন্ট, মানে "চল্লিশ হাজার টাকা'।

    বাকি রইল ৪,৬১,৪০০ - ২০০০০০ = ২,৬১,৪০০ টাকা।

    পাঁচ লাখের ওপরে ট্যাক্স তিরিশ পার্সেন্ট। তো, এই টাকার তিরিশ পার্সেন্ট হল "আটাত্তর হাজার চারশো কুড়ি টাকা'।

    ব্যাস, তোমার ক্যালকুলেশন শেষ। তোমার টোটাল ট্যাক্স লায়াবিলিটি হল (১৪,০০০ + ৪০০০০ + ৭৮৪২০) অর্থাৎ এক লাখ বত্রিশ হাজার চারশো কুড়ি (১,৩২,৪২০) টাকা। এতে কিছু এডুকেশন সেস্‌ ইত্যাদি লাগে, তিন পার্সেন্ট না কত যেন, লাম্পসাম ধরে নাও এক লাখ চল্লিশ। বারো দিয়ে ভাগ করো। ১১,৬৬৭ টাকা। এইটা তোমার মাসিক ট্যাক্স লায়াবিলিটি। তোমার কোম্পানির টিডিএসে এইটা কাটবে।

    তুমি যদি মেয়ে হও, তা হলে শুরুর স্ল্যাবে এক লাখ ষাটের বদলে এক লাখ নব্বই পর্যন্ত ট্যাক্স ছুট পাবে, সিনিয়র সিটিজেন হলে (৬৫ বছরের ওপর) ২ লাখ চল্লিশ হাজার পর্যন্ত ট্যাক্স ছুট পাবে প্রথম স্ল্যাবে।

    বোঝানো গেল? :-)
  • Arijit | 61.95.144.122 | ০৪ মার্চ ২০১০ ১১:০৭445036
  • ফাইন প্রিন্টও আছে। কিছু ছ্যাঁচড়া কোম্পানি হাউজ রেন্টেও (রসিদ থাকা সত্বেও) টিডিএস কাটে। অন্তত: কাটতো এক সময়। যুক্তি দেয় যে অনেকে জালি রসিদ দিয়ে ট্যাক্স ফাঁকি দেয়, তাই পুরো টিডিএস হবে - যাদের অজ্জিনাল বাড়ি ভাড়ার ব্যাপার তারা ট্যাক্সো আপিস থেকে রিফান্ড নিক।

    আমার ২০০০-২০০১-এর ওই বাবদ রিফান্ড এখনও ডিউ (দিল্লীতে)।
  • Samik | 219.64.11.35 | ০৪ মার্চ ২০১০ ১১:০৯444567
  • হুম্‌ম্‌।

    আমি হাউস রেন্ট দেখাই না। অতএব আমার এমনিই টিডিএস কাটে এইচারে থেকে।
  • san | 203.91.201.56 | ০৪ মার্চ ২০১০ ১১:১১444578
  • শমীক কী গুছিয়ে লিখেছে রে ভাই। একেবারে ট্যাক্স প্রোজেকশনের শিটে যেমনি থাকে :-)

    নিটপিকিং। অ্যানুয়াল হাউস রেন্ট নয়, অ্যানুয়াল হাউস রেন্ট ইন এক্সেস অফ ১০% বেসিক। আর অ্যানুয়াল এইচারে। ফর কম্প্যারিজন।

    আর এর সঙ্গে ৪০% ( ৫০% ফর মেট্রো সিটি) বেসিক নিয়ে, হুইচেভার অফ থ্রি ইস লোয়েস্ট।

    স্পাউজের নামে বাড়ি হলে রেন্ট দেখানো যায়্‌না, কিন্তু মাবাবার নামে বাড়ি হলে, যায় ।
  • lcm | 69.236.183.240 | ০৪ মার্চ ২০১০ ১১:১৫444600
  • দশ লাখ মাইনেতে ১.৩২লাখ ট্যাক্স। মানে অ্যাবাউট ১৩%। অনেক কম তো।
  • Samik | 219.64.11.35 | ০৪ মার্চ ২০১০ ১১:১৫444589
  • রেন্ট নিয়ে আমার ফান্ডা কম, আমি ২০০৪-এর পরে আর ভাড়াবাড়িতে থাকি নি :-))
  • Samik | 219.64.11.35 | ০৪ মার্চ ২০১০ ১১:১৮444611
  • আমি এচ্চেয়েও কম ট্যাক্স দিই। ৭ পার্সেন্ট হবে কি হবে না। আমাদের স্যালারি স্টেটমেন্টে অনেক গুপি করা আছে :-)

    ডি: এতদ্বারা আমি কিন্তু বলতে চাইছি না যে আমার মাইনে দশ লাখ, আমার হোম লোনের ইন্টারেস্টও এক লাখ কুড়ি নয়।
  • Arpan | 216.52.215.232 | ০৪ মার্চ ২০১০ ১১:২৩444622
  • ছেলে/মেয়ের এডুকেশনের খরচাও ৮০ তে ঢোকে।

    ল্যাদোশদা, ১৩% কিন্তু এতসব জায়গায় ইনভেস্ট ইত্যাদি করে।
  • Arpan | 216.52.215.232 | ০৪ মার্চ ২০১০ ১১:২৪444633
  • * ৮০সি

    আর হিসেব করে দেখলাম আমার ট্যাক্সোও দশ পার্সেন্টের কম।
  • san | 203.91.201.56 | ০৪ মার্চ ২০১০ ১১:৩২444655
  • মেডিকাল আর সোডেক্সো হিসেব করে আরো একটু ট্যাক্স ডিডাকশন হত :-) অমাঅর ট্যাক্সো ও কখনও দশ পার্সেন্ট ছাড়ায় নি, অবশ্য মেয়েদের তো ছাড় একটু বেশি থাকে।

    আমাদের পুরানো দোকানে একবার বলল বেসিক টা সিটিসির কত পার্সেন্ট হবে, তোমাদের নিজেদেরকে সেট করবার অপশন দেওয়া হল, ৩০% থেকে ৬০% এর মধ্যে। তখুন সক্কলে আপিসের কাজ ফেলে গুগল আর এক্সেল পেতে বসল। বেসিক বাড়াকমায় পিএফ, টেকহোমস্যালারি, ট্যাক্সো, সব কিভাবে বাড়েকমে সে ফান্ডা হিসেব করতে । কেউ টেকহোম ম্যাক্সিমাইজ করে তো কেউ ট্যাক্সো মিনিমাইজ করে। সে এক্সেল আমার কাছে অনেক দিন ছিল :-) পরে পে রিভিশনের সময়, ট্যাক্স স্ল্যাব পাল্টানোর সময়ে সুন্দর কাজে লাগত।

    ব্যাংদি এবং বাকি যারা কখনও ট্যাক্স ক্যালকুলেট করেন নি, শমীকের লেসনের পরে হোমওয়ার্ক হিসেবে করে দেখতে পারেন। আর কোনদিন পড়া ভুলবেন না :-)
  • Arijit | 61.95.144.122 | ০৪ মার্চ ২০১০ ১১:৩২444644
  • মানে? বাবার বাড়িতে আমি রেন্ট দেখাতে পারি?
  • Arijit | 61.95.144.122 | ০৪ মার্চ ২০১০ ১১:৩৪444666
  • কি ভালো দোকান সবার:-(
  • Arpan | 216.52.215.232 | ০৪ মার্চ ২০১০ ১১:৩৮444689
  • না। এত ভালো দোকানে কোনদিন চাগ্রি করিনি।
  • lcm | 69.236.183.240 | ০৪ মার্চ ২০১০ ১১:৩৮444678
  • না, না, যাই বল, ট্যাক্স অনেক কম। মেইনলি মর্টগেজ ইন্টারেস্ট ডিডাক্‌শন, আর ইনভেস্টমেন্ট এর জন্য ১ লাখ ডিডাকশন।

    আর এই ইনভেস্টমেন্ট গুলো তো বেশ ফ্লেক্সিবেল মনে হচ্ছে। মানে ৫৯-৬০ না হলে তোলা যাবে না সেরকম কিছু নয়।
  • Arpan | 216.52.215.232 | ০৪ মার্চ ২০১০ ১১:৩৯444700
  • মিউচাল ফান্ডে টাকা ঢাললে অথবা পাঁচ বছরের জন্য এফডি বানালেও ট্যাক্স ছাড়। :)
  • Arpan | 216.52.215.232 | ০৪ মার্চ ২০১০ ১১:৪০444711
  • * মিউচুয়াল
  • Arijit | 61.95.144.122 | ০৪ মার্চ ২০১০ ১১:৪৩444722
  • হ্যাঁ। কিন্তু লিমিট তো সেই ১ লাখ। এবার আরো বিশ হাজারের ইনফ্রা বন্ড জুড়েছে।
  • Arpan | 216.52.215.232 | ০৪ মার্চ ২০১০ ১১:৪৪444733
  • অপশন। অপশনের কথা বলছি।
  • Blank | 170.153.65.102 | ০৪ মার্চ ২০১০ ১১:৪৭444766
  • আচ্ছা, আমার একটা হোম লোন হ্যাস। পরের বছর থেকে নাকি আর নাকি হোম লোনে ট্যাক্সো ছার দেবে না !!!
    আর এ বছরেও দেয় নি আমাকে :(
  • san | 203.91.201.56 | ০৪ মার্চ ২০১০ ১১:৪৭444755
  • ও মিস করে গেছিলাম প্রশ্নটা। হ্যাঁ, বাবার বাড়িতে তুমি রেন্ট দেখাতে পারো, তবে সেক্ষেত্রে বাবাকে কিন্তু রেন্টাল ইনকাম শো করতে হবে ইনকাম ফ্রম আদার সোর্স এর আন্ডারে। স্যালারি/পেনশন ছাড়া।
  • Blank | 170.153.65.102 | ০৪ মার্চ ২০১০ ১১:৪৭444744
  • বেথে তো হেব্বি বুর্জোয়া, ১০ লাখের ওপর মাইনে পায় বছরে
  • Arijit | 61.95.144.122 | ০৪ মার্চ ২০১০ ১১:৫০444777
  • অ। তাইলে বাবা আমারে ত্যাজ্য করবে।
  • Samik | 219.64.11.35 | ০৪ মার্চ ২০১০ ১২:০২444789
  • দশের ওপরে পাই, তাও বলি নি, দশের নিচে পাই তাও বলি নি, দশ পাই তাও বলি নি। বুজ্জোয়া কেং কয়ে হলাম?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন