এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • guru te likhate samasyaa: braaujaar,sel ityaadi prabhRiti...


    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১২ | ৯১৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 118.193.103.94 | ০৭ অক্টোবর ২০১২ ০৯:৫৪571854
  • ১) হুতোর অ্যানিমেশন আই ই তে দেখা গেলনা। ফায়ারফক্সে গেল।

    ২) উক্ত অ্যানিমেশনে মতামত ফায়ারফক্সে দেওয়া গেলনা। আই ই তে গেল
  • aka | 85.76.118.96 | ০৭ অক্টোবর ২০১২ ১০:১৩571855
  • ঈশানকে আবছা আবছা মনে হওয়া জিনিষের অবস্থান বুঝে কি হবে? গুরুতে এলে কি ঈশানের গজদন্ত মিনারে চড়ে থাকার অনুভূতি হয়? যদি হয় তাইলে বাকি কথা।
  • rimi | 85.76.118.96 | ০৭ অক্টোবর ২০১২ ১০:৩১571856
  • সেই শুরু হয়ে গেছে আবার সেই এক জিনিশ। পুরোনো কথা তুলে সেই এক ঝগড়া। এরা পারেও বটে!!! খানিক এ ওকে চিমটি কাটা। "অসাধারণ" ফোরামই বটে।
    বোঝেও না যে আরো অসংখ্য লোক যারা এই পাতা পড়ে, এবং যারা এই সব পুরোনো চিমটি গুলো জানে না, পড়ে নি বা মনে রাখে নি, তাদের কাছে কি রকম হাস্যকর এবং বিরক্তিকর লাগে বুড়ো ধেড়েদের এই অদ্ভুত ঝগড়া!!!
  • sosen | 126.203.178.65 | ০৭ অক্টোবর ২০১২ ১১:১৬571857
  • আমি ফা ফ তে দেখতে ও পারলাম, মতামত ও দিতে পারলাম।
  • a | 75.204.229.11 | ০৭ অক্টোবর ২০১২ ১১:৩৫571858
  • গুরু যে অ-সাধারণ বা না-সাধারণ, সেটাও তো একটা হাইপ বই কিসু নয়।
  • | 127.194.103.38 | ০৭ অক্টোবর ২০১২ ১২:০৩571859
  • আমর তো গুরু কে অসাধারন লাগে।

    নানা প্রফেশনের সঙ্গে যুক্ত সম-মনস্ক বিভিন্ন বিচিত্র বিষয়ে নলেজেবেল লোকজনের সাথে উইদাউথ সম্পাদকের কাঁচি আড্ডা মারতে পারা টা জাস্ট টু গুড। অন্য দের কথা জানি না। গুরু নানান বিষয়ে ভালো ভালো লেখা, আলোচনা পড়ে ,জেনে আমি নিজে সমৃদ্ধ হয়েছি।
  • a | 75.204.229.11 | ০৭ অক্টোবর ২০১২ ১২:৩৬571860
  • বাকি সাইটগুলোতেও গেছ আশাকরি? মানে এটা অন্তত ৩-৪টে সাইটের ভিতর সাধারনের থেকে উচ্চমানের, তাই বলছ কি? নাকি বলছ এখানে "কিছু" অসাধারণ লেখা পড়া যায়?
  • sch | 125.241.95.237 | ০৭ অক্টোবর ২০১২ ১২:৪১571861
  • এ তো উমা পোদ্দারের টই কেও হার মানালো। শেষে মামলা অব্দি না গড়ায়। কি এনথ্যু লোকের - এই পাতাটাই আসল ভাটিয়ালি
  • | 127.194.103.38 | ০৭ অক্টোবর ২০১২ ১২:৫২571862
  • গেছি। এটার অন্য আকর্ষন এখানে আমি বেশ কিছু ভালো বন্ধু পেয়েছি।
  • | 127.194.103.38 | ০৭ অক্টোবর ২০১২ ১২:৫৪571864
  • দেখো বাংলা কথা অত সময় নেই যে একাধিক সাইটে রেগুলার যাওয়া একট সময় এ বা লা রেগুলার যেতাম, এখনো গুরু ও টানে আর কোথাও যাই না।

    গুরু নিজস্ব দোষ গুন নিয়েই এটা আমার অনেক বেশী আপনার । এই টুকু ইবক্তব্য।
  • dukhe | 127.194.249.169 | ০৭ অক্টোবর ২০১২ ১২:৫৫571865
  • ই কী মশাই ! আপনাদের ঝগড়া ভালো লাগে না ? এরপর বলবেন হাতাহাতিও না-পসন্দ । তারপর শুনব রক্তারক্তি দেখলে গা গুলোয় ।
    বলিউড হলিউড কুরুক্ষেত্র - এসব বাদ দিলে জীবন তো কার্ড রাইস রে দাদা ।
  • sch | 111.62.21.149 | ০৭ অক্টোবর ২০১২ ১৩:০১571866
  • curd rice বলে অশ্রদ্ধা করতে নেই - ডীডী দা রোজ খান
  • I | 24.99.181.158 | ০৭ অক্টোবর ২০১২ ১৩:২৪571867
  • এই তো সেদিন লিপস্টিক খেলাম, কোনো টেস্ট নেই তো! আগেও পাই নি।
  • dukhe | 127.194.249.169 | ০৭ অক্টোবর ২০১২ ১৩:৩২571868
  • এঃ ! লিপস্টিক কি তবে কার্ড রাইসের চেয়েও বিস্বাদ ?
  • test | 69.93.197.176 | ০৭ অক্টোবর ২০১২ ১৫:৩৪571869
  • test
  • siki | 24.140.82.133 | ০৭ অক্টোবর ২০১২ ১৫:৪৫571870
  • কেং কয়ে জানব আকা পরস্মৈপদী লিসপিকের কথা বলছে? আমি তো আত্মনেপদী লিসপিক ভাবছিলাম। তা পরেছি। ছোটবেলায় একবার নাচ করেছিলাম, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, তখন লিসপিক পরেছিলাম, কিন্তু সে ক্লাস থ্রি-তে। এতদিনে তো আর স্বাদ মনে নেই।
  • siki | 24.140.82.133 | ০৭ অক্টোবর ২০১২ ১৬:০৩571871
  • a-কে।

    পোষায় না তো আসো কেন? :) উন্নততর সাইট যেগুলো গুরুর চেয়েও ভালো, সেখানেই যাও না।

    গুরু অসাধারণ কিছু না। না-সাধারণও কিছু না। গুরু অন্যরকম। এই অন্যরকমটাই আমার ভালো লাগে।
  • a | 132.178.222.61 | ০৭ অক্টোবর ২০১২ ১৮:৩৬571872
  • স্মাইলি দিলেও ঝালটা টের পেলাম। না পোষালে আসি না তো। সত্যি কথা বলতে আগের থেকে টানটাও অনেক কম। আর আসব কি না সেও তো তুমি বলে দেবে না, তাই না?
    এই অন্যরকম বলে দাবিটাই একটা হাইপ, সেটাই তো বল্লাম।
  • | 127.194.100.155 | ০৭ অক্টোবর ২০১২ ১৯:৪৩571873
  • ইয়ে, ইন্দোর (@১ঃ২৪ )ব্যাপার টা কি আমরা ক্রশচেক করে নেবো? ঃ))
  • lcm | 34.4.162.218 | ০৮ অক্টোবর ২০১২ ১০:৪৩571875
  • আরে বাবা, ঈশান শুধু বলেছে যে টেকনিক্যাল প্রবলেমের রেসপন্সগুলো গুরুঅ্যাডমিন নামে পোস্ট করা হবে। এটা নিয়ে এত হৈ চৈ এর কিছু নেই। এটা নতুন কিছু নয়, অলরেডি গুরু-র নিজস্ব জিমেইল ইত্যাদি আছে। আর যখন সোমবারের লেখা পত্তর বেরোয় তখন গুরুচন্ডালি-র নামেই সেটা ঘোষনা করা হয়।
    এর মধ্যে সম্পাদককে গালমন্দ, সবুজ ডলার, অ্যানার্কি ট্যানার্কি ঢুকে গেলো, আমি আর টিম এই সুযোগে দু ঢোক সরবৎ খেলাম। শেষ হল লিপস্টিক দিয়ে। কোন টই যে কোন খাতে যাবে - অন্তত সেটা দেখার জন্যেও তো গুরুতে আসতে হবে।
    কিন্তু, সোমনাথ (মানে, নোবডি), টিম, এ ... ওদের পোস্টে কেমন যেন একটা প্রচ্ছন্ন অভিযোগ রয়েছে যে গুরু বদলে যাচ্ছে বা গ্যাছে। কিন্তু কি বদলেছে - বুঝিয়ে বলো। অনেক নতুন লোকজন পার্টিসিপেট করছে - সেটা তো ভালো।
    ফেসবুকে লাইক দেয়, গুরুতে "ক" দেয়, যতদূর মনে পড়ছে এই ক এর ফান্ডা এখানে বোধহয় h এনেছিল।
    আর কি এমন বদল হল...
  • Tim | 188.91.253.11 | ০৮ অক্টোবর ২০১২ ১২:৩২571876
  • কি পাল্টেছে?
    আগে পজিটিভ গুলো বলি।
    এক, অনেক বেশি লোক আসেন। দুই, অ্যাডমিনের তরফ থেকে প্রচুর এফোর্ট দেওয়া হয় যাতে নতুনদের অসুবিধেয় না পড়তে হয়। তিন, নতুনদের সাথে পুরোনোদের আলাপ অনেক সহজ হয়েছে।
    এবার নেগেটিভ,
    এক, আগের থেকে গুরু অনেক বেশি ফর্মাল। রসিকতা করার সময় রেখেঢেকে, ডিঃ দিয়ে করার কথা ভাবতে হয়।
    দুই,
    এত এত রিয়েল ভাট ইঃ হওয়ায় ব্যক্তিগত সম্পর্কের ওপর মতামত নির্ভর করছে। এমন নয় আগে এটা ছিলোনা, কিন্তু এখন প্রায় প্রতি মাসেই কোন না কোন পকেটে ভাট হচ্ছে। তক্কের অবজেক্টিভিটি এখন আগের থেকে অনেক কম। বরং, যেটা নতুন করে খারাপ চোখে পড়লো, একই বক্তব্যকে ট্যুইস্ট করে করে ঝগড়ায় বিভিন্ন অ্যাঙ্গলে ব্যবহার করা হচ্ছে। আরো একটা কারণ, এরপর থেকে লোকে পরিচিত, এবং কোনদিন ঝগড়া হবেনা এমন লোকের সাথেই শুধু ইয়ার্কি মারবে। সেই খিল্লির লাইসেন্স চলে গেলে গুরুর আসল ফ্লেভারটাই চলে যাবে।
    তিন,
    সাপ্তাহিক বিভাগটা আমাকে টানেনা এখন। এখন, হতেই পারে আমি ভালো লেখা বুঝিনা ইত্যাদি, মোদ্দা কথা এখন আর বুবুভা বেরোলেই একছুটে গিয়ে পড়িনা। বহু বহু লেখা বেরোয়, একবারও খুলে দেখিনা অনেক সময়।

    চার,
    টইতে বিষয়বৈচিত্র্যের অভাব। রাজনৈতিক, খেলা, রেসিপি, আর ভাট। আর প্রায় সর্বত্রই আকচাআকচি, ঝগড়া। বোর হই।

    এইসব। এমন নয় এগুলো কেউ আগে বলেনি, বা এগুলোর জন্য আমি গুরুকে ভয়ঙ্কর অপছন্দ করছি। আর, সব বদলই আমার মনোমত হবে এমন কোন মাথার দিব্য নেই।
    গুরু তো কমপ্ল্যান না! তাও মাঝে মাঝে এট্টু নষ্ট লজিক হয়, তখন এইসব বলে ফেলি।
  • a | 135.16.135.194 | ০৮ অক্টোবর ২০১২ ১৩:১৪571877
  • টিম্ভাইএর তিন চারে ক।
  • bhabuk | 208.80.153.10 | ০৮ অক্টোবর ২০১২ ২০:২৪571878
  • টেস্ট টেস্ট । লেখা যাচ্ছে কিনা দেখছি।
  • aka | 178.26.203.155 | ০৮ অক্টোবর ২০১২ ২০:৩২571879
  • ওয়ান ডে ওয়ান ডে, লেখা যাচ্ছে।
  • siki | 24.140.82.133 | ০৮ অক্টোবর ২০১২ ২০:৪১571880
  • আমিও চেটে দেখি লেখা যায় কিনা।

    টেস্ট টেস্ট।
  • siki | 24.140.82.133 | ০৮ অক্টোবর ২০১২ ২০:৫১571881
  • a-এর গতকালের পোস্তোর পরিপ্রেক্ষিতে দু কথা না লিখলে খারাপ দেখায়।

    a ভাই, ঝাল টাল কিছু না। যদিও ঝাল লাগলেও কারুর কিছু করার নেই। তবে খোলা মাঠ, ঝাল লাগলে সেটা জানিয়ে তো দেওয়াই যায়, নাকি?

    সমালোচনা ভালো, সবক্ষেত্রেই ভালো, কিন্তু একজন মাঝেমাঝেই আসছে, সমালোচনা করছে, কিন্তু কোনও গঠনমূলক সমালোচনা আসছে না তার কাছ থেকে। সে যখনই আসছে, তখনই এসে বলছে এটা পচা সাইট, এটা বাজে সাইট, এর থেকে উন্নততর সাইট এখানে আছে, ওখানে আছে, এখানে দলবাজি হয়, এখানে তিনোমুলকে তোল্লাই দেওয়া হয়, এখানে সবকিছুই খারাপ, এখানকার সম্পাদক খারাপ, তার পলিটিকাল স্ট্যান্ড সবসময়েই সন্দেহযোগ্য, এখানকার এডিটোরিয়াল বোর্ড রহস্যময়, কখনওই নাম জানায় না, তারা কী করে, ক্ষমতার কত কাছাকাছি পৌঁছনোর লোভলালসা রাখে, জানা যায় না ...

    দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে এই জ্বালাময়ী বক্তৃতা শুনেই আসছি, শুনেই আসছি। ধরে নিচ্ছি সবকটা অভিযোগই সত্যি, ইন ফ্যাক্ট, এগুলো মিথ্যে বা অর্ধসত্য এ রকমও গুরু কখনও দাবি করে নি, তো, এত অভিযোগ যে সাইটের বিরুদ্ধে, সেখানে তো অভিযোগকারী চাইবেই অন্য বেটার প্ল্যাটফর্মে শিফট করে যেতে। কোনও বাধ্যবাধকতা তো নেই এত অভিযোগ মাথায় নিয়ে এই সাইটে লেখার।

    এত যে অভিযোগ, তুমি কি কিছু কনট্রিবিউট করতে পারো, এই অভিযোগের লিস্টিগুলোকে কম করার জন্য? কোনও কনস্ট্রাকটিভ সমালোচনা? যেটা করলে ভালো হয়?

    a, আমি একেবারে রাগ করি নি। স্মাইলিটা মন থেকেই দেওয়া ছিল। কোনও ঝাল টাল খেয়ে লিখি নি। জাস্ট মনে এল, তাই লিখলাম। আমার যেমন বাংললাইভ ভালো লাগে না, তাই লিখি না সেখানে। সচল পোষায় না, তাই লিখি না সেখানে। গুরু ভালো লাগে তাই লিখি। অভিযোগ থাকবে না কেন, আমারও অভিযোগ আছে। কিন্তু সাথে সাথে তার সল্যুশনগুলো নিয়েও তো ভাবা উচিত, নয় কি?

    আমি তোমাকে কিছু করতেই ডিক্টেট করছি না। তোমার যা মনে আসে তাই কোরো, লিখো। তবে বস ভালো না লাগলে আমিও তো বলতেই পারি ভালো লাগছে না। তাই না? :)

    এ এক অনন্ত রিকার্সিভ লুপ।
  • a | 132.179.15.39 | ০৮ অক্টোবর ২০১২ ২১:২৬571882
  • সিকি, ধরে নিলাম তুমি "একজন" বলতে শুধু আমাকে বোঝাওনি, কারণ আমি সম্পাদককে, কোনদিনই, পলিটিকাল স্ট্যান্ড আর ক্ষমতার লোভ লালসা নিয়ে সন্দেহ করিনি। আমি আগেও বলেছি, বহুদিন ধরেই বলছি, কারা চালায় আর কিভাবে চালায় সেটা রহস্যময়, এটা তো ঘটনা। আর আজ সেখান থেকেই না গুরু আইডির জন্ম।
    এই সাইটের সবই খারাপ, এটা কবে বলেছি? যদি তা না হয়, তাহলে ধরে নেব আর দশজনের কথা থেকে সেটা তোমার ইন্টার্প্রিটেশন, অথবা গুরুপ্রেমী হিসাবে সেটা তোমার ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ।
    সমালোচনা করার চেষ্টা আগে করেছি, এখন তোমার বিচারে সেটা গঠনমূলক হয়নি, আমার অক্ষমতা। খালি তোমার কথা এক্স্টেন্ড করলে যেটা হয় সেটা হল কাজ না করে সমালোচনা করা যাবেনা। ভুল বুঝলে ধরিয়ে দিও।
    আর কন্ট্রিব্যুট করার ক্ষমতা,সময় বা ইচ্ছে কোনটাই নেই। সরি, আমি এসব দিক থেকে কনজিউমারের দলে, যেমন ফ্লিপকার্টের ডেলিভারি ডিলে হলে খিস্তি মারি, তেমনি এখানে লেখা বাজে হলে খিস্তি মারব। সুতরাং আর এখানে লিখব কি না বা লেখা উচিত কি না, জানিও।
  • pinaki | 148.227.189.9 | ০৮ অক্টোবর ২০১২ ২২:০৪571883
  • a, আপনি শেষে যেটা বললেন, আমার ধারণা সেই দৃষ্টিভঙ্গিটা থেকে এক ধরণের সমস্যা তৈরী হয়। গুরু আর ফ্লিপকার্ট তো এক নয়। গুরু তো কনজিউমারদের উদ্যোগেই চলে। কনজিউমাররা যতটুকু অব্দি গুরুকে 'ওন' করেন ততটুকু অব্দিই গুরুর সাফল্য। ঘটনাচক্রে গুরুর সাথে আপনার সেই 'ওনারশিপ' এর সম্পর্ক গড়ে ওঠে নি। সেটা পুরোপুরি আপনারই দায় - এমন দাবী আমি করছি না। কিন্তু আপনার ভাবনায় 'গুরু = ফ্লিপকার্ট' - এই যে ছবিটা রয়েছে সেটা তো অবশ্যই একটা ভূমিকা নেয় এই ওনারশিপ এর সম্পর্ক না গড়ে ওঠার পেছনে।
  • :-( | 127.194.195.231 | ০৯ অক্টোবর ২০১২ ০০:০৫571884
  • মেজর মাইনর সমস্যা হচ্ছে না, তবে গুরু এডিটর খুলে লিখতে থাকলে খানিকক্ষণ পর পর আপনা আপনি মোজিলা ব্রাউজার ক্র্যাশ করছে। এমনকি অফলাইনে থাকলেও/লিখলেও।
  • aka | 178.26.203.155 | ০৯ অক্টোবর ২০১২ ০০:০৯571886
  • উইন্ডোজ সেভেন হলে, ফাফ এমনিই ক্র্যাশ করে, মাঝে মাঝেই। ইহা ব্রাউজারের সমস্যা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন