এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • guru te likhate samasyaa: braaujaar,sel ityaadi prabhRiti...


    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১২ | ৯০৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 132.248.183.1 | ০৯ অক্টোবর ২০১২ ১২:৪০571954
  • lcm দার সাথে একমত। এখানে এসে আমি অনেক ভালো ভালো বই র খোঁজ পেয়েছি।
  • প্পন | 190.215.119.249 | ০৯ অক্টোবর ২০১২ ১২:৪২571956
  • এই বিতর্কে হনুকে আমি একটি ক্ক দিয়ে গেলাম।

    কিন্তু যাকে বলে অ্যানোনিমিটি, তা তো এমনি এমনি আসবে না, তাই হনু বেশির ভাগ সময়ই একটি কুশপুত্তলিকা খাড়া করতে ভালোবাসেন, এইটাতে আরো বড় ক্ক। ;-)
  • h | 213.99.212.54 | ০৯ অক্টোবর ২০১২ ১২:৪২571955
  • ওকে।
  • h | 213.99.212.54 | ০৯ অক্টোবর ২০১২ ১২:৪৪571957
  • ব্রতীন অফেন্সিভ কথা বোলো না, যাও দুটো শক্ত পোগ্গাম লিখে দেখাও, কারণ কাজ না করলে অকাজের সমালোচনা করা ঠিক না ;-)
  • | 132.248.183.11 | ০৯ অক্টোবর ২০১২ ১২:৪৬571958
  • ঃ))
  • h | 213.99.212.54 | ০৯ অক্টোবর ২০১২ ১২:৪৭571959
  • কি লেভেলের খচ্চর হলে, বড়দের পেছনে এই ভাবে লাগা যায়। শোন আমি এরি মধ্যে কত মহান কথা বলেছি খ্যাল আছে। হায় সে কবিও নেই, সে চাকাও নেই , তাই কুশপুত্তলিকা ফিরতে পারছে না, আবাহন সত্ত্বেও।
  • o | 69.160.210.2 | ০৯ অক্টোবর ২০১২ ১২:৫০571960
  • ছিল, একদা। ইদানিং দেখিনা। বক্তব্য এইটুকুই। এই ব কেই জিগেস করোনা, খোঁজ পাওয়া ভালো ভালো বইয়ের কখানা পড়েছে।বরং লোকে সেসব বই নিয়ে কথা বললে প্যাঁক দেবে - বস তোমরা কিছু কম শক্ত বই পড়ে দেখেছো কখনো, ইত্যাদি। সমালোচনা করা যাবেনা বলার বেসিক মানে হচ্ছে, ঐ লাইনে সমালোচনা করলে বেশির ভাগ অ্যাকটিভ পাঠক হয় বোর নয় ডিসএনগেজড হচ্ছে। নিজেকে সাইটের অ্যাকটিভ মেজরিটির কাছে বিরক্তিকর করে তোলার অপরাধবোধ বা হীনমন্যতায় বকবক থামিয়ে দিতে হচ্ছে। এই তো।
  • lcm | 34.4.162.218 | ০৯ অক্টোবর ২০১২ ১২:৫২571961
  • h কিন্তু একটা মোদ্দা কথা বলেছে, আনমডারেটেড খুল্লম সাইটে, -- পাবলিক কনভারসেশনে একটা ক্যাকোফোনি থাকবেই। নানা লোক নানা ভাবে বলবে --- এটা খেয়াল রাখা উচিত ...
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ০৯ অক্টোবর ২০১২ ১২:৫৫571962
  • বকবক করলেই। কেউ না কেউ শুনবেই। .
  • lcm | 34.4.162.218 | ০৯ অক্টোবর ২০১২ ১২:৫৭571964
  • o,
    আমি বলব না, এইখানে বক্তার বাগ্মীতার পরিচয়। একটি অপেক্ষাকৃত কঠিন বা অ্যাবস্ট্র্যাক্ট বিষয়বস্তুকে আকর্ষনীয়ভাবে উপস্থাপনা করা জরুরী, নইলে থিসিস-এর মতন হলে তো পাবলিক ডিসএনগেজ্‌ড হবেই।
    যেমন, সৈকত নামে একজন লেখেন মাঝে মধ্যে, ওর কিন্তু এই স্কিল আছে বলে আমার মনে হয়।
  • lcm | 34.4.162.218 | ০৯ অক্টোবর ২০১২ ১২:৫৮571965
  • আরো অনেকেরই আছে এই দক্ষতা গুরুতে।
  • o | 69.160.210.2 | ০৯ অক্টোবর ২০১২ ১৩:২৮571966
  • যথোপযুক্ত বাগ্মীর অভাবে একটা সাইটের মেজরিটি ইউজারবেস "বই", "সিনেমা" "গান" ডিঙিয়ে "অন্যান্য" তে শিফট করে গেল ? তাহলে তো বলতে হয়, যেতই, শুধু সুযোগের অপেক্ষায় ছিল।
  • h | 213.99.212.54 | ০৯ অক্টোবর ২০১২ ১৫:৩৯571967
  • ঃ-))))
  • aka | 85.76.118.96 | ০৯ অক্টোবর ২০১২ ১৬:০৩571968
  • খানিকটা সম্পাদকের হয়ে বলে যাই, তারপরে পরে সম্পাদককে বলব।

    আন মডারেটেড সাইটে টই, ভাটিয়ালি ইত্যাদি জায়গায় কি লেখা হবে সেটা সম্পাদক ঠিক কি করবে কি করে? আকার মতন নিম্নমেধা লিখলে ঐ মালই বেরবে, এতে ভুল কোথায়? ও কি বলতে চাইছে মডারেটেড অংশের কথা?
  • h | 213.99.212.53 | ০৯ অক্টোবর ২০১২ ১৬:১৯571969
  • কেস টা ছিল কি কি টেকি অসুবিধে হচ্ছে, সেই থেকে এলো খারাপ ব্যাবহার, সেখান থেকে কি থেকে কি হইয়া গেল, ব্যাপারটা এলিট বনাম পপুলার এ চলে এলো, মাঝে হাল্কা করে গালাগাল ছুঁয়ে থ্যাংক্স টু কাবলে দা, অথচ স্পেশালাইজ্ড ইন্টারেস্ট এর কোন জায়গা রইলো না। এর সমস্ত দোষ এল সি এম এর ;-) আর সোমনাথের।

    আমার মহান ভূমিকা হল, প্রতিটি ট্রানজিশন এই আমি কিছু সুচিন্তিত ভাট রেখেছি। যেই জিতুক, সে যেন আমার জন্য জিতেছে এটুকু মনে রাখে ;-)

    অর্পণ, ফিরে এসো পাকা ;-)
  • h | 213.99.212.53 | ০৯ অক্টোবর ২০১২ ১৬:২০571970
  • আকা তুই এটা কার পক্ষে বল্লি, অমর্ত্য না দীপেশ না ল্যালা, এটা এখনি ঠিক করে ফেলিশ না, আগে দেখে নে, সম্পাদক কি বলছে ;-)
  • sosen | 24.139.199.1 | ০৯ অক্টোবর ২০১২ ১৬:২৪571971
  • ঠিক। আগের বার বলতে গিয়েও বললাম না। ফালতু হ্যাজানো মনে হলো। যেন বঙ্গভূমে কোয়ালিটি কন্ট্রোল আপনা থেকে আসবে, মডারেট না কল্লে। এই উচ্চ কোয়ালিটির ধ্বজাধারী রা কেন লেখেন না? "উচ্চমানের টই" শুরু করতে বাধা কোথায়? সেখানে তো কোনো মডারেশন নেই। নাকি মৌলিক সাহিত্য/গান/শিল্পের মত মৌলিক সমালোচনাটাই তাঁদের ফিল্ড?
    করুন না, নড়ে চড়ে বসে একটু ফালতু নিম্নমেধার মানুষজনকে (এই আমার মতই ) হটিয়ে একটা উচ্চ-বোধের স্রোত নিয়ে আসুন না? এ তো কড়ে আঙ্গুলের খেল, না কি?
  • T | 24.139.128.15 | ০৯ অক্টোবর ২০১২ ১৬:২৬571973
  • যে রান্না করতে পারে না, তার কি ভাল খেতে ইচ্ছে করে না? নাকি তার খাওয়ার অধিকার নেই?
  • sosen | 24.139.199.1 | ০৯ অক্টোবর ২০১২ ১৬:২৬571972
  • আর টেকি গোলযোগের টই টেকি থাকুক না? এনারা গুরুর কোয়ালিটি কন্ট্রোল বলে কি আরেকটা টই খুলতে পারেননা?
  • h | 213.99.212.53 | ০৯ অক্টোবর ২০১২ ১৬:২৭571975
  • তাছাড়া ল্যালা বনাম না-সাধারণ ডিবেট টা এখনো হয় নি, এবার হওয়ার সময় হল;-)
  • h | 213.99.212.53 | ০৯ অক্টোবর ২০১২ ১৬:২৮571976
  • সুনীল গাঙ্গুলি বা দেশের লেখকেরা বা পৃথিবীর যে কোন লেখা যা সোসেনের ভাল্লাগে না, তার লেখকেরা কি সোসেন কে নিয়মিত, 'কেন আপনি লিখুন না' বলেন? ঃ-)
  • h | 213.99.212.53 | ০৯ অক্টোবর ২০১২ ১৬:৪৩571977
  • সোসেন, শোনো তুমি সোমনাথের উপরে রাগ কোরো না, কেস হল এই, সোমনাথের কিছু স্পেশালাইজ্ড ইন্টারেস্ট আছে, অনেকেরি আছে। তো এটা নিশচয়ি দেখেছো, যে পৃথিবীতে যে কোনো বিষয়ে জেনুইন ইন্টারেস্ট দেখালেই লোকে প্যাঁক দেয়। আঁতেল(বই/সিনেমা) বা বড়লোক(শাড়ী/বাড়ী/গয়্না/শেয়ার মার্কেট) বা ন্যাকা(ঐ মাইনাস শেয়ার মার্কেট) বা আনইম্পর্টান্ট(রাজনীতি) বলে। তো বিভিন্ন ধরণের এলিট লোকেরা নিজেদের সাধারণ দাবী করে এই সব নিয়ে ঝগড়া করে সময় কাটায় ঃ-) এ মানে হয়েই থাকে। I am sure তোমার কোন কোন বন্ধু তুমি কেন ইংরেজি তে বই পড় বলে খুব ই দুশ্চিন্তা প্রকাশ করে বা দু কথা বললেই সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে ইন্টারেস্ট প্রকাশ করে, না করলে অচিরেই করবে, তুমি যথেষ্ট দেশপ্রেমী র সঙ্গে তাইলে এখনো মেশনি ;-) এ মানে হয়েই থাকে। এ নিয়ে রাগ কোরো না।

    নিজের ছাড়া কারো ধ্বজা কেউ ধরে নেই বাবা, কিছুট অবসিন শোনালেও এটাই সত্যি ঃ-)
  • প্পন | 190.215.117.3 | ০৯ অক্টোবর ২০১২ ১৬:৪৮571978
  • আমি স্তব্ধ; নেড়ে গেছ; ফিরে এসো, ফিরে এসো, পাকা,
    কলা হয়ে, মেধা হয়ে, চিরন্তন বাগ্মী হয়ে এসো।
    আমরা এলিট দেশে ল্যালা হবো, ধ্বজা হবো, অবয়বহীন
    খড় হয়ে লিপ্ত হবো পৃথিবীর সব আকাশে।
  • h | 213.99.212.53 | ০৯ অক্টোবর ২০১২ ১৬:৪৯571979
  • অসইব্য ঃ-) ক্ন্তু ভালো অসইব্য ঃ-)
  • h | 213.99.212.53 | ০৯ অক্টোবর ২০১২ ১৬:৫০571980
  • আরেট্টুর জন্য রি... আনইম্পর্টান্ট এ সাইন্স টা জুড়ে দিতে হত।
  • বলরাম হাড়ি | 24.96.114.30 | ০৯ অক্টোবর ২০১২ ১৬:৫৮571982
  • পাকা ও কলার মধ্যে কমাটার কি থাকার কথা ছিল?
  • kd | 69.93.247.16 | ০৯ অক্টোবর ২০১২ ১৬:৫৮571981
  • আমার সিকিকে করা পোস্ট দেখছি বেশ অনেকেরই খারাপ লেগেছে, কুৎসিত লেগেছে। কেউ কেউ আমায় এইজন্যে অ্যাপলজি চাইতেও বলেছেন। যদিও সিকি নিজে চায়নি, তবুও আমি ওকে অযাচিত জ্ঞান দেওয়ার অপরাধ করার জন্যে ক্ষমা চাইলুম, আনকন্ডিশনাল।

    অনেকের পোস্ট পড়ে কেন জানি মনে হ'লো আমি নাকি aকে অপমান করেছি। আমি আমার পোস্ট বারবার পড়েও খুঁজে পেলুম না আমি ডিরেক্টলি (মানে, নাম করে) বা ইন্ডিরেক্টলি (মানে, ওর কোন পোস্ট থেকে উদ্ধৃতি দিয়ে) কিছু লিখেছি। তবুও, যেহেতু দেখছি কয়েকজন এমনই কিছু ভেবেছেন, স্পেশালি aও যদি তেমন ভাবেন, তাহ'লে আমি ওনার কাছেও আন্তরিক ক্ষমা চাইছি।

    যাক্‌ ক্ষমা-টমা চাওয়ার পাট চুকলো। এ'বার একটু নিজের হ'য়ে কথা বলি। গুরু'তে মাঝেমাঝেই অনেকের পোস্ট অপছন্দ হয়, তার উত্তরে কিছু লেখার ইচ্ছে হ'লেও নিজেকে আটকাই - প্রধান কারণ আমি তাদের চিনিনা বলে - তারা যা ইচ্ছে তাই লিখবে, এ'টা খোলা ফোরাম, আমি ও'দের ভালোমন্দ বলার কে। যাদের চিনি, তাদের লেখা কখনও অপছন্দ হ'লে কিন্তু প্রায়ই বলে ফেলি, সিকিকেও তেমনই বলে ফেলেছি। aকে চিনিনা, তাই ওনার কোন পোস্ট যদি অপছন্দ হতোও, কোন কমেন্ট করতুম না।

    সিকির পোস্ট পড়ে আমার একবারও মনে হয়নি ওটা aকে উদ্দেশ্য করে লেখা। কেননা সিকি যেসব ব্যাপারগুলোকে খিস্তি করেছে, aর কোনও পোস্ট পড়ে আমার তেমন মনে হয়নি। a (সোমনাথও) মাঝেমধ্যে যা করে, সে'গুলো আমি খিল্লি ক্যাটেগরিতে ফেলি, কখনও সখনও মজাও পাই, কিন্তু কখনো তো বিরক্তি আসে নি। আমার মনে হয় আগে বেশ কিছু আজেবাজে পোস্ট পড়ে সিকি ধৈর্যের সীমায় পৌঁছেছিলো, বেচারা aর পোস্টের পরেই বাঁধ ভাঙলো (একই দোষে দোষী না হ'য়েও)। মানে হওয়ারই ছিলো, a নিমিত্তমাত্র।
    আর আমার সিকিকে করা পোস্টও অনেকে (হয়তো সকলেই) aকে ব্যক্তিআক্তমণ মনে করেছেন। আমি তাঁদের একেবারেই দোষ দিচ্ছি না তবে আমি আবার বলতে চাই ওই পোস্ট লেখার সময় aর কোনও পোস্টের কথা মাথায় ছিলোনা, সিকি যাদের উদ্দেশ্য করে লিখেছে বলে আমি মনে করি, আমি তাদেরই "ব্যক্তিআক্রমণ" করেছি, আর সেজন্যে আমি বিন্দুমাত্র লজ্জিত নই। তাদের কাছে ক্ষমা চাওয়ার কোন প্রশ্নই আসে না।

    এবার আমায় "ব্যাক্তিআক্রমণ"।
    কে একজান আমাকে বলেছেন, আমি "সিনিয়র সিটিজেন"এর বাহানা দেবো। উনি একেবারেই ভুল বলেননি। সব সিনিয়র সিটিজেনই বুড়ো না হ'লেও সব বুড়োই সিনিয়র সিটিজেন। আর কে না জানে, আমি আমার ভুলোমনের জন্যে প্রায়ই বুড়ো হওয়ার বাহানা দিই।
    হনুরটায় বেশ আনন্দ পেলুম। "কাবলি লোকটা ভালো, দোষের মধ্যে শুধু একটু পেঁয়াজ খায়"। ঃ)
    আর একজনের পোস্ট সম্পর্কে কী বলবো জানি না। কিছু না বলাই ভালো।

    এই পোস্টটা লিখতে প্রায় দেড় ঘন্টা লেগেছে। এর মধ্যে আবার কে কী লিখেছে কে জানে।
  • sosen | 24.139.199.1 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:০০571983
  • রাগের কিস্যু নেই। কিন্তু স্পেশালাইজড ইন্টারেস্ট শো করার জন্য জাস্ট সমালোচনা করাই একমাত্র পন্থা নয় তো। কনস্ট্রাকটিভ কিছু হোক না । স্পেশালাইজড ইন্টারেস্ট সম্পর্কে লেখা হোক। ইন জেনেরাল ধোঁয়াটে "অমুক টা ভালো নয়, অমুকটা নিম্ন মানের " না বলে, ইদার কন্ট্রিবিউট করুন। না তো কন্ট্রিবিউট করতে পারে এমন লোকেদের ডাকুন।
    আর না হলে সমালোচনা করুন, কিন্তু সমালোচনা কোনো মৌলিক কম্ম নয়। যদিনা আপনি নীরদ সি হন। ত়া সেটাও লেখা চলে। তবে গুরুর সমালোচনা করে কিস্যু লাভ নেই, কোথাও সমালোচক হিসাবে নাম কিনতে পারবেন না। পড়লেও পাতি ঝগড়া ই মনে হবে।
    প্যাঁক দেওয়াকে ভয় পেয়ে জেনুইন ইন্টারেস্ট চেপে রাখবেন কেন?

    আর সুনীল গাঙ্গুলী নিয়ে কথাটায় হাসি পেল। :) এর উত্তর দিলুম না। মানে সে কেমন ঝগড়ার মত শোনাবে।
  • প্পন | 190.215.117.3 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:০৫571984
  • উঃ সব কিছুতেই লোকটা ছিদ্র খুঁজবে। ঃ P

    কলা মানে আর্টস! বাংলা মিডিয়ামে ঐভাবেই বলেঃ কলাশাখার একাদশ শ্রেণী ক বিভাগ। ঃ)
  • aka | 85.76.118.96 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:০৬571986
  • কিন্তু সিকির কার পোস্ট পড়ে ধৈর্য্যের বাঁধ ভাঙল? যারই হোক সে নেড়িকুত্তা। খাইছে, এদ্দিনে বিদেশে থেকেও নেড়িকুত্তা খেতাব জুটলে খুব মুশকিল হবে। নিদেন পক্ষে ছোট্ট পাপি হওয়া উচিত ছিল। বেজায় পারফরম্যান্স প্রেসারে পড়ে গেছি। ঃ( আমি নয়ত? শেখ সিকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন