এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • guru te likhate samasyaa: braaujaar,sel ityaadi prabhRiti...


    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১২ | ৯০৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 178.26.203.155 | ১৬ অক্টোবর ২০১২ ২২:০০572120
  • কিন্তু বামপন্থী দলের পত্রিকায় ভুলভাল অ্যাড মানে জাপানী তেলের অ্যাড থাকবে না কেন? তত্ত্বটা কি?
  • Ishan | 214.54.36.245 | ১৬ অক্টোবর ২০১২ ২২:২৩572121
  • বোঝো। এসবের মধ্যে মুখোশ, অধিকার ও সর্বোপরি গুরুচন্ডালি নামক গরু রচনাটি কোথা হইতে উপস্থিত হল?

    অবশ্য ইদানিং আর বিস্ময়বোধ তেমন হয়না। :)
  • প্পন | 190.215.52.184 | ১৬ অক্টোবর ২০১২ ২২:২৪572122
  • হ্যাঁ, এইটা মাথায় ঢোকেনি। রঞ্জনদার একইরকম আপত্তি ক্যাপসুল খেয়ে রোগা হওয়া, অথবা জলের ফিল্টারে জীবাণু দূর হওয়া এমনকী পঃবঙ্গ আইনশৃঙ্খলার স্বর্গরাজ্য এমন সরকারী প্রচার এইরকম সব "অবৈজ্ঞানিক" বিজ্ঞাপন নিয়েও কি?
  • Tim | 105.59.98.128 | ১৬ অক্টোবর ২০১২ ২২:৪২572123
  • রঞ্জনদা লিখেছে যে, মার্কসবাদ বিজ্ঞান। তাই আপত্তি। ঃ-)

    কিন্তু আবাপ কি নিজেকে অবৈজ্ঞানিক কাগজ বলে দাবী করে? নিদেন চিরন্তন কিছু সংস্কারের প্রতি সহানুভূতিশীল, প্রগতিকামী সম্বাদপত্র ?
    মনে তো হয়্না।
  • Tim | 105.59.98.128 | ১৬ অক্টোবর ২০১২ ২২:৪৭572124
  • একই টপিকে, অরণ্যদার পয়েনটা বোঝা গেল না। সমস্ত কাগজেরই একেকটা আদর্শগত অ্যাজেন্ডা আছে। কেউ ভগমান কে ভয় পায়, কেউ কাউকেই পায়না ইঃ। তো পাঠক হিসেবে এক্সপেক্টেশন্টা শুধু গণশক্তির প্রতি কেন থাকবে?
  • প্পন | 190.215.52.184 | ১৬ অক্টোবর ২০১২ ২২:৫১572125
  • নাঃ, সেটা বুঝেছি। রঞ্জনদার এক্সপেক্টেশনটা পার্টির মুখপত্রের কাছে।
  • aka | 178.26.203.155 | ১৬ অক্টোবর ২০১২ ২২:৫২572126
  • সেটাই বা কেন?
  • প্পন | 190.215.52.184 | ১৬ অক্টোবর ২০১২ ২২:৫৩572127
  • সেইটা তো তাঁর ব্যক্তিগত এক্সপেক্টেশন। সে তো থাকতেই পারে। শচীন প্রতি ম্যাচে ভারতকে জেতাবে। কি ইবে প্রতি ম্যাচে মোবাকে পাঁচ গোল দেবে। এইসব যেমন আমার এক্সপেক্টেশন।
  • aka | 178.26.203.155 | ১৬ অক্টোবর ২০১২ ২২:৫৫572128
  • না না নিশ্চয়ই তত্ত্ব আছে।
  • প্পন | 190.215.52.184 | ১৬ অক্টোবর ২০১২ ২২:৫৮572130
  • সে তো আছেই। অমি তিমির পয়েন্টটাকে কাউন্টার করছিলাম। এইখানে রঞ্জনদার রোল শুধু পাঠক না, ওনার পোস্ট পড়ে মনে হচ্ছে সেইটা ছাপিয়ে অন্য কিছুর *। যেইটা অন্য কাগজ পড়ার সময় কিন্তু আবার থাকবে না।

    * পর্টিজান কথাটা ইউজ করতে গিয়েও মুছে দিলাম।
  • Tim | 105.59.98.128 | ১৬ অক্টোবর ২০১২ ২২:৫৯572131
  • প্পন ইজ রাইট। এবং এইজন্যেই আমি বুঝিনি কেন সেটা এত গুরুত্ব পাবে। মানে একজন গ্রাহকের চাহিদা অনুযায়ী কাগজ নিজেকে বদলাবে কেন?
  • Tim | 105.59.98.128 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:০০572132
  • হ্যাঁ তত্ত্বটা শুনে আলোকিত হব বলে বসে আছি।
  • Ishan | 202.43.65.245 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:০৮572133
  • এখানে প্রশ্নটা হল, একটা মতাদর্শের ঘোষিত মুখপত্র মতাদর্শের সম্পূর্ণ বিরোধী কিছু বস্তু বিজ্ঞাপন হিসেবেও ছাপতে পারে কিনা। গণশক্তি "বিজ্ঞান" ও "বৈজ্ঞানিক মার্কসবাদ" এর ঘোষিত মুখপত্র। অতএব গণশক্তির পক্ষে সম্পূর্ণ "অবৈজ্ঞানিক" কিছু বিজ্ঞাপন ছাপা উচিত কিনা। এইটা হল প্রশ্ন।

    অন্যের ক্ষেত্রেও সেটা উঠতে পারে। যেমন, কথার কথা কইছি আমেরিকান জাতীয়তাবাদের ঘোষিত কোনো মুখপত্র যদি লাদেনপন্থী বিজ্ঞাপন ছাপে। বা "প্রগতিশীল" চ্যানেলে যদি জাপানী তেল স্পনসরড প্রোগ্রাম চলে, ইত্যাদি।

    আমি কোনো উত্তর দিচ্ছি না। কিন্তু প্রশ্ন এইটাই। সেটা ইনভ্যালিড কিছু না।
  • Ishan | 202.43.65.245 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:১০572134
  • লিখে মনে পড়ল, এমনকি, গণশক্তি তৃণমূলের বিজ্ঞাপন, বা প্রতিদিন সিপিএম এর বিজ্ঞাপন ছাপতে পারে কিনা, সেটাও এই লাইনেই আসে। :)
  • aka | 178.26.203.155 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:১৫572135
  • বামপন্থার যুদ্ধ তো অবৈজ্ঞানিক কিছুর বিরুদ্ধে নয়, সে তো প্রবীর ঘোষের কাজ। বামপন্থা তো বুর্জোয়াদের বিরুদ্ধে প্রলেতারিয়েতদের পক্ষে। জাপানী তেল ছাপলে ডাইরেক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না, কিন্তু তৃণমূলের অ্যাড ছাপলে ডাইরেক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট।

    মাওবাদীদের মতন এক্সট্রীম কেস ছাড়া যেকোন মডারেটেড বামপন্থাকে পুঁজির সাথে অল্পবিস্তর আপোষ করতেই হবে। সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমের বিরুদ্ধে জেহাদ আর কি।
  • r2h | 208.175.62.19 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:১৭572136
  • যাঃ। পার্টির মুখপত্র পার্টির ঘোষিত দর্শনের বাইরে ঢপবাজি প্রোমোট করবে না, এরকম আশা করা যায় না?
    অবশ্য দর্শনটা কি বা কে কোথায় ঘোষনা করেছে সেসব আমার জানা নাই, আর আশা কুহকিনী, এবং অতীত, ভালোবাসা, চাষা, সকলেই মৃত।
  • r2h | 208.175.62.19 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:১৮572138
  • যাঃ।
  • তাতিন | 127.197.71.172 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:১৮572137
  • লিঙ্গবর্ধক যন্ত্রের সঙ্গে কমিউনিস্ট পার্টির একটা ধারণাগত মিল আছে না? দুটই পেনিট্রেশন পাওয়ার বাড়িয়ে দেবে বলে নিজেকে সেল করে
  • Tim | 105.59.98.128 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:১৯572139
  • এইটা থাক। বিশেষ করে শেষ দুটো প্যারা অবশ্যই দেখবেন।
    http://www.anandabazar.com/about.html
  • pi | 127.194.9.62 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:২৫572141
  • আমার গণশক্তির কাছে এক্সপেক্টেশন নেই, কিন্তু এই প্রশ্নগুলো ভ্যালিড এবং বেশ ট্রিকি বলেই মনে করি। যেকোন ঘোষিত কিছুর মুখপত্রের জন্য। প্রতিদিন সে অর্থে কি ঘোষিত ? উদাঃ টা জাগো বাংলা দিয়ে হতে পারে ।
    ভালো কথা, জাঃ বাঃ কি আগের সরকারের আমলে সরকারি কোন বিজ্ঞাপন পেত বা ছেপেছে কখনো ?
  • pi | 127.194.9.62 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:২৭572142
  • এরকম আপোষ করা নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোন বক্তব্য বা আপত্তি নেই, শুধু সেটাকে একটু আপোষ বলে মেনে নিলে ঠিক আছে।
  • Ishan | 202.43.65.245 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:২৮572143
  • প্রবীর ঘোষ ঠিক বিজ্ঞান না, অন্য একটি অন্য দর্শনের প্রতিনিধিত্ব করেন, বা বলা ভালো করতেন। যার নাম তিনি দিয়েছেন "যুক্তিবাদ"। সেখান থেকেই তাঁর বিজ্ঞান বিষয়ক কাজকর্ম গুলি উৎসারিত হয়। এই নিয়ে তাঁর কিঞ্চিৎ লেখাপত্তরও আছে।

    অন্যদিকে গণশক্তির মাতৃসমা পার্টিটিও সরাসরি বিজ্ঞানকে প্রোমোট করে। তাদের সংগঠনের নাম, পশ্চিমবঙ্গে, "পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ"। এদের সঙ্গে প্রবীর ঘোষের দর্শনগত অমিল আছে। মিল আছে বিজ্ঞানকে প্রোমোট করার প্রশ্নে।

    উভয়েই বিজ্ঞানকে প্রোমোট করে। ফলে বিজ্ঞান ও জাপানী তেলকে একই সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে প্রোমোট করার মধ্যে একটা কনফ্লিক্ট থাকবেই। যেই করুক।

    এটা আলোকিত করার জন্য বললাম। অবস্থান নেবার জন্য নয়। এবার সেই কনফ্লিক্টকে কতটা সইয়ে, মানিয়ে নেওয়া হবে, সে অন্য প্রশ্ন।
  • Ishan | 202.43.65.245 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:২৯572144
  • তিমির লিংকটার তাৎপর্য বুঝি নাই।
  • তাতিন | 127.197.71.172 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:৩১572145
  • জাপানি তেল বা বিজ্ঞান ব্যবহারিক ক্ষেত্রে দুটোর রোল একই। মানুষকে আরেকটু ভোগ করতে পারার স্বপ্ন দ্যাখানো।

    বেসিক জায়গাটা তো একই।
  • প্পন | 190.215.52.184 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:৩২572146
  • ঈশান কি আগের পোস্টের সেকন্ড প্যারা একটু বিশদে লিখবে? কখনো এইসব নিয়ে মাথা ঘামাইনি বা ঘামানোর সুযোগ আসেনি।
  • Tim | 105.59.98.128 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:৩৪572148
  • না না তক্কোয় অন্য তাৎপর্য্য আনার জন্য লিং দিই নি। আবাপের ঘোষিতভাবে বিজ্ঞাপনের জন্য কাগজ চালানোটা জানতাম না।
  • aka | 178.26.203.155 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:৩৪572147
  • কিন্তু গণশক্তি তো পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের কাগজ নয়। দুটোর গভর্ণিং বডি তো আলাদা। ট্যানজেন্সিয়াল যে বিরোধ আছে সে তো সিপিএমের সমস্ত নেতার মধ্যে আছে, এমনকি বামপন্থায় বিশ্বাস করে সমস্ত ইন্ডিভিজুয়ালের মধ্যে আছে। বামপন্থায় বিশ্বাস করে বলে তো আর কেউ কমিউনে গিয়ে থাকে না। এই বিরোধ তো থাকবেই।
  • প্পন | 190.215.52.184 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:৩৫572150
  • জাপানি তেল অবৈজ্ঞানিক কী করে প্রমাণ হল? ভায়াগ্রাতে তো মেডিকাল সায়েন্সের অবদান আছে।
  • সিধু | 141.104.245.196 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:৩৫572149
  • একটা প্রশ্ন অনেকদিন মাথার মধ্যে ঘুরছে। জাপানী তেলে বেগুনী ভাজলে সেগুলো-ও কি স্বাভাবিকের থেকে অনেক বেশি বড় হবে এবং ফুলবে? .
  • aka | 178.26.203.155 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:৩৮572153
  • আমি যা বুঝি, বামপন্থার বিভিন্ন শেড আছে। তাতে একেবারে বামদিকে থাকে মাওবাদী ডানদিকে হল আম্রিকার ডেমোক্রেটরা। বাম থেকে যত ডান দিকে আসবে তত বেশি পুঁজির সাথে মানিয়ে নেওয়া, বাজারের সাথে আপোষ ইত্যাদি থাকবেই। সিপিএম তো মাঝামাঝি, অপোষ না করতে হলে সরাসরি যুদ্ধ ঘোষণাই তো করতে হবে। পুঁজির সাথে শান্তিপূর্ণ লড়াই লড়তে হলে আনফরচুনেটলি পুঁজিই লাগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন