এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • guru te likhate samasyaa: braaujaar,sel ityaadi prabhRiti...


    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১২ | ৯০৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | 208.213.222.146 | ১৭ অক্টোবর ২০১২ ০২:৪২572187
  • 'আসলে' বৈজ্ঞানিক কি না, আর পার্টির স্ট্যান্ড তো ইন্টারিলেটেড। স্ট্যান্ড যদি হয় সব 'আসল' / 'প্রায়-আসল' 'বৈজঁআনিক জিনিস কে সমর্থন করব' বা "ঘোষিত ভাবে 'অবৈজ্ঞানিক' জিনিস কে করব না" তাহলে এই তফাত গুলো করা খুব জরুরী।

    কোন দল তো স্পেসিফিক কিছু যেমন লিঙ্গ, বা শ্যাম্পু নিয়ে পলিসি বানাবে না। যা মোটা দাগের 'অবৈজ্ঞানিক ' , বা সায়েন্টিফিক নয় বলে ঘোষিত ভাবে ডিস্প্রুভড , যেমন জ্যোতিষ আংটি, সেগুলো সমর্থন হবে না, এটা বলা যায় পার্টির স্ট্যান্ড । যদি সেরম কিছু ছাপান হয়, প্রতিবাদ করা যায়। কিন্তু এই কেসে কোন কন্ট্রাডিকশান পাচ্ছি না।
  • aka | 178.26.203.155 | ১৭ অক্টোবর ২০১২ ০২:৪৬572188
  • ঘোষিত লক্ষ্য বিরোধী কিনা? ইয়েস, সিপিএমের ঘোষিত নীতি ইত্যাদি সেসব খুবই র‌্যাডিকাল। অতিবামেদের খুব কাছাকাছি। কিন্তু কাজকম্মো সবই সোশাল ডেমোক্র্যাটদের মতন। ঘোষিত নীতির সাথে মেলাতে গেলে মিলবে না, কিন্তু একটা সোশাল ডেমোক্রেট মডারেটেড বামপন্থী পার্টির হিসেবে ধরে নিলে, এসব ছোটখাটো আপোষ বৃহত্তর গোলে পৌঁছনর জন্য। মূলত সিপিএমের বইপত্তর, লেখাপাতি আপডেট করার সময় হয়েছে। মনে হয়ে শুরুও হয়েছে, কদিন আগে দেখছিলাম যেন। নিজের পায়ে কেউ কুড়ুল মারলে মেরেছে, কিন্তু সেটা কেউ করতে না চাইলে সেই মনে হয় ঠিক করছে।
  • Ishan | 202.43.65.245 | ১৭ অক্টোবর ২০১২ ০২:৫২572189
  • ইন্টার-রিলেটেড হতেও পারে, নাও পারে। পার্টির দৃষ্টিভঙ্গীর উপর সেটা নির্ভরশীল। জাস্ট উদাহরণ হিসেবে বলি, হিটলার জমানা নৃতত্ব সম্পর্কে একটি বিশেষ "বৈজ্ঞানিক" ধারণায় বিশ্বাস করত। সেটার সঙ্গে "আসল" বৈজ্ঞানিক ধারণার কয়েক যোজন দূরত্ব। আবার কোয়ান্টাম মেকানিক্স নিয়ে সোভিয়েতের কিঞ্চিৎ ছুঁৎমার্গ ছিল। স্পষ্ট করে নয়, আকারে ইঙ্গিতে। মনোবিজ্ঞান নিয়েও সোভিয়েত ভীষণ ভাবে পাভলভীয় ছিল। ইত্যাদি ইত্যাদি।
  • Ishan | 214.54.36.245 | ১৭ অক্টোবর ২০১২ ০২:৫৮572190
  • উফ আসল কথাটাই বলতে ভুলে গেছি। সিপিএম অতি অবশ্যই শ্যাম্পু বা সাবান বা লিঙ্গবর্ধক যন্ত্র নিয়ে স্ট্যান্ড নেবেনা। এমনকি জ্যোতিষ নিয়েও সিপিএমের দলিলে কোনো স্ট্যান্ড নেই। এগুলো গণসংগঠনের আওতায় পড়ে। আজ থেকে কুড়ি বছর আগে বিজ্ঞান মঞ্চের হিসেবে এগুলো সবই "অবৈজ্ঞানিক" ছিল। সে নিয়ে লিটারেচরও ছিল। খাবারে রঙের ব্যবহার থেকে শুরু করে যৌনতা-বর্ধক ট্যাবলেট অবধি (তখনও জাপানি তেল আসেনি)। অবশ্য এতদিন পরে সেসব বদলে গিয়ে থাকতে পারে। কেউ খোঁজখবর নিয়ে জানতে পারেন।
  • Ishan | 202.43.65.245 | ১৭ অক্টোবর ২০১২ ০৩:০২572191
  • আরও একটা।

    সিপিএম তার দলিল "সংশোধন" করবে কিনা, সে তাদের ব্যাপার। এবং সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। তবে যদ্দিন দলিল আর প্র্যাকটিস আলাদা থাকবে, তদ্দিন প্রশ্নগুলো উঠবেই। যিনি তুলছেন, তিনি একশবার ভ্যালিড প্রশ্ন তুলছেন। এই টুকুই এই বিষয়ে আমার বক্তব্য।
  • প্পন | 190.215.52.184 | ১৭ অক্টোবর ২০১২ ০৩:০৬572192
  • দলিলের কথা কোদ্দিয়ে আসছে? গণসংগঠনেরও দলিল হয় নাকি? নাকি লিটারেচারকে দলিল বলা হচ্ছে?
  • Ishan | 202.43.65.245 | ১৭ অক্টোবর ২০১২ ০৩:০৮572193
  • হ্যাঁ। গণসংগঠনেরও দলিল হয়। তবে ওই প্রসঙ্গে দলিল লিখিনি তো। লিটারেচরই তো লিখলাম।

    দলিলটা আকার কথার উত্তরে। অন্য প্রসঙ্গ।
  • aka | 85.76.118.96 | ১৭ অক্টোবর ২০১২ ০৬:২১572194
  • প্রশ্ন তো ভ্যালিডই। যেমন ওবামা আমেরিকায় জন্মেছিল কিনা সেটাও খুবই ভ্যালিড প্রশ্ন কারণ আমেরিকার সংবিধান অনুযায়ী নইলে ওবামা প্রেসিডেন্ট হতে পারে না।

    একটা পার্টি সমাজ বাদ দিয়ে হয় না। কারণ আমাদের মতন লোকজন দিয়েই পার্টি তৈরি হয়। আমরাই বা কজন জ্যোতিষে বিশ্বাস করি না বলে জ্যোতিষি বন্ধুকে জ্যোতিষ ছাড়ার কাউন্সেলিং করি? বা বন্ধুত্ব ত্যাগ দিই? দিই না। আমার দেখা বেশির ভাগ লোকই দেয় না। আমার ভদ্রতা, সামাজিকতা ইত্যাদি আমার কনস্ট্রেইন্ট। সেই কনস্ট্রেইন্ট বাদ দিয়ে আমাকে ও আমার স্টান্সকে মাপতে গেলে আদর্শের একটা অ্যাবসলিউট জায়গায় দাঁড়িয়েই মাপতে হবে। এর ব্যতিক্রম আছে কিন্তু তা ব্যতিক্রমই। কিন্তু তাতে করে ব্যক্তি আমি দুম করে জ্যোতিষে বিশ্বাসী হয়ে গেলাম এমন আদৌ নয়। এমনকি বৃহত্তর ক্ষেত্রে জ্যোতিষের বিরুদ্ধে কথা বলাটাও তার দিকে খুব আদর্শ বিচ্যুতির ঘটনা কি? না, জ্যোতিষ বন্ধুর সাথে আড্ডা দেওয়া তার প্র্যাক্টিকাল কন্স্ট্রেইন্ট, আর অন্য দিকে বৃহত্তর ক্ষেত্রে জ্যোতিষের বিরোধীতা করা তার আদর্শগত স্টান্স। এই দুই মিলিয়েই মানুষ ও সমাজ।

    সেই একই বক্তব্য পার্টির ক্ষেত্রেও, পার্টি তো কবে বিজ্ঞানমঞ্চ হবে তার পরে জনসংগঠনের মাধ্যমে মানুষের মতন মানুষ হবে, তবে তারা পার্টির মেম্বার হবে তবে ভোট হবে, তখন পার্টি ভোটে জিতে জনগণতান্ত্রিক বামপন্থার স্বপ্ন দেখাবে। এসব স্বপ্নে হয়, বাস্তবে হয় না। কারণ আমার মতে দুটো, এক, পার্টি ওপরের প্যারাগ্রাফের লোকের মতনই বিভিন্ন লোকজন দিয়ে তৈরি। আর দ্বিতীয়ত, ভোটের রাজনীতির নিজস্ব পলিটিক্স। সে নিয়ে বিশদে বলতে হলে বলা যাবে, কিন্তু আপাতত ধরে নিচ্ছি, ভোটে জেতার প্র্যাক্টিকালিটি কিছু আছে এটা মোটামুটি সবাই মেনে নিচ্ছে। একদিকে ভোটের রাজনীতি চালাতে গিয়ে পুঁজির দরকার তাই আপোষ পুঁজির সাথে, জাপানী তেলের সাথে, অন্যদিকে জনগণ তান্ত্রিক সংগঠন হিসেবে বিজ্ঞান মঞ্চ লিঙ্গ বর্ধক পিলের বিরুদ্ধে কথা বলছে। দুয়েরই সহবস্থান একই সাথে ঠিক ওপরের লোকটিরই মতন।

    (এই করে কবে আমি ই বোধহয় সিপিএম হয়ে যাব)।

    বিরোধ অবশ্যই কিন্তু এই বিরোধ খুব মডারেটেড ভোটের রাজনীতি করা দলের ক্ষেত্রে খুব স্বাভাবিক।
  • Ishan | 60.82.180.165 | ১৭ অক্টোবর ২০১২ ০৭:৪৪572195
  • এই বক্তব্যে অ্যাজ সাচ মেজর আপত্তির কোনো জায়গা পেলাম না।

    কিন্তু সমস্যাটা অন্য। পার্টির সদস্য আর পার্টির মুখপত্র এক জিনিস নয়। ফলে সদস্যের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেটা মুখপত্রের ক্ষেত্রে নয়। উদাহরণ দিয়ে বলি। পার্টির কোনো সদস্য ধর্মে বিশ্বাস করতেই পারেন। অনেকেই করেন। ধর্মকর্মও করেন। তাতে দোষ গুণের কিচ্ছু নেই। কিন্তু পার্টির মুখপত্র ধর্মকর্ম বিষয়ক প্রচার বা বিজ্ঞাপন ছাপতে শুরু করলে বিষয়টা অন্য মাত্রা পায়। এক্ষেত্রে সেই মাত্রা নিয়েই প্রশ্ন উঠছে।
  • tatin | 127.197.69.159 | ১৭ অক্টোবর ২০১২ ০৭:৫১572197
  • @kiki
    কোন কবিতা?
    আর সব খার এর কথা কি বলে ফেলা যায়?
  • aka | 85.76.118.96 | ১৭ অক্টোবর ২০১২ ০৮:০০572198
  • মিল একটাই পার্টি যা চিন্তা করে তা তার সদস্যদেরই চিন্তাভাবনা। যে চিন্তাভাবনা দলের সদস্যকে ধর্মকর্ম, জ্যোতিষ করতে বাধা না দেয়, সেই একই চিন্তাভাবনা মুখপত্রে জাপানী তেলের অ্যাড নেয়। দুটিই বর্তমানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আদর্শের সাথে কম্প্রোমাইজ ফর এ গ্রেটার কজ।
  • aka | 85.76.118.96 | ১৭ অক্টোবর ২০১২ ০৮:০১572199
  • কিন্তু রঞ্জনদা আর অরণ্যদা মার্কেট থেকে হাওয়া হয়ে গেল।
  • ranjan roy | 24.97.36.90 | ১৭ অক্টোবর ২০১২ ০৮:২৬572200
  • আকা,
    অন্য টইয়ে চলে গিয়ে সত্যিকারের মনের আনন্দে আছি। এখানে তোমার এবং ঈশানের বক্তব্যের সঙ্গে আমার উপলব্ধির বিশেষ কিচু ফারাক নেই। কিন্তু ওদিকে সিদ্ধার্থ অক্ষদা এরা ফাটিয়ে দিচ্ছে।ঃ)))))
  • riddhi | 118.218.136.234 | ১৭ অক্টোবর ২০১২ ০৮:৩২572201
  • খাতা বা দলিল মেলানো ভুল নয় কিন্তু খুব বোরিং । বিজ্ঞানমন্চ আর গণশক্তির স্ট্যান্দ যদি মিলে যায়, ঈশান বাহ কন্সিস্টেন্ত বলে সিপিএমের পিঠ চাপড়ে দিয়ে ঘুমোতে চলে যাবেন। যদি স্ট্যান্ড এরকম-ও হয়, যে লিঙ্গ-বর্ধক সব যন্ত্র খারাপ তবুও। এতে আমার প্রব্লেম হ্যস্স, আমি কন্সিস্তেন্সির চেয়েও দেখব একদল মানুষের যৌনতার বারোটা বেজে গেল। দলিল মেলানো ঈশান বা রন্জন দার কাছে ইম্পর্ট্যান্ত হতেই পারে ভুল কিছু নেই। আলাদা আলাদা রিসার্চ টপিক।
    আমার ব্যক্তিগত পছন্দের বিষয় হল-অবজেক্টিভ ট্রুথ। বা তার থেকে বিচ্যুতি, (যেটা জানতে হলে প্রথমটা জানতে হবে)। লিঙ্গ বাড়ল কি বাড়্ল না। বা সেটা নিয়ে কি ধোয়াশা, বা কেন ২০ বছর আগে, লিঙ্গ-বর্শক ট্যাবলেট খারাপ ছিল, সঠিক বিজ্ঞান টা কি। স্টালিন ডারুইন এর বদলে লামার্ক কে তুললে খিস্তি করব, এটা দেখব না দশম পার্টি কঙ্গ্রেসেও একি জিনিস বলেচিল কিনা। তাই জন্য উইকি থেকে লিন্ক দিলাম, ফিসিক্সের লোকেরা বলতে পারবে কি বৃত্তান্ত। জানি লোকের যা ইন্তারেস্ট তাতে মার্ক্স রুশো বেশী হবে, কিন্তু তাতে পেনিস পাম্প বা তার ফিসিক্স মিথ্যে হয়ে যাবে না।
  • Oneiric Ocelot | 131.241.218.132 | ১৭ অক্টোবর ২০১২ ১০:২৪572202
  • একজন সাধারণ সদস্য (ধরেন ডিওয়াইএফাই যে বাড়ি বাড়ি গিয়ে বিল কেটে আসে দু টাকা নিয়ে - সেই সদস্য) ধর্মে বিশ্বাস করে কি করে না, তাতে কিছু এসে যায় না হয়তো। যদিও আইডিয়ালি শুধুমাত্র বিল কেটে তো সদস্য করার কথা না, যদিও গণসংগঠনে তাই হয়। পার্টি সদস্য হতে গেলে অনেক স্টেজ পেরোতে হয়, আমার ব্যক্তিগত ধারণা হল সেখানেই এগুলো তোলা উচিত - মানে ধর্মবিশ্বাস ইত্যাদি। এমনটা সম্ভব না যে সবাই পাঁড় নাস্তিক হয়েই এজি মেম্বর হবে। কিন্তু আশা করতেই পারি (এবং আমি অন্ততঃ সেটাই আশা করি) যে এজি থেকে সিএম এবং তার পর পিএম হওয়ার মধ্যে যে তিন চার বছরের সময়টা থাকে সেখানে এই ধারণাগুলো মোটামুটি কমপ্লিট হবে। নইলে সুভাষ চক্কোত্তি বা রিসেন্টলি রেজ্জাক মোল্লার ঘটনাগুলো এমব্যারাসিং।

    আমজনতার সাথে একাত্ম হতে হবে ইত্যাদি বলে পুজো কমিটিতে ঢোকা দিয়ে যেটা শুরু হয়েছিলো, সুভাষ চক্কোত্তির "আমি আগে ব্রাহ্মণ পরে কম্যুনিস্ট" দিয়ে সেটা ফাইনাল রূপ পেয়েছে। গোঁড়া বলো আর যাই বলো, এই আপসে আমি ব্যক্তিগতভাবে আপত্তি করি। সেই জায়গা থেকেই অ্যাডের বিষয়ে গণশক্তির বাছবিচার করাই উচিত - সে অন্য কাগজ করুক বা না করুক।
  • প্পন | 126.202.158.93 | ১৭ অক্টোবর ২০১২ ১০:২৭572203
  • সে তো ঠিক আছে। কিন্তু বাছাবাছির দলিলে কোন কোন জিনিস এক্সক্লুশনে আসবে?
  • Oneiric Ocelot | 131.241.218.132 | ১৭ অক্টোবর ২০১২ ১০:২৯572204
  • কূট প্রশ্ন, কিন্তু আপাতগ্রাহ্য। একটু ভাবি। এতক্ষণ তো বাছাবাছি করা উচিত কিনা বা কমুনিস্ট পার্টির সদস্যদের ধর্মবিশ্বাস ইত্যাদি নিয়ে ভাবলুম।
  • Oneiric Ocelot | 131.241.218.132 | ১৭ অক্টোবর ২০১২ ১০:৩১572205
  • বিজ্ঞান মঞ্চ যেমন এখন FSM-WB-র সাথে ফ্রী সফটওয়্যার নিয়ে কাজ করছে। এবার বিজ্ঞান মঞ্চের কোনো মুখপত্রে কি মাঃসঃ-র অ্যাড থাকা উচিত?
  • Oneiric Ocelot | 131.241.218.132 | ১৭ অক্টোবর ২০১২ ১০:৩৬572206
  • সেই "মার্ক্সীয় বৈষ্ণব মঠ" মনে আছে?
  • aka | 85.76.118.96 | ১৮ অক্টোবর ২০১২ ০৬:৪৮572208
  • ধম্মো করলে দলে নেব না জাতীয় স্টান্স গুলো অ্যাবসলিউট আদর্শবাদী স্টান্স। একটা লোক ছোটবেলা থেকে দুগ্গাপুজোয় ক্যাপ ফাটিয়ে, মন্দিরে মন্দিরে বাবা মার সাথে পুজো দিয়ে, ঠাকুর নমস্কার করে বড় হয়ে হঠাৎই কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ে অবিশ্বাসী হয়ে উঠবে, সামাজিকতা ত্যাগ দিয়ে দেবে এবং তবেই তার ক্যাপিটালের বিরুদ্ধে লড়াই করার অধিকার জন্মাবে এবং তবেই ক্যাপিটালের বিরুদ্ধে সাংসদীয় লড়াই শুরু হবে, এ হয় না।

    সুভাষ চক্কোত্তি না থাকলে ভোটে কি হয় সে সুভাষ চক্কোত্তি না থাকার পরে বোঝাই যাচ্ছে।

    আসল লড়াই কিসের বিরুদ্ধে?
  • Ishan | 60.82.180.165 | ১৮ অক্টোবর ২০১২ ০৭:১৩572209
  • সবই ঠিক। তবে আবার বলব, মুখপত্রের ক্ষেত্রে এই যুক্তি খাটেনা। সেটা মুখপত্রের সঙ্গে সাধারণ সদস্যের যে অমিল, সেই কারণেই।

    মুখপত্রে কোনো সমঝোতা করতে হলে পার্টির দলিলেই আগে সমঝোতাটা করে নেওয়া উচিত। দলিলে একরকম, মুখপত্রে আরেকরকম, চলেনা। কারণ সাধারণ সদস্যের ব্যক্তিগত মত থাকতে পারে, মুখপত্রের কোনো ব্যক্তিগত মত হয়না।
  • aka | 85.76.118.96 | ১৮ অক্টোবর ২০১২ ০৭:১৯572210
  • এটা বুঝতে পারলাম না। দলে কাকে নেব না নেব সেখানে আদর্শগত বিচ্যুতি চলতে পারে কিন্তু মুখপত্রে আপোষ চলবে না, কেন?
  • Ishan | 60.82.180.165 | ১৮ অক্টোবর ২০১২ ০৭:২৮572211
  • বিচ্যুতি বলিনি। পার্থক্য বলছি। ব্যক্তির ব্যক্তিগত মত হয়। সেখানে সংগঠনের সঙ্গে সবটা নাই মিলতে পারে। যেমন একদা জ্যোতিবাবুর (বা সুভাষবাবুর) মেলেনি। তিনি সেটা ব্যক্ত করেছেন।দল বলেছে ওগুলো ব্যক্তিগত মতামত দলের নয়। মিটে গেছে।

    কিন্তু মুখপত্রের কোনো ব্যক্তিগত মত নেই। মুখপত্রের মতই সংগঠনের মত। সেখানে "ঐতিহাসিক ভুল" ছাপা হলে, সেটা সংগঠনেরই মত। এবং সেটা আত্মঘাতী।

    এবার আত্মঘাতী হতে চাইলে অবশ্য ঠিকই আছে। নইলে মুখপত্র ও দলিলের একসুরে বাজা উচিত।
  • aka | 85.76.118.96 | ১৮ অক্টোবর ২০১২ ০৭:৩৬572212
  • সেক্ষেত্রে কমিউনিস্ট পার্টিতে ব্যক্তিগত মত বলে কি কোন বস্তু আছে বা থাকতে পারে? পার্টিই সব না?
  • Ishan | 60.82.180.165 | ১৮ অক্টোবর ২০১২ ০৭:৪৮572213
  • এ নিয়ে অ্যাবসলিউট ঐকমত্য নেই। তবে আমি শুধু কমিউনিস্ট পার্টির কথা বলিনি। বিজেপিও কমিউনিস্ট ম্যানিফেস্টোর বিজ্ঞাপন ছাপলে একই রকম প্রশ্ন উঠবে।
  • aka | 85.76.118.96 | ১৮ অক্টোবর ২০১২ ০৭:৫৪572214
  • না জ্যোতিবাবুর ব্যক্তিগত মত পার্টির কনস্টিটিউশনের বিরুদ্ধে।

    To place the interests of the people and the Party above personal interests;

    To be frank, honest and truthful to the Party and not to betray the confidence of the Party;

    To defend the Party and uphold its cause against the onslaught of the enemies of the Party, the working class and the country.

    আদর্শ পার্টি মেম্বারের কি করা উচিত, তাই নিয়ে দলের ঘোষিত নীতি।
  • aka | 85.76.118.96 | ১৮ অক্টোবর ২০১২ ০৮:০৩572215
  • পার্টি মেম্বারের রাইটসঃ

    Rights of Party Members

    1. Rights of Party members are as following:
    (a) To elect Party organs and Party committees and be elected to them;
    (b) To participate in discussions in order to contribute to the formation of the Party policy and of the decisions of the Party;
    (c) To make proposals regarding one’s own work in the Party;
    (d) To make criticism about Party committees and Party functionaries at Party meetings;
    (e) To be heard in person in his or her unit when a Party unit discusses disciplinary action against him or her;
    (f) When any Party member disagrees with any decision of a Party committee on organization he or she has a right to submit his or her opinion to the next higher committee. In case of political difference a member has the right to submit his or her opinion to the higher committee up to the Central Committee. In all such cases the Party member shall, of course, carry out the Party decisions and the difference shall be sought to be resolved through the test of practice and through comradely discussions;
    (g) To address any statement, appeal or complaint to any higher Party organisation up to and including the Central Committee.

    2. It shall be the duty of Party organisations and Party functionaries to see that these rights are respected

    খবরের কাগজে ঐতিহাসিক ভুল বলার কথা কোথাও বলা নেই।
  • Ishan | 60.82.180.165 | ১৮ অক্টোবর ২০১২ ০৮:০৪572216
  • হ্যাঁ, পার্টিস্বার্থকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যক্তিগত মত পোষণ বা প্রকাশ করা যাবেনা, এটা লেখা নেই। থাকেও না।

    ভারতীয় কমিউনিস্ট পার্টি যে মডেলে, সেই রাশিয়ান পার্টিতেও সেই অধিকার ছিল। পরে নানা পাক্রে চক্রে ব্যক্তিগত মত প্রকাশের অধিকার কার্যত তুলে নেওয়া হয়। পরে আবার মঞ্চ বানানোর অধিকারও দেওয়া হয়। ফলে নীতিগত প্রশ্নে এই ব্যাপারটায় ঐকমত্য নেই। আগেই বললাম তো।
  • Ishan | 60.82.180.165 | ১৮ অক্টোবর ২০১২ ০৮:০৬572217
  • "খবরের কাগজে ঐতিহাসিক ভুল বলার কথা কোথাও বলা নেই।" -- এইটার মানে কি? পার্টি কনস্টিটিউশানে ঐতিহাসিক ভুল বলার কথা লেখা থাকবে? কেন?
  • aka | 85.76.118.96 | ১৮ অক্টোবর ২০১২ ০৮:১৪572219
  • আছে পরিষ্কার করেই আছে, রাইটস অফ পার্টি মেম্বার।

    d) To make criticism about Party committees and Party functionaries at Party meetings;

    (f) When any Party member disagrees with any decision of a Party committee on organization he or she has a right to submit his or her opinion to the next higher committee. In case of political difference a member has the right to submit his or her opinion to the higher committee up to the Central Committee. In all such cases the Party member shall, of course, carry out the Party decisions and the difference shall be sought to be resolved through the test of practice and through comradely discussions;
    (g) To address any statement, appeal or complaint to any higher Party organisation up to and including the Central Committee.

    খুব পরিষ্কার, পার্টির কোন ডিসিশন পছন্দ না হলে খবরের কাগজে বাইট না দিয়ে পার্টি অভ্যন্তরেই মেটাতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন