এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • guru te likhate samasyaa: braaujaar,sel ityaadi prabhRiti...


    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১২ | ৯০৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 127.194.3.114 | ০৯ অক্টোবর ২০১২ ০৯:০৪571920
  • এই ব্যক্তি আক্রমণ, এগুলো কবে বন্ধ হবে কে জানে ! আলাদা ক'রে আর খারাপ লাগার লিস্ট দিচ্ছিনা, এত লম্বা হয়ে যাবে।
  • aka | 85.76.118.96 | ০৯ অক্টোবর ২০১২ ০৯:০৫571921
  • প্রতিষ্ঠান হিসেবে গুরুর সমালোচনা গ্রহণ করার ক্ষমতা কমেছে। তা কিজন্য, কেন, জানি না। কোন লিংও চাইবেন না, দিতে পারব না। মানবেন কিনা সে গুরু প্রতিষ্ঠানের ব্যপার, লিং দিতে পারলাম না বলে বলতেই পারেন এই মন্তব্যের কোন গুরুত্ব নেই। কিন্তু তাও রেকর্ড করলাম নিজের বক্তব্য।
  • Ishan | 60.82.180.165 | ০৯ অক্টোবর ২০১২ ০৯:২০571922
  • গুরুর কথা বলতে পারিনা।

    যদি আমাকে উদ্দেশ্য করে বলা হয়ে থাকে তো আমার নিজের কথা কইতে পারি। বিশেষ করে নিউটাউনের বাড়ি, ও রাজনৈতিক ও ব্যক্তিগত চরিত্র সম্পর্কে সমালোচনা শোনার ক্ষমতা কমেছে। অনেকদিন হল তো।

    যদি আমাকে উদ্দেশ্য করে না বলা হয়ে থাকে তো অন্য কথা।
  • dukhe | 212.54.74.119 | ০৯ অক্টোবর ২০১২ ১০:১৪571923
  • ঈশানের চরিত্র তো ? মোটেও ভালো না । রেখেঢেকে বললেও নিতান্তই বদের কম কিছু বলা যায় না । বাঙালী পুরুষ তো । বজ্জাতির আড়ত । চোন্দিলও তাই কয় । টাক আর ভুঁড়ির কথা বাদই দেন । ও তো আজ না হলেও অল্প দিনের মধ্যেই হয়ে যাবে । দাড়িতেও বেজায় গন্ধ । তাছাড়া হাই তুলে তুড়ি দেয় না । সব মিলিয়ে খুবই বিশ্রী চরিত্র । হ্যাঁ, দুখের চরিত্র আরো খারাপ, কিন্তু তাতে কিছু প্রমাণ হয় না ।

    তবে অয়ন নতুন কী বললেন ? বাল্মীকি থেকে ইলিশ মাছ কিছুই যদি সর্বজনপ্রিয় না হতে পারে তো গুরুই বা কোন লাটসাহেব ?
  • kc | 204.126.37.78 | ০৯ অক্টোবর ২০১২ ১০:২০571924
  • ওরে বাবা, বাড়ি আর ফ্ল্যাটের মধ্যে তফাৎ আছে। চরিত্র ভ্যারি করে।
  • dukhe | 212.54.74.119 | ০৯ অক্টোবর ২০১২ ১০:২৩571925
  • কেউ কি দেবে ? বাড়ি বা ফ্ল্যাট ? শাভেজ কি নিউটাউনে এলেন ? বাড়ি ফ্ল্যাট যাই দিন, মাথা পেতে নেব । আমার চরিত্র অত ঠুনকো না ।
  • | 24.99.5.189 | ০৯ অক্টোবর ২০১২ ১০:২৫571926
  • আব্বে শাভেজ নিউ টাউনে কিছু দিলে এখানকার আদি বাসিন্দাদের দাবী আগে। ওসব দুখে ফুখে পড়ে
  • /etc/hosts | 131.241.218.132 | ০৯ অক্টোবর ২০১২ ১০:২৮571928
  • এইখানে বোধিকে ক দেওয়া গেলো না। রিপাবলিকানরা হারবে কি জিতবে সেই মস্করা দিয়ে কোনোভাবেই কেডির ইন্টেন্টটাকে ছোট করা সম্ভব নয়।
  • kc | 204.126.37.78 | ০৯ অক্টোবর ২০১২ ১০:২৮571927
  • নিঊটাউনে তেল পাওয়ার হাই চান্স আছে। সবাইকে বিনা ক্ষতিপূরণে উচ্ছেদ করা হতে পারে।
  • h | 213.99.212.53 | ০৯ অক্টোবর ২০১২ ১০:২৯571931
  • কিন্তু কাজে না লাগলে সমালোচনা করা যাবে না, এই দাবীটা অ্যাবসার্ড। আমি ইঞ্জিনীয়ারিং জানি না বলে, সরকার রাস্তা বানাতে পারে না কেন বলব না? ইকোনোমিক্স বুঝি না বলে পেনসন বিলের বিরোধিতা কেন করব না?
  • | 24.99.5.189 | ০৯ অক্টোবর ২০১২ ১০:৩৮571932
  • বোধি আবার খড়ের পুতুল খাড়া করে ঝগড়া করতে চাইছে। তোমার কথিত দাবীটি এখনও কেউ করে নাই।
  • h | 213.99.212.53 | ০৯ অক্টোবর ২০১২ ১০:৪০571933
  • ছোটো করি নি, কাবলে দা ফাল্তু ছড়িয়েছে। তা লোকে কি কম ছড়াচ্ছে। এই যে গাল না দিয়েও গাল দেওয়ার মত ট্রিটমেন্ট পাচ্ছে a, এটা কি ঠিক।

    কার কবে কিসে ইন্টারেস্ট হবে, সেই বিষয় যথেষ্ট মহৎ হবে কিনা, সেটা আমি, কো ইউজার কেন ঠিক করে দেব?

    এই যে সোমনাথ/অক্ষ/টিম এর দাবী হল বিষয় যথেষ্ট ইন্টারেস্টিং হচ্ছে না আলোচনায়, দ্যাট ইজ অ্যান আকসেপটেবল অবসারভেশন। কিন্তু এই যে অক্ষ a কে প্যাঁক দিয়ে গেল, আপনি দেকিচি ঢ্যাঁড়োশের বাজার দর ছাড়া কোন কিসু তে ইন্টারেস্ট পান না, সেটা তো সকলেই আমাকে বা অক্ষ কে বলতে পারে, আমি দেকিচি, আপনি রাজনীতি ছাড়া কোন কিছুতে ইন্টারেস্ট পান না, তাই আমি 'সাধারণ' মানুষ একটু বাজার দর দিয়ে গেলাম, বা অটো ওয়ালা কে গাল দিয়ে গেলাম এটা মানুষ বলতে পারে। অক্ষ এটা ওন গোল দিল। এই যুক্তি থেকেই বাজে ট্যাবলয়েড করে খায় এইটা অক্ষ বুঝলো না, ডিসাপয়েন্টিং।

    কাবলি দা জাস্ট ফালতু কথা বলেছে। একেবারেই ফাল্তু কথা, হি উইল রিগ্রেট দিস। কিন্তু কাউকে চেনার জন্য যদি কেউ বেনেফিট অফ ডাউট পায়, হাড়ে হাড়ে চেনা সত্ত্বেও, যেমন ধরো অক্ষ বা অরিজিত এর কাছে আমি পাই, আকার দমুর কাছে পাই, সেই একি কারণে যদি কাবলি দা বা a বেনেফিট অফ ডাউট না পায়, তাইলে আমি সেদিন সিকির সংগে ঝগড়া করার জন্য বকুনি খেয়েছিলাম কেন , অ্যান, হোয়াই? আনবিলিভেবল।

    যাক শাভেজ জিতেছে, দুঃখ করবেন না, পাইয়ে দেওয়ার রাজ্নীতির লোকেরাই ভোট দিয়েছে, মহান আত্মত্যাগী আর মেরিটোক্র্যাট রা যেমন নিজেদের ফেবারে পলিসি না পেলে রিপাবলিকান বা ডেমোক্রাট কাউকেই চাঁদ দেয় না, অনেক্টা সেরকম। আনবিলিভেবল।
  • h | 213.99.212.53 | ০৯ অক্টোবর ২০১২ ১০:৪৯571934
  • দমু অনেকেই করেছে, মানে শুধু এই দাবীটাই করেছে, এই দাবীটা নতুন না এটা বলতে পারো।
    আমি তোমার কাজে না লাগলে , তোমার কাজে সাহায্য না করলে, একটা পাবলিক এন্টারপ্রাইজের সমালোচনা কেন করা যাবে না, হোয়াট ইজ সো বিগ অ্যাবাউট ভলান্টারিজম? এন জি ও কে সমালোচনা করা যাবে না?
    অ্যাবসার্ড দাবী বস।
    কেডি র ব্যাপারে বলেছিলাম অত রেগে যেয়ো না, আই থিংক হি উইল অ্যাপোলোজাইস। হোপফুলি, যদি না করে আমিও দু কথা শুনিয়ে দেব। আর কি বলব।

    আই ক্যানট বিলিভ একটা এন্টারপ্রাইজ, পাবলিক এন্টারপ্রাইজ, যে কোন কাজ, শুধু প্রফিট মেকিং না বলে সমালোচনা করা যাবে না? সিকির ডিফেন্স খুব ই কাঁচা, খুব ভদ্র ছিল, কিন্তু খুব ই কাঁচা। এটা বলা যেতে পারতো, a কে , আপনার কোন বক্তব্য ই আপনি যুক্তি বিস্তার করে বলেন নি, তাই আপানর প্রশ্ন অ্যাড্রেস করতে পারছি না, বিস্তার করে বলুন, আমরা ডিফেন্ড করার চেষ্টা করছি। কিন্তু সিকি বল্লো শুধু ই কাজে লাগার কথা, এইটা কখনো উত্তর হতে পারে না বস।
    তুমি তো আমার এত বন্ধু, সারাজীবন ই বন্ধু থাকবে মনে হয়, বাজে লিখলে তুমি ছেড়ে দেবে? মানে লিখে ধর ফাইনান্সিয়াল ক্ষতি স্বীকার ই করলাম। সমালোচক হিসেবে তোমার যা বলর বলবে? সেটা তো স্বল্প পরিচিত বা অল্প পরিচিত লোক করবেই, এতে এতরেগে যাবার কি হল, অবশ্য তুমি এই ব্যাপারে রেগে গেছিলে কিনা অ্যাট অল সেটা মনে পড়ছে না। যাক সে কথা ;-)
  • | 24.96.97.158 | ০৯ অক্টোবর ২০১২ ১০:৫৩571935
  • তুমি কি আরও চাট্টি হ্যাজাবে না আমি লিখব?
  • dukhe | 212.54.74.119 | ০৯ অক্টোবর ২০১২ ১০:৫৪571936
  • ইয়ে, শাভেজ নিয়ে স্টেটমেন্টটা নিতান্তই রসিকতা ছিল কিন্তু ।
  • /etc/hosts | 131.241.218.132 | ০৯ অক্টোবর ২০১২ ১০:৫৮571937
  • হ্যাজানো ভালো। হ্যাজালে মনটা পোফুল্ল হয়;-)
  • h | 213.99.212.53 | ০৯ অক্টোবর ২০১২ ১০:৫৯571938
  • না তুমি ই হেজিয়ে লেকো ঃ-)
  • lcm | 34.4.162.218 | ০৯ অক্টোবর ২০১২ ১১:০২571939
  • যে ক্রিটিসিজ্‌ম গুলো এই থ্রেডে এসেছে, যেমন,
    - লেখার মান নেমে যাচ্ছে
    - সাপ্তাহিক বিভাগের লেখা আর টানে না
    - তর্কে অবজেক্টিভিটি কম, ব্যক্তিগত সম্পর্কের প্রভাব
    - গুরু ফর্ম্যাল হয়ে যাচ্ছে, রসিকতা সাবধানে করতে হয়
    - টইপত্তরে বিষয়বৈচিত্র কমে যাচ্ছে
    ...
    এগুলো কিন্তু অনেকটাই সাবজেক্টিভ, মানে সহজে পরিমেয়যোগ্য নয়। সোমনাথ নীরব পাঠক (এবং ভবিষ্যৎ পাঠক)-দের অনুভূতির প্রসঙ্গ এনেছে। এইটা একটা পয়েন্ট। কিন্তু, এটাও পাঠক নীরব থাকলে বোঝা মুশকিল। এর একটা মেজারমেন্ট হতে পারে সাইটের হিট স্ট্যাট।
    বেসিক অভিযোগ হচ্ছে মূলতঃ লেখাপত্তর, পোস্ট, আলোচনার মান নিয়ে, বা, কনটেন্টের সারবত্তা নিয়ে।
    একটা জিনিস হয়েছে - গুরুচন্ডালি নামক ম্যাগাজিন (অনলাইন এবং প্রিন্ট) - এটা একটু ইরেগুলার আর ইন্কন্সিসটেন্ট অবস্থায় চলে যাচ্ছে। আর চটি বই বেরোনোর চাপ থাকায়, হয়ত ম্যাগাজিন ফোকাস হারাচ্ছে - আমি জানি না।
    আসলে, গুরু তো ঠিক শুধুই অনলাইন ব্লগ নয়। গুরুর ম্যাগাজিন স্বত্তাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ - এই জায়গাটায় গুরুর একটা ভালো এনার্জি ছিল, এখন উৎসাহটা কলকাতা বইমেলার সময়টুকুতে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে।

    আর, লেখার মান নিয়ে ... হালে, দেবব্রত বিশ্বাস এবং কবীর সুমন এর গানের কথা/সুর নিয়ে দুটি চমৎকার টই হল। বাংলাদেশের কিছু লেখক তথ্যসমৃদ্ধ লেখা লিখছেন।

    আর যদি, দশ বিশ পঞ্চাশ বছর যদি গুরু থাকে, তাহলে একটু ওঠা নামা, ভ্যারিয়েশন তো অ্যালাউ করতে হবে, এমনিই হবে, কালের নিয়মে।
  • a x | 118.204.211.244 | ০৯ অক্টোবর ২০১২ ১১:৪১571940
  • হনু সিরিয়াসলি বাজে বকছে আজকাল। এবং কখন যে বাজে বকবে বোঝা যাচ্ছেনা।
  • ধুস | 69.160.210.2 | ০৯ অক্টোবর ২০১২ ১২:০১571942
  • হিট কাউন্ট টা বাজে গুল্প ল্যাদোষদা, এক্ষুনি একটা পানু টই খুললে বা ফটাফট বই খুলে রেসিপি কপি করলে, নেহাৎ ইন্টারনেটলভ্য নতুন পুজো অ্যালবাম ও ডাউনলোডেবল সিনেমার লিংক কপি করে দিতে থাকলে হতেই পারে হিট কাউন্ট বাড়ল। তাতে কোয়ালিটির কী হইল?
  • lcm | 34.4.162.218 | ০৯ অক্টোবর ২০১২ ১২:০৮571944
  • কোয়ালিটির কথা কই নাই
  • lcm | 34.4.162.218 | ০৯ অক্টোবর ২০১২ ১২:০৮571943
  • না না, আমি বলতে চেয়েছি, নীরব পাঠকের সংখ্যা কমছে কি না (বোর হয়ে চলে যাচ্ছে কি না) সেটা বোঝার একটা উপায় হতে পারে হিট স্ট্যাট।
  • | 24.96.100.124 | ০৯ অক্টোবর ২০১২ ১২:২০571945
  • বোধি

    তুমি প্রথমে আমাকে দেখাও কার কোন বাক্য থেকে এই অদ্ভুত দাবীটা তোমার মনে হয়েছে। তুমি নিজের বলা সমালোচনার কথাই একটু খুঁজে দেখো না কেনে, কতবার, কতভাবে করেছ। কন্ট্রিবিউশানের অনুরোধ জানানো আর 'সমালোচনা করা যাবে না' যদি তোমার একই কথা মনে হয়, তাহলে ভাই তোমার বাংলাটা বেশ দুব্বল। 'সমালোচনা করা যাবে না' র অর্থ হল করলে হয় পুলুশে ধরবে, নয়ত আইপি সহ ইউজারকে ব্যান করা হবে। যেখানে ইউজার আইডির কোনও গল্প নেই, সেখানে 'সমালোচনা করা যাবে না' কথাটা জাস্ট অর্থহীন।

    আর বাংলা ফোরামগুলোতে আরেকটা খুব হাস্যকর কথা চলে -- ' অমুক বা তসুকের জন্য আমি ঐখানে লিখতে পারি না' । এই দাবীটা একেবারে রাবিশ। আশা করি এরকম কিছু বলার চেষ্টা করছ না।

    আর অক্ষ কিসু ফালতু বলে নি, অক্ষর 8:12 র পোস্টের অবসার্ভেশানটা একেবারে সঠিক। ২০০৬ -১২ এই ৭ বছরে আমি অন্তত এর ব্যতিক্রম দেখি নি। তবে অক্ষ যে খেয়াল করেছে, এইটা আমাকে একটু অবাক করেছে :;) তুমি চাইলে রঙ্গনের খোলা সেইইই পুরানো 'লেখালেখি সম্পর্কিত একটি প্রস্তাব'এর টই থেকে দেখা শুরু করতে পার।

    ওঃ আর একটা কথা, কোথাও কিছুর প্রতিবাদ জানালে তুমি আসলে সেটা কিরকম ভাবে চাও সেটাও বলতে হয়। যেমন কেডির বক্তব্যের প্রতিবাদের ক্ষেত্রে আমি চাই উনি নিজের বক্তব্যের জন্য দুঃখিত হোন এবং চাই না উনি ঐভাবে বলুন কাউকে। একইভাবে পেনশন বিল নিয়ে প্রতিবাদ জানালে তুমি আসলে কিরকম ভাবে পেনশন সংক্রান্ত ব্যপার দেখা হোক, সেটাও লেখো তো। কাজেই আমি পড়ি। যেদিন নিজের চাহিদাটুকু না জানিয়ে স্রেফ খিস্তি করে যাবে, সেদিন আমি আর তোমার বক্তব্য পড়েও দেখব না।
    সিকিও এইটুকু দাবীইই জানিয়েছে।
  • h | 213.99.212.54 | ০৯ অক্টোবর ২০১২ ১২:২৩571946
  • ঃ-)) কখন বাজে বকবে বোঝা যাচ্ছে না টা ভালো দিল। ধরে নিতে পারি, সব সময় ;-)

    ভেবে দ্যাখ , অ্যানোনিমিটি, যেটা টিম চাইছে, সেটা তো এমনি ই এখন আর আসবে না। তো এই ওভার - ওয়েল নোন পরিস্থিতিতে, সকলেই আনপ্রেডিক্টেবলি এমনকি কনসিস্টেন্ট লি বাকি সকলের অপসন্দের কথা বললে, অন্তত নেপোটিজম এর অভিযোগ থেকে কয়েকটা লোক বাঁচে। ধর তুই আর আমি , এই ইসু তে ঝগড়া করলাম, কিন্তু মাল্টিব্র্যান্ড এপ ডি আই কেস এ এক সাথে কিসু একটা রাজনইতিক বক্তব্য রাখলাম, সেই পোলিটিকাল ইউনিয়ন আবার মাওবাদ কেস এ ঘেঁটে গেল। দিস ইস ফাইন, ইন অ্যাবসেন্স অফ অ্যানোনিমিটি ;-)
  • o | 69.160.210.2 | ০৯ অক্টোবর ২০১২ ১২:২৪571947
  • পাঠকেরও কোয়ালিটি আছে। কোয়ালিটি পাঠক চলে গিয়ে আনন্দলোক ও সুখী-গৃহকোণ-প্রত্যাশী পাঠক বাড়া, নীরব হলেও, কাঙ্ক্ষিত?
  • h | 213.99.212.54 | ০৯ অক্টোবর ২০১২ ১২:৩৩571948
  • যাক রাগ কমেছে। কিন্তু লোকে তো পোকাস কারাত কে ভোট না দিয়ে মমতা কে ভোট দিল, যুক্তি কোশেন্ট কমিয়ে, আবেগ কোশেন্ট বাড়ানোর জন্য। এবং বল্লো, যুক্তি ইটসেল্ফ হল একটা এলিট ব্যাপার অথবা নিউক্লিয়ার কো-অপারেশন এর যুক্তি মানুষের পক্ষে বেশি কঠিন, তাই মানুষ বোঝে নি। যিনি সারাজীবন ৩৫৬ ধারা চাইলেন, তিনি এখন এসে রাজ্যের হাতে ক্ষমতা কমার জন্য সংগ্রাম করছেন বলে হাওয়া তুলছেন।

    তো এই সব পরিস্থিতিতে, যেখানে তাত্ত্বিক বা বিশ্লেষণাত্মক ফিনেস ডিপেন্ড করে, তুমি কত নন-কমিটাল সেটা বোঝানোর সাফল্যে, সেখানে লোকে নন-কমিটাল সমালোচনা করবেই। তুমি ধরো সিপিএম এর অ্যাবাউট ৩০ বছর সমালোচনা করেছো, কিন্তু লক্ষন দার বাড়ি গিয়ে দেকেচো কি ওনার কত কষ্ট, কোন বন্দুকে কোন গুলি ভরবেন, মনে রাখতে কত পরিশ্রম হচ্ছে ;-)

    শোন বস, ক্যাকোফোনি, পাবলিক কনভারসেশনে একটা ক্যাকোফোনি থাকবেই। নানা লোক নানা ভাবে বলবে, কি করবে ;-)
  • h | 213.99.212.54 | ০৯ অক্টোবর ২০১২ ১২:৩৫571949
  • o কি সোমনাথ? এই ডিবেট করে লাভ কি? তোকে এখনি সিকি বলবে, ভাই দুটো ভালো পোবোন্দো দিন তার পরে সমালোচনা করুন ;-)
  • | 24.96.100.124 | ০৯ অক্টোবর ২০১২ ১২:৩৬571950
  • উফ!! অব্বার বাজে বকছে। যাও না এক ঘন্টা হেঁটে এসো না।
  • lcm | 34.4.162.218 | ০৯ অক্টোবর ২০১২ ১২:৩৭571951
  • o কি পাঠক তৈরীর কথা বলছ?
    মানে যে পাঠক শরৎচন্দ্র এবং শংকর ছাড়া পড়েন না, তিনি কিন্তু গুরুতে এসে কুন্দেরা বা নইপাল এ ইন্টারেস্টেড হতেই পারেন।
    গুরু-র সেই জায়গাটা আছে, কিছুটা হলেও আছে।
  • | 132.248.183.1 | ০৯ অক্টোবর ২০১২ ১২:৩৯571953
  • যা মনে হচ্ছে বোধি দার কোন কাজ নেই। ও বোধি দা আজকে বসবে নাকি? ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন