এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • guru te likhate samasyaa: braaujaar,sel ityaadi prabhRiti...


    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১২ | ৯০৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | 131.241.98.225 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:০৯571987
  • প্পনদা সরি
    আমিও পাকা কলা ভেবেছিলাম
  • aka | 85.76.118.96 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:১০571988
  • আমি কলাই ভেবেছিলাম। আমি গুরুতে লেখার উপযুক্ত আপনারা নন। কালই ভিআরএস ন্যান।
  • অবোধ | 132.172.242.147 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:১৬571989
  • আমিও পাকা কলা ভেবেছিলাম। অসইব্য অ্যাঙ্গল আছেই, ধরে নিয়েছিলাম, কিন্তু অসইব্য অ্যাঙ্গলের প্রয়োগটা ঠিক কী কারণে প্রয়োজন হল, সেটা বুঝলাম না।
  • সুবোধ | 131.241.218.132 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:১৭571990
  • সবার মনে কু।
  • o | 69.160.210.2 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:১৮571991
  • উঃ আকা আবার যথেচ্ছ ঘেঁটেছে। যার পোস্ট পড়ে সিকির ধৈর্যের বাঁধ ভেঙেছে সে নেড়ি নহে। যাদের পোস্ট পড়ে বাঁধের এদিকে জল বাড়তে বাড়তে ভাঙার সীমায় পৌঁছেছিল, তারা নেড়ি। পাপি কি পাপী সে স্পেসিফিকেশন নিয়ে কবি নীরব।
  • nirbodh | 190.149.51.68 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:২৬571994
  • তুলে নে মা!
  • কুবোধ | 127.194.3.114 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:২৬571993
  • কু।
    আমি মনে ও মাউসে এক।
  • অবোধ | 132.172.242.147 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:২৬571992
  • মানে অসইব্য অ্যাঙ্গলের ব্যাপারটা ঠিক মতন এক্সপ্লেইন করে নিই। মানে এক্ষেত্রে কবি কলার আগে পাকা বিশেষণটা লাগিয়ে অসইব্যতার মাত্রার কী এমন রকমফের ঘটাতে চেয়েছেন, সেটা বুঝতে নারি।
    মানে কলার একটাই অসইব্য মানে হয়, তার আবার পাকা আর কাঁচা কী?
  • h | 213.99.212.53 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:৩৬571995
  • সোসেন, বস, আমি যে কোনো লেখক বলের রেকিচি, যে কোন পছন্দের লেখক জিনি ধরা যাক ছটি বই লিকেছেন এবং আপনি ছটি ই পড়েছেন, তার কি এক দুটো বেস্ট দুটো র মত ভাল্লাগে। খুব রেয়ার। ঝগড়া শোনাবে না, মানুষ যদি চাপে পড়ে দুটো গাল ও না দিতে পারে, তাইলে আর প্রপার আলোচনার রইলো কি ;-)
  • o | 69.160.210.2 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:৩৮571997
  • আমিও ঘেঁটেছি। ডিঃ দেওয়া উচিত ছিল - এই নেড়ি ও ন্যাড়াদা কোনোভাবে সম্পর্কিত নয়।
    তাছাড়া একে বলে প্রয়োগমূলক টই হাইজ্যাক ।
  • h | 213.99.212.53 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:৪১571998
  • গঠনমূলক ব্যাপারটা নিয়ে , আভা গার্দ ট্র্যাডিশনে একটা প্যাঁকের ঐতিহ্য আছে। গঠনমূলক এর যেমন, দেশপ্রেম, ব্যায়াম সমিতি, মণিমেলা, উন্নত বামফ্রন্ট এই সব ঐতিহ্য, তেমনি সমালোচোনা মূলকের ও একটা আইডিওলোজিকাল ট্র্যাডিশন আছে। ধরুন হেরেসি থেকে শুরু করে, আজকের ক্রিটিকাল থিয়োরি অবদি। এইবার সোমনাথ আর আপনি দুটো আলাদা ট্র্যাডিশনে চাঁদা দিয়েছেন, আমি কিছু না পেয়ে হুইসিল বাজিয়ে রেপরি গিরি করছি, এই তো অবস্থা। এর মধ্যে রেগে যাবে না, শুধু ভেবে দেখুন পৃথিবীর যে কোন লেখক এর লেখা বাজে লাগলে, সেটা কাউকে বলে ফেললে, তিনি যদি স্বপ্নে ক্রমাগত এসে বলে যান, আপনি একটা উপন্যাস বা শ্লোক লিখুন না, তখন কি চাপ হবে ভেবে দেখুন। বলতেই হবে, ফিরে এসো পাকা।
  • aka | 178.26.203.155 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:৪২571999
  • আমরা সবাই নেড়ি, শুধু ন্যাড়াদা একা ন্যাড়া। ঃ)

    আর নির্বোধটাকে কিনা কি পড়লাম। নির্ঘাত আমার মনে কু।
  • h | 213.99.212.53 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:৪৩572000
  • যা দেখলাম, কাবলে দা কুকুরের হাগু ও জন্মবৃত্তান্ত সম্পর্কে লিখলে সাত তাড়াতাড়ি, আর বাকি কিছু লিখলে দেড় ঘন্টা টেইম নেন।
  • aka | 178.26.203.155 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:৪৭572001
  • কুকুর নয় কুকুর নয় নেড়িকুত্তা। বিলিতি হলে ডেটা নেই। যাস্ট টু বি স্পেসিফিক।
  • Tim | 102.46.99.45 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:৪৯572002
  • মাইরি একটা টেকি টইতে গুছিয়ে ঝগড়া হলে সেইটা আউট অফ সিলেবাস হয়না, অথচ "উচ্চমেধার ধ্বজাধারীরা" কিছু লিখলেই আউট অব সিলেবাস।
    এখন মনে হচ্ছে এলসিএমদার প্রশ্নের উত্তরগুলো ফেসবুকে দিলেই ভালো হত।

    আজগের স্লোগানঃ টই হাইজ্যাকের কান্ডারীদের কালোহাত ভেঙে দিন।
  • aka | 178.26.203.155 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:৫১572003
  • পরিবর্তিত পরিস্থিতিতে কালো ইসেও হতে পারে। ডিপেন্স। ভাঙবেন না চটকাবেন তাও অনেক কিছুর ওপর ডিপেন্স।
  • বলরাম হাড়ি | 24.96.114.30 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:৫২572005
  • সব কিছুতেই নয়। কিছু কিছুতে।
  • sosen | 24.139.199.1 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:৫২572004
  • কি বলি! এটা তো একটা জগাখিচুড়ি সাইট মাত্র, যে যেমন করে ব্যবহার করবেন তেমনই এর গুণমান হবে। মডারেট করা হয়না তেমন, লেখার কোনো বিভাগ নেই, যে যেমন পারেন টই খোলেন। তাতে নিম্নমেধার দিকে গমন হলে উচ্চ মেধার দিকে তুলে আনার চেষ্টা করুন।
    মানে আমি সুনীল বাবুকে গিয়ে যদি বলি আপনার অমুক লেখা গুলি আমার পছন্দ হচ্ছে না তা হলে কি কারণে হচ্ছেনা সেটা বুঝিয়ে দেব। আপনি মশাই বুড়ো, সেনাইল আরো অমুক তমুক আপনাকে আর যেন লিখতে না দেখি বলে গাল দেবনা।
    তাছাড়া ওই সময় যদি নষ্ট না করতে চাই, তা হলে অন্যের লেখা পড়ার চয়েস ও আমার আছে।
    কাউকে আপিসে ঘাড় ধরে গুচ করানো হয় বলে আমার জানা নেই। তাই চাপ এখানে সেই গুটিকয় লোকের যারা এই প্রয়াসটি নিয়ে খেটে যাচ্ছেন, আর কারুর না। তাই গাল দিন, কিন্তু একটু আধটু উচ্চবর্ণের মেধার লেখাও দিন। কাজে দেবে।
  • অবোধ | 132.172.242.147 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:৫৬572006
  • আকাবাবু আপনি একাই নন আমিও নির্বোধকে নিরোধ পড়েছিলাম।
  • সুবোধ | 131.241.218.132 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:৫৮572008
  • সব সেম কু। নইলে কে কী পড়লো সেটা অন্য লোকে জানে কেং কোয়ে?
  • h | 213.99.212.54 | ০৯ অক্টোবর ২০১২ ১৮:১৫572009
  • রাইট। কিন্তু লেখক ও তাই ভাবছেন, আমি তো কাউকে পড়তে বলিনি। পড়বেন না ভালো না লাগলে, কিন্তু জাস্ট ফর আ সেক দেখা যাচ্ছে , একটা পার্টিকুলার ধরণের লেখা বা রিডিং টেস্ট , ঘাড় ধরে প্রমোট না করা হলেও জাস্ট অকাতরে ছাপা হচ্ছে ও ট্রেডিং করা হচ্ছে। ফর্মুলা ফিল্মের মত।
    এই বার সোমনাথ জাতীয় খারাপ ছেলেদের এইটাতে আপত্তি। এইবার আপত্তি টা কেউ ঘাড়ে ধরে করায় নি। এটা যাকে বলে একটা দাবী। দাবী করা উচিত হয়েছে কিনা, মানা হবে কিনা, মানার আদৌ অবকাশ ও আলাদা কোন প্রয়োজন আছে কিনা সেটা অন্য কথা, রেপরি হিসেবে আমার বক্তব্য হল সোমনাথ একটা ইন্টারেস্ট এর কারণে যদি নাক উঁচু ব্যবহার করে থাকে, তাইলে, জাস্ট একটু ভেবে দেখুন, সে জিসি কে (হয়তো খামোখা) অনেকের মতই তার ইন্টারেস্ট অনুযায়ে হ্যজানোর জায়্গা হিসেবেও ধরছে। ওয়ান শুড নট বি উওরিড। বিকজ আদার ইন্টারেস্টস আর নট গৈং এনিহোয়ার। দে ক্যান ইগনোর লাইক সোমনাথ উইল বি ওয়েল অ্যাডভাইজ্ড টু ইগনোর।
  • Tim | 102.46.99.45 | ০৯ অক্টোবর ২০১২ ১৮:১৭572010
  • সোসেন কে দুইখান কথা বলার আছে।

    ১। টইয়ে বিষয়বৈচিত্র্যের অভাব যখন বলেছি তখন সেই আঙুলটা "আমি বাদে বাকিদের" দিকে তোলা হয় নি। আমিও এই সাইটের একজন ইউজার, এবং আমার ওপরেও কনট্রিবিউশনের দায় বর্তায়। কিন্তু যতদিন না আবার লেখার সময় পাচ্ছি ততদিন যদি সমালোচনা না করা যায় তাহলে মুশকিল। আর তাছাড়া গুরুর ইউ এস পি যে লেখক/লেখিকারা তারা তো একই আছেন। নতুন আরো অনেকে এসেছেন যারা একইরকম প্রতিভাবান। তাহলে অসুবিধেটা কোথায়? নাকি একসাথে সবার সময়ের অভাব হলো।

    ২। যারা এই প্রয়াসটি নিয়ে নিরন্তর খেটে যাচ্ছে, তাদের সেটটা কনস্ট্যান্ট না। সেখানে যারা ছিলো/আছে/থাকবে তাদের সব সময়েই এই প্রশ্ন বা মন্তব্যগুলো ফেস করতে হয়েছে/হচ্ছে/হবে। গুরুতে চিরকালই এই কাজগুলো ভলান্টারি, এবং প্রশংসা ও গালাগাল করার সময় স্বেচ্ছাশ্রম দিচ্ছে কিনা দেখা হয়নি। চাঁচাছোলা সমালোচনার সময় বিশেষ করে।
  • | 132.248.183.1 | ০৯ অক্টোবর ২০১২ ১৮:২৩572011
  • টিম, তোমার আগের লেখা টা পড়েছিলাম।

    আমার মনে হয় আগে যারা ভাটাত তারা সংখ্যায় খুব কম ছিল এবং বেশীর ভাগ একে অপর কে ব্যক্তিগত ভাবে চেনে/চিনতো। এখন নতুন ছেলে পুলে অনেকে আসছে । অনেক পুরোনো লোক আসছে না। বা অনিয়মিত । কাজেই এখন যখন কেউ কিছু লিখছে বাকি (n-r) জন কী ভাববে সেটা ভেবে একটু সচেতন ভাবে লিখছে । তাতে হয়তো সে ই আগের ফ্লেভার টা পাওয়া যাচ্ছে না। এটা আমার ব্যক্তিগত ধারনা।
  • pinaki | 148.227.189.9 | ০৯ অক্টোবর ২০১২ ১৮:৫১572012
  • এমনিতে লেখা পছন্দ হওয়া না হওয়াটা সাবজেক্টিভ। তাই সোমনাথ বা টিম বলল মানেই সাইটের লেখার মান খারাপ হয়ে যাচ্ছে, বা অন্য কেউ উল্টোটা বলল মানেই দারুণ উন্নত হয়ে যাচ্ছে - তা তো নয়। একই লেখা সব ধরণের মানুষের ভালো লাগতে পারে না। প্রশ্নটা হল, অনেক ধরণের মানুষকে খানিক খানিক করে হলেও স্যাটিসফাই করার মত লেখা বেরোচ্ছে কিনা। মানে লেখার সেই ভ্যারাইটিটা থাকছে কিনা। এখন এমনটা হতেই পারে হয়তো বেশ কিছুকাল টিমের মত লোক যে ধরণের লেখায় স্যাটিসফায়েড হয়, সেরকম লেখা বেরোচ্ছে না। কিন্তু সেই ফীডব্যাকটা তো সময় থাকতে যাঁরা সম্পাদনা করছেন, তাঁদের কাছে যাওয়া দরকার। প্রশ্ন হল সেটা যাওয়ার উপায় কি? ওরকমভাবে তো আর কেমন লেখা হলে ভালো লাগবে সেটা আগাম ফরমায়েশ করা যায় না। কিন্তু অন্ততঃ যেইটুকু করা যায় বলে মনে হয় সেটা হল, যে লেখাগুলো বেরোচ্ছে সেগুলোর নিচে মতামতের জায়গায় 'মন ভরল না' বা ঐ জাতীয় কিছু লিখে আসা। ধরা যাক 'মহাভারত' সিরিজ অনেকেই খুব পছন্দ করছেন। তাঁরা সেটা গিয়ে লিখেও আসছেন। এবং কোনো নেগেটিভ কমেন্ট পড়ছে না। সেক্ষেত্রে সম্পাদকরা তো সেই ধরণের লেখা আরও বেশী বের করবেন। অথচ ধরা যাক সেই লেখার ধরণটা কারুর পছন্দ নয়। সে যদি লেখার নিচে খুব বিনয়ের সঙ্গে হলেও সেই মতামতটা না দেয়, তাহলে সম্পাদকরাও কিছু জানল না, অথচ ক্রমাগতঃ অপছন্দের লেখা বেরোতে দেখে সেই পাঠকেরও মটকা গরম হয়েই চলল। এতে তো লাভের লাভ কিছু হবে না। অ্যাজ আ হোল 'মান নিম্নগামী হচ্ছে' বলার চেয়ে এইটা কি অনেক বেশী উপযুক্ত কাজ নয় যে কোনো লেখা পছন্দ না হলে তার নিচে গিয়ে সেটা জানিয়ে আসা?
  • Tim | 102.46.99.45 | ০৯ অক্টোবর ২০১২ ১৯:০১572013
  • পিনাকীদা, ঠিক। আমার পোস্টেও পরিষ্কার করেই লিখেছিলাম, যে সব আমার মনোমত হবে এরম মাথার দিব্যি নেই। আমার ভালো লাগছেনা মানেই খারাপ তাও নাই হতে পারে। কিন্তু অপছন্দটা নির্দ্বিধায় জানালেই যদি রে রে করে লোকে তেড়ে আসে তাহলে তো চুপ করে যেতে হয়।
    আর মন্তব্যের প্রসঙ্গেও একমত। পড়ে মতামত দিলে সেটা হয়ত ঠিকঠাক মেসেজ নিয়ে যাবে। কিন্তু অনেক সময় বিষয়টায় ইন্টারেস্ট পাইনা বলে পড়িনা। না পড়ে তো আর মতামত দেওয়া যায়না, তাই কিছু লিখিনা।
    টইগুলো এখনও পড়ি, তাই টই সম্পর্কে লিখলাম।
  • o | 69.160.210.2 | ০৯ অক্টোবর ২০১২ ১৯:০৬572014
  • অনেক ধরণের মানুষকে খানিক খানিক করে হলেও স্যাটিসফাই করার মত লেখা বেরোচ্ছে কিনা - বলে পিনাকীদা আদতে গুরুকে আবার সার্ভিস (বা মনোরঞ্জন) প্রোভাইডার তথা ফ্লিপকার্ট বলল ও অয়নের গালি দেওয়ার অধিকারকে ভ্যালিডেট করল। ঃ-)
  • o | 69.160.210.2 | ০৯ অক্টোবর ২০১২ ১৯:১৪572015
  • অনেক বেশি মানুষকে স্যাটিসফাই করতে গুরুতে অবিলম্বে সুডোকু, শব্দছক ও ফিল্মি গসিপ ছাপানোর দাবি জানিয়ে গেলাম। এতে হিট কাউন্ট ও নির্ঘাৎ বাড়বে। এমনকি ঐ লেখাগুলোতেও, যদি আলাদা ভাবে হিট কাউন্ট লাগানো হয়, বাড়বে। অসংখ্য অচেনা লোক ও এসে গুরু পড়ে যাবে। তাতে কী প্রমাণিত হবে? গুরুকে অবিলম্বে সর্বার্থে ট্যাবলয়েড হওয়ার দিকে দৌড়তে হবে? ইন ফ্যাক্ট চারপাশে এত বেশি খবরের কাগজ ও গুরুতে যেরকম কোয়ান্টিটিতে নিউজধর্মী লেখা বেরোয়, তাতে কাগুজে গুরুর সাথে সাথে দৈনিক গুরুপত্র বের করা কথা ভাবা যেতে পারে, যদি সেরকম লেবার দেওয়ার লোক পাওয়া যায়। পপুলার কালচার বনাম .... ইত্যাদি।
  • o | 69.160.210.2 | ০৯ অক্টোবর ২০১২ ১৯:৩৩572016
  • সোসেন যদি ব্যক্তিগত ভাবে আমাকে মাপতে চান, আমার লেখালেখির নমুনা টইপত্তরের প্রথম দিকের টইগুলোতে পাবেন। আমি কি ধরনের টই শুরু করেছি, তাও টইপত্তরের লিপিবদ্ধ ইতিহাস। সেখান থেকে আমি প্রবল জালি প্রতিপন্ন হলেও, সেটাই এখনও পর্যন্ত বাস্তব ও যেমন বলল্লম, লিপিবদ্ধ ইতিহাস। যদিও, বারেবারেই অনেকেই হয়তো বলেছে, আমি কেমন লিখি বা কোন বিষয়ে আগ্রহী, তাতে আমার বাকি লেখাপত্তর ও জেনেরাল সাইট ইউজারদের পছন্দের সমালোচনা করতে আটকায় না। টই ও ভাটের আলোচনায় বোর হলে বলব ইউজারদের পচ্ছন্দের সার্বিক অবনমন হয়েছে। এডিটেড কন্টেন্টে ইন্টারেস্ট না পেলে বলব গুরু অ্যাজ আ সাইট মেধাগত উৎকর্ষতা হারিয়েছে। এবার, যেমন অনেকেই অলরেডি বলেছে, আমার কথাগুলোর বেসিকালি কোনো গুরুত্ব নেই। কেউ আমাকে গুরুত্ব দিতে চাইলে আমার অভিযোগ গুলো নিয়ে ভাববেন। বাকিদের পূর্ণ সুযোগ রয়েছে আমাকে ইগনোর করে যা করছেন তাই নিরুত্তাপে করে যাওয়ার।
  • ranjan roy | 69.161.178.200 | ০৯ অক্টোবর ২০১২ ১৯:৩৫572017
  • সব্বাই দেখি শ্রীশ্রী নিরোধচন্দ্র চৌধুরির শিষ্য!
  • ranjan roy | 69.161.178.200 | ০৯ অক্টোবর ২০১২ ১৯:৪০572019
  • সরি! মেশিন ঠিক হয়েচে কি না টেস্ট করতে গিয়ে---(;
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন