এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দমোটর - পরশু কাল আজ

    pi
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৫ | ১৯০৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.223.159.21 | ০৬ আগস্ট ২০১৫ ২২:৫৩683157
  • State-run banks continue to report higher bad loans and the gross non-performing assets as on March 31, 2015, stood at 5.17 per cent. The stressed assets ratio (which includes NPAs and restructured loans) was 13.2 per cent, according to RBI data.
    Going through the details of annual financial results of public and private sector banks (including old private banks) for 2014-15, it may be noted that the gross non-performing assets (GNPA) of 26 public sector banks (including 19 nationalised banks, State Bank of India and its associates and IDBI) have risen by 22.5 per cent to Rs.2.78 lakh crore against Rs.2.27 lakh crore in the previous financial year. While the 19 nationalised banks have registered a rise of 39.8 per cent in gross NPA at Rs.1,92,270 crore against Rs.1,37,487 crore in the previous financial year, State Bank of India and its associates have reported eight per cent drop in their NPAs at Rs.73,508 crore against Rs.79,818 crore.
    দেখুন, পড়ুন আর উদ্বাহু হয়ে নাচুন। আর একটা আর্টিকেল পড়তে পারেন। প্রশ্ন একটাই, আপনি কি স্টেট ব্যাঙ্কের আর্থিক স্বাস্থ্য খুব ভালো মনে করেন?

    http://www.telegraphindia.com/1150803/jsp/business/story_35036.jsp#.VcOTIZdsFj8
  • ranjan roy | 125.117.233.225 | ০৭ আগস্ট ২০১৫ ০৭:১৫683158
  • এস এমকে বিনীত কিছু কথা, প্লীজ রেগে যাবেন না।
    ১) আপনি সম্ভবতঃ ব্যাপারটাকে একটা স্ট্যাটিক মডেলে দেখছেন। অর্থাৎ, একটা স্পেসিফিক সময়বিন্দুতে। যেমন স্টেশনে দাঁড়িয়ে থাকা রেলগাড়ি।সেখানে দাঁড়িয়ে দেখলে ভয় পাওয়ারই কথা।
    ২) কিন্তু সেভাবে না দেখে ব্যাংকিং সিস্টেমকে একটা ডায়নামিক মডেলে দেখুন--- ধরুন একটা চলন্ত রেলগাড়ি। তাহলে দেখবেন বাসেল ১, ২,৩ বা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি নর্ম বা ম্যাক্সিমাম পারমিসিবল ফাইনান্সিং লিমিট বা এনপিএ বা ডেট-ইকুইটি রেশিও বা টার্নওভার রেশিও বা লিকুইডিটি রে্শিও বা ডেট সার্ভিসিং কভারেজ রেশিও--- এইসব গালভরা শব্দাবলী আসলে রেলের পরিচালন সিগন্যালের মত। যেমন হলুদ-সবুজ-লালবাতি বা সামনে নদী/ব্রিজ--স্পীড কম করুন ইত্যাদি।
    ৩) অথবা, শরীর থাকলে কিছু অসুবিধে হবেই। ডাক্তার পাল্স, প্রেশার, সুগার, থাইরয়েড, এক্স-রে দেখে গাইড করবে। এগুলো কন্ট্রোলিং পয়েন্ট। ভারতীয় ব্যাংকিং এর শরীরে স্বাভাবিক ভাবেই কিছু অস্বস্তি ছোটখাটো অসুখ আছে। করাপশান আছে, রজনৈতিক বাধ্যতা আছে। কিন্তু ক্যান্সার বা টিবি হয় নি।
    ৪) গ্রস এনপিএ থেকে কিছুই বোঝায় না। তাই দরকার নেট এনপিএ ও টোটাল লোন অ্যাসেট এর প্রেক্ষিতে ওর রেশিও দেখা। S শুধু টোটল অ্যাসেট এর সঙ্গে তুলনা করছেন। তাতে আসল অবস্থা খানিকটা ঢাকা পড়ে যায়। তাই শুধু লোনের অনুপাতে এনপিএ এর কথা বলছি।
    হ্যাঁ, S এর জায়গা থেকে দেখতে হলে দেখা উচিত নেট প্রেজেন্ট ওয়ার্থ।
  • ranjan roy | 125.117.233.225 | ০৭ আগস্ট ২০১৫ ০৭:১৯683159
  • এস এম,
    আপনারই কোট থেকেঃ State Bank of India and its associates have reported eight per cent drop in their NPAs at Rs.73,508 crore against Rs.79,818 crore.

    ৮% এন পি এ কম করা মানে কিছু কড়া মেজার নিয়ে কাজ করা হয়েছে; নো জোক!
  • S | 109.27.138.238 | ০৭ আগস্ট ২০১৫ ০৮:০৭683160
  • রন্জনবাবু একদম ঠিক কথা বলেছেন। আসলে আমি হাতের কাছে অ্যাসেট ভ্যালু টা পেয়ে গেছিলাম। আর সাধারনত ব্যান্কের প্রাইমারি অ্যাসেট হোলো লোন রোসিভেবল। এসবিআইয়ের নেট এনপিএ মনে হয় ২।৫ বা ৩ পারসেন্টের মত। আর নেট ওয়ার্থের থেকেও বোধয় মার্কেট ক্যাপ বেটার হবে। ভুল হলে জানাবেন।

    এসবিআই এই মুহুর্তে পৃথিবীর অন্যতম সেরা ব্যান্ক। সরকারের চাপ ও এতো সোশাল রেসপন্সিবিলিটি পালন করেও, ১১ পারসেন্ট আর ও ই দেয়। সরকারি ব্যান্কের ক্ষেত্রে স্টেট ব্যান্কের রীচ, অপারেশন কস্ট অসাধারণ।
  • ranjan roy | 125.117.233.225 | ০৭ আগস্ট ২০১৫ ০৮:৫৩683161
  • S,
    সহমত।
    কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমি চাইব এস বি আই আরও ভাল গ্রাহক পরিষেবা দেবে। ওরা সাধারণ মানুষকে গ্রাহক হিসেবে সম্মান দেয় না। ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার করে, আর অ্যাডমিনিস্ট্রেশনের ইনার কাল্চার বেশ কলোনিয়াল বা ফিউডাল। ইম্পিরিয়াল ব্যাম্কের হ্যাং ওভার রয়ে গেছে। এই জায়গাটা শোধরানো দরকার।
    ব্যক্তি হিসেবে কিছু স্টাফ ব্যতিক্রমী, কিন্তু গড়পড়তা অ্যাটিচুড খুব খারাপ। আর বসেদের ব্রিফকেস বহন করতে সদাই তৎপর। বসরাও আশা করেন। শ্বাশুড়ি-বৌমা সিনড্রোমঃ)))
  • sm | 53.251.89.236 | ০৭ আগস্ট ২০১৫ ০৮:৫৭683162
  • State-run banks continue to report higher bad loans and the gross non-performing assets as on March 31, 2015, stood at 5.17 per cent. The stressed assets ratio (which includes NPAs and restructured loans) was 13.2 per cent, according to RBI data.
    RR , আবার আগে দেওয়া দুটো লাইন তুলে দিলাম। আপনার কি মনে হয়, ব্যাঙ্কের স্বাস্থ্য ভালো? আর এসেট ভ্যালু দিয়ে কি বোঝা যায়? এর মধ্যে টক্সিক এসেট কত, কি ভাবে বুঝবেন?ব্যাঙ্কের বা ফিনান্স ইন্সটির কাজ ই হলো দুর্বলতা গোপন করা।
    আমি রিসেশনের সময় বৃটেনের কিছু ব্যাঙ্কের কার্য্য কলাপ লক্ষ্য করেছি। লয়েডস , RBS ,এই সব জায়ান্ট দের এসেট ভ্যালু এস বি আই এর দশ গুন ছিল।
    এরা কখনই স্বীকার করে নি ব্যান্ক এর হল খারাপ। বরঞ্চ কিছু ফিনাস এর গুরু ,রাতদিন শিম্পাঞ্জির মত ক্রমাগত চিত্কার করে গেছে, এদের আর্থিক বৃদ্ধির কথা। এইসব স্বঘোষিত পন্ডিত (শিম্পাঞ্জি ) দের কোথায় কান দিলে তো চিত্তির, মহায়!
    রিসেশন নিজের চোখে দেখার পরও, এদের কোথায় বিশ্বাস করতে হবে? আপুনি বোধ হয়, চোখ কান খোলা রাখা মানুষের মধ্যেই পড়েন।
  • ranjan roy | 125.117.233.225 | ০৭ আগস্ট ২০১৫ ০৯:০৮683163
  • টেলিগ্রাফের রিপোর্ট থেকে মনে হচ্ছে যে স্টিল ও পাওয়ার সেক্টরে বিশাল লোন পসিবলি ব্যাড লোন হবে।
    কারণ এই সেগমেন্টে বিশ্বজুড়ে ওভারপ্রোডাকশন, ডাম্পিং ও লো ডিমান্ড। এগুলো মাঝে মধ্যে হবেই।Deviation is the motive force of control system।
    কিন্তু ভাল দিক হল এগুলো কনসাম্পশন সেক্টরে না হয়ে বেসিক ইনফ্রাস্ট্রাকচারে হয়ে ন্যাশনাল অ্যাসেট তৈরি হয়েছে। ফালে লং টার্ম এ ভাল স্পিল অফের সম্ভাবনা-- রোজগার, আয় ও ডিমান্ড তৈরিতে।
    মানছি, এদের জেস্টেশন পিরিয়ড বেশ লম্বা। কিন্তু তাতে দীর্ঘকালীন করেকশন সম্ভব।
    এসব হিক্কা হাত-পা ঠান্ডা হওয়ার মত নয় বলেই মনে হচ্ছে।
  • sm | 53.251.89.236 | ০৭ আগস্ট ২০১৫ ০৯:১৮683164
  • এই ঢালগুলো তো সর্বদা থাকবেই। ধরুন কোনো ব্যান্ক লাগাম ছাড়া লোন দিয়ে গেল, আবাসন প্রকল্পে। তার পর কয়েক বছর দেখিয়ে গেল হিসেব বহির্ভূত লাভের কথা। যখন বাবল ফেটে গেল; তখন বলতে শুরু করলো; তাইতো,কি করা যাবে,প্রপার্টি ডিমান্ড কমে গেছে, লোকজনের হাতে পয়সা কমে গেছে ইত্যাদি।
    চিনে স্টিল প্রডাকশন কমে গেল আর ভারতের ব্যাঙ্কের কাঁপুনি শুরু হলো; এটা কোনো কথা হলো? এই রকম সাইকেল তো নতুন নয়।
  • S | 109.27.138.238 | ০৭ আগস্ট ২০১৫ ১৩:১৫683169
  • @রন্জনদা, আসলে গ্রাহক পরিষেবা ভালো না হওয়ার দুটো কারণঃ ১) সরকারি চাকরির মানসিকতা (ক্লায়েন্ট নালিশ করলেও কিছু যায় আসেনা), ২) মাইনে অনেক কম (এইটা নিয়ে ভ্যান্কের সিইও রা এবারে মোদিজীকে বলেছিলেন, দেখা যাক যদি কিছু করা যায়)।

    টক্সিক অ্যাসেট হোলো যখন কোনো অ্যাসেটের মার্কেট ভ্যালু খুব কমে যায়। থ্যান্ক্ফুলি ইন্ডিয়ার কোনো ব্যান্কই (বিশেষতঃ সরকারি ব্যান্ক) ডেরিভেটিভ মার্কেটে তেমন অ্যাক্টিভ নয়। বিশেষতঃ সরকারি ব্যান্কগুলো শুধুই লোন দেওয়ার কাজ করে। ফলে টক্সিক অ্যাসেট খুব খুব কম। এনপিএ আসল চিন্তার ব্যাপার।

    বিদেশি ব্যান্কের থেকে এসবিআইয়ের কাজকর্মের চরিত্র আলাদা।
  • Arpan | 233.238.172.220 | ০৭ আগস্ট ২০১৫ ১৩:২১683170
  • কিন্তু অন্য ন্যাশনালাইজড ব্যাঙ্ক কি পোস্ট আপিসের এমপ্লয়িরা এসবিআইয়ের থেকে কম মাইনেতেও তো কাস্টমারকে হ্যারাস করেন না।

    এখানে বলতে বাধ্য হচ্ছি, এসবিআই ক্রেডিট কার্ড (এইটা জিই'র সাথে কোলাবরেশনে) এবং এসবিআই হোম লোন টিমের সাথে ইন্টার‌্যকশনের অভিজ্ঞতা এক্সেপশনালি ভালো। যত বদের বাসা ব্র্যাঞ্চ ব্যাঙ্কিঙে।
  • lcm | 118.91.116.131 | ০৭ আগস্ট ২০১৫ ১৩:৫২683171
  • Definition of 'Toxic Debt'

    Debt that has a lower chance of being repaid with interest. Toxic debt is toxic to the person or institution that will receive the payments.

    This debt generally adheres to one of the following criteria: default rates for the particular debt are in the double digits, more debt is accumulated than what can comfortably be paid back, the interest rates of the obligation are subject to discretionary changes. Any debt could potentially be considered "toxic," if it imposes harm onto the financial position of the holder.
  • S | 109.27.138.238 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:০৬683172
  • টক্সিক এসেট?
  • lcm | 118.91.116.131 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:১৮683173
  • টক্সিক অ্যাসেট তো ঐ যে লিখলে আগের পোস্টে।

    এসবিআই-এর অনলাইন নিলামে বাড়ি বিক্রি, গত মার্চ মাসের খবর -

    India's largest bank, the State Bank of India (SBI), will hold a record online auction this weekend to sell repossessed flats, warehouses and offices worth a total of nearly $200 million as the state lender seeks to chip away at its $10 billion mountain of bad debt.

    The SBI auction will be the biggest nationwide online sale to date and is a rare public move to turn distressed loans into ready cash.

    Including both bad and restructured debt, more than a tenth of Indian bank loans have soured. India Ratings and Research, part of the Fitch agency, estimates impaired loans could hit 13 percent of the total by March next year.
  • S | 109.27.138.238 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:৫০683174
  • লসাগু, আপনাকে একটু বুঝিয়ে বলি।

    When a bank lends money to someone/firm, it becomes loan receivables (Ranjan babu, please let us know what is the exact term used in the banking industry) in the book of the bank, which is an asset for the bank. For SBI and other nationalized banks, thankfully, most of their assets are such receivables, since these banks are highly active in the lending business and not so much in other businesses (prop trading, investment, derivatives etc).

    Now toxic asset is primarily when the market value of an asset declines significantly compared to its book value. Let's say you invest 100 crores in a real estate project for a year, and you expect 10% return from your investment, i.e. you expect to have a gross payoff of 110 crores. So your book will show that value in your book (balance sheet). But somehow the market value of the property declines; and therefore, now expect to receive a lower amount. Will it automatically be considered a toxic asset. Maybe not, if the decline in price is not much. And we need to understand that all investments have risks - you win some, you lose some. I think (since I am unsure), if the value of the asset declines significantly that there remains only a very small amount to be recovered (unusual for real estate), then this investment may be considered as a toxic asset, and it should be written off from the book accordingly and be considered as a loss in the P&L statement.

    Toxic debt (although not so popular in the financial sector) will also be part of such toxic asset. Like as we know now, the debt to Kingfisher may be considered as a toxic asset, since only a small portion of that loan is recoverable.

    In India, and maybe elsewhere, RBI asks the banks to calculate NPA. These are loans which are due for more than 3 months (Ranjan babu, please correct me here if I am wrong). Now it does not mean that all the these loans are bad loans. Often the banker does not inform the borrower to repay the loans on a monthly basis, in order to receive penal interest (this is a lot, trust me). Frequently, the firms repay bank loans with interests, fees, and penal interests after they sale their materials, which may take time, especially if their product market is seasonal. Therefore, NPA is a good measure to understand the health of the banks in India, till the time most of their assets are tied up in lending business.

    However, toxic asset became a popular term during the last financial crisis, because of an altogether different reason. I am not going to explain the securitization process here, because it's complex and will eat up a lots of bite. Let's consider derivative as a gamut term which encompasses everything. Now, I hope that you are aware of margin trading. If you have an ICICI direct account, you will find that you can trade in margin and marginPlus (I believe that such facilities are available only for intra-day trading for good reason). These facilities allow you to undertake larger amount of exposure than the money that you have in your account. MarginPlus allows you to take 10 times exposure. So if you have 1 lakh in your account, you can take exposure up to 10 lakhs of investment. It accentuates your profit capability, but does the same for loss. Say you buy 10 lakhs of SBI stocks, and the share price goes up by 10%. So you make 1 lakh in an original investment of 1 lakh, that's 100% return. Guess what will be your loss when the stock price drops by 100%.

    For investment banks, this ratio was an obscene 33:1. So a minor 3% movement of the price of the underlying asset on a wrong direction will wipe out the entire net worth: means you go bankrupt. Thankfully, public banks in India do not have such exposure.
  • lcm | 118.91.116.131 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:৫৫683176
  • কারণ, পাবলিক সেক্টর ব্যাংক-কে বাঁচানোর জন্যে ট্যাক্স পেয়ারের পয়সা আছে - গন্ডগোল হলে গৌরী সেন দিয়ে দেবে।
  • S | 109.27.138.238 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:৫৫683175
  • * byte
  • S | 109.27.138.238 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:৫৮683177
  • কোনটার উত্তর এইটা? বিগত এক দশকে এসবিআই কিন্তু ট্যাক্স পেয়ারের ঘরে টাকা ঢেলেছে থ্রু ডিভিডেন্ড।
  • lcm | 118.91.116.131 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:০৩683179
  • আরে ধুর, সে তো যারা এসবিআই-এর স্টক কিনেছে, তারা ডিভিডেন্ড পাচ্ছে। তাতে ট্যাক্স পেয়র-দের কি এসে গেল।
  • S | 109.27.138.238 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:০৫683180
  • গভ তো ৬০% এর মালিক। তারাও তো ডিভিডেন্ড পাচ্ছে।
  • lcm | 118.91.116.131 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:১০683181
  • এস কি বোঝালো বুঝলাম না। এসবিআই যে ইনভেস্টমেন্ট ব্যাংক (গোল্ডম্যান স্যাক্‌স) নয় সে তো জানা কথাই।
    কথা হচ্ছে, বাজে লোন বা বিষাক্ত ঋণ নিয়ে - এটা এত কেন।
  • lcm | 118.91.116.131 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:১৭683182
  • গুড। এইবারে, ঠিক পয়েন্টে আসেছে।

    ধরো, এসবিআই টক্সিক লোন-এর জন্য ২০০০০ কোটি টাকা লস করল, আর সেই লস পুষিয়ে দিল স্টক মার্কেটে শেয়ার বেশি দাম থেকে লাভ করে, সেখান থেকে ডিভিডেন্ড পেয়ে।

    ঠিক এই জায়গাতেই গপ্পো, অর্থাৎ, শেয়ার মার্কেট পড়লে এসবিআই খুব মুশকিলে পড়বে। কিন্তু সত্যিই কি পড়বে ? না। কারণ, তখন সরকার এসে বাঁচাবে - ট্যাক্স পেয়ারের পয়সায়।

    এটাতে অনেকের আপত্তি। যদি সরকারি ব্যাংক হয়, তো সরকারি ব্যাংক হও - শেয়ার মার্কেটে খেলতে পারবে না। আর নইলে প্রাইভেট ব্যাংকিং বিজনেস করো।
    এই মাঝামাঝি মিক্স্‌ড মডেল বিপজ্জনক। অবশ্য, প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুয়িটির টাকাও মার্কেটে লাগানোর প্রস্তাব অনেকে দিয়েছে। কিন্তু ঐ একই কারণে বিপজ্জনক।
  • S | 109.27.138.238 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:২৫683183
  • "এস কি বোঝালো বুঝলাম না।"ঃ এইটেই সক্কলের প্রবলেম। আদ্ধেক বুঝলে তো মুশকিল। শুধু খবরের কাগজ পড়ে কি আর সব কিছুই বোঝা যাবে দাদা। যাকগে।

    টক্সিক ডেট তো আপনিই নিয়ে এলেন। তখন বোঝালাম যে টক্সিক ডেট/ অ্যাসেটের সাথে এনপিএর পার্থক্য আছে - অনেকটা। ব্যাড ডেট মানেই সেইটা টকিস্ক নয়, যদি ভালো কোল্যাটারাল থাকে। আপনি আপনার বাড়ির লোনের টাকা মাস ছয়েক না দিয়ে দেখুন, ব্যান্ক কেমন খুশি হয় দেখবেন। তাদের মুখে হাসি ধরবে না। কারণ আপনি এইবারে একগাদা পেনাল ইন্টারেস্ট, ফিজ দেবেন। নইলে আপনার সাধের বাড়িটি বিক্কিরি করে (ধরে নিচ্ছি প্রপার্টি প্রাইস বেড়েছে) ঐসব কিছু, এবং আরো অনেক কিছু তুলে নিয়ে বাকি ছিবড়েটুকু আপনাকে দিয়ে যাবে। অথচ আপনি এনপিএ।

    বাজে লোন তো দেখাচ্ছে মোটে ১০ বিলিয়ন ডলার। মানে মাত্র ৬০ হাজার কোটি টাকা। এই অন্কটা ঠিক টোটাল কতটা লোনের মধ্যে। এসবিআই এর নেট এনপিএ ৩ পার্সেন্টের আসে পাশে। বাড়ছে সেটা চিন্তার। কিন্তু দুস্চিন্তার নয়, বিশেষতঃ যেখানে সক্কলে গুরুত্ব দিয়েছে।
  • lcm | 118.91.116.131 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:৩১683184
  • আসল পয়েন্ট লোন নয়।

    আসল পয়েন্ট হল, রাষ্ট্রায়াত্ত ব্যাংকের আর্থিক স্বাস্থ্য যখন শেয়ার মার্কেটের স্বাস্থ্যের ওপর নির্ভরশীল। এই নির্ভরতার দায় আল্টিমেটই সরকারের ঘাড়ে গিয়ে পড়বে।

    হালে গ্রীসের ব্যাংকিং নিয়ে একটু ঘাঁটলে এটা দেখা যাবে।

    ২০০৮ এর গ্রেট রিসেশনের সময় জোর পশ্চিমে জোর হুজুক উঠেছিল, ব্যাংকিং -এর সরকারিকরণের।

    কারণ হ্যাজ।
  • S | 109.27.138.238 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:৩৩683185
  • ও লসাগু দা, এইডা আপনি কি বললেন। আপনি কোনো প্রাইভেট কোম্পানিকে ট্যাক্সো পেয়ারদের পয়সায় বেঁচে যেতে দেখেননি? ভুইলা গেলেন নাকি।

    ইন্ডিয়ার সরকার কিন্তু এখনো অবধি গত দশকে কৃষি লোন মুকুব ছাড়া কখনো কোনো লোন মুকুবের জন্যে অন্তত এসবিআইকে পয়সা দিয়েছে বলে মনে পড়ছে না। মাঝে মাঝে ইকুইটি ইনফুইশন করা হয়, ব্যান্কটাকে বাড়ানোর স্বার্থে। ইকনমির সাইজ বাড়ার সাথে সাথে সেইটা করতেই হবে।

    আর এসবিআই তো শেয়ার মার্কেটে খেলে বলেই ভালো আছে। কারণ ইনভেস্টররা এইটার ফাইনান্সিয়ল হেল্থের দিকে নজর রাখবে। অভ্যন্তরীন দুর্নীতি কম হবে। গভঃ এর কাছে এসবিআইয়ের গুরুত্ব অপরিশীম, এসবিআইয়ের হাত সহজে ছাড়বে বলে মনে হয়না। কতটা ডিপোজিটের পয়সা হাতে পায় ভাবুন, লেন্ডিঙ্গ মার্কেটে কত বড় রোল প্লে করতে পারে সেইটা ভাবুন।
  • S | 109.27.138.238 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:৩৯683186
  • "আসল পয়েন্ট হল, রাষ্ট্রায়াত্ত ব্যাংকের আর্থিক স্বাস্থ্য যখন শেয়ার মার্কেটের স্বাস্থ্যের ওপর নির্ভরশীল। এই নির্ভরতার দায় আল্টিমেটই সরকারের ঘাড়ে গিয়ে পড়বে।"

    এইটার উত্তরই তো দিলাম আমি আমার ঐ লম্বা পোস্টে।
    since these banks are highly active in the lending business and not so much in other businesses (prop trading, investment, derivatives etc).
    Thankfully, public banks in India do not have such exposure.

    আপনি তো বললেন যে আপনি এসবিআইয়ের সাথে এইসব ব্যান্কগুলোর মুল পার্থক্যটা বোঝেন। এসবিআইয়ের হেল্থ তো শেয়ার মার্কেটের উপরে তেমন ডিপেন্ডেন্ট নয়। আপনার যদি মনে হয় ডিপেন্ডেন্ট, তাহলে একটু বুঝিয়ে বলুন, আমি হয়তো কিছু মিস করছি।

    গ্রীসের ব্যান্কগুলো তো পেরাইভেট বলে মনে হয়।
  • lcm | 118.91.116.131 | ০৭ আগস্ট ২০১৫ ১৬:০৩683187
  • এসবিআই=গোল্ডম্যান নয়। এসবিআই ইনভেস্টমেন্ট ব্যাংক নয়। সেটা এত বার বার জোর দিয়ে বলছ কেন, এটা তো সবাই জানে।

    সেটা এক জিনিস।

    আর কোনো প্রাইভেট ব্যাংকের শেয়ার মার্কেটে ট্রেড করে লাভ/ডিভিডেন্ড পায় সেটা আলাদা জিনিস।

    এসবিআই সরকারি ব্যাংক, কিন্তু শেয়ার মার্কেটে ট্রেড করে। এই শেয়ার মার্কেট ডিভিডেন্ড দিয়ে স্টেট সাপোর্টেড এন্টারপ্রাইজের ভ্যালুয়েশন - এইটা গোলমেলে জায়গা।

    আমরা সবাই এসবিআই-এর পারফরমেন্সে মুগ্ধ। কিন্তু, আজ যদি এসবিআই-কে পুরো ১০০% প্রাইভেট এন্টারপ্রাইজ করে দাও, দেখবে শেয়ার প্রাইস কমে যেতে পারে। এই জায়্গাটাই মজার। অর্থাৎ, আজকে এসবিআই-এর স্টকের ওপর মানুষের ভরসার একটা প্রধান কারণ স্টেট সাপোর্ট, স্টেট ওন্‌ড বলে।
  • S | 109.27.138.238 | ০৭ আগস্ট ২০১৫ ১৬:২৩683188
  • "সেটা এত বার বার জোর দিয়ে বলছ কেন, এটা তো সবাই জানে।"
    কারণ এদের বিজনেস মডেল আলাদা। রিস্কের জায়্গাটা আলাদা। আপনি আসার আগের কিছু পোস্ট পড়ে দেখতে পারেন কেন এই জায়্গাটা বার বার বলছি।

    অবশ্যই এসবিআই এর ভ্যালুয়েশনের একটা বড় জায়্গা স্টেট সাপোর্ট। কিন্তু আজকে যদি এসবিআইয় পুরো ১০০% প্রাইভেট করে দেওয়া হয় তাহলে কি কি হবে একটু ভাবা যাক (ধরে নিচ্ছি যে ১০০% প্রাইভেট হয়েও বিজনেস মডেল চেন্জ হচ্ছে না)ঃ

    ১) জিওআই শেয়ার বিক্কিরি করে দিচ্ছে, ফলে অনেক টাকা পাবে যেটা দিয়ে ইনভেস্ট করতে পারবে এবং ডেফিসিট কমাতে পারবে। ফলে ইন্ডিয়ার ইকনমির অবস্থা ভালো হবে, ফলে সব কোম্পানির শেয়ারের দাম বাড়া উচিত।

    ২) একই সাথে চিন্তার কথা। এটা হতে পারে যে জিওআই ভাবছে এসবিআই ইজ নট এ গুড ইনভেস্টমেন্ট এনিমোর। ইনভেস্টররা কশাস হবে। শেয়ার প্রাইস পড়তে পারে।

    ৩) বাজার পন্থীরা খুশি হবে, তারা সব সময়ই প্রাইভেটাইজেশন চাইছে। বাজার চাঙ্গা হবে।

    ৪) দুর্নীতি কমবে। মাল্য সাহেবের মতন লোন কম হবে। অনেক কর্মচারি ছাঁটাই হবে (ক্রমশ)। পারফরমেন্স বেসড কম্পেনসেশন হবে। অনেক ব্যাড লোনের বরোয়ারদের ধরে পয়সা উশুল করানো হবে, ইত্যাদি। ফলে পারফরমেন্স ইম্প্রুভ করবে। সেইটা কয়েক কোয়ার্টারের মধ্যেই প্রফিটেবিলিটি বাড়াবে, এনপিএ কমাবে। ফলে শেয়ার প্রাইস বাড়বে।

    ৫) এইবারে আপনার কথাটাও ভাবা যাক। কি এমন হলে এসবিআইয়ের অব্স্থা এমন হতে পারে যে ধরুন জিওআইয়ের হেল্প দরকার হতে পারে। যদি প্রপার্টি/এসেট প্রাইস কমে যায়, আর সক্কলে লোন ডিফল্ট করতে শুরু করে। কিন্তু উপরের চারটে পয়েন্ট পড়ে তো মনে হচ্ছে, প্রপার্টি/এসেট প্রাইস বাড়বে।

    ৬) তবুও ধরা যাক, যে কোনো কারণে জিওআই এর সাপোর্টের দরকার হোলো। সেক্ষেত্রে এসবিআইয়ের মতন একটা বড় ফাইনান্শিয়াল ইন্স্টিটুশনকে জিওআই সাপোর্ট দিতে বাধ্য। নইলে পুরো ইকনমি টলে যাবে। টু বিগ টু ফেইল। অতএব সাপোর্ট থেকেই যাচ্ছে, এখন ৪০% ইন্ভেস্টরকে সাপোর্ট দিচ্ছিলো, তখন ১০০% কে দেবে।
  • lcm | 118.91.116.131 | ০৭ আগস্ট ২০১৫ ১৬:২৯683190
  • হা হা, ১নং পয়েন্ট নিয়ে কিছু বলব না। শুধু একটা ফান্ডামেন্টাল কথা, জিওআই যখন শেয়ার বেচবে সেগুলো কিনবে কে?

    ৩নং নিয়েও কিছু বলব না।
    ৪নং তো রীতিমত - এসবিআই প্রাইভেট হলে দেশে দুর্নীতি কমবে - হা হা

    ওভারঅল, ভেরি ভেরি নাইভ কমেন্ট্‌স।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন