এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১২৫৬৫২ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Update | 12.163.39.254 | ২৯ অক্টোবর ২০০৯ ২০:০৬420578
  • Name:bbMail:Country:

    IPAddress:125.16.17.151Date:29Oct2009 -- 11:09AM

    আসলে বিরোধী বক্তব্য শোনার অভ্যাস আমারা হারিয়ে ফেলছি।
    eitheryouarewithmeoryouareagainstme একই ভাব। সুস্থ আলোচনা চলুক, ব্যক্তিগত আক্রমণ নয়

    ------------------------------------

    Name:debuMail:Country:

    IPAddress:72.130.151.116Date:29Oct2009 -- 11:46AM

    ওহে poribortonkaameekallol সংক্ষেপে PK:
    আপনার বক্ত্যব টা কি খুলেই বলুন না।
    দিদি র ওপর রাগ না পাল সহেবের ওপর রাগ না কল্লোল দার ওপর রাগ।
    রোগ থাকলে ডাক্তার দেখান তহলে রাগ কমবে তা নাহলে heartattack হতে পারে।
    দুর্গা দুর্গাঁ

    ------------------------------------

    Name:kallolMail:Country:

    IPAddress:220.226.209.2Date:29Oct2009 -- 11:48AM

    আমি লাথখোর পাবলিক। ৪০ বছর ধরে রাজনীতির সাথে জড়িয়ে আছি। বিরোধীতার এ সব অলিগলি প্রচুর দেখেছি। ওতে আর কিছু হয় না। নাম নিয়ে বা বানান নিয়ে খিল্লি - প্রত্যেকের খিল্লি করার অধিকার আছে। চালিয়ে যাও ভাই সব। খিক খিক।

    অরিজিত - হ্যা,ঁ ঠিকঠাক বিকল্প না থাকলে স্তালিন সাহেবও তাই করেছিলেন। হিট্‌লার-মুসোলিনী-তোজো ঠেকাতে চার্চিল-আইসেনহাওয়ার।
    মাও সায়েবও তাই - তোজো ঠেকাতে চিয়া-ংকাই-শেক।
    জ্যোতি-প্রমোদবাবুও তাই করেছিলেন - প্রফুল্ল-অতুল্য ঠেকাতে - বাংলা কংগ্রেস (প্রণব - অজয়)
    চিয়া-ংপ্রণব-অজয় সুবিধা করতে পারেনি। কিন্তু আমেরিকা? এখনও দুনিয়ার পশ্চাতদেশে আছোলা।

    ------------------------------------

    Name:ArijitMail:Country:

    IPAddress:61.95.144.122Date:29Oct2009 -- 12:00PM

    পদ্ধতিটা ঠিক বলে মনে করি না। রেস্পন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, আইডিয়ালিজম - এগুলোর কিছু মানে অন্তত: আমার কাছে আছে।

    বাই দ্য ওয়ে - ঔদ্ধত্য না ঔদ্ধত্ব? সিরিয়াসলি - কোনটে ঠিক?

    ------------------------------------

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.243.21Date:29Oct2009 -- 12:06PM

    এক বৃদ্ধা-র পেনশন ১৪৫৭ টাকা। আজকে পেনশনের টাকা জমা না পড়ার জন্য account -এ ২৫২ টাকা পড়ে আছে (সংখ্যাগুলো বানানো নয়)। ছেলের অবস্থাও তথৈবচ। প্রতিমাসে প্রায় একই অবস্থা। থাকেন বুদ্ধ-মমতা-মহাশ্বেতা-সুনীলের বাড়ীর ধারেকাছে। সবাই মেনে নিচ্ছি যে এই টাকাতে জীবন চলেনা। প:কা:বু:-রা (বা মাওব্যথীরা) একটু আলোকপাত করবেন যে লালগড়ের থেকে শিক্ষা নিয়ে কলকাতাতেও এই বৃদ্ধা বা তাঁর ছেলের হাতে বন্দুক তুলে নেওয়া উচিত?

    ------------------------------------

    Name:kallolMail:Country:

    IPAddress:220.226.209.2Date:29Oct2009 -- 12:12PM

    পিকে- বসে থাকতে পারেন - আমি আর কি করতে পারি তাতে। তবে এমনটা তো বলেই দেওয়া যায় না ২০১১ কি হবে। যদি হয়, তবে কি হতে পারে তাই বলছিলাম।
    তৃণমূল এলে যদি সিপিএম ক্যালাতে শুরু করে (যার সম্ভাবনা প্রবল) তখন গণশক্তির প্রথম পাতার বাঁদিকের উপরের কোনে একটা লেনিনের (১৯০৫/৬)উদ্ধৃতি ছাপা হবে - এখন পরিস্থিতি একটা দীর্ঘ বাঁকের মধ্যে দিয়ে চলেছে। আমাদের ধৈর্য্য ধরতে হবে। - পুরোটা ঠিকঠাক মনে নেই, তবে বক্তব্যটি এটাই। এবং গোটা পার্টি ঠুঁশে বসে থাকবে। নো আন্দোলন নট কিচ্ছু। যেমনটা ৭২-৭৭ ঘটেছিলো। সেই সময় যারা পথে নামতেন রাজনৈতিক বন্দীমুক্তির দাবী নিয়ে, গণতান্তিক অধিকারের দাবী নিয়ে, বাক স্বাধীনতার দাবী নিয়ে তারা সেদিনের ""ভদ্র""রা। এবং সেদিনের সুশীলেরা। ডাক্তার, ব্যবহারজীবী, নদী বিশেষজ্ঞ, অভিনেতা, পরিচালক লেখক, পত্রিকা সম্পাদক। তবে সুশীলদের তখন সুশীল বলা হতো না। কিন্তু কিছুতেই সিপিএম নয়।

    ------------------------------------

    Name:ArijitMail:Country:

    IPAddress:61.95.144.122Date:29Oct2009 -- 12:20PM

    কল্লোলদার এই ৭২-৭৭-এ সিপিএমের নিষ্কৃয়তার দাবিটা মোটামুটি সমস্ত এগজিস্টিং অথেন্টিক ডকুমেন্টেশন বলে যা পড়েছি তার উল্টোদিকে যায় এবং আমি কল্লোলদার মুখেই প্রথম শুনলাম। সিরিয়াসলি। আমার বাড়ির লোকজন যাঁরা জেলে টেলে ছিলেন বা আন্ডারগ্রাউন্ডে যেতে বাধ্য হয়েছিলেন - তাঁদের কাছে অন্যরকম শুনেছি।

    ------------------------------------

    Name:ArpanMail:Country:

    IPAddress:216.52.215.232Date:29Oct2009 -- 12:24PM

    জরুরি অবস্থা নিয়ে খুবই কম জানি। একটা টই খুললেই হয়। কিছু প্রশ্নও আছে যথারীতি।

    ------------------------------------

    Name:ArijitMail:Country:

    IPAddress:61.95.144.122Date:29Oct2009 -- 12:26PM

    কল্লোলদার জন্যে একটা ছিলৈ তো - সেখানেই হোক।

    ------------------------------------

    Name:kallolMail:Country:

    IPAddress:220.226.209.2Date:29Oct2009 -- 12:39PM

    অরিজিত -
    ৭২ থেকে ৭৭ সিপিএম কি কি অন্দোলন করেছে, জানাও। ডকুমেন্ট লাগবে না। জানালেই হবে। ৭২ থেকে ৭৫ সেন্সরশিপ ছিলো না। আর তখন সত্যযুগে বামেদের খবর বিনা দ্বিধায় ছাপতো।
    কলকাতাতেই আছো যখন। সিধু-কানু-ডহরে ডিফেন্সের একটা অপিস আছে। তার ভিতরে ন্যাশেনাল লাইব্রেরীর নিউজ পেপার সেকশন। ঘুরে আসতে পারো।
    ৭৬-এ জয়প্রকাশ নারায়নের সাথে একটা ঝান্ডা ছাড়া মিছিলে যোগ দিয়েছিলো সিপিএম। আর হরেকৃষ্ণ কোঙ্গারের শেষ যাত্রায় এঅকটা বি-শা-আ-আ-ল শোক মিছিল।
    কিন্তু সিপিএম-এর রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবী নিয়ে পর্যন্ত পথে নামে নি। এপিডিআর গড়ার মিটিংঅএ (ইউনিভার্সিটি ইনস্টিটিউটে) জ্যোতিবাবু ছিলেন। ব্যস। তারপর আর তাদের টিকিও দেখা যায় নি।

    ------------------------------------

    Name:rMail:Country:

    IPAddress:125.18.104.1Date:29Oct2009 -- 01:08PM

    না:! কাল ভাবছিলাম- অনর্থক ঢুঁষোঢুঁষি করে কি বাজে সময় নষ্ট করি আমরা। কাল আমিও করছিলাম। সরি। পুরোটাই অ্যাবসলিউটলি মিনিংলেস। কোথাও কথোপকথনের কোনো জায়গাই নেই। নিজেদের ফিক্সড পোজিশন থেকে একে অন্যকে খিমচে যাওয়া। ধুস! কোনো মানে হয়? সময় তো এমনিতেই ফুরিয়ে আসছে।

    ------------------------------------

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.243.21Date:29Oct2009 -- 01:10PM

    computer -এ অনেক বিপ্লব তো হল। এক বৃদ্ধা ২৫২ টাকা নিয়ে কলকাতা শহরে বসে আছেন। তিনি কি করবেন কেউ যদি একটু বলে দেন।

    ------------------------------------

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.243.21Date:29Oct2009 -- 01:50PM

    ৭১-এর ঘটনা। সোদপুর govthousingestate । গোপালবাবু প:বঙ্গে সর্বাধিক ভোটের ব্যবধানে জিতেছিলেন বলে কাগজে ছবিও ছেপেছিল। আগের রাতে দুজন তরুণ তুর্কি প্রিয়-সুব্রত সভা করলেন। পরের দিন গোপালবাবুর বাড়ীর মুখোমুখী অফিসঘরে আগুন লাগান হল। চাঁদার রসিদ থেকে নামের লিস্ট বানান হল। campus -এর গেটের সামনে কালো গাড়ী। পালাতে গেলেই তুলে নিচ্ছে। ভোট না হওয়া পর্যন্ত প্রতি সন্ধ্যে খোলা জীপে পাইপ্‌গান চাপিয়ে এবং কাতান হাতে কিংক-ংঅএর ছানাপোনারা। এক লোকাল ছানা দাদাদের দেখিয়ে দিচ্ছে কোন কোন বাড়িতে সমস্যারা থাকে। বাবা loft -এর ওপরে তুলে দিয়ে বলছেন এই এই বইগুলো নামা। ফ্ল্যাটের সব জানালা বন্ধ করে মা সেইসব বই পুড়িয়ে দিচ্ছেন। মা কাঁদছেন না ধোঁয়ার জন্য চোখ মুছছেন বুঝিনি। তবে এন্তার কেঁদেছিলাম যখন নিজের আঁকা মিছিলের ছবিগুলো জ্বালিয়ে দিতে হল।

    সেই সকল কাজের কাজী সিধু-দা যাঁকে উত্তরসুরি বললেন, সেই নব(ক)-ংঅএর নতুন অবতার আমাদের উদ্ধার করতে আসছেন?

    ------------------------------------

    Name:kallolMail:Country:

    IPAddress:220.226.209.2Date:29Oct2009 -- 02:18PM

    পিটি - বলুন কি করতে পারি। আপনি একজনের কথা জানেন। এরকম আরও কত আছেন খবর রাখেন? তবু, বলুন কি করতে পারি ওনার জন্য।

    ------------------------------------

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.243.21Date:29Oct2009 -- 02:22PM

    প্রশ্নটা Date:29Oct2009 -- 12:06PM -র পোস্টি-ংঅএ রাখা আছে।

    Name:kallolMail:Country:

    IPAddress:220.226.209.2Date:29Oct2009 -- 02:47PM

    পিটি - ঘটনা শুনে মনে হচ্ছে আমরা একই বয়সী প্রায়। আমি তখন ১৬।
    আমার বাবাও সিপিএম করতেন (সমর্থক, পার্টি সদস্য নন)। ৭২-এর নির্বাচনে বাবা একাই বুথে বসেছিলেন। খুব খারাপভাবে অপমান করা হয় বাবাকে। তার বছরখানেক আগেই আমি ধরা পড়েছি, স্পেশাল ব্‌র্‌যাঞ্চের হাতে।
    ছড়া পেয়ে খড়্‌গপুরে তিন বছর কাটিয়ে উচ্চমাধ্যমিক দিয়ে কলকাতায় আসি ১৯৭৩ এ। ১৯৭৩ থেকে ১৯৭৬ নানাভাবে রাজনীতি চালিয়ে যাই। এপিডিআর, প্রগতিশীল যুব লীগ (নকশালদের প্রথম যুব সংগঠন) ইত্যাদি করে। চোখের সামনে প্রবীর দত্ত শহীদ হয়েছে। কিন্তু তখন সিপিএম চুপ করে থাকা ছাড়া কিছুই করে নি।
    ১৯৭৭ আবার ধরা পড়ে (জরুরী অবস্থায়) ছাড়া পাবার পর, রাসবিহারী কেন্দ্রে অশোক মিত্রের জন্য বাম্ফ¾ট্র নির্বাচনী সহায়ক কমিটি গড়ে নির্বাচনে খেটেছি। আজকের মেয়র মশাই তখন আমাদের সাথে রোজ দুবেলা আড্ডা মারতেন কেওড়াতলার মোড়ে।
    আমি কেওড়াতলা-কালীঘাট অঞ্চলে রাজনীতি করেছি ১৯৭০ থেকে। মমতা কি, তা আমি শুধু জানি বললে খুউউউউব কম বলা হয়। মমতাকে চোখের সামনে পন্টু-নির্বেদদের সাকরেদি করে বেড়ে উঠতে দেখেছি। যোগমায়য় ডিএসওর মহিলা কমরেডদের সাথে চুলোচুলি করতে দেখেছি।
    সেই মমতাও আসুক এটা কত যন্ত্রনায় চাইতে হয় - তা আপনাদের ৩২ বছুরে শাসক মথায় ঢুকবে না।
  • Update | 12.163.39.254 | ২৯ অক্টোবর ২০০৯ ২০:০৯420579
  • Name:kallolMail:Country:

    IPAddress:220.226.209.2Date:29Oct2009 -- 03:00PM

    অত কম টাকায় বন্দুক জোগাড় করা যাবে না।
    তবে উন্নততর বামফ্রন্ট সরকারের যে দপ্তর থেকে ওনার পেনশনটা পাওয়ার কথা সেখানে দরখাস্ত করতে বলুন। ওনারা নিশ্চই জিভ কেটে কান ধরে এক পায় দাঁড়িয়ে বাকি টাকাটা দিয়ে দেবেন।

    ------------------------------------

    Name:LiNaMail:Country:

    IPAddress:114.31.249.105Date:29Oct2009 -- 03:02PM

    ১৯৭৩-র শেষের দিকে সিয়ালদহ থেকে সিয়ালদাহ ভুখ মিছিলের কথা কি ভুলে গেছেন কল্লল দা, নাকি যানতেন না আপনি? তার পরে রেল ধর্মঘট, সারা দেশ যেখানে জানতে পেরে গেল, এতদিন বাংলায় যা হচ্ছিল তা সব জায়গায় হতে শুরু করল, সারা দেশ semi-fascistemergency র বিরুদ্ভ্যে পথে নামল।

    এগুলো কি আন্দলন না? কল্লোল দা কি বলেন?

    ------------------------------------

    Name:ArijitMail:Country:

    IPAddress:61.95.144.122Date:29Oct2009 -- 03:05PM

    কল্লোলদার এই শেষ যুক্তিটাই মেনে নেওয়া আমার পক্ষে কঠিন।

    যাই হোক - কল্লোলদার আগের পোস্টের উত্তর দেবো - ধাপে ধাপে। হাওয়ায় ছোঁড়া নয়, হিসেব দিয়ে। শুধু হাওয়ায় ছুঁড়তে চাইলে ঐ রেলওয়ে ধর্মঘটটার কথাই বলা যেত - আমার বড়মামা বিএনাঅর-এ চাকরি করতেন, সাথে ট্রেড ইউনিয়ন, সিপিএমের কর্মী - ঐ ধর্মঘটের সময় তাড়া খেয়ে ভোপালে পালাতে হয়েছিলো, আন্ডারগ্রাউন্ডে - সেখান থেকেই সংগঠনের কাজ করতেন, মাঝেসাঝে লুকিয়ে বাড়ি আসতেন। পরে রেলের সর্বভারতীয় ইউনিয়নের সেক্রেটারী (বা প্রেসিডেন্ট - মনে নাই) হয়েছিলেন। বা ছোটমামা - তখন কত বয়স হবে - বড়জোর আঠারো, কি তাও নয় - তাড়া খেয়ে পালিয়ে বেড়াত। বা বিইকলেজের অনেক এসএফাঅই-করা ছেলের কথা ...

    ------------------------------------

    Name:kallolMail:Country:

    IPAddress:220.226.209.2Date:29Oct2009 -- 03:29PM

    রেল ধর্মঘট মূলত: শুরু করেছিলো জর্জ ফার্নান্ডেজরা। রেলমজদুর ইউনিয়ান প::তে তার সাথ দিয়েছিলো।
    রেল ধর্মঘট জরুরী অবস্থার আগেই সুরু হয় ও শেষ হয়।
    কিন্তু আমি যেটা বলতে চাইছি, সেটা হলো, ৭২-৭৭ সিপিএম তাদের উপর অত্যাচার নিয়ে কবার পথে নেমেছে? তাদের কর্মীদের পাড়া ছাড়া করা, বিনাবিচারে আটকে রাখা নিয়ে কোথায় পথে নেমেছে?

    লিণ - ধন্যবাদ - ১৯৭৩এর শেষে নয়। ১৯৭৪ এর জুনে। ভুখা মিছিল বের হয়েছিলো সুবোধ মল্লিক স্কোয়ার থেকে।
    কিন্তু ঐ একদিনের মিছিল। কোন লাগাতার আন্দোলন নয়। ভেঙ্গে পড়া কর্মীদের বুঝ দেবার মিছিল। চাঙ্গা কারার নয়।
    আর তখন যেটা সবচেয়ে বড়ো সমস্যা ছিলো গণতন্ত্রহীনতার সমস্যা তা নিয়ে কোনো কিছুই নয়।

    ------------------------------------

    Name:shyamalMail:Country:

    IPAddress:24.117.233.39Date:29Oct2009 -- 04:00PM

    অরিজিত ও অন্যান্যরা কল্লোলের কথায় সন্দেহ করছে। কিন্তু ঐ সময়ের কথা বিবেচনা করলে ১৯৬৭-৭২ পিরিয়ডে সিপিএমের প্রধান শত্রু ছিল কে? নকশালেরা। হয়তো পরের প্রজন্মের মানুষদের বিশ্বাস করতে অসুবিধা হয় যে দুই কমিউনিষ্ট পার্টির মধ্যে প্রবল বিবাদ কি করে হয়। কিন্তু সেটা ছিল তখনকার বাস্তব। আজও যাদবপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ের গায়ে ও দরজায় গুলির দাগ দেখতে পাবেন। ঘটনাটি ঘটে ছিল ১৯৭০ সালে ( আমার দাদা ঐ বছর পাশ করে; ছাদ থেকে প্রত্যক্ষদর্শী) যখন নকশাল ছাত্র আর বাইরে থেকে আসা সিপিএম জয় ইঞ্জিনিয়ারিংয়ের শ্রমিকদের রীতিমত যুদ্ধ হয়।

    কাজেই সিদ্ধার্থ রায় যখন নকশালদের বিনষ্ট করার কাজে হাত দিলেন তখন সিপিএমের tacitsupport থাকবে এতো স্বাভাবিক। বড় শত্রু অন্যে মেরে দিচ্ছে, এর চেয়ে সুবিধের আর কি হতে পারে?

    ------------------------------------

    Name:ArijitMail:Country:

    IPAddress:61.95.144.122Date:29Oct2009 -- 04:02PM

    কতই রঙ্গ দেখি দুনিয়ায় ওরে ভাই রে ...

    ------------------------------------

    Name:ArijitMail:Country:

    IPAddress:61.95.144.122Date:29Oct2009 -- 04:04PM

    ঐ সময়ের মধ্যে হাজারেরও বেশি সিপিএম কর্মীর মারা যাওয়াটা ওয়েল ডকুমেন্টেড।

    ------------------------------------

    Name:ArijitMail:Country:

    IPAddress:61.95.144.122Date:29Oct2009 -- 04:19PM

    ইভেন কল্লোলদার পোস্ট থেকেই কোট করা যায় - "তাদের উপর অত্যাচার নিয়ে কবার পথে নেমেছে? তাদের কর্মীদের পাড়া ছাড়া করা, বিনা বিচারে আটকে রাখা ... '

    যত ভাবি জবাব দেবো না তত জড়িয়ে পড়ি। কখনো বলবেন কই ঐসময় তো কোনো গণ্ডগোল হয়নি, কখনো অন্য কিছু - সুযোগ মতন যেটা ফিট হয় আর কি। এখানে সবার মাথায় কি বোভাইন স্ক্যাটোলজি পোরা?

    ------------------------------------

    Name:dukheMail:Country:

    IPAddress:122.160.114.84Date:29Oct2009 -- 05:10PM

    অ দাদা, হেইডা তো ভারি কঠিন একখান কইলেন । হ্যার মানে যদি গোবর হয় তো আমার মাথায় আছে, অইন্য কিসু হইলে নির্ঘাত নাই ।

    ------------------------------------

    Name:kallolMail:Country:

    IPAddress:220.226.209.2Date:29Oct2009 -- 05:33PM

    অরিজিত - তুমি বারবার আন্ডারগ্রাউন্ডে যাওয়ার কথা বলছো, শহীদ হবার কথা বলছো। এগুলো তো আন্দোলন নয়। একজন কে বাড়ি থেকে তুলে মেরে দিলো সিপিএম করে বলে - এটা আন্দোলন নয়। একজন বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করল - এটা আন্দোলন নয়।
    আন্দোলন হতো যদি এই অন্যায়-অবিচার-অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামতো সিপিএম লাগাতার। সেটা মিছিলের ফর্মে হতে পারে, মিটিংঅএর ফর্মে হতে পারে, বোম মারা ফর্মে হতে পারে। যেভাবে খাদ্য আন্দোলন হয়েছে, ট্রাম-বাস ভাড়া বৃদ্ধি প্রতিরোধ আন্দোলন হয়েছে।
    আমরা এপিডিআর থেকে যেটা করতাম - সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবীতে প্রতি সপ্তাহে দুটো করে পথ সভা এবং মিছিল। আর মাসে একটা সেন্টাল র�AFআলি (তাতে মেরে কেটে ২০০ লোক হতো), আর সবচেয়ে কম মানুষ নিয়ে মিছিল ৭ জন - তাও করেছি। কিন্তু লাগাতার। রাজবন্দীদের বাড়ির লোক নিয়ে অবস্থান, ডেপুটেশন।
    আর লিগাল এইড থেকে মামলাগুলো চালানো। জামিন যোগাড় করা সিপিএম-নকশাল নির্বিশেষে।
    সেদিন যারা মামলার ব্যাপারে সাহায্য করতেন তাঁরা অনেকেই সিপিএম। হালিম সায়েব, স্নেহাংশুবাবু, অসিত গাঙ্গুলি, বিকাশদা, সন্তোষ দত্ত (হ্যাঁ জটায়ু) - ইনি অবশ্য সিপিএম নন।
    অথচ সিপিএম যদি সেদিন বন্দীমুক্তি আন্দোলনে সক্রিয়ভাবে নামতো, তাহলে এই কাজ্‌গুলো অনেক ভালোভাবে করা যেতো।

    ------------------------------------

    Name:dukheMail:Country:

    IPAddress:122.160.114.84Date:29Oct2009 -- 05:59PM

    দেখুন, আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিশ্বাস করি । ৫-১০ বছরে পালটে যাবে - অমন ফঙ্গবেনে সরকার আমরা পুষি না । কংগ্রেসকে ৩০ বছর রেখেছি, সিপিয়েমকে ৩৫ বছর রাখছি, আরো বেশিও রাখতে পারি । আরো বেশি যাঁরা চাইছেন তাঁরা আরো মজবুত মাল চান । স্বাভাবিক । ৭০ বা ১৭০ বছরের মাথায় সরকার বদল হলেও অনেকেই আপত্তি করবেন । মুঘল বলুন, সাহেবরা বলুন - কেই বা ৩৫ বছরে গদি ছেড়েছে ? আজকালকার ছেলেপুলেরই দোষ । সব কিছুতে তড়বড়ানি । ঘোর কলি কি সাধে বলে ?

    ------------------------------------

    Name:ArijitMail:Country:

    IPAddress:61.95.144.122Date:29Oct2009 -- 06:02PM

    সেগুলোতে আসছি। ধাপে ধাপে - হাওয়ায় ছুঁড়বো না, আইদার যাঁরা ঐসময়ে ছিলেন তাঁদের সাথে কথা বলে বের করবো নয়তো লাইব্রেরী ঘাঁটবো - সেই ব্যবস্থা পাকা করছি। আগে যা পড়েছি সেগুলো হাতে নেই। দেখি পারি কিনা। এপিডিআরের কিছু ডকুমেন্ট পেয়েছি। ক্যালকাটা ডায়েরীও আছে - ইপিডাব্লুর অ্যাকাউন্টটা কাজে আসবে এবার:-)

    আগের পোস্ট তিনটে হোয়াইট টেরর ডিনায়ালে অভ্যস্তদের জন্যে। আপনার জন্যে নয়।

    ------------------------------------

    Name:dukheMail:Country:

    IPAddress:122.160.114.84Date:29Oct2009 -- 06:38PM

    http://www.zopag.com/news/mamata - banerjee - was - involved - in - rajdhani - express - hijack/8996.html
    লে বাবা - ইয়েচুরি বলে দিয়েছে মমতাই রাজধানী হাইজ্যাক করেছে । গোল শোধ ।
    তাহলে যা দাঁড়াল - বিদ্বজ্জন মাওবাদী, সিপিয়েম মাওবাদী, তৃণমূল মাওবাদী । আমি মাওবাদী, আপনি মাওবাদী ।
    হাতে রইল চিদম্বরম ।

    ------------------------------------

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.243.21Date:29Oct2009 -- 06:48PM

    বা:! ঝোলা থেকে বেড়াল নাক বার করেছে।

    :কা:বু:-দের অন্তত একজন চাননা যে লালগড় স্টাইলে কোন আন্দোলন কলকাতাতে হোক। বাহানা হছে ২৫২ টাকাতে বন্দুক কেনা যায়না।

    কেন, আমাদের দাদা-দিদিরা কলকাতা মঞ্চ বানিয়ে টাকা তুলে বৃদ্ধাকে খেতে দেবে আর উনি সেটা ছেলেকে দেবেন বন্দুক কেনার জন্য। ছিম্পিল।

    উন্নয়ন হয়নি বলেই তো লালগড়ের বন্দুকবাজী justified । দুখে আর শ্যমল গত কয়েকদিনে প্রমাণ করে ছেড়েছেন যে প:বঙ্গের অবস্থা সবচেয়ে খারাপ। তাহলে কলকাতার অবহেলিত, অনুন্নত লোকেরা বন্দুক তুলে নেবেনা কেন?

    ও বুঝেছি। রাস্তা কেটে দিলে, সুজাতদা, বাত্তোদা, অপন্নাদি, শুভাদা-এনারা সব গাড়ী করে ঘুরে বেড়াবেন কি করে?আমাদের দিদি-ই বা সপ্তাহে তিনবার কিকরে এয়ারপোর্ট-কালীঘাট করবেন?

    আমার ২৫২ টাকার দিদিমারা বিপ্লব করলে এনারা (এবং আমরাও) সস্তায় কাজের লোক, রাঁধুনী-ই বা পাবেন (পাব) কোথায়?

    আচ্ছা আমার ২৫২ টাকার দিদিমার মত কয়েক হাজার কলকাতার লোক যদি ক:বি: বা যা:বি:-তে দু একটা মাইন পেতে আসে? খেতে পাইনা, ওষুধ কেনার পয়সা নেই , আমার নাতি স্কুলে যেতে পারেনা, এই সবযায়গাতে লাখ লাখ টাকা subsidy দিয়ে বড়লোকের বাচ্চাদের পড়িয়ে বিদেশে পাঠানো হচ্ছে- উড়িয়ে দেওয়াই ভালো। justified -তাই না?

    ওহ! বুঝেছি। এইসব university না থাকলে wti , ফ্যাস, মাতঙ্গিনী- এরা কোথায় লালিত-পালিত হবে? অথবা বেশি গোলমাল হলে আমরাই বা কিকরে সাইবার কাফেতে গিয়ে computer -এ বিপ্লব করব?

    আমার ২৫২ টাকার দিদিমাকে প:কা:বু: বা মাওব্যথীরা সমর্থন না করার আরো একটা কারণ থাকতে পারে। বড় শহরে স্লামে গরীব লোক থাকাটাই দস্তুর। দিদিমা tribal নন বলে exploitation -এর গল্পটা জমান যাবে না। নইলে "দ্বিতীয় সাঁওতাল বিদ্রোহ' বলে কান্নাকাটি করবেন কি করে?

    ------------------------------------

    Name:axMail:Country:

    IPAddress:76.247.246.200Date:29Oct2009 -- 07:42PM

    PT , আপনি একটা জিনিস একটু ভুল করছেন বোধহয়। কিন্তু সেটা এই মিডিয়ার অনর্গল প্রচারের জন্যই।
    লালগড় হঠাত করে একদিন বন্দুক হাতে তোলেনি। লালগড়ের বঞ্চনার ইতিহাস একদিনের না। গণতান্ত্রিক উপায়ে বন্দুক ছাড়া আন্দোলন দিয়ে দেখা গেল কিছু হচ্ছেনা। বন্দুক তারপর এসেছে। এই focusonnow, forgettingthehistory এটা মিডিয়ার খেলা। অনুরোধ করব একটু পিছিয়ে ভাবতে।

    আপনি একজন বৃদ্ধার প্রসঙ্গ আনছেন। ওনার সাথে যা হচ্ছে তা সম্পূর্ণ অন্যায়, জাস্টিস বলে কিছু নেই। কিন্তু এটা কি কম্পেয়ারেবল? লালগড় বা ছত্তিসগড়ে যা হচ্ছে বা হয়েছে?
  • Update | 12.163.39.254 | ২৯ অক্টোবর ২০০৯ ২০:১০420580
  • Name:ProbirMail:Country:

    IPAddress:171.161.160.10Date:29Oct2009 -- 08:00PM

    @PT: আপনি কি আপনার দিদিমা র জন্য কিছু করছেন ? না কি শুধু computer এই কান্নাকাটি করছেন ?

  • Probir | 171.161.160.10 | ২৯ অক্টোবর ২০০৯ ২০:২৮420581
  • ওটা "আপনার লেখা দিদিমা র" হবে।
  • dipu | 59.164.190.30 | ২৯ অক্টোবর ২০০৯ ২০:৩২420582
  • র আবার কার দিদিমা?
  • dukhe | 117.194.232.53 | ২৯ অক্টোবর ২০০৯ ২০:৫৭420583
  • @PT, বন্দুক তুলে নেওয়ার ইনকাম কাট অফ টা আমার জানা নেই । তবে অপন্নাদির গাড়ি নিয়ে ভাবার সময় নেই (ওনার কি লালবাতিওলা গাড়ি?), নিজে কিসে ঘুরব তাই ভাবছি । ধরুন অটো বাস ট্যাক্সি সব বন্ধ - এই বয়সে কি আর ঘোড়ায় চড়া শিখতে পারব?
    তবে উনি বা ওনারা যদি বন্দুক তুলে নেন, অপন্নাদিরা বোধহয় ওঁদের গাল দেবেন না । এখনো অবধি যা দেখছি আর কি । হয়তো বলবেন এটা ঠিক পথ নয়, কিন্তু "পুলিশ দিয়ে পেঁদিয়ে বৃন্দাবন দেখাও" দাবি তুলবেন না ।
  • Du | 65.124.26.7 | ২৯ অক্টোবর ২০০৯ ২১:০৩420584
  • ওসির বউকে নাম করে চিঠি লিখছি! অন্যেকে কষ্ট না দিয়ে কি নিজের বক্তব্য বলা যায় না !! কি হয়েছে এই জাতিটার!
  • a x | 76.247.246.200 | ২৯ অক্টোবর ২০০৯ ২১:০৬420585
  • হ্যাঁ PT ধরুন, ঐ বৃদ্ধার কোনো নাতনী, কোনো নেতার কাছে গেলেন বৃদ্ধাকে নিয়ে এই ব্যপারে কমপ্লেন করতে। নেতা দিদিমার সামনে মেয়েটিকে ধর্ষণ করল। এবার বৃদ্ধা ও তার নাতি থানায় গেলেন ডায়রী করতে, ডায়রী তো নিলই না পুলিশ, ছেলেটিকে এমন মার মারল সে মাথা তুলে দাঁড়াতে পারেনা, বৃদ্ধাকে কাপড় খুলে বার করে দিল। পরের দিন, বৃদ্ধা, নাতি, ও নাতনী এবং পাড়ার আরো কিছু লোক ঐ পুলিশ থানার সামনে গিয়ে খুব চ্যাঁচামেচি করলেন। ওদের কে লাঠি পেটা করল পুলিশ এবং তার পরের দিন রাতে ঐ বৃদ্ধার বাড়িতে আগুন লাগিয়ে দিল।

    এইবার কি আপনি অস্ত্র তুলে নেওয়া সমর্থন করবেন?
  • a x | 76.247.246.200 | ২৯ অক্টোবর ২০০৯ ২১:১৬420586
  • হ্যাঁ এরা এখন হাত ধুইয়ে অতীন্দ্র'র পেছনে পড়েছে। লোকটার কিছু একটা হবে। হয়ত খবরও বেরোবেনা।
    আর জয়দেব বসু অত্যন্ত ফাল্‌তু লোক, যত লিখছে, তত পরিষ্কার হচ্ছে।
  • dd | 122.167.52.89 | ২৯ অক্টোবর ২০০৯ ২১:২১420588
  • আমার মতন একজন গোঁড়া দক্ষিনপন্থী লোকও জয়দেব বসুর ল্যাখা পড়ে ,সত্তি, রেগে গ্যালাম। এতো খারাপ ল্যাখা সচরচর পড়ি নি। কি ইন্সেন্সিটিভ।

    কিন্তু উনি চমৎকার কবিতা লিখতেন। এখনো কি আর লেখেন ? অনেকদিন চোখে পরে নি।
  • Samik | 219.64.11.35 | ২৯ অক্টোবর ২০০৯ ২১:৩৬420589
  • সেইটাই। জয়দেব বসু ভালো কবিতা লিখতেন। আমার কালেকশনে আছে এখনো।

    অতীন্দ্র যখন চ্যানেলের সামনে বাইট দিচ্ছিলেন তখনই ধারণা করেছিলাম এই নিয়ে ওঁকে চমকানো হবে। হচ্ছেও। জানা কথা। আর নিহত পুলিশরা গেঞ্জী লুঙ্গি পরে থানায় ডিউটি করছিল সে তো সবাইই দেখেছে। তাই সে-সব নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। :-)

    খুনোখুনির ব্যাপারটা বাদ দিলেও অতীন্দ্র সমেত তিনজন পুলিশই যে পুলিশ হিসেবে অতি নিকৃষ্ট জাতের, এ নিয়ে বিশেষ কোনও সন্দেহ নেই।
  • bb | 117.195.167.173 | ২৯ অক্টোবর ২০০৯ ২২:০০420590
  • আজকালের লেখাটা অতন্ত: নিচু মানের। তীব্র প্রতিবাদ করলাম লেখাটার।
  • a x | 76.247.246.200 | ২৯ অক্টোবর ২০০৯ ২২:০৯420591
  • পুলিশ স্টেটের এক্সটেনশন, যে স্টেটের সাথে লড়বে, সে পুলিশের সাথেও লড়বে। কিন্তু অন্যদেশে জানিনা, আমাদের দেশে পুলিশকে রাখা হয় খুব খুব খারাপ অবস্থায়। কোয়ার্টারের অবস্থা জঘন্য। সিস্টেম এদের অ্যাবিউস করে, এরা অন্যদের।
  • aga | 168.26.215.13 | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৫৬420592
  • জয়দেব বসুর লেখাটি অত্যন্ত বাজে বললে কম বলা হয়। একটা কলামে কোন এক কারণে লিখতে পারছে বলে যা খুশি তাই লিখবে। লোকটার মুখে টেনে একটা ঘুঁষি মারতে ইচ্ছে হল।
  • Du | 65.124.26.7 | ২৯ অক্টোবর ২০০৯ ২৩:৪৪420593
  • কিন্তু রাজধানীতে সিআরপিএফ নেমে গেল আগের স্টেশনে, এত আস্তে চলছিল, এফ আই আরের ধোয়াশা - এইসব তো সাধারন ঘটনা নয়।
  • Mmu | 78.236.153.102 | ৩০ অক্টোবর ২০০৯ ০৩:৫৬420594
  • sanbad Protidin , 30 oct. প:ব: । 'জঙ্গল মহলে খুন ত্রিনমুলিরাও'
  • PT | 203.110.243.21 | ৩০ অক্টোবর ২০০৯ ০৮:২৫420595
  • @ax

    চিত্রনাট্যটি বেড়ে লিখেছেন। টলিউডে কাউকে ধরে দেখতে পারেন। প:কা:বু: বা মাওব্যথীরা এর আগে কখন ধর্ষিতাকে অস্ত্র ধরতে বলেছেন বলে শুনিনি ত! এমনকি মহাশ্বেতার জগদ্বিখ্যাত ছোটগল্পের ধর্ষিতা দ্রৌপদী মেঝেন ও কিন্তু অস্ত্র হাতে তার ধর্ষককে মারতে যায়নি।

    আসল প্রশ্নটা অন্য। যতক্ষণ যুদ্ধ অন্যের উঠোনে হয় ততই ভাল। যারা ষাটের নকশাল আন্দোলন দেকেছে বা বই পড়ে বুঝেছে তারা যদি মাওব্যথীও হয় তাও চাইবে না যে সেরকম কিছু কলকাতা শহরে বা তার ঘরের পাশে হোক। একটা বাংলা শব্দ আছে এটা ব্যাখ্যা করার জন্য। দ্বিচারিতা!!
  • Ishan | 173.26.17.106 | ৩০ অক্টোবর ২০০৯ ০৮:৩৬420596
  • যুদ্ধু তো চাইইনা। কিন্তু অক্ষ যা লিখেছে, সেটা বানানো হলেও, তার কাছাকাছি ওরকম তো হয়ই, নইলে আর মাওবাদীদের বাড়বাড়ন্ত কেন। সেইটাই তো সমস্যা।
  • laathkhor | 117.200.81.3 | ৩০ অক্টোবর ২০০৯ ০৮:৪২420597
  • @PTবাবু, চেপে যান। দাদা, এই হচ্ছে পচ্চিমবঙ্গের সুশীল সমাজ। এরা অপন্না বাত্তো মহাচ্ছেতার নামে যুক্তিবাদী কথা শুনবে?ভুলেও ভাববেন না। এরা এখন কতভাবে মমতার কুঅক্‌র্‌মগুলো চাপা দেওয়া যায় সেই ফিকির খুঁজে্‌ছ।চেপে জান দাদা। গলার জোরে আপনি পারবেন না।এই চোপ বলে থামিয়ে দেবার পাবলিকই বেশি এখন।সিপিএম কে হঠানো ছাড়া এদের আর কোনো বক্তব্য নেই।লালাবতির গাড়ি দেখলেও এদের রাগ হয় এখন।কারন লালবাতির গাড়িতে না চড়লে ইতিমধ্যে বুদ্ধকে খুন করে ফেলা জেত। তারপর মমতা চেল্লাতেন, এ সিপিএমের চক্রান্ত।
  • laathkhor | 117.200.81.3 | ৩০ অক্টোবর ২০০৯ ০৮:৪৪420599
  • কুকর্ম
    লালবাতি
    যেত

    বানান ভুলের ক্ষমা নাই।
  • a x | 76.247.246.200 | ৩০ অক্টোবর ২০০৯ ০৮:৫১420600
  • PT, বুঝতে পারছি আপনি একটু কম শুনেছেন। এত রেগে থাকলে কম শোনাই স্বাভাবিক। কিন্তু এত রেগে আছেন কেন? মানে মাওবাদীরা যদি আপনার কানের গোড়া অবধি নাই আসে, তাহলে আপনের রাগের কারণ খান কি যদি বলেন।
  • Arijit | 61.95.144.122 | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৩৪420601
  • কবেকার আজকাল?
  • a x | 76.247.246.200 | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৫৫420602
  • গতকাল। উ:স:
  • dukhe | 122.160.114.84 | ৩০ অক্টোবর ২০০৯ ১০:০৩420603
  • কলকাতার পাশে কেন - দূরেও যুদ্ধটুদ্ধ চাই না । 'অনাহারের পরিস্থিতি'ও চাই না । চাই তো লোকে ঠিকঠাক পেনশন পেয়ে যাক । কিন্তু শুনছে কে ? যাঁরা শুনবেন, তেনারা তো লালবাতি লাগিয়েই খালাস । কথা কি আর কানে ঢুকবে - হুটারের যা আওয়াজ !
  • kallol | 220.226.209.2 | ৩০ অক্টোবর ২০০৯ ১১:০৬420604
  • পিটি - একটু খোলসা হবেন? দিদিমার পেনশনটি কিসের? নানা রকমের পেনশন হয় প:ব:তে। বৈধব্য ভাতা, বার্দ্ধক্য ভাতা, ওনার পরলোকগত স্বামীর (যদি অবশ্য পরলোকে গিয়ে থাকেন) সরকারী বা অনেক ক্ষেত্রে বেসরকারী অবসর ভাতা। আমার মা পেয়ে থাকেন এরকম একটা ভাতা, তবে সেটা বেসরকারী প্রতিষ্ঠানের।
    ওনার নাম, ঠিকানা।
    ঠিকঠাক জানান। তারপর, কিছু করা যায় কি না দেখছি।
  • PT | 203.110.243.21 | ৩০ অক্টোবর ২০০৯ ১৩:৫৭420605
  • প:কা:বু: আর মাওব্যথীরা ধর্ষণ নিয়ে নাটক করাটা দিদির কাছে ভালই শিখেছে। দিদির প্রথম নাটক এবং সেই ধর্ষিতার করুণ পরিণতি না জানলে জেনে নিন:

    The deaf-mute rape victim whom Mamata Banerjee had paraded at Writers’ Buildings in 1992 as a symbol of Bengal’s “lawlessness” while demanding the chief minister’s resignation has died of snakebite after years in obscurity.
    http://www.telegraphindia.com/1090530/jsp/bengal/story_11040324.jsp


    কোনো মেধা-ভদ্র-বাত্তো-শাঁওলি-অপন্না-শুভা এই বোবা-কালা মেয়েটির জন্য একটি কথাও খরচ করেনি। দিদি না অনুমতি দিলে কিভাবেই বা করেন?

  • dukhe | 122.160.114.84 | ৩০ অক্টোবর ২০০৯ ১৫:২৫420606
  • সত্যি, সেই ধর্ষক এখনো গ্রেপ্তার হয়নি । বিদ্বজ্জনেদের উচিত তাকে গ্রেপ্তার করার দাবি তোলা । নইলে আমাদের মনে হতেই পারে ওঁরা সিপিয়েমকে আড়াল করতে ব্যস্ত ।
  • PT | 203.110.243.21 | ৩০ অক্টোবর ২০০৯ ১৫:৪১420607
  • @ দুখে: আপনার দ্বিতীয় বাক্যটির সঙ্গে সম্পুর্ণ একমত। কিন্তু দিদি দাবী না তোলা পর্যন্ত তাঁর পোষা সুশীলদের মুখ খোলার অধিকার/সাহস আছে?
  • dukhe | 122.160.114.84 | ৩০ অক্টোবর ২০০৯ ১৬:১৭420608
  • @PT, আমার ইচ্ছেয় কি সব হবে দাদা ? আমি তো মনে করি ওবামার নোবেল পাওয়ার প্রতিবাদেও বিদ্বজ্জনদের নামা উচিত । তারপর ধরুন বিকাশবাবু কর্পোরেশন আপিসে ঘুমোন কেন - এ নিয়েও ওঁদের মিছিল করা উচিত । নামছেন না মানেই মমতা অনুমতি দেননি - তাই তো ?
  • dukhe | 122.160.114.84 | ৩০ অক্টোবর ২০০৯ ১৬:২৬420610
  • @PT, আসুন একটা রফা করি । আপনার ধারণা ওঁরা দিদির হুকুম নেই বলে নড়ছেন না, আমার ধারণা ওঁরা সিপিয়েমকে আড়াল করছেন । ব্যস, কাটাকুটি । :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন