এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১২৫৬৪৬ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.243.21 | ৩০ অক্টোবর ২০০৯ ১৬:৪৮420611
  • এই ধরনের উত্তর fudging the issue নামে বিশেষ পরিচিত। আসল হিসেব অন্য। কোন ধর্ষণ এবং কোন মৃতদেহ বেশী ভোট টানবে সেটা বুঝতে হবে তো!! সেইজন্য মৃত প্রেমিককে নিয়ে সুশীলরা মোমবাতি মিছিল করে এবং মৃতের ভাই দিদির হয়ে সরাসরি রাজনৈতিক বক্তৃতার মঞ্চে যোগ দেয়।
  • LiNa | 114.31.249.105 | ৩০ অক্টোবর ২০০৯ ১৭:০৯420612
  • কল্লোল দা, এক দিকে CRP - Police আর অন্য দিকে কংশাল এবং তাদের আশ্রিত lumpen বাহিনি। প্রথম বছর টা তো CPM এর কেউ প্রকাশ্যে রাজনীতি করতে গেলেই খুন হয়ে যাচ্ছিলেন। তাই তার পরের বছর থেকে সবাই underground-এ চলে যায়। সত্যি বলতে গেলে, প্রথম বছরেই underground-এ গেলে অনেক মানুষ হয়তো বাঁচতো!

    আপনার হয়তো মনেও থাকবে, ঐ ভুক মিছিলের পরেই আবার কিরকম আক্রমন নেমে এসেছিল। এই সব কিছুর মধ্যে যেটুকু করা গেছিল তা হোল, গভীর রাত্রে কিছু ছোট ছোট squad পারায় পারায়, পত্রিকা ছাপানো আর তা বিলি করা, সুযোগ পেলে অল্প সল্প walling, postering, আর মানুষের সাথে নিবিড় যোগযোগ তৈরী করা! সাধারন কর্মী দের কথা তো বাদ-ই দিলাম, প্রকাশ্যে কাজ তখন CPM এর খুব কম নেতাই করতে পারতেন, জ্যোতি বাবু, বিনয় চৌধুরী দের মত নেতা ছারা প্রকাশ্যে রাজনীতি করা তখন পার্টি বারন করে দিয়েছিল। কারন, করতে গেলে আরো অনেক মানুষ খুন হয়ে যেতেন। কিন্তু CPIM এই tactical move বা strategy যে ঠিক ছিল তার প্রমান হোল বিপুল জনসমর্থন। তখনো যদি ঐ ভুক মিছিলের মত আরো কিছু প্রকাশ্য program নেওয়া হোত তাহলে আরো বেশ কিছু মানুষের মৃত্যু অনিবার্য ছিল, যেটা আমার বিশ্বাস আপনিও মানবেন। এবং এটাও আমার বিশ্বাস, আপনিও চাইবেন না, অতি বিপ্লবিপনা দেখিয়ে কিছু মানুষের প্রানহানির হোক!
  • kallol | 220.226.209.2 | ৩০ অক্টোবর ২০০৯ ১৭:১১420613
  • যদি প্রেমিককে পুলিশ অন্যায়ভাবে চরম হেনস্তা করে (যা তদন্তে প্রমানিত) তাহলে মৃতের দাদা আর কি করবে - বুদ্ধবাবুর প্রশংসা করে পাঁচালী বাঁধবে? আর অন্যেরা লালবাজারের সামনে নাচবে-গাইবে?
    সেদিনও আর একটি প্রাপ্তবয়ষ্ক দম্পতির সাথে একই ব্যবহার করা হয়েছে।
    আসুন আমরা সেই খুশীতে গাআআআআআআআন গাই।
  • LiNa | 114.31.249.105 | ৩০ অক্টোবর ২০০৯ ১৭:১৩420614
  • Jeorge Farnandez তো ঐ রেল ধর্মঘট-এর পিছনে ছুরি মেরেছিলেন Kallolদা :-)
  • PT | 203.110.243.21 | ৩০ অক্টোবর ২০০৯ ১৭:১৫420615
  • ----fudging the issue!
  • Arijit | 61.95.144.122 | ৩০ অক্টোবর ২০০৯ ১৭:১৭420616
  • George Fernandes (নামের বানান ভুল হলে কির'ম যেন দেখতে লাগে)
  • Sibu | 71.106.234.63 | ৩০ অক্টোবর ২০০৯ ১৭:১৯420617
  • ঐ তোডী কান্ডে জাভেদ খান, মানে তিনোমূলের কাউন্সেলার, তার কি একটা রোল ছিল না!!
  • kallol | 220.226.209.2 | ৩০ অক্টোবর ২০০৯ ১৭:২১420618
  • লিণ- এটা তো মানবেন শুধু সিপিএম নয়, মারা হয়েছিলো অজস্র নকশালও (কংশাল নয়)। তারা আন্ডারগ্রাউন্ডে থাকাকালীন বা জেল থেকে বেরিয়ে যদি ঐ ৭২ থেকে ৭৭ একটা বন্দীমুক্তি আন্দোলন তাদের ক্ষুদ্র শক্তিতে গড়ে তুলতে পারে। তাহলে সিপিএমও পারতো। কিন্তু করেনি।
    এপিডিআর গড়ার সভায় জ্যোতিবাবু ছিলেন। বন্দীমুক্তির দাবীতে ৭২-৭৭ এ এপিডিআরের মিছিলে একপিস সিপিএম কোনদিন দেখিনি। বন্দীমুক্তি আন্দোলন আর যাই হোক ""অতিবিপ্লবীয়ানা"" ছিলো না। যদিও সিপিএমএর পিঠ বাঁচানো নেতারা তাইই মনে করতেন।
  • PT | 203.110.243.21 | ৩০ অক্টোবর ২০০৯ ১৭:২৩420619
  • অরিন্দম মান্নার মৃতদেহ খুব একটা dividend দেবেনা জেনে যাওয়ার পর দিদি এবং সুশীলরা একটু-আধটু ঠুকরে এক-ই সঙ্গে ছেড়ে দিয়েছে।
  • Arijit | 61.95.144.122 | ৩০ অক্টোবর ২০০৯ ১৭:২৮420621
  • জাভেদ খানের চার্জশীট সিবিআই চেপে দিয়েছিলো - ওই যে অফিসারকে আল্টিমেটলি ঘুষের ব্যাপারে ধরলো সিবিআই নিজেই - তিনিই। যদিও রিজওয়ানুরের লেখা নোটে জাভেদ খানের নাম ছিলো।

    http://www.indianexpress.com/news/rizwanur-named-uncle-cops-guilty-in-suicide/368520/
  • kallol | 220.226.209.2 | ৩০ অক্টোবর ২০০৯ ১৭:৩২420622
  • হ্যাঁ, জর্জ ফারনান্ডেজরা রেল ধর্মঘটের পেছনে ছুরি মেরেছিলো। কিন্তু শুরুও করেছিলো ওরাই।
  • LiNa | 114.31.249.105 | ৩০ অক্টোবর ২০০৯ ১৭:৪৪420623
  • কিন্তু Kallolদা, APDR-এর মিছিলে হাঁটার থেকেও শেষ পর্যন্ত বামফ্রন্ট সরকার আসার জন্যেই বন্দিমুক্তি ঘটেছিল :-)
  • k | 117.200.82.186 | ৩০ অক্টোবর ২০০৯ ১৮:০০420624
  • কল্লোলবাবু, পাওয়ারে এসে নকশালদের এই সিপিএমই ছেহে দিয়েছিল, সে কথাটাও মাথায় রাখবেন । যতই মতভেদ থাক, পাওয়ারে এসে যতই ক্ষমতা থাক, সিপিএম নকশালদের প্রতি বিদ্বষ দেখায় নি । সেইসময় বিপুল জয়ের পর কিন্তু সেটাই স্বাভাবিক ছিল । তবু সিপিএম উদার ছিল, বন্ধুবৎসল ছিল । পার্টির মধ্যে লোকাল ইস্যুতে কত ছেলে এই নিয়ে দাবি তুলেছিল । তারা, যারা নকশালদের খুনের রাজনীতির শিকার হয়েছিল । তবু সিপিএম একটি রাজনৈতিক দল, সরকারে এসে সেই সৌজন্য দেখিয়েছিল । ক্ষমতায় আসার সুযোগে নকশালবধ করে নি। নিন্দে করার সময় একটু ভেবে দেখবেন দাদা ।
  • dukhe | 122.160.114.84 | ৩০ অক্টোবর ২০০৯ ১৮:২২420625
  • @PT, আপনি পাঁচটা ইস্যু দেখিয়ে বলবেন সুশীলরা কেন প্রতিবাদ করেননি, নির্ঘাত তৃণমূলের কারসাজি । আমি পাঁচটা (ওভারল্যাপিং ও হতে পারে) তুলে বলব সুশীলরা কিছু বলছেন না, নির্ঘাত ব্যাটারা সিপিয়েম । এতে একটা জিনিসই প্রমাণ হয় - সুশীলদের পক্ষে সবাইকে খুশি করা সম্ভব না । সে আপনি আমি যতই চটি ।
  • kallol | 220.226.209.2 | ৩০ অক্টোবর ২০০৯ ১৮:২৭420626
  • এ নিয়ে কোনো মতভেদ নেই যে সিপিএম ক্ষমতায় এসে সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়েছিলো। কিন্তু তাই বলে আন্দোলনটা কিছুই নয় সেটা বলাটা বেশ ""ঐতিহাসিক ভুল""।
    হ্যাঁ, অনন্ত সিংহদের ছড়তে চায় নি। সেটা আবারও আন্দোলন করেই আদায় করতে হয়েছে।
    আর জেনে রাখা ভালো কেন্দ্রে ক্ষমতায় এসে জনতা সরকারও একই কাজ করেছিলো।
    সে কথা বললে - কংগ্রেস সরকারই তো ট্রাম বাস ভাড়া বৃদ্ধি রদ করে। তাই বলে আন্দোলনটা কিছু নয়????
    আর আমার যেটা বলার ছিলো - ক্ষমতায় এসে উদারতা দেখানো তো যায়ই। ক্ষমতায় না থেকে আন্দোলন করতে সামান্য সাহস লাগে।
    নিন্দে করব কেন? যা খরাপ লাগে তাই বলেছি। সেদিন আমরাও বাফ্রন্টের সমর্থনে রাস্তায় নেমেছিলাম। ৭৭এর বিধান সভা নির্বাচনে কালিঘাট-রাসবিহারী এলাকায় লক্ষী বসু আর প্রিয়র গুন্ডাদের মোকাবিলা করেছি। কিন্তু এই বামফ্রন্ট চাই নি।
  • PT | 203.110.243.21 | ৩০ অক্টোবর ২০০৯ ১৮:৫৬420627
  • এই বামফ্রন্ট চাইনা -উত্তম প্রস্তাব। তাই বলে তৃণমুল?

    রাজনীতির আলোচনা ছেড়ে দিয়ে সন্ন্যাসও তো নেওয়া যায়?

    অন্তত: মাণিকবাবুর মদন তাঁতীর গল্পটা আরেকবার পড়ে নেওয়া যেতে পারে।

    উলটোদিকটাও ভেবে দেখবেন একবার।

    যাদের আনবেন ভাবছেন তারা এসে চিরদিনের মত বাম আন্দোলনটাকে বাংলা থেকে মুছে দিতে পারে।

    মাওবাদীদের মিলিটারি নামিয়ে ঠান্ডা করে দেওয়া সোজা। কিন্তু যে বামেরা ভোটে জিতে ক্ষমতাতে আসে (rigging or no rigging) তাদের খতম করা বেশী কঠিন।

    বাংলার বেশকিছু উদ্ভ্রান্ত, বিভ্রান্ত, পথভ্রান্ত self proclaimed বামপন্থিরা যে সর্বনাশের পথে হাঁটছেন সেটা পরিষ্কার।
  • Samik | 122.160.41.29 | ৩০ অক্টোবর ২০০৯ ১৯:০৯420628
  • তা হলে সে চান্সও আছে বলছেন? বামপন্থা মুছে যেতেও পারে? কীরম গা ছম্‌ছম্‌ করে কথাটা শুনতে।

    আর কল্লোলদাটাও য্যানো ক্যামোন ক্যামোন। সেদিন সিপিএম বাঁচিয়ে রেখেছিল বলেই আজও বগল বাজিয়ে চাগ্রি করে খাচ্ছেন, গুরুর পাতায় গালাবাজি কচ্ছেন, কোথায় তার জন্য বিনয়ে গলে জল হয়ে সিপিএমের পায়ের তলায় বসে "স্যার স্যার' করে বাকি জীবনটা কাটিয়ে দেবেন, তা না, নিল্লজ্জের মত সিপিএমের নিন্দে করছেন আর অল্টারনেটিভ হিসেবে মমতার নাম নিচ্ছেন! বলি মমতা আপনাকে বাঁচিয়েছিল সেদিন?
  • PT | 203.110.243.21 | ৩০ অক্টোবর ২০০৯ ১৯:১৭420629
  • ঐ রোগ (ঔদ্ধত্য) সারাতে গিয়ে রোগী মেরে ফেলার case আরকি!
  • LiNa | 114.31.249.105 | ৩০ অক্টোবর ২০০৯ ১৯:১৯420630
  • কল্লোল দা, উদারতা'র থেকেও বড় ব্যাপার হোল, বামফ্রন্ট সরকার না আসলে, বন্দিমুক্তি হোত না। তাই APDR-এর মিছিলে হাঁটার চেয়ে বামফ্রন্ট সরকার কে আনা টা বেশী দরকারী ছিল না কি?

    আর আপনি বলছেন এই বামফ্রন্ট সরকার আমরা চাইনি, ঠিক'ই বলছেন হয়তো, কিন্তু আপনি-ই বলুন দেখি, আপনি কি এই আজকের মমতা পন্থি APDR চেয়েছিলেন সত্যি সত্যি? যদিও এটা ঠিক যে APDR এর ও অনেক গুলো ভাগ, আর সবাই খারাপ নয়। কিন্তু APDR এর মধ্যেও যারা মমতা পন্থি নয়, তারা আজকে marginalized। আপনিও নিশ্চই এই ধরনের APDR এর জন্যে সেদিন নিজের প্রান হাতে নিয়ে মিছিলে হাঁটেন নি? আর আপনিও নিশ্চই চাইবেন না, যে কিছু ধান্দাবাজ APDR এ ঢুকেছে বলে, APDRটাকেই নিশ্চিন্‌হ করে দিতে হবে :-)

    যদি তাই ভাবেন তাহলে কিছু বলার নেই, আর যদি অন্যরকম ভাবেন, তাহলে বামফ্রন্ট সরকারের ক্ষেত্রেও সেরোকম ভাবতে দোষ কোথায়?
  • Samik | 122.160.41.29 | ৩০ অক্টোবর ২০০৯ ১৯:৫০420633
  • লীনা,

    কল্লোলদার লেখা পড়ে কি আপনার এইটাই মনে হল যে এপিডিআর মমতাপন্থী? তা হলে কিস্যু বলার নাই।
  • Du | 65.124.26.7 | ৩০ অক্টোবর ২০০৯ ১৯:৫১420634
  • শমীক লীনার লেখাটা অরেকবার পড়ে দেখতে পারো।
  • PT | 203.110.243.21 | ৩০ অক্টোবর ২০০৯ ১৯:৫৩420635
  • কল্লোলদা-র এই পোস্টিংটায় (Date:30 Oct 2009 -- 06:27 PM
    ) কেমন যেন সইফুদ্দিন-পুততুন্ডু গন্ধ ছাড়ছে!! যদিও কল্লোলদা-র ভাবনাতে ম-ম ভাবটা সফি-পুত-র থেকে এখনও অনেক বেশী।
  • Samik | 122.160.41.29 | ৩০ অক্টোবর ২০০৯ ১৯:৫৬420636
  • পড়ে দেখলাম। আলাদা কিছু লাগছে না।
  • LiNa | 114.31.249.105 | ৩০ অক্টোবর ২০০৯ ১৯:৫৭420637
  • Samik, ওরকম আমার মনে হল সেটা আপনার মনে হল বলে oh f_ _ _, আমি অবাক!
  • Samik | 122.160.41.29 | ৩০ অক্টোবর ২০০৯ ২০:০০420638
  • থ্যাঙ্কু লীনা, আপনার প্রতিক্রিয়ায় আমি একটুও অবাক হলাম না।
  • LiNa | 114.31.249.105 | ৩০ অক্টোবর ২০০৯ ২০:০৭420639
  • সমিক, oh f _ _ _ = An exclamation of immense frustration and awe , প্লীজ, অন্য মানে করবেন না!

    তবে আজকের APDR ধান্দাবাজ দের আখড়ায় পরিনত হয়েছে, এবং মমতা পন্থি না হলে আপনি APDR এর ভিতরে marginalized, আর প্রশ্নটা হোল, কল্লোল দা নিশ্চয় এই সবের জন্যে সেদিন নিজের প্রান হাতে করে APDR এর মিছিলে হাঁটেন নি!

    যাগ্গে, কল্লোল দাই বলুন না হয়, উনি আজকের এই মমতা পন্থি APDR চেয়েছিলেন কিনা।
  • Samik | 122.160.41.29 | ৩০ অক্টোবর ২০০৯ ২০:২২420640
  • অন্য মানে করার মত বাচ্চা আমি নই লীনা।

    যাই হোক, কল্লোলদার হয়ে লড়ার কথা আমার নয়, আমি কল্লোলদার অ্যাডভোকেট নই, আমি এটাও জানি না কল্লোলদা আজও এপিডিআরের সদস্য কিনা। সেটা কল্লোলদাই জানাবে। যদিও তাতে কিছুই এসে যায় না।

    তবে যদ্দূর জানি, এপিডিআর মমতাপন্থী কিনা, সেই নিয়ে তক্কোটা হচ্ছিল না। তক্কোটা অন্য কিছু নিয়ে ছিল। সেখান থেকে এপিডিআরের রেফারেন্স টানাটা ঠিক রেলেভ্যান্ট ঠেকলো না আমার।
  • dukhe | 117.194.236.29 | ৩০ অক্টোবর ২০০৯ ২১:২৭420641
  • আরে ছ্যা ছ্যা - সিপিয়েমের বদলে শেষে তৃণমূল ?!? রাষ্ট্রীয় জনতা দল কি শিবসেনা কী দোষ করল ? নিদেনপক্ষে বহুজন সমাজ পার্টি ? সুশীলরা এদের হয়ে কিছু বলছেন না কেন ? হুঁ হুঁ বাবা, বুঝতেই পারছি । সব চক্রান্ত । আসলে সিপিয়েমের বিকল্প একটাই । উন্নততর সিপিয়েম (উচ্চিংড়ে শরিকগুলূ বিদেয় হলে মঙ্গল)। লাও ঠ্যালা । কী পরিবর্তন করবি এবার কর ।
  • Arpan | 216.52.215.232 | ৩০ অক্টোবর ২০০৯ ২১:৫৯420642
  • লীনার লেখা বেশি তো পড়ার কিছু নেই। সিপিয়েমবিরোধী মানে মমতাপন্থী এইটা উনি প্রমাণ করেই ছাড়বেন। প্রমাণ ছাড়াই যেমন প্রমাণ করে ছেড়েছেন গুরুতে সিপিয়েমবিরোধীরা লিখেছেন "মাও-টাও কেউ নয়, সব সিপিয়েমের খেলা।' এর আর অন্য মানে কিছু হয় নাকি? সিপিয়েমের পক্ষে না, মানেই তুমি মমতাবাদী। :)
  • PT | 203.110.243.21 | ৩০ অক্টোবর ২০০৯ ২২:১০420644
  • দুখে: দারুণ উদাহরণ টেনেছেন। বামেদের ঠান্ডা করার জন্য বসন্তদাদা পাতিল যে সেনা (তখন অনেকে এদের বসন্তসেনা বলত)সৃষ্টিতে মদত দিয়েছিলেন তারা ফ্র্যাঙ্কুদৈত্য হয়ে কংগ্রেসের নিধনেই রত রয়েছে প্রায় চার দশক ধরে। আশা করি প:বঙ্গে এরকম কিছু হলে পরে আঙুল কামড়াবেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন