এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৯ মে ২০২৪ ০০:০৬524448
  • উইকিবাবা বলছেন -
    Sanatana Dharma is an alternative term used by some Hindus to refer to Hinduism ... It is generally used to signify a more traditional, pre-reform outlook of Hinduism ... It was revived recently by Hindutva politics.
  • &/ | 107.77.233.158 | ১৯ মে ২০২৪ ০০:০১524447
  • বাংলাদেশের লেখাপত্রে পড়ে সনাতন বলতে বুঝেছি হিন্দু আর অন্যান্য আদিবাসিন্দা জনজাতি ধর্মগুলো (বৌদ্ধ জৈন ইত্যাদি না, এরা তো নতুন পথ)। আমার অবশ্য ভুল হতেই পারে। সনাতন শব্দটার মধ্যে প্রাচীনত্বের একটা ব্যাপার আছে। 
  • lcm | ১৯ মে ২০২৪ ০০:০০524446
  • বর্ধমানের সীতাভোগ খেয়ে হতাশ হয়েছিলাম, অত্যাধিক চিনির সমাগম, কিড়কিড়ে মিষ্টি। অবশ্য বর্ধমানের সব দোকানে খেয়ে দেখি নি। তেমন সীতাভোগ পেলে বিহারে যেতে পারি বই কি।
  • পাপাঙ্গুল | ১৮ মে ২০২৪ ২৩:৫৪524445
  • নন আব্রাহামিক ধর্মে তো বৌদ্ধ , জৈন , শিখ এরাও পড়ে
  • :|: | 174.251.161.118 | ১৮ মে ২০২৪ ২৩:৫২524444
  • ২৩:৪৩ -- সামান্য ভালো কোয়ালিটির সীতাভোগের জন্য বিহার অবধি দৌড়াবেন? বর্ধমানেই তো পেয়ে যাবেন!  এমনকি সঙ্গে মিহিদানাও পাবেন। 
    বিজ্ঞাপনের ব্যাপারে দেখে মনে হয় আর কোনও কাউকে  প্রত্যেকদিন এইভাবে বিজ্ঞাপন দিতে দেখা যাচ্ছে না। খুবই এক্সপেন্সিভ। অর্পিতার মতো জনতার টাকাগুলো কি এমন করেই খরচ করছে নাকি?  
  • &/ | 107.77.233.158 | ১৮ মে ২০২৪ ২৩:৪৪524443
  • বাংলাদেশের লেখাপত্রে, খবরে সনাতন ধর্ম ব্যাপারটা বহু বছর ধরে দেখছি। প্রথমে ভাবতাম কোনো বিশেষ ধর্ম বুঝি, তারপরে নানা কিছুতে পড়ে পড়ে বুঝলাম আমব্রেলা টার্মের মতন, হিন্দু ধর্ম, বিভিন্ন আদিবাসী জনজাতির ধর্ম সব একত্রে বোঝাতে। নন আব্রাহামিক ধর্মগুলো।
  • lcm | ১৮ মে ২০২৪ ২৩:৪৩524442
  • খবরে দেখলাম বিহারে সীতা মন্দির হবে বলেছে। সেখানে যদি উচ্চমানের সীতাভোগ দেয়...
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:6c52:f222:8a3 | ১৮ মে ২০২৪ ২৩:৩৪524441
  • এই সনাতন ধর্ম নামের ঢপের চপটা কয়েক বছর আগেও শুনতাম না। লাস্ট কয়েক বছরে বিজেপি এটাকে তুলে এনেছে। 
  • lcm | ১৮ মে ২০২৪ ২৩:২৫524440
  • সনাতন ধর্ম কথাটা মাঝেমধ্যে শুনি। একজন কলকাতায় বললেন - তুমি জানো না, কিন্তু আসলে তুমি সনাতন ধর্মের।

    ভাগ্যিস বলেন নি - মনুষ্য ধর্মের।
  • Aranya | 2601:84:4600:5410:acf5:c7c6:918:edc2 | ১৮ মে ২০২৪ ২৩:১৮524439
  • ভাল খবর। উনিজি কেও শো কজ করা উচিত ছেল। সমানে হিন্দু মুসলিম করে যাচ্ছেন 
  • দীপ | 2402:3a80:198b:d67c:678:5634:1232:5476 | ১৮ মে ২০২৪ ১৬:১৬524437
  • Kk, গুরুতে একটি লেখা প্রকাশ করলাম। লেখাটি কয়েক মাস আগেও দিয়েছিলাম, লেখাটি মুছে দেওয়া হয়! 
    একটু কষ্ট করে জানাবেন লেখাটির মধ্যে কি আপত্তিকর বিষয় আছে? 
    আপনার উত্তরের অপেক্ষায় র‌ইলাম।
    আশা করি যথাযথ উত্তর দেবেন।
    এই সততাটুকু প্রত্যাশিত।
  • lcm | ১৮ মে ২০২৪ ১২:৫১524436
  • থ্যাংকু। এটা পড়ব। অ্যাকটিভিটি পাব এর ব্যাপারটা একবার দেখেছিলাম, ভালো করে দেখতে হবে।
  • অরিন | 2404:4404:1732:e000:3c35:928b:c217:10a | ১৮ মে ২০২৪ ১২:৪৪524435
  • গুরু যদি ফেডারেটেড হত, তাহলে যারা গুরুতে লিখতে চাইবেন, তাঁদের একটা আইডেনটিটি করতে হবে, যেমন অমুক@গুরুচণ্ডালী, এবার সেই আআডেন্টিটি থেকে তিনি অন্যত্র প্রকাশিত মেসেজ পড়তে পারবেন, বা গুরুর মেম্বারদের ফলো করতে পারবেন। এবার তাঁর অন্যত্র আইডেনটিটি থাকতে পারে, সেখান থেকেও তিনি গুরুতে পোস্ট করতে পারেন, গুরু বহু সাইটের সঙ্গে ফেডারেটেড হল । এটা দেখুন, 
    এতে করে ট্রোলদের নিয়ন্ত্রণ করতে সুবিধে হয়। 
  • lcm | ১৮ মে ২০২৪ ১২:৩৭524434
  • "গুরু ফেডারেটেড নয়, ফেডারেটেড হলে এই সমস্যাটা হত না"

    এটা একটু গুছিয়ে বলুন, এটা নিয়ে লিখুন।

    ফেডারেটেড বললে আমার যেমন মনে হয় ফেডারেটেড অথিন্টিকেশন টাইপের জিনিসের কথা, যে জিনিসটা এসএসও (সিঙ্গল সাইন অন) এ ব্যবহার হয়, একটাই ফেডারেটেড আইডেন্টিটি, সেটা দিয়ে এক জায়গায় লগইন করলে বাকি অন্য অ্যাপে বা সাইটে লগইন করা যায়।
  • অরিন | 2404:4404:1732:e000:3c35:928b:c217:10a | ১৮ মে ২০২৪ ১২:৩৪524433
  • না না, ব্যাপারটা গুরুচণ্ডালী স্পেসিফিক কখনোই নয়, এ মানুষের দৈনন্দিন সমস্যা। ব্যবহারিক সমস্যা। গুরুতে প্রতিফলিত হচ্ছে এইমাত্র। কিন্তু দুঃখের বিষয়, যারা ভুক্তভোগী তারাই জানে এ কি বাজে ব্যাপার।
    এবং সব থেকে বাজে যেটা, এই ট্রোলিং এর সমস্যা সর্বত্র, বিশেষ করে অ্যাকাডেমিক বা ইউনিভার্সিটিগুলোতে যে কি ভয়ঙ্কর আকার ধারণ করছে এবং কত ভাল ছাত্রছাত্রীর জীবন তছনছ করছে ভাবলে স্তম্ভিত হতে হয়। পিয়ার রিভিউর নাম করে যে কী সমস্ত তথাকথিত উচ্চশিক্ষিত অধ্যাপক লেভেলের লোকেরা বদমাইশি করেন কি বলব। এরাও ট্রোল, এদের কেউ কেউ anonymity,র আড়ালে কাজ সারেন। আর কেউ কেউ এর তোয়াক্কা না করে। 
  • dc | 2402:e280:2141:1e8:7858:ea03:9b0d:73ca | ১৮ মে ২০২৪ ১২:৩১524432
  • "এ সমস্যাটা ঠিক গুরুচন্ডালি সাইট কেন্দ্রিক তা নয়। এ জিনিস সর্বত্র"
     
    সে তো বটেই। লাইফে কি আর ট্রোল কম পড়িয়াছে? :-)
  • dc | 2402:e280:2141:1e8:7858:ea03:9b0d:73ca | ১৮ মে ২০২৪ ১২:৩০524431
  • পোস্ট লেভেলে ভাবনাচিন্তা মানে কিন্তু ডেডিকেটেড টিম থাকতে হবে, আর একটা রুলস সেট বানাতে হবে, কোন পোস্ট সেই রুলস এর এক বা একাধিক ভায়োলেট করলে তা ডিলিট করা হবে, সেরকম নোটিশ দিতে হবে। গুরুতে যারা রেগুলার পোস্ট করেন তারা এসব ডিসকাস করে দেখতে পারেন। আমার মতে ব্যপারটা একটু আর্টিফিসিয়াল হয়ে যেতে পারে, তবে সবাই আলোচনা করে দেখতে পারেন। 
  • অরিন | 119.224.61.73 | ১৮ মে ২০২৪ ১২:২৬524430
  • মানুষের মশাই, বিভিন্ন সত্তা, সেটাকে অস্বীকার করা যাবে না, তাকে টেকনোলজি দিয়ে বাঁধতেও পারবেন না। 
    কিছু ক্ষেত্রে সাংঘাতিক পন্থার বিধি আছে,  Mastodon যেমন গোটা ডোমেন isolate করে দেয়, যার জন্য ধরুণ কারো truth.social account থাকলে সেইখান থেকে পোস্ট করলে রিজেকটেড হবে। এটা করতে হয়েছে কারণ সারভার অ্যাডমিনরা একযোগে একমত হয়েছেন। গুরু ফেডারেটেড নয়, ফেডারেটেড হলে এই সমস্যাটা হত না। 
    এখানে অন্যভাবে চিন্তা করতে হবে, পোস্ট লেভেলে ভাবনাচিন্তার অবকাশ রয়েছে। 
  • lcm | ১৮ মে ২০২৪ ১২:২৩524429
  • এ সমস্যাটা ঠিক গুরুচন্ডালি সাইট কেন্দ্রিক তা নয়। এ জিনিস সর্বত্র। সে তুলনায় গুরুর সাইট একটু বেটার মনে হয়। অবশ্য এখানে সেই রেটে প্রচুর পোস্ট হয় না।
    নেটিকেট ব্যাপারটার যে কি হল।
  • lcm | ১৮ মে ২০২৪ ১২:২১524428
  • "এ এক ভারি বিরক্তিকর সমস্যা "
    একদম ! সে আর বলতে। 
     
    আর আমি অ্যাডমিন না, অ্যাডমিনের ইন্টারফেস বানিয়েছিলাম। যে তিনটে সাইটের সঙ্গে যুক্ত - গুরু, পরবাস, বেঙ্গলইনফো - তিনটেতেই অ্যাডমিন ইন্টারফেসগুলো বানিয়েছিলাম। 
    রেগুলার সাইট এডমিনস্টার করা এক মহা ঝক্কির কাজ। 
  • dc | 2402:e280:2141:1e8:7858:ea03:9b0d:73ca | ১৮ মে ২০২৪ ১২:১৮524427
  • সেই ইন্টারনেটের আদিকালে নেটিকেট চালু হয়েছিল, তখন বেশীরভাগ নেটিকেট মেনে চলতো। সেই রামরাজ্য অবশ্য বেশীদিন টেঁকেনি, কয়েক বছরের মধ্যেই ফ্লেমথ্রোয়াররা এসে জায়গা দখল করে নিয়েছিল :-)
  • dc | 2402:e280:2141:1e8:7858:ea03:9b0d:73ca | ১৮ মে ২০২৪ ১২:১৫524426
  • ঠিকই, ট্রোল বা ট্রোলিং আটকানো খুব সমস্যা। আর ধরুন কেউ এমনি একটা নিক নিয়ে এসে একটা ট্রোল পোস্ট করলো, সেটা একরকম সমস্যা, আবার কেউ নিজের রেগুলার নিক থেকেই ট্রোল পোস্ট করলো, সে আবার আরেক সমস্যা। আমি যেমন আমার নিজের নিক থেকেই কতো ট্রোল পোস্ট করি। তবে আমি মনে করি লগইন বাধ্যতামূলক করা উচিত না। আমি গুরুতে আসি তার দুটো কারনঃ এখানে লগইন না করে লেখা যায়, আর এখানে কতো কি শেখা যায়। তবে এখন বোধায় বেশীরভাগই লগইন করে লেখেন। (বলাই বাহুল্য, এসবই আমার ব্যাক্তিগত মত)। 
  • অরিন | 2404:4404:1732:e000:958d:58f3:26a0:948d | ১৮ মে ২০২৪ ১২:০৮524425
  • "সেরকমভাবে হই নি, তবে হ্যাঁ, দুম করে কেউ একজন এসে বেনামে দুকথা শুনিয়ে গেল"
     
    এখন সেইটা একটা দিক, কিন্তু ধরুণ লাগাতার বেনামে এক বা দুজনকে টার্গেট করে আক্রমণ করা, সে কিন্তু একেবারেই অন্য ব্যাপার। গুরুচণ্ডালীর এখনকার যা সেট আপ, তাতে অ্যাডমিন হিসেবে আপনার হাতে ট্রোলদের আটকানোর টেকনিকাল টুল সীমিত, সেক্ষেত্রে যারা ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বলে ট্রোলদের ব্লক যেহেতু করতে পারবেন না, পোস্ট ফ্ল্যাগড হলে সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়াটা একটা ব্যবস্থা হতে পারে। সেক্ষেত্রে কোনটা ট্রোল লেভেলের পোস্ট, কোনটা নয়, এ নিয়ে স্পষ্ট নিয়মের প্রয়োজনীয়তা রয়েছে। আমার ফেডিভারসের বিভিন্ন সার্ভার অ্যাডমিনের অভিজ্ঞতা থেকে লিখলাম, আপনাদের মত অবশ্যই ভিন্ন হতে পারে। এ এক ভারি বিরক্তিকর সমস্যা। 
  • lcm | ১৮ মে ২০২৪ ১২:০২524424
  • "এগুলো আবার সেই সহবতের ব্যাপার, সব কি আর টেকনোলজি দিয়ে সমাধান করা যায়? "

    এগজ্যাক্টলি! অনেকে এই ট্রোল হওয়া নিয়ে অভিযোগ করেন। অ্যান্ডর অনেক বার লিখেছে। কিন্তু এর সল্যুশন পাওয়া মুশকিল। আর মেসেজ ডিলিট ব্যাপারটা আমার অপছন্দের। কারণ, সেটা তো এক্সট্রা কাজ, একটা ঝামেলা। খুব অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ থাকলে সেটা একটা ব্যাপার। কিন্তু রেগুলার মেসেজ ডিলিট করতে হলে, তাহলে ম্যান্ডেটরি লগইন করে ক্লোজড কম্যুনিটি করে দিলেই হয়।
  • অরিন | 2404:4404:1732:e000:958d:58f3:26a0:948d | ১৮ মে ২০২৪ ১১:৫৮524423
  • সেটা একটা দিক, তাহলেও আইপি অ্যাড্রেস তো মানুষটিকে নির্দিষ্ট করতে পারে না। এখন আপনি আইডেন্টিটি বাধ্যতামূলক করতে পারেন, তাতে অন্য সমস্যা। এগুলো আবার সেই সহবতের ব্যাপার, সব কি আর টেকনোলজি দিয়ে সমাধান করা যায়? 
  • lcm | ১৮ মে ২০২৪ ১১:৫৪524422
  • অরিন,
    সেরকমভাবে হই নি, তবে হ্যাঁ, দুম করে কেউ একজন এসে বেনামে দুকথা শুনিয়ে গেল, একনাগাড়ে গুটি কয়েক পোস্ট করে গেল, এমন হয়েছে।
  • lcm | ১৮ মে ২০২৪ ১১:৫২524421
  • এটা নিয়ে, মানে ট্রোল আটাকানো নিয়ে আলোচনা হয়েছে আগে। কিন্তু বাধত্যামূলক লগইন ছাড়া এটার কিছু করা মুশকিল, তাতেও পুরো ট্রোল বন্ধ হবে না, কিন্তু একটু কম হবে হয়ত।

    ভাবছিলাম আইপি ভি সিক্স এর দেশ ভিত্তিক অ্যালোকেশন নিয়ে, কি করে করেছে এই সব, তো এই নিয়ে একটু দেখলাম, এক ডিসকাসন ফোরামে একজন লিখেছেন -

    IPv6 will never replace IPv4 for the same reason that SNA and X.25 never took hold; it’s too difficult for many people to understand. They made a huge mistake with ipV6; instead of adding a country and region byte to the header (which would have added enough addresses and also simplified routing and geo-location), the bearded geeks created a whole new entity.

    http://www.steves-internet-guide.com/ipv6-guide/
  • অরিন | 2404:4404:1732:e000:958d:58f3:26a0:948d | ১৮ মে ২০২৪ ১১:৫০524420
  • "আপনারা কি করে আন্দাজ করতে পারেন যে কে বেনামে লিখছে, এটা আমি বুঝতে পারি না"
     
    ইনটুইশন, লেখার প্যাটার্ণ দেখে। 
    আপনি কখনো ট্রোলড হয়েছেন এলসিএম?
  • lcm | ১৮ মে ২০২৪ ১১:৩৩524419
  • আপনারা কি করে আন্দাজ করতে পারেন যে কে বেনামে লিখছে, এটা আমি বুঝতে পারি না। ছোট চার ভাগের নিউমেরিক আইপি অ্যাড্রেস দেখে অনুমান করার সম্ভাবনা থাকে, কিন্তু এখন এই লম্বা আট ভাগের উদ্ভট আলফানিউমেরিক আইপি অ্যাড্রেস - এর থেকে কিছু বোঝারও উপায় নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত