এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিত্র | ০৩ জুন ২০২৪ ১২:০৪525289
  • অবশ্য যদি সত্যিই false spike হয়। 
  • অরিত্র | ০৩ জুন ২০২৪ ১২:০৩525288
  • সন্দেহ হয় যে মার্কেটে এই স্পাইক গুলো এখন ম্যানুফ্যাকচার করা হয়ে থাকে, খুব সম্ভবত মিউচুয়াল ফান্ড গুলোর সাহায্যে, অর্থাৎ পাবলিক মানি। পোড়খাওয়া বড় ইনভেস্টর বা প্রাতিষ্ঠানিক ইনভেস্টররা তো আর এইসব ফালতু কাজ করার রিস্ক নেবে না, রিস্কটা পাবলিকের ওপর। যেমনভাবে আদালত, আরবিআই ও অন্যান্য প্রতিষ্ঠানকে এরা নিয়ন্ত্রণ করে তেমনভাবেই মিউচুয়াল ফান্ড (পাবলিক মানি) ম্যানেজারদেরও হয়তো করছে, হয়তো সেখানেও ইডি সিবিআই দিয়ে। এদের একফোঁটা বিশ্বাস করি না।
  • b | 14.139.196.230 | ০৩ জুন ২০২৪ ১১:০১525287
  • এখানে শেয়ার করতে পারেন
    ঘেঞ্চুপলাশ (ghenchupolash ) অ্যাট জিমেল । 
  • b | 14.139.196.230 | ০৩ জুন ২০২৪ ১০:৫৮525286
  • যদুবাবুর মেল আই ডি টা পাওয়া যাবে ? 
  • অরিন  | 2404:4404:1732:e000:c53a:843f:7f92:917e | ০৩ জুন ২০২৪ ১০:৪৯525285
  • কপিল কমিরেড্ডি গতকাল নিউ ইয়র্কারে লিখেছেন 
    " ... Modi, still revered by millions of Hindus who regard him as the country’s redeemer, may decide to emulate Indira Gandhi and suspend democracy if his hold on power is threatened. Such a regime, far from being inconceivable, would amount to a formalization of what, in many respects, has felt like an unofficial Emergency rule. But the multitudes who defied Modi at the summit of his power are a cause for hope: India will not submit without a fight. A year after my father’s departure, dispersing his ashes in the sacred waters of the Ganges, I came to share his hopefulness about our country. India, I felt, will pull through"
     
    https://file.io/93NdSQ37HGM0
     
    দেখা যাক |
     
     
  • যদুবাবু | ০৩ জুন ২০২৪ ০৯:১৩525284
  • দুটোই হোক। 
     
    শিক্ষা ব্যবস্থা নিয়ে লেখার খুব দরকার। এই একটা এমন জিনিষ যে পলিটিকেল স্পেকট্রামের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা মানুষ হয়তো একমত হবেন। 
  • dc | 2402:e280:2141:1e8:2852:81fb:2216:25cc | ০৩ জুন ২০২৪ ০৯:০৭525283
  • সেনসেক্স প্রি ওপেনিং এ ২৪০০ পয়েন্ট উঠেছে। আমার দেখা একটা সেশানে হায়েস্ট জাম্প। 
  • dc | 2402:e280:2141:1e8:2852:81fb:2216:25cc | ০৩ জুন ২০২৪ ০৯:০৫525282
  • এটা নিয়ে একটা টই খুলে লিখবো তাহলে। 
     
    এমনিতে ভাবছিলাম আমাদের এডুকেশান সিস্টেম নিয়ে লিখবো। আমার মেয়ে এবার প্লাস টু, মানে হায়ার সেকেন্ডারি দিলো আর তার সাথে কয়েকটা কম্পিটিটিভ পরীক্ষা দিলো, তাই খুব কাছ থেকে দেখলাম কি অসম্ভব একটা বকচ্ছপ মার্কা সিস্টেম তৈরি করা হয়েছে। র২্হ যে লিখলেন, "আমার কাছে সব থেকে ভয়ের যেটা মনে হয় - স্কুল গুলি আলাদা হয়ে যাওয়া। ক্রয়ক্ষমতার নিরিখে স্কুল নির্দিষ্ট হয়ে গেছে; কলেজও বোধহয়" - ডাজ নট ইভেন বিগিন টু ডেসক্রাইব দ্য রিয়েলিটি। এটা নিয়েও লেখার ইচ্ছে আছে।  
  • যদুবাবু | ০৩ জুন ২০২৪ ০৮:৫২525281
  • ডিসি (বা অরিনদা) যদি বিজেভিয়োরল ইকনের অল্প জানা জিনিষ নিয়ে সময় পেলে একটু আলোচনা করেন খুব ভালো লাগবে। 
     
    অরিনদার AI এর এথিক্স ও ইতিহাস সংক্রান্ত আলোচনাটা খুব ভালো লাগছিল। 
     
    এই দুটো সাবজেক্টের intersection খুবই আগ্রহের একটা বিষয় হবে। 
     
    ডিসির রেকো করা বইটা পড়া নেই। জোগাড় করে ফেলি। 
  • অরিন | 2404:4404:1732:e000:705f:c2a6:c34a:dce3 | ০৩ জুন ২০২৪ ০৮:২৩525278
  • আমার প্রিয় বইটার একটা লিঙ্ক রেখে যাই,
  • যদুবাবু | ০৩ জুন ২০২৪ ০৮:১৬525277
  • বিহেভিয়রাল ইকোনমিকস দারুণ ফ্যাসিনেটিং একটা সাবজেক্ট। 
  • dc | 2402:e280:2141:1e8:2852:81fb:2216:25cc | ০৩ জুন ২০২৪ ০৭:৫৭525276
  • হ্যাঁ পড়েছি। কিছুটা সময় বিহেভিয়রাল ইকোনমিক্স, র‌্যাশনাল অ্যাক্টর ফ্যালাসি ইত্যাদি নিয়ে পড়তে হয়েছিল, তখন পড়েছিলাম। 
  • যদুবাবু | ০৩ জুন ২০২৪ ০৭:৪৯525275
  • ডিসি, এই বইটা পড়েছেন? এফিসিয়েন্ট মার্কেট শুনে মনে পড়ল। আমি অল্প একটু আঁচড়েছি। 
     
  • dc | 2402:e280:2141:1e8:2852:81fb:2216:25cc | ০৩ জুন ২০২৪ ০৭:৩৯525274
  • আজকে এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস এর বেশ ভালো একটা টেস্ট হতে পারে। শেয়ার মার্কেটের লোকজন নাকি আগে থেকেই জানতে পেরে যান কি হতে চলেছে। দেখা যাক আজ সেনসেক্স কিভাবে রিয়্যাক্ট করে। 
  • অরিন | 2404:4404:1732:e000:c53a:843f:7f92:917e | ০৩ জুন ২০২৪ ০৬:২৩525273
  • "মার্কভ চেন কখন স্টেশনারি ডিস্ট্রিবিউশনে পৌঁছবে বলতে গিয়ে ওয়েটিং ফর গোদো-র গপ্পো বলতে শুরু করলাম। জিজ্ঞেস করলাম কেউ স্যামুয়েল বেকেটের নাম শুনেছো? নিঃশব্দ অডিয়েন্স। "
     
    আহা! অসমান্য analogy! 
    আমার একটা কোর্সে আমি শার্লক হোমসের  "The Sign of Four" গোটা বই টাকে required reading করে দিয়েছি। এক ছোকরা গাইগুই করছিলো, লেখাটা  বড্ড বড় লাগছে, :-)
  • যদুবাবু | ০৩ জুন ২০২৪ ০৬:১৮525272
  •  @হুতোদাঃ

     "কম বয়সের রেবেলিয়ন আউট অফ ফ্যাশন, অথরিটিকে প্রশ্ন করাও", আর "ক্রয়ক্ষমতার নিরিখে স্কুল নির্দিষ্ট হয়ে গেছে; কলেজও বোধহয়।" 

    দুটোই এগ্রি করছি। এবং দুটোই চিন্তার বিষয়। দ্বিতীয়টা নিয়ে একটা প্যারাডক্সিকাল জিনিষ আমার বন্ধুবৃত্তেই আছে, বন্ধু তীব্র বাংলাপক্ষ, কিন্তু সন্তান পড়ে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে। সে দ্বিচারিতা দেখতে পায় কিন্তু কিছু করতে পারে না। এ জেনেও যে সেই প্রাইভেট স্কুলে মোট্টে ভালো লেখাপড়া হয় না, কিন্তু ঐ ... 
     
    আর তোমাকে সেই হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর স্কুলের হেডস্যারের (পুলক রায়চৌধুরী) গল্প বলবো বলবো করে বলা হচ্ছে না। ওঁকে দেখে খুব খুব খুব আশা জাগে। ঐরকম মানুষ কতগুলো ক্লোন করা গেলে শিক্ষাক্ষেত্রের চেহারা বদলে যেতো। কোনো বাগাড়ম্বর নেই, জাস্ট কাজ, কাজ, কাজ আর সাহস। 
  • যদুবাবু | ০৩ জুন ২০২৪ ০৬:০৭525271
  • হ্যাঁ অরিনদা, আজকাল লিটেরারি রেফারেন্স বা এমন কি সমকালীন ঘটনার রেফারেন্স-ও দিলে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। আগে এটা একটু যেন কম হতো। 
     
    সম্প্রতি কী কী রেফারেন্স দিয়ে এই অবস্থা হয়েছে বলি। হতে পারে এগুলো খুব-ই এসোটেরিক, অবসলিট, প্রাচীন কাজেই কেউ পড়বে এমন কথাই না। প্লাস বই পড়াও তো একরকমের প্রিভিলেজ। কাজেই ঠিক যে আশা করি সবাই মাথা নাড়বে চিনতে পেরে, এমন না। কিন্তু, অ্যানেকডোটালি বলতে পারি, এই এক-ই লেভেলে আজ থেকে বছর দশেক আগেও রেস্পন্স অন্যরকম ছিল। 
     
    ১) মডেল সিলেকশন পড়াতে গিয়ে দেখলাম Goldilocks-এর গপ্পো কেউ পড়েনি, nested model পড়াতে গিয়ে দেখলাম কেউ Matryoshka doll কাকে বলে জানে না, তারপর ঐ এক-ই সূত্রে ওভারফিটিং আর আণ্ডারফিটিং বোঝাতে সেই গ্রীক পুরাণের Scylla and Charybdis বলে মনে হ'লো সেও ট্যান গেলো। এই লাস্টের-টা কিন্তু একজন নর্ডিক প্রফেসর দেখি দিব্যি ক্লাসে পড়ান, সবাই বোঝে, ওঁর থেকেই টোকা। 

    ২) বোর্হেসের একটা ছোটো এক প্যারার গল্প আমি টইতে আর বইতে লিখেছিলাম, যার মর্মার্থ যে মডেল-ও একরকমের ম্যাপ। ঐ এক-ই লেখকের আরেকটা দারুণ গল্প Garden of forking path  - মাল্টিপল কম্প্যারিজ়ন আর পি-হ্যাকিং-এর সুন্দর উপমা। ক্লাসে বলার পর দেখলাম মাত্র একটি মেয়ে বোর্হেসের নাম শুনেছে। সে অবশ্য ওঁর-ই দেশের লোক। 
     
    ৩) মার্কভ চেন কখন স্টেশনারি ডিস্ট্রিবিউশনে পৌঁছবে বলতে গিয়ে ওয়েটিং ফর গোদো-র গপ্পো বলতে শুরু করলাম। জিজ্ঞেস করলাম কেউ স্যামুয়েল বেকেটের নাম শুনেছো? নিঃশব্দ অডিয়েন্স। 
     
    তবে, এগুলো ঠিক নেগেটিভ এক্সপিরিয়েন্স নয়। বরং মজার-ই। কারণ, এই সুযোগে বাচ্চাদের আসল গল্পগুলো শুনিয়েছি। একজন সেমিস্টারের পরে বললো তার গ্রীক মাইথোলজিতে ইন্টারেস্ট বেড়ে গেছে স্ট্যাট ক্লাস করে। এও একরকমের আনন্দ। 
  • r2h | 208.127.71.80 | ০৩ জুন ২০২৪ ০৬:০০525270
  • হ্যাঁ, এই থেকে ইনফারেন্স টানা যায় না ঠিকই।

    ..."এইসব ডিসিপ্লিনের বাইরে Humanities এর ছাত্ররা নিশ্চয়ই অনেক অনেক পড়াশুনো করেন"... - এইটা হলেই স্বাভাবিক হত ব্যাপারটা, কিন্তু সেরকমও চোখে পড়ে না- বরং রাজনৈতিক তর্ক বিতর্কে বিজ্ঞান সংক্রান্ত শাখার লোকনের অংশগ্রহণ বরং বেশি চোখে পড়ে। কম বয়সের রেবেলিয়ন আউট অফ ফ্যাশন, অথরিটিকে প্রশ্ন করাও। সেসব অবশ্য একেবারে নতুন কিছু তা বলবো না, চিরকালই বেশিরভাগ মানুষ অনুগত।

    আমার কাছে সব থেকে ভয়ের যেটা মনে হয় - স্কুল গুলি আলাদা হয়ে যাওয়া। ক্রয়ক্ষমতার নিরিখে স্কুল নির্দিষ্ট হয়ে গেছে; কলেজও বোধহয়।
    টাকার হিসেব তো আছে, এখন যেমন, পবতে বলতে পারি, বেসরকারি কলেজগুলি আগে আগে ভর্তি শুরু করে দেয় - সরকারি কলেজে ইচ্ছে থাকলেও অভিভাবকরা পাবে কি পাবে না সেই ঝুঁকি নিয়ে অপেক্ষা করতে পারে না।

    তার ওপর সর্বভারতীয় ক্ষেত্রে জেএনইউ ইত্যাদিকে বেশ খানিকটা ভিলিফাই করে দেওয়া গেছে, মূলত মিডিয়ার সহায়তায়, তার সঙ্গে ছাত্র রাজনীতি ও প্রশ্ন করা।
    হ্যাঁ, ব্যতিক্রমগুলি দেখে আশাবাদী হওয়াই যায়, সেটা একটা ভালো কথা।

    কিন্তু ক্রয়ক্ষমতার ওপর শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন - এইটা কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবে ভয়ই হয়।
  • অরিন | 2404:4404:1732:e000:705f:c2a6:c34a:dce3 | ০৩ জুন ২০২৪ ০৫:২৮525269
  • "এর বাইরে আমি যে "সফল" ছাত্রছাত্রীদের দেখি, প্রত্যেক বছর, যারা বিদেশে বা স্বদেশে উচ্চশিক্ষা করতে চায় তারা বেশিরভাগই apolitical এবং পড়ার বা গল্পের কোনো বইই যে পড়ে এমন খুব একটা মনে হয়নি। খুব বেশি দোষও দিই না। "
     
    যদুবাবু, এক্কেবারে আমার এক্সপিরিয়েন্স।
     
    নিউজিল্যাণ্ডে পিএইচডি রিসার্চ বেসড, আমেরিকার মত কোরস করায় না, তা যাই হোক, আমার কাছে এক দক্ষিণ ভারতীয় দাঁতের ডাক্তার ছাত্রী পিএইচডি করছিলেন । তো একদিন কথায় কথায় তাঁকে জিজ্ঞাসা করছিলাম, কি গল্পের বই পড়তে ভাল লাগে, কে প্রিয় লেখক। তিনি বললেন, সেইদিন অবধি তিনি নিজের কোর্সের বা পড়ার বইয়ের বাইরে একটিও গল্পের বইয়ের মতন অবান্তর জিনিস যে কেউ পড়তে পারে, ভাবতেও পারেন না। 
    আরেকবার, মাস চারেক আগে, একটা ক্লাসে Sewall Wright এর path tracing rules পড়াবার সময় জিজ্ঞাসা করছিলাম কারা hop scotch বা এক্কা দোক্কা খেলেছে। প্রচুর হাত উঠল, তারা সব সাহেব । দুতিন জন চীনা ছাত্রছাত্রীও জানাল তারা ঐসব শিশুদের খেলা বিস্তর খেলেছে। ব্যতিক্রম গম্ভীর মুখের কয়েকজন ভারতীয় ছাত্রছাত্রী। তারা এই বালখিল্য খেলায় জীবনের মূল্যবান সময় কদাপি নষ্ট করেন নি। :-)
  • অরিন | 2404:4404:1732:e000:705f:c2a6:c34a:dce3 | ০৩ জুন ২০২৪ ০৫:১৫525268
  • "আইআইটির পরীক্ষা একা পরীক্ষার্থী ন, দাদু ঠাকুমা সহ গোটা পরিবার দেয়।"
     
    সে আবার কিভাবে?
     
    চিটিং করতে সাহায্য করে? 
    সে নতুন হতে পারে।
     
    না কি টিফিন‌ব্রেকে খাবার নিয়ে এসে? 
    সে অবিশ্যি বহুকালই ছিল, নতুন কি?
     
    যেমন আমাদের সময়ে, মান্ধাতার আমলে দেখতাম কয়েকজন মা বাবা ছেলেমেয়েদের জন্য খাবার, জল, আরো কি কি সব নিয়ে আসতেন। সে সব পরীক্ষায় আবার সিঙ্গলস টেনিস খেলায় যেমন হাফ টাইমের সময় কোচ বড় প্লেয়ারের কাছে নেটের পাশে এসে পায়ে মেসেজ টেসেজ করত, ঐরকম সব ব্যাপার স্যাপার ছিল। 
     
    আর আমাদের কয়েকজন, যাদের মা বাপের ছেলেপিলেরা কি পরীক্ষা দিচ্ছে কোন মাথাব্যথা ছিল না, আমরা অবাক হয়ে দেখতাম । তা কিছু করার ছিল না, কর্তাদের বলেও লাভ হত না, আপিস কামাই করে ছেলের পরীক্ষার হলে আসতে তাঁর বয়ে গেছে। 
    দিনকাল পালটে গেছে। 
     
  • যদুবাবু | ০৩ জুন ২০২৪ ০৫:০৭525267
  • দেখো, গুরুর পাতা অব্দি পৌঁছে গেছে মানে তারা অলরেডি বেশ কিছুটা ওয়াকিবহাল অর্থাৎ সেই অর্থে apolitical উটপাখি নয়। তাদের দিয়ে ইনফারেন্স টানা ঠিক হবে না। 
     
    এর বাইরে আমি যে "সফল" ছাত্রছাত্রীদের দেখি, প্রত্যেক বছর, যারা বিদেশে বা স্বদেশে উচ্চশিক্ষা করতে চায় তারা বেশিরভাগই apolitical এবং পড়ার বা গল্পের কোনো বইই যে পড়ে এমন খুব একটা মনে হয়নি। খুব বেশি দোষও দিই না। পৃথিবীর সবার অ্যাটেনশন স্প্যান কমে গেছে একসাথে। কিছু উজ্জ্বল ব্যতিক্রম আছে। কিন্তু কোটিকে গুটিক। এবং এটাও ঠিক যে এখানে সিলেকশন বায়াস আছে। এইসব ডিসিপ্লিনের বাইরে Humanities এর ছাত্ররা নিশ্চয়ই অনেক অনেক পড়াশুনো করেন। করতেই হয়। 
     
    এবং আমি আমার নিজের প্লাস মাইনাস দু পাঁচ বছর তো দেখি। আজকে একজন ব্যাচমেট বলেছে সে জানতোই না ইন্ডিয়া নামে একটা অ্যালায়েন্স তৈরি হয়েছে। (তারপর বলল হিহি রাহুল তো পাপ্পু।) 
     
    আর বই তো বাদ দিলাম। নিউজের হেডিং পড়ে কাটিয়ে দেয়, ক্লিক করে না, তো আর বই। এমনকি যারা এককালে তাও কিছু পড়তো তারাও আর পড়ে না। পড়লে বড়জোর রদ্দি কিছু এয়ারপোর্ট-মার্কা সেলফহেল্প জঞ্জাল। তাও পড়ার জন্য পড়ে না। ঘুমোনোর ওষুধের মত ইউজ করে। দুপাতা করে পড়ে শোয়ার আগে। 
     
    এরও ব্যতিক্রম তো আছেই। এই প্যালারাম আর আমি তো পিঠোপিঠি ব্যাচ। ওর বাড়ি একটা ক্ষুদে লাইব্রেরি। প্লাস proportion খুব ছোট হলেও এই "সফল" পপুলেশনও এত বড়ো যে চাইলেই ১০০ টা ব্যতিক্রম পাওয়া যায়, সেই দেখে আশাবাদীও হওয়াই যায়। :) 
  • r2h | 208.127.71.80 | ০৩ জুন ২০২৪ ০৪:০৪525265
  • আজকাল কিছু সিনেমা সিরিজ বেরুচ্ছে - ১২থ ফেল, কোটা ফ্যাক্টরি, অল ইন্ডিয়া টপার - ইত্যাদি।
    তাতে দেখা যায় যারা এইসব সর্বভারতীয় পরীক্ষায় পাশ করে তারা দিবারাত্র শুধু পড়াশুনো করে, কোটা ফ্যাকটরি দেখলাম, তাতে আইআইটিয়ান কোচ জিতু ভাইয়া বলছে আইআইটির পরীক্ষা একা পরীক্ষার্থী ন, দাদু ঠাকুমা সহ গোটা পরিবার দেয়।
    ওখানে সফল ছাত্রছাত্রীদের ধ্যান জ্ঞান এইসব, তারা বাইরের পৃথিবী, রাজনীতি সাহিত্য ইত্যাদির খোঁজ খবর ভুলেও রাখে না।

    এইসব দেখে একটু অবাকই হলাম। আমাদের সময় যারা ভালো ছাত্র ছাত্রী ছিল, আইআইটি ইত্যাদিতে গেছে, তারা তো খেলাধুলো, প্রেম, ফার্স্ট ডে ফার্স্ট শো সিনেমা দেখা - সেসবও করতো। গুরুতেও সব বাঘা বাঘা সফল লোকজন আছেন, তাদেরও তো দেখে শুনে ঠিক অষ্টপ্রহর বই মুখে দিয়ে থাকতেন বলে মনে হয় না।

    তবে সেসব কি আগে হতো, এখন এরকমই? তাও তো ঠিক মনে হয় না।
    সিনেমা থিয়েটারের বাস্তবতা একটু টুইকড হবে তা সত্যি। কিন্তু এইসব দেখে ছাত্র ছাত্রী, তাদের থেকেও বেশি অভিভাবকরা প্রভাবিত হন, সেটাও সত্যি। এগুলিকে আবার অনুপ্রেরণামূলক বিনোদন হিসেবেই ধরেন লোকজন। কোটা ফ্যাকটরি তো খুবই উচ্চ প্রশংসিত। নামের মধ্যে ফ্যাকটরির তীর্যক ইঙ্গিত আছে অবশ্যই, শিক্ষা ব্যবসা নিয়ে দেখিয়েছেও ভালো, বিনোদনে আঙুল তুলে এই ভালো এই খারাপ বলার মানে নেই, তাও ঠিক। 
    কিন্তু পুরো ট্রেন্ডটা কোনদিকে যাবে তাই ভাবি।

    তার ওপর ভারতে এখন অর্থনীতির কোন স্তরের ছাত্রছাত্রী কোন স্কুলে যাবে - সেই ভাগাভাগিটা খুবই স্পষ্ট হয়ে গেছে। উচ্চশিক্ষায় ভর্তুকিও যা দেখি আগের মত প্রায় সবার সাধ্যের মধ্যে নেই। ছাত্রছাত্রীদের রাজনীতি সচেতনতা জিনিসটা সিস্টেমিকেলি ডিসকারেজড, বিপুল অংশ অর্থনৈতিকভাবে তাদের নিচের তলার মানুষদের কথা জানেও না।

    এইসব সাত পাঁচ মনে হয়।
    হতেই পারে আসলে ছবিটা এরকম না।

    গুরুতে যারা ভারতে সরকারি উচ্চশিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, তাদের ইনসাইট পেলে বেশ হতো।
  • :|: | 174.251.161.123 | ০৩ জুন ২০২৪ ০৩:১৭525264
  • কথা হলো রাজভবনের ব্যাপাট্টা সেশ পজ্জন্ত কী হলো? আনন্দ কিছু কম পড়িয়াছে মনে হচ্ছে -- খপরের কাগজে আর তেমন দেখিনা তেনাকে। 
  • a | 194.223.43.130 | ০২ জুন ২০২৪ ২২:১৮525263
  • ধন্যযোগ 
  • @a | 2405:8100:8000:5ca1::a3:66db | ০২ জুন ২০২৪ ২১:২৩525262
  • মহামূর্খের দল নাম ছিল।
  • অন্য মত  | 173.62.207.237 | ০২ জুন ২০২৪ ১৮:১৪525260
  • 'দেখা যাক' একটা ভিডিও দিয়েছেন মিস করে গিয়েছিলাম! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত