এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ১০ জুলাই ২০২৪ ০৩:৪৬526553
  • বাই দ্য ওয়ে, ভারতের জন্মলিয়ন্ত্রণ ব্যাপারটা নাকি পশ্চিমের চাপে। ইন্দিরা গান্ধির টাইমের ব্যাপার। ব্যাপক ঋণ নিতো ভারত বিশ্বব্যাংক থেকে। অ্যামেরিকা পচা গম টমও পাঠাতো। তখন রাণীর বর নাকি কীসব বলেছিলেন ( সেসব না বলাই ভালো), এবং আরও চাপ টাপ এসেছিল। তখনই লাল ত্রিভূজ, নিরোধ, পরিবার পরিকল্পনা এবং পরবর্তীতে সঞ্জয়বাবু অতিউৎসাহিত হয়ে নাশবন্দী প্রথার প্রবর্তন করেন।
  • &/ | 151.141.85.8 | ১০ জুলাই ২০২৪ ০৩:৪৪526552
  • কোনো এলাকায় হয়তো একুশে আইন, একুশটা মানে রাত ন'টা র  পরে একুশ দফা। ঃ-)
  • &/ | 151.141.85.8 | ১০ জুলাই ২০২৪ ০৩:৪১526551
  • এলাকাভিত্তিক নিজস্ব আইন?
  • . | ১০ জুলাই ২০২৪ ০৩:৪০526550
  • ভূত প্রেত তন্ত্র মন্ত্র তো ভালো জিনিস। এন্টারটেইনমেন্ট। স্মার্ট ফোন বা টিভির মত ননস্টপ ক্ষতি করে না। ঐ নমাসে ছমাসে একটু ভূত প্রেত হলো। মাসে এ দুবার তন্ত্র মন্ত্র। একটু হৈচৈ, খাওয়া দাওয়া। ব্যস, চুকে গেল। বাকি সময়ে নির্ঝঞ্ঝাট জীবন। কাজ কর্ম করো খাও দাও বংশ বাড়াও, সব সন্তান বাঁচবে না, চাইল্ড মর্টালিটি বাড়বে, তাই পপুলেশন কন্ট্রোলেই থাকবে। একটু পুরোন কালের জীবন আর কি। এক একটা এলাকায় নিজের মত করে আইন প্রশাসন বিচার ব্যবস্থা থাকবে, নিজের নিজের মতো করে। 
    উনি এসবও বলেছিলেন, মানে পপুলেশন সমস্যার সমাধান এবং এলাকা ভিত্তিক নিজস্ব আইন টাইন নিয়ে যেটা লিখলাম।
    মোদ্দা কথা, আউট অফ দ্য বক্স ভাবতে হবে। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? মনে আছে তো?
  • &/ | 151.141.85.8 | ১০ জুলাই ২০২৪ ০৩:৩২526549
  • বিজ্ঞানের অগ্রগতির জন্য জন্মনিয়ন্ত্রণও তো সম্ভব হচ্ছে।
  • . | ১০ জুলাই ২০২৪ ০৩:৩০526548
  • তাতে সমস্যা কোথায়? হোক না।
    একজন পরিচিত মানুষ বলেছিলেন যে বিজ্ঞানের অগ্রগতির জন্য মানুষের আয়ু বাড়ছে। এটা ঠিক না। জনবিস্ফোরণ হতে পারে। মানুষজনের ৫০ বছরের বেশি বাঁচা ঠিক না। তিনি নিজে অবশ্য তখন সত্তরের কাছাকাছি। এক কালে নকশাল আন্দোলনে একাধিকবার জেলে গেছেন। তো এই যদি আল্টিমেট উপলব্ধি হয়, তবে যেমন দিকে সব যাচ্ছে, যাক না, ক্ষতি কী?
  • &/ | 151.141.85.8 | ১০ জুলাই ২০২৪ ০৩:০৮526547
  • একদিকে যত তোষণ হবে, অন্যদিকে তত লাফিয়ে লাফিয়ে বাড়বে ভক্তরা। মাঝখান থেকে গণ বিজ্ঞান আন্দোলন, যুক্তিবাদী আন্দোলন, শিক্ষাদীক্ষা, সাহিত্য, শিল্প ---এইসব ক্ষতিগ্রস্ত হবে। হচ্ছেও। ভূতেপ্রেতেতন্ত্রেমন্ত্রে ইতিমধ্যেই ছেয়ে গেছে।
  • দীপ | 2402:3a80:196b:9715:678:5634:1232:5476 | ১০ জুলাই ২০২৪ ০১:৪২526546
  • ওদিকে ঠাকুর মশাই আবার ফেসবুকে বিদ্যাসাগরের শ্রাদ্ধ শুরু করেছেন! বাংলাদেশে ব‌ই বেচতে হবেতো! 
    আসলে দিনের পর দিন আমরা এইসব করে গেছি! রামমোহন জমিদার শ্রেণীর প্রতিনিধি, বিদ্যাসাগর ব্রিটিশ দালাল, বঙ্কিম হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক! নবজাগরণ হিন্দুত্ববাদ! দুর্গাপূজা জাতীয় লজ্জা! ফলে আমাদের সামনে কোনো আদর্শ নেই, প্রেরণা নেই, চিন্তা নেই! 
    গোবলয়ের রাজনীতি ও ইসলামী মৌলবাদী শক্তির হাতে একের পর এক মার খাওয়াই এখন আমাদের নিয়তি! 
  • . | ১০ জুলাই ২০২৪ ০১:২০526544
  • টেস্ট
  • . | ১০ জুলাই ২০২৪ ০০:৫৩526543
  • টেস্টিং
  • নাম নেই | ১০ জুলাই ২০২৪ ০০:৪৭526542
  • না। দেখি  নি।
  • &/ | 151.141.85.8 | ১০ জুলাই ২০২৪ ০০:৪৬526541
  • আবহাওয়া হবে
  • &/ | 151.141.85.8 | ১০ জুলাই ২০২৪ ০০:৪৫526540
  • আচ্ছা, আপনারা তো অনেকেই উনিশশো আশির দশকটা দেখেছেন বেশ জ্ঞানবয়সেই, পরেরটাও। এরকম অবস্থা তখন ভাবতেও পেরেছেন? রাজনৈতিক কোনো নেতা প্রকাশ্যে ধর্মান্তরিত হবার ডাক দিচ্ছেন? এরকম একটা আবহ পশ্চিমবঙ্গের মত রাজ্যে হতে পারল কবে থেকে? (গণ বিজ্ঞান আন্দোলন স্থগিত, বাংলামাধ্যম সরকারী স্কুল সিস্টেম ধ্বংসপ্রায়, কলেজগুলোর কী অবস্থা কেজানে, প্রেসিডেন্সিতে ল্যাবে ভাঙচুর হয়, চেয়ারটেবিল ভাঙা হয়, যোগ্য শিক্ষকপদপ্রার্থীরা ধর্ণা দিয়ে বসে থাকেন রাস্তায়, তাদের চাকরিগুলো পেয়ে গেছে ঘুষদাতারা, ডাইনে বাঁয়ে অজস্র অজস্র স্ক্যাম, শিশুদের পড়াশোনার খেলাধুলোর পরিবেশ নেই ----এইসব তো আছেই। তার পরেও... )
  • &/ | 151.141.85.8 | ১০ জুলাই ২০২৪ ০০:২১526539
  • আচ্ছা, বেহালা আর ভায়োলিন ---এই শব্দ দুটো কি একই উৎস থেকে এসেছে?
  • kk | 172.58.242.180 | ০৯ জুলাই ২০২৪ ২২:৫৪526538
  • রঞ্জন রাজা, তোমারে সেলাম, সেলাম!

    জয়দেব বসুর কবিতাটা ভীষণ সুন্দর। কিন্তু রোজই জ্বর আসছে, আসছে। বজ্জাত, কারো কথা শোনেনা!
  • Ranjan Roy | ০৯ জুলাই ২০২৪ ২২:৫১526537
  • যদুবাবুকে ধন্যবাদ।
     জয়দেব বসুর কবিতাটির জন্য। 
     
    আমার মনে পড়ল প্রমথ চৌধুরির কবিতাটিঃ
    "মুখস্থে প্রথম কভু হইনি কেলাসে। 
    ---------------------------------
    কবিতা লিখিনি কভু সাধু আদিরসে"---। 
  • Ranjan Roy | ০৯ জুলাই ২০২৪ ২২:৪৮526536
  • অরিনদা,
    আসলে ইচ্ছে থাকলেও সময় এবং সাধ্য ছিল না।
    চাকরির তৃতীয় বছরে ট্যুরের টাকা জমিয়ে ভায়োলিন কিনেছিলাম। কিন্তু ভিলাই থেকে ২৩০ কিলোমিটার দূরে আদিবাসী অঞ্চলে গ্রামে পোস্টিং।
    শেখানোর গুরু কোথায়? ভায়োলিন পড়ে থেকে নষ্ট হল।
    আজ পেনসনের দিনে কোলকাতায় বাসা বেঁধে সব শখ পুরো করে নিচ্ছি। এইটুকুই।
    তবে বাড়ির লোকে অতিষ্ঠ হয়ে গেছে। কএকটা ঘরে দরজা বন্ধ করে প্র্যাকটিস করি। অন্য ঘরে সবাই টিভির ভল্যুম বাড়িয়ে দেয়।
    তবে আমার অভিজ্ঞতা থেকে একটা কথা
    ক) সংগীতকে একমাত্র ধ্যানজ্ঞান বা জীবিকা করলে ছোটবেলা থেকে শেখা উচিত। নিজের আনন্দের জন্য হলে যে কোন বয়সে। অ্যান্ডরের সঙ্গে অনেকটাই সহমত।
    খ) গোড়াতে বেসিক তালিম ভাল গুরুর কাছে শেখা উচিত। উনি ছোট ছোট জিনিস এবং খুঁত হাতে ধরে শুধরে দেবেন।
    তারপর অনলাইন (জুম) শেখা যায়। আমার স্যারের কাছে অনেকে বিদেশে চাকরি করতে বা পড়তে গিয়ে অনলাইনে শেখে। কিন্তু গোড়াতেই অনলাইন হলে একটু মুশকিল। আর ইউটিউবের কিছু লিমিটেশন আছে।

    ক্যালকাটা স্কুল অফ মিউজিকে অনলাইন এবং সামনে হাতে ধরে শেখা-- দু'রকম সিস্টেমই আছে।
    আলাদা ফীস স্ট্রাকচার।
    এখানে একজন ছাত্রকে একজন শিক্ষক আলাদা করে সপ্তাহে একদিন শেখান, গ্রুপের ভীড়ে নয়।
  • যদুবাবু | ০৯ জুলাই ২০২৪ ২১:৫২526535
  • সত্যিই সাংঘাতিক ইম্প্রেসিভ। লজ্জার মাথা খেয়েই বলি আমি ঐ তিনডার একডাও পারি না। আমার অ্যাডভাইজ়ারকে একবার সাঁতার কাটতে পারেন কি না জিজ্ঞেস করা হলে বলেন একেবারে পাথরের মত ডুবে যাবো না। আমারো তাই। (এটা বোধ হচ্ছে আগেই ভাটে লিখেছি।)

    কী কী করা হয়নি ভেবে জয়দেব বসুর একটা কবিতা মনে আইলো। রেখে যাই। বানান্টানান ও স্পেসের ব্যবহার মূল থেকে আলাদা হতেই পারে, কারণ ইন্টারনেটের কোত্থেকে টুকে রেখেছিলাম ভুলে গেছি। সে জন্য সরিপ্রার্থী। 

    জয়দেব বসু
    বাসনা


    খাওয়া হয়নি শালিধানের চিঁড়ে
    খাওয়া হয়নি সোনামুগের ডাল,
    দেখা হয়নি পুন্যিপুকুর ব্রত
    স্বপ্নে আমার বউ আসেনি কাল

    ও জ্বর, তুমি এসোনা এক্ষুণি....

    ছোঁয়া হয়নি বাদার মুথা ঘাস
    ভোমর-কালো সোনাই-দীঘির জল,
    ঘোরা হয়নি বনবিবির থান―
    মাজার জুড়ে চেরাগ ঝলোমল

    ও জ্বর, তুমি এসোনা এক্ষুণি....

    আজো তোমায় দেখা হয়নি সুখী
    ধরা হয়নি লতিয়ে ওঠা হাত,
    লেখা হয়নি কবিতা একটাও
    সারা হয়নি আখরি মোনাজাত

    ও জ্বর, প্লিজ এসোনা এক্ষুণি....
     
  • অরিন | 119.224.61.73 | ০৯ জুলাই ২০২৪ ২১:২১526534
  • রঞ্জনবাবু জাস্ট অসাধারণ!
    এক শটে যাকে বলে বল মাঠের বাইরে তুলে ফেলে দিলেন।
    কোন বয়সে কি শেখা যায় না যায় তাই নিয়ে আর কোন সংশয় থাকার কথা নয়।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৯ জুলাই ২০২৪ ২১:০০526533
  • আমাদের সময়ের বিখ্যাত শ্লোগানের মত করে আমার বলতে ইচ্ছে করছে - রঞ্জনদাকো কোই জবাব নেহি হ‍্যায়।
  • Ranjan Roy | ০৯ জুলাই ২০২৪ ২০:৫৫526532
  • ২ বললে পেত্যয় যাবেননা। গত ডিসেম্বর থেকে বালিগঞ্জে ক্যালকাটা স্কুল অফ মিউজিকে ভর্তি হয়েছি। ১৯০৯ সালে স্থাপিত,  একসময় আব্রাহাম মজুমদার প্রিন্সিপাল ছিলেন।
     আজ সে গৌরব নেই, তবু মরা হাতি লাখ টাকা। 
     
    শিখছি ভায়োলিন, ওয়েস্টার্ন।
    এখনও ছড় টানা আদর্শ স্থিতিতে পৌছয় নি। তবে স্ট্যান্ডের নোটেশনের বই লাগিয়ে দেখে দেখে স্যারের সামনে বাজাতে পারছি।
    বাকি গল্প খেয়ে এসে।
  • Ranjan Roy | ০৯ জুলাই ২০২৪ ২০:৫০526531
  • যদুবাবু, দ, কৌতুহলী, হুতো 
     
    ১ আমার ব্যক্তিগত উপলব্ধি -- বেশি বয়সেও অনেক কিছু করা যায়।
    খালি সময়, সুযোগ এবং বড় আয়নার সামনে দাঁড়িয়ে-- 'চ্যালেঞ্জ নিবি না শালা'! -- বলা দরকার।
    যেমন দ' সাঁতার  শিখেছেন।
    কিন্তু উনি বুলা চৌধুরি হওয়ার জন্য নয়, নিজের আনন্দে এবং একটা নতুন স্কিলসেট শেখার আনন্দে! এইটাই আসল কথা, আমরা কে কী চাই? 
    আপনাদের লজ্জার মাথা খেয়ে বলি -- আমিও ৭৪ বছর বয়সে আমাদের কমপ্লেক্সের কোচের কাছে চার ফুট গভীর পুলে সাঁতার শিখছি।
    হাঁপানি এবং সিওপিডি আছে, তাই  দম পাইনা, শ্বাস ফুলে যায়। তাতে কী? জলে মাথা ডুবিয়ে সাঁতার কাটি, এবং যেই দেখি দম ফুরিয়ে আসছে, মুখে হাওয়া টেনে দাঁড়িয়ে পড়ি। তিন বা চার বারে এ মুড়ো থেকে ও মুড়ো পৌঁছে যাই। জলের ভয় কেটে গেছে। খুব ভাল লাগছে। ডাক্তার বলছেন এতে আমার ফুসফুসের শক্তি বাড়বে, সিওপিডি কমবে। আর কী চাই!
     
    আমাদের ময়মনসিংহের ট্র্যাডিশনে ছোট্ট বয়সেই সাঁতার শেখানো হয়, নদী-নালার দেশ যে! 
    আমাদের বাড়িতে আমার প্রজন্মেও সবাই শিখেছে, নাকতলায় বাড়ির সামনের পুকুরে।
    আমি ভীতুর ডিম, পারি নি। 
    আমার তারাস বুলবা বাবার কথা -- পুস্যালোকের  (পুরুষমানুষের) তিনডা জিনিস শিখা উচিত -- সাঁতার, সাইকেল আর গাছে চড়া।
    সাইকেল পারি, নারকোল গাছ বাইতে পারি না। 
    এখন ওপরে যাওয়ার দিন ঘনিয়ে আসছে। ওয়েটিং লিস্টে নাম উঠে গেছে -- আর এসি এখনও হয়নি। 
    তাই ওপরে গিয়ে বাবার সামনে মাথা তুলে দাঁড়াবো বলে সাঁতার শিখছি। চিত সাঁতার প্রায় হয়ে এসেছে। সেটা হয়ে গেলে আমায় পায় কে!
    বাটার ফ্লাই, ব্রেস্ট স্ট্রোক নাই শিখলাম। নিজে নিজে জলে নেমে সাঁতরাতে পারব তো! 
     
    এবার সংগীত চর্চা।
  • যদুবাবু | ০৯ জুলাই ২০২৪ ০৭:১৯526530
  • অনেকক্ষণ খুঁজে, শেষে পেলাম। "সব অন্ধকার ফুলগাছের" প্রথম অনুচ্ছেদ। যখন প্রথম পড়তে শুরু করি, বোধহয় কলেজে, মনে হয়েছিল আমিই যেন এই সোমনাথ। এখনো মনে হয়। সারাক্ষণ-ই মাথার কোনো একটা ট্যাবে একটা কিছু বাজছে। 



    মন খারাপ কোরো না পাইদিদি, গান ফিরে আসবেই আসবে। যদিও আমার নিজের-ই মনটা ঝুপসি অন্ধকার হয়ে গেলো এক্ষুণি। 
  • kk | 172.56.33.28 | ০৯ জুলাই ২০২৪ ০৪:৫৮526528
  • পাইয়ের পোস্টটা পড়ে আমার ভীষণ মনখারাপ হলো। আমি পাইয়ের গান অসম্ভব ভালোবাসি।
  • pi | 2a01:cb20:8862:1c00:833:df52:d4d6:16c0 | ০৯ জুলাই ২০২৪ ০৩:৪১526527
  • আর এদিকে আমার মত অভাগাও আছে, যে নিজেকে শোনানোর মত গানও আর গাইতে পারেনা।এটা একটা অদ্ভুত জিনিস দেখলাম, কথা বলার গলা আর গানের গলা যে আলাদা বস্তু সে আগে কখনো বুঝিইনি৷ এখন গলার মাসলে মাসলে টের পাই। কখনো পুরো আওয়াজই যায়, কথা বলতে গেলেই পুরো ভাঙ্গা কাঁসর কিম্বা কিছুই বেরয়না, কিন্তু সেতো একরকম বোধগম্য ব্যাপার। কিন্তু যখন কথা বলার গলা মোটের উপর ঠিক আছে কিন্তু গান বেরচ্ছেনা, মানে সুর বেরচ্ছেনা কিম্বা যা সুর লাগাতে চাই, তা পারছিনা, এটা যে কী অদ্ভুত যন্ত্রণার ব্যাপার!! আমি তো অন্য কোন আসর টাসরও না, নিজেকেই গান শোনাতে চেয়েছিলাম, গান গাইতে আমার ভাল লাগত, গান গাইতে আমি খুব ভালবাসতাম, একা একাই গাইতাম, এ যে আমার কী বাজে রোগ হল। এর থেকে অন্য যন্ত্রণাদায়ক রোগ হলেও বোধহয় এর থেকে কষ্ট কম পেতাম।
    তবে যদুবাবু, আমি পরে শিখতে শুরু করে দিব্বি গাওয়া লোক জানি, আর তুই তো এমনিই দিব্বি গাস আর গানের সেন্সই রয়েছে, বাজাতে পারিস। শুরু করে দে! শেখার জার্নিটাও তো আনন্দের।
  • যদুবাবু | ০৯ জুলাই ২০২৪ ০৩:৩০526526
  • laughlaughlaugh
     
    হ্যাঁ, টেপ চালিয়ে বেশ একটু লিপ দিতেই পারি। মন্দ হবে না। একটু দূরে বসতে হবে, পাশেই বসে লিপ দিলে ধরে ফেলবে।  
    আর আমার মত চীঁহি গলার মিহি শিল্পী চাই। 

    কারাওকে নামে একটা 'ভিডিও গেম' জাতীয় জিনিষ দেখেছি। দুএকবার চৈনিক বন্ধুদের আড্ডায় ও দু-একটা র‍্যাণ্ডম শুঁড়িখানায়। একজন একটা মাইকে আবেগঘন গান গায় আর সামনে স্ক্রিনে ঝিলমিল ঝিলমিল করে দ্রুত সাবটাইটেল ফুটে ওঠে। সাধারণতঃ, এক দু পাত্র চড়ানোর পরেই গাইতে হয়। 
  • অরিন | ০৯ জুলাই ২০২৪ ০২:২৮526525
  • @যদুবাবু, "একটা অন্য প্রশ্নঃ গুরুতে তো অনেকেই গান গাইতে পারেন, হয়তো কাউকে শিখিয়েছেন এমন-ও পাওয়া আশ্চর্য নয়।
    তাদের কাছে প্রশ্ন - কেউ কি চল্লিশ পেরুনোর পর গান শিখতে পারেন? মানে স্টেজে উঠে পারফর্ম করবার অভিপ্রায় নিয়ে নয়, বা দূর থেকে ভেসে আসা সুর শুনে রাগ-রাগিণী চিনে ফেলার মত ক্ষমতাও নয়। শুধু এইটুকু শেখা যাতে কোনো আড্ডায় গলা ছেড়ে গেয়ে ওঠার আগে একটু অন্ততঃ কনফি পাওয়া যায়? বা হয়তো একটু পিছনের ব্যাকরণ শেখা যায়? 

    কেন জিজ্ঞেস করছি সে তো বলাই বাহুল্য। জীবনে অজস্র আক্ষেপের মধ্যে একটি এই যে ছোটোবেলায় গান শিখিনি। "
     
    সৈকত কদিন আগে NABC র একটা প্রতিবেদ(না) টাইপের একটা সিরিজ লিখে তার চতুর্থ পর্বে এর উত্তর দিয়ে দিয়েছে । কারাওকে আমলে "শুধু এইটুকু শেখা যাতে কোনো আড্ডায় গলা ছেড়ে গেয়ে ওঠার আগে একটু অন্ততঃ কনফি পাওয়া যায়?", কনফি কি মশাই, রীতিমতো সিঙ্গলস বের করার সাহস পাওয়া যায় যা বুঝলাম ।
  • কৌতুহলী | 103.249.39.163 | ০৯ জুলাই ২০২৪ ০১:০৬526524
  • @যদবাবু
    ভরসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ
  • &/ | 151.141.85.8 | ০৯ জুলাই ২০২৪ ০০:৫২526523
  • অরণ্যদেবের কার্টুন অতীব সুন্দর জিনিস। বিশেষ করে ডায়ানা। বাবার কড়া শাসনে থাকা তরুণ অরণ্যদেব চিঠিতে কবিতা লিখছেন
    'ডায়না, আমার ডায়্না আমার ডায়্না-
    তোমার কাছ কেন যাওয়া যায় না?
    এ বেদনা প্রাণে আর সয় না,
    তোমায় ছাড়া প্রাণ কিছু আর চায়না।'
    মজখুড়ো পৌঁছে দিচ্ছেন চিঠি। চিঠি পড়ে ডায়ানা রেগে আগুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত