এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 192.139.20.199 | ২৩ জুলাই ২০২৪ ০২:৫১527273
  • তবে অ্যান্ডর, বিশ্ব সাহিত্য বা বিশ্ব সিনেমা নিয়ে আলোচনায় আপনার বিরক্তির কারনটা আমি তখনও বুঝতে পারিনি, এখনও পারি না, বিশেষ করে নানা আলোচনায় হনুদার এইসব প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে যাওয়ার ব্যাপারগুলো।

    হনুদা যদিও টাইপো ও অতিদীর্ঘ বাক্যগঠন সহ দুর্বোধ্য থেকে দুর্বোধ্যতর হচ্ছিল দিনদিন, আমাকে একবার ভালো বাংলা লিখে জিনিসপত্র ডাইগ্রেস করছি এই মর্মে গালও দিয়েছিল, প্রগতি ও প্রতিক্রিয়াশীল কিশোরসাহিত্য বিষয়ে ভালো রকম মতপার্থক্য ছিল, তারওপর সিপুএম। কিন্তু সেসব তো মতপার্থক্য।

    সবার সবেতে আগ্রহ থাকে না, কিন্তু কামু কাফকা ফুকো দেরিদা কুন্দেরা উত্তরাধুনিকতা জাদুবাস্তবতা এইসব নিয়ে আমার নিজেরও বিন্দুমাত্র পড়াশুনো নেই। কিন্তু নিজের দেখা শোনা জানা ইত্যাদির পরিধি বাড়ানো গুরুতে আসার একটা বড় ইন্সেন্টিভ ছিল, অনাগ্রহ হলে আলোচনায় অংশ না নিলেই মিটে যায়।
    আমার যেমন ক্রিকেট ফুটবল, রামায়্ণ মহাভারত, রূপকথা, বিজ্ঞান কোনকিছুতেই কোন উৎসাহ নেই (কী মুশকিল, তবে আছেটা কিসে? শুধুই অহৈতুকী আড্ডায়, ঐজন্যই মানবজনম পতিত রইল), কিন্তু যাঁদের আছে তাঁদের প্যাশন বা ভালো লাগা যাই হোক - সেটাকে জায়গা না দেওয়ার কোন কারন দেখি না।

    ইনফ্যাক্ট এটা আমার খুবই আশ্চর্য লাগে - নিজেদের ভালো লাগার বিষয়গুলি নিয়ে আমরা নিরন্তর কথা বলে যাই, অন্য প্রসঙ্গে, যেগুলি এড়িয়ে যাওয়ার উপায় আছে - সেগুলি এলে বিরক্ত হয়ে পড়ি।

    সম্প্রতি শারদীয়া আবাপার প্রচ্ছদ নিয়ে বইপোকা গ্রুপে যা চলছে - দুর্গার ছবি না এঁকে 'মডার্ন আর্ট' কেন হয়েছে - সেই নিয়ে সবাই একেবারে খড়্গহস্ত।

    উত্তরের আশা করছি না, কিন্তু আগে কী হতো, ফুকো দেরিদা, ফোর ডাইমেন্শন আঁতেল এইসব তীর্যক প্রসঙ্গ উঠলো বলে বললামঃ)
  • NRO | 165.124.84.35 | ২৩ জুলাই ২০২৪ ০২:৩৫527272
  • পাগলা গণেশ , out of the box thinking ও একটা দাম আছে। আজ যা out of the box কাল হয়তো তাই mainstream হয়ে যাবে। আড়াই হাজার বছর আগে ancient Spartan রা 'weeding out the physically weakest ones' নীতিতে চলে এক জবরদস্ত মিলিটারি বানিযেছিলো | কিন্তু ওরা বোঝে নি যে সমাজের দুর্বলতম মানুষরাও অসামান্য contribution করতে পারে। তাই Spartan মিলিটারি strong হলেও ওদের science economy literature architecture কখনোই strong হতে পারে নি।  একইভাবে 1930's Germany undesirable scientist দের পালাতে বাধ্য করেছিল। রেজাল্ট? ম্যানহাটান প্রজেক্ট & A-bomb.
    ভেবে দেখলে আমাদের ভারতীয় caste system ও সেই একই ভুল করেছে সমাজের তথাকথিত নিচু স্তরকে intellectual orbit এ ঢুকতে না দিয়ে। Bottom line: it doesn't mean that someone challenged by some perticular aspect cannot contibute in a field where his/her physical or mental or social or political condition doesn't matter. 
  • . | ২৩ জুলাই ২০২৪ ০২:৩০527271
  • আঁতেল কমে গেছে নাকি?
    কমে নি। পুরোন আঁতেল শিফট করে গেছে ( রিটায়ার্ড), নতুন নতুন আঁতেল সেই শূন্যস্থান পরিপূর্ণ করেছে। 
  • &/ | 151.141.85.8 | ২৩ জুলাই ২০২৪ ০২:২৭527270
  • থ্যাংকু ডট। আগে আমি রোহিত নামটা নানা জায়্গায় শুনেছি, নাম হিসেবে রহিত শুনি নি। বিশেষণ হিসেবে রহিত শুনেছি। অমুক জায়্গায় অমুক ব্যাপার রহিত করা হল।
  • . | ২৩ জুলাই ২০২৪ ০২:২৪527269
  • &/ | 151.141.85.8 | ২৩ জুলাই ২০২৪ ০২:২৪527268
  • আরে গণেশবাবু, এখন তো বলতে গেলে কিছুই নেই। এককালে ছিল সেসব। ফোর্ডাইমেন্শনাল আঁতেলরা সব এসে সরগরম করতেন। ওঁদের চারটে অ্যাক্সিস ছিল কামু কাফকা ফুকো দেরিদা। মাঝে মাঝে ফাইভডি থেকে ডাইভ দিয়ে পড়তেন কেউ কেউ, বাড়তি অ্যাক্সিস হত কুন্দেরা। সেসব বহুকাল আগের কথা। গদগদ গলায় বলতেন 'কুন্দবরণ সুন্দর হাসি রামহাতে তুমি রামা'। হায় সেই রামও নেই, সেই গুরুও নেই, চন্ডালেরা বিবাদ করে লয়ে তারিখ সাল।
  • . | ২৩ জুলাই ২০২৪ ০২:২০527267
  • টইয়ের প্রশ্ন টইয়ে করবে। নইলে বকা খাবে।
  • &/ | 151.141.85.8 | ২৩ জুলাই ২০২৪ ০২:১০527266
  • আচ্ছা, রোহিত না রহিত?
  • kk | 172.58.245.152 | ২৩ জুলাই ২০২৪ ০০:৪৭527263
  • বাওবাব গাছগুলি ভারী সুন্দর হয়েছে তো!
  • kk | 172.58.245.152 | ২৩ জুলাই ২০২৪ ০০:৪০527261
  • কেন, শার্লক হোমস ভুলে গেলে? ফাইভ অরেঞ্জ পীপস। মেলনের বীজও পাঠাতো কখনো কখনো। এই বলতে মনে পড়লো Blackkklansman বলে একটা সিনেমা হয়েছিলো কয়েক বছর আগে। বেশ ভালো লেগেছিলো।
  • &/ | 107.77.236.166 | ২৩ জুলাই ২০২৪ ০০:৩৩527260
  • আমার এক বন্ধু  ছোটোবেলা  বলত  যে ওর  যখন  ষাট বছর  বয়স হবে তখন পাচঁটা  আপেলের বীজ  পাঠাতে হবে 
  • পাপাঙ্গুল | ২৩ জুলাই ২০২৪ ০০:৩৩527259
  • ডিসি , শুধুই অ্যালায়েন্স ব্রডব্যান্ড ব্যাবহারকারী তো আর নন , সঙ্গে উত্তর পশ্চিমা হাওয়াও আছেন যে। 
  • &/ | 107.77.236.166 | ২৩ জুলাই ২০২৪ ০০:৩১527258
  • ওরা কমলালেবুর বীজ পাঠায় নাকি ? 
  • kk | 172.58.245.152 | ২৩ জুলাই ২০২৪ ০০:২৯527257
  • কী আর করবো? এক বস্তা কমলালেবু কিনে এনে তেমন তেমন লোককে পাঁচটা করে বীজ পাঠাতে থাকবো।
  • NRO | 165.124.84.35 | ২৩ জুলাই ২০২৪ ০০:২২527256
  • KK মশাই আপনার টাইপিং এর ভুল দেখে ভয়  হচ্ছে। নামের সঙ্গে যদি ভুল করে একটা এক্সট্রা K add করে ফ্যালেন ?
  • NRO | 165.124.84.35 | ২৩ জুলাই ২০২৪ ০০:১৬527255
  • Enough of serious science. এবার শনিবারের চিঠি :
     
    এই পাগলা গণেশ নির্ঘাত পূর্ববঙ্গের লোক। ছোট বেলা থেকে দেখছি মাথাগরম বাঙাল রা কথায় কথায় 'মাইরা ফালাইমু কাইট্টা ফেলাইমু ' করে। তবে হাঁ ওদের মনটা  কিন্তু আমাদের 'নেবু নুচি আম ঠাকুরের আস্তা ' দের থেকে অনেক উদার। খাওয়াতে পারে বটে। 
  • পাপাঙ্গুল | ২৩ জুলাই ২০২৪ ০০:১৩527254
  • দ | ২২ জুলাই ২০২৪ ২৩:৫৮ 
     
    laughlaugh
  • kk | 172.58.245.152 | ২৩ জুলাই ২০২৪ ০০:০৬527253
  • এপিজেনেটিক্স*, দুত্তোর!
  • kk | 172.58.245.152 | ২৩ জুলাই ২০২৪ ০০:০০527252
  • উনিশ বছরের যুবকের হার্ট অ্যাটাক হচ্ছে তার একটা বড় কারণ কি স্ট্রেস এবং লাইফস্টাইল নয়? শুধু জেনেটিক ফ্যাক্টরই কারণ তাই বা বলছেন কেমন করে? এছাড়া এপিজেনেসিস ব্যাপারটাও তো আছে? সেগুলো পুরোপুরি ইগনোর করলেও চলে নাকি?
  • NRO | 165.124.84.35 | ২৩ জুলাই ২০২৪ ০০:০০527251
  • পাগলা গণেশ, এতো রাগ করেন কেন ভাই। বয়স বাড়ে বুদ্ধি বাড়ে কিন্তু Sense of humor বাড়ে না কেন? কেউ আপনাকে ব্যাক্তিগত আক্রমণ করে নি। আমি আপনাকে জানি না চিনি না - আপনাকে খামোখা আক্রমণ করবো কেন ? Illogical thinking. অকারণে আক্রমণ সুস্থ মানুষ এমনকী সুস্থ জন্তুও করে না। কারণ থাকলে দরকার হলে আক্রমণ করা যেতেই পারে কিন্তু একটা ব্লগের অনামী আইডি কে যে আমার কোনো ক্ষতি করে নি যাকে আক্রমণ করে আমার কোনো material gain নেই তাকে আক্রমণ? Nope, you are not important enough for me. 
     
    One note: ত্রুটিযুক্ত জিনগুলোকে ছেঁটে ফেলার technology এসে গেছে . তার জন্য নোবেল prize award করাও হয়েছে। CRISPR Technology.
  • | ২২ জুলাই ২০২৪ ২৩:৫৮527250
  • যাউগগা অনেকক্ষণ ধরে এইটে দেখে হেসেই যাচ্ছি। আপনারাও দেখুন।
     
  • kk | 172.58.245.152 | ২২ জুলাই ২০২৪ ২৩:৫৬527249
  • পাগলা গণেশ,
    পাবলিক ফোরামে হাজার রকম মানুষ আসেন। সবার কথা বলার ভঙ্গী এক রকম হয় না। মতামতও হয় হাজার রকম, পার্স্পেক্টিভও তাই। আপনি আপনার বক্তব্য বলুন, যুক্তি দিন, কেউ বিরুদ্ধ যুক্তি আনলে সেগুলোও মন দিয়ে শুনুন, কাউন্টার করুন বা অ্যাকসেপ্ট। সেভাবেই তো আলোচনা এগোবে। অন্যের কথায় রাগ করলে তো আর কেউই পাবলিক ফোরামে কোনোদিন কথা বলতে পারবেনা। ব্যক্তিগত আক্রমণ টন গুলো ভালো ব্যপার নয় ঠিকই। কিন্তু খোলা হাটে কথা বলতে গেলে কেউই ওসব এড়িয়ে থাকতে পারবেন না। এই নিয়ে অভিমান করলে সবাইকেই বাড়িতে বসে থাকতে হতো এতদিন। এগুলো পার্ট অব দ্য গেম কল্ড লাইফ। আপনি যে কথাগুলো বললেন ডায়বেটিস, ওবিসিটি ভারতীয় মহাদেশের জেনেটিক প্রোফাইলে সবথেকে বেশি। এসবের একটু তথ্যসূত্র দিলে ভালো হয়। আফ্রিকান আমেরিকানদের মধ্যে এই দুটো জিনিষের জেনেটিক প্রভাব অত্যন্ত বেশি। আমার ধারণা ভারতীয়দের থেকে কিছু কম হবেনা।
    আপনি যে কথা নিয়ে বিষয়টা শুরু করলেন এই নিয়ে কিছু বইপত্র লেখা হয়েছে, সিনেমা টিনেমাও হয়েছে। একেবারে নতুন কথা তা নয়। সে যাই হোক, আলোচনা চলুক, তর্ক চলুক। মাথা ঠান্ডা রেখে, যুক্তি আর তথ্যসূত্র দিয়ে এগোলে উপভোগ্য আলোচনা হতে পারে।
  • | ২২ জুলাই ২০২৪ ২৩:৫৩527248
  • কিন্তু চিকিৎসা না করলে সেই রোগের জিন লোক মেরে মেরে জিনপুল থেকে বেরিয়ে যায় কিরকম?  স্ট্রোক হার্ট অ্যাটাক এ মানুষ তো মরছে সেই  দুই তিন লক্ষ বছর ধরেই। এতদিনে মানুষ মেরে মেরে জিনপুল খালি করতে পারল না,  আর কতদিন থাকলে পারত? 
    সর্বোপরি এর পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ কী? 
  • খোরাক | 2a03:f80:354:80f6::1 | ২২ জুলাই ২০২৪ ২৩:৫১527247
  • রন্টি পাগলার রিপ্লেসমেন্ট পাওয়া গেল নাকি?
  • r2h | 192.139.20.199 | ২২ জুলাই ২০২৪ ২৩:৪৭527246
  • আর দেখুন, প্যাটার্ন কে-ই বা না খোঁজে! আপনি যেমন খুঁজে পেলেন এখানে সব স্বঘোষিত আঁতেলঃ)

    তো, এসব একটু হয়। রাগ করবেন না। মর্মপীড় বলেছেন ঠান্ডা মাথাই ক্ষমতার উৎস।
  • r2h | 192.139.20.199 | ২২ জুলাই ২০২৪ ২৩:৪৬527245
  • বুড়ো বয়সে বেড্প্যান ধরার ব্যাপারটা খুবই গুরুতর চিন্তা।
    আগামী কুড়ি তিরিশ বছরে এসব কাজের জন্য রোবট টোবট বানিয়ে ফেললে ভালো, নাহলে চাপ আছে। আর সেসবে আগে পাততাড়ি গোটাতে পারলে তো ভালোই।
  • পাগলা গণেশ | ২২ জুলাই ২০২৪ ২৩:৪১527244
  • আমি যে রোগগুলো বলেছি সেগুলো লাইফের পরবর্তী পর্যায়ে হয় নয় হতো।এখন উনিশ বছরের যুবকের হার্ট অ্যাটাক হচ্ছে।এবং গ্রাফ ক্রমাগত ঊর্ধ্বমুখী।ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও তথৈবচ।সমস্যাটা ভারতেই বেশি।কিন্তু সমীক্ষা করা হয় না বলে তথ্য অপ্রতুল।আর আমি কোনোরকম জাতিবিদ্বেষের সমর্থক না।তবে একথা সত্যি যে মানবতার দোহাই দিয়ে এখন বন্ধ করা আছে ঠিকই।কিন্তু জানোয়ারগুলোকে ছাড়া হচ্ছে না মোটেই।আশা করি আগামী এক-দেড়শ বছরের মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এতদূর উন্নত হবে,যে তারা ত্রুটিযুক্ত জিনগুলোকে ছেঁটে ফেলতে সক্ষম হবে।
     
    সবার শেষে,একটা প্রবণতা আমি দেখছি ইদানিং।মানুষ সবকিছুতে জোরজবরদস্তি করে একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করছে।হয় তুমি কংগ্রেস,নাহয় বিজেপি,তা নাহলে আম আদমি পার্টি,তাও না হলে তৃণমূল তো বটেই।আরে একটা মানুষ তো কোনোটাই না হতে পারে!মানুষের কি চিন্তা করাও পাপ!যদি কারো মতে সাথে মিলেই যায়!তা বলে তাকে দাগিয়ে দিতে হবে?আশ্চর্য! 
     
    আপনি আগে বললেন,আমি কিছু বলিনি।কিন্তু আপনি এবারেও সেই একই কাজ করলেন।আমার বেড প্যান ধরার চিন্তা আপনাকে করতে হবে না।আপনি নিজের ব্যবস্থা করুন।আপনার আমার কথায় হাজার অসম্মতি থাকতে পারে।আমার যুক্তি অসঙ্গত মনে হতে পারে।সেটা বলুন।কিন্তু ব্যক্তিগত আক্রমণ একদম করবেন না।একজন রুচিশীল মানুষ হিসেবে এটুকু আশা করছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত