এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১২৫৬৩৯ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 143.111.22.23 | ৩০ অক্টোবর ২০০৯ ২২:১২420645
  • PT আমি যে আপনারে জিগালাম আপনার রাগের কারণ, এত কিছু বললেন, ঐটে বললেন না কেন? মমতাকে এত শ্রদ্ধা ভক্তি করি বলে কি একেবারে পায়ে ঠেলে দেবেন আমার কথা?
  • Du | 65.124.26.7 | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৩০420646
  • অর্পণ, তোমারও যখন এই মনে হচ্ছে তখন তাই হবে - আমি কিন্তু এটা এই বুঝেছি - যে আজকের APDR ও ঠিক তা নয় যা কল্লোলদা চেয়েছিলেন বলে লীনার বিশ্বাস - ঠিক যেমন আজকের বামফ্রন্টও তা নয় যা অনেকেই চেয়েছিলেন। লীনার পর্যবেক্ষণ মতে আজকের APDR এ (যদিও তার অনেক ভাগ) একটা অংশ মমতাপন্থী ( যেটা বোধহয় হওয়ার কথা নয় আইডিয়ালি) । কল্লোলদা যদি এতে খুশি থাকেন ( যেটা লীনার মনে হয়নি) তবে ওনার কিছু বলার নেই, যদি তা না হয় ( যেটা লীনার মতে বেশি প্রোব্যাবল ( মিছিলে হেঁটেছিলেন ইত্যাদি)) তবে তিনি কল্লোলদাকে ভেবে দেখতে অনুরোধ করেছেন - বামফ্রন্টকেও অনুরুপ ভাবে কনসিডার করতে - যে বামফ্রন্টকে কল্লোলদা এনেছিলেন একদিন।

    এইরকম আমার মনে হয়েছে।সেটা শমীকের হয়নি, তোমারও হয়নি। অক্ষ বা আর্জোর মনে হলে ক দিয়ে যাবে প্লীজ। আমি একটু রিসার্চ করতে চাই বাংলা ভাষও কি মতামতের সাথে জড়িয়ে গিয়েছে?
  • Du | 65.124.26.7 | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৩২420647
  • আজকের বামফ্রন্টও পুরোটা তা নয় -হবে
  • dukhe | 117.194.236.29 | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৩৬420648
  • @PT, আপনার মত ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা নেই দাদা । হাত তুলে দিলাম ।
    গদি থেকে গেলে যে বাম আন্দোলন মুছে যায়, তার মাজার জোর নিয়ে লোকে ভরসা পাবে? অবশ্য তারও আগে প্রশ্ন - সিপিয়েমকে কি আপনি বাম বলে ধরছেন ?
  • a x | 143.111.22.23 | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৩৭420649
  • নাহ্‌ আমি ফিল্টার করে পড়ছি। লীনা বা আরো অনেকের পোস্ট পড়ছিনা। মতামত নেই। আমি খালি PT'র পোস্টে মন দিয়েছি আপাতত।
  • LiNa | 59.93.192.210 | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:২২420650
  • তুমি পরিবর্তনের পক্ষে না? মানেই তুমি CPM, এবং তুমি censored, তুমি filtered :-)
  • dukhe | 117.194.233.239 | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:২৬420651
  • লীনা, দু:খ পাবেন না । অক্ষ PT ছাড়া কারো পোস্টই পড়ছেন না জানিয়েছেন । পরিবর্তনটা এখানে কোন ইস্যুই নয় । অক্ষের একচোখোমির বিরুদ্ধে সম্মিলিত আন্দোলন গড়ে তুলতে হবে ।
  • a x | 143.111.22.23 | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৩১420652
  • উঁহু, অক্ষ কি আপনার পাড়ায় গিয়ে একচোখামি করেছে? সেইজন্যই তো আন্দোলন করছেন না। এটা যে আপনার দ্বিচারিতা তাও কি বলে দিতে হবে?
  • dd | 122.167.12.80 | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৩৩420653
  • আমি ও। PT'র ল্যাখা মন দিয়ে পড়লাম ।

    খুব ইন্টেরেস্টিং লাগলো। ভাববার বিষয়। আগে কখনো ও ভাবে দেখি নি। মানে সিপিএমের এই ভীরুতা বা ট্যাকটিকাল স্টেপ। ৭১ টু ৭৬। এটা তো ইতিহাসের শিক্ষা।

    বেশী রাতে সিরিয়াস লিখতে চাই না, হেঁচকি ওঠে। কনুই ব্যাথা করে।

    কিন্তু, সত্তি খুব ইন্টেরেস্টিং ।
  • debu | 170.213.132.253 | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৪০420655
  • ব্রেস ব্রেস !
    যুধ্য তো মনে হয় এখানে ই লেগে গেছে
    মোট কটা দল হোলো?

  • PT | 203.110.243.21 | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৫৫420656
  • @ a x
    আপনার শেষ পোস্টিঙে বার খেয়ে টোপ গিললাম। এই পেথ্‌থম কেউ আমার রাগের কারণ জানতে চেয়েছে।

    রাগের কারণ একটাই। লালগড়কে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেখানোর চেষ্টা। এবং এই নিয়ে অতিদক্ষিণ এবং অতিবামের আঁতাত। গত ছমাসে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে যে এর উদ্দেশ্য অন্যকিছু।

    যারা সরাসরি তৃণমুলের বা কং-এর সমর্থক তাদেরকে সেলাম-কথাটা বুক ঠুকে বলার জন্য। আমার সমস্যা সেইসব জলে নামব বেণী ভিজাবনাদেরকে নিয়ে। এই বৃহন্নলারা যত তাড়াতাড়ি মঞ্চ থেকে বিদায় নেয় ততই মঙ্গল।

    ডালের দাম ঠেলে উঠেছে ১০০ টাকাতে। লালগড়ের অনাহার নিয়ে যারা বুক ভাসাচ্ছে do they care? যেন এই সরকার গেলেই লালগড়ের মানুষ কব্জি ডুবিয়ে মাংস-ভাত খাবে!! যে দেশে ২০০ মিলিয়ন লোক না খেয়ে থাকে তার সঙ্গে লালগড়ের অনাহারের কোনো সম্পর্ক নেই?

    কংগ্রেসের ২০০ জন এমপি-র মধ্যে ১৫০ জন কোটিপতি। এরা নিজেদের কোটি সামলে রেখে আরো কোটি বানাবে-আর লালগড় হবেনা? এইনিয়ে সুশীল-সুশীলা, পকাবু বা মাওব্যথীদের কিছু বলতে শুনছিনাতো? সবাই কি বিক্রি হয়ে গেল নাকি?
  • dukhe | 117.194.233.239 | ৩১ অক্টোবর ২০০৯ ০০:০২420657
  • গুড । হয় আপনি কং সমর্থক, নয় সিপিয়েম, নয় তৃণমূল । noneoftheabove মানে বৃহন্নলা ।
    হয় তুমি আমার দলে, নয় ওদের দলে ।
    কথাটা চেনা চেনা ঠেকছে । যাঁর কথা, বামপন্থীরা আবার তাঁকে খিস্তি মেরে ভূত ভাগান ।
  • d | 59.161.16.117 | ৩১ অক্টোবর ২০০৯ ০০:০৬420658
  • "বৃহন্নলা' শব্দের ব্যবহারে আপত্তি জানালাম। তৃতীয় লিঙ্গকে যথোচিত সম্মান দিন।
  • Ishan | 12.163.39.254 | ৩১ অক্টোবর ২০০৯ ০০:১১420659
  • ইয়ে মানে, সিপিএম নিয়ে তো আজকাল বুদ্ধিজীবিদের বিশেষ কিছু বলতে শুনিনা। সর্বভারতীয় সুশীলরা তো সবাই চিদুবাবুর পিছনে লেগেছেন (ইনক্লুডিং এবি বর্ধন)। তাতে চিদুবাবু খুবই রাগও করেছেন। :)
  • Ishan | 12.163.39.254 | ৩১ অক্টোবর ২০০৯ ০০:১৭420660
  • আমি সত্যি বলতে কি প্রচন্ড ঘেঁটে আছি। এদিকে বুদ্ধ-চিদাম্বরম কং-সিপিএম ভাই ভাই। ওদিকে মমতা কংগ্রেস জোট। আবার মমতা-মাওবাদী-সুশীল আঁতাত। অথচ সুশীল-চিদুবাবু আদায় কাঁচকলায়। ইত্যাদি। :)
  • PT | 203.110.243.21 | ৩১ অক্টোবর ২০০৯ ০০:২০420661
  • ভোট যদি দেন-none of the above-এর কোনো scope নেই। যেদিন হবে শব্দটা তুলে নেব।

    টাটাকে মিছিলে খিস্তি করে, টাটা কোম্পানির চাকরি বাগালাম কিংবা সিঙ্গুরে বুক ভাসিয়ে বিদেশে চলে গেলাম PhD করতে।

    এমনকি ছাত্র union করার সময়েও কিসের পক্ষে আছি কাউকে জানালাম না-শুধু কিসের বিপক্ষে সেটাই জানালাম।

    বৃহন্নলা তো রকমারি হয়!!

    আমাদের ছাত্রবেলায় সকলের বুক বাজিয়ে বলার প্রথা ছিল। লাথি এবং লাঠি খাওয়ার পরেও।
  • dd | 122.167.12.80 | ৩১ অক্টোবর ২০০৯ ০০:২৩420662
  • ও ঈশেন।
    আইজের হিন্দুতে কিষেনজিরে কোট করছে।
    উনি কইলেন "ট্রেন অবরোধ মাওবাদীরা করেন নাই। আর কন্সিপারাসী করে বুদ্ধ+চিদু+ মমতা।" বোঝো কান্ডো।

    দ্যাখো তো নেটে পাও কি না।
  • dukhe | 117.194.233.239 | ৩১ অক্টোবর ২০০৯ ০০:২৭420663
  • noneoftheabove আছে । যাঁরা ভোট দেন না, তাঁদের গুলো ঐ গোত্রেই পড়ে । কারো নামে গোণা হয় না, বৃহন্নলার নামেও না । ফর্মালি অপশন দিলে সেটা জিতে যেতে পারে - এই ভয়ে রাজনীতির লোকেরা ওটা রাখেন না ।
    আপনি বুশের পক্ষে না লাদেনের পক্ষে একটু যদি খুলে বলেন । বুক বাজিয়ে ।
  • a x | 143.111.22.23 | ৩১ অক্টোবর ২০০৯ ০০:৩২420664
  • PT, আপনার পোস্ট পড়ছি মন দিয়ে। গুছিয়ে লিখব বলে এখন লিখছিনা। আপনি লিখে যান। আমি রাতের দিকে উত্তর দেব।
  • dd | 122.167.12.80 | ৩১ অক্টোবর ২০০৯ ০০:৩৩420666
  • "সিংগুরে বুক ভাসিয়ে বিদেশে গেলাম Ph.D কত্তে।"
    PT ,সে তো দু দলেই আছেন। এই টই তেই। য্যামন ডাক্তার। ত্যামন এন আর আই। তেম্নি সি পিএম আর নকশাল। কাকে ধরবেন? আর কাকে ছার্বেন?

    আর,আমারে দ্যাখেন। আদ্যোপান্ত ডাইনবাদী ,ইদিকে কোন্নোগরেও যাই নাই। তাইলে ? আমি সবার চাইতে ভালো? পাঁউরুটি আর ঝোলাগুড়?
  • lcm | 128.48.7.120 | ৩১ অক্টোবর ২০০৯ ০০:৪৯420667
  • আমি তাহলে অলোক-এর গল্প বলি। অলোকের একটাই দোষ। সবার কথা শোনে, এবং, মন দিয়ে শোনে।
    ...
    অলোক সিপিএম/লেফ্‌টফ্রন্ট কে সমর্থন করত। অফিসে সবার শ্রদ্ধেয় অনির্বান-দা কফি রুমে শুনে তো থ। সে কি রে, শেষে তুই কি না সিপিএম। ছ্যা! কারা সব সিপিএম করে দেখেছিস, কিছু ধান্দাবাজ পাবলিক। আর, মডার্ন এডুকেটেড ইন্ডিয়ান সোসাইটি হ্যাজ রিজেক্টেড লেফি্‌টস্ট আইডিয়াস ... এসেট্রা...। ফালতু লোকেদের কথা শুনে ইনফ্লুএন্সড্‌ হোস না।
    ...
    সিঙ্গুর/নন্দিগ্রাম এপিসোডের পর, অলোক ঠিক করল না, অনেক হয়েছে, এবার তৃণমূল-কে সাপোর্ট করবে। বড় জেঠু শনে হতভম্ব। লেখাপ্‌ড়া শিখে শেষে ঐ ছোটলোকের পার্টি। ঐ তো নেত্রী, আর ঐ যে মদন নাকি... পাগল/ছাগলের দল। বুদ্ধিজীবিদের কথা শুনে নেচো না।
    ...
    অনেকদিন বাদে এক পুরোনো বন্ধুর সাথে দেখা। দিল্লী-তে থাকে এখন। তার কাছ থেকে সোনিয়া গান্ধী-র ক্যারিশমা-র কথা শুনে অলোক মুগ্‌ধ। নিজে পিএম-এর পোস্ট তো নেয়ই নি, ছেলেকেও পিএম বানানোর এখনই কোনো গরজ নেই। আর কি সব কোয়ালিফায়েড লোকজন- মনমোহন, মন্টেক...। অলোক এবার ঠিক করে ফলল, আর, রিজিওন্যাল নয়। এবার জাতীয় স্বার্থের কথা ভেবে কংগ্রেস। পাড়ার বিমল-দা তো শুনে অবাক। তোরা তো সে কংগ্রেস দেখিস নি। সে এক বিভীষিকা। লোকের কথা শুনিস কেন?
    ...
    হঠাৎ একদিন আর এক পুরোনো কলেজ বন্ধু তপন-এর সাথে দেখা। কলেজে থাকতে কিসব রাজনীতি করত। চায়ের দোকানে তপন বলল যে এখন-ও আদিবাসীদের সঙ্গে কাজ করে। মার্জিন্যাল পপুলেশন-এর নির্মম জীবনযন্ত্রণার কথা শোনে, আমাদের নৈতিক কর্তব্য ওদেরকে সাপোর্ট করা, অত্যাচারের বিরুদ্ধে ওদের লড়াইকে সেলাম করা। অলোক কনভিন্সড্‌, সত্যিই তো, ওদের কথা কে ভাববে। মাওবাদীদের জঙ্গী লড়াইকে মনে মনে সেলাম জানায়। বড়িতে এসে ছোট ভাইকে সে কথা বলতেই সাংঘাতিক কান্ড। মা - কান্নাকাটি। মাথায় মাওবাদী এসব ঢোকানোর জন্য তপন-এর কঠোর সমালোচনা। সবার সব কথা শোনার বদ অভ্যেসের জন্য অলোক-কেও কথা শুনতে হয়।
    ...
    ...
    অলোক এখন শুধু ব্যান্ডপার্টি সাপোর্ট করে। ভেবে দেখেছে, যে, ওরা বেশ ভালো। রঙ চঙে জামা পড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জনপ্রিয় সুর ভেঁপুতে বাজাতে বাজাতে এগিয়ে যায়। ওদের কথা শুনতে হয় না। শুধু বাজনা। অলোক সময় পেলে ওদের পেছন পেছন হাঁটে।

  • dukhe | 117.194.233.239 | ৩১ অক্টোবর ২০০৯ ০০:৫২420668
  • অলোকের ডাকনাম কি বৃহন্নলা ?
  • Pintu | 80.219.209.217 | ৩১ অক্টোবর ২০০৯ ০১:২৫420669
  • না। অলক আসলে "দুখে" আছে।
  • Mmu | 78.236.153.102 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:০০420670
  • দাদা রা দিদি রা । আপনাদের লেখা পরি অনেক সময়। অনেক সময় বুঝি অনেক সময় বুঝিনা। গ্যান কম তো তাই কম বুঝি। আ: বা: পত্রিকা ৩০-১০-০৯ , জঙ্গল মহলে খুন TMC নেতা। এখোনো বলবেন মমতা র সাথে মাওবাদি আতাত?উত্তর দেবেন please..........
  • pinaki | 131.151.102.250 | ৩১ অক্টোবর ২০০৯ ০৫:৪৪420671
  • এ প্রসঙ্গে শমীকদাই হল মতামত দেওয়ার যোগ্যতম ব্যক্তি।
  • pi | 128.231.22.89 | ৩১ অক্টোবর ২০০৯ ০৬:২০420672
  • PT, টাটাকে মিছিলে খিস্তি করে টাটার চাকরি করা নিয়ে আপনি বড়য় রুষ্ট, তা, যে কোম্পানীতে কাজ করেছেন, তার ম্যানেজমেন্টের বিরুদ্ধে কিছু বলেন নি ? লড়েননি ? ইউনিয়ন করেননি ? আপনার যৈবনকালে বুক বাজিয়ে বলার প্রথা ছিলো তো। তাই ভাবলাম বলেছেন নিশ্চয়।

    আর, ঐ কোটিপতির টতির কথা আবার কেন তোলেন বলুন তো !
    ঐ সাংসদদের লিস্টিতে থাকা সিপিএম নেতাদের কথাও যদি উঠে পড়ে, সেটা কি আর ভালো লাগবে শুনতে, বলুন ?
    বিত্তবৈষম্যের কথা না বলাই ভালো। অনুজ পান্ডের বাড়ি নিয়েও কে আবার ফুট কেটে দেবে। খামোখা অপ্রস্তুত হয়ে পড়বেন। কি দরকার।
  • kallol | 115.184.2.194 | ৩১ অক্টোবর ২০০৯ ০৭:৪৫420673
  • অপিসে একটা কাজ পড়ে গেছিলো তাই লিখতে পারিনি।
    এপিডিআর মমতাপন্থী এটা একটা বেশ মজার কথা। এপিডিআরের একটা ওয়েবসাইট আছে। তাতে এপিডিআরের কাজকর্মের কথা থাকে। সেটা দেখে মনে হয় না। এখন মুস্কিল হলো, এপিডিআর মূলত: প:ব:তে কাজ করে। মানবাধিকার-গণতান্ত্রিক অধিকার নিয়ে কাজ করলে সরকার বিরোধী অবস্থানে যেতেই হয়। সারা পৃথিবীতেই হয়। তাই বুশপন্থীদের মতে এপিডিআর মমতাপন্থী (তুমি যদি আমার বন্ধু/চামচা না হও, তবে আমার শত্রু)।
    আমি যা চেয়েছি আজকের এপিডিআর ঠিকঠিক তাই এমনটা কখনই হয় না। আমি আজ এপিডিআরের সাথে নেই (সাংগঠনিকভাবে), কিন্তু এপিডিআর মানবাধিকারের পক্ষে লড়ছে বলেই মনে করি।
    আবারও বলছি, যদি মমতরা ক্ষমতায় আসে - এই এপিডিআর, মমতার সরকারের মানবাধিকার-গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের বিরুধে লড়বে। সেটাই স্বাভাবিক।
    তখন এপিডিআর কারুর কারুর কাছে সিপিএমপন্থী হয় কি না সেই মজাটা দেখার।

    এপিডিআরের সাথে আমার সংগঠনিক কাঠামো নিয়ে একটা দৃষ্টিভঙ্গীগত পার্থক্য আছে। তাই আমি "গড়ে-তোলা" সদস্যদের একজন হয়েও এপিডিআরে নেই। কিন্তু মূলগতভাবে এপিডিআর মানবাধিকার-গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে কাজ করে। তাই আজও এপিডিআরের হয়ে কথা বলতে শ্লাঘা বোধ করি।
    সিপিএমের সাথে রাজনৈতিকভাবে একমত নই আমার রাজনীতি করা জীবনের শুরু থেকেই। সিপিএমকে শ্রেণীশত্রু ভাবা নকশালদের চরমতম ভুল ছিলো। তবে একই ভুল সিপিএমও করেছিলো। ৭৭ থেকে ৮০ পর্যন্ত আমাদের বামফ্রন্ট সমর্থন অন্য অনেক নকশাল গ্রুপের কাছে গ্রহনীয় ছিলো না। আমরা ৮০ পর্যন্ত বামফ্রন্টকে সমর্থন করেছি (সক্রিয়ভাবে) - মন্দের ভালো হিসাবে। আমাদের অবস্থান ছিলো - সমর্থন-সমালোচনা-সমর্থন।
    ৮০র পর আর পারা যায় নি। আমরা নিজেদের সক্রিয় সমর্থন থেকে সরিয়ে নেই। কিন্তু সক্রিয় বিরোধীতাও করিনি। ৮৫তে শেষ পর্যন্ত - কলকাতা কর্পোরেশন নির্বাচনে সক্রিয় বিরোধীতা করে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করি। হেরে যাই।
    শুধু ঘটনাগুলো বললাম। কারনগুলো পরে (পরের মাসের প্রথম সপ্তাহে। অফিসের ব্যস্ততা থাকবে তাই।) লিখবো।
  • PT | 203.110.243.21 | ৩১ অক্টোবর ২০০৯ ০৮:৪৩420674
  • @pi

    শিবু, যাদু, আরো অন্য engg college বা IIT থেকে পাশ করে, টাটা/বাজাজ ইত্যাদিতে চাকুরিরত কতজন union করছে বা ম্যানেজমেন্টের সঙ্গে লড়ছে (promotionএর জন্য নয়) যদি জানান।

    সিঙ্গুরের ঘটনার প্রতিবাদে কতজন টাটা কোং থেকে পদত্যাগ করেছেন?

    সিপিএম ভুলভাল পার্টি বলেই তো এই ফোরামে এত নাচন-কোঁদন। তাদের কোটিপতির শাক দিয়ে কংগ্রেসের কোটিপতির তিমিমাছ ঢাকা দেওয়ার চেষ্টা কেন? জানার অবশ্য শেষ নাই-তাই সিপিএমের দু-একজন কোটিপতি এমপির নাম যদি জানান।

    আর অনুজ পাণ্ডের বাড়ি জ্বালিয়ে দেবেন তো দিন-তবে দয়া করে ঐ বাড়ীটা দেখিয়ে ভারতের অন্যদলগুলোর হিমালয়নিন্দিত চুরির ঘটনা থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা না করাই ভাল-শুনে ঘোড়াতেও হেসে ফেলতে পারে।
  • . | 117.200.80.78 | ৩১ অক্টোবর ২০০৯ ০৮:৫৮420675
  • @কল্লোলবাবু,
    'মানবাধিকার-গনতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলতে গেলে সরকারবিরোধী অবস্থানে যেতেই হয়' নিয়ে আমার দু পয়সা। কোন সরকার? কোন সরকারের বিরোধিতা? রাজ্যে সরকারবিরোধী হলে যদি কেন্দ্রে সরকারসমর্থক হয়ে যেতে হয়? যেমন হয়েছে আজকের মানবাধিকার এবং সুশীলবাবুদের? উদা মেধা পাটকর।
    কিংবা সরকারের ওপরে আছেন যারা সেই পুঁজিপতিদের স্বর্গ মুম্বইকে খুশি রাখতে হয় যদি?উদা অপর্না সেন।
    ভেবে দেখবেন দাদা ।
    @PTবাবু,
    'বৃহন্নলা' শব্দে ১০০ ভাগ সমর্থন।
    আরো একটা কথা, যারা টাটা কোম্পানিতে চাকরি করে বা একবার করেছে, তারা কেউ সিঙ্গুরে মমতাকে সাপোর্ট করবে না। তাতা টাটাদের চেনে, সে ব্রাত্যবাবু যতই উপন্যাস লিখে টাটাদের গাল দিন।

  • Bratin | 117.194.97.51 | ৩১ অক্টোবর ২০০৯ ০৯:৩৪420677
  • সিঙ্গুর কান্ডে কোন ভাবে মমতা কে সমর্থন করা যায়।ওখানে জমি নিয়ে অনিয়ম হয়েছে ঠিক ই। কিন্তু তার সমাধান হতে পারত আলোচনার মাধ্যমে। ওখানে শিল্প হলে আমদের রাজ্যের অর্থনৈতিক দিক থেকে কত উন্নতি হত সেটা ভেবে দেখা দরকার ছিল।'রাজনীতি ঘোলা জলে মাছ না ধরে.....

    তবে এটাও ঠিক বুদ্ধ র জায়গা য় জ্যোতি বাবু থাকলে ব্যাপার টা এই অবস্থা য় কখন ই যেত না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন