এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১২৫৬৪৭ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 173.26.17.106 | ৩১ অক্টোবর ২০০৯ ১০:০৬420678
  • এইটা কি ধরণের কথা হল? টাটায় চাকরি করলে টাটার সমালোচনা করা যাবেনা? সরকারি চাকরি করলে সরকারের সমালোচনা করা যাবেনা? রেলে চাকরি করলে মমতাকে গাল পাড়া যাবেনা? কি আশ্চর্য। :)

    আর দুই নং কথা হল, কোন মানবাধিকার সংগঠনটা কেন্দ্র আর কংগ্রেসকে সমর্থন করেছে, একটু দেখালে ভালো হয়। আমি তো উল্টোটাই দেখছি। মাওবাদী বিভীষিকার হাত থেকে বাঁচতে (নাকি সরকার বাঁচাএ কে জানে) চিদাম্বরমের সঙ্গে বুদ্ধবাবু কেবলই একমত হচ্ছেন। আর চিদু ও বুদ্ধের বিরুদ্ধতা করে মানবাধিকার সংগঠনরা উভয় সরকারের কাছ থেকে হুমকি খেয়ে যাচ্ছেন। অন্যরকম তো কিছু চোখে পড়েছে বলে দেখছিনা।
  • bb | 117.195.170.240 | ৩১ অক্টোবর ২০০৯ ১০:৫৭420679
  • @Ishan 'অনামী' বোধহয় তা বোঝান নি। যে টাটায় চাকরি করেছে সে জানে তাদের social commitment তাই সে বিরোধীতা করবেনা। এটাই আমি বুঝেচি

  • kallol | 220.226.209.2 | ৩১ অক্টোবর ২০০৯ ১১:০০420680
  • ফুটকিবাবু, রাজ্য সরকারের বিরোধীতা করলে কেন্দ্রীয় সরকারের সমর্থনে যেতে হয়, এমন আজগুবী কথা ""বু""য়েরা বলে (বুদ্ধ বা বুশ)। আমার বা আমাদের মতো অনেকেরই তা মনে হয় না। আমরা বিপিএল এ পার্টিবাজি (মুর্শিদাবাদে জলঙ্গী এলাকায়) নিয়ে বামফ্রন্টের বিরুদ্ধে বলতে বলতে, ঐ এলাকায় বিএসএফ-এর অবর্ণনীয় অত্যাচার নিয়েও চ্যাঁচাই। ভবানীপুর থানায় পুলিশ লক আপে চোর বলে মানুষ পিটিয়ে মারার বিরুদ্ধে মামালা করি এবং মামলায় জিতি, তার সাথে সাথে উত্তরপূর্ব ভারতে স্পেশাল আর্মড ফোর্স অ্যাক্ট তুলে নেওয়ার জন্য সোচ্চার হই।

    আর বৃহন্নলা নিয়ে দুটো কথা।
    সারা পৃথিবীতে যখন সরকারী বা বেসরকারী কোন ফর্ম ভরতে হয় - তাতে লিঙ্গ বা SEX বলে যে জায়গা থাকে, সেখানে দুটো খোপই হয় পুং / স্ত্রী। মানুষ লিঙ্গ পরিচয়ে অন্তত: তিন রকমের - স্ত্রী, পুরুষ ও উভ। এদের কেউ বলেন হিজড়া, কেউ নপুংসক, ভদ্রলোকে বৃহন্নলা বলে।
    এটা মেনে নিতে অনেকেরই অসুবিধা হয় যে এরাও মানুষ। কারুর জন্মের উপর কারুর হাত নেই। তাই মেরুদন্ডহীন বা খারাপ কিছু বোঝাতে বৃহন্নলা শব্দটি না ব্যবহার করাই ভালো। তাতে একদল মানুষকে অপমান করা হয়। একটু ভেবে দেখবেন।
  • aga | 24.42.203.194 | ৩১ অক্টোবর ২০০৯ ১১:০৫420681
  • টাটা মানে সোশ্যালি রেসপন্সিবল কোম্পানি। তাই তো? নতুন মার্কেটিং গিমিক। বাজারে চলে ভালো। অনেক উদাহরণ আছে। ফ্রিডম্যান বলেছেন আসলে প্রফিট ম্যাক্সিমাইজিংটাই বড় উদ্দেশ্য। বিবি আপনি একটু সময় করে এগুলো একটু পড়ে নিন। নতুন করে ভাবতে শিখলে মন্দ না। অনুভব করেছি তাই বলছি। :))
  • PT | 203.110.243.21 | ৩১ অক্টোবর ২০০৯ ১২:০৫420683
  • বৃহন্নলা শব্দটি মেরুদন্ডহীন বা খারাপ কোন অর্থেই ব্যবহৃত হয়নি। সেটা আমার লেখাটা ভাল করে পড়লে বোঝা যাবে।

    খুব খারাপ মানে করলেও এই শব্দটা (আমার লেখাতে) রাজনৈতিক অবস্থানহীনতা বোঝাচ্ছে।

    এর মানে এই নয় যে একদল মানুষকে অপমান করার উদ্দেশ্যে এটা লেখা হয়েছে।

    যেমন কং-এর ছানা বললে সমগ্র মানুষ-ছানা বা রসগোল্লার ছানা কাউকেই অপমান করা হয়না।

    অবশ্য রাজনৈতিক অবস্থানহীনতাকে ধর্মেও আছেন জিরাফেও আছেন বলা যেত। কিন্তু সেটাও বিপদ ঘটাতে পারত। আসল issue-টাকে চাপা দেওয়ার জন্য --জিরাফদের কেন অপমান কর্চেন মোসাই-- বলেও কিছু মেল আসত।
  • aga | 24.42.203.194 | ৩১ অক্টোবর ২০০৯ ১২:৪১420684
  • মানে যৌন অবস্থান হীনতা আর রাজনৈতিক অবস্থানহীনতা এক। তাইতো? সেটাই আপত্তিকর। তীব্রভাবে।
  • kallol | 220.226.209.2 | ৩১ অক্টোবর ২০০৯ ১২:৪৪420685
  • পিটি- আপনি লিখেছিলেন ""এই বৃহন্নলারা যত তাড়াতাড়ি মঞ্চ থেকে বিদায় নেয় ততই মঙ্গল।""
    কেন শুধু শুধু সিদ্ধান্তহীনতার সাথে, একদল মানুষ যারা এমনিতেই যথেষ্ঠ অপমানিত, তাদের জড়াচ্ছেন।
    যাই হোক আপনি যা ভালো বুঝেছেন তই লিখেছেন। আমরা কয়েকজন প্রতিবাদ করতে হবে মনে করলাম, তাই করলাম।
  • aga | 24.42.203.194 | ৩১ অক্টোবর ২০০৯ ১২:৪৫420686
  • অ্যাকচুয়ালি যৌন অবস্থানহীনতা ঠিক নয়। আপনি থার্ড জেণ্ডারকে অবস্থানহীনতার সাথে তুলনা করেছেন। সেটা আরও বেশি আপত্তিকর। যদি অবস্থানহীনতাই মনে হয় সেটাই বলুন।
  • bb | 117.195.170.240 | ৩১ অক্টোবর ২০০৯ ১২:৫০420688
  • আর্য আর অর্পণ আমি টাটায় ৮ বছর কাজ করেছি, তাই চোখের সামনে যা দেখেছি তাকে অস্বীকার করতে পারি না। Greenpeace বা আরও অনেক NGO যারা শুধু বিরোধীতা করে, কিন্তু কোন constructive কাজ করেনা তাদের লেখায় আমি আমি বিশ্বাস রাখিনা।
    এছাড়া অন্যদের social commitment সম্বন্ধে আমি প্রশ্ন তুলিনি। আরও অনেকেই হয়ত কাজ করছেন, তাতে তো টাটার কাজ ছোট হয়ে যায়না।
  • PT | 203.110.243.21 | ৩১ অক্টোবর ২০০৯ ১৩:১২420689
  • aga, kallol

    আপনার যা বলছেন তা মানতেও কোন অসুবিধে নেই।
  • Arpan | 122.252.231.12 | ৩১ অক্টোবর ২০০৯ ১৩:৩০420690
  • বিবি, মূল পয়েন্ট আপনার চোখ এড়িয়ে গেছে। টাটার সোশ্যাল কমিটমেন্ট আছে। ইনফোসিসেরও আছে। কে বেশি বা কে কম তা নিয়েও তো তর্কটা নয়।

    মিল যেটা দেখানোর ছিল টাটা আর ইনফোসিস সুযোগ পেলেই বাজারদরের থেকে কম দামে জমি নেবার মতলবে থাকে। আর এই কাজে তারা নিজেরা জড়িয়ে পড়ে হাত নোংরা করে না।

    প্রসঙ্গত ইনফোসিসেও আমি প্রায় অতদিনই চাকরি করেছি। :) ইনফির সোশ্যাল কমিটমেন্ট নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই। কিন্তু তাতে তাদের সমাজসেবী বলে সার্টিফাইও করা যায় না। কেন তা মুদ্রার অন্য পিঠটায় চোখ রাখলেই বোঝা যায়। টাটা হোক বা ইনফি।
  • Samik | 122.162.75.131 | ৩১ অক্টোবর ২০০৯ ১৩:৩৬420691
  • আমি আর অরিজিতও অনেকদিন টিসিএসে পেছন ঘষ্‌টেছি। সায়ন্তনও তাই।

    আর কিছু বল্লাম না। :-)
  • PT | 203.110.243.21 | ৩১ অক্টোবর ২০০৯ ১৪:১৩420692
  • আবার back to ধোঁয়াশা।

    মশাইরা একটু খোলসা বলবেন যে মনমোহনদা যখন বাজারে চড়ে খেতে বলেছেন, বুদ্ধদা মোটামুটি সেই লাইন-ই ধরেছেন, এবং দিদিও চুপ করে থেকে এই পদ্ধতিকেই স্বীকৃতি দিয়েছেন, তখন এই সব শিল্পপতিদের না ডাকলে কারা কারখানা খুলবে?

    সবাইকে গাল দেওয়ার সাথেসাথে এক-আধটা alternative model -এর প্রস্তাবও তো রাখতে হবে। মনোজবাবু অবশ্য অনেকদিন আগেই চোখে-আঙুল-দাদা-দের সম্পর্কে সাবধান করে দিয়েছিলেন।
  • Samik | 122.162.75.233 | ৩১ অক্টোবর ২০০৯ ১৪:৫৬420693
  • ঠিক্কথা! হক্কথা! শিল্পপতিদের না ডাকলে কারা কারখানা খুলবে? আর শিল্পপতিরা না থাকলে কারাই বা সরকারের মুখে হিসি করে সাধারণ মানুষের পেটে লাথি মারবে? বাজারই তো সব! ছাবারিয়া-রুইয়াবাবুরা না থাকলে ডানলপের যে কী দুর্দশা হত ...
  • PT | 203.110.243.21 | ৩১ অক্টোবর ২০০৯ ১৫:০৩420694
  • বা:! বেশ ঝাঁঝ আছে বক্তব্যে। এবার নিজে একটা alternative model পেশ করুন না ভাই।
  • bb | 117.195.170.240 | ৩১ অক্টোবর ২০০৯ ১৬:২২420695
  • Arpan টাটা বা ইনফি সবাই তো ব্যবসা করছে তাই না? সুতরাং সরকার সুযোগ দিলে তার নেবে না কেন?
    এত টাকার মুনফা করার পর software কোম্পানীদের কেন কোন tax দিতে হয়না এই প্রশ্নটা কেউ কেন করেনা?
    তবে PT এর প্রশ্নটা আমার ও আছে, খালি গালি না দিয়ে আরেকটা viable মডেল বাত্‌লান কেউ।
  • pinaki | 67.43.241.179 | ৩১ অক্টোবর ২০০৯ ১৬:৩২420696
  • PT বাবু, অল্টারনেটিভ নিয়ে পোচুর কথা বিভিন্ন লোকে বিভিন্ন সময়ে বলেছে। এখানেও অনেক আলোচনা হয়েছে। প্রবলেমটা হল, আপনি অল্টারনেটিভটা শুনতে চাওয়ার পিছনে সেটা নিয়ে ভাবার আপনার কোনও ইচ্ছে নেই, সরকারেরও নেই। এই অল্টারনেটিভ শুনতে চাওয়াটার আসল উদ্দেশ্যটা হল ""হেঁ হেঁ, দেকেচো কেমোন দিলুম ব্যাটা নক্সালগুলোকে চুপ করিয়ে"" - এটুকুর বাইরে কোনও সদিচ্ছে নেই। যদি থাকত, তাহলে সিপিএম এ নিয়ে সেমিনার, আলোচনাসভা ইত্যাদি করত। বিভিন্ন মহল থেকে লেখা, মতামত চাইত। সমাজে এই নিয়ে একটা আলোচনা / বিতর্ক আহ্বান করত। কিন্তু নিজের কস্তুরীর গন্ধে যে মৃগ আকুল হয়ে রয়েছে সে কি আর এসব করবে? তার চেয়ে অন্যদের মমতাবাদী বলে গাল পাড়ায় তার অনেক বেশী আগ্রহ। গতকাল থেকে আপনি যেমনটা করে চলেছেন আর কি। তবে চালিয়ে যান দাদা। উইকেণ্ডে মেলোড্রামা ভালোই লাগছে।
  • kallol | 220.226.209.2 | ৩১ অক্টোবর ২০০৯ ১৬:৫৭420697
  • অল্টার্নেটিভ মডেল পেশ করলেই তো হয় না। সেটা আবার মেইনস্ট্রিম মডেলওয়াদের পছন্দের হতে হবে। কারন তাঁরাই তো ইমপ্লিমেন্ট করবেন।
    আপনাদের জ্ঞাতার্থে জানাই প্রচুর অল্টার্নেটিভ মডেল রাজ্য/কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে। সবই যে খুব দারুণ বা হোলিস্টিক তা নয়। তবে অনেকগুলই খুব ভালো।
    একটা বলি। ১৯৭৮এ প:ব: সরকারের আরবান প্ল্যানিং দফতর, তখন যারা CMDA নামে কাজ করতো, তাদের কাছে জমা পড়েছিলো এবং ভোগে গেছে।

    প্রস্তাব ছিলো টালির নালা সংষ্কার করা। টালির নালা আর মানিকতলা খাল সংযুক্ত করা। তাতে চক্র-নদী পরিবহন চালু করা। ছোট মোটর বোটে (২০ জন বসতে পারে) সেই সময়ে গড়িয়া থেকে ডালহাউসি পৌঁছাতে সময় নিতো ২০ মিনিট, ভাড়া পড়তো (১০% লাভে) ২৫ পয়সা। আমার এক বন্ধু এই ভদ্রলোকের সহকারী হিসাবে কাজ করেছিলো, তার সূত্রে জানা। খুব ডিটেলে ছিলো - কিভাবে ধাপে ধাপে কাজ হবে। মাটি কাটার জন্য কত লোক লাগবে। কিছু জমি অধিগ্রহন করতে হবে, যা বেআইনী ভাবে দখল হয়ে গেছে। যা আসলে টালি নালার খাত ছিলো। পোর্ট কমিশনারের সম্পত্তি। সেই জমিহারা মানুষেরাই মাটি কাটার কাজ করবে - প্রায় তিন বছর। তারপর তাদেরই ট্রেনিং দিয়ে মোটর বোট দেওয়া হবে। দক্ষিণ কলকাতার নর্দমা ব্যবস্থা অনেক ভালো হয়ে যাবে। নর্দমার জল টালির নালায় পড়ার আগে ওয়াটার ট্রিটমেন্টের প্ল্যানও ছিলো। ততেও কর্মসংস্থান হতো।
    তা, কি হলো। টালির নালার উপর দিয়ে মমতার মেট্রো হলো। টালির নালা ভোগে গেলো। বামফ্রন্ট খালধারের ঝুপড়ি উচ্ছেদ করলো। মমতা তখন অনেক নাটক করলো। এবং কালীঘাট থেকে পুঁটিয়ারী, নাকতালা,গড়িয়ার নিকাশী ব্যবস্থার পেছন মারা গেলো।
    তবু অল্টার্নেটিভ মায়া রইহা গেলো।
    এগুলো সীমিত ক্ষমতাতেই করা যেতো।

  • kallol | 220.226.209.2 | ৩১ অক্টোবর ২০০৯ ১৭:০০420699
  • * রহিয়া

    হ্যাঁ, আরএকটা অল্টার্নেটিভ - মার্ক্স সায়েবের সমাজতন্ত্র। সেটাও আজকাল আর সিপিএম এর পছন্দ হয় না বোধ হয়।
  • LiNa | 59.93.212.76 | ৩১ অক্টোবর ২০০৯ ১৮:১৩420700
  • Kallolদা, এরোকম আরো অনেক আছে। ঐ টালির নালার খুব কাছেই দক্ষিন চব্বিশ পরগনার ভেরি গুলো তে cooperative movement এর মাধ্যমে মাছ চাষের পরিকল্পনা ছিল। বিপুল কর্মসংস্থান এর কথা ছিলো, কেউ কথা রাখেনি দাদা :-(

    তবে দিদি সরকারে এসে এসব করবে, সেটা অসম্ভব, বা এই বুদ্ধিজিবি রাও এসব নিয়ে তাঁদের দিদি কে বলবেন, সে আশাও নেই, ওনারা সরকারের প্রসাদ পাওয়ার জন্যেই বেশী লালায়িত! ব্যাতিক্রম অবশ্যই আছে।
  • LiNa | 59.93.212.76 | ৩১ অক্টোবর ২০০৯ ১৮:৩২420701
  • এই "সরকার বিরোধী অবস্থানে' যেতেই হয় লজিক টা বেশ সুন্দর, এবং বেশ মজার ও :-) এই অবস্থানের সুজোগে বামফ্রন্ট বিরোধী অবস্থানে ও "যেতেই হয়", তারপর বাম বিরোধী অবস্থানে ও "যেতেই হয়" যেটা effectively মমতা পন্থি অবস্থানে পরিনত হয়। যেমন APDR, নক্‌শাল পন্থি কিছু সংগঠন, এবং পরিবর্তনকামি বুদ্ধিজীবি (সুশীল)।

    কিষানজি রা সোজাসুজি বলে দিতে পারেন মমতা কে মুখ্যমন্ত্রি দেখতে চান, বাকি APDR, নকু, আর সুশীল রা মেরুদন্ড'র রোগে ভোগেন বলে, মমতা পন্থি বললে রেগে যান, আর সেই সরকার বিরোধীতার গল্প ফাঁদেন! APDR এর মত CPIM এর ও একটা website আছে, কল্লোল দা দেখেছেন? :-)
  • suvrangshu | 117.242.36.14 | ৩১ অক্টোবর ২০০৯ ১৯:৩৮420702
  • এত কথার কি আছে বুঝতে পারছিনা। শুনলাম শুভাপ্রসন্ন আর ব্রাত্য বসু রেলে কি একটা পদ পেয়েছেন।অসুতরাং বোঝাই যাচ্ছে যে ঠিক লাইনের গাড়ী ধরেছেন।অকিছুজনের হয়তো সত্যিকারের ভালো উদ্দেশ্য আছে তবে তারা কতদুর কি করতে পারেন সেটাই দেখার।
  • Arpan | 122.252.231.12 | ৩১ অক্টোবর ২০০৯ ১৯:৪৮420703
  • এইবার বুঝতে পারছি লোকসভা নির্বাচনে বামফ্রন্টের ভরাডুবির জন্য APDR, নকু, আর মেরুদণ্ডের অসুখে ভোগা সুশীলেরাই দায়ী। ব্যস ২০১১-এর জন্য আর খামোখা দুশ্চিন্তা করার দরকার কী? রুট কজ অ্যানালিসিস তো হয়েই গেছে। :))
  • kallol | 220.226.209.2 | ৩১ অক্টোবর ২০০৯ ১৯:৫২420704
  • একই কথা বারবার বলতে বলতে ক্লান্ত লাগে। পিটি, লিণ, বিবি আপনাদের বন্ধু বলেই ভাবি। তাই এতো কথা হয়। বন্ধু না ভবলে এতো সময় নষ্ট করতাম না।
    এই টইতে Date:31 Oct 2009 -- 11:00 AM
    পোস্টে খুব পরিস্কার করে বলেছি রাজ্য-কেন্দ্রীয় সব সরকারই মানবাধিকার লঙ্ঘন করে। একটা মানবাধিকার সংগঠনকে স্বাভাবিকভাবেই সেসবের বিরুদ্ধে দাঁড়াতে হয়। এর সাথে ডান-বামের কোন সম্পর্ক নেই। তা, যারা বামফ্রন্টের মনবাধিকার হরণের বিরুদ্ধেও সক্রিয় ভাবে লড়ে, আবার কেন্দ্রের কংগ্রেস বা বিজেপি সরকারের মানবাধিকার হরণের বিরুদ্ধেও লড়ে - তারা তবে কি? ডান না বাম?
    এমনকি যদি বেসরকরী সংগঠন মানবাধিকার হরণ করে তার বিরুদ্ধেও চ্যাঁচাই। সে আলফাই হোক বা মাওবাদী; হুরিয়তই হোক বা এলটিটিই।
    আমি ব্যক্তিগতভাবে এই টইতে, আরও নানান টইতে আমার/আমি যে মানবাধিকার সংগঠনের শাথে এখন যুক্ত তার কথা তুলে ধরেছি। হিংসা নয়, পরষ্পর মত বিনিময়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান। এটা আমাদের বিশ্বাস। অন্যদের মত মানতে না পারি, কিন্তু প্রত্যেকের নিজ মতে বিশ্বাসের অধিকার আছে, সেই মত নিয়ে কাজ করারো অধিকার আছে - যতক্ষণ না তা অন্যের অধিকারে হস্তক্ষেপ করে।
    একটা ভয়মুক্ত স্বাধীন পরষ্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক সমাজ গড়ে উঠুক - এটাই চাওয়া।

    হ্যাঁরে ঈশেন, তোর বাংলা লেখার কলে ফন্ট সাইজ পাল্টানো বা নিদেন পক্ষে বোল্ড করার উপায় দেওয়া যায় কি?
  • bb | 117.195.180.109 | ৩১ অক্টোবর ২০০৯ ২০:২৭420705
  • কল্লোল আলোচনা করাটা জরুরী। যে আমার মতামতের বিরোধীতা করেন তার দিকটা জানাও জরুরী। হয়ত সাময়িক ভাবে কিছু উত্তেজনা হয়, কিন্তু তা নিয়ে এই সম্পর্ক খারাপ করা উচিত নয়।
  • PT | 203.110.243.21 | ৩১ অক্টোবর ২০০৯ ২০:৩৬420706
  • @ pinaki
    সরকারের ইচ্ছে আছে কিনা সে নিয়ে আমার মাথাব্যথা নেই। আমার নিজের শোনার ব্যাপক ইচ্ছে আছে। তবে সেটা কল্লোলদা কথিত টালির নালার মধ্যে সীমিত রাখার ইচ্ছে নেই।

    ভোটের আগে একটা টিভি-তক্কে বাশারবাবু শুভাবাবুকে প্রশ্ন করেই যাচ্ছিলেন একটা alternative model প্রসঙ্গে। তার উত্তরে শুভাবাবু ক্রমাগত দালাল, দলদাস, ক্রীমিকীট ইত্যাদি শব্দনিচয় ব্যবহার করে গেলেন।

    এই ফোরামেও সেই tradition সমানে চলেছে যদিও ভাষার ব্যাপারে সংযম প্রশংসনীয়।

    আমি এখনো পকাবুদের কাছ থেকে সেই model বিষয়ক বার্তা শোনার আশায় বসে আছি পথ চেয়ে।

    আরও একটি মিনতি। শুধু তঙ্কÄ দিলে হবেনা। কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী সেটিকে implement করবে সেটা সম্বন্ধেও একটু ধারণা দিতে হবে।

    নিছক একটা link যদি দেন নিজেও পড়ে নিতে পারি।
  • kallol | 220.226.209.2 | ৩১ অক্টোবর ২০০৯ ২০:৫৮420707
  • পিটি - গুরুর লোকজন সম্পর্কে আপান ধারনা কি জানি না। আপনি যেমনভাবে চাইছেন যেন গুরুর লোকজন সব অল্টার্নেটিভ মডেল নিয়ে বিশেষজ্ঞ। কেউ কেউ হয়তো হতে পারেন। কি জানি।
    তবে আপনি চেষ্টা করলে নেট খুঁজে দেখতে পারেন।
    কে ইমপ্লিমেন্ট করবে, তা অধিকাংশ ক্ষেত্রেই প্ল্যানারের হাতে নয়। খুব গোলা একটা উত্তর দেওয়া যায় - যে উৎসাহিত হবে।
    খুব যে একটা ভয়ানক অল্টার্নেটিভ তা নয় তবু http://econ-www.mit.edu/files/2490
  • PT | 203.110.243.21 | ৩১ অক্টোবর ২০০৯ ২১:৩৪420708
  • কল্লোলদা-র দেয়া সূত্র থেকে: Most of our policy discussions have been guided by a widely accepted conceptual framework in which
    market and state institutions are viewed as mutually reinforcing, rather than as substitutes for one
    another. Development in a market-based economy requires appropriate state provision of infrastructure
    and regulatory systems, absence of chronic deficits in public finance, widespread access to quality
    education, measures to reduce poverty and creation of safety nets for the vulnerable.


    আবার সেই বাজারে ফিরলাম। কিন্তু মনমহোনদা (কিংবা অন্য সময়ে BJP) কি এটা মানেন যে market and state institutions are viewed as mutually reinforcing, rather than as substitutes for one
    another
    কিংবা creation of safety nets for the vulnerable?? আমি যতদুর বুঝি তিনি তো পারলে সবই বাজারকে ছেড়ে দেন। তার সঙ্গে দিদিও PPP model-এ রেলের মাল বেচতে শুরু করেছেন। ওদিকে samik যে বললেন বাজারের দাদারা সরকারের মুখে হিসি করে দেয়-ম্যাগো:।

    আবার সেই পশ্চিমবঙ্গ ভারতের অংশ না আলাদা দেশ সেই তক্কেও ফিরে এলাম।

    বিজনবাবুর (যদ্দুর মনে পড়ছে) কোনো একটা নাটকে একটা dialogue ঘুরে ঘুরে আসত: রাত কত হল? উত্তর মেলেনা!!
  • kallol | 220.226.209.2 | ৩১ অক্টোবর ২০০৯ ২১:৪১420710
  • তা, পিটি মার্ক্স সায়েবে যে অল্টার্নেটিভটি দিয়েছিলেন - তাতে আর মন লাগছে না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন