এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  স্মৃতিচারণ  নস্টালজিয়া

  • পুরনো বাংলা সিরিয়াল

    কৌতুহলী
    স্মৃতিচারণ | নস্টালজিয়া | ২১ জুন ২০২৪ | ৯৫৯ বার পঠিত
  • পুরনো বাংলা সিরিয়াল নিয়ে এর আগে গুরুতে কোন টই খোলা হয়েছিল? যদি না হয়ে থাকে, এ নিয়ে কার কী স্মৃতি আছে, সময়মতো শেয়ার করবেন? সম্ভবত ''তেরো পার্বণ'' থেকে এর যাত্রা শুরু। তাঁর আগে গৌতম ঘোষ একটা ধারাবাহিক করতেন। এ ছাড়া জন্মভূমি, জননী, ধ্যাততেরিকা ইত্যাদি সবই তো স্মৃতির অতলে তলিয়ে গেছে। সম্ভবত এ নিয়ে কোন একাডেমিক স্টাডি হয় না। কাজেই অগ্রজ মানুষদের স্মৃতিই ভরসা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৪ জুলাই ২০২৪ ০০:২১743339
  • অনেকে বাংলাদেশের অ্যান্টেনা লাগাত। সরু লম্বা ঘিজিঘিজিমত। আমার মামাবাড়িতে লাগানো হয় নি। আমার কাজ ছিল ছাদের কার্নিশে চড়ে নর্মাল অ্যান্টেনা ঘুরিয়ে পুবমুখো বা অল্প উত্তরঘেঁষা পুওমুখো করে দেওয়া। এমনিতে দক্ষিণমুখো থাকত কলকাতা কেন্দ্রের জন্য। 
     
    তো অ্যান্টেনা ঘুরিয়ে দেখা হত বহুব্রীহি,  আর তার আগে এইসব দিনরাত্রি। ওঁরা বলিতেন ধারাবাহিক নাটক। এইসব দিনরাত্রি অনেক আগের ৮৫-৮৬ যদ্দুর মনে পড়ছে।
  • কৌতূহলী | 103.249.39.163 | ০৪ জুলাই ২০২৪ ০০:২৩743340
  • আমাদের বাড়িতে টিভি আসে ২০০১ নাগাদ , তখন আমার চার বছর বয়স। সেটা অ্যান্টেনা টিভি ছিল কিনা আমার নিজেরই মনে পড়ে না
  • | ০৪ জুলাই ২০২৪ ০০:২৬743341
  • এইসব দিনরাত্রি, বহুব্রীহি, কোথাও কেউ নেই, অয়োময়, নক্ষত্রের রাত এগুলো সব হুমায়ুন আহমেদের। আপনি হুমায়ুন আহমেদের উপরে সার্চ করলেই পেয়ে যাবেন। 
  • | ০৪ জুলাই ২০২৪ ০০:২৮743342
  • না না ২০০১ এ আর অ্যান্টেনা ফ্যান্টেনা লাগত না। ওসব নয়ের দশকের শুরুর দিকেই শেষ। মনোমোহন সিঙের উদারীকরণের হাত ধরেই কেবল টিভি আর গাদা গাদা চ্যানেল ঢুকে আসে। 
  • যোষিতা | ০৪ জুলাই ২০২৪ ০০:৩৮743343
  • যেহেতু আমি কোনওদিনও কোনও বাংলা সিরিয়াল টিভির সামনে বসে দেখবার সুযোগ পাই নি। হামলোগ হিন্দি সিরিয়ালও আধাখেঁচড়া অল্প দেখেছি, হিন্দি বুঝতামও না তখন, আমার প্রথম দেখা টিভি সিরিয়াল একটা মেক্সিকান  জনপ্রিয় ধারাবাহিক "সিম্পলেমেন্তে মারিয়া"।
    নাম ভূমিকায় ছিলেন ভিক্তোরিয়া রুফো।
     
  • কৌতূহলী | 103.249.39.163 | ০৪ জুলাই ২০২৪ ০০:৩৮743344
  • আচ্ছা কানামাছি সিনেমার প্রধান চরিত্রে কি অরুণ মুখোপাধ্যায় অভিনয় করেছিলেন?
  • | ০৪ জুলাই ২০২৪ ০০:৪৬743345
  • অরুণ মুখো কানামাছি সিরিয়ালে ছিলেন। সিনেমার কথা জানি না।
  • কৌতূহলী | 103.249.39.163 | ০৪ জুলাই ২০২৪ ০০:৫১743346
  • সরি সরি আমি সিরিয়াল লিখতে গিয়ে সিনেমা লিখে দিয়েছি
  • কৌতূহলী | 103.249.39.163 | ০৪ জুলাই ২০২৪ ০০:৫২743347
  • আচ্ছা এই টইতে পুরনো যে যে সিরিয়াল ইউটিউবে আছে তাঁদের লিঙ্কগুলো শেয়ার করে দেব?
  • যোষিতা | ০৪ জুলাই ২০২৪ ০০:৫৫743348
  • হ্যাঁ। তাহলে দেখতে পাব।
    জন্মভূমি নামক একটা সিরিয়াল শুনেছি বেশ জনপ্রিয় হয়েছিল। সন্ধেবেলায় রাস্তায় হাঁটতে হাঁটতে সিগনেচার টিউন শোনা যেত — জন্ম ভূ উ মি...
  • কৌতূহলী | 103.249.39.163 | ০৪ জুলাই ২০২৪ ০০:৫৮743349
  • @যোষিতাম্যাম
    একদম ঠিক বলেছেন ,আমিখুব ছোট্টবেলায় শুনতাম ওটা। সুরটা এখনও কানে লেগে আছে। আর একটা শুনতাম ''শুধু তোমারই জন্য।''
    দাঁড়ান লিঙ্কগুলো দিচ্ছি একে একে
  • জন্মভূমি | 103.249.39.163 | ০৪ জুলাই ২০২৪ ০০:৫৯743350
  • জন্মভূমি সিরিয়ালের টাইটেল সং
  • জন্মভূমি | 103.249.39.163 | ০৪ জুলাই ২০২৪ ০১:০১743351
  • তেরো পার্বণ | 103.249.39.163 | ০৪ জুলাই ২০২৪ ০১:০৩743352
  • প্রথম বাংলা ধারাবাহিক তেরো পার্বণ
  • ইয়ে | 103.27.140.78 | ০৪ জুলাই ২০২৪ ১৬:৫৬743353
  • মনোজদের অদ্ভুত বাড়ি - সিরিয়াল কোথাও পাওয়ার উপায় নেই দেখে নির্দেশককে ধরে ছটা এপিসোড যোগাড় করেছিলাম। বাকিগুলো তাঁর কাছেও ছিল না। কোথাও পাওয়া সম্ভব?
  • কৌতূহলী | 103.249.39.163 | ০৪ জুলাই ২০২৪ ২০:২০743354
  • ওই ছটা এপিসোড এর লিঙ্ক দেবেন এখানে?অবশ্যআপনার আপত্তি থাকলে দিতে হবে না।
  • নামেকীবাআসেযায় | 24.206.65.28 | ০৪ জুলাই ২০২৪ ২০:২৬743355
  • কানামাছির নায়ক কিন্তু কাঞ্চনজঙ্ঘার নায়ক নন। ইনি সম্ভবত ব্যানার্জি। 
     
    জন্মভূমি এবং জননী আরেকটু পরের। ওই সময় থেকেই টিভি নাটকের প্রতি বিবমিষা জন্মায়।  আগেরগুলোও  কিছু মাস্টারপিস ছিলো না, তবে সুপ্রিয়া দেবী সাদা পরচুলা পরে প্রতিদিন একই ভাবে ফোঁপাচ্ছেন, এ দৃশ্য দেখবার পর রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলুম। 
     
    রাগ অনুরাগের সিগনেচার গানটা কেউ যদি পান তো দিয়েন - কল্যাণ সেন বরাট সুর দিয়েছিলেন সম্ভবত। 
  • রাগে অনুরাগে টাইটেল সং | 103.249.39.163 | ০৪ জুলাই ২০২৪ ২০:৩৭743356
  • এটা কিনা দেখুন তো 
  • যোষিতা | ০৫ জুলাই ২০২৪ ০১:১৭743357
  • কী মিষ্টি টাইটেল সং টা।
  • প্রশ্ন  | 165.225.8.117 | ০৫ জুলাই ২০২৪ ০৬:১৯743358
  • রাগে অনুরাগে কবেকার? পাশে কি স্বস্তিকা বসে? 
  • ইন্দ্রাণী | ০৫ জুলাই ২০২৪ ০৮:৪২743359
  • সোনার সংসার সিরিয়ালে শ্রী নেপাল নাগ ছিলেন। বহুকাল আগের সিনেমা ' বসু পরিবারের' নায়ক নেপাল নাগ, সে সিনেমায় উত্তমকুমার নায়কের দাদা। বেশ কিছু ছবি তিনি করেছিলেন, তবে খ্যাতনামা হন নি, জনপ্রিয়তা দূরের কথা।

    সোনার সংসার সিরিয়াল এর পরবর্তী বা সমকালীন সময়- ট্রেনে করে আমরা একদল বন্ধু বান্ধব আমাদেরি এক বন্ধুর দিদির বিয়েতে শ্যামনগর যাচ্ছিলাম, আমরা সবাই তখন কৈশোর আর তারুণ্যের দোরগোড়ায়। আমার এখনও মনে পড়ে, জরিপাড় কমলা রঙের একটি শাড়ি পরেছিলাম- মা র শাড়ি। শ্যামনগরগামী ট্রেন অফিসফেরতা মানুষজন, কলেজের ছাত্রছাত্রী, হকার, পকেটমার সব মিলিয়ে সরগরম। রীতিমত গলা তুলে কথা বলতে হচ্ছিল। জানলার ধারে স্মিতমুখ বৃদ্ধকে চেনা লাগল।
    -নেপালবাবু?
    -কী করে চিনলেন? সোনার সংসার?
    - আপনি বসু পরিবারের নায়ক। সে সিনেমা দেখেছি আমি।
    বৃদ্ধ স্পষ্টতই আপ্লুত হন, এই অল্পবয়সীর মুখে সে কথা শুনে।আমি অনেক কথা বলে যাচ্ছিলাম। বৃদ্ধ প্রাথমিক আবেগ সামলে নিয়ে জানলার বাইরে চোখ ফিরিয়ে নিয়েছিলেন- আশ্চর্য নির্লিপ্তিতে।
    আমি নিজের আসনে ফিরে গিয়ে বন্ধুদের এই আবিষ্কারের কথা জানাই। তারা কৌতূহলী হয়ে চোখ ফেরালে নায়ককে আর সেই সীটে দেখা যায় না।

    গুরুচন্ডা৯ প্রকাশিত শ্রী কমলেশ পালের গল্প পড়তে গিয়ে এই ঘটনা মনে পড়েছিল। লিখেওছিলাম কোথাও ।

    আজ সোনার সংসারের কথা উঠেছে দেখে লিখতে ইচ্ছে হল আর কি।
  • ইন্দ্রাণী | ০৬ জুলাই ২০২৪ ০৮:০২743360
  • বেশ কটি টাইপো হয়েছিল আগের পোস্টে । তা সে যাক।
    তেরো পার্বণের আগে , আমার যতদূর মনে পড়ে, সিরিয়াল কথাটা শোনা যেত না বটে তবে দুই তিন পর্বের বা তার বেশি পর্বের ধারাবাহিক হত । তার মধ্যে একটি তৃপ্তি মিত্র অভিনীত দ্বিচারিণী। আর একটি রমাপ্রসাদ বণিক অভিনীত মদন হাজির।
    সাল তারিখ মনে পড়ে না।
    কারোর স্মৃতিতে থাকলে জানাবেন। আমাকে শুধরে দেবেন।
  • ইন্দ্রাণী | ০৬ জুলাই ২০২৪ ০৮:১৬743361
  • হ্যাঁ, কানামাছির নায়ক অরুণ বন্দ্যোপাধ্যায়।
    কাঞ্চনজঙ্ঘার নায়ক অরুণ মুখোপাধ্যায় যে সিরিয়ালে ছিলেন সেটি সম্ভবত নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি। আরো কোনো ধারাবাহিকেও থাকতে পারেন।

    রূপা গঙ্গোপাধ্যায়কে একটি পুরোনো বাংলা সিরিয়লে দেখেছি, মনে পড়ে- মুক্তবন্ধ সম্ভবত।

    পুরোনো বাংলা সিরিয়ালের সঙ্গে সাহিত্যিক সমরেশ মজুমদারের একটা বড় যোগাযোগ ছিল। উনি প্রথমে সোনেক্সে ছিলেম, তেরোপার্বণ সম্ভবত ওঁরই কাহিনী। তারপর উনি সোনেক্স ছেড়ে টেলিফ্রেমে এলেন।

     
  • s | 100.36.114.105 | ০৬ জুলাই ২০২৪ ০৮:৫৮743362
  • এটা রাগ অনুরাগের টাইটেল সঙ নয়। রাগ অনুরাগে প্রতিদিন একটা নতুন গল্প থাকত। আমার একটা গল্প মনে আছে। পরশুরামের রটন্তী কুমার। রূপা গাঙ্গুলি রটাই এর দিদির রোলে ছিলেন। কচি সংসদ , লম্বকৰ্ণ  এগুলো দেখেছি বলেও মনে হচ্ছে কিন্তু এসব রাগ অনুরাগের মধ্যে ছিল কিনা মনে পড়ছে না। 
    মনোজদের অদ্ভত বাড়িতে কামু মুখার্জী বাজারু মেজকাকার রোলে ছিলেন।  
    সমরেশ মজুমদারের কালপুরুষ আর কালবেলাও দেখেছি। অর্কের রোলে ছিলেন সদ্যযুবক কৌশিক সেন। 
     
    সিরিয়াল তো হল। ঋতুপর্ণ ঘোষের প্রথম সিনেমা হীরের প্রজাপতি কোথাও পাওয়া যায়? মাত্র একবার দূরদর্শনে দেখেছিলাম। কি ভীষণ ভাল লেগেছিল কিন্তু তারপর কোথাও খূঁজে পাইনি। 
  • &/ | 107.77.236.166 | ০৬ জুলাই ২০২৪ ০৯:৩৬743363
  • আংটি  , প্রজাপতি না .
  • ইন্দ্রাণী | ০৬ জুলাই ২০২৪ ১০:১৩743364
  • এস,
    হীরের আংটি ইউ টিউবেই পেয়ে যাবেন।
  • কৌতূহলী | 103.249.39.163 | ০৬ জুলাই ২০২৪ ১৬:০১743368
  • @ইন্দ্রাণীম্যাডাম
    দ্বিচারিণী আর মদন হাজির , এগুলো তেরো পার্বণের আগে হয়েছিল আপনি শিওর? দারুণ তথ্য দিলেন তবে
  • তিথির অতিথি | 103.249.39.163 | ০৬ জুলাই ২০২৪ ১৯:১৯743369
  • টাপুর টুপুর | 103.249.39.163 | ০৬ জুলাই ২০২৪ ১৯:২০743370
  • অলৌকিক সিরিজ | 103.249.39.163 | ০৬ জুলাই ২০২৪ ১৯:২৩743371
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন