এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • ভারতীয় সিনেমা নায়কেরা

    Cam
    সিনেমা | ২৬ জুন ২০০৮ | ৮০৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Binary | 198.169.6.69 | ২৭ জুন ২০০৮ ০১:০১401105
  • রঞ্জন বন্দোপাধ্যায় বা ঐ রকম কার যেন লেখায় পড়েছিলুম, শাম্মী কাপুরের নাচ দেখে, ওনার নাকি একটা আস্ত বড়সড় পুরুষাঙ্গের কথা মনে হয়।
  • shyamal | 64.47.121.98 | ২৭ জুন ২০০৮ ০১:০২401107
  • বাইনারি,
    ওটা অজিতের ডায়ালগ বলে সবাই জানে কিন্তু সত্যি কিনা সন্দেহ। এটা একটা লেজেন্ড অনেকটা ঐ অপর্ণা সেন এক্স-রেটেড ছবি করেছে -- সেরকম। সবাই জানে করেছে কিন্তু কেউ দেখেনি।
  • Blank | 170.153.62.251 | ২৭ জুন ২০০৮ ০১:০৯401108
  • ওটা তো জানতুম মুনমুন সেন করেছে। কোনোদিন দেখতে পেলুম না। সেই ইসকুল থেকে শখ দেখার
  • arjo | 168.26.215.54 | ২৭ জুন ২০০৮ ০১:১২401109
  • ওটা এক এক সময়ে এক একজন করে থাকেন। শ্যামলবাবুর আমলে অপর্ণা, ব্ল্যাংক বাবুর আমলে মুনমুন এখন নিশ্চয়ই রূপা গাঙ্গুলি।
  • Binary | 198.169.6.69 | ২৭ জুন ২০০৮ ০১:১৫401110
  • আরে এক বন্ধু, 'মাক্কালির দিব্যি, অপর্না-এর থ্রি-এক্স দেখেছি' বলাতে সক্কলে চেপে ধরেছে, সে কোত্থেকে একটা ক্যাসেট নিয়ে এলো। সেটা দেখা গেলো, পরমা'র পাইরেটেড কপিতে ইউরোপীয়ান এক্স ছবি পাঞ্চ করা। তারপর তাকে চাঁদা করে চাঁটি।
  • Binary | 198.169.6.69 | ২৭ জুন ২০০৮ ০১:১৬401111
  • অপর্না শ্যামলবাবুর আমলে সুধু কেন ? অপর্না তো যুগে যুগে ।
  • nyara | 64.105.168.210 | ২৭ জুন ২০০৮ ০২:৪৮401112
  • কোন সেল্ফ-রেস্পক্টিং আঁতেল সীতা-অউর-গীতা দেখত না। আঁতলামির সেই স্বর্ণযুগে যদি কোন আঁতেলকে নেহাতই হিন্দি ছবি চলছে এরকম হলের সামনে দিয়ে যেতে হত, তবে সভয়ে ফুটপাত পরিবর্তন বা 'অরিজিন অফ ফ্যামিলি'র কপি আঁকড়ে "ভূত আমার পুত/পেত্নী আমার ঝি/ মার্ক্স-লেনিন বুকে আছে / ভয়টা আমর কী" জপতে জপতে হল পেরোতে হত। তখনও নো বেনেগাল, নো নিহালনি, নো পিওর সিনেমা আউটসাইড পুনে। কাজেই হিন্দি ছবি মানেই প্রতিক্রিয়াশীল দুর্গন্ধ।

    তবে সেদিন আর নেই। এখনকার আঁতেল সঙ্গম, লা দোলচে ভিতা, ধর্ম, জিরাফ, মুন্নাভাই, ওয়ানটন সুপে সবে আছে। একটায় শুধু নেই, তবে সে কথা বলা বারণ।
  • cam | 131.95.219.67 | ২৭ জুন ২০০৮ ০২:৫৮401113
  • এখনকার আঁতেল চালাক আঁতেল। কিন্তু কিসে তারা নেই?
  • shyamal | 64.47.121.98 | ২৭ জুন ২০০৮ ০৩:১১401114
  • দিনকাল কিরকম পাল্টে যায়। আমেরিকায় ভারতীয়রা দলে দলে বাচ্চাদের হিন্দি ছবি দেখাতে নিয়ে যায়, তাও ভারতীয় কালচার কিছুটা শিখবে বলে। আর আরেকটা কারণ হল পারিবারিক ছবি বলে।
    আমাদের ছোটবেলায় প্রচন্ড অনাতেল আমার ও আমার বন্ধুদের বাবা মা হিন্দি ছবিকে ঘৃণা করত। হিন্দি ছবি দেখার লোভটা আসত প্রথমে নিয়ম ভাঙার জন্য। অগ্নীশ্বর বলে একটা বনফুলের গল্প সিনেমা হয়েছিল। উত্তমের। তা সেই ভদ্রলোক অতিশয় মহান লোক সব দিক দিয়ে। তাঁর ভাই না ছেলে রেডিওতে হিন্দি গান শুনছে দেখে বললেন, উচ্ছন্নে যেতে আর বাকি নেই। গানটা হল মন ডোলে মেরা তন ডোলে। মধুমতীর সলিলের সুরে গ্রেট গান।

    সবারই ছোটবেলায় দেখা ছবি বা বইয়ের প্রতি একটা ভালবাসা থাকে। তার ফল স্বরূপ মা আমাদের ভাইবোনদের পাঠাল সাইগলের "ডাক্তার" না কি একটা ছবি দেখতে। দেখে আয়, দারুন ছবি। খুব হিট করেছিল। গেলাম। জাস্ট দশ মিনিটও বসে থাকা যায়না। প্যাথেটিক।
  • nyara | 64.105.168.210 | ২৭ জুন ২০০৮ ০৩:১৯401116
  • ছেলেবয়েসে হিন্দি ছবির প্রতি নিষেধাজ্ঞা মোটামুটি সব মধ্যবিত্ত বাঙালী বাড়িতেই ছিল। হিন্দি গান শোনার ওপরেও। এমনকি বাংলা ছবিও আমাদের দেখতে দেওয় হত না - 'বড়দের' বলে। তার বদলে জাংক বাচ্চাদের ছবি দেখানো হত। 'জয়' ছিল এমন এক ছবি।

    আর ইয়ে, 'মন ডোলে' তো বোধহয় হেমন্তকুমারের সুর। নাগিন ছবিতে।
  • shyamal | 64.47.121.98 | ২৭ জুন ২০০৮ ০৩:২৫401117
  • ঠিক। মন ডোলে নাগিনের গান। এটা বোধ হয় ভুল বললাম। যে গানটা ছিল, সেটা বোধ হয় আজারে পরদেশী। এটা মধুমতী। একবারই অগ্নীশ্বর দেখেছি। মনে নেই।
  • S | 202.140.54.29 | ২৭ জুন ২০০৮ ১০:২১401118
  • মন ডোলে নাগিনের গান।

    মধুমতীর গান এক সে বঢ়কর এক। আজা রে পরদেশী, সুহানা সফর অওর য়ে মওসম হাসিঁ, মর গয়ে মর গয়ে দেখো রে পাপী বিছুয়া ইত্যাদি ইত্যাদি, সিনেমাটা ব্যাপক।

    আর ইয়ে, অগ্নীশ্বর উপন্যাসটা আমার পড়া নেই, তবে সিনেমাটা আমার অসংখ্যবার দেখা। মন ডোলে মেরা তন ডোলে গানটা অগ্নীশ্বরের ছেলের ঘরে রেডিওতে বাজছিল ঠিকই, তবে সিকোয়েন্সটা ছিল বেশ রাতের দিকের। উত্তমকুমার জেগে বসে কিছু বই বা জার্নাল পড়ছিলেন, সেই সময়ে রেডিওর লাউড ভল্যুম তাঁর মন:সংযোগে ব্যাঘাত ঘটায়। গানটা প্রেমের গান, সময়টা বেশ রাত, অর্থাৎ ছেলে তার বউয়ের সাথে ঘনিষ্ঠ হচ্ছে। বাবার মানসিকতাটা ছিল এই রকম, বিয়ে করেছে ঘনিষ্ঠ হতেই পারে, কিন্তু এইভাবে পুরো বাড়ি জানিয়ে প্রেমের গান শোনানোটা বাড়াবাড়ি। মনে রাখতে হবে সেই সময়ে প্রেম ব্যাপারটাকে ট্যাবুই ধরা হত। ওদিকে ঘরের মধ্যে কিন্তু ছেলে তার বউকে সমানে বলে যাচ্ছে বাবা জেগে রয়েছেন, রেডিওটার সাউন্ডটা আস্তে করো।

    এই সিনে অগ্নীশ্বর কোনও প্রতিবাদ করেন নি। উচ্ছন্নে যাবার সিনটা ছিল এর পরে। সকালে উঠে অগ্নীশ্বর দেখেন তাঁর ঘরে অথবা বাইরের ঘরে খবরের কাগজের সাথে একপিস ডেবোনেয়ার জাতীয় পত্রিকা, মলাটে এক মেয়ের উত্তেজক ভঙ্গীতে ছবি। সেই বইটা নিয়ে অগ্নীশ্বর ছেলের ঘরে গিয়ে বলেন, এর পর থেকে এই সব বই তোমার ঘরে নিয়ে গিয়ে রেখো, আমার পড়ার টেবিলে যেন আর না দেখি। ছেলে বেজায় নার্ভাস হয়ে গিয়ে "ও ... মানে ওটা আপনার টেবিলে ... ভুল করে ... কী করে ... ' ইত্যাদি বলেছিল।
  • r | 125.18.17.16 | ২৭ জুন ২০০৮ ১৩:৪১401119
  • অপর্ণা সেন ও মুনমুন সেনের কোনো এক্স-রেটেড সিনেমা নেই। রূপা গাঙ্গুলী "মীনাবাজার" বলে একটা বি-গ্রেড হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন, সিনেমাটা ছিল কলগার্লদের নিয়ে। রূপা গাঙ্গুলীর সহনায়িকা ছিলেন পুনম দাশগুপ্ত। জ্যোতিতে সিনেমাটা মর্নিং শোতে রিলিজ করেছিল ১৯৯১-৯২ সাল নাগাদ।
  • Binary | 198.169.6.69 | ২৭ জুন ২০০৮ ১৯:৪৪401120
  • মুনমুন সেনের এক্সরেটেড সেনমা আছেতো!! 'বো ব্যারাক ফর এভার'। হ্যা হ্যা হ্যা হ্যা
  • Bratin | 198.45.18.48 | ২৩ জুলাই ২০০৮ ২৩:৪৮401121
  • অমিতাভ বচচ্‌ন কে নিয়ে কেউ কিছু লিখল না । পুরানো রাগি অমিতাভ আমার খুব ই প্রিয় ।
  • S | 202.140.54.29 | ২৪ জুলাই ২০০৮ ১০:৪৩401122
  • পুরনো অমিতাভের তিনটে সিনেমা ... না না, চারটে সিনেমা আমি দেখেছি। শোলে, অভিমান, নমকহালাল, আর আনন্দ।

    আর নতুন অমিতাভের ... মোহব্বতেঁ (এর পর পয়সা দিলেও আর দেখব না), ব্ল্যাক আর চিনি কম। খাকি-ও বোধ হয় দেখেছি, তবে কেবলে।

    আমার পছন্দের নায়ক, আমীর খান। কোনও কত্থা হবে না!
  • S | 202.140.54.29 | ২৪ জুলাই ২০০৮ ১০:৪৫401123
  • মুনমুন সেনের সেই কাল্পনিক পর্নো মুভির নাম ছিল বোধ হয় "তুনা তুনা নাইন্টি টু'। এক সময়ে গুজবে ছেয়ে গেছিল, অনেকেই "দেখেছি' বলে ক্লেইম করেছিল, কিন্তু পরে জানা যায় প্রত্যেকেরই মাসতুতো ভাই বা পিসতুতো দাদা দেখেছিল, তারা নিজেরা কেউ দ্যাখে নি।
  • arjo | 168.26.215.54 | ২৪ জুলাই ২০০৮ ১৮:৩৪401124
  • না: শমীককে কয়েকটা নাম না দিয়ে পারা গেল না

    জঞ্জীর, দিওয়ার, কালা পাথথর, অমর আকবর অ্যান্টনি, ডন, ত্রিশূল, মুকাদ্দর কা সিকান্দার, শক্তি দেখে ফেল্লে মোটামুটি কমপ্লিট হয়ে যায়। এর পরেও দেখতে ইচ্ছে করলে গ্রেফতার, রাম বলরাম, শান বা অন্যদিকে মি: নটবরলাল, শঠ্যে পে শঠ্যা, লাওয়ারিস দেখা যায়। আনন্দ বা সিলসিলা গুরুর জন্য নয় তবে ভালো সিনেমা হিসেবে দেখা যায়। এইসব দেখলেই না গুরুকে বোঝা যায়। আমীর টামীর সব বাচ্ছা ছেলে। খানিক ছাগল দাড়ি লাগালেই কি আর গুরু হওয়া যায়।

    আমার নিজের খুব মুশকিল হয়েছে। সেই ছোট থেকে গুরু ভজে এই বুড়ো বয়সে বিশ্বাস হারাচ্ছি। ক্রমশ কেমন কমল হাসান কে ভালো লাগছে। তাই খুব বেশি করে গুরুর সিনেমা দেখছি। বিশ্বাস হারানো খুব খারাপ।
  • umesh | 62.254.196.200 | ২৪ জুলাই ২০০৮ ১৮:৫৪401125
  • গুরু তো আমার ও ভালো লাগতো। কিন্তু "গাছের সাথে বিয়ে" ইত্যাদি শোনার পর মানুষ হিসাবে আমি গুরু র প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছি।
  • Bratin | 198.45.18.48 | ২৪ জুলাই ২০০৮ ১৯:০৯401127
  • arjo আর শমীক, মোটামুটি লিস্ট complete করে দিয়েছে ।

    নমক হারাম বা মন জিল ও ভালো লেগেছিল । "মাঁয় আজাদ হু" । চুপ কে
    চুপ কে র parody । তবে দু:খের কথা হল এই যে বেশ কিছু জনতা কে কেলিয়ে পাট না করে দিলে গুরু র সিনেমা হিট হয় না। :))

    তবে আমি এখান কার অমিতাভ র কোনো cinema দেখি না । কারণ এই বয়স্ক অমিতাভ দেখ তে আমার বড় কষ্ট হয় তা যত ভালো অভিনয় করুন না কেন।

    তবে এক টা সময়ে বেশ পাগল ছিলাম । মনে আছে যখন "ইন্দ্রজিত" release কোরে সেই সময় বেলুড় station অনেক সময় অপেক্ষা করে শেষ অব ধি হেঁটে লিলুয়া তে সিনেমা দেখে ছিলাম । :)))
  • Bratin | 198.45.18.38 | ২৪ জুলাই ২০০৮ ১৯:২৮401128
  • sorry ও টা কমেডি হবে ।
  • Suvajit | 58.168.11.251 | ২৪ জুলাই ২০০৮ ২০:১২401129
  • অমিতাভের প্রচুর ছবি বসে দেখা যায় না, যেমন কুলি, মর্দ, তুফান, শাহেনশা, জাদুগড় -- লম্বা লিস্ট।
  • Bratin | 198.45.18.38 | ২৪ জুলাই ২০০৮ ২০:৪৯401130
  • এক দম সত্যি কথা । :))
  • arjo | 168.26.215.54 | ২৪ জুলাই ২০০৮ ২০:৫৩401131
  • আ: ঐসব নিরপেক্ষ কথাবার্তা ভালো লাগে না। :-))

    গুরুর সব বই ভালো। গুরু আগে না সিনেমা আগে। আগে গুরু তারপর বিশ্বাস তারপর সিনেমা তারপর ভালো মন্দ।
  • Bratin | 198.45.18.48 | ২৪ জুলাই ২০০৮ ২১:০৪401132
  • arjo ও মনে হচ্ছে আমার মতো অন্ধ ভক্ত।
  • Blank | 170.153.62.251 | ২৫ জুলাই ২০০৮ ০১:৩৭401133
  • আমিও অন্ধ ভক্ত অমিতা বচ্চনের। চোখ বন্ধ করে ভরসা করা যায় একদম। খালি চোখ খুল্লে আর সিনিমা গুলো দেখতে ইচ্ছে করে না।
  • arjo | 168.26.215.54 | ২৫ জুলাই ২০০৮ ০১:৪৯401134
  • তা ব্ল্যাংকবাবুর ফেভারিট ভারতীয় হিরো কে?
  • Blank | 170.153.62.251 | ২৫ জুলাই ২০০৮ ০১:৫২401135
  • আপাতত আমীর খান চলছে।
  • arjo | 168.26.215.54 | ২৫ জুলাই ২০০৮ ০১:৫৫401136
  • আমীর খানের সাথে অমিতাভ বচ্চন? একেই বোধহয় বলে জেনারেশন গ্যাপ ;) আমীর খান তো চকোলেট হিরো। নাচলে মনে হয় পিটি করছে। রাগলে মনে হয় কেঁদে ফেলবে। শুধু প্রেমের দৃশ্যে আগে ভালো করত। এখন তাও হবে না বয়স বেড়ে গেছে। :্‌-
  • Blank | 170.153.62.251 | ২৫ জুলাই ২০০৮ ০২:১১401138
  • কিন্তুক অমিতা বচ্চন তো হাসলেও মনে হয় ক্যালাচ্ছে, কাঁদলেও মনে হয় ক্যলাচ্ছে, নাচলেও মনে হয় ক্যালাচ্ছে। খালি জম্পেশ মারা মারির সময় মনে হয় ভাগ্যিস ভিলেন গুলোর DNA তে ক্যাবলা প্রোটিন আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন