এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১২৫৭৬৭ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 89.203.49.18 | ০৭ অক্টোবর ২০০৯ ০০:২৬420410
  • এবার শারদীয়া অনুস্টুপের সম্পাদকীয়তে এরকম অনেক কথা বলা হয়েছে এবং সিপিএমের নিজের বিচ্যুতির জন্যই যে হারছে এবং ২০১১তেও যে হারবে বার বার লিখেছেন। তবে শেষ লাইনটা সবথেকে ক্যাচি- ""তবুও কোথাও যেন মায়া রহিয়া গেল।"" এই মায়া থেকেই হয়ত উন্নততর কিছু হবে, হতেই হবে, কিন্তু কাদের দ্বারা এটাই হল প্রশ্ন।
    শারদীয়া অনুস্টুপ ভাল হয়েছে। রঙ্গনের ভাষায় একশো টাকার কাঁচকলার ঝোলের থেকে অনেক ভালো।
  • Mousumi | 117.200.80.76 | ০৭ অক্টোবর ২০০৯ ০৮:২১420432
  • কদিন আগে একটা ইংরেজি কাগজে পড়লাম - "People get the government they deserve"
    লেখাটা পড়ে আর পশ্চিমবঙ্গের তথাকথিত বুদ্ধিজীবিদের কান্ডকারখানা দেখে এবং এই বিশেষ টইয়ের পাতাগুলো পড়ে যা বুঝছি, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমুল এবং মমতাকে deserve করে । সিপিএম কে নয় ।
    এই হনেস্ট কোরাপ্ট ইত্যাদি ব্যাপার স্যাপারগুলো বুদ্ধিজীবিরা মানেন ? শুভাপ্রসন্ন রাজারহাটে কি করেছেন সবাই জানে । মহাশ্বেতা আদিবাসী আন্দোলনের নামে কি কি করেন সবাই জানেন । মেধা পাটকর আর মনবাধিকারের সুজাত ভদ্র ইত্যাদির রাজনীতিও সবার জানা ।
    আর সবচেয়ে বড় কথা, এখনও powerএ বসে নি, লোকসভা নির্বাচনের পরই পাড়ায় পাড়ায় তৃণমুলী তান্ডবে লোকজন ভয়ে পড়েছে । লুটেপুটে খাওয়া বাদই দিলাম ।
    এ সব নিয়ে তৃণমুলী বুধিজীবিরা কিছু বলবেন না জানা কথা । কিন্তু টইয়েও আলোচনা হবে না ?
  • dukhe | 122.160.114.84 | ০৭ অক্টোবর ২০০৯ ০৯:৩৩420443
  • শুভাপ্রসন্ন মহাশ্বেতা মেধা সুজাত কারো কেচ্ছাই জানি না । মা কালীর দিব্বি ।
    একটূ ঝেড়ে কাশুন না দিদি । কদ্দিন চাড্ডি ভালো কেচ্ছা শুনি না ।
    গরম গরম হয়ে যাক ।
  • Samik | 122.162.75.163 | ০৭ অক্টোবর ২০০৯ ০৯:৩৭420454
  • হ্যাঁ মাইরি ... বুদ্ধ বিমান রেজ্জাক সেলিম অমিতাভ শুনে শুনে হেজে গেলাম। একটু পরিবর্তনকামী কেচ্ছাও হোক্‌! হোক্‌!
  • kanti | 125.20.11.34 | ০৭ অক্টোবর ২০০৯ ০৯:৫৫420465
  • মৌসুমী দিদি মনে হচ্ছে অনেক স্টক রাখেন। আপনেই তবে শুরু করেন। আমরা একটু নোতুন সোয়াদ পাই।
  • Suvajit | 203.19.175.113 | ০৭ অক্টোবর ২০০৯ ১০:৫২420476
  • 'People get the government they deserve'
    মৌসুমী তো পুরো আবাপর সম্পাদকীয়র মতো কতা বলছেন।:-)
    আমার তো মনে হয় পশ্চিমবংগের মানুষ কাউকে 'deserve' করে না। এক তালিবানরা আসলে যদি কিছু হয় এদের।

  • Arijit | 61.95.144.123 | ০৭ অক্টোবর ২০০৯ ১১:০৪420487
  • অ্যাকচুয়ালি এটা অ্যারিস্টটল কথিত - Every country gets the government it deserves.

    আরেকটা আছে - Every country has the government it deserves - Joseph Marie de Maistre
  • Blank | 203.99.212.224 | ০৭ অক্টোবর ২০০৯ ১১:৪৩420498
  • শুভাপোসোন্নোর সল্লেকের জমির কেস, আমার ধারনা সবাই জানে সেটা
  • kc | 213.132.250.2 | ০৭ অক্টোবর ২০০৯ ১২:০৭420509
  • শুভাপসন্নর সল্লেকের বাড়ির উপরতলা পুরসভা ভেঙ্গে দিয়েছিল বলে শোনা যায়, বেআইনি বলে, তারপরেই নাকি এইসব...... সত্যি কিনা জানিনা, তাই ডি:।
  • r | 125.18.104.1 | ০৭ অক্টোবর ২০০৯ ১৩:৫৫420521
  • শহরের বা.বু.গিরি,
    সবার টেক্কা দেখব ভাই-
    বা.বু.র বা.বু. সেরা বা.বু.,
    বা.বু.য়ানির জুড়ি নাই।

    বা.বু.= বাঙালী বুদ্ধিজীবী
  • Arpan | 216.52.215.232 | ০৭ অক্টোবর ২০০৯ ১৪:০৪420532
  • আরো দুটি অ্যাক্রোনিম আছে।

    ১) বা.বা.বু.
    ২) ব..বু.

    একটু ডিকোড করুক কেউ, আমি কাজিয়ে আসি।
  • dd | 122.167.32.59 | ০৭ অক্টোবর ২০০৯ ১৪:১৮420543
  • আমি বাঙালী দক্ষিনপন্থী মতলববাজ। বা...

    না, তবে এইটা ঠিক। অন্য ফীল্ডে নাম করা লোকেরা তিনোমুলে সরাসরি ইলেকশনে পজ্জন্তো দাঁড়িয়েছেন যেমনটি তেমনটি (শতাব্দী/মাধবী/তাপস/সুমন)কিন্তু বাম পলিটিক্সে এতাবৎ কাল হয় নি।

    এই ব্যাপারএ সুধীজনের দৃষ্টি আকর্ষন করি অধ্যাপক বৈ চ'র বিবিধ পোস্টিং। নানান টইতে উনি অকাতরে বিলিয়েছেন তার বাণীদের।খুঁজে নিন।

    বাবালোকনাথ, মাম্মামা, সুখেন দাস ইত্যকার একটি প্যারালাল রেটোরিক চলে বংগভুমে। এঁয়ারা সব ঐ মাটীতেই দাঁড়িয়ে। এলিটিস্ট কোটেশন/বুলি/হিউমারের রাজত্ব শেষ।
  • kallol | 220.226.209.2 | ০৭ অক্টোবর ২০০৯ ১৪:২৫420554
  • এবার কলকাতায় গিয়ে বন্ধুদের সাথে কথা হলো। কেউ কেউ মমতার মঞ্চে ছিলো, কেউ সম্বর্ধনা পেয়েছে, কেউ রেলের নানান কমিটির মাথা, আর কেউ কেউ মিটিং-মিছিলে এমনি এমনি। মঞ্চে থাকা-রেল কমিটির মাথা-সম্বর্ধনা-ওয়ালারা কেউ কেউ মমতাকে ডেমোক্রেটিক ফোর্স হিসাবে দেখছে। মমতা আর ডেমোক্রেসি - সিপিএম আর ডেমোক্রেসির মতই ঢপ - এটা আমার মত। অন্যদের সাথে আমিও একমত - সিপিএমকে যেতে হবে। তাতে কে আসবে আমার মাথা ব্যাথা নয়। ভলো-খারাপ যাখুশী তাই হতে পারে। সিপিএম-এর ঔদ্ধত্য চুলোয় যাক। আজকের আজকালে কে ডি ঘোষ কমিউনিষ্ট মূল্যবোধ নিয়ে লিখেছেন - বেশ বেশ। মনে হচ্ছে ঔদ্ধত্যের বাঁশ মালুম দিচ্ছে।
  • Arpan | 65.194.243.232 | ০৭ অক্টোবর ২০০৯ ১৪:২৯420565
  • কেডি ঘোষের লেখায় ২০০১ পরবর্তী কারোর কথা নেই কেন? সময় কি থমকে আছে কুড়ি কুড়ি বছরের পার?
  • r | 125.18.104.1 | ০৭ অক্টোবর ২০০৯ ১৪:৩০420576
  • দশমীর দিন গল্ফ গ্রিন গিয়েছিলেন? ;-)
  • h | 203.99.212.224 | ০৭ অক্টোবর ২০০৯ ১৪:৪৮420587
  • :-))
  • dd | 122.167.32.59 | ০৭ অক্টোবর ২০০৯ ১৫:৩২420598
  • আর দেখুন।

    সেই নকশাল পিরীয়ড - কাশীপুর,বরানগর, মনিষীদের মাথা কাটা যাচ্ছে,খুন হচ্ছেন হেমন্ত বসু,গোপাল সেন। সরোজ দত্ত। তার পরে এমার্জেন্সী। কতো কি ঘটলো।

    নামকরা লোকেরা কিন্তু এমনভাবে পথে নামেন নি। কখনই।

    মানে য্যামন ভাবে জয়,শুভাপোসোন্নো, ব্রাত্য, বিভাস চক্র,শাঁওলী,অপন্না সেন .... এঁয়ারা তো লোক খারাপ নন। সবাই রেলবোর্ডের দক্ষিনাপ্রার্থী তাও ও নয়। মিডিয়ায় নিজের মুখ দেখাটাও বোধয় বিরাট কিছু ইন্সেন্টিভ নয়। এঁয়ারা কেউ বোধয় তিনোমুলীও নন।

    এই গ্রুপের মনে হয় এক তো সিপিএমের উপর রাগটা সীমা ছাড়িয়েছিলো, আর তার সাথে ছিলো প্রবল দ্রোহসী আকুতি। প্রতিবাদ না করে না করে পশ্চিমবংগেই জং ধরে যাচ্ছিলো। এইবার বেশ কিছুদিন রাগারাগি না করেও থাকা যাবে। খুব বেশী হলে অল্প অভিমান। ব্যাস।
  • rupa | 117.200.80.125 | ০৭ অক্টোবর ২০০৯ ১৮:০২420609
  • dd, আপনার মনে হল শুধু প্রতিবাদ করাই উদ্দেশ্য ? তাই যদি হয়, প্রতিবাদ এমন একপেশে কেন ? সিপিএম বিরোধিতা ছাড়া অন্য issue তে প্রতিবাদ নেই কেন ? আর এটা কি বললেন দাদা ? এরা কেউ তৃণমুলী নন ? তা হলে এরা কারা ? মাওবাদী ?
  • dukhe | 117.194.231.69 | ০৭ অক্টোবর ২০০৯ ১৯:৩৮420620
  • ধুর ধুর, কত আশা ছিল কেচ্ছার ফোয়ারা ছুটবে - কোথায় কী!
    কেউ বললেন সল্টলেকের জমি, কেউ বললেন বাড়ি - সেখানেও কনফিউশন । তাও যদি অন্তত: নারী পর্যন্ত যেত ।
    অনিল বিশ্বাস চলে গিয়ে এই দুরবস্থা । আধো আধো গলায় মিষ্টি করে বলতেন - ঐ লোকটির চরিত্র ভালো না । শুনেও আমোদ হত ।
    স্রেফ তৃণমূলী আর মাওবাদী বলে গাল দিলে হবে ? ভ্যারিয়েশন আনুন, ভ্যারিয়েশন । ফর এ চেঞ্জ এদের 'মওত কা সওদাগর' বলে দেখুন না । আরাম পাবেন, গ্যারান্টি ।
  • Du | 65.124.26.7 | ০৭ অক্টোবর ২০০৯ ১৯:৪৯420632
  • ১৪৪ ভাঙা নিয়ে যখন কথা হচ্ছিল তখন দুটো নিউজ পড়েছিলাম - এক -চিদাম্বরম বলছে রাজ্য সরকারের উচিত হয়নি ওঁদের লালগড়ে যেতে দেওয়া আর দুই - অপর্ণা বলছেন চিদাম্বরমকে চিঠি লিখবেন রাজ্য সরকারের নামে কমপ্লেন করে যে তারা তো জানিয়েই গিয়েছিলেন।

    লালগড় আন্দোলনের নেতা - ছত্রধর মাহাতো ধরা পড়ার দুদিনের মধ্যে মমতা তার নামে সন্দেহ প্রকাশ করলেন (সিপিএমের সাথে ডীল) - যারা সেই আন্দোলনে সংহতি রেখেছিলেন তারা কি অপমানিত বোধ করছেন ?

  • d | 59.161.11.39 | ০৭ অক্টোবর ২০০৯ ১৯:৫৬420643
  • কবীর সুমনের কোন বাণী অনেককাল দেখি না। কেউ একটু দেখান শোনান না। আহা অমন .....। এমনকি ৩৭৭ উঠে যাবার পরেও কিচ্ছুটি বললেন না!
  • dukhe | 117.194.231.69 | ০৭ অক্টোবর ২০০৯ ২০:০১420654
  • সুমনকে তো কাল না পরশুই দেখলাম টিভিতে - ডিলানের গান নিয়ে অঞ্জন দত্তের সঙ্গে কথা বলছেন । কিন্তু দেখাই শোনাই কী করে ?
    আগে বললে রেকর্ড করে রাখতাম ।
  • m | 117.200.80.63 | ০৮ অক্টোবর ২০০৯ ০৮:৩২420665
  • দুখী(dukhe),
    কেচ্ছা করা তো তৃণমুলী বৈশিষ্ট্য। গু চ তো তৃণমুলী নয় । এখানে কেচ্ছা খুঁজলে হবে ? শিল্পসংগ্রহশালা করার নামে শুভাপ্রসন্ন কি করেছেন সে খবর তো আপনাদের চ্যানেলেও দেখিয়েছে ।
    সবচেয়ে বড় কথা, এই বুদ্ধিজীবিরা নিজেদের নৈতিক চরিত্র আগে ঠিক করুক, তারপর লোককে উপদেশ দিক । অপর্ণা সেন, কবীর সুমন, মহাশ্বেতা এনাদের মুখে কি আর নীতিকথা মানায় ? ব্যক্তিগত জীবনে সব যা এক একখানা পিস ।
    আদিবাসী নিয়ে এনাদের চোখে জল এসে যাচ্ছে আজকাল । বছরের পর বছর আদিবাসীরা এভাবেই কাটিয়েছে । সেদিনও তাদের জন্যে কিছু লোক নি:শব্দে কাজ করেছেন, আজও করছেন । দলে দলে সাধারণ মানুষ মারা পড়ছে, কিসের আন্দোলন ? যে আন্দোলনে মদত দিয়ে বুদ্ধিজীবিরা শস্তার রাজনীতি করছেন ? তৃণমুলের হয়ে নির্বাচনে দাঁড়াবেন বলে ? নাকি নিদেনপক্ষে রাজ্যসভার সদস্যপদ জাতে পাওয়া যায় তাই ?
    কি অধিকার আছে এই সব সো-কলড বুদ্ধিজীবিদের ? নিজের আখের গোছানো রাজনীতি ছাড়া কোনোদিন কারো জন্যে কিছু করেছে ? কবীর সুমন একটার বদলে পাঁচটা সিপিএম মারতে বলেছিলেন । কিসের বুদ্ধিজীবি ? এঁরা কি মানুষ আদৌ ? স্বার্থপর দুর্নীতিগ্রস্ত এক সুশীল সমাজ । ঘেন্না ধরে যায় এদের দেখে ।

  • d | 121.245.165.199 | ০৮ অক্টোবর ২০০৯ ০৮:৪১420676
  • m কি মৌসুমী? তাহলে m ছেড়ে নামটা আরেকটু বদলে নিন। ২-৩ টে অক্ষর জুড়ে নিতে পারেন। m নামে M নামে দুজন অনেকদিন ধরেই লেখেন।

  • m | 173.26.17.106 | ০৮ অক্টোবর ২০০৯ ০৮:৪৭420687
  • একি!!! এম এ যে পাতা ভরে গেলো!!!ইনি আবার কোন এম!!!!
  • mridul | 117.200.80.63 | ০৮ অক্টোবর ২০০৯ ০৮:৫৫420698
  • আমি মৌসুমী না । আমার নাম মৃদুল দশগুপ্ত । এখানে এক অক্ষরে নাম লেখে সবাই দেখেছি । ok এর পর থেকে মৃদুল লিখব । d মানে কি ?
  • mridul | 117.200.80.63 | ০৮ অক্টোবর ২০০৯ ০৮:৫৬420709
  • দাশগুপ্ত ।
    sorry.

  • d | 121.245.165.199 | ০৮ অক্টোবর ২০০৯ ০৯:১১420720
  • d মানে দময়ন্তী। তবে আপনার নাম জানতে চাইনি। নিকটা একটু বদলে নিতে অনুরোধ করেছিলাম, যাতে বুঝতে সুবিধে হয়।
  • kallol | 220.226.209.2 | ০৮ অক্টোবর ২০০৯ ০৯:৩৫420731
  • মৃদুল - আপনি কি কোনোভাবে আমাদের কবি মৃদুল দাশ্‌গুপ্ত ?
  • kallol | 220.226.209.2 | ০৮ অক্টোবর ২০০৯ ০৯:৫৫420743
  • শুভাপ্রসন্ন, অপর্ণা, সুমন,মহাশ্বেতা, জয় গোস্বামী, শঙ্খ ঘোষ, কৌশিক সেন, বিভাস চক্রবর্তী, পরমব্রত, - ব্যাক্তিগত জীবনে এক পিস কি এক লিটার তাতে কি আসে যায় ? এরা তো কাউকে কোনো উপদেশ দেন নি। কিছু অন্যায়ের প্রতিবাদ করেছেন। এরা এদের মতো করে কিছু কাজ করেন - তাতে প্রতিবাদও করেন। সহ্যের বাইরে গেলে, রাস্তায় নেমেছেন। আদিবাসী নিয়ে আন্দোলন করা এদের কাজ নয়।
    কথা হলো, এরা অনেকেই বেশ কিছু ভোটের সময় বামফ্রন্টের পক্ষে সই দিয়ে নানান আবেদন করেছেন। তখন এরা কি সিপিএম ছিলেন ?

    আর ব্যক্তিগত জীবন ? কাকে ধরবেন কাকে ছাড়বেন ? রবীন্দ্রনাথ থেকে সত্যজিত রায়......

    ঐ যে আজকালে কে ডি ঘোষের লেখায় বর্তমান প্রজন্মের নেতাদের কথা নেই - কেন ? খুব সোজা - নেই তাই।

    লালগড়ে সিপিএম নেতার অতো বড়ো বাড়ি নিয়ে কোনো তদন্ত হলো কি ? অবশ্য লালগড়ের বাড়িটার ছবি বেরিয়েছে, তাই। নইলে প্রায় সব জায়গাতেই তো একই হাল। কে কার তদন্ত করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন