এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ১৬০০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.164.253.151 | ১৬ জুলাই ২০১৪ ০৮:৫৪641298
  • কুদান্কুলামের আন্দোলনকারীদের কারুর কারুর আরেকটা দাবীর কথা লিখেতে ভুলে গেছিলাম। আন্দোলনের সময়ে অনেকে বলেছিল সরকার সোলার বা উইন্ড নিয়ে মাথা ঘামায়্না, নিউকে এতো উত্সাহ কেন? নিউকের পয়সা তো উইন্ডে খরচ করতে পারে! দেখা গেল সেটাও ভুল বলেছিল। সরকার সোলার আর উইন্ডেও উত্সাহ দেয়, পয়সা খরচ করে, আবার নিউক প্ল্যান্টেও পয়সা খরচ করে। তখন আন্দোলনকারীরা বললো ওসব জানিনা, এই প্ল্যান্ট বন্ধ করতেই হবে, আর কোন কথা নেই।
  • aranya | 154.160.226.53 | ১৬ জুলাই ২০১৪ ০৯:১৫641299
  • নিউক এনার্জি-র ব্যাপারে একটা ছোট পয়েন্ট - ফুকুসিমা বা চের্নোবিলের মতো দুর্ঘটনা না ঘটলেও কিন্তু হেলথ হ্যাজার্ড হয়, লোকাল লোকেরা অ্যাফেক্টেড হয় - পাই-এর জাদুগোড়া নিয়ে আর্টিকল-টায় যেমন বলা হয়েছে
  • lcm | 118.91.116.131 | ১৬ জুলাই ২০১৪ ০৯:১৬641300
  • এটা ক্লাসিক কনফ্লিক্ট।
    মনে আছে, কিছুদিন আগে বাংলাদেশে একটি গারমেন্ট তৈরীর বাড়ি ভেঙ্গে প্রচুর লোক মারা যায়। এই ফ্যাক্টরি থেকে জামাকাপড় নর্থ আমেরিকা, ইউরোপে এক্সপোর্ট হত।
    তো এই সময়, খুব হৈ চৈ হল যে পশ্চিমের বিগ কর্প-কে এভাবে আর ব্যব্সা করতে দেওয়া হবে না, নিয়ম পাল্টাতে হবে, ইত্যাদি, ইত্যাদি। এই অভিযোগ গুলি খুবই সঙ্গত এবং যুক্তিযুক্ত।
    এই নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম --- এখানকার গারমেন্ট ফ্যাক্টরির লেবার, কাজের পরোবেশ ইত্যাদি নিয়ে। বাংলাদেশের দুই বোনের মর্মস্পর্শী কাহিনী বেরিয়েছিল। এই দুই বোনের পরিবার চলত এই কাজের টাকায়। ওদের বাবা-মা র আগের দুটি বাচ্চা মারা যায় জাস্ট অপুষ্টিতে, ছোটোবেলায় ওরা দুই বোন মাটিও খেয়েছে খিদেতে। এবং, এরা দুই বোন ভাবতেই পারে না যে এই কাজ থাকবে না, তাহলে আবার এই অসহ্য অভাব/দারিদ্য।

    সত্তর আশির দশকে ট্রেড ইউনিয়ন আন্দোলনের ফলে কিছু মিড-সাইজ কারখানা উঠে যেতে দেখেছি। মোটামুটি স্টেব্‌ল ইনকামের এক একটা ফ্যামিলির হঠাৎ আলুর-চপের দোকান দিয়ে সংসার চালানোর লড়াই।

    অন্যায়/অবিচারের প্রতিরোধ দরকার। কিন্তু, প্রতিরোধ করতে গিয়ে হাজার হাজার মানুষের ভবিশ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যায় না।

    নিউক্লিয়ার পাওয়ারের অল্টারনেটিভ তো দরকার। কিন্তু হাতের পাঁচকে এখন সরিয়ে রাখলে, কোটি কোটি মানুষের আশার আলো নিভিয়ে রাখা হয়।
  • PT | 213.110.246.230 | ১৬ জুলাই ২০১৪ ০৯:১৭641301
  • "বেলুড় শ্রমজীবি হাসপাতাল!!! যাব্বাবা!! ওরা আন্দোলন করল যে সিঙ্গুর প্রজেক্ট বন্ধ করতে হবে!! ওদের ঘোষিত কাজ কি ছিল?"

    দেখুন সন্দেহ পিশাচ মন অন্য কথা বলতে চায়। গোলমাল হলে "দলীয়" কর্মীরা আহত-নিহত হতে পারে সেজাতীয় কোন "পুর্ব-পরিকল্পনা" অনুযায়ী মাওব্যথী ডাক্তাররা সিঙ্গুরের (ও নন্দীগ্রামে) লোক ক্ষ্যাপানোতে জড়িয়ে ছিলেন?
    নন্দীগ্রামের ঘটনার পরে এক ডাক্তারের দেওয়া অর্ধসত্য-অপসত্য তথ্য নিয়ে শহুরে মাওব্যথীরা বিস্তর ঘোঁট পাকিয়েছিলেন।
  • aranya | 154.160.226.53 | ১৬ জুলাই ২০১৪ ০৯:২৭641302
  • শিশু শ্রমের ব্যাপারটাই তো একটা ক্লাসিক কনফ্লিক্ট। আইনতঃ নিষিদ্ধ ১৪ বছরের (না কি ১২ বছর? ) নিচে কাউকে এমপ্লয় করা। অথচ কাজ না করলে খেতে পাবে না - বাংলাদেশের ঐ দুই বোনের মত
  • lcm | 118.91.116.131 | ১৬ জুলাই ২০১৪ ০৯:৩৪641303
  • অরণ্য,
    একদম, তবে ঐ দুই বোন অবশ্য সাবালক। কিন্তু পয়েন্টটা ওটাই।

    ক্যাপিটালিস্ট বিগ কর্প যদি এদেরকে এক্সপ্লয়েট করে, তো, প্রোটেস্ট মুভমেন্ট এদেরকে প্রতিবাদের গিনিপিগ বানাচ্ছে। গিনিপিগ না হলেও, কোলাট্যারাল ড্যামেজ তো বটেই।
  • cm | 127.247.113.7 | ১৬ জুলাই ২০১৪ ০৯:৪১641305
  • "প্রোটেস্ট মুভমেন্ট এদেরকে প্রতিবাদের গিনিপিগ বানাচ্ছে। গিনিপিগ না হলেও, কোলাট্যারাল ড্যামেজ তো বটেই।"

    এটা ততক্ষণ সত্যি যতক্ষণ ঐ প্রতিবাদীদের অল্টারনেটিভ নিয়ে কোন স্পষ্ট ধারণা নেই। সবাই খুচরো হেন তেন সমিতি/প্রতিরোধ/মঞ্চ বানিয়ে নেতা হওয়ার ধান্ধায়।
  • সিকি | 131.241.127.1 | ১৬ জুলাই ২০১৪ ০৯:৪১641304
  • যত পড়ছি তত আলোকিত হচ্ছি। :-)
  • সিকি | 135.19.34.86 | ১৬ জুলাই ২০১৪ ০৯:৪৩641306
  • ইয়ে, আমার আগের পোস্ট নটা সতেরোর পরিপ্রেক্ষিতে। :)
  • sch | 126.203.209.91 | ১৬ জুলাই ২০১৪ ০৯:৪৯641308
  • PT বাবু আপনি জ্ঞানী বুদ্ধিমান লোক - যখন "অঘোষিত কাজও থাকে। যেমন তিনোদের সঙ্গে মিটিন করা" এসব বলেন তখন কলেজসুলভ চ্যাংড়ামো বলে মনে হয়।

    রমলা চক্রবর্তীর "পথের পাঁচালী" বলে একটি NGO ছিল - তারা মহা সমারোহে জ্যোতি বসুর জম্মদিন পালন করতেন - ওটা কি apolitical কাজ ছিল? সি পি এম জমানায় পথের পাঁচালীর অনেক বিজ্ঞাপন দেখতাম - এখন আর দেখি না। সুভাষবাবুর কোনো এক শ্যালকের ছেলে গৌরবদীপ চক্রবর্তী। ২০১১ র বিধান সভা ইলেকশানের আগে দেখেছি - বেশ কিছু ফেস্তুন সেঁটেছিল সল্টলেক তিলজলা অঞ্চলে- যেগুলো ডাইরেক্টলি পলিটিক্যাল না - কিন্তু মেসেজের লক্ষ্য তিনোরা। তলায় নাম ছিল প্রচারে কি ভোরের সূর্য না সংঘ কি একটা, সম্পাদক গৌরব্দীপ। এটা প্রচারের খরচ কমানোর উপায় - কোনো সমস্যা নেই - কোনো NGO যদি মনে করে পলিতিক্যাল পার্টির সহযোগী হবে সেটা তাদের ব্যাপার।

    সিপিএম আমনে ছিল - এখন তিনো আমলে আছে, ক্লাব কালচারে অনেক বেশীই হয়তো - অনেকেই হয়তো আনুগত্য বদলেছে
    - বিজেপি এলে তাদেরও এরকম থাকবে - কিছু ধর্মীয় নামধারী সংস্থা।

    আমার নিজের চোখে দেখা উত্তর ভারতের একটি ধর্মীয় সংস্থা - অনেক বিদেশী সাহায্য পান - গুরুদেব/স্বামীজী যিনি তিনি ইংরেজী এবং হিন্দী দুটোই তুখড় বলেন, যথেষ্ট মডার্ণ, অনেক জনকল্যাণ্মূলক কাজ তারা করেন - কিন্তু সেখানে নানা পলিটিক্যাল লিডারের অবাধ যাতায়াত। এমনকি বাংলার এক প্রাক্তন রেল্মন্ত্রীকেও দেখেছি স্বামীজীর পায়ে মাথা রেখে মেরা কেয়া হো গিয়া বলে কান্না কাটি করতে। আমার মুখে বাংলায় কথা শুনে সাথে সাথে নিজেকে সামলে নিয়েছেন।

    অনেক -NGO র পলিটিক্যাল লিঙ্ক থাকে - কারণ তাতে টাকা পয়সা সুবিধা ইত্যাদি পাওয়া সহজ হয় - visibility বাড়ে - এতো স্বাভাবিক - খুব কম লোকই বুনো মোষ তাড়ায় অকারণে
  • lcm | 118.91.116.131 | ১৬ জুলাই ২০১৪ ০৯:৫৫641309
  • বিমান বসুর একটি ছিল - বিদ্যাসাগর ফাউন্ডেশন।
    সেটার ফান্ড রেইজিং-এর জন্যে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন বিমানবাবু।
  • dc | 132.164.253.151 | ১৬ জুলাই ২০১৪ ১০:০৯641310
  • "নিউক এনার্জি-র ব্যাপারে একটা ছোট পয়েন্ট - ফুকুসিমা বা চের্নোবিলের মতো দুর্ঘটনা না ঘটলেও কিন্তু হেলথ হ্যাজার্ড হয়, লোকাল লোকেরা অ্যাফেক্টেড হয় - পাই-এর জাদুগোড়া নিয়ে আর্টিকল-টায় যেমন বলা হয়েছে"

    অরন্য, পাই মানে যিনি এখন ব্যাগড়াপন্থী নামে লেখেন, উনি কি? ঃ) ওনার আর্টিকলটা পড়িনি। লিংক দিলে পড়ে দেখব। তবে ইন জেনারাল এটুকু জানি যে সব প্ল্যান্টেই হেল্থ হ্যাজার্ড থাকে আর লোকাল লোকেরা এফেক্টেড হয়। এমনকি শুধু ভারতেই না, সারা পৃথিবীতে। সব দেশেই যতোটা সম্ভব হেল্থ হ্যাজার্ড কমানোর চেষ্টা করা হয়। আর শুধু নিউক না, কয়লা, হাইড্রো সবেতেই হেল্থ হ্যাজার্ড আছে। এমনকি সোলার আর উইন্ডেও নাকি আছে, এখানে আলোচনা পড়ে জানতে পারলাম - আগে জানতাম না। তো নিউক, কয়লা, সোলার, হাইড্রো ইত্যাদি সবরকম প্ল্যান্টই দরকার, যতোদিন না একদম সেফ কোন টেকনোলজি কমার্শিয়ালি চালু হচ্ছে।
  • hmm | 131.241.218.132 | ১৬ জুলাই ২০১৪ ১১:১২641311
  • শুধু নিউক তো নয় NGO রা তাপবিদ্যুত প্রকল্প , তেল উত্তোলন ও বিরোধ করেছে যেমন উত্তরপূর্বে (গ্রিনপিস সুতো তেই দেখলাম ) । আয়রনি এই যে NGO দের ফেভারিট সাবজেক্ট যেমন সোলার এনার্জি সেক্টরেও ভারতে সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছে গুজরাট , মধ্যপ্রদেশ ,রাজস্থান ; উইন্ড এনার্জি (যদিও সিজনাল) , রেন ওয়াটার হার্ভেস্টিং এ তামিলনাড়ু ,PDS এ ছত্তিসগর।
  • ranjan roy | 69.161.78.110 | ১৬ জুলাই ২০১৪ ১১:৩২641312
  • অ্যাই লসাগু ও sch,
    কমরেড বিমান বসু ও কমরেড রমলাদির নামে অনৃতভাষণ বন্ধ করুন।
    আগে সিপিএম কে লেভি দিন, তার পর এসব বলার অধিকার জন্মাবে।ঃ)))
    আগেই শুনেছেন তো এনজিও হচ্ছে একস-নকু-মাও-সাম্রাজ্যবাদী দালাল ও তিনোদের দোকানদারি।
    কমরেড বিমান বসু এই মিলেনিয়ামে মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা। উনি যাবেন পাটকর-তলোয়ার-তিনোদের মত মার্কিন দেশের থেকে এনজিওর জন্যে ফান্ড চাইতে?
    হতে পারে না। লিং দিন।
    দেখেছেন তো, হলদিয়ার শেঠকে এনজিও করার জন্যে তাড়িয়ে দেওয়া হয়েছে। তবে কেন এসব কথা?
    ঠিক করে ভেরিফাই করুন। দেখবেন -ওই বিদ্যাসাগর ফাউন্ডেশনের কর্তা বিমান বসু আমাদের কমরেড নন। অন্য কোন বিমান বসু।কমবয়সের।
    এই বঙ্গে অনেক বাপ-মা আইকন বা রোল মডেলদের দেখে বাচ্চাদের নাম রাখে তো। আমাদের সময় অনেক গুলো সুভাষ- মোহন-গান্ধী-জওহর ছিল। এখন অনেক বিমান-বুদ্ধ-জ্যোতি আছে।
    আপনি লোক গুলিয়ে ফেলেছেন। বুজিদের মত কথা বলছেন।
    রমলাদিকে নিয়ে অপপ্রচারও সহ্য করব না।
    চিনে ফ্যামিলি প্ল্যানিং হতে পারে না। কারণ আমাদের মহান নেতা ও কান্ডারী মাও করেন নি।
    তেমনি সিপিএম এনজিও চালাতে পারে না। কারণ ইহা একটি বৈজ্ঞানিক মতাদর্শের পার্টি। এনজিও ব্যাপারটাই অবৈজ্ঞানিক, না ঘরকা না ঘাটকা। এই জন্যেই আমাদের পার্টি প্রোগ্রামে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি নিয়ে কোন কথা নেই।
  • cm | 127.247.114.117 | ১৬ জুলাই ২০১৪ ১২:২৩641313
  • নিখরচায় জ্ঞানও দিতে পারেন, তবে নিরপেক্ষতাটুকু যেন বজায় থাকে।
  • sch | 126.203.196.100 | ১৬ জুলাই ২০১৪ ১২:৩১641314
  • Ranjan দা রমলা চক্রবর্তীর পথের পাঁচালী নিয়ে কটা লিঙ্ক দেব, এই সার্চ রেজাল্টটা দেখুন
    https://www.google.co.in/?gfe_rd=cr&ei=uRfGU-mUKYXV8gfLg4DQBg&gws_rd=ssl#q=%22pather+panchali%22+jyoti

    জ্যোতিবাবু যে পথের পাঁচালীর সাথে ভীষণ জড়িয়ে তাতে সন্দেহ থাকবে না এগুলো দেখলে। আর গৌরবদীপের (টাইটেলটা ভটচায হবে, ভুল লিখেছিলাম, নন্দ ভচ্চাযর ছেলে ) NGO বা ক্লাব কি বলবেন জানি না - তার পোস্টার সল্টলেকে অনেকেই দেখেছেন।

    এতে ক্ষতি কি - করুক না - কোনো বাধা নেই তো
  • 8>)) | 69.93.207.114 | ১৬ জুলাই ২০১৪ ১২:৪৭641315
  • বলেন কি??!! এতগুলো মানুষ, এতগুলো মত, এতগুলো পোস্ট .... দেখে শুনে একটার মধ্যে "(নির্ভীক) নিরপেক্ষতা" বেছে নিলেই হল।

    (ঋণস্বীকার -"বলে কি? এতগুলো দেশ, এতগুলো রাজা, এতগুলো রাজকন্যে, দেখেশুনে বেছে নিলেই হল")
  • lcm | 118.91.116.131 | ১৬ জুলাই ২০১৪ ১২:৫৪641316
  • আমি ঠিক জানি না এই আলোচনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে এনজিও-র যোগাযোগ প্রসঙ্গ এসেছে। কিন্তু ভারতে NGO -র কথা আসলে, জেনারেলি যে সব সংস্থার কথা মনে আসে, সেগুলি মূলত সোশ্যাল ওয়ার্ক, ফিলানথ্রফি, চাইল্ড হেল্থ/এডুকেশন - এসব নিয়ে কাজ করেন যারা, তাদের সঙ্গে মেইনস্ট্রিম পলিটিক্স-এর তেমন যোগাযোগ নেই। থাকলেও শোনা যায় না। এবং তারা বেশ রেসপেক্টেড অর্গানাইজেশন। যেমন, CRY বা ASHA।
  • PT | 213.110.246.230 | ১৬ জুলাই ২০১৪ ১৩:৫৭641317
  • sch
    "যেমন তিনোদের সঙ্গে মিটিন করা" এসব বলেন তখন কলেজসুলভ চ্যাংড়ামো বলে মনে হয়।"

    আপনি কি মঙ্গল গ্রহ থেকে এলেন নাকি? এগুলো অত্যন্ত প্রাচীন খবর যার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশের জায়গা নেই। কেননা এসব সুজাত ভদ্রের নিজের মুখের কথা টিভিতে বহু আলোচিত। আমার আমার দেওয়া লিংটি আমার লেখা নয়।

    আপনার সিপিএমকে-কে গালাগাল দেওয়ার দরকার হলে দিতে থাকুন। কিন্তু তা দিতে সুজাত ভদ্র (এবং APDR)-এর সরাসরি বাম সরকার বিরোধী কাজকর্মকে ধামাচাপা দেওয় যাবেনা....এমনকি আমার বক্তব্যকে "চ্যাংড়ামো" আখ্যা দিলেও না।

    বোঝাই যাচ্ছে হোমওয়ার্ক না করেই তক্কে নেমেছেন।
  • sch | 126.203.221.42 | ১৬ জুলাই ২০১৪ ১৪:২১641319
  • আমি কি লিখেছি পড়েছেন?

    "সিপিএম আমলে ছিল - এখন তিনো আমলে আছে, ক্লাব কালচারে অনেক বেশীই হয়তো - অনেকেই হয়তো আনুগত্য বদলেছে
    - বিজেপি এলে তাদেরও এরকম থাকবে - কিছু ধর্মীয় নামধারী সংস্থা।"

    আমি তো বিজেপি-র উদাহরণও দিয়েছি।

    এখানে কি তিনোদের কথা বলি নি। আর গোটা লেখায় তো কোথাও বামফ্রন্টকে গালি দিই নি। একটা শব্দ বের করে দেখান যেটা গালি - তারপর উত্তর দেব

    আপনার সাথে তক্কো করতে কোনো হোমওয়ার্ক লাগে না - কারণ logic শব্দ-টা আপনার ঘিলুতেই নেই - সে আপনি যতবড়ো শিক্ষাবিদই হোন

    (এটা গালাগাল এবং পার্শনাল আটাক - সম্পূর্ণ সজ্ঞানে করলাম, দরকার হলে গালাগাল বলতে কি বোঝায় আরও বিশদে এখানে বুঝিয়ে দেব)
  • PT | 213.110.246.230 | ১৬ জুলাই ২০১৪ ১৪:২৭641320
  • "কারণ logic শব্দ-টা আপনার ঘিলুতেই নেই - সে আপনি যতবড়ো শিক্ষাবিদই হোন"

    গালাগাল গুরুতে নতুন কিছু নয়। যুক্ত পথ হারালেই খিস্তি শুরু হয়। যেমন ঘিলুতে logic আছে কি নেই বুঝে ওঠার আগেই "চ্যাংড়ামো" শব্দ্টি ব্যবহার করেছেন। আর ঐ সব শিক্ষাবিদ ইত্যাদি আমি কস্মিন কালেও দাবী করিনি। আপনাদের নিরপেক্ষ পান্ডিত্যের কাছে আমি একটি মাছি মাত্র।

    খিস্তিতে যে আপনার স্বাভাবিক দক্ষতা আছে সেটা এমনিতেই বোঝা যাচ্ছে। আপনি যদি সেটা লিখিত ভাবে প্রমাণ করতে চান সেটা আপনার ব্যাপার।
  • PT | 213.110.246.230 | ১৬ জুলাই ২০১৪ ১৪:৩০641321
  • **যুক্তি
  • কল্লোল | 125.242.162.155 | ১৬ জুলাই ২০১৪ ১৪:৩৩641322
  • সুজাত যখন সিপিএম বিরোধী এবং তৃণমূলের পক্ষে কথা বলছে তখন সে এপিডিআরের প্রাক্তন সচিব মাত্র। এপিডিআর তার কাজের ধরনেই সরকার বিরোধী। সে বাম বা তৃণ যাই হোক।
    প্রসঙ্গত, তৃণ সরকারে আসার পরই হাজরা মোড়ে এপিডিআরের মিছিলে হামলা করে তৃণ। কারন তারা সরকার বিরোধী ইস্যু নিয়ে মিছিল করছিলো।
    এপিডিআর কোনকালেই কোন রাজনৈতিক দলের সাথে কোন যৌথ অন্দোলনে যায় নি।

    বাম আমলে সুনন্দা দক্ষিণ কলকাতা এপিডিআরের সদস্য ছিলেন। যার ঘরের লোক সরকারে মন্ত্রী সেই যায়গা থেকে মানবাধিকার ইস্যুতে সক্রিয় সরকার বিরোধীতা কতটা কঠিন কাজ, সেত এখানে লিখে বোঝানো যাবে না। ভবানীপুর থানায় লক-আপে একজন সাধারণ বন্দীকে পিটিয়ে মারার মামলায় সুনন্দার পারিবারিক সমস্যা সত্ত্বেও পুলিশের হাতে খুন হওয়া মানুষটির ন্যায়বিচারের জন্য লড়াই আমি সামনে থেকে দেখেছি। ১৯৯৫/৯৬ সালের কথা। তখন তৃণমূল কোথায়? আর একজনের ভূমিকা ঐ কেসে অসাধারণ - ডঃ বিষ্ণু মুখোপাধ্যায়, আমাদের শিবাংশুর গুরুমানুষ।
    কে যে কাকে হোমওয়ার্ক করতে বলে ঠিক নেই।

    আজকে জ্ঞানবন্তকে যেভাবে প্রোমোশন দেওয়া হলো, তারপরেও যদি রুনুগুহনীয়োগীর বাম আমলে প্রোমোশনের কথা না মনে আসে, তো সেটা স্মৃতির বিশ্বাস্ঘাতকতা হবে। ক্ষমতা এরকমই। আমরা যারা মানবাধিকার কর্মী তারা সর্বদাই ক্ষমতার উল্টোদিকে থাকি।
    ঐ যে কুত্তা লগ্নে জন্ম আমাদের।
  • sch | 126.203.221.42 | ১৬ জুলাই ২০১৪ ১৪:৩৬641323
  • ফালতু বকছেন কেন? আপনার বক্তব্যকে বলা হয়েছে "কলেজসুলভ চ্যাংড়ামো", আর আপনাকে কটুক্তি করা মানে সি পি এমকে গালাগাল দেওয়া ? কবে থেকে আপনি আর সিপিএম এক?

    য়ালিমুদ্দিন মোহর দিয়ে জানিয়ে দিয়েছে - আপনিই সি পি এম?

    আপনি লিখলেন "আপনার সিপিএমকে-কে গালাগাল দেওয়ার দরকার হলে দিতে থাকুন।" কোত্থাও কোনো গালাগাল সি পি এমকে দেওয়া হয়েছে

    "যুক্তি পথ হারালেই খিস্তি শুরু হয়" কথাটা আরো একশো বার বলেছেন এর আগে নানা প্রসঙ্গে - যখনই যুক্তি দিতে পারেন নি। গুরুর কোনো ভাটে আপনি আসছেন জানলে যাওয়ার ইচ্ছে রইলো - সামনা সামনি গালাগালি ইত্যাদি দেওয়ার জন্যে
  • সাবধান | 233.29.202.164 | ১৬ জুলাই ২০১৪ ১৪:৩৮641324
  • শ্চ এর জন্যে । প্রভোক করা, অন্যদের তাতিয়ে দেওয়া, স্নায়ুর উপর উত্পীড়ন করা, গাল দিতে বাধ্য করা, এবং কেউ একটা সেরকম করে ফেললে, সেটাকে ক্যাশ করা, এটা খুব পুরনো রাজনৈতিক খেলা । আমরা সবাই জানি, শুধু মাঝে মাঝে শিকার হয়ে যাই, পরিস্থিতির চাপে । হীরকরানি এই খেলাটা পূর্বসুরীদের থেকে শিখেছেন । সাধু, সাবধান !
  • কল্লোল | 125.242.162.155 | ১৬ জুলাই ২০১৪ ১৪:৩৯641325
  • স্চ। সংযত হও। অযুক্তি বা বলা ভালো কুযুক্তির প্ররোচনা সামলে চলাই ভালো। ব্যাক্তি আক্রমণ একেবারেই কাম্য নয়।
  • sch | 126.203.221.42 | ১৬ জুলাই ২০১৪ ১৪:৪৪641326
  • জানি কল্লোলদা - সেজন্যেই একটাও অসাংবিধানিক শব্দ এখনো ব্যবহার করি নি - শুধু প্রতিশ্রুতি দিয়েছি - হীরক রানী আর বুদ্ধবাবুর মতো
  • সিকি | ১৬ জুলাই ২০১৪ ১৫:১৪641327
  • স্চ, কোনও লাভ আছে? ছেড়ে দাও। কিছু কিছু জিনিস আমার মনে হয় ইগনোর করাই ভালো। ফালতু মায়াপাতায় প্রভোকিত হয়ে মাথা গরম করে কী লাভ? কমদিন তো হল না, দীর্ঘদিন ধরে এই জিনিস দেখে আসছি।
  • PT | 213.110.246.230 | ১৬ জুলাই ২০১৪ ১৫:২১641328
  • কল্লোলদা
    ওটা তোমার ব্যক্তিগত ব্যাখ্যা। আমি তা নিয়ে তক্কে যাব না। আমার দেওয়া লিং-টায় দেখে নিও। অন্য ব্যাখ্যাও আছে। কেননা APDR আরো অনেকের সঙ্গে জোট পাকিয়ে সিঙ্গুরে সরকার বিরোধীতায় নেমেছিল।

    আর সুনন্দা রাতারাতি বদলে গেলেন? বিশ্বাযোগ্য ব্যাখ্যা? সুনন্দার রাজনৈতিক অবস্থান নিয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকলে মমতা সুনন্দাকে ঐ পদে নিয়োগ করতেন?

    জ্ঞানবন্তর "অপরাধের" (?) সঙ্গে গুহনিয়োগীর কৃতকর্মের আদৌ তুলনা হয়? এমন তো হতেই পারে যে জ্ঞানবন্ত নির্দোষ? নাকি সেটা মেনে নিলে এটাই মেনে নিতে হয় যে রিজানুরের মৃত্যুর সঙ্গে তৎকালীন সরকারের কোন উল্লেখযোগ্য যোগাযোগ ছিল না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন