এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১২৪৪১১ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 12.163.39.254 | ০৩ নভেম্বর ২০০৯ ২২:২১420911
  • পাইকে: সবকিছুই "দরকার' বলে পাঠ্যক্রমে থাকেনা। কিন্তু দ্বিতীয় একটা ভাষা শেখার, বিশেষ করে সেটা যদি বাধ্যতামূলক করা হয়, সেক্ষেত্রে "দরকার' এর প্রসঙ্গটা চলে আসে।

    বিভিন্ন ভাষা শেখার সব রকম অপশন থাকলে, এবং ব্যাপারটা ঐচ্ছিক হলে, তোমার সঙ্গে মোস্ট প্রোব্যাবলি আমার কোনো মতবিরোধ নেই।
  • Arpan | 122.252.231.12 | ০৩ নভেম্বর ২০০৯ ২২:২৫420912
  • অক্ষ, একটু ডেটা ঘেঁটে তোমার প্রশ্নের উত্তর দেবর চেষ্টা করব। এমনিতে বিশদ আইডিয়া নেই।

    ঈশানকে, আমি অফিসের বাইরে যে দোকান থেকে বিড়ি কিনি সেই মহিলা কন্নড় ছাড়া কিছু বোঝেন না। হিন্দি তো নয়ই। ওই ভাঙ্গা ভাঙ্গা ইংলিশে কাজ চলে। হিন্দি আমাদের তো দুজনের কারোরই মাতৃভাষা নয়। খামোখা কেন হিন্দি বলতে যাব?
  • a x | 143.111.22.23 | ০৩ নভেম্বর ২০০৯ ২২:২৭420914
  • নেচারে করেছে মানে নেচারেও করা যায়। কিন্তু এরকম হাজার হাজার ইউরোপ থেকে লোকজন আসছে, যাদের অসুবিধে হয়না। তারচেয়েও বড় কথ হীনমন্যতায় ভোগেনা। "ম্যানেজ" করে নেয়।
    শুধু ইংরেজি জানি কি না, বিদেশীদের মত উচ্চারণ করতে পারি কিনা, নির্ভুল বলতে/লিখতে পারি কিনা এগুলো আমরা অনেক বেশি গুরুত্ব দিই।
  • rimi | 24.42.203.194 | ০৩ নভেম্বর ২০০৯ ২২:২৭420913
  • ইশান, দক্ষিণ আমেরিকা কোন কলোনিয়াল হ্যাংওভার ঝেড়ে ফেলেছে? ওখানকার জাতীয় ভাষা স্প্যানিশ না? স্পেন দেশটা কোথায়? দক্ষিণ আমেরিকাতেই নাকি রে বাবা?

    আর উত্তর আমেরিকার কলোনিয়াল হ্যাংওভারের প্রশ্ন উঠছে কি ভাবে?

    কি জানি! আমার আবার সাধারণ জ্ঞান বেশ কম
  • Update | 12.163.39.254 | ০৩ নভেম্বর ২০০৯ ২২:৪৭420915
  • Name:dipuMail:Country:

    IPAddress:59.164.98.194Date:03Nov2009 -- 10:27PM

    ও হ্যা,ঁ অপ্পন্দা খুউউউব মিষ্টি করে হিন্দী বলে। মানে হিন্দীতে কাউকে বকাঝকা করলে মনে হয় যেন আদতে আর দুটো মিষ্টি প্লিজ খেয়ে নিন বলছে ;-)

    ------------------------------------------------------

    Name:IshanMail:Country:

    IPAddress:12.163.39.254Date:03Nov2009 -- 10:29PM

    তক্কোটা অকারণ দুটো আলাদা প্লেনে হচ্ছে।

    একটা দিক হচ্ছে, এখন ইঞ্জিরি না জানলে জীবনে উন্নতি করা অসম্ভব। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আমার ছানাকেও ইঞ্জিরিই পড়াতাম, দেশে থাকলে। কোনো সন্দেহ নেই। বা একটা নামী ইশকুলে দেবার চেষ্টা করতাম। রোজ সকালে বই ঘাড়ে করে যেত, আর হোমটাস্কের বান্ডিল নিয়ে ফিরত।

    আর অন্য দিকটা হচ্ছে, এই হোমটাস্কের বান্ডিল, এই ইঞ্জিরি শেখার প্রাণান্তকর চাপ, এগুলো সত্যিই আমি দিতে চাই কিনা। উপায় নেই বলে দিচ্ছি, সে ঠিক আছে, কিন্তু চাই না তো। একটু হাতপা ছড়িয়ে খেলাধুলো করে বড়ো হোক, ফাঁকতালে ভালো-ভালো জিনিসগুলো শিখে ফেলুক, এইটাই তো আমার দাবী।

    তা, সরকারের নীতিসমূহ এমন হওয়া উচিত, যাতে করে, "এখন' থেকে একটু একটু করে কোনো একদিন আমার "দাবী' গুলোতে রিচ করা যায়। তার মানে দুম করে একদিন সকালে ইংরিজি তুলে দেওয়া নয়। ইংরিজির কোনো দরকার নেই বলা নয়। কিন্তু ধাপে ধাপে কোনো এক ভাবে ঐ বেটার অল্টারনেটিভটার দিকে এগোনো। ধাপে ধাপে।

    ------------------------------------------------------

    Name:ArpanMail:Country:

    IPAddress:122.252.231.12Date:03Nov2009 -- 10:29PM

    এইবার ধর আইআইটিতে ভারতের নানা রাজ্য থেকে ছাত্ররা পড়তে আসে। তো, তাদেরকে সবার নিজেদের মাতৃভাষায় পড়ার সুযোগ দিতে হবে? মানে ধর, মেঘালয় থেকে এক আদিবাসী মেয়ে এল পড়তে। সে গারো বা খাসি ভাষায় পড়বে। এটাই তো দাবি, তাই না?

    ------------------------------------------------------

    Name:ArpanMail:Country:

    IPAddress:122.252.231.12Date:03Nov2009 -- 10:30PM

    বকাঝকা আমি ইংরেজিতেই ভাল করি। বিশ্বাস না হলে প্রোজেক্টের ছানাদের জিগ্যেস কর। কলোনিয়াল হ্যাংঅওভার। :-)

    ------------------------------------------------------

    Name:IshanMail:Country:

    IPAddress:12.163.39.254Date:03Nov2009 -- 10:33PM

    রিমিকে: আমেরিকা, মানে ইউএসএ ব্রিটেনের একটি কলোনি ছিল। যুদ্ধ ফুদ্ধ করে স্বাধীনতা লাভ করে ১৭৭৬ সালের ৪ ঠা জুলাই। সেটাকে বলে ইন্ডিপেন্ডেন্স ডে। এই নামে একটি ইংরিজি ফিলিমও আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ঐদিন আমরা এখানে ছুটি পাই। সব্বাই।

    আমারও অসাধারণ জ্ঞান কমই, তবে ছুটির ব্যাপারটা ভুলিনা।

    ------------------------------------------------------

    Name:dukheMail:Country:

    IPAddress:117.194.232.227Date:03Nov2009 -- 10:33PM

    ইয়ে, মধু সাধুখাঁ কি ফ্রাইডে আইল্যাণ্ড ইস্কুলে না পড়ানৈ ভালো । মাস্টার ছাত্র দু দিকেই ড্রপ আউট বেড়ে যেতে পারে ।

    ------------------------------------------------------

    Name:ArpanMail:Country:

    IPAddress:122.252.231.12Date:03Nov2009 -- 10:34PM

    তো? না হয় কিছু ইংরেজি শব্দের বানাম নিজেদের মত করেও নিয়েছে। উচ্চারণও। (আমরাও করেছি)। তারপর?

    ------------------------------------------------------

    Name:dipuMail:Country:

    IPAddress:59.164.98.194Date:03Nov2009 -- 10:36PM

    হোহো হাহা হিহি। টইয়ের সেই রোগটা আবার দেখা দিয়েছে। একটু পরে এই সব পোস্ট উড়ে যাবে।

    ------------------------------------------------------

    Name:axMail:Country:

    IPAddress:143.111.22.23Date:03Nov2009 -- 10:36PM

    কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলায় M.Sc দেওয়া যায়। অন্তত যেত। আমার প্রচুর বন্ধু দিয়েছিল, কেমিস্ট্রির পরিক্ষায় তাই পাশের খাতা থেকে ইম্প্রম্পটু ট্রান্সলেট করে লিখতে গিয়েই তো শেষ করতে পারলাম না।

    ------------------------------------------------------

    Name:piMail:Country:

    IPAddress:72.83.213.179Date:03Nov2009 -- 10:37PM

    আর এখানে ভাষা আর সাহিত্য ও বারবার এক ই সাথে চলে আসছে।অসেটা ঠিক না।
    বাংলা শেখার সাথে অন্য কিছু কোথায় এক করলাম ? মানে ভাষা শেখার সাথে তো করি নাই। সাহিত্য চর্চা শিক্ষা নিয়ে বলেছি।
    বালা সাহিত্য চর্চাও কি বেড়ে ওঠার অঙ্গ বলছো ?

    আর অন্য ভাষা কাজের কি কাজের না সেই ডিবেটটা চলুক।
    তবে কাল ই তো বল্লাম রিমিদিকে, রিসার্চের কাজে কিন্তু এটা তেমন কোন সমস্যা না। যাই তোমার নিজের ভাষায় সব রিসোর্স থাকে। আর এটা তৈরি করতে ই বা অসুবিধে কি ?
    তবে চোস্ত না হলেও , একটা 'কাজ চালানোর' মত তো জানতেই হয়। ইন্টারপ্রিটার নিয়ে সেমিনার দেওয়াটা বাড়াবাড়ি। বা ইন্টারন্যাশ্যানল কোন কনফারেন্স অ্যাটেন্ড করা, বহুভাষাভাষী পৃথিবীতে কম্যুনিকেশনের জন্য একটা কমন কিছু তো থাকতেই হবে। সেটা তো 'কাজের জিনিস' ই । আর সেটা তো শিখতে হবেই। কাজ চালানোর মত ই হোক নাহয়।

    ------------------------------------------------------

    Name:rimiMail:Country:

    IPAddress:24.42.203.194Date:03Nov2009 -- 10:39PM

    ওহো তাহলে ইন্ডিপেন্ডেস ডে থাকলে আর ঐদিন ছুটি পেলেই কলোনিয়াল হ্যাংঅওভার কেটে গ্যাছে বলা যায়? তাহলে তো ভারতেও .......:-)))))

    আমেরিকাতে তাহলে যে ইংলিশ যে জাতীয় ভাষা সেটা ব্রিটেন থেকে আসে নি?? নেটিভ আমেরিকানরা কি এই ইংলিশেই কথা বলত? নাকি কিছু কিছু স্প্যানিশ আর ফ্রেঞ্চ কলোনিগুলো ইংরিজির আমদানি করেছে? যে ব্রিটিশ ব্যাটারা আমেরিকাকে কলোনি বানায়ে রাখছেল তারা কি নিজের দেশে ফিরে গেছে শেষ পর্যন্ত? গুগুলকাকু কি বলেন?
  • PT | 203.110.243.21 | ০৩ নভেম্বর ২০০৯ ২২:৫০420916
  • @ Sibu

    ১। বাংলার থেকে ইংরিজিতে ভাল জিনিশ অনেক বেশী এই তুলনামুলক ব্যাপারটা খাচ্ছি কিন্তু গিলছি না। ইংরিজি না শিখে যদি ফরাসি শিখতেন তাহলে হয়ত আরো বেশী ভাল কিছুর সন্ধান পেতেন। যেমন ধরুন শেক্ষ্‌পীয়রের নাম কলকাতার ফুটপাথে বসে থাক লোকজনও জানে, কিন্তু Johan August Strindberg-র নাম জানেন বা এঁর লেখা পড়েছেন এমন মানুষ খুব কম পাবেন। সেই কলোনিয়াল হ্যাওভার।

    ২। বাংলাভাষা সেই হাতে হলুদ-মশলা মাখা মায়ের মত-অফিসের বন্ধুদের সামনে বের করতে অস্বস্তি লাগে কিন্তু জ্বরের সময় মাথায় জলপটি দেয়ার জন্য দরকার হয়।

    ৩। নব্বই শতাংশ লোক সম্বন্ধে আপনার ভাবনাটিও খাচ্চি কিন্তু গিলছি না। প্রচন্ড গরমে গাদাগাদি ভিড় passenger train-এ অন্ধ ভিখারীকে-""চোখের আলোয় দেখে ছিলাম চোখের বাহিরে""-গাইতে শুনেছি।
  • Arpan | 122.252.231.12 | ০৩ নভেম্বর ২০০৯ ২২:৫২420917
  • ঈশনের যুক্তি বুঝলাম না। ছোট বয়স থেকে একাধিক ভাষা শিখলে চাপ পড়ে অনেক কম (হ্যা, স্কুলের উপযুক্ত পরিকাঠামো থাকলে)। আর প্রাণান্তকর চাপ, হোমওয়ার্ক, স্কুল ব্যাগের বোঝা ইত্যাদি কি অন্য বিষয়ে কিছু কম পড়িয়াছে? খামোখা ইংরেজির দিকে বন্দুক তাগ করা কেন? বরম, ধর যদি ক্লাস ফাইভ অব্দি বেসিক ইংরেজি শিখিয়ে তারপরে বিষয়টাকে ঐচ্ছিক করে দেওয়া হল। যার ইচ্ছে শিখবে, যার ইচ্ছে নয় সে অন্য কিছু শিখবে। এইটা তো অনেক লজিক্যাল হত, নয়কি?
  • Du | 65.124.26.7 | ০৩ নভেম্বর ২০০৯ ২২:৫৪420918
  • অক্ষ যেটাকে হীনমন্যতা বলছে, আর শিবুদা যেটাকে উল্টো দিক থেকে ধাক্কা দিচ্ছেন সেই ব্যাপারটা না থাকলে ইংরিজি শেখা, না শেখা দুটোই ভাল, কিন্তু জীবনমরণের ব্যাপার হয়ে দাঁড়ায় না।
  • Arpan | 122.252.231.12 | ০৩ নভেম্বর ২০০৯ ২২:৫৮420919
  • অক্ষদা, এইটা দেখ। আউটসোর্সিং স্কোরকার্ড। ২০০৭-এর হিসেব। রোমানিয়া অনেক পিছনে।

    http://bwnt.businessweek.com/interactive_reports/global_outsourcing/

    এইটা শুধুই আউটসোর্সড কাজের হিসেব। সফটওয়্যার ডেভেলপমেন্ট অন্য জিনিস। তার অনেক ভাগ উপাবিভাগ আছে। সেইটার জন্য তেমন ইংরেজি না জানলেও চলে যায়।
  • aka | 168.26.215.13 | ০৩ নভেম্বর ২০০৯ ২২:৫৯420921
  • সামারি সামারি

    ১। ভারতে কি কলোনিয়াল হ্যাংওভার আছে?

    হ্যাঁ আছে। হিন্দির সাথে ইংরিজিও অফিশিয়াল ভাষা।

    ২। ইংরিজি জানার কি কোন দরকার আছে?

    হ্যাঁ আছে। প্রথমত দেশে চাকরি পাবার জন্য আবশ্যিক। দ্বিতীয়ত আন্তর্জাতিক বাজারে ইংরিজির প্রাধান্যর কথা মাথায় রাখলেও আবশ্যিক।

    ৩। ক্লাস সিক্স থেকে ইংরিজি পড়ানো এবং লার্নিং ইংলিশ কারিকুলাম কি ভুল ছিল?

    হ্যাঁ ছিল নইলে আর চেঞ্জ করবে কেন।

    ৪। কলোনিয়াল হ্যাংওভার কি কাটিয়ে ওঠা উচিত?

    এইটা ডিবেটবল। ইংরিজি না জানলে উচ্চশিক্ষায় অসুবিধা আবার বিদেশি ভাষা খামোকা শেখার ও শেখানোর হ্যাপাও অনেক। কিন্তু ঐ আন্তর্জাতিক বাজারের কথা ভাবলে শেখানোই উচিত। কিন্তু কটা লোক আর আন্তর্জাতিক বাজারে যাবে? তাই যদি কলোনিয়াল হ্যাংওভার কাটিয়ে ওঠা যায় নুন্যতম সরকারি কাজকম্মো কোন একটা অন্য ভাষায় করা যায় তাহলে ভালই। তখন ইংরিজি অপশনাল করে দেওয়া যাবে। কিন্তু তার আগে ইংরিজি তোলার চেষ্টা না করাই ভালো।

    জয় হিন্দ।
  • pi | 72.83.213.179 | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:০২420923
  • আমারো মতে, প্রাইমারীর পর ব্যাপারটা ঐচ্ছিক করে দেওয়া অনেক বেটার। আর এমনিতেও তো প্রাইমারীতে এখন বোধহয় পাশ-ফেল নেই। তাই তখন তো বাধ্যতামূলক ইংরাজী রাখা যেতেই পারে।
  • a x | 143.111.22.23 | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:০২420922
  • অর্পণ আউটসোর্সিং মানে তো সোয়েট শপ'ও। মানে যেখানে নাইকে জুতো বানাচ্ছে, বানানা রিপাব্লিক জামা বানাচ্ছে।
  • Ishan | 12.163.39.254 | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:০৩420924
  • আমেরিকার ইংরিজি আদতে ব্রিটেন থেকে এসেছে।

    লাতিন আমেরিকার স্প্যানিশ আদতে স্পেন থেকে এসেছে।

    আদিবাসীদেরকে বেসিকালি ফৌত করে দেওয়া হয়েছে। যারা টিকেই নেই তারা আর নিজের ভাষায় কথা বলবে কিকরে? ধরে নিতে হবে ইংরিজি স্প্যানিশ ইত্যাদি এখানকার লোকেদের মাতৃভাষা এবং তারা তাতেই কথা বলবে।

    এখানে আমার পয়েন্টটা হল, লাতিন আমেরিকানরা গরীব হলেও ইংরিজি শেখার জন্য ঝাঁপিয়ে পড়েনি। নিজেদের ভাষাতেই কাজ চালাচ্ছে।

    অবশ্য রিমির শুধু ইংরিজি নয়, ইউরোপিয়ান ভাষার শ্রেষ্ঠত্ব নিয়েই একটা আলাদা তত্ব থাকতে পারে। সেটা আমি জানিনা। :)
  • rimi | 24.42.203.194 | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:০৪420925
  • পাই, ব্যক্তিগত অভিজ্ঞতা, আমাদের ডিপার্টমেন্টে এই বছরই দুজন নতুন ফ্যাকাল্টি নেওয়া হল। আমি সার্চ কমিটিতে ছিলাম। রেসুমে আর পাবলিকেশনের রেকর্ড দেখে যাদের ক্যাম্পাসে ডাকা হল তাদের মধ্যে দুজন চৈনিক, একজন বাংলাদেশী। বাংলাদেশী মেয়েটি সবে পাশ করেছে, পাবলিকেশন বেশ কম অন্যদের তুলনায়। একজন চৈনিক বেশ বয়স্ক, তাঁর বিশাল পাবলিকেশন, বেশ ভাল ভাল। কিন্তু জব টকের সময়ে সেই চৈনিকের আদ্ধেক কথাই বোঝা গেল না। তিনিও আমাদের প্রশ্ন বিশেষ বুঝতে পারছিলেন না। অপর চৈনিকের অবস্থা এঁর চেয়ে ভালো হলেও বিশেষ ভালো না। বাংলাদেশী মেয়ের টক সবচেয়ে ভালো হল, অর্থাৎ সবই বোধগম্য হল। চাকরিটা প্রথমেই বাংলাদেশীকে অফার করা হল। কিন্তু এই রিসেশনের বাজারেও সেই মেয়ে আরো চার চারখানা অফার বাগিয়ে বসেছিল, সে এল না। অগত্যা আমরা দ্বিতীয় চৈনিক যার পাবলিকেশন সামান্য কম, কিন্তু কমিনিউকেশন সামান্য ভালো, তাকে অফার করলাম। সেও বেশি মাইনের অফার পেয়ে আমাদের ত্যাগ করল। শেষ অফার তাঁকেই করা হল যিনি একেবারেই ইংরিজি বলতে পারেন না। ইনি লুফে নিলেন, যদিও টাকা কম।

    এখন ইনি মানে জিনহুয়া এসেছেন, আমি ব্যক্তিগতভাবে এঁকে খুব পছন্দ করি, ভালো রিসার্চার। কিন্তু কমিউনিকেশন সমস্যার জন্যে হীনমন্যতায় ভোগেন বলে আমেরিকান কোলিগদের সঙ্গে বিশেষ কথায় যেতে চান না। এঁর অনেক মজার গল্প আছে। তার মধ্যে একটি:

    ভ্লাদিমির: আর ইউ টিচিং ইলেভেনোফাইভ?
    জিনহুয়া: নো, নো, নো। আই অ্যাম টিচিং ওনরি (ওনলি) ইলেভেনোফাইভ। :-)))
  • Ishan | 12.163.39.254 | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:০৬420926
  • অর্পণকে: আমি শুধু ইংরিজির দিকে বন্দুক দেখাইনি। পুরো ব্যবস্থাটার দিকেই বন্দুক দেখাচ্ছি। ইংরিজি তার একটা পার্ট।
  • a x | 143.111.22.23 | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:০৮420927
  • আবার জুড়ে দিল ইংরেজি না জানলে উচ্চশিক্ষায় অসুবিধে! একগাদা উদাহরণ দেবার পরেও।

    এবার আমি বলি কেন ইনফ্যাক্ট ইংরেজি শিখতেই হবে এই নিদান এবং কলোনিয়াল হ্যাংওভারের জন্য বিদেশে উচ্চশিক্ষাতে বরঞ্চ অসুবিধে? যে ফরাসী কিম্বা ইতালি ছেলে বা মেয়ে এখানে এসে কাজ চালানোর মত শিখে নেয়, বা হয়ত বা আসার আগেই একটা ক্র্যাশ কোর্স করে নেয়, তারা ভাঙ্গা ভাঙ্গা ইংরেজি তে কথা বলে, সেমিনার দেয়।
    আমাদের এই অত্যাধিক ইংরেজি তে নজর, প্রভুর উচ্চারণই সঠিক এই ভয়ে নার্ভাস হয়ে আন্ডারগ্র্যাড ক্লাস নিতে নাকানি চোবানি খায়, আলোচনায় অংশ গ্রহণ করতে ভয় পায়, ক্লাসে প্রশ্ন করতে ভয় পায়, মিশতেও পারেনা ঠিক করে। আরো দেখা যায়, এই ভারতীয়রা বেশির ভাগ ভারতের বিভিন্ন গ্রামের। শহরের না।
  • Sibu | 74.125.59.49 | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:১০420929
  • @PT

    আমার পোশ্নো হল ইস্কুলে বাংলা শেখানো নিয়ে। যে লোক মায়ের দরকার আছে মনে করে তাকে তো ইস্কুলে গিয়ে মায়ের আদর ও কদর শিখতে হয় না।

    ট্রেনের ভিখারী কিন্তু ইস্কুলে গিয়ে বাংলা শিখে 'চোখের আলোয়' গাইছে, এমন নয় বোধহয়।
  • rimi | 24.42.203.194 | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:১০420928
  • আরে ইশান কি মুশকিল!!! লাতিন আমেরিকার লোকজন ইংরিজি শেখার জন্যে ঝাঁপিয়ে পড়ে নি কারণ ইংরিজি কস্মিনকালেও ওদেশে কাজের ভাষা ছিল না। একে কি বলা যায় "কলোনিয়াল হ্যাংওভার একেবারে মুছে ফেলেছে?" একইভাবে উত্তর আমেরিকার উদাহরণ এক্ষেত্রে খাটে না।

    লাতিন আমেরিকার লোকেরা কিন্তু গরীব বলেই বন্যার জলের মতন উত্তর আমেরিকায় ছুটে আসছে, যেন তেন প্রকারেন এখানকার সিটিজেনশিপ পাবার জন্যে কি না করছে, ইংরিজি তো শিখছেই পেটের দায়ে!!!!! কিন্তু এগুলোকে ও কলোনিয়াল হ্যাংওভার বলা যায় না!! যায় কি?
  • dukhe | 117.194.224.171 | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:২০420930
  • ইস্কুলে বাংলা নিয়ে অত মাথা ঘামানোর কিসু নেই। ওসব ছোটলোকের ভাষা দুদিন পর এমনিই উঠে যাবে ।
  • Sibu | 74.125.59.49 | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:২৪420932
  • ঠিক। যতসব ঘুঁটেকুড়োনিদের ভাষা নিয়ে অ্যাত্ত ভ্যানতাড়া করার কি আছে? আমি তো ভাবছিলুম ইংরাজীও দরকার নেই। ক্লাস ওয়ান থেকে সি, জাভা আর সিকোয়েল শেখালেই অনেক।
  • Arpan | 122.252.231.12 | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৩৩420933
  • অক্ষদা, ঠিক বলেছ। আমি আউটসোর্সিং মানে বলতে চেয়েছিলাম শুধু হোয়াইট কলার জব। আইটি এবং আইটি এনাবলড সার্ভিসেস। এই ধর সিটিব্যাঙ্কের কলসেন্টার বা মেডিকাল ট্রান্সক্রিপশনের কাজ। এইগুলি কোনভাবেই সফটওয়্যার ডেভেলপমেন্ট নয়। সফট্‌ওয়ারেরও নানা শ্রেণী আছে। রুবি ডিজাইন করতে খুব কম ইংরেজি জানলেও চলে। কিন্তু একজন নর্থ আমেরিকান ক্লায়েন্টের আইটি ডিপার্টমেন্টকে অফশোরিং করতে গেলে কাজ চালানোর মত ইংরেজি জ্ঞান লাগবে অনেক বেশি। এইসব।

    তবে তুমি ঠিকই বলেছ, এই র‌্যাঙ্কিং সোয়েট শপকে ধরেই বলছে বোধহয়।

    তার থেকে এইটা পড়। :)

    http://en.wikipedia.org/wiki/Offshoring_IT_Services
  • Arpan | 122.252.231.12 | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৩৬420934
  • এইটা ইম্পর্ট্যান্ট:

    The choice of offshoring destination is often made according to cultural concerns. Japanese companies are starting to outsource to China, where large numbers of Japanese speakers can be found — particularly in the city of Dalian, which was Japanese-occupied Chinese territory for decades (this is discussed in the book The World is Flat). German companies tend to outsource to Poland and Romania, where proficiency in German is common. French companies outsource to North Africa for similar reasons.
  • PT | 203.110.243.21 | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৩৯420935
  • @ Samik

    বুদ্ধ-মমতার ওপরে দোষারোপটা বেড়ে লাগল। তাহলে আমার বা আর কারোরই কোনো দায়িত্ব থাকল না। অর্থাৎ নিজেকে ব্যাপক বুদ্ধিমান মনে করে একে না দিয়ে ওকে ভোট দিচ্ছি-লাল বা সবুজ আবির মাখছি-বিপদ বুঝলেই দোষ দাদা-দিদিদের। সেই হিশেবে তো গান্ধি-বাবার ঘাড়েও দোষ চাপিয়ে বলা যায় যে তিনিই ৪৭-এর সকল দাঙ্গার জন্য দায়ী।
  • Arpan | 122.252.231.12 | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৪২420936
  • অর্থাৎ কলোনিয়াল হেজিমনি দেখা যাচ্ছে ইন্ডিয়া ব্যতিরেকেও আরো অনেক ধুর জায়গাতেই আছে। কখনো ডালিয়ান, কখনো পোল্যান্ড, কখনো বা নর্থ আফ্রিকা।
  • Arpan | 122.252.231.12 | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৪৩420937
  • থুড়ি, হ্যাংওভার। ওই আর কী! :-)
  • a x | 143.111.22.23 | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৪৬420938
  • আরে এটা তো হবেই। আর ভারতের জনসংখ্যার জন্যও তো ইন জেনেরাল পার্সেন্টেজ বেশি হবে, নইলে তো ফিলিপিন্স থেকে হত, ৯০% লোক ইংরেজি জানে। এবার যে দেশ গুলো ইংরেজি জানেনা, তারাও এই কারণেই হুরুমুরি করে ইংরেজি শিখবে, অপর্না বলবে "হাই দিস ইস অ্যালিস, হাউ মে আই হেল্প ইউ"। আর যে যত কম পয়সা নেবে, এবং মার্কিন অ্যাক্সেন্ট যত ভালো বলবে সেই বাজার পাবে, ইহাই তো গ্লোবালাইজেশন ;-) এবার এই নিয়ে দুটো কথা তো বলাই যায়। কলোনি কি ঠিক একরকমের হয়? :-)
  • aka | 24.42.203.194 | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৪৭420939
  • ঐ রোমানিয়ার লোকটি ইংরিজি না পড়েই নেচারে পাবলিশ করে ফেলেছে সেটা অবিশ্বাস্য। ইংরিজি না জানলে সায়েন্স রিলেটেড কোন কিছুতেই খুব কিছু পড়া সম্ভব নয়। বলতে না জানলেও চলে। আই মিন সাহেবদের মতন। নিজের অ্যাকসেন্টেও বোধগম্য করে বলা যায়। সেটা নিয়ে কোন তর্ক নেই। কিন্তু ইংরিজি পড়তে বা লিখতে না জানলে প্রভূত অসুবিধা হয়।
  • Arpan | 122.252.231.12 | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৫৪420940
  • হু, সে তো বটেই। এইটাও দেখতে পারো।

    http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_English-speaking_population

    বলার কথা ছিল, আমরাই শুধু কলোনিয়াল হ্যাংওভারে আচ্ছন্ন নই। এই কথা শুনেই ঈশান বলবে, এইটা ফ্যাক্ট হতে পারে, কিন্তু আইডিয়াল নয়।

    ঘুমুতে গেলাম। :)
  • a x | 143.111.22.23 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:১২420943
  • হ্যাঁ এবার দেখ, আমার দেশের ১০%লোক ইংরেজি বলে। তাই তাদের মধ্যে থেকেই আইআইটি তেও যায়।

    এবার আমার কিছু প্রশ্ন আছে। ১) যখন পলিসি মেকিং হয়, তখন এই ১০% লোকের কথা ভেবে হওয়া উচিৎ না বাকি ৯০% লোকের কথা ভেবে হওয়া উচিৎ। এই ১০% লোকই আইআইটি যাচ্ছে, বিদেশে আসছে, আইটি তে চাকরি করছে, আমরা কেউই ইংরেজির জন্য স্কুল থেকে ড্রপ আউট করছিনা। এই ১০% আমরা। তো যদি আমাদের দরকার হয়, এমনকি প্রাইভেট টিউটর রেখে আমরা ইংরেজি শিখে নিতে পারব। কিন্তু যদি ইংরেজি কে আবশ্যিক না করলে, ঐ ৯০%লোকের মধ্যে আরেকটু বেশি লোক যাস্ট স্কুলে অন্তত কিছু ক্লাস অবধি পড়ে, সই করতে পারে, মুদির দোকানের হিসেব করতে পারে এই ভেবে, ইংরেজি বিষয় হিসেবে ঐচ্ছিক রাখা উচিৎ না রিকোয়ার্ড করা উচিৎ?

    ২) তাহলে ১০% লোকের শুধু পয়সা আছে বলেই তারা নিজেরা খরচ করে ইংরেজি শিখে নিয়ে ভালো ভালো ডিগ্রী পাবে আর চাকরি করবে? না, আর সেইজন্যই আরেকটু বেশি ক্লাসে, যেখানে শুধুমাত্র বেসিক নিডগুলো মেটানোর জন্যই না পড়াশোনা, সেখানে সরকারীভাবে ইংরেজি শেখানো হোক? পড়ানো হোক প্রাদেশিক ও ইংরেজি মিলিয়ে মিশিয়ে, লিখতে দেওয়া হোক নিজের ভাষায়?
    হ্যাঁ বেশি বয়সে শিখতে একটু অসুবিধে, কিন্তু বেশি বয়সে কি না শিখতে হয়েছে? আসামে সেপ্ট-জানু কত ইঞ্চি বৃষ্টিপাত হয়। এটা কোন কাজে পরে এসেছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন