এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১২৪৪১২ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 122.252.231.12 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:১৮420944
  • ৯০% লোক যাতে ওই ১০% হতে পারে, হয়ে ওই সংখ্যাটা বড় করতে পারে, সেইমত কাজ করা উচিত। চন্দ্রভান প্রসাদ যা বলেছেন আমি ১১০% একমত।
  • Arpan | 122.252.231.12 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:২৩420946
  • দ্বিতীয়ত, গত দশ বছরে টিয়ার টু সিটি থেকে প্রচুর ছেলেমেয়ের আইট ও আইটি এনাবলড কাজের দ্বারা কর্মসংস্থান হয়েছে। যেইটা আগে ছিল টিয়ার ওয়ান সিটির কিছু মুষ্টিমেয় জনতার কুক্ষিগত (বিদেশযাত্রা, সম্মানজনক মাইনে, জীবনযাত্রার উন্নতি)। কে বলতে পারে আগামী দশ বছরে গ্রামের থেকে ওই ক্ষেত্রে কর্মসংস্থান হবে না? হবেই এমন জোর করে বলা যায় না। তার অনেক কারণ আছে। কিন্তু কিছুটা হবেই।

    ব্যস, এবার ঘুমুতে গেলাম।
  • rimi | 168.26.215.135 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:২৩420945
  • ঠিক। আমেরিকার ইস্কুলগুলো থেকে অ্যালজেব্রা, ক্যালকুলাস এইগুলো তুলে দিলে কিম্বা ঐচ্ছিক করে দিলেই হয়। শুধুমাত্র এইসব অংকের জন্যে যে কতো ছেলেপুলে হাইস্কুল পাশ না করেই বার্গার ভাজতে যায় তা গুগুলকাকুকে জিজ্ঞেস করলেই জানা যাবে। ক্যালকুলাস অ্যালজেব্রা এইসব বিদঘুটে জিনিশপত্তর সাধারণ লোকের জীবনে কোন কাজে লাগে? যারা অংক কিম্বা বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা লাভ করবে তারা একটু বেশি বয়সে সহজেই এইসব শিখে নিতে পারে।

    আর অংকের ব্যপারে এই একই কথা ভারতেও প্রযোজ্য। অংকের জন্যে কি ইস্কুলে কম লোক ফেল করে? বিশেষ করে যারা প্রথম জেনারেশনে ইস্কুল যাচ্ছে?
  • a x | 143.111.22.23 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:২৫420947
  • তোমরা যারা বলছ যে ঐ লার্ণ ইংলিশের জাঁতাকলে পরে তোমাদের অনেক অসুবিধে হয়েছে, সেটা বাংলা মিডিয়ামে (মানে ইংরেজি শেখায়, কিন্তু আর সব বাংলায়) পড়লে হতনা? মানে আমি পড়েছি বাংলা মিডিয়ামে, আমার দাদা ইংরেজিতে। পরিষ্কার তফাৎ দেখতে পাই।

    অর্পণ, তাহলে তো সবরকমের সংস্কৃতি, সব সভ্যতা, সবই একটা মোনোলিথিক হওয়া উচিৎ। ৯০% লোকের ১০% 'র ভাষা শিখতে হবে, কিন্তু ৯০%লোককে তার নিজের ভাষা ব্যবহার করতে দেওয়া হবেনা। সারা পৃথিবী জুড়ে একটাই ভাষা, সবাই একই পোষাক পরে, সবাই কাঁটা চামচ দিয়ে খায়। এটাই এমপাওয়ারমেন্ট?
  • a x | 143.111.22.23 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:২৮420948
  • হ্যাঁ এই ডেটা গুলো পেলে তো ভালোই হয়, কত ছেলে মেয়ে অঙ্কের জন্য ড্রপ করছে, আর কজন ইংরেজির জন্য। ক্লাস ফাইভের মধ্যে।
  • Arpan | 122.252.231.12 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:৩০420949
  • দ্বিভাষিক হও না। কাজ চালাবার মত। কে বারণ করেছে? ওই ১০% লোকের খুব ছোট অংশ বাদ দিলে বাকিরা দ্বিভাষিক।

    আর ভারতীয় ইংলিশ আর সাবেকি ব্রিটিশ ইংলিশ কি এক? মনোলিথিক কেন হতে যাবে?
  • a x | 143.111.22.23 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:৩২420950
  • ভারতীয় ইংরেজির ভারতীয়ত্ব কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা দেখ নাই?! এবং ভারতীয় হবার জন্যই বিভিন্ন সিটআপ কমেডি শো'তে তাদের নিদর্শন দেখ নাই?
  • Arpan | 122.252.231.12 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:৩৭420951
  • কোথাকার টই কোথায় গড়ায়। তুমি কী বলতে চাইলে ঠিক বুঝিনি। মার্কিন অ্যাক্সেন্টের কথা বলছ? সেটা তো পেটের দায়ে, তাও যারা কলসেন্টারে কাজটাজ করে। তারা বাইরেও থোড়ি ওইরকম।
  • Sayantan | 159.53.78.142 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:৪০420952
  • তৃণমূলে ইঙ্গরাজি অবলুপ্তির সঙ্গে অ্যাক্সেন্টের কি সম্পক্কো, আমাকে বুঝিয়ে দেওয়া হোক।
  • Ishan | 12.163.39.254 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:৪৩420954
  • উফ অনেক দূর এগিয়ে গেছে। :)

    প্রর্থমে রিমিকে।

    এক। আমি এটা মেনে নিলাম, যে, ভাষার প্রশ্নে ভারতের সঙ্গে লাতিন আমেরিকার পিকচার এক নয়। কারণ ওখানে প্রভুর ভাষাই নেটিভদেরও ভাষা। এগ্রিড।

    দুই। তাহলেও ব্যাপারটা যেটা দাঁড়াল, সেটা হল, "কাজের ভাষা' ব্যাপারটা জাস্ট অভ্যস্ততার। যেখানে স্প্যানিশ চলে এসেছে সেখানে স্প্যানিশ চলছে। বাংলা চালালেও বাংলা চলবে। (পেটের দায়ে যে মেক্সিকানরা বর্ডার ডিঙিয়ে এসে ভাঙা ইংরিজিতে কথা বলে, তাদের কথা এখানে ধরছিনা, ওরকম বাংলাদেশী ইমিগ্র্যান্টরা মুম্বাইতেও করে থাকে)।

    তিন। বাংলা চালালেই যখন চলবে, তখন বাংলায় বইপত্তর ইত্যাদি অনুবাদ করে চালানোর চেষ্টা করতে আপত্তি টা কোথায়? সেটা অবাস্তব কেন? এই উত্তরটা এখনও পাইনি।

    বাকি কথা পরে।
  • Du | 65.124.26.7 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:৪৭420955
  • ঠিক অক্ষ। আমি তো ক্লাশ এ থেকে ইংরিজী বাংলা দুটোই পড়েছি, কিন্তু ইংরিজী কি বাংলায় এখানকার কারো চেয়েই ভালো নই।

    হ্যাঁ, ঠিকঠাক লিখতে পড়তে পারি, তা প্রথম পাঁচটা ক্লাশে ইংরিজি ( আমি ওয়ান আর ফোর আদৌ পড়িনি) না পড়ে সেটুকু আর কার হয়নি?
    পুরো মিডিয়ামটাই আলাদা হলে অনেক পার্থক্য। চিন্তাটাই তখন ইংরিজীতে এসে যায়। স্বভাবত: বাংলাটা তখন একটু বদলে যায়।

  • Arpan | 122.252.231.12 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:৫০420956
  • মিডিয়ামটাই পুরো ইংলিশ করে দেওয়া হোক, এই দাবি বোধহয় এইখানে কেউ করেনি। করেছে কি? (সভ্যতা, সংস্কৃতি মনোলিথিক হবার প্রসঙ্গে বল্লাম)
  • Sibu | 74.125.59.49 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:৫৩420957
  • ঠিক কথা। চালালেই যখন চলে তখন বাংলা তুলে দিয়ে ইংরাজী নয় কেন? খরচ অনেক কম হবে। বাংলা টীচার লাগবে না, গুচ্ছের বইপত্তর, ম্যানুয়াল এইসব অনুবাদ করতে হবে না, এমনকি তখন সাহেবদের দেশে বাসন মাজার কাজ ক্লাস টেন পাশ করেই পাওয়া যাবে (এখন যেটা মেক্সিকান আর ওপি-১ পাওয়া বাংলাদেশীরা করে)।
  • Arpan | 122.252.231.12 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:৫৪420958
  • তবে আম্রিকানদের মন দিয়ে অংকটংক শেখানো উচিত। আজ কংকল ছিল। ডিএসটি চেঞ্জ হবার ফলে সময়ের ব্যবধান কত দাঁড়াবে কিছুতেই বোঝাতে পারি না। হতে পারে আমার ভারতীয় ইংরেজির দোষ, কিন্তু বাকিসব তো পটাপট বুঝে যাই, উভয় তরফেই। :-)
  • Ishan | 12.163.39.254 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:৫৬420960
  • অপ্পনের লিংক দেখলাম। বিশ্বের ১৭ শতাংশ লোক ইংরিজি বলতে পারে। এর মানে কি? বাকি ৮০-৮২ শতাংশও শিখে নিক? :)
  • Sayantan | 159.53.110.144 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:৫৬420959
  • হুঁ। অংকে যথেষ্ট গবেট।
  • Arpan | 122.252.231.12 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:৫৭420961
  • কমরেড! ৮০-২০ রুল পড়েন নাই? ওই ২০% লোকের হাতে আছে ৮০% ক্ষমতা।
  • Ishan | 12.163.39.254 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:৫৯420962
  • রাইট। এই পলিটিক্সটা নিয়েই তো কোচ্চেন।
  • Arpan | 122.252.231.12 | ০৪ নভেম্বর ২০০৯ ০১:০০420963
  • আপনি কোচ্চেন করেন। আমরা কাজ করি। গুডনাইট।
  • rimi | 168.26.215.135 | ০৪ নভেম্বর ২০০৯ ০১:০৫420966
  • ইশান,
    দুই।
    ক: লাতিন আমেরিকাতে একটাই ভাষা, তা স্প্যানিশ। কিন্তু ভারতে এতগুলো ভাষা। বাংলা চালালে চলবে অবশ্যই, কিন্তু সীমাবদ্ধ হয়ে যাবে সুযোগ সুবিধা। ইংরিজি ভালো জানা থাকলে একজনের জীবনে অপশন অনেক বেড়ে যায়, সে ল্যাতিন আমেরিকার হোক বা ভারতের।
    খ: স্প্যানিশ ভাষা লাতিন আমেরিকাতে কলোনাইজেশনের ফলেই এসেছে, ঐ ভাষা বহুবছর ধরে চলে আসছে। ভারতে বা প:বঙ্গে উল্টোটা। এখন বাংলাকে প: বঙ্গের ভাষা হিসাবে চালাতে হলে কি পরিমাণ অর্থ, সময় এবং শ্রম ব্যয় করতে হবে? এমন একটা দেশ দেখাও যেখানে বহু প্রচলিত কাজের ভাষা বদলিয়ে আঞ্চলিক, সীমাবদ্ধ ভাষাকে প্রসারিত করার চেষ্টা করা হয়েছে?

    আমরা পিছনে হাঁটব কেন? ফ্রান্স, ইতালী ইত্যাদি দেশের শিক্ষার পরিকাঠামো, কাজের ও শিক্ষার সুযোগ সুবিধা ইত্যাদি সমস্ত কিছু খতিয়ে না দেখে, শুধুমাত্র ওরা ক্র্যাশ কোর্সে ইংরিজি শিখেও নোবেল আনছে বলে আমাদেরও সেটা ফলো করতে হবে - এটাই খানিকটা শ্রেষ্ঠত্বের প্রতি আমাদের অন্ধ আনুগত্য নয় কি?

    হতেই পারে যে বাংলাকে উচ্চশিক্ষার ভাষা হিসাবে বাধ্যতামূলক করে দিলে বাংলার মানুষেরা জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে। কিন্তু সেটা করতে হলে তার পিছনে যে সময়, যে পরিমাণ গবেষণা, যে পরিমাণ মেধা এবং সর্বোপরি অর্থ ব্যয় করতে হবে - তা কোথায়? প্রমাণ কোথায় যে ইংরিজি তুলে দিলেই মানুষের শিক্ষার হার, চিন্তার মৌলিকতা বাড়বে? তথ্য কোথায়? তথ্যের বিশ্লেষণ কোথায়? জাতি হিসেবে আমরা গুগুলি করে তর্ক করে সময় কাটাতে বেশি ভালোবাসি, আর একে তাকে দেখে আলপটকা সিদ্ধান্ত নিতে ভালোবাসি। আমরা যদি এতই পরিশ্রমবিমুখ, তবে এই আমাদের ভবিষ্যৎ। এর মধ্যেই ইশানের তিনের উত্তর খানিকটা আছে। আরো ডিটেলসে বলতে পারি, গুগুলিই করছি যখন। তবে আপাতত পড়াতে যেতে হবে। চলিলাম।

  • a x | 143.111.22.23 | ০৪ নভেম্বর ২০০৯ ০১:০৮420967
  • অ আম্রিকানরা অংকে গবেট? কজন আম্রিকান ফিল্ড'স মেডেল পেয়েছেন?
  • Sayantan | 159.53.110.144 | ০৪ নভেম্বর ২০০৯ ০১:১১420968
  • আ: আবার রেগে যায়! জেনারেলাইজড স্টেটমেন্টের যুগ চলছে না?
    যদি এটা ক্যুইজের প্রশ্ন হয় তো অন্য কথা।
  • a x | 143.111.22.23 | ০৪ নভেম্বর ২০০৯ ০১:১৫420969
  • রেগে যাব কেন? এটাও বাজারে খুব চলে তো। অথচ থিওরেটিকাল ফিজিক্সে, অংকে আম্রিকানদের নাম একটু বেশিই দেখতে পাই।

    আমার ক্লাসে একবার একটি বছর ৪০ বয়সের মহিলা এসেছিলেন, তিনি ২০ বছর বাদে আবার পড়াশোনা করছেন। তাকে সারফেস ও ভল্যুমের তফাৎ বোঝাতে আবার একটি বেলা লেগেছিল, ক্লাসের বাইরে। তার থেকে আমি ধরে নিতেই পারি আম্রিকানরা অংক বোঝেনা।
  • Ishan | 12.163.39.254 | ০৪ নভেম্বর ২০০৯ ০১:১৯420970
  • ক: জীবনের অপশন বেড়ে যাবার যুক্তিটা ঠিক হজম হলনা। অন্য একটা উদাহরণ দিয়ে বলি। ধরা যাক ছাত্রাবস্থায় কোনো একটি পার্টি করলে জীবনের অপশন অনেক বেড়ে যায়। চাকরি বাকরি তে সুবিধে হয়, উচ্চশিক্ষায় সুবিধে হয়। সেগুলো লুজ করতে চায় না বলে অনেকেই সেই পার্টি করে। এই পর্যন্ত আমি মেনে নিতে রাজিই আছি। কিন্তু স্রেফ অপশন বেড়ে যায় এই কারণেই সমস্ত লোকের আজীবন এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই পার্টিই করা উচিত এবং করে চলা উচিত, এটা একটা সুবিধেবাদী যুক্তি। এটা মেনে নিতে পারলাম না।

    খ: চেষ্টা হয়েছে এরকম দেশ আছে। হাতের কাছেই আছে। বাংলাদেশ। ওরা পুরোটা পারেনি ঠিকই। কিন্তু ভাষার জন্য একটা যুদ্ধ করেছে। দেশে সেই ভাষা চালানোর প্রবল চেষ্টা করেছে। আমাদের মতো গয়ং গচ্ছ যাহা চলিতেছে-তাহাই-ঠিক মানসিকতা নিয়ে চুপচাপ বসে থাকেনি।
  • a x | 143.111.22.23 | ০৪ নভেম্বর ২০০৯ ০১:২০420971
  • রিমিকে - হাইস্কুলে অংক তো ঐচ্ছিক আমাদের দেশেই। যারা অংক করতে চায়, তারা অংক পড়ে, যারা ইতিহাস পড়তে চায়, তাদের কেউ কেউ পড়েনা।
  • Du | 65.124.26.7 | ০৪ নভেম্বর ২০০৯ ০১:২১420972
  • অংক জানেনা মোটেও নয়, ও দুটো দেশে থাকেনি বলে।
  • Du | 65.124.26.7 | ০৪ নভেম্বর ২০০৯ ০১:২৪420973
  • ওহ, এই নামের সূতোয় যে অক্ষ আর ঈশানের কথায় কথায় সাথে একমত হতে পারবো কোনদিন ভেবেছিলাম?!!
  • Sayantan | 159.53.78.142 | ০৪ নভেম্বর ২০০৯ ০১:২৯420974
  • অংকে ঐ স্তর পর্যন্ত যাঁরা যান, জেনারেলাইজেশন তাঁদের নিয়ে নয়। একই গ্রেডের দুই ইক্যুয়াল অপারচুনিটিপ্রাপ্ত পড়ুয়ার মধ্যে কম্পেয়ার করলে ব্যাপারটা বোঝা যায়।

    আচ্ছা, ইএসপিএন'এর স্পেলিং বী'র কটা এপিসোড দেখেছিলাম। প্রতিটাতেই ভারতীয় বংশোদ্ভূত ছানাপোনারা মোটামুটি ফাইনাল পর্যন্ত আসে।

    প্রশ্ন: বাচ্চাদের মনে, ব্রেন ডেভেলাপমেন্টের এমন একটা স্টেজে যখন ইংরেজি আর এসপারান্টোর কঠিনত্ব সম্বন্ধে কোনও আইডিয়াই থাকে না, তখন সহজ-কঠিনের ব্যাপারটা কোত্থেকে আসে? নাকি শিক্ষিত পরিবারের কোনও বাচ্চা কখনও ইংরেজিতে ড্রপআউট করে না?
  • aka | 24.42.203.194 | ০৪ নভেম্বর ২০০৯ ০১:৩২420977
  • আমেরিকায় দুটো এক্সট্রিম - এক যারা বুদ্ধু টাইপ, আর দুই সুপার হিরো। মাঝামাঝি খুব একটা নেই। আনলাইকলি দেশের আইটি আমেরিকান আইটিতে অধিকাংশই বুদ্ধুদের দল। ওদিকে দেশের আইটিতে ক্রিম। এদের মধ্যে যা পার্থক্য, অর্পনের কথায় সেই অভিযোগ। আমেরিকায় বুদ্ধিমান লোকের অভাব নেই। কিন্তু তারা আইটির থেকে বেটার জব করে ইন জেনারেল। :))

    এবারে ঈশানকে অফস্ট্যাম্পের ওপর একটা হাফভলি দিই। কলোনিয়াল হ্যাংওভারে অসুবিধা কি?
  • a x | 143.111.22.23 | ০৪ নভেম্বর ২০০৯ ০১:৩২420975
  • হ্যাঁ সায়ন্তন, কিন্তু ঐ তোমার বলা প্যারামিটারটাই মেন্টেন্ড হয়না। কম্পেয়ার্ড হয় ভারতীয় ক্রীমের সাথে জেনেরাল আমেরিকানের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন