এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইংল্যান্ডের রানীর হীরক জয়ন্তী

    Su
    অন্যান্য | ০৩ জুন ২০১২ | ১৪৭৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Su | 96.146.144.113 | ০৪ জুন ২০১২ ০৩:০২550270
  • রানী মানে এখানে বিজনেস-- মানে লক্ষ্মী নানা রকম ব্যবসা। ট্যুরিজম থেকে ফ্যাশন জুতোসেলাই থেকে চন্ডীপাঠ! বানিয়ার জাত ব্রিটিশ এতো বোকা তো নয় যে এমনি এমনি পুষবে!
  • পাই | 82.83.85.246 | ০৪ জুন ২০১২ ০৩:১৯550271
  • আর, মিডিয়ার ব্যবসা ?

    এইসব ব্যবসাপত্তরের একটু বিস্তারিত বিবরণ হোক না।
  • xi | 161.141.84.239 | ০৪ জুন ২০১২ ০৩:৫৪550272
  • দ্রি কে মিস করছি। কতদিন দেখি না। যারা চেনেন জানেন, তাঁদের কেউ একটু খপর করুন গো ওঁকে।
  • পাই | 82.83.85.246 | ০৪ জুন ২০১২ ০৪:২৩550273
  • কাশ্মীর নিয়ে অ্যাভারেজ ভারতীয় অ্যাপোলোজেটিক?
  • Su | 96.146.144.113 | ০৪ জুন ২০১২ ০৪:৪৮550274
  • ঐ দেখো পাই আবার ব্যবসার বিবরন দিতে বলে --
    বিরাট বড়ো সড়ো না লিখে কিছু ছোট্ট উদাহরন দিই - ধরো আমাদের রোজকারের এক্ষপিরিয়েন্স- টেরেনে এই গত এক হপ্তা ধরে গিজ গিজ করচে ভিড়, আর তারা কে যে কোন ভাষায় কথা বলছে কেউ জানেনা! শুনে মনে হয় পর্তুগীজ - হমন্দিস্ত শিলনোড়া টাইপের ভাষা এরা সব এসেছে নৌবহর দেখবে বলে তার আগে লন্ডন ঘুরে বেড়াচ্ছে --
    ট্যুরিজম ছাড়া এদেশের বেচার আর কি আছে? তাও ট্যুরিজমের সবটাই তো রানী আর রয়াল্স দের নিয়ে।
    সব দোকানে দোকানে জুবিলী কেক জুবিলী কস্ট্যুম, জুবিলী খাবার প্লেট , পেন্টিং, জুবিলী লাঞ্চ, নীল সাদা লালে সাজাগোজা, এমনকি পেট (মানে ভুঁড়ি নয় কিন্তু) দের ও সাজানোর জন্যে তেড়েফুঁড়ে উঠে পড়েছে লোকজন! যতই হোক এতে তো টাকা পয়সা সার্কুলেট হচ্ছে। তারপরে নদীর ধারে ধারে সারা দেশ থেকে এবং পোস্ট কলোনির দেশ বা কমন ওয়েলথ থেকে ক্যান্সার রিসার্চ থেকে আরম্ভ করে বিভিন্ন চ্যারিটি থেকে বিরাট বিরাট দোকান দিয়েছে- ১০০০ জলযানের সাথে সারাদেশে আরো ৪৫০০ জলযান আজকের দিনে জলে নেমে পড়েছে প্রমোদ বিহারে। রানীর বয়সীদের মধ্যে রানী ফ্যাশন আইকন সেই মত সাজে সেজেছে বুড়িরা, জোয়ান মেয়ে বা ছেলেরা সাজছে ৫০ এর দশকের থীমে- সারাদেশ জুড়ে হুজুগ আর হুজুগ-- প্রচুর পয়সা মার্কেটে ঘুরছে- ছোট বড় ব্যবসা করে খাচ্ছে। আর মিডিয়ার কথা তো ছেড়েই দিলাম- গত ছ মাস ধরে মিডিয়া যা চালাচ্ছিল তার আজকে চূড়ান্ত -- ইন্টারন্যাশনাল মিডিয়া হাউস গুলো সব কাজ ফেলে চিয়াশি বছরের রানীর ছবি দেখিয়ে যাচ্ছে সারাদিন।
    আরো আছে কিন্তু এখন অনেক রাত গেল যে! দ্রি বাবুকে ডাকো না দিকিন
  • riddhi | 109.18.232.120 | ০৪ জুন ২০১২ ০৪:৫৩550276
  • ট্যুরিস্ম??? ইংল্যান্ডে প্রচুর ঘোরার জায়গা আ্চে, রাজবাড়ী তাদের মধ্যে যাস্ট একট। ওদের্কে পুষতে যা টাকা লাগে, তা ঐ নমো নমো করা টুরিস্ম পুষিয়ে দেবে?
    আর আমার তো মনে হয়, ওদেরকে তাড়ালে ট্যুরিস্ম এর ব্যবসা ডাবল বাড়বে।। পুরো খুলে দাও আমাদের ভিক্টোরিআর মত। গুছের লোক লোকে আরামে শন্তিতে ঘুরে ঘুরে দেখবে, দেয়ালে মালগুলোর জওয়ান বয়সের কিছু ছবি, ব্যস। বা এদেরকেই রেসিদেন্ত ভুতের চাকরি দিয়ে দাও, গাউন ফাউন পরে ঘুরে বেরাবে, ন্যাচারল অভিনয়।
    দু একটা খুচরো বলিউড ছবিও শুট হবে।

    এগুলো করলে লাভ হবে। এখন তো এক্গাদা টোটাল ওয়ার্থলেস লোক ঘাড়ের ওপর নি;শ্বাস ফেলেছে। পাতি একটা বড় স্পেস ওকুপাই করে বসে রয়েছে ।
  • Su | 96.146.144.113 | ০৪ জুন ২০১২ ০৪:৫৩550275
  • ও হ্যাঁ জুবিলী সুইম স্যুট, টাই বাচ্চাদের সমুদ্রের ধারে খেলার ফ্লাই ডিস্ক স্যান্ড বাকেট সব সব সব -- শুধু অন্তর্বাস টা এখনো অবধি দেখিনিকো
  • পাই | 82.83.85.246 | ০৪ জুন ২০১২ ০৪:৫৯550277
  • রেসিডেন্ট ভূতের চাকরির ভবিষ্যত ভালো।
  • Su | 96.146.144.113 | ০৪ জুন ২০১২ ০৫:০৩550280
  • ঃ) রেসিডেন্ট ভূতের আইডিয়া মন্দ নয়
    ডেভিড ক্যামেরন কে বলো না গিয়ে
  • একক | 24.96.60.155 | ০৪ জুন ২০১২ ০৫:০৩550278
  • ভারতীয় রা কিছু করবেনা ? ১৯৪৭ ইন্ডিপেন্ডেন্স একট অনুযায়ী রানীমা তো আমাদেরও হত্তাকর্ত্রী !
    ইন্ডিয়ার স্টেটাস তো ডোমিনিকান .
  • S | 109.26.200.89 | ০৪ জুন ২০১২ ০৫:১৩550281
  • কোথায় একটা দেখলাম ব্রিটিশ সরকার রানীমা আর চার্লসদাকে বছরে মোটে ৫০ মিলিয়্ন ডলার দেয় - আর রানীমার নেট ওয়ার্থ ৫০০ মিলিয়ন। আমাদের দেশের অনেক পলিটিশনদের তুলনায় তো বাচ্চা।
  • aka | 178.26.215.13 | ০৪ জুন ২০১২ ২২:৪৭550282
  • ভাবছিলাম থাক। কিন্তু ব্ল্যাংকিবাউকে এটা না বললেই নয়। ব্ল্যাংকিবাবু বলিলেন যে হিরোসিমা, নাগাসাকির দায় আমেরিকার আমজনতাকে নিতেই হবে। ঠিক এই চিন্তাধারা থেকেই কিন্তু হিরোসিমা-নাগাসাকি হয়েছে। পার্ল হার্বারের দায় বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দায় সাধারণ আমজনতা জাপানীকে তো নিতেই হবে, তালিবানদের তালিবানির দায় সাধারণ আফগানকে তো নিতেই হবে।

    হ্যাঁ গুরুর পাতায় খিল্লি এবং সরাসরি বোম এক জিনিষ নয়। কিন্তু ব্যপারটা এভাবেও দেখা যায় যে ভাবনার উৎস একই লজিক কিন্তু।
  • ব্ল্যাঙ্ক | 69.93.242.36 | ০৫ জুন ২০১২ ০১:২৬550283
  • দায় নেওয়া আর বোম দিয়ে উড়িয়ে দেওয়া দুটো কি এক জিনিস হলো? এই দুটোর মধ্যে যথেষ্ট চওড়া একটা লাইন আছে। এক্সট্রীম এন্ডকে উদাহরন হিসেবে ধরলে রেজাল্ট গুলো ঘেঁটে যাবেই।
    দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এমনিতেও আম্রিকায় জাপান বিরোধী হাওয়া প্রবল ছিল। আম্রিকান সরকার হাওয়া বুঝেই বোম মেরেছে। তো এই দায় কে নেবে ? আম্রিকা র দাদাগিরি এর পরেও তো কমে নি !!! শুধু তাদের মনে দুঃখু হবে বলে তাদের মুখের ওপর বলা যাবে না যে আধুনিক যুগের সবচেয়ে নরঘাতক জাতি হলো আম্রিকানরা।
    আর আকাদা যখন বলে যখন বলে আমেরিকান গন ভিয়েতনাম নিয়ে দুঃখিত, তখন জানতে ইচ্ছে করে যে ইরাক টা তালে হয় কি ভাবে !!!!!!
  • S | 139.115.2.75 | ০৫ জুন ২০১২ ০১:৩৯550284
  • ইরাককে মনে হয় অত্যন্ত ভুল আর বেয়াদপি বলে মনে করে।
  • aranya | 154.160.226.53 | ০৫ জুন ২০১২ ০২:২৮550285
  • আম্রিগান সরকারের একটা প্রভাবশালী অংশের সিদ্ধান্ত অনুযায়ী আফ্গানিস্তান, ইরাক বা অন্য কোন যুদ্ধ হলে তার দায় সমূদয় আম্রিকান নাগরিকের ওপর পড়ে না, যদি না কোন নাগরিক সেই যুদ্ধযাত্রাকে সমর্থন করে।
    তেমনই সিপিএম পার্টির কিছু লোকের মদতে নন্দীগ্রামের গণহত্যার দায় সব সিপিএম সমর্থকদের ওপর বর্তায় না, বর্ধমানে দুই সিপিএম নেতাকে পিটিয়ে মারার দায় আপামর তৃণমূল সমর্থকের ঘাড়ে চাপান যায় না, কাশ্মীর বা উত্তরপূর্বে ভারতীয় সেনাবাহিনীর অত্যাচারের দায় সব ভারতীয় নাগরিকের নয়, বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারের দায় যাবতীয় মুসলিম বাংলাদেশির নয় - ইত্যাদি।
  • aka | 85.76.118.96 | ০৫ জুন ২০১২ ০৬:১৮550286
  • ব্ল্যাংকি দায় নেওয়া বলতে কি বোঝায়?
  • MR | 80.122.243.167 | ০৫ জুন ২০১২ ০৬:৩৯550287
  • আম্রিকানগণ ভিয়েতনাম নিয়ে দুঃখিত কারণ ওখানে ডাহা হেরেছে। জিতলে কোন অসুবিধা ছিলো না।
  • Blank | 180.153.65.102 | ০৫ জুন ২০১২ ১২:৫২550288
  • নন্দীগ্রামে গনহত্যার দায় সব সিপিয়েম সমর্থকদের আর তার রিপিটেশান হওয়াটা তো অবশ্যই। বেসিকালি সিপিয়েম দলের পরিবর্তন হ্যান ত্যান, আলাপ আলোচনা, জমি নীতি নিয়ে চিন্তা ভাবনা এইসব হছে কারন সিপিয়েমের সমর্থকদের একটা বিশাল অংশ এটা চায় নি। তাদের বাইরের বা ভ্তেরের প্রতিবাদে আজকের পরিস্থিতি পাল্টেছে।
    কাশ্মীর নিয়ে দায় অবশ্যই সমগ্র ভারতবাসীর। আজ যদি কোনো সরকার বলে যে কাশ্মীর কে স্বাধীন করে দেবে, তো অন্তর্বর্তী নির্বাচন এসে যাবে। ভারত জুড়ে বিক্ষোভ শুরু হবে।
    বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারের দায় যাবতীয় মুসলিম বাংলাদেশীর, যারা এখনো আটকাতে পারে নি সংখ্যালঘু দমন।
    আম্রিকান জনগনের সাপোর্ট ছারা যুদ্ধ হয়ে যাচ্ছে শুধু কিছু প্রভাবশালি অংশের জন্য, এ কথা কি বিশ্বাস করা যায় !!! যে দেশটা সারক্ষন যুদ্ধু যুদ্ধু খেলে সে দেশের জনগন শান্তি প্রিয় আর যুদ্ধুর ব্যাপারে তাদের কোনো দায় নেই, এ শুনলে খ্যা খ্যা হাসি ছারা কিস্যু করার নেই।
  • সিকি | 132.177.9.47 | ০৫ জুন ২০১২ ১৩:০২550289
  • আচ্ছা ব্ল্যাংকির ওপরের পোস্টে আমেরিকাকে পাকিস্তান দিয়ে রিপ্লেস করলেও কি ব্যাপারটা একরকমই থাকে?
  • ঝিকি | 229.83.85.197 | ০৫ জুন ২০১২ ১৩:০৭550291
  • সিকি কি আমেরিকার গণতন্ত্র আর পাকিস্তানের গনতন্ত্রের তুলনা করছে? এটা আমের সাথে আমলকীর তুলনা হল না?
  • সিকি | 132.177.9.47 | ০৫ জুন ২০১২ ১৩:১০550292
  • ধুত্তেরি, গণতন্ত্র কোদ্দিয়ে এল?

    পাকিস্তানও তো ভারতের সঙ্গে যুদ্ধু যুদ্ধু খেলে, যখন তখন জিহাদি হামলা চালায়, কদিন আগেই মুম্বাইকে তছনছ করে দিয়ে গেল।

    তা হলে কি এটাই বটমলাইন যে পাকিস্তানের লোকজন শান্তিপ্রিয় নয়? তারা সবাই মনে মনে ভারতবিদ্বেষ পোষণ করে রেখেছে? যুদ্ধে জিহাদে সব পাকিস্তানির সাপোর্ট আছে? বা র‌্যাদার মেজরিটি পাকিস্তানির সাপোর্ট আছে?

    আমেরিকার জনগণ আর পাকিস্তানের জনগণ এক জিনিস নয়। এগ্রিড। এখানে গণতন্ত্রের স্কোপ কোথায়?
  • ঝিকি | 229.83.85.197 | ০৫ জুন ২০১২ ১৩:২১550293
  • গনতন্ত্র ছাড়া আর কি আসবে? পাকিস্তানের লোকজনের নিজেদের সরকার নির্বাচন করার পুরোপুরি ক্ষমতা আছে?
  • harmad | 132.248.183.1 | ০৫ জুন ২০১২ ১৩:২৯550294
  • সেটা কি এখন পশ্চিমবঙ্গেও আছে ?
  • ঝিকি | 229.83.85.197 | ০৫ জুন ২০১২ ১৩:৪৩550296
  • পঃবঃ আমি পুরোপুরি ছেড়েছি ১৪ বছরের-ও বেশী আগে। তার আগে ছিল না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। পরে কি হয়েছে তা যারা আছে তারাই ভাল বলতে পারবে।
  • Blank | 180.153.65.102 | ০৫ জুন ২০১২ ১৩:৪৩550295
  • স্কোপ টা গনতন্ত্রের ই। আম্রিকায় যদি সামরিক শাসন চলতো তাহলে আলাদা কথা ছিল। কিন্তু গনতান্ত্রিক আমেরিকায় সরকার সারাক্ষন জনগনের বিপক্ষে গিয়ে নিজেদের দায়িত্তে যুদ্ধু যুদ্ধু খেলে বেড়ায়, আর জনগন ভিয়েতনাম থেকে ইরাক - সব কিছু নিয়ে লজ্জা পায়, এ জিনিসটা যাস্ট হজম হলো না।
  • S | 109.26.200.89 | ০৫ জুন ২০১২ ১৩:৪৯550297
  • "Don't know much about America, do you Bubba?"
  • aka | 85.76.118.96 | ০৫ জুন ২০১২ ১৬:০৩550298
  • আমেরিকার গণতন্ত্রে একজন সাধারণ আমেরিকান কি করে ইরাক বা আফগানিস্তান যুদ্ধে সিদ্ধান্ত নেয়?
  • rajdeep | 230.227.106.153 | ০৫ জুন ২০১২ ১৬:২৬550299
  • সিদ্ধান্তলেনেওয়ালাদের নির্বাচন তো করে , চাঁদা দেয় , লেকচারের সময় তালিও দেয়

    গাধা বা হাতির বাইরে তো আজ অব্দি বেরোতে পারল না , তো হাতিও দেশে দেশে মানুষ খুন করেছে, গাধাও বোম মেরেছে

    Government "by" the people মন্ত্রের "পিপল" রা কক্ষণো দায় এড়াতে পারে না
  • প্পন | 214.138.240.254 | ০৫ জুন ২০১২ ১৬:৩২550300
  • ইরাক বা আফগানিস্তান নিয়ে কোন প্রতিবাদ হয়েছে? রাস্তায় নেমে? নাকি ভিয়েতনামের মত প্রচুর ইউএস সোলজার মারা গেলে তবে প্রতিবাদের ঢল নামবে?

    লজ্জিত যে কীভাবে বোঝা গেল?
  • aka | 85.76.118.96 | ০৫ জুন ২০১২ ১৬:৪৫550302
  • কমরেড প্পন পরে বলছি।

    প্রশ্নগুলো আবার রাখি

    ১। দায় কি করে নেওয়া যায়?
    ২। আমেরিকার গণতন্ত্রে ইরাক বা আফগানিস্তান যুদ্ধে সাধারণ লোক কি করে মতামত জানাবে?
    ৩। পাকিস্তানে যে মাঝে মাঝেই সামরিক শাসন চলে এবং উগ্রপন্থীদের বাসভূমি তার "দায়" কে নেবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন