এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১২৫৭৬১ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 122.160.114.84 | ০৮ অক্টোবর ২০০৯ ১০:১০420754
  • মৃদুলবাবু,
    পুরো ঘেঁটে গেলাম দাদা । আগে শুনছিলাম জমি/বাড়ি - এখন শুনছি শিল্পসংগ্রহশালা । ঐতিহাসিকদের মধ্যে এত মতভেদ আমি আদার ব্যাপারী সামলাই কী করে কত্তা?
    আমার আবার চ্যানেল আছে নাকি একটা? কোনটা মশায়? জানতামই না । আরে ছ্যা ছ্যা, তাহলে কী আর বসে বসে এই ছাতার চাকরি করি!
    - দুখে ('দুখী' নয়)
  • Bratin | 125.18.104.1 | ০৮ অক্টোবর ২০০৯ ১০:২১420765
  • কল্লোল দার সাথে ২০০% একমত।
  • su | 59.94.72.106 | ০৮ অক্টোবর ২০০৯ ১৩:২৬420776
  • কল্লোল,
    ব্যক্তিগত জীবন নিয়ে আমি আপনার সঙ্গে একমত হলাম না । এদের কাজ যদি আদিবাসী আন্দোলন না হয়, তাইলে কাজটা কি ? আমি ম্রিদুলবাবুর সঙ্গে একমত । রাজনীতি জদি করতেই হয়, খুলে বলে করুক । সিপিএম বিরোধিতা করতে হলে তাই খুলে বলুক । এতোদিন তো শুনতাম এরা সব নিছক ভাবাবেগে মানুষের জন্যে রাস্তায় নেমেছেন । তার পর তো প্রমান হল, ত্রিনমুলের হয়ে কাজ করাই এদের উদ্দেশ্য । তা মমতাদেবী প্রথম সুযোগেই অনেক প্রাইজ দিয়ে দিয়েছেন বৈকি । প্রাইজের লোভ বড় বালাই দাদা ।
    আর যাদের নামগুলো করলেন, তাদের শুধু বিশেষ বিশেষ সময় দরদ উথলে ওঠে কেন বলুন দেখি ।
    এখন পশ্চিমবঙ্গে একজন স্তালিন দরকার । সব কটা হিপোক্রিট কে কঠোর শাস্তি দিতে হবে । এই মানুষের দাবি । সে আপ্নারা যতই ওদের হয়ে কথা বলুন ।
  • subhabrata dey | 59.94.72.106 | ০৮ অক্টোবর ২০০৯ ১৩:৩২420787
  • যারা এই বুদ্ধিজীবিদের কার্যকলাপ সমর্থন করে কথা বলছেন তাদের বিপদের দিনে কি হবে তাই ভাবছি । পশিমব্‌ন্‌গকে জঙ্গল করে দিয়ে তেনারা তো বিলেত গিয়ে বসে রইবেন ।
  • a x | 75.53.198.45 | ০৮ অক্টোবর ২০০৯ ১৩:৩৬420798
  • মহাশ্বেতা আদিবাসীদের নিয়ে কাজ করেনি আগে? লালগড়েই প্রথম আলাপ হল এদের?
  • a x | 75.53.198.45 | ০৮ অক্টোবর ২০০৯ ১৩:৪৬420809
  • আগে জানতাম women should be seen, and not heard মানে নি:শব্দ চরণে ইত্যাদি। এখন জানলাম, অ্যাক্টিভিস্টদেরও নি:শব্দে কাজ করাই মানায়।

    আচ্ছা শুভাপ্রসন্ন একেবারে ঝাঁটের লোক, বাদ দিলাম। পল্লবটাও ক্যামন গান গায়, না সুর না কিসু। মহাশ্বেতা "শুনেছি" মাল খেয়ে পড়ে থাকত, আদিবাসী আন্দোলনের নামে।
    তো শঙ্খ বাবু? প্রতুল? জয়া মিত্র? বিভাস চক্রবর্তী? এনারা?
    কিম্বা ধরুন ঐ যে কাতারে কাতারে মানুষ নন্দীগ্রামের সময় হেঁটেছিলেন, তাঁরা? সব্বাইকে তৃণমূল প্রাইজ দেবে?
  • kc | 213.132.250.2 | ০৮ অক্টোবর ২০০৯ ১৪:২০420820
  • সেটাইতো কথা অক্ষ, ঐ কাতারে কাতারে মানুষগুলো ৭৭সালে কাস্তের সঙ্গে হেঁটেছিল, বিশেষকিছু না হওয়াতে এখন ঘাসফুলের সঙ্গে হাঁটছে। সাত বছর পরে আবার হয়ত অন্য কারুর সঙ্গে হাঁটবে। আশায় হাঁটে চাষা। হাঁটবে, হাঁটতেই থাকবে।
  • Blank | 170.153.65.102 | ০৮ অক্টোবর ২০০৯ ১৪:৪০420831
  • বাড়ি and শিল্প সংগ্রহশালা (or নয়)। দুটো আলাদা কেস। সংগ্রহশালার কেসটা নতুন।
  • a x | 75.53.198.45 | ০৮ অক্টোবর ২০০৯ ১৪:৫৮420842
  • কেসি, নাহ্‌ সেরকম কিছু হল বলেই তো হাঁটল :-)

    আমি তৃণমুল এলে কিছু সুদিন আসবে মনে করিনা, পূর্ণেন্দু বাবুদের নিয়ে চলতে হবে বলে, মমতা ব্যালেন্স বজায় রেখে চালাবেন এমনও মনে করিনা। এই পাতাতে অনেক আগেও লিখেছিলাম, এটা খুবই দু:খের যে বামেরা নিজেদের পিওরিটি বজায় রেখে, ছজন মিলে একটা ঘরে বসে ইন্ডিয়ান স্টেট আধা সামন্ততান্ত্রিক না আধা কলোনিয়াল সে তর্ক করে গেল, ওদিকে পপুলিস্ট রাজনীতির জেরে তৃণমূল মাস বেস গড়ল।

    কিন্তু দুটো জিনিস, এক, মনে করি একটা সিস্টেমে এটা থাকা দরকার, এই ভয়টা, যে আমি মাল ডেলিভারি না করতে পারলে, আমাকে ফেলে দেওয়া হবে, ও দুই,
    যাস্ট দ্য পসিবিলিটি। দুবছর আগেও আমি ভাবতাম, এরকমই চলবে, চলতেই থাকবে। এটা একটা কালেক্টিভ ডিপ্রেশন যেন। কিন্তু এখন একটা পসিবিলিটি এসেছে, যে যাই হোক, এরকমটা চলবেনা, এরকমটা যে চিরকাল চলেনা, সেই পসিবিলিটিটা।

    কাজেই হাঁটা তো ভালো। থেমে থাকার চেয়ে?
  • kallol | 220.226.209.2 | ০৮ অক্টোবর ২০০৯ ১৫:০০420854
  • সু - হ্যাঁ হ্যাঁ - স্তালিন, হিটলার, মোদী, তালিবান এসব মহাপুরুষদের খুবই দরকার। জনগনের ভালো এরা ছাড়া আর কেইই বা বোঝে। বিরোধীতা করেছো কি উড়িয়ে দাও। বেশ বেশ।

    হ্যাঁ - এদের কাজ কি? শুভাপ্রসন্ন - ছবি আঁকেন, অপর্ণা অভিনেতা/পরিচালক, সুমন সঙ্গীতজীবী, জয় গোস্বামী আর শঙ্খ ঘোষ কবি, কৌশিক সেন, বিভাস চক্রবর্তী, শাঁওলী মিত্র - নাটক করেন, পরমব্রত অভিনেতা, মহাশ্বেতা লেখক আর খেড়িয়া শবরদের নিয়ে কাজ করেন। এই এদের কাজ। এদের মধ্যে এক মাত্র মহাশ্বেতা আদিবাসীদের নিয়ে কাজ করেছেন। কিন্তু এরা সকলেই নানা সময় নানান ঘটনায় নিজেদের মত করে প্রতিক্রিয়া জানিয়েছেন। কখনো সেটা সিপিএম-এর পক্ষে কখনো বিপক্ষে।

    প্রাইজ কে না পেয়েছে, সুনীল, সৌমিত্র, মৃনাল সেন, তরুন মজুমদার, উৎপলেন্দু (গায়ক), সৈকত মিত্র, বিপ্লব চট্টোপধ্যায় সকলেই সরকারী নানান কমিটির মাথা, নানান পুরস্কার-টুরস্কার পেয়ে থাকেন।

    এই যেমন সুনীল - চিরকাল আবাপর ধামা ধরে এলো। যেই না দেশের সম্পাদকের গাজরটি হাতছাড়া হলো ওম্নি আজকালে ঢুকে বাম হয়ে গেলো।
    এই যেমন আজিজুল - নদীয়ায় বিপ্লব করতে গিয়ে সিপিএম খতম করে জেলে গেলো। তারপর ছাড়া পেয়ে আজকালে কলম লিখে সিপিএম প্রায় হয়েই গেলো।
    তো কি ? হতেই পারে।

    আর মানুষের কি দাবী সেটা আপনাকে কে বলে দিলো ? লোকসভা ভোট কি মানুষের দাবীর প্রতিফলন নয়! নাকি সব মানুষই ""গান্ডু""। না: স্তালিন, হিটলার, মোদী, তালিবান এসব মহাপুরুষদের খুবই দরকার।
  • r | 125.18.104.1 | ০৮ অক্টোবর ২০০৯ ১৫:০৪420865
  • একমাত্র কল্লোলদাকেই দেখলাম- সিপিএম, তৃণমূল, মাওবাদী, নকশাল- কোনো পক্ষেই নেই।

    শুধু বাবুদের পক্ষে। ;-))
  • kc | 213.132.250.2 | ০৮ অক্টোবর ২০০৯ ১৫:১১420876
  • হাঁটাতো ভালো বটেই। কিন্তু এরকম হাঁটা? যার শেষ নেই, এরকম? আর সিপিয়েমের এরকম হয়ে ওঠাটা অস্বাভাবিক নয় মোটেই, আপনারাতো পড়ুয়া মানুষ, তাই একটু নৃপেন চক্রবর্তী, হীরেন মুখার্জিদের লেখা পড়তে অনুরোধ করি।
    এই অবস্থা শুধরাবে, আর সেটা হবে এই লাল পার্টির সঙ্গেই। অবশ্যই ব্যক্তিগত বি:শ্বাস।
  • Samik | 219.64.11.35 | ০৮ অক্টোবর ২০০৯ ১৫:১৩420898
  • সেই তো কেসি, এই জন্যেই তো কবি কয়েছেন, অন্তবিহীন পথ চলাই জীবন।
  • Samik | 219.64.11.35 | ০৮ অক্টোবর ২০০৯ ১৫:১৩420887
  • সব কথার কি উত্তর দিতেই হয়, কল্লোলদা? :-)
  • kallol | 220.226.209.2 | ০৮ অক্টোবর ২০০৯ ১৫:২৮420909
  • শমিক - বেসিকালি ৬০-এর নকশাল তো। একটু অবুঝপানা থেকেই গেছে। ওটা এ জম্মে ঘুচবে না - তা সে সাব-অল্টার্ন/পোমো/পোকো/বাউল যে সঙ্গই করি না কেনো।
  • Arpan | 216.52.215.232 | ০৮ অক্টোবর ২০০৯ ১৫:৩৮420920
  • হক কথা। সেন্টারে একজন ইন্দিরা গান্ধী, স্বরাষ্ট্র দপ্তরে একজন ডোনাল্ড রামস্‌ফেল্ড আর স্টেটে একজন ছোটখাটো স্তালিন এই না হলে আর চলছে না!
  • h | 203.99.212.224 | ০৮ অক্টোবর ২০০৯ ১৬:১০420931
  • আচ্ছা সেলিব্রিটিদের নিয়ে এত কথা বলার কি আছে। তারা কি আদৌ ইম্পর্টান্ট? একজন-ও মমতার সঙ্গে না থাকলেও মমতা ভোটে জিততেন। মানুষে ভোট দিয়েছে। জনমত নির্মাণে কেউ এদের সিরিয়াসলি নেয়? সিপিএম যখন জিত্তো, লোকে কী বুদ্ধবাবু ভালো আবৃত্তি করেন বলে জিততো নাকি মানুষে ভোট দিত বলে জিততো। কেন যে এত চাপ এদের নিয়ে বুঝি না। ব্যক্তি হিসেবে রাজনীতিতে একটা পক্ষ নিয়েছেন। সেটা নিয়ে এত চাপের কী হল।
  • dukhe | 122.160.114.84 | ০৮ অক্টোবর ২০০৯ ১৬:১৬420942
  • চিন্তা করবেন না । স্তালিন আছেন । গুলিটুলি চালিয়েছিলেন । শুভাপ্রসন্নকে দু ঘা, পরমব্রতকে দু ঘণ্টার জেল উপহার দিয়েছিলেন । লোকসভা ভোটের পর গর্তে ঢুকে গেছেন । সময় হলেই বেরোবেন । একটু ধৈর্য ধরুন । ভরসা রাখুন । সবুরে মেওয়া ফলে ।
  • Arpan | 65.194.243.232 | ০৮ অক্টোবর ২০০৯ ১৬:৫৯420965
  • স্তালিন আর রামস্‌ফেল্ড কী করে একঘাটে জল খান সে নিয়ে দুশ্চিন্তায় পড়ারও কিছু নেই। আজকেই সিপিয়েমপন্থী একটি কাগজে নিবন্ধ ছাপা হয়েছে। যাতে বলা হয়েছে:

    ""এ কথা আজ স্পষ্ট, 'পুলিসি সন্ত্রাস বিরোধী জনগণের কমিটি' আসলে নিষিদ্ধ সংগঠন সি পি আই (মাওবাদী)-এর প্রকাশ্য গণ সংগঠন। এ কথা স্বীকার করেছেন ছত্রধরে নিজে ও মাওবাদী নেতারা। এই সংগঠনকে যাঁরা অর্থ, সামর্থ্য, পরামর্শ বা অন্য কোনওভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ সাহায্য করেছেন, তাঁরা অপরাধী। এই অপরাধীদের একটি বড় অংশকে জাতীয় মর্যাদা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেল দপ্তর। তা হলে ইনিও অভিযুক্ত হবেন না কেন? রাষ্ট্রদ্রোহিতার অপরাধে?''

    স্তালিনবাদীরা এই ক বছর আগেও সোনামুখ করে বলতেন মাওবাদীদের রাজনৈতিক মোকাবিলা করতে তাঁরা সক্ষম। কীভাবে সম্ভব মালুম হল এই ২০০৯ সালে এসে।
  • hobu rajar gobu montree | 59.161.186.75 | ০৮ অক্টোবর ২০০৯ ১৭:৩৩420976
  • এইডা দারুন দিসেন দাদা । লাইন ধরে হোবু রাজা থুরি রানী প্রাইজ দিল, গোটা সিনেমামহল স্টেজে উঠে হোবু রানীর নামে জয় জয়কার করল, মহাশ্বেতা থেকে সুপ্রিয়া কেউ বাদ গেল না । আর আপনেরা সেগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন দাদা ? আমি তো ভাবনায় আছি, এতো লোককে বসার জায়গা দিতে গিয়ে আমার গবু মন্ত্রীর জায়গাটা না হাওয়া হয়ে যায় ।
    স্টালিন আসার দরকারটা কি হে ? মমতাপন্থী স্টালিন কি কম পড়িয়াছে ? হক কথাডা হইল, রাজা থুরি রাণে হওনের আগেই দলের মধ্যে যত কোন্দল, দিকে দিকে তৃনমুলী ক্যাডারদের সন্ত্রাস । রাণী হয়ে সিংহাসনে বসে সামলাতে পারবে কি না সেই চিন্তা । তাই এখন থেকে কলকাতার মাথাগুলাকে হাতে রাখসে । ভালো-ই করসে । এ নিয়ে এত পাতা ভরানোর কি ?
  • hobu rajar gobu montree | 59.161.186.75 | ০৮ অক্টোবর ২০০৯ ১৭:৪০420987
  • ৬০ এর নকশালকে ৭০ এর নকশালের সেলাম । নন্দীগ্রাম সিঙ্গুর সব থেকে ভোটের লাভ নিয়ে মমতাময়ী যদি হাত ধুয়ে ফেলতে চান, তাইলে কি করা উচিত ?
  • dukhe | 122.160.114.84 | ০৮ অক্টোবর ২০০৯ ১৮:১৫420998
  • দেখুন, UAPA কালা কানুন । আমরা এর প্রতিবাদে গর্জে উঠছি । তবে মাঝেমধ্যে প্রয়োগ করি ।
    চাষী মজুরদের ওপর অত্যাচার আমরা কখনৈ মানব না । ওসব শ্রেণীশত্রুরা করে । তবে মাঝেমধ্যে গুলি চালাতে হয় ।
    কী করা যাবে - পরিবর্তিত পরিস্থিতি । সব সময় তো আর আদর্শ ধুয়ে জল খাওয়া যায় না । এসব একটু আধটু হতেই পারে । তারাপীঠে পুজূ দিতে পারি । ভগবান মানি না, কিন্তু বলা যায় না - যদি থাকেন, চটিয়ে লাভ কী ?
    তবে মূল বিষয় থেকে আমরা সরে আসিনি । মমতার নাম শুনলে আমাদের প্রত্যেকের পাঁজঞ্জুরিতে তিড়িতঙ্ক লাগে । ২৪ ঘণ্টা । নো এক্সেপশন । কারণ এটাই বামপন্থার মূল কথা ।
  • dukhe | 117.194.228.69 | ০৮ অক্টোবর ২০০৯ ২০:৩৬421009
  • ইয়ে, জমি অধিগ্রহণ আইনটাও ব্রিটিশ সাম্রাজ্যবাদের ফসল । ভুলেও ভাববেন না আমরা ওটা সমর্থন করি । তবে মাঝেমধ্যে - বোঝেনই তো ।
  • nakshal | 219.64.146.79 | ০৯ অক্টোবর ২০০৯ ০৭:৪১421020
  • মমতার নাম শুনলে তিড়িতঙ্ক লাগলে চলবে ? তিনিই তো পশ্চিমবঙ্গের ভবিষ্যত । ভোটে দেখছেন না দাদারা ? গেঁয়ো চাষা থেকে পিঁপড়ের ডিম খাওয়া আদিবাসিরা, বিদ্‌দ্‌বজন থেকে এই গুরুচন্ডালির পাতার সুশীল সমাজ মায় দুখেবাবু পজ্জন্ত মমতা চাইছেন । চুলোয় যাক সিপিয়েম । নিপাত যাক । কালো হাত গুঁড়িয়ে দাও ।
  • nitai | 117.200.81.248 | ০৯ অক্টোবর ২০০৯ ০৭:৪৮421031
  • মমতাকে বিশ্বাস করা যায় না । বুদ্ধিজীবিদেরও না । সিপিএম বত্রিশ বছরে যা করেছে মমতা আর বুদ্ধিজীবিরা মিলে তা বত্রিশ দিনে করে ফেলতে পারবে । আর যাই হোক, এই ভবিষ্যতের পশ্চিমবঙ্গের স্বপ্ন নকশালরা দেখে নি । আমার তাই ধারণা । একটা ওয়ান ম্যান পার্টি ওয়ান ওম্যান শো দেখিয়ে চলেছে । আকাট মহিলা । ঘেন্না ধরে গেলো ।
  • Bratin | 125.18.104.1 | ০৯ অক্টোবর ২০০৯ ০৯:৩৪421042
  • ৩২ বছরে রাজ্য টাকে শেষ করার বিশেষ কিছু বাকি নেই। তাই আমরা অন্য দিক টা ও দেখতে চাই। এর থেকে ও আর কত বাজে হতে পারে।
  • RNT Sir | 122.162.75.59 | ০৯ অক্টোবর ২০০৯ ০৯:৫৫421053
  • বোলতা কহিল এ যে ক্ষুদ্র মৌচাক!
    এরি তরে মধুকর করে এত জাঁক?
    মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
    আরো ক্ষুদ্র মৌচাক রচো, দেখে যাই ...
  • M | 59.93.223.250 | ০৯ অক্টোবর ২০০৯ ১০:৫৮421064
  • একটা ব্যাপারে একটু ঘেঁটে গেলাম,সেটা হচ্চে, মানে আমার অল্প স্বল্প পড়া থেকে যেটুকু জানি আর যেটুকু বুঝি, তাতে মহাশ্বেতাদেবীকে এরম মনে হয়েছিলো যে উনি খুব টাচি মানুষ, তবে ঘোড়েল কিছুতেই নয়,খুব ছোট থেকে ডানপিটে ছিলেন, আর সেটা বাড়ীর পরিবেশ ওনাকে বানিয়েছিলো, মানে একবার কোথায় পড়লাম, উনি তখন ছোট্ট টিনেজার মেয়েটি,ওনার তুতুল (বাবা)জানালেন তাঁরা পরিবার সমেত ইয়ে কোথায় মনে পড়ছে না, সিফট করে গেছেন,ওনাকে চলে আসতে, আর উনি তখন শন্তিনিকেতনে পড়েন, উনিও দিব্যি চলে গেলেন সেভাবে ডিটেইলস না জেনেই,ট্রেন লেট হওয়াতে মাঝরাতে নানান কান্ড করে যখন এই বাড়ী সেই বাড়ী করে একে তাকে জাগিয়ে বাড়ী পৌছালেন তখন তুতুল আর তাঁর মা তাকে বোলেছিলেন যে এসে পড়েছিস, এখন হাত পা ধুয়ে ভাইবোনদের সাথে ঘুমিয়ে পড়ো, এমনই ই ছন্নছাড়া বাপ মা পর্যন্ত্য, কিভাবে মেয়েটা এলো তা জিগায়নি, সেই সময়, যখন মেয়েদের মানুষ বলেই ঠিক মনে করা হতোনা, আর সমাজে মেয়ে নিয়ে প্রতিপদে চিন্তা করে চলতে হতো,কাজেই এ মানুষতো নিজেকে বাঁচিয়ে চলতে খুব একটা শিখবে না,র‌্যাদার অত্যন্ত স্বাভাবিক মানুষদের বোঝা একটু চাপের ও।আর তিনিতো বহুকাল গরীব, দলিত মানুষদের নিয়ে কাজ করছেন, তাঁদের সুখ ,দু:খ গুলো ছুঁয়ে দেখছেন বলেই জানি।

    এবার সত্যি কেচ্ছাটা ঠিক ঠাক জানতে চাই।আর কিছু ঠিক করে না জেনে কাউকে টেনে কেচ্ছা ছুঁড়ে দিলেই নিজেকে বিরাট কিছু প্রমান করা হয়ে যায় নাকি? সাধারনত: কাউকে ঝেঁঝে দিতে খারাপ ই লাগে। কিন্তু এটা ঠেকাতে পারলাম না।

  • shrabani | 124.124.244.109 | ০৯ অক্টোবর ২০০৯ ১১:৩৩421076
  • কেচ্ছাটা যে আসলে কেচ্ছা তা বলবে টা কে? যারা কেচ্ছা করছে তারা? আলোচনাগুলো কে এই জায়গায় নামিয়ে আনার কি খুব দরকার আছে? সেলিব্রিটীদের চেষ্টা করে দোষেগুণে আর পাঁচটা মানুষের মত মানুষ ভাবলে কি হয়!
    ওনার ওপর এতদিনকার যে শ্রদ্ধা আছে সেটা কেচ্ছা(? )জানলেই যদি চলে যায়......
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন