এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইংল্যান্ডের রানীর হীরক জয়ন্তী

    Su
    অন্যান্য | ০৩ জুন ২০১২ | ১৪৬৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | 214.138.240.254 | ০৫ জুন ২০১২ ১৬:৫৪550303
  • ১। নাজ়ি রেজিমের দায় কি জার্মনির সাধারণ লোকে নেয়নি? (যুদ্ধে হেরেছিল বলেই নিয়েছিল সেটা অন্য কথা)

    ২। ভিয়েতনাম যুদ্ধের সময় কী করে জানিয়েছিল? অকুপাই মুভমেন্টের সময় কী করে জানায়?

    ৩। মূলত পাকিস্তানবাসীদেরই। তবে লাদেনকে খাইয়ে দাইয়ে বড় করে তোলারও দায় থাকে। সে হাত ধুয়ে ফেললেই তো আর দাগ যায় না। কাশ্মীরে টেনশনের জন্য দায় ইন্ডিয়া আর পাকিস্তানেরই, সত্যি কথা, কিন্তু তার বাইরে কি কোন ঐতিহাসিক কারণ নেই?
  • aka | 178.26.215.13 | ০৫ জুন ২০১২ ১৭:৪০550304
  • ঠিক তৈমূর লঙ ভারত আক্রমণ করেছিল বলে তার "দায়" তো কয়েক শতাব্দী জুড়ে "মোল্লারা" নিয়ে চলেছে।
  • প্পন | 214.138.240.254 | ০৫ জুন ২০১২ ১৭:৪৬550305
  • এইটা কি নির্মল আনন্দের টইয়ে যাবে?
  • | 24.99.254.110 | ০৫ জুন ২০১২ ১৮:০০550306
  • ইরাক বা আফগানিস্তান নিয়ে সাধারণ আমেরিকাবাসী লজ্জা পায়?? কবে? কোথায়?
  • Blank | 180.153.65.102 | ০৫ জুন ২০১২ ১৮:১৮550307
  • ভুল ভাল সিদ্ধান্ত নিলে সেই সরকারকে ফেলে দিয়ে। যাতে পরবর্তি সরকার সেই সিদ্ধান্ত নিতে ভয় পায়।
    যুদ্ধের শুরু থেকে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো। চতুর্দিকে এত মিডিয়া, সেখানে এই টুকুনি প্রতিবাদ জানানো যায় না !!! আজ ও ইরাকে আম্রিগান সৈন্যরা দাদাগিরি চালাচ্ছে।
    এর বিরুদ্ধে রাস্তায় নামুক সাধারন মানুষ। ধুয়ে দিক ওবামাকে।
  • aka | 178.26.215.13 | ০৫ জুন ২০১২ ১৮:৫২550308
  • ওবামা ইরাক যুদ্ধ শুরু করে নি। কে শুরু করেছে?
  • aranya | 154.160.130.16 | ০৫ জুন ২০১২ ১৮:৫৬550309
  • ধরুন আমি আমেরিকান নাগরিক। আমি ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ বা যুদ্ধ ব্যাপরটাই সমর্থন করি না। এবার আমি রাস্তায় নেমে প্রতিবাদ করব না টেনিস খেলব, পাহাড়ে বেড়াতে যাব বা ওয়াইল্ড লাইফ সংরক্ষণের চেষ্টা করব না কোন গরীব বাচ্চাকে বাঁচানোর জন্য ফাণ্ড রেইজ করব বা দেশে গেটেড কমিউনিটিতে বাড়ী কিনব বা শুধু খাব আর ঘুমোব - মানে বুঝতেই পাচ্ছেন আমার সময় বা টাকা নিয়ে আমি কি করব তা সম্পূর্ণই আমার নিজস্ব প্যাশন, চয়েস ইত্যাদি, তাতে অন্য কারও কোন বক্তব্য থাকতে পারে না।
    রাস্তায় নেমে প্রতিবাদ না জানানোর মানে যুদ্ধ সমর্থন এবং তার দায় বহন - এ একেবারে বালখিল্য কথা।
  • প্পন | 226.52.215.232 | ০৫ জুন ২০১২ ১৮:৫৯550310
  • আরে সে করুন না। কিন্তু সাধারণ লোকে লজ্জিত এই দাবিটা কোদ্দিয়ে এল সেইটা বোঝার চেষ্টা করছি।

    এটাও তো একেবারে বালখিল্য দাবি।
  • Blank | 180.153.65.102 | ০৫ জুন ২০১২ ১৯:০৭550311
  • এগুলো করবো না, আবার কেউ বোম মারার কথা বল্লে লজ্জা পাবো !!! একি আজব কথা !!!
  • Blank | 180.153.65.102 | ০৫ জুন ২০১২ ১৯:০৭549823
  • বেসিকালি ঘরে বসে লজ্জা পেলে লোকে অমনি খিল্লি করবেই।
  • aranya | 154.160.130.16 | ০৫ জুন ২০১২ ১৯:০৮549824
  • সাধারণ লোকে লজ্জিত মানে প্পন নিশ্চয়ই মেজরিটি সাধারণ লোকের কথা বলছ - সেটা বোঝার জন্য তো ঐ ইস্যুতে রেফারেণ্ডাম দরকার - তেমন কোন স্টাডি হয়েছে কিনা জানি না।
  • aranya | 154.160.130.16 | ০৫ জুন ২০১২ ১৯:১৮549825
  • @ব্ল্যাংকি, আবারও বলি কে তার জীবনে কি করবে বা কতটা করবে সেটা একান্তই নিজস্ব পছন্দ। তোমায় যদি কেউ বলে নিজের আনন্দের জন্য পাহাড়ে বেড়াতে না গিয়ে সেই সময়টা নন্দীগ্রাম, কেশপুর বা ছোট আঙারিয়ার খুন হয়ে যাওয়া মানুষদের সাহায্যের জন্য ফাণ্ড রেইজ কর - সেটা কি ঠিক হবে?
    খিল্লি করতেই পার। আমায় দেখে তুমি খিল্লি করবে, আবার আমি, তুমি দুজনেই চাকরী করি, ভাল রেস্টুরেন্টে খাই, বেড়াতে যাই - এই বুর্জোয়া জীবনযাত্রা দেখে পার্টির হোলটাইমাররা খিল্লি করবে, এতো চলতেই থাকবে।
  • প্পন | 214.138.240.254 | ০৫ জুন ২০১২ ১৯:২৩549826
  • অরণ্যদা, ইন্টারন্যাশনাল কমুনিটির সাপেক্ষে খুব কম লোকই এখনো "লজ্জিত"। অবশ্য কে যে যুদ্ধ ঘটানোর জন্য "লজ্জিত" আর কে ভুলভাবে যুদ্ধ পরিচালনার জন্য "বিরক্ত" তা জানি না।

    এইটা দেখুনঃ

    http://en.wikipedia.org/wiki/Public_opinion_on_the_Iraq_War#International_opinion
  • Blank | 180.153.65.102 | ০৫ জুন ২০১২ ১৯:২৫549827
  • আমার বুর্জোয়া জীবনযাত্রা দেখে পার্টির হোলটাইমাররা খিল্লি তো করবেই। আমি যদি সেইটা না পাল্টে বলার চেষ্টা করি যে মনে মনে আমি পার্টি কর্মী, বাইরে বুর্জোয়া তো খিল্লি আরো বেশী হবে।
    আম্রিকান গনের যুদ্ধ নিয়ে লজ্জিত হওয়া ব্যপারখানা ঠিক তাই।
  • aranya | 154.160.130.16 | ০৫ জুন ২০১২ ১৯:৩৫549828
  • প্পন, দেখলাম। আমেরিকার বেশীরভাগ লোক ২০০৩-এ যুদ্ধ সমর্থন করেছে এটা হতেই পারে। বেশীর ভাগ লোক সমর্থন করলেও সেটা আমার মত মাইনরিটি আমেরিকান যারা সমর্থন করে নি, তাদের দায় হয় না - এটাই আমার বক্তব্য। যেমন সিপিএম পার্টির কিছু লোকের বিভিন্ন গণহ্ত্যার দায় সব সিপিএম সমর্থকের হতে পারে না বলেই আমার মনে হয়।
  • aranya | 154.160.130.16 | ০৫ জুন ২০১২ ১৯:৪৭549829
  • ওরে ভাই ব্ল্যাঙ্কি, অ্যাক্টিভিজম সবার আসে না, যেমন আমার আসে না। তা বলে আমায় ইরাক যুদ্ধের দায় নিতে হবে বা আম্রিকান সরকার এইসব যুদ্ধ করছে বলে আমার খারাপ লাগবে না - এটা কোন কথা হল।
    খিল্লি করা দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। আর এই 'আম্রিকান গণ' - টাইপের ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট করারও কোন মানে হয় না। প্রত্যেক মানুষের আলাদা অস্তিত্ব, নিজস্ব সুবিধা, অসুবিধা, পছন্দ, দায়বদ্ধতা ইত্যাদি আছে।
    তোমার বা অন্য কারো 'বুর্জোয়া' জীবনযাত্রা দেখে কেউ খিল্লি করলে আমার দুটো জিনিস মনে হবে -
    ১। খিল্লিকারী ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে না
    ২। খিল্লিকারীর মাথায় ঘিলু কিঞ্চিত কম আছে।
  • pi | 82.83.85.246 | ০৫ জুন ২০১২ ২০:০৯549830
  • আম্রিগার নির্মোহ টইতেও প্পনের এই প্রশ্নটা তুলেছিলাম। এখানকার স্কুল সিস্টেমে সব কিছু এত প্রশ্ন করতে শেখানো হয় বলা হয়, তাহলে এই ফরেন পলিসি নিয়ে সেভাবে প্রশ্ন তুলতে দেখিনা কেন।
    বারেবারে বলা হয় আম্রিগার ফরেন পলিসি আর আম্রিগার লোককে আলাদা ভাবে দেখতে হবে। কিন্তু এই ফরেন পলিসির দায় সত্যি কি এখানকার লোকে এড়াতে পারে ? দায় এড়াতে না পারা মানেই সবাই সমর্থন করেন এমন বলা হচ্ছে, তাও কিন্তু না।
    সমর্থন কি প্রতিবাদ, এই দুইয়ের মধ্যে প্যাসিভও থাকা যায়। প্যাসিভ থাকাটা কি ঐ অনেকটা অন্যায় যে সহে টাইপ কেস হয়ে গেল না ? কোন দায় কি তাঁদের থাকবে না ?
    পলিসি যাঁরা বানাচ্ছেন, তাঁদের ক্ষমতায় আনার দায় তো অন্তত থাকবেই। আর এমন তো নয়, ইলেকশনের অ্যাজেন্ডায় এসব কথা থাকে না। এসব কথা সেভাবে ইস্যু না করা হলে, সে দায়ও জনগণের উপর কিছুটা বর্তায় বই কি । এই নিয়ে বেশিরভগ লোকজন জাস্ট মাথাই ঘামায় না, বা আম্রিগা আর পাঁচটা দেশের সাথে কী করছে, করেছে তাই নিয়ে সচতন বা চিন্তিত নয়। অবশ্যই বেশ কিছু ব্যতিক্রম আছে।

    আর সমর্থনের শতকরা হিসেবের কথা আগে কেউ বলে দিয়েছে বলে সংখ্যাগুলো আর দিলাম না।
  • Blank | 180.153.65.102 | ০৫ জুন ২০১২ ২০:১৫549831
  • অরন্য দা,
    গুড গর্ভনেন্স টই খানায় বোধি দার লেখাগুলো পড়ো। ইন্ডিভিডুয়াল লেভেলে এই দুঃখু পাওয়া টাওয়া গুলোর কিস্যু দাম নেই। একটা গনতান্ত্রিক দেশের সরকার যুদ্ধবাজ, বহু যুগ ধরেই যুদ্ধ বাজ - এর একটাই অর্থ সে দেশের জনগনের যুদ্ধে সম্মতি আছে। তাতে কম সংখ্যক লোক বিরোধি হলো কিনা, সাদা পতাকা ওড়ালো কিনা সেই নিয়ে বাকি বিশ্বের লোকেদের বয়ে গেছে।
  • Blank | 180.153.65.102 | ০৫ জুন ২০১২ ২০:১৮549832
  • পিট সিগারের এই গানটা কদ্দুর পাল্টেছে এই যুগে।
    What did you learn in school today,
    Dear little boy of mine?
    What did you learn in school today,
    Dear little boy of mine?
    I learned that Washington never told a lie.
    I learned that soldiers seldom die.
    I learned that everybody's free.
    And that's what the teacher said to me.
    That's what I learned in school today.
    That's what I learned in school.

    What did you learn in school today,
    Dear little boy of mine?
    What did you learn in school today,
    Dear little boy of mine?
    I learned that policemen are my friends.
    I learned that justice never ends.
    I learned that murderers die for their crimes.
    Even if we make a mistake sometimes.
    That's what I learned in school today.
    That's what I learned in school.

    What did you learn in school today,
    Dear little boy of mine?
    What did you learn in school today,
    Dear little boy of mine?
    I learned our government must be strong.
    It's always right and never wrong.
    Our leaders are the finest men.
    And we elect them again and again.
    That's what I learned in school today.
    That's what I learned in school.

    What did you learn in school today,
    Dear little boy of mine?
    What did you learn in school today,
    Dear little boy of mine?
    I learned that war is not so bad.
    I learned of the great ones we have had.
    We fought in Germany and in France.
    And some day I might get my chance.
    That's what I learned in school today.
    That's what I learned in school
  • aka | 178.26.215.13 | ০৫ জুন ২০১২ ২০:২১549834
  • ব্ল্যাংকি বাউ, আগের প্রশ্ন আগে। ইরাক যুদ্ধ কে করেছিল?
  • aka | 178.26.215.13 | ০৫ জুন ২০১২ ২০:২৪549835
  • হ্যাঁ হানু এইরকম মনে করে নাকি হিরোশিমা নাগাসাকির দায় আমেরিকান জনগণকে নিতে হবে? হ্যাঁ হানু? সত্যি? মাইরি?
  • | 24.96.58.44 | ০৫ জুন ২০১২ ২০:২৫549836
  • লজ্জিত ফজ্জিত আবার কি! ইরাক বা আফগানিস্তানে ২ জন মরল কি দুশো লাখ মরল তাতে সাধারণ আমেরিকানের জাস্ট কিছু আসে যায় না।
  • aka | 178.26.215.13 | ০৫ জুন ২০১২ ২০:২৬549837


  • নন্দীগ্রাম নিয়ে আমার ভূমিকার থেকে বেশি বলেই মনে হল।
  • lcm | 79.236.168.56 | ০৫ জুন ২০১২ ২০:২৭549838
  • ...government of the people, by the people, for the people... blah... blah... blah... But, unfortunately Govt is not run by the people.
  • aka | 178.26.215.13 | ০৫ জুন ২০১২ ২০:২৮549840
  • ডেমোক্রেসি পারফেক্ট নয়। কিন্তু বেটার দ্যান এনিথিং দ্যাট হ্যাজ বিন ট্রায়েড সো ফার।
  • Blank | 180.153.65.102 | ০৫ জুন ২০১২ ২০:২৮549839
  • ১। না হানু দা বলেছিল এই ইন্ডিভিডুয়াল লেভেলে কেউ সৎ কিনা, তাতে কিস্যু যায় আসে না।
    ২। ইরাক যুদ্দ ওবামা শুরু করে নি। আমি ওবামা কে ফেলে দিতে বলেছি আজও ইরাকে আম্রিগান সৈন্য কেন দাদাগিরি দেখায় তার কারন হিসাবে। অথবা ধরে নিতে পারি আম্রিগান জনগনের ইরাক যুদ্ধ নিয়ে কিস্যু যায় আসে না।
  • pi | 82.83.85.246 | ০৫ জুন ২০১২ ২০:৩০549842
  • অ্যাটিচুডটা মূলতঃ এই কিস্যু আসে যায়না।
  • SS | 141.193.196.214 | ০৫ জুন ২০১২ ২০:৩১549845
  • আকা, ব্ল্যাংকের সেন্টেন্সগুলোয় একটা 'আজ ও' আছে। সেটার জন্য আজকের/বর্তমানের প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধেই তো রাস্তায় নামা উচিত।
  • aka | 178.26.215.13 | ০৫ জুন ২০১২ ২০:৩১549843
  • ব্ল্যাংক, ইরাক যুদ্ধ কেন চলছে সে অন্য কথা। আগের কথা আগে।

    ইরাক যুদ্ধ শুরু করেছিল বুশ, ডিক চিনি ইত্যাদিরা। তোমার কথা অনুযায়ী আমেরিকান জনগণ তার পরের ভোটে তাদের ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছে রাইট?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন