এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রিয় কবিতা

    Riju
    অন্যান্য | ১৮ জুলাই ২০০৬ | ৩৯৮১৬ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | 59.93.223.234 | ১৪ জানুয়ারি ২০০৯ ২১:০৫633778
  • আমারটা নিয়ে একজনা ফেরত দ্যায় নাই। লজ্জায় চাইতেও পারি না। :((

    না:, একখানা নতুন কিনতে হবে। সে কি আর পাওয়া যাবে?
  • Debapriya Sen | 141.117.107.106 | ১৮ জানুয়ারি ২০০৯ ০৬:৩৫633779
  • শীতকাল কবে আসবে সুপর্ণা
    ভাস্কর চক্রবর্তী

    শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব - প্রতি সন্ধ্যায়
    কে যেন ইয়ার্কি করে ব্যাঙের রক্ত
    ঢুকিয়ে দেয় আমার শরীরে - আমি চুপ করে বসে থাকি - অন্ধকারে
    নীল ফানুস উড়িয়ে দেয় কারা, সারারাত বাজি পোড়ায়
    হৈ-হল্লা - তারপর হঠাৎ
    সব মোমবাতি ভোজবাজির মতো নিবে যায় একসঙ্গে - উৎসবের দিন
    হাওয়ার মতো অন্যদিকে ছুটে যায়, বাঁশির শব্দ
    আর কানে আসে না - তখন জল দেখলেই লাফ দিতে ইচ্ছে করে আমার
    মনে হয় - জলের ভেতর - শরীর ডুবিয়ে
    মুখ উঁচু করে নিশ্বাস নিই সারাক্ষণ - ভালো লাগে না সুপর্ণা, আমি
    মানুষের মতো না, আলো না, স্বপ্ন না - পায়ের পাতা
    আমার চওড়া হয়ে আসছে ক্রমশ - ঘোড়ার ক্ষুরের শব্দ শুনলেই
    বুক কাঁপে, তড়বড়ে নিশ্বাস ফেলি, ঘড়ির কাঁটা
    আঙ্গুল দিয়ে এগিয়ে দিই প্রতিদিন - আমার ভালো লাগে না - শীতকাল
    কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব

    একবার ভোরবেলা ঘুম থেকে উঠেই মেঘ ঝুঁকে থাকতে দেখেছিলাম
    জানলার কাছে - চারিদিকে অন্ধকার
    নিজের হাতের নখও স্পষ্ট দেখা যচ্ছিল না সেদিন - সেইদিন
    তোমার কথা মনে পড়তেই আমি কেঁদে ফেলেছিলাম - চুলে দেশলাই জ্বালিয়ে
    চুল পোড়ার গন্ধে ঘুমিয়ে পড়েছিলাম আবার -
    এখন আমি মানুষের মতো না - রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে
    হঠাৎ এখন লাফ দিতে ইচ্ছে করে আমার - ভালোবাসার কাছে, দীর্ঘ তিনমাস
    আর মাথা নিচু করে বসে থাকতে ভালো লাগে না - আমি
    মানুষের পায়ের শব্দ শুনলেই
    তড়বড়ে নিশ্বাস ফেলি এখন - যে-দিক দিয়ে আসি, সে-দিকেই দৌড় দিই
    কেন এই দৌড়ে যাওয়া? আমার ভালো লাগে না
    শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব

    সুত্র: ভাস্কর চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা, দে'জ পাবলিশিং (১৯৯৯) ISBN: 81-7612-505-9
    মূল কাব্যগ্রন্থ: শীতকাল কবে আসবে সুপর্ণা (১৯৭১)

  • shrabani | 124.30.233.102 | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৫২633780
  • রঞ্জনদা মনে করালেন বলে..............

    দুষ্যন্তকুমার:
    -------------------

    হো গঈ হ্যয় পীর পর্বত সী পিঘলনী চাহিয়ে,
    ইস হিমালয় সে কোঈ গঙ্গা নিকলনী চাহিয়ে।

    আজ ইয়হ দীবার পরদোঁ কী তরহ হিলনে লগী,
    শর্ত লেকিন থী ইয়ে বুনিয়াদ হিলনী চাহিয়ে।

    হর সড়ক পর, হর গলি মে, হর নগর, হর গাঁব মে,
    হাথ লহরাতে হুয়ে হর লাশ চলনী চাহিয়ে।

    সির্ফ হঙ্গামা খড়া করনা মেরা মকসদ নহী,
    সারী কৌশিশ হ্যায় কি সুরত বদলনী চাহিয়ে।

    মেরে সীনে মে নহী তো তেরে সীনে মে সহী,
    হো কঁহী ভি আগ, লেকিন আগ জ্বলনী চাহিয়ে।

    (এর অনুবাদ করা আমার সাধ্য নয়, তবে না বোঝার মত হিন্দী নয় আশাকরি!)

  • kanti | 125.20.11.34 | ২২ জানুয়ারি ২০০৯ ১৮:১০633781
  • ছোট্ট আমার মেয়ে
    সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে
    সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে
    অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে।
    হাতে ছিল প্রদীপখানি,
    আচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী।

    আমি ছিলাম ছাতে
    তারায় ভরা চৈত্রমাসের রাতে।
    হঠাৎ মেয়ের কান্না শুনে, উঠে
    দেখতে গেলেম ছুটে।
    সিঁড়ির মধ্যে যেতে যেতে
    প্রদীপটা তার নিবে গেছে বাতাসেতে।
    শুধাই তারে, 'কী হয়েছে, বামী।'
    সে কেঁদে কয় নিচে থেকে,"হারিয়ে গেছি আমি।'

    তারায় ভরা চৈত্রমাসের রাতে
    ফিরে গিয়ে ছাতে
    মনে হল আকাশপানে চেয়ে
    আমার বামীর মতো ই যেন অমনি কে এক মেয়ে

  • kanti | 125.20.11.34 | ২২ জানুয়ারি ২০০৯ ১৮:১৮633782
  • নীলাম্বরের আঁচলখানি ঘিরে
    দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে।
    নিবত যদি আলো, যদি হঠাৎ যেত থামি
    আকাশ ভরে উঠত কেঁদে।'হারিয়ে গেছি আমি।'
    (রবীন্দ্রনাথ)
  • I | 59.93.219.176 | ২২ জানুয়ারি ২০০৯ ২২:০৭633783
  • অরুণ সরকারের এই কবিতাটা কেউ দেবেন পুরোটা?

    'শুধু প্রেম নয়, কিছু ঘৃণা রেখো মনে/যেমন অনেক, অনেক বৃক্ষ কোমলাঙ্গ কাঁটা দিয়ে ঢাকে।/আছে লালসার দাঁত, লোভের বিকট জিহ্বা, প্রভুত্বের লোমশ আঙুল,ব্যঙ্গের কুঠার, ঈর্ষা, অন্যায়ের সহস্র ছোবল/ সইবে কেমনে?/শুধু প্রেম নয়। তাই যুগপৎ ঘৃণা, ঘৃণা রেখো মনে।"
  • I | 59.93.221.220 | ২২ জানুয়ারি ২০০৯ ২২:৩৬633784
  • ভাস্কর চক্রবর্তীর এই কবিতাটা নিয়ে বেশ একচোট মজা হল। কিছুদিন আগেই মনের মধ্যে গুণগুণ করছিল "শীতকাল কবে আসবে সুপর্ণা'-জানুয়ারি মাসে এই অকাল গরমের জন্যেই নিশ্চয়ই। সেদিনই একখানা কবিতার সংকলন খুলতেই-শীতকাল কবে আসবে সুপর্ণা।

    তার পরের দিন কি দিনদুয়েক বাদে আজকালের রবিবাসরীয় খুলেই মুখোমুখি হলাম "শীতকাল কবে আসবে সুপর্ণা'-র। বেশ বড়বড় করে ছাপা, রং চংয়ে ঝলমলে। সঙ্গীতার সঙ্গে হাসিঠাট্টাও হল এ নিয়ে।

    বৃত্ত সম্পূর্ণ হল যখন গুরুচন্ডালীর টই খুলে দেখতে পেলাম দেবপ্রিয়বাবু তুলে দিয়েছেন- "শীতকাল কবে আসবে, সুপর্ণা?'

    নীতিবাক্য (সামান্য সংশয়ের সঙ্গে উচ্চারিত) : এর মানে কি তাহলে এই দাঁড়াল না, যে ভাস্কর চক্রবর্তী এবং /অথবা সুপর্ণা-ই হলেন সেই আদি পিতা এবং /অথবা মাতা ঈশ্বর-ঈশ্বরী কিংবা ভাইরাস, সর্বভূতে বিরাজমান? (আমরা শীতনাস্তিকেরা শীতকালকে এই গণনায় আনছি না, কেননা ব্যক্তিগত অভিজ্ঞতা, বিপ্রতীপ!)
  • agantuk | 128.48.203.91 | ২৩ জানুয়ারি ২০০৯ ০৪:০৩633785
  • শুধু প্রেম নয়
    অরুণকুমার সরকার
    ==========

    শুধু প্রেম নয়, কিছু ঘৃণা রেখো মনে,
    যেমন অনেক বৃক্ষ কোমলাঙ্গ কাঁটা দিয়ে ঢাকে।
    আছে লালসার দাঁত, লোভের বিকট জিহ্বা, প্রভুত্বের লোমশ লাঙ্গুল
    ব্যাঙ্গের কুঠার, ঈর্ষা, অন্যায়ের সহসা ছোবল
    সইবে কেমনে?
    শুধু প্রেম নয় তাই যুগপৎ ঘৃণা রেখো মনে।

    ক্ষমা মহাত্মার সজ্জা। তুমি আমি সাধারন লোক
    ছোট কি মাঝারি গাছ, আমাদের দরিদ্র শরীরে
    বর্ম কি বল্কল নেই কিংবা জ্যোতির্ময় গয়নাগাঁটি।
    আমাদের ক্ষমা শুধু পিছু হটা, চোখ বুজে থাকা, দুর্বলতারই অন্য নাম।
    চারিদিকের পশুদের নখ, দাঁত, তর্জনে গর্জনে
    ক্ষমা নয়, প্রেম নয়; কাঁটা, বিষ, ঘৃণা রেখো মনে।

    সাজে না অবজ্ঞা ক্ষমা অস্তিত্বই বিপন্ন যেকালে
    অস্তিত্বের চেয়ে বড় আত্মসম্মানের ডালপালা।
    স্বপ্নের পাখির নীড় ছিন্নভিন্ন। শ্রাবনেও অনাবৃষ্টি হেনে
    যারা কুঁড়ি ছেঁড়ে, যারা ফুলকে দেয় না দীর্ঘ সাধনার ফল
    ফলকে দেয় না মাটি জল হাওয়া স্রষ্টার আসন,
    শিকড়কে স্থানচ্যুত করে, মুঠি ধরে টানে চারাদেরও

    ঘৃণার বিষাক্ত রসে গাত্রদাহ হোক না তাদের
    প্রতিবাদ করো নিষ্ঠীবনে।
    শুধু প্রেম নয়, কিছু ঘৃণা রেখো মনে।

    *******************

    যাও, উত্তরের হাওয়া বই থেকে, প্রথম সংস্করণ জৈষ্ঠ ১৩৭২, ত্রিবেণী প্রকাশন প্রাইভেট লিমিটেড, উৎসর্গ: 'প্রতিমা-কে'। কবির এই দ্বিতীয় (এবং শেষ) কবিতাগ্রন্থের দ্বিতীয় সংস্করণ ছাপা হয়েছিল বলে জানা নেই।
  • I | 59.93.209.168 | ২৩ জানুয়ারি ২০০৯ ২১:৩৭633786
  • ধন্যবাদ।
  • dri | 75.3.201.181 | ২৪ জানুয়ারি ২০০৯ ১২:৫২633130
  • কিছু কিছু কবিতা খুব চুপ করিয়ে দিতে পারে।

    অনেক দিন বাদে এমন কবিতা পড়লাম।
  • shyamal | 67.60.248.121 | ০২ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৩৩633131
  • খুব সম্ভবত: রবীন্দ্রনাথের শেষ লেখা। মৃত্যুর দিন আটেক আগে লেখা। বিশ্বাস হারান নি।
    -----------------------------

    তোমার সৃষ্টির জালে রেখেছ আকীর্ণ করি
    বিচিত্র ছলনাজালে,
    হে ছলনাময়ী ।
    মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছে নিপুণ হাতে সরল জীবনে ।
    এই প্রবঞ্চনা দিয়ে মহঙ্কেÄরে করেছ চিঞি্‌হত;
    তার তরে রাখনি গোপন রাত্রি ।
    তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়
    সে যে তার অন্তরের পথ,
    সে যে চিরস্বচ্ছ,
    সহজ বিশ্বাসে সে যে করে তারে চিরসমুঙ্কÄল।
    বাহিরে কুটিল হোক অন্তরে সে ঋজু,
    এই নিয়ে তাহার গৌরব।
    লোকে তারে বলে বিড়ম্বিত।
    সত্যেরে সে পায়
    আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে।
    কিছুতে পারেনা তারে প্রবঞ্চিতে,
    শেষ পুরষ্কার নিয়ে যায় সে যে আপন ভান্ডারে।
    অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে
    সে পায় তোমার হাতে
    শান্তির অক্ষয় অধিকার।
  • siki | 122.160.41.29 | ০২ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৪৩633132
  • রবীন্দ্রনাথের শেষ লেখা হল "প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল'।
  • shyamal | 67.60.248.121 | ০২ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:০৬633133
  • না: সিকি, ভুল।
    প্রথম দিনের সুর্য : ২৭ জুলাই, ১৯৪১।
    তোমার সৃষ্টির জালে : ৩০ জুলাই, ১৯৪১।
    সামনেই রচনাবলী খোলা আছে।

    মৃত্যু : বোধ হয় ৭ কি ৮ আগস্ট ১৯৪১।
  • m | 12.217.30.133 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৭:০৬633134
  • বৃষ্টি

    আমার দু:খের দিন তথাগত
    আমার সুখের দিন ভাসমান
    এমন বৃষ্টির দিন পথে পথে
    আমার মৃত্যুর দিন মনে পড়ে।

    আবার সুখের মাঠ জলভরা
    আবার দু:খের ধান ভরে যায়
    এমন বৃষ্টির দিন মনে পড়ে
    আমার জন্মের কোনো শেষ নেই।

    শঙ্খ ঘোষ।
  • vikram | 193.120.76.238 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:৩৩633135
  • You consider me the young apprentice
    Caught between the scylla and charybidis
    Hypnotized by you if I should linger
    Staring at the ring around your finger

    I have only come here seeking knowledge
    Things they wouldnt teach me of in college
    I can see the destiny you sold
    Turned into a shining band of gold

    Ill be wrapped around your finger
    Ill be wrapped around your finger

    Mephistopheles is not your name
    But I know what youre up to just the same
    I will listen hard to intuition
    And you will see it come to its fruition

    Ill be wrapped around your finger
    Ill be wrapped around your finger

    Devil and the deep blue sea behind me
    Vanish in the air youll never find me
    I will turn your flesh to alabaster
    Then you will find your servant is your master

    And youll be wrapped around my finger
    Youll be wrapped around your finger
    Youll be wrapped around your finger
    ...

    gardon matthew thomas summer

    :-)

  • dipu | 121.243.161.234 | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৫৪633136
  • প্রশ্ন বিড়ম্বনা
    চন্দ্রিল ভট্টাচার্য্য
    ==================

    এই যে খগেন, আয় তো দেখি,
    বোস তো দেখি হেথা।
    বল তো দেখি ভরদুপুরে
    যাচ্ছিলি তুই কোথা?

    খেলতে যাবি?এই দুপুরে?
    তুই তো বড় দস্যি!
    ঠান্ডা হয়ে বোস তো দেখি,
    নিয়ে একটিপ নস্যি।

    খুব তো স্কুলে পড়া শিখিস,
    "চোখ' কে বলিস "আঁখি',
    প্রশ্ন করি কয়েকখানা,
    উত্তর কর তো দেখি!

    ও পাড়ার ঐ শ্যাম কেন
    "হ্যাঁচ্চো' করে হাঁচে?
    নেপাল কাকুর দাদা কেন
    ছেলে হয়েও নাচে?

    নন্দ খুড়োর বাড়ির সবাই
    কেন রাখে দাড়ি?
    রামলাল সিং কেন শুধু
    বেড়ায় চড়ে গাড়ি?

    বল তো দেখি কেন ওরা
    পাখি পেলেই ধরে?
    বলতে পারিস কি হবে তোর
    যাস যদি তুই মরে?

    পারিস যদি বুঝবো তবে
    স্কুলে পড়িস বটে।
    পারবি না তো? দ্যাখ তবে
    তুই পারিস না তো মোটে।

    দুর হয়ে যা মূর্খ ছেলে,
    কেন আসিস হেথা?
    যা না এখন,ভরদুপুরে
    যাচ্ছিলি তুই যেথা।

    (ক্লাস সিক্সে পড়ার সময় লেখা, অর্কুটের চন্দ্রিল ভট্টাচার্য্য কমিউনিটি থেকে পাওয়া)
  • b | 203.199.255.98 | ১০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১২633137

  • From the Republic of Conscience

    When I landed in the republic of conscience
    it was so noiseless when the engines stopped
    I could hear a curlew high above the runway.
    At immigration, the clerk was an old man
    who produced a wallet from his homespun coat
    and showed me a photograph of my grandfather.
    The woman in customs asked me to declare
    the words of our traditional cures and charms
    to heal dumbness and avert the evil eye.
    No porters. No interpreter. No taxi.
    You carried your own burden and very soon
    your symptoms of creeping privilege disappeared.

    Fog is a dreaded omen there but lightning
    spells universal good and parents hang
    swaddled infants in trees during thunderstorms.
    Salt is their precious mineral. And seashells
    are held to the ear during births and funerals.
    The base of all inks and pigments is seawater.
    Their sacred symbol is a stylized boat.
    The sail is an ear, the mast a sloping pen,
    the hull a mouth-shape, the keel an open eye.
    At their inauguration, public leaders
    must swear to uphold unwritten law and weep
    to atone for their presumption to hold office –
    and to affirm their faith that all life sprang
    from salt in tears which the sky-god wept
    after he dreamt his solitude was endless.

    I came back from that frugal republic
    with my two arms the one length, the customs
    woman having insisted my allowance was myself.
    The old man rose and gazed into my face
    and said that was official recognition
    that I was now a dual citizen.
    He therefore desired me when I got home
    to consider myself a representative
    and to speak on their behalf in my own tongue.
    Their embassies, he said, were everywhere
    but operated independently
    and no ambassador would ever be relieved.

    Seamus Heaney


  • rabaahuta | 121.241.111.12 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২২633138
  • উপার্জনে মন নাই কিছু টাকা কর্জ যদি দাও
    চরনে মার্জনা মাগি দরজা দিয়া হইব উধাও
    -সরোজ দত্ত?
    (ছ্যাবলামো হয়ে গেল বুঝতে পারছি, কিন্তু ঐ জন্যই তো আমি রবাহুত)
  • . | 125.18.104.1 | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:১৯633139
  • The cry I bring down from the hills
    belongs to a girl still burning
    inside my head. At daybreak

    she burns like a piece of paper.
    She burns like foxfire
    in a thigh-shaped valley.
    A skirt of flames
    dances around her
    at dusk.

    We stand with our hands
    hanging at our sides,
    while she burns

    like a sack of dry ice.
    She burns like oil on water.
    She burns like a cattail torch
    dipped in gasoline.
    She glows like the fat tip
    of a banker's cigar,

    silent as quicksilver.
    A tiger under a rainbow
    at nightfall.
    She burns like a shot glass of vodka.
    She burns like a field of poppies
    at the edge of a rain forest.
    She rises like dragonsmoke
    to my nostrils.
    She burns like a burning bush
    driven by a godawful wind.

    - Yusef Komunyakaa

  • b | 117.193.36.35 | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:০৬633141
  • পল এল্যুয়ারের "স্বাধীনতা'। প্রেম/ স্বদেশ দুটো পর্যায়েই চলবে। নাৎসী বাহিনীর ফ্রান্স দখলের সময়ে লেখা:

    Liberty

    On my notebooks from school
    On my desk and the trees
    On the sand on the snow
    I write your name

    On every page read
    On all the white sheets
    Stone blood paper or ash
    I write your name

    On the golden images
    On the soldier’s weapons
    On the crowns of kings
    I write your name

    On the jungle the desert
    The nests and the bushes
    On the echo of childhood
    I write your name

    On the wonder of nights
    On the white bread of days
    On the seasons engaged
    I write your name

    On all my blue rags
    On the pond mildewed sun
    On the lake living moon
    I write your name

    On the fields the horizon
    The wings of the birds
    On the windmill of shadows
    I write your name

    On the foam of the clouds
    On the sweat of the storm
    On dark insipid rain
    I write your name

    On the glittering forms
    On the bells of colour
    On physical truth
    I write your name

    On the wakened path
    On the opened ways
    On the scattered places
    I write your name

    On the lamp that gives light
    On the lamp that is drowned
    On my house reunited
    I write your name

    On the bisected fruit
    Of my mirror and room
    On my bed’s empty shell
    I write your name

    On my dog greedy tender
    On his listening ears
    On his awkward paws
    I write your name

    On the sill of my door
    On familiar things
    On the fire’s sacred stream
    I write your name

    On all flesh that’s in tune
    On the brows of my friends
    On each hand that extends
    I write your name

    On the glass of surprises
    On lips that attend
    High over the silence
    I write your name

    On my ravaged refuges
    On my fallen lighthouses
    On the walls of my boredom
    I write your name

    On passionless absence
    On naked solitude
    On the marches of death
    I write your name

    On health that’s regained
    On danger that’s past
    On hope without memories
    I write your name

    By the power of the word
    I regain my life
    I was born to know you
    And to name you

    LIBERTY

    এর সাথে শামসুরের ""স্বাধীনতা তুমি''।
  • b | 117.193.32.118 | ২৫ মার্চ ২০০৯ ০৩:১৫633142
  • Breath, you invisible poem!
    Pure, continuous exchange
    with all that is, flow and counterflow
    where rythmically I came to be.

    Each time a wave that occurs just once
    in a sea I discover I am
    You, innermost of oceans,
    you, infinitude of space.

    How many far places were once within me. Some winds
    are like my own child.

    When I breath them now, do they know me again?
    Air, you silken surround,
    completion and seed of my words.

    ---রিলকে (অনিতা ব্যারোজ আর জোয়ানা মেসি অনুদিত)
  • sinfaut | 203.91.193.5 | ২৫ মার্চ ২০০৯ ১২:১৪633143
  • অপূর্ব।
  • saikat | 202.54.74.119 | ২৫ মার্চ ২০০৯ ১৪:৪৫633144
  • ভুবনেশ্বরী যখন/শরীর থেকে একে একে তার রূপের অলঙ্কার খুলে ফেলে/আর গভীর রাত্রি নামে তিন ভুবনকে ঢেকে/তখন আমি একলা দাঁড়িয়ে জলে/দেখি ভেসে যায় সৌরজগত/যায় স্বর্গ, মর্ত্য, পাতাল নিরুদ্দেশে/দেখি আর ঘুম পায়।

    (ভুবনেশ্বরী যখন, বীরেন্দ্র চট্টোপাধ্যায়)

    (ভুলভ্রান্তি এবং যতিচিহ্নর অভাবের জন্য মার্জনা)
  • saikat | 202.54.74.119 | ২৫ মার্চ ২০০৯ ১৫:০৪633145
  • Here in the noisy café, in the inner part of its
    unrest, an old man, bending over a table, sits,
    with the day’s print before him, and companionless.

    And in the misery of old age, — with its deep void
    around him, he reflects how little he enjoyed
    the years when he had strength, and speech, and comeliness.

    He is aware of his great age: the days are gray
    and cheerless. Still it seems as though it were yesterday
    that he was young. So fast have gone the years, so fast.

    And he considers how he used to be deceived
    by Prudence: how, alack! she lied and he believed
    her lie: “Tomorrow. Ample time ere time be past.”

    He thinks of lusts curbed, and of joys that he denied
    himself. All the lost opportunities now deride
    his witless wisdom .... But the old man cannot keep

    his thoughts together; they disquiet and bedim
    his brain; these memories ever vex and weary him:
    and at the table where he sits he falls asleep.


    (An Old Man, Cavafy)

  • saikat | 202.54.74.119 | ২৫ মার্চ ২০০৯ ১৫:৪৩633146
  • আদিগন্ত প্রসূতিসদন
    গর্ভে কার এত ঢেউ, এত হানটান

    ধান, শুধু ধান।

    - বিশ্বনাথ গড়াই

    (কবিতার নাম কিংবা এটাই পুরোটা কিনা জানা নেই)
  • ranjan roy | 122.168.15.142 | ২৫ মার্চ ২০০৯ ২৩:৫৪633147
  • রবাহুত,
    মনে হচ্ছে আপনার কাছে সরোজ দত্তের চটি কবিতা সংকলনটি আছে।
    দোল চলে গেল।
    দোলপূর্ণিমা নিয়ে সরোজের অন্যরকম কবিতা "" পূর্ণিমার চূর্ণ চতুর্দশী'' আপনার কাছে আছে কি? থাকলে লিখুন না? কয় দশক আগে পড়ে বিষম খেয়ে ছিলাম, ভালো লেগেছিলো।
  • rabaahuta | 121.241.111.12 | ২৬ মার্চ ২০০৯ ১১:৩৩633148
  • রঞ্জনদা, আমার কাছে নেই, দশ বারো বছর আগে পড়েছিলাম, দু চার লাইন মনে থেকে গেছে। খুঁজছি, কারো কাছে পেলে তুলে দেব ঠিক।
  • Arijit | 61.95.144.123 | ২৬ মার্চ ২০০৯ ১২:১৫633149
  • আমার অন্যতম প্রিয় কবিতা - খুব কমন - কিন্তু তাও দেওয়ার লোভ সামলানো গেল না -

    The Patriot
    Robert Browning

    An Old Story

    I

    It was roses, roses, all the way,
    With myrtle mixed in my path like mad.
    The house-roofs seemed to heave and sway,
    The church-spires flamed, such flags they had,
    A year ago on this very day!

    II

    The air broke into a mist with bells,
    The old walls rocked with the crowds and cries.
    Had I said, "Good folks, mere noise repels—
    But give me your sun from yonder skies!"
    They had answered, "And afterward, what else?"

    III

    Alack, it was I who leaped at the sun,
    To give it my loving friends to keep.
    Nought man could do have I left undone,
    And you see my harvest, what I reap
    This very day, now a year is run.

    IV

    There's nobody on the house-tops now—
    Just a palsied few at the windows set—
    For the best of the sight is, all allow,
    At the Shambles' Gate—or, better yet,
    By the very scaffold's foot, I trow.

    V

    I go in the rain, and, more than needs,
    A rope cuts both my wrists behind,
    And I think, by the feel, my forehead bleeds,
    For they fling, whoever has a mind,
    Stones at me for my year's misdeeds.

    VI

    Thus I entered Brescia, and thus I go!
    In such triumphs, people have dropped down dead.
    "Thou, paid by the World,—what dost thou owe
    Me?" God might have questioned; but now instead
    'Tis God shall requite! I am safer so.

  • Arijit | 61.95.144.123 | ২৬ মার্চ ২০০৯ ১২:১৬633150
  • লাস্ট লাইনটা "'Tis God shall repay! I am safer so.'
  • Arijit | 61.95.144.123 | ২৬ মার্চ ২০০৯ ১২:১৭633152
  • অ্যাকচুয়ালি পুরো শেষ প্যারাটাই আমি একটু অন্যরকম পড়েছি -

    Thus I entered, and thus I go!
    In triumphs, people have dropped down dead.
    "Paid by the world, what dost thou owe
    Me?" - God might question; now instead,
    'Tis God shall repay: I am safer so.

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন