এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রিয় কবিতা

    Riju
    অন্যান্য | ১৮ জুলাই ২০০৬ | ৩৯১১৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | 117.194.196.49 | ০৪ ডিসেম্বর ২০০৯ ০০:১২633319
  • আগে একটা & মারো।
  • Sayantan | 159.53.110.140 | ০৪ ডিসেম্বর ২০০৯ ০০:১৩633320
  • দুটো অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে &nbsp
  • Sayantan | 159.53.110.140 | ০৪ ডিসেম্বর ২০০৯ ০০:১৪633321
  • কন্টি। কোনও স্পেস নেই ক্যারেকটারগুলোর মধ্যে।
  • tkn | 122.173.186.215 | ০৪ ডিসেম্বর ২০০৯ ০০:১৫633323
  • ময়না -

    এই যে কাকভোরে উঠে দরজা ঝাঁট দিই
    এই যে হাজারবার গিন্নিমার মুখ শুনি
    বৌদির কাপড় আর দাদার ফুলপ্যান্ট কেচে
    নড়া ব্যথা করি
    বাবুর ধমক খাই অপিসের আগে,
    বাচ্চা সামলাই আর এই যে সাতবার ক'রে
    দোকানে দৌড়োই, সে তো
    মোড়ে তুই রিক্সা নিয়ে আছিস ব'লেই, সে তো
    পাসিঞ্জার তুলে কি নামিয়ে তুই
    রাস্তা দিয়ে যাচ্ছিস ব'লেই, সে তো
    একদিন সবার মুখে ঝাড়ু মেরে ঝাঁটা মেরে
    কাকভোরে আমাকে নিয়ে পালাবি ব'লেই, না কি বল?

    জয় গোস্বামী
  • Sayantan | 159.53.110.140 | ০৪ ডিসেম্বর ২০০৯ ০০:১৫633322
  •    তে
        কো
         না
  • Sayantan | 159.53.110.140 | ০৪ ডিসেম্বর ২০০৯ ০০:১৮633325
  • ; গুলো দিতে কে বলেছে?
  • tkn | 122.173.186.215 | ০৪ ডিসেম্বর ২০০৯ ০০:১৮633324
  • সা
    nbsp;nbsp;
    nbsp;nbsp;nbsp;
  • tkn | 122.173.186.215 | ০৪ ডিসেম্বর ২০০৯ ০০:২১633326
  •  সা
      
       

    :-))) থাংকু সিঁফো, সায়ং
  • Du | 65.124.26.7 | ০৪ ডিসেম্বর ২০০৯ ০০:২২633329
  • < (shift+7)nbsp; >
  • tkn | 122.173.186.215 | ০৪ ডিসেম্বর ২০০৯ ০০:২২633327
  • সিঁফো আর শমীক বলেছে তো ; দিতে!!!
  • vikram | 86.42.4.243 | ০৪ ডিসেম্বর ২০০৯ ০০:৩২633330
  • দেবারতি মিত্রের মতো কবিতা খুব কম লোক লিখতে পেরেছে ও পারবে।
  • tkn | 122.173.186.215 | ০৪ ডিসেম্বর ২০০৯ ০০:৩৫633331
  • জন্মদিনের কবিতা

    অসাধ্য নয়, কিছুই এখন
    অসাধ্য নয় তোমার পক্ষে
    নদীর উপর নৌকো রাখো
    পুরুষ রাখো নারীর বক্ষে

    মাঠের শেষে গাছটি রাখো
    গাছটিতে হও নিষিদ্ধ ফল
    পথিকজনকে দেখাও পথে
    গুচ্ছ গুচ্ছ তরুণীদল

    গ্রামের মধ্যে পথ পেতে দাও
    পুষ্করিণী, পথের পাশে
    নোটনরা সব নাইতে নামুক
    কাপড় শুকোক দূর্বা ঘাসে

    এসব যদি পারো ঠাকুর
    এসো, আমার মাথায় চাপো
    চূর্ণি নদী পার করে দিই-
    সবার জন্য অন্ন মাপো!

    - জয় গোস্বামী
  • pinaki | 131.151.102.250 | ০৪ ডিসেম্বর ২০০৯ ০০:৩৮633332
  • আম্মো একটু শিখি
     পি
        না
            কী
  • pinaki | 131.151.102.250 | ০৪ ডিসেম্বর ২০০৯ ০০:৩৯633333
  • গোলা তো !
  • saikaat | 202.54.74.119 | ০৪ ডিসেম্বর ২০০৯ ১০:০৯633334
  • চলে যাব হাঁটতে হাঁটতে ঐ নিরাপত্তা-বেষ্টনী ভেদ করে,
    মাঝখান দিয়ে, লৌকিক প্রেতের মত, রজনী স্যারের মতো,
    যাকে কিনা বিনা অপরাধে, পুলিশ একদা গুলি করে মেরেছিল।
    আজ আর অশ্রুপাত নয়, বিচারাধীন বন্দীদের অধিকার-অনধিকার
    নিয়ে তর্কাতর্কি নয়, শুধু পাতালসিন্ধু থেকে অভিমানী মানুষজনকে
    তুলে আনা - প্রত্যঙ্গবিহীন,লুপ্ত-চোখ,দীর্ণ-মাথা কিশোর ও
    মাঝবয়েসীদের ছায়াচ্ছন্ন গলিত দেহের শোভাযাত্রাকেই একমাত্র
    সত্য বলে জেনো - বাকি সব বাতুল বক্তৃতা।

    (উৎপলকুমার বসু, 'অন্নদাতা জোসেফ' বই থেকে)

  • Sudipta | 122.169.162.184 | ০৪ ডিসেম্বর ২০০৯ ১০:২৫633335
  • I 'কোন রাস্তা ডাইনে রইল' নামে একটা কবিতা দু পাতা আগে দিয়েছেন, ওটা-ও কি শক্তি চট্টো-র?
  • I | 59.93.208.59 | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:২০633336
  • উঁহু। জয় গোঁসাইয়ের তো। তখন পরপর জয় গোঁসাই টুকছিলাম না?
  • I | 59.93.255.178 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৮:৪১633337
  • এখন খালি জয় গোঁসাই পড়ছি।

    পাখিটি আমাকে ডেকে বলল তার ডানার জখম
    বলল যে কীভাবে তার পালকে সংসার পোড়া ছ্যাঁকা
    কীভাবে পায়ের মধ্যে ফুটো করে ঢুকে এল চেন
    ঠোঁট দিয়ে খাঁচার শিক কাটতে গিয়ে ঠোঁটের জখম
    দ্যাখালো, বাইরে থেকে আমি নিজ ওষ্ঠ থেকে ওম
    দিলাম, খাঁচার দরজা খুলে তাকে "বাঁচবি যদি আয়',
    বলে বার করে এনে রাখলাম আর একটা খাঁচায়
    সেখানে দুজনে বন্দি পরস্পর দোষারোপ করি,
    দোষারোপ করতে করতে বৃষ্টি আসে, সন্ধে হয়ে যায়......
    (পাখিটি আমাকে ডেকে)
  • SB | 114.31.249.105 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৮:৪৭633338
  •                        বা:
  • I | 59.93.255.178 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৮:৪৯633340
  • শেষরাত্রে বৃষ্টি এলো, শব্দে উঠে বসলাম দুজন
    মাঝখানে মেয়ে শুয়ে, উঠে পড়বে, কথা বলবো না
    কলহ অর্ধেক রেখে মাঝরাত্রে দুজনে শুয়েছি
    দু-দুটো লোহার বস্তা বুকে চাপিয়ে শুয়েছি দুজন
    এখন জানলায় বৃষ্টি, দুজনেই অঝোর তাকিয়ে
    এখন কোথায় রাখবো লৌহভরা অভিযোগভরা
    এমন সামান? আও উঠাকে লে যাও কৈ ইসে
    নেবার তো কেউ নেই, বরং পেতেই বসা যাক!
    শেষরাত্তিরের বৃষ্টি ঝরতে ঝরতে মাঝখান দিয়ে
    একটা নদী তৈরী করল,যে নদীর শেষে মেঘলা ভোর
    আকাশে রং নেই আজ, কেমন ফ্যাকাসে একটা আলো
    ময়লা একটা রোদ উঠবে আর একটু পরেই, শুরু হবে
    একে একে অভাব অভিযোগ শাস্তি ব্যস্ততা অশান্তি কর গোনা
    কলহ অর্ধেক দেহ নিয়ে আসবে ল্যাংচাতে ল্যাংচাতে
    ফের উঠবে সেই কথা একসঙ্গে থাকবো কি থাকবো না
    কে কাকে কী কষ্ট দিল, কী পেয়েছি তোমার কাছে এসে
    নিকেল, অচল পয়সা ঝনঝন করবে ঘরে
    এক সময় যাকে ভাবতে সোনা

    মেয়ে তো এক্‌খুনি উঠবে, ওর সামনে ঝগড়া কোরো না !
  • tkn | 122.162.42.61 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৮:৫০633341
  • দোষ

    প্রেম বলে দোষ দাও? এই দোষ পেয়েছি আগেও!
    জল থেকে, হাওয়া থেকে, পাশের নি:শ্বাস থেকে আসে-
    জ্বর থাকে কয়েকদিন, কয়েকমাস, কয়েক যুগেও
    সারে না অনেকক্ষেত্রে। সারেও বা। লিখতে লিখতে যেমন কবি
    একটি বিশ্বাস ভেঙে চলে যায় অপর বিশ্বাসে......

    জয় গোস্বামী
  • tkn | 122.162.42.61 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৩633342
  • তুমি সঙ্গে ছিলে তুমি সঙ্গে ছিলে একরাস্তা পার
    এখোনো রয়েছে স্মৃতি পারাপার-সমগ্র পড়ার
    এক বৃক্ষ ছিল, বৃক্ষ প্রতিটি লাইটপোস্ট মানি
    ট্র্যাফিকনগর নয়, ঝিঁঝিঁ জোনাকির অরণ্যানী
    পথ পিচ ঢাকা নয়, পথে বইছে স্রোত হাঁটুজল
    তোমার গোড়ালি ডুবছে, আমার শরীর ছলোচ্ছল
    কিভাবে যে পার হলাম, কি ভাবে যে এলাম ফেরৎ
    সব জল শুকিয়েছে, হাতে শুকনো মাটি - ভবিষ্যৎ
    সেই শুকনো মাটি থেকে আজ বৃক্ষ দাঁড় করালাম
    তুমি ঠিক করে দাও ক্ষুদ্র এই পুস্তকের নাম
  • I | 59.93.255.178 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৫633343
  • ঐ যে দুজন তোমরা থামের আড়ালে ঘন হয়ে
    মেট্রো স্টেশনের মধ্যে ঐ যে দুজন দাঁড়িয়েছ
    যে মেয়েটি কথা বলছ ছেলেটির শার্টের বোতামে হাত রেখে
    যে-ছেলেটি বান্ধবীর কপালের ঝুঁকে আসা চুল
    সরাচ্ছ আঙুলে-তারা কদিন, কদিন পরে আর
    শিক দিয়ে খন্তা দিয়ে এ অন্যের কয়লা ঘ্যাঁস চাপাপড়া মন
    খুঁড়ে খুঁড়ে তুলবে না তো? প্রত্যাশার পচা হাড়গোড়
    ছুঁড়ে ছুঁড়ে ফেলবে না তো পাড়াপড়শী আত্মীয়বাড়িতে?
    অভিযোগে অভিযোগে নোংরা ফেলে রাখবে না তো সমস্ত জায়গায়?
    মেট্রো স্টেশনের মধ্যে ট্রেন ঢুকে পড়ল আর ট্রেন ছেড়ে যায়।
    থামের আড়ালে তোমরা তেমনি দাঁড়িয়ে ঘন হয়ে
    তোমাদের দেখে এক প্রেমভ্রষ্ট কবি আজ মিথ্যে এইসব ভয় পায় !
  • tkn | 122.162.42.61 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৬633344
  • ভোরবেলা এল মেয়ে, মুখে তার প্রেমে-পড়া দাগ
    ভোরবেলা ভিজে এল, এই বৃষ্টি জীবনে দেখেনি
    রাতে ঘুমোয়নি মেয়ে, সারারাত সে-ই নিশীথিনী
    ভোরে উঠে বেরিয়েছে, সকালটি গায়ের চাদরে
    লেগে আছে রোদ হয়ে, বোঝাচ্ছেও 'বাবা-বাছা' করে
    'খেয়ে যা, খেয়ে যা দুটো', মেয়ের সেদিকে নেই মন
    কারণ সে ভোরের মেয়ে, দিনের আলোর সঙ্গে আসে
    সঙ্গে কেউ নেই তার, বই নেই, খাতা নেই, বন্ধু না সখী না
    শুধু প্রেম সঙ্গে করে একান্ত গাছের কাছে গিয়ে
    সে বলে সমস্ত ভেঙে - 'আর পড়া ধোরো না আমায়
    আজ এই সকালবেলা, বাবুল, নৈহার ছুট যায়...."

    জয় গোস্বামী
  • I | 59.93.255.178 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৮633345
  • টিকেন্দা যে বই থেকে তুলছে, তার নাম "তোমাকে, আশ্চর্যময়ী"। আর আমি টুকছি "বিষাদ'।
  • tkn | 122.162.42.61 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৯633346
  • ওরে না ইন্দোদি, আমি তুলছি "প্রেমের কবিতা" থেকে। তবে ঐটাতেও এগুলো আছে :-)
  • I | 59.93.255.178 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৯:০৭633347
  • প্রেম বোলে তো :

    এইখানে এসে প্রেম শেষ হল। শরীর মরেছে।
    তোমার হাত ধরে আমি দাঁড়িয়েছি বৃষ্টির ভিতরে
    গাছ থেকে জল পড়ছে, বৃষ্টিছাট ছুটে আসছে গা-য়,
    "ভিজে যাবে' -তুমি বলছ, "সরে এসো ছাতার তলায়'
    আমাদের একটাই ছাতা। তাতে দুজনেরই চলে যায়।

    আরও কালো করে এল, গাছে ডানা ঝাপটায়।
    দুজনে দাঁড়িয়ে আছি। দুজনে দাঁড়িয়ে থাকব। যতদিন পাশে থাকা যায়।
  • tkn | 122.162.42.61 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৯:০৮633348
  • ঝড়ের কথা সবাই জানে। খড়ের কথা কী লিখি
    এমনিতে সে উড়তে পেলে বাঁচে
    ঘরের কথা ঠুনকো মতো, মাত্র একটা ঝিলিকই
    আগুন হয়ে আটকে থাকে কাঁচে।

    কাঁচের কথা, সেও পুরোনো। অসহ্য এক আলেয়া
    সন্ধ্যেবেলা পাড়ার মোড়ে জ্বলে
    আমিও তেমন, ঠোঁট রেখেছি অন্য সে কার গালে আজ
    লোকের কথায় কান দিলে কি চলে?

    চলার কথা রাস্তা লিখবে। তাকে যখন পেয়েছি
    টিপ সরিয়ে অটকাবো জোনাকি
    তারপরে এক গল্প শুরু....। আচ্ছা বোকা মেয়ে, ছি:
    এসব কথায় কাঁদতে আছে নাকি?

    কাঁদার কথা চোখই বোঝে। আদার কথা ব্যাপারী
    সফর দাঁড়ায় জাহাজ থেকে নেমে ....
    ভোলার কথা তুললে যদি, বলব তবে হ্যাঁ, পারি
    সবই চলে যুদ্ধে আর প্রেমে।

    প্রেমের কথা কেউ জানে না। ভীষন সে এক চালিয়াত
    গন্ধ ছড়ায় রুমালে, আস্তিনে....
    যাও, তোমাকে উড়িয়ে দিলাম, ভর্তি দু'চোখে, খালি হাত
    পৌঁছে যেও, বাড়ির পথ চিনে।

    শ্রীজাত
  • I | 59.93.255.178 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৯:১০633349
  • "দু'চোখ' হবে না?
  • tkn | 122.162.42.61 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৯:১১633352
  • হুঁ :-(

    ভর্তি দুচোখ*** খালি হাত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন