এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রিয় কবিতা

    Riju
    অন্যান্য | ১৮ জুলাই ২০০৬ | ৩৮৬৪২ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 117.194.229.119 | ২৬ ডিসেম্বর ২০০৯ ১১:৫৬633419
  • লেবু পাতায় বৃষ্টি । শূন্যতার ভেতর লাট খাচ্ছে
    বাতাস, নষ্ট টেলিফোন
    কথা হয় না কতকাল ?
    নীল চকখড়ি দিয়ে বাথরুমের দেওয়ালে
    লিখে যাচ্ছি অশ্রুমোচনের গল্প

    - সুবীর সরকার
  • dukhe | 117.194.229.119 | ২৬ ডিসেম্বর ২০০৯ ১২:০৫633420
  • চোখের জলের কোন গল্প শোনাব না । আমি শুধু
    অন্যমনস্ক এক গাছ এঁকে যাবো । এঁকে দেব
    লোকাল ট্রেন আর তার পেছন পেছন দৌড়ে যাওয়া
    সিগন্যালম্যান
    প্রতিটি মৃতদেহ জানে কীভাবে মুখস্থ করেছি
    বান্ধবীদের টেলিফোন নম্বর
    ওলটানো ঘড়ি নিয়ে কথা বলা শুরু হলে
    আমাকে আড়াল করে তোমার উড়ন্ত চুল,
    ভিজে যাওয়া রিক্সাচালক

    আমার ঠিকানা খুবই ছোট । তুমি সমস্ত নিষেধাজ্ঞা
    অমান্য ক'রে
    চিঠি দিও, হৃদস্পন্দন পাঠিও

    - সুবীর সরকার

    আমার ঠিকানা খুবই চ

  • ranjan roy | 115.184.45.63 | ২৬ ডিসেম্বর ২০০৯ ২৩:২৪633421
  • SB,
    সমর সেনের ""ঊর্বশী'' নিয়ে তোমার গপ্পো?
  • kc | 213.132.250.2 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১২:২৭633422
  • ভিড়

    নানামুনি দেয় নানাবিধ মত মন্বন্তর আসে!
    তবুও শহরে ওসারে বহরে জড়কবন্ধ ভিড়!
    বহু সাপ্লাই উঠে গেল শুনি, তবু আজো লাগে চিড়
    পদাতিক পথে, ট্রামে কারে ট্রাকে করে বিড়বিড়
    দরকারী বিনাদরকরী কেউ সরকারী চোরাকারবারী ফ'ড়ে
    আমীর ওমরা মজুতদারের পাশে
    আমরা সবাই-তুমি আর আমি মৃত্যুর প্রতিভাসে
    মিশে যাই,-জানি মিথ্যা নেহাৎ; দুর্বার জীবনের
    অবাধ প্রগতি মন্দাকিনী কি বালুচরে মরে ঘাসে!
    কখনো ঝরনা সহস্রধারা, কখনো ফল্গু মীড়
    কখনো প্রাণের প্রবল বন্যা, দুর্বার জীবনের
    লাখো লাখো হাতে তরঙ্গাঘাতে দ্বন্দ্বের উচ্ছাসে
    ভেঙে দেয় পাড়, ওড়ায় প্রাসাদ বসায় নতুন নীড়;
    অর্কেস্ট্রার মিলিত জোয়াড়ে মাসতুত ভাই ডুবেছে খোঁয়াড়ে,
    হস্তিনাপুরে রাজার মস্তি, মন্ত্রিরা দেখে ভিড়-
    অগণন চাষী পলিমাটি চষে, কামার কাস্তে হাতুড়িতে কষে,
    রেলপথে পথে আকাশে নদীতে বজ্রের গান পাতা।
    কোথায় দিল্লী কোথা ক'লাকাতা মহেঞ্জোদারো ইতিহাসে গাঁথা-
    মৃত্যুর পাশে জীবনের ভিড় বদ্ধমুষ্টি সঙ্ঘনিবিড়
    মৃত্যুবিহীন আমাদের এই ভারতের ইতিহাসে।

    বিষ্ণু দে

  • SB | 59.93.195.240 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১২:৪৮633423
  • বা: :-)

    আমার স্মৃতি ওই বললাম যে অম্লমধুর। তখন আমার ব্যাথা ওই চিত্তরঞ্জনেই ডাক্তারি করে, এই কবিতাটা এসএমএস করেছি, সিঙ্গল সিলেবলিক উত্তর এলো - না!

    তার আগে জানতামনা আমার বউ এরকম কব্যিক প্রেম নিবেদন অপছন্দ করে :-(..... ভুল শুধরে নিয়েছিলাম!
  • kc | 213.132.250.2 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১৩:৪৩633424
  • আচ্ছা একটা প্রশ্ন, SB কি পাঁচফোড়নের ....?
    রাজনৈতিক খেউড়ের টইগুলোকে দেখে অজিত দত্তর কবিতাটা মনে পড়ল,

    না-না-না

    দস্যি ছেলের দস্যিপনা, আব্দারেদের কান্না
    আর না!
    চুপটি করে' একটু যদি ভাবছি লিখি কাব্য,
    হুল্লোরে আর চীৎকারে কী সাধ্যি লেখায় নাববো?
    মগজ যেন ভীমরুলী চাক, চক্ষে দেখি শর্ষে,
    গুণ্ডাগুলোর শয়তানিতে মুণ্ডূ ঘোরে জোরসে।
    শান্ত মনের দিঘীর জলে ঢিল ছুঁড়ে দেয় হরদম,
    মনের খাতায় লেখার পাতায় ছিটোয় কালো কর্দম।

    বিদ্যেবোঝাই ডিগ্রীবীরের নামের লেজুড় গয়না-
    সয়না!
    বাক্যবীরের তীক্ষ্ণফলা মর্ম্মভেদী তর্কে
    প্রাণ কেঁপে যায়, ঘোলায়, কাব্য পালায় ভড়কে।
    লম্বা কথার জট বাঁধে আর চওড়া কথায় সিন্ধু,
    খুশির আকাশ ধোঁয়ায় ঢাকে, রয়না আলোর বিন্দু।
    গ্রন্থকীটে ডিম পেড়ে যায় লক্ষ পুনরুক্তির,
    মনের ফোটাফুলবাগানে লাঙল চালায় যুক্তির।

    বুকনি-চটুল চাকরি-সুখীর হাজার টাকা মাইনে-
    চাইনে!
    দশটা-পাঁচের বন্ধ ডোবায় চোখ-রাঙনির পঙ্কে
    বছর বছর শ্যাওলা বাড়ে লক্ষকোটির অঙ্কে,
    পানায় ঢাকে জোচ্ছনা-রোদ, মন খাবি খায় বন্দী,
    পয়সা গুনে' কাটলে সময় ছন্দে কখন মন দি?
    মনের পাখীর হাল্কা ডানা চালবাজি আর দম্ভে
    যতো ভারি হয় ক্রমশ ততোই ওড়া কমবে।।

    আমায় মাপ করবেন সবাই।

  • ranjan roy | 115.184.9.238 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১৬:২৫633425
  • SB,
    তবু তো তোমার জীবনে ঊর্বশী এলেন। ভালো থেকো।
    kc,
    মাপ করার প্রশ্ন কেন? খুবই সময়োপযোগী কবিতা। আর চমৎকার বিষ্ণুদে'র কবিতাটি। অনেক ধন্যবাদ।
  • SB | 114.31.249.105 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৩:১৫633426
  • @kc কবিতাটা তো দারুন লাগলো, এবং সময়োপযোগী, তাই আমার তরফ থেকে মাপ করে দিলাম :-) আর হ্যাঁ পাঁচফোড়ন আমিই।
  • kc | 89.203.49.18 | ২৯ ডিসেম্বর ২০০৯ ২২:১৮633427
  • যমুনাবতী
    শঙ্খ ঘোষ

    নিভন্ত এই চুল্লিতে মা
    একটু আগুন দে,
    আরেকটুকাল বেঁচেই থাকি
    বাঁচার আনন্দে!
    নোটন নোটন পায়রাগুলি
    খাঁচাতে বন্দী-
    দুয়েক মুঠো ভাত পেলে তা
    ওড়াতে মন দিই!

    হায় তোকে ভাত দেবো কী করে যে ভাত দেবো হায়
    হায় তোকে ভাত দিই কী দিয়ে যে ভাত দিই হায়

    'নিভন্ত এই চুল্লি তবে
    একটু আগুন দে,
    হাড়ের শিরায় শিখার মাতন
    মরার আনন্দে!
    দু'পারে দুই রুই কাতলার
    মারণী ফন্দী-
    বাঁচার আশায় হাত-হাতিয়ার
    মৃত্যুতে মন দিই!

    বর্গী না টর্গী না কংকে কে সামলায়
    ধার চকচকে থাবা দেখছো না হামলায়?
    যাস নে ও হামলায় যাসনে!
    কানা কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেই তোলে- জ্বলে না,
    মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরেনা
    চললো মেয়ে রণে চললো!
    বাজে না ডম্বরু অস্ত্র ঝনঝন করে না জানলো না কেউ তা
    চললো মেয়ে রণে চললো!
    পেশীর দৃঢ় ব্যথ, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে
    চললো মেয়ে রণে চললো!

    নেকড়ে-ওজর মৃত্যু এলো
    মৃত্যুরই গান গা-
    মায়ের চোখে বাপের চোখে
    দু'তিনটে গঙ্গা!

    দূর্বাতে তার রক্ত লেগে
    সহস্র সঙ্গী
    জাগে ধ্বক ধ্বক, যগ্গে ঢালে
    সহস্র মণ ঘি!

    যমনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে
    যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে
    বিষের টোপর নিয়ে!
    যমুনাবতী সরস্বতী গেছে এ-পথ দিয়ে
    দিয়েছে পথ গিয়ে!

    নিভন্ত এই চুল্লিতে আগুন ফলেছে!!
  • kc | 213.132.250.2 | ০৪ জানুয়ারি ২০১০ ১৬:২৩633429
  • ধীন তা
    সুভাষ মুখোপাধ্যায়


    চৌবাচ্চাটা আরেকটু বড় হলেই
    থাকবে না আর বাচ্চা
    সে তখন হবে প্রকাণ্ড তালপুকুর-
    বাহবা
    বহুত আচ্ছা!
    লোকে এক্ষুনি চাঁদ পেতে চায় বলেই
    থাকা যাচ্ছেনা সাচ্চা
    উপায় কোনই নেই তাই হতে হয় কুকুর-
    বাহবা
    বহুত আচ্ছা!


    চৌবাচ্চাটা বড় হতে হতে
    জানি হবে তালপুকুর
    আপাতত বেশী চাই নাকো মোটে
    লোভ তবু এটুকুর-
    নুনের সঙ্গে ভাত যেন গোটে
    দুটো বেলা খোকখুকুর।।


    স্ত্রীকে আপাতত দিতে চাই বচ্ছরকার
    শাড়ী একখানা। যে সময়ে দেওয়া দরকার
    জানিই তো দেবে ফুঁড়ে আমাদের ছাপপর-
    অভাবের হাতে দুগালেতে দুটি থাপপড়
    খেয়ে পার হই বৈতরণীটা। তারপর
    মাটির মুটুকে রাজা করে দিও, সরকার।।
  • kc | 213.132.250.2 | ০৪ জানুয়ারি ২০১০ ১৬:২৪633430
  • * জোটে
  • sinfaut | 117.194.194.27 | ১৪ জানুয়ারি ২০১০ ০০:৪০633431
  • এক
    =====

    বাঘ আমি ভয় পাই খুব,
    এমনকী স্বপ্নেও তাই জঙ্গল এড়িয়ে চলি।
    চিড়িয়াখানার বাঘ ততটা ভয়ঙ্কর নয়।

    কিন্তু ভয়ের যেটা
    সেটা হচ্ছে কিছুদিন হলো

    আমার যে প্রেমিকাটি
    পাঁউরুটি কিনে টিনে দিত

    আমার শরীর বেয়ে হেঁটে হেঁটে ফিরে যাচ্ছে রোজ
    আমার কপালজুড়ে বিন্দু বিন্দু ভয়
    কারণ শৈশব থেকে আমার অসুখ হলে
    বিচ্ছেদ কে বাঘ মনে হয়।

    - দীপাংশু আচার্য
  • sinfaut | 117.194.194.27 | ১৪ জানুয়ারি ২০১০ ০০:৪৯633432
  • ক্লিশে -৩
    =========

    প্রকাশ তো প্রয়োজন। অসুখের কথা শুনে মানুষ হাসে না।
    বেতনের সঙ্গে আমাকে দুতিনটে ঘুলঘুলি দিতে হবে
    প্রতিমাসে। কান্নার কোনও যুৎসই প্রতিশব্দ না পেলে,
    আমি ষোলর নামতা লিখে ছেড়ে দেব।
  • sinfaut | 117.194.194.27 | ১৪ জানুয়ারি ২০১০ ০০:৫২633433
  • ক্লিশে -৪
    ==========

    ১৬ X ১ = ১৬
    ১৬ X ৩ = ৪৮
    ১৬ X ৫ = ৮০

    গণিত কৌতুকেভরা আশ্রয় যদিও -

    আসলে আমরাই কিন্তু
                    বিষাদে থাকতে ভালোবাসি।

    - দীপাংশু আচার্য।
  • Shuchismita | 71.201.25.54 | ১৪ জানুয়ারি ২০১০ ০৭:২১633434
  • ছেলেটা দিব্যি লেখে। কেন যে মাঝে মাঝে টিভিতে ভাঁড়ামী করতে যায়!
  • Shuchismita | 71.201.25.54 | ১৪ জানুয়ারি ২০১০ ০৭:২৯633435
  • তোমার কাছে পৌঁছেছিলাম গান শুনব বলে
    পৌঁছে দেখি গানগুলো সব তর্ক দিয়ে ঘের
    কখন তুমি ঘুমিয়ে গেছ নিজেই নিজের কোলে
    চারপাশে বসেছে বাজার, হিসেবে চুলচেরা

    তোমার কাছে পৌঁছেছিলাম মুখ দেখব বলে
    পৌঁছে দেখি মুখের আদল চিন্তা দিয়ে ঢাকা
    সরাতে যাই, বাতাস কাঁপে কুয়াশাজঙ্গলে
    ঝরাতে যাই, গুমোট বাড়ে। পাশ ফিরে শোয় আকাশ।

    তোমার কাছে পৌঁছেছিলাম পথ চিনব বলে
    পৌঁছে দেখি জল বেড়েছে। উপচে গেছে কিনার
    হয়তো বুকে ঠেকবে সে জল এর বেশি এগোলে
    একটু দূরেই দাঁড়াচ্ছি তাই। পার হতে পারছি না।

    কিন্তু কোথায় বিঁধছে কিছু, কিন্তু কোথাও লাগে
    দুপুর ছিল নিরাশ, তার পায়ের আওয়াজ শোনো -
    তর্ক থেকে ছড়াচ্ছে গান। সন্ধে হবার আগে
    তোমার কাছে পৌঁছতে চাই। পৌঁছব, কখনও ...

    (শ্রীজাত)
  • ranjan roy | 115.184.116.234 | ১৪ জানুয়ারি ২০১০ ১১:২৯633436
  • শুচিস্মিতা! মনটা ভরে গেল-- এক অমলিন বিষাদে।
    আরও সাপ্লাই দিন। না:, কোলকাতায় এসে "শ্রীজাত'' কিনে ফেলবো। বেশ গোটাকয়।
  • Ri | 121.241.218.132 | ১৪ জানুয়ারি ২০১০ ১১:৫৭633437
  • তাহলে তো বলতে হয় কৌশিক সেন কেন সিরিয়াল করে নাটকেই তো পড়ে থাকতে পারতো।একটা মাধ্যমেই সীমাবদ্ধ থাকতে হবে এমন কেন ধরে বসি ? দীপাংশুর প্রতিভা আছে মাল্টিপল ফিল্ডে করে খাচ্ছে।এই চন্দ্রিল,দীপাংশু র মত ক্যাওড়া কবি দের কে বেশ লাগে , এই বাওয়ালি টা এদের স্টাইল।
    আর ভাঁড়ামো করে মানতে পারলাম না - হিউমার আর উইটের ঠিকঠাক মিশেল।পাগলা চুলকে দে।। কলমের জোর আছে সেটা মীরাক্কেলের এপিসোড গুলোতেই বোঝা গেছিলো।
  • pi | 72.83.210.50 | ১৪ জানুয়ারি ২০১০ ১২:০০633438
  • দীপাংশুর ভাঁড়ামো ? মানাটা চাপ হয়ে গ্যালো।
  • I | 59.93.179.188 | ১৪ জানুয়ারি ২০১০ ১২:৪৭633440
  • শুচিস্মিতে! বন্দুক !
    থ্যাংক ইউ।
  • intellidiot | 61.8.134.18 | ১৪ জানুয়ারি ২০১০ ১৩:০৯633441
  • ঋজুর সাথে এক্কেবারে একমত।
  • lcm | 69.236.180.111 | ১৪ জানুয়ারি ২০১০ ১৩:২২633442
  • ...বেশ, এবার কিছু ছোট কবিতা, এই দু-তিন লাইনের, বা, এক লাইনের....

    ***********************************
    বাৎসরিক (- জয় গোস্বামী)

    নাম লিখেছি একটি তৃণে
    আমার মায়ের মৃত্যুদিনে।

    ***********************************
    আমার মেয়েরা (-শঙ্খ ঘোষ)

    লিখে যাই জলের অক্ষরে
    আমার মেয়েরা আজও অবশ ভিক্ষার হাতে পড়ে আছে সব ঘরে ঘরে।

    ***********************************
    অর্ধেক (-জয় গোস্বামী)

    অর্ধেক লিখেছ মৃত্যু, বাকি অর্ধ সে দূর পারের

    ***********************************
  • lcm | 69.236.180.111 | ১৪ জানুয়ারি ২০১০ ১৩:৩১633443
  • ... আর যাদের মনে অনেক প্রশ্ন... কারা লেখে কবিতা, কারা পড়ে, কারাই বা বোঝে, কারা শোনে..... তাদের জন্য তারাপদ রায় লিখেছিলেন এই গাব্বু কবিতা...
    ***********************************

    গাব্বু (- তারাপদ রায়)

    আমি জানি গাব্বু ছাড়া আর কেউ লেখেনা কবিতা।
    আমি জানি গাব্বু ছাড়া আর কেউ পড়েনা কবিতা।
    আমি জানি গাব্বু ছাড়া আর কেউ বোঝেনা কবিতা।
    আমি জানি গাব্বু ছাড়া আর কেউ শোনেনা কবিতা।

    গাব্বুই গাব্বুর জন্য লিখে যায় গাব্বু-গাব্বু অসংখ্য কবিতা।
    গাব্বুই গাব্বুর সব ভাই-বন্ধু বড় বাবু মাতা কিংবা পিতা।
    গাব্বুর কিছুই নেই শুধু আছে গাব্বু গাব্বু অসংখ্য কবিতা।
    গাব্বুই গাব্বুর জন্যে রেখে যায় গাব্বু-গাব্বু অসংখ্য কবিতা।

    আমি জানি, সবজানি গাব্বুদের গাব্বু-গাব্বু সমস্তই জানি।
    আমি জানি গাব্বু ছাড়া কবিতার বন্ধু নেই সমস্তই জানি।
    কিন্তু আমি এখনো জানি না কিন্তু, আমি কিন্তু এখনো জানি না?
    গাব্বু শব্দের মানে, কোনো মানে, প্রকৃতই কোনো অর্থ আছে কিনা??
    ***********************************
  • vikram | 193.120.76.238 | ১৪ জানুয়ারি ২০১০ ১৫:৫৩633444
  • গাব্বুর কবিতাটা সংগ্রহে রাখার মতো। পড়ে ভেতর অবধি কেঁপে যায়।

  • Shuchismita | 71.201.25.54 | ১৪ জানুয়ারি ২০১০ ১৮:০৪633445
  • উঁহু ... মীরাক্কেলের মেঘবালিকা বা স্টার জলসায় দীপাংশু-সায়নের যুগলবন্দীর কথা বলছি না। ইদানীং একটা শো হয় - লাফ আজ কাল। তাতে তিনি মাঝে মাঝে আবির্ভূত হন। সেটা দেখেই এই খেদোক্তি। জানি কবিতার টইতে এই আলোচোনা ঠিক না। আর দীপাংশু আলোচোনার টই কোনটা সেটাও ভুলে গেছি। সেটা কেউ ভাসিয়ে দিলেই লিঙ্ক দিয়ে দেব। তবে ঋজুর কথার প্রথম ভাগের সাথে ক।
  • Shuchismita | 71.201.25.54 | ১৪ জানুয়ারি ২০১০ ১৮:১৪633446
  • এটা রঞ্জনদার জন্য। আমাকে 'আপনি' বলবেন না। অনেকদিন আসি না বা এলেও নি:শব্দে বিদায় নিই। নাহলে এক সময় আপনি আমায় চিনতেন আর তুমিই বলতেন।

    ভাল্লাগে না কিচ্ছু এখন
    দু'চোখ দিয়ে রক্ত পড়ে
    বৃষ্টিতে হাত কাটছে দ্যাখো,
    পা জড়াচ্ছে তুষার ঝড়ে

    বিপদ দেখে কে আর দাঁড়ায়
    বন্ধুরা সব মিথ্যে ছিল
    নিন্দে গেল পাড়ায় পাড়ায়
    শত্রু পেলাম একবাড়ি লোক

    ঘুরছে মাটি, উড়ছে পাতা,
    পুড়ছে আগুন ... এই কি নরক?
    তোমার কোলেই রাখছি মাথা
    হয় মারো, নয় আদর করো!

    শ্রীজাতর কবিতার ব্যাপারে একটা বড় থ্যাঙ্কু স্যান আর তেকোনাদির প্রাপ্য। এই টইতে ওদের দেওয়া কবিতাগুলো পড়েই বড্ড ভালো লাগলো। এবার তাই দেশ থেকে নিয়ে এসেছি। তবে সব নয়। আরো চাই।

  • Shuchismita | 71.201.25.54 | ১৪ জানুয়ারি ২০১০ ১৮:২০633447
  • সারা দুপুরবেলা
    পথে পাথর কুড়ো ই
    এনে জমাও করি
    ভাঙা পাহাড় চুড়োয়

    তাতে কী হয় তেমন?
    আমি বুঝেও না পাই
    শুধু রাতের বেলা
    বসে ঝিমো ই, হাঁপাই ...

    ভোরে আবার শুরু
    খাটি জলের দামে
    লোকে অনেক কথাই
    বলে তোমার নামে

    আমি তোমায় ভুলে
    চলি লোকের কথায়
    পথে পাথর কুড়ো ই
    লোকে পাহাড় রটায়।

    নিরবচ্ছিন্ন "ঝিমো ই" লিখতে হলে কি করতে হবে?

  • Shuchismita | 71.201.25.54 | ১৪ জানুয়ারি ২০১০ ১৮:২৬633448
  • এবং আরো কিছু যা এলসিএম-এর অনুসারী ...

    মুখখানি যেন তার মতো
    মুখখানি তবু কার মতো?

    ****************************

    একটু নেমে দাঁড়াও যদি আমার কাছে দাঁড়াতে হয়
    একটু উঠে এসো যদি আমার কাছে দাঁড়াতে হয়
    দুখানি হাত বাড়াতে হয়, বাহিরে টান ছাড়াতে হয়
    একটু উঠে, একটু নেমে আমার কাছে দাঁড়াতে হয়

    *****************************

    মাথার ওপর আকাশ পুড়ছে
    বাতাস বইছে অনেক জোরে
    রোদ্দুরে ভয় করছে ভীষন
    তাই কি রাখছো আমায় ধরে?

    (শক্তি চট্টো)
  • omnath | 62.61.164.154 | ১৪ জানুয়ারি ২০১০ ১৮:৪০633449
  • ওই = o`i
  • Shuchismita | 71.201.25.54 | ১৪ জানুয়ারি ২০১০ ১৮:৪৭633451
  • থ্যাংকু থ্যাংকু :)

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন