এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রিয় কবিতা

    Riju
    অন্যান্য | ১৮ জুলাই ২০০৬ | ৩৮৬৫৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 122.168.222.220 | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ১৪:২২633486
  • অরিন্দম! কতদিন বাদে! আরও সুনীল হোক।
    সম্ভবত:১৯৬৯ সালে পূজোসংখ্যা দেশ পত্রিকায় বেরিয়েছিল--"" কবির মৃত্যু'', লোরকার হত্যা নিয়ে লেখা। তুলে দিতে পারবে?
  • san | 219.64.71.233 | ০৯ মার্চ ২০১০ ০০:০০633487
  • ভাসানের দিন সে আর আস্ত রইল না।

    মা, বা, ছোট-বোন, কাছের-দূরের আত্মীয়-বন্ধুর মৃত্যু,
    মৃত্যুচিন্তা, মৃত্যুস্মৃতি তার চালচিত্র উপড়ে নিয়েছে।
    ল্যাপটানো তার চুল,জামাকাপড় ছেঁড়াখোঁড়া,
    মুখে রং নেই, আলো নেই
    ভাঙাচোরা নিশ্বাস,চোখের কোটর ফাঁকা।

    বুকে গাঁথা ছবিসুদ্ধু সোনার লকেট পায়ের তলায়
    গুঁড়িয়ে পথের ধুলো।
    মানুষের আত্মা তবে কোনখানে থাকে?
    আজ সে করুণ, পথভ্রান্ত, মুদিত।
    সম্পূর্ণ নয়, এমনকি অংশও নয়,
    একজন নি:স্ব মানুষ
    একা একা কাঁদতে কাঁদতে চিরতরে হারিয়ে যায়।

    (ভাসানের দিন, দেবারতি মিত্র)
  • san | 219.64.71.233 | ০৯ মার্চ ২০১০ ০০:০৭633488
  • দেশে গেলেই রাধা আর ও দেশে টুলু
    দিন কাটছে ঐ একরকম।
    কুয়োর পাশে ঝুঁকে আছে সাদা ফুলে ভরা জামরুলগাছ,
    আসশ্যাওড়ার ঝোপে চারিদিক সুনসান-
    রাধার কাছে গেলেই দড়ি বেঁধে বালতির মত নামাবে।,
    সেখানে অতীত আর জলভূতের ঝটাপটি,
    ঝুপসি অন্ধকারে না মোছা গল্পগুলো ছায়া ঘনিয়ে রাখে,
    হাঁফ ছাড়ব, না আকাশে মেঘ হয়ে যাব?
    কুয়োয় তরঙ্গ নেই,রোদ্দুর পড়ে না, ওপরে বাষ্পও ওঠে না।

    টুলুর দেশে যাবই না।
    আমার খানিকটা বেলুনে খানিকটা ফানুসে ভরে
    সে শূন্যব্রহ্মের পুজো করাতে চায়-
    ধূপ নেই, পিদ্দিম নেই, দেবতা অদৃশ্য।
    কেবল হাহুতাশ বাতাস আর পিচ্ছিল সুরঙ্গে
    মহাকাশের অসংখ্য তারা বলবে
    স্টিফেন হকিং এর আর্যা মুখস্থ করো,মুখস্থ করো,মুখস্থ করো।

    এখানে টুলু তো ওখানে রাধা,
    এখন জীবনটা ফিরে পেলে বাঁচি।

    (এ দেশ ও দেশ, দেবারতি মিত্র)

  • san | 219.64.71.233 | ০৯ মার্চ ২০১০ ০০:৩১633489
  • জ্বলন্ত উনুন থেকে ভাত উথলে পড়ছে মাটিতে
    শ্মশানযাত্রীরা যেন খই ছড়িয়ে চলে গেছে পথে
    এরকমই ছবি আসে, এরকমই জীবন এখন।

    কোন প্রস্ফুটিত চেষ্টা আমাকে মোক্ষের টানে সমুদ্রে ভাসাবে
    ভাবতে ভাবতে চলে গেল বেলা।
    মেলায় বেলুন ঘুড়ি রঙচঙে দোলা
    অসহ টাগরা ফুঁড়ে চড়কের বাণ -
    আমি সুস্থ হতে গিয়ে যে চাঁদের আড়ালে লুকোই,
    তার জ্যোৎস্না পৃথিবীতে,তাপিত কাঞ্চন নয়, কুয়াশার ধাতু।

    স্বপ্নভারাতুর দিন সে আমার
    নৌকোর বাতির মত ডুবে গেছে জলে
    সন্ধ্যা হলে নক্ষত্রেরা আমাকে তিমিরে রেখে দিগন্তের পরপারে মেশে।
    এত যে মানুষ, এত চেনা মুখ, অসংখ্য জন্মের অপচয়
    মৃত্যুর বদলে মৃত্যু অসীম ঘটনা আমারও জীবনে ঘটে না কি?
    তবু আমি একা একা বাইরেই থাকি চিরকাল।

    সমুদ্রের ধারে সব জেলেদের জাল
    সূর্যচাঁদতারা ধরে, শুধু মাছ নয়;
    আকাশে ধূসর সাদা ছায়াপথ, সমুদ্রের স্রোত -
    সৃষ্টির হৃদয়।

    (আবার সমুদ্র, দেবারতি মিত্র)
  • Shuchismita | 71.201.25.54 | ০৯ মার্চ ২০১০ ০৭:৫৬633490
  • কি ভালো! থ্যাঙ্কিউ স্যান।
  • Arpan | 122.252.231.12 | ০৯ মার্চ ২০১০ ০৯:০৭633491
  • হ্যাঁ, থ্যাঙ্কিউ। আরো হোক।
  • shrabani | 124.124.86.102 | ০৯ মার্চ ২০১০ ১২:৩৭633492
  • women's day!!!!!!!

    (1)
    So silent I when love was by
    He yawned & turned away;
    But sorrow clings to my apron-strings,
    I have so much to say.

    (2)
    Some men break your heart in two,
    Some men fawn & flatter,
    Some men never look at you;
    And that cleans up the matter.

    (3)
    Razors pain you;
    Rivers are damp;
    Acid stains you;
    And drugs cause cramp;
    Guns are'nt lawful;
    Nooses give;
    Gas smells awful
    You might as well live.

    -Dorothy Parker

  • sayan | 125.22.97.34 | ১৯ মার্চ ২০১০ ১৫:০৯633493
  • বাগানের ঐ দূটো গাছে ফুল ফুটেছে কত যে
    ফুলের গন্ধে মনে পড়ে ছিল ফুলের মত সে
    ফুল যে দিত ফুলের সঙ্গে আপন সুধা মাখায়ে
    সকাল হত সকালবেলায় যাহার পানে তাকায়ে

    সে আমাদের ঘরের মেয়ে সে গেছে আজ প্রবাসে
    নিয়ে গেছে এখান থেকে সকালবেলার শোভা সে
    একটুখানি মেয়ে আমার কত যুগের পূণ্য যে
    একটুখানি সরে গেছে কতখানি শূণ্য যে

    বৃষ্টি পড়ে টাপুর টুপুর মেঘ করেছে আকাশে
    ঊষার রাঙা মুখখানি আজ কেমন যেন ফ্যাকাশে
    ঘরেতে যে কেউ কোথা নেই দুয়ারগুলো ভেজানো
    ঘরে ঘরে খুঁজে বেড়াই ঘরে আছে কে যেন

    ময়নাটি ওই চুপটি করে ঝিমোচ্ছে তার খাঁচাতে
    ভুলে গেছে নেচে নেচে পুচ্ছটি তার নাচাতে
    ঘরের কোণে আপন মনে শূণ্য পড়ে বিছানা
    কার তরে সে কেঁদে মরে সে কল্পনা মিছা না

    ** কার লেখা ভুলে গেছি। ছোটোবেলায় পড়া।
  • san | 198.179.147.71 | ১৯ মার্চ ২০১০ ১৫:১৩633494
  • রবি ঠাকুর :-)
  • sayan | 125.22.97.34 | ১৯ মার্চ ২০১০ ১৫:১৬633496
  • হুঁ, কবিতাটার নাম মনে পড়েছে, বিচ্ছেদ। কিন্তু কথায় টুকটাক ভুল থাকতে পারে।

    থ্যাঙ্ক্যু স্যান :-)
  • Nam nei | 125.20.3.146 | ১৯ মার্চ ২০১০ ১৫:৩৬633497
  • মাখায়ে তাকায়ে - এ তো টিপিক্যাল আরেন্টি স্যার মার্কা(এখানকার জনগণের ভাষায়)। এখনও যে ওনার কবিতা কেউ ভালো লাগে বলে এটা দেখে একই সাথে অবাক হলাম আর কেন জানি ভালো ও লাগলো। কারণ দিন বদলের সাথে জনতার রুচি একটু বেশিই বদলেছে কিনা।
  • sana | 58.108.232.36 | ১৯ মার্চ ২০১০ ১৮:০০633498
  • সকলেই গেট খুলে ঢোকে---
    শব্দ হয়'
    ঘরের ভিতরে বসে, মা শুধু বুঝতে পারে
    কে এলো?

    কার কবিতা নাম ভুলে গেছি।
  • Lama | 203.99.212.53 | ১৯ মার্চ ২০১০ ১৯:৩১633499
  • এই মুহূর্তে যেগুলো মনে পড়ছে-

    ১) ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে: রবি ঠাকুর
    ২) বেলা যে পড়ে এল জলকে চল: রবি ঠাকুর
    ৩) যদি নির্বাসন দাও: সুনীল
    ৪) সেদিন বরষা ঝরঝর ঝরে কহিল কবির স্ত্রী: রবি ঠাকুর

  • Nam nei | 59.93.247.97 | ১৯ মার্চ ২০১০ ২১:০০633500
  • আমার পছন্দের কবিতার লিস্টি দেয়া সম্ভব না। তার মধ্যে সব থেকে সেরা লাগে যেগুলো লিখছি -

    ১। বাঁশি - রবি ঠাকুর
    ২। ক্যামেলিয়া - রবি ঠাকুর
    ৩। সাধারণ মেয়ে - রবি ঠাকুর
    ৪। মানসসুন্দরী - রবি ঠাকুর
    ৫। খোয়াই - রবি ঠাকুর
    ৬। মালতিবালা বালিকা বিদ্যালয় - জয় গোস্বামী
    ৭। মা বাংলা - জয় গোস্বামী
    ৮। মেঘবালিকা - জয় গোস্বামী
    ৯। বনলতা সেন - জীবনানন্দ
    ১০। নিমন্ত্রণ - জসীমউদ্দিন
  • kd | 59.93.163.92 | ২০ মার্চ ২০১০ ১৩:১৫633501
  • here's a lama, there's a llama
    and another little llama
    fuzzy llama, funny lamma
    llama, llama, duck

    llama, llama, cheesecake llama
    tablet, brick, potato
    llama, llama, mushroom, llama
    llama, llama, duck

    I was once a treehouse
    I lived in a cake
    but i never saw the way
    the orange slayed the rake
    i was only three years dead
    but it told a tale
    and now listen little child
    to the safety rail

    did u ever see a llama
    kiss a llama on the llama
    llama's llama taste of llama
    llama, llama, duck

    half a llama, twice a llama
    not a llama, farmer, llama
    llama in a car, alarm a llama
    llama, llama duck

    is that how it's told now?
    is it all so old?
    is it made of lemon juice
    doorknob, ankle, cold
    now my song is getting thin
    and i've run out of luck
    time for me to retire now
    and become a duck


    http://www.albinoblacksheep.com/flash/llama

  • indrani | 203.158.35.254 | ২১ মার্চ ২০১০ ১৫:০৩633502
  • কবে আমি ট্রামে চড়ব রাত্রি সাড়ে নটা-
    নবনীত ছুঁচে
    একটি একটি করে জুঁই ফুল গাঁথবার মতো হাওয়া,
    অবাক কোকিল একমাত্র শব্দরেখা
    তারহীন শূন্যে থেমে আছে,
    পার্কের শিরীষ থেকে থেকে বৃষ্টি বৃষ্টি রেণু ঝরে
    উতলা ঘাসের ঘন হ্রদে-
    মার্চ মাসে শহরের উপবন।

    একবার নেমে পড়ব টুপ করে
    তোমাদের অলক্ষ্যে একলা?
    এখন কি বাড়ি আছ, বসন্তবৌরীর হলদে ঝড়,
    জলছবি এঁকে এঁকে হালকা চপ্পল পায়ে নেমে আসবে নিচে?
    চিবুকের ছলছলানিতে ঢেউ,
    তৎক্ষণাৎ ছুঁয়ে আঙুল সরিয়ে নিলে
    সুরবাহার যে রকম যতিহীন সে রকম রেশটানা ভুরু।

    নামতে সাহস হবে?
    কাকে দেখতে কাকে দেখব, রক্ত দুরুদুরু।
    ট্রাম যেই বাঁক নেয়, বাঁক নেয় পার্কের দিকে,
    নেমে পড়ি একা একা-
    না হয় দেখব ফাঁকা বাড়ি
    জানলার পর্দা খুলে নিয়ে গেছে চোরে
    দরজায় কপাট নেই
    বাগান পাঁচিলশূন্য
    ঘুরে ঘুরে চলে যাব
    না হয় বিদেশে।
    নেমে পড়ব, নেমে পড়ব,
    এই মার্চ মাসে?

    -দেবারতি মিত্র
  • indrani | 203.158.35.254 | ২১ মার্চ ২০১০ ১৫:১৬633503
  • বেঁচে যাই আজ যদি কেউ না-ই আসে।
    খুলে দেখি ডাকবাক্স
    চিঠি - সেই চিঠিখানি চেয়ে আছে
    আলেখ্যের মতো মুখপানে?
    অথবা কিছুর দিকে নয়, আমি নয়।
    বেগুণি রণন বেঁকে যাবে , সন্ধেবেলা-মেরিদন্ড মোমবাতি, অর্ধনীল শিখা।

    একলা কাটাতে চাই
    একলা কাটাতে চাই,
    জড় আয়না থেকে আর ছবি নয়,
    ভারি একা সমব্যথী হাওয়ার কুহকে।
    হাওয়া যেন এলো চুল, ভীরু খাতা,
    ঝুরো পর্দা, অলস আঙুল,
    ঘন মেঘ ঘেঁটে তোলা পাহাড়ের সুঘ্রাণ কুয়াশা।
    অনর্গল হাওয়া থেকে এখনও গড়ায় ঋতু
    সে শুধু আমারই,
    লোকচক্ষু অগোচরে একটি চৌবাচ্চা থেকে
    আরেকটি চৌবাচ্চায় অদৃশ্য অব্‌ৎ নল দিয়ে
    বয়ে আসে জন্মান্তর, ফোঁটা ফোঁটা সাদা তারা,
    মূল্যহীন বিকেলের অলখ সময়।

    - দেবারতি মিত্র।
  • indrani | 203.158.35.254 | ২১ মার্চ ২০১০ ১৫:২৩633504
  • বহু অপমান নিয়ে কিছু- বা সম্মান নিয়ে আজ
    শরীরসর্বস্ব হয়ে এসেছি বপনহীন নিশা-
    ভোলাও ভোলাও তুমি মুছে নাও ধাতুমুখ ক্ষত
    ভোলাও শৈবাল এই ক্লীব আবরণ অপব্যয়
    শব্দ নয় কথা নয় জলের ঘূর্ণিতে ব্যথা নয়
    ভোলাও এ আত্মময় পাতালপ্রোথিত শল্যঘাত
    ভোলাও লুন্ঠন, আমি ফিরে আসি, একবার বলো
    তোমার দেবতা নেই তোমার প্রেমিক শুধু আছে।

    -শঙ্খ ঘোষ
  • arindam | 59.93.207.15 | ২১ মার্চ ২০১০ ১৭:০৮633505
  • আমাদের চমৎকার চমৎকার দু:খ আছে
    আমাদের জীবনে আছে অনেক তেতো আনন্দ
    আমাদের মাসে দু'একবার মৃত্যু আছে, আমরা
    একটুখানি মরে আবার বেঁচে উঠি
    আমরা গোপনে ভালোবাসার জন্য কাঙাল হয়ে
    প্রকাশ্যে ভালোবাসাকে করি অস্বীকার
    আমরা সার্থকতা নামে এক ব্যর্থতার পেছনে ছুটে ছুটে
    কিনে নিই অসুখী সুখ
    অমরা মাটি ছেড়ে দশতলায় উঠে ফের মাটির জন্য
    হাহাকার করি
    আমরা প্রতিবাদের জন্য দাঁতে দাঁতে ঘষে পরমুহুর্তে
    দেখাই হাসি মুখের মুখোশ
    আমরা বঞ্চিত মানুষের জন্য দীর্ঘশ্বাস ফেলে দিন দিন
    আরও বঞ্চিত মানুষের সংখ্যা বাড়িয়ে তুলি
    আমরা জাগরণের মধ্যে ঘুমো ই এবং
    স্বপ্নের মধ্যে জেগে থাকি
    আমরা হারতে হারতে বাঁচি এবং জয়ীকে দিই ধিক্কার
    সব সময়ই মনে হয় এ রকম নয়, এ রকম নয়
    অন্য কিছু অন্য কোনো ভাবে বাঁচা
    তবু এই রকম ভাবেই অসমাপ্ত নদীর মতন
    লক্‌ লক্‌ করে এগোতে থাকে জীবন...

    (এ রকম ভাবেই, দেখা হলো ভালোবাসা বেদনায়, সুনীল গঙ্গোপাধ্যায়)

  • konfu | 58.96.92.31 | ২১ মার্চ ২০১০ ১৭:১৯633507
  • নি:সঙ্গতা
    আবুল হাসান
    -----------------

    অতটুকু চায়নি বালিকা!
    অত শোভা, অত স্বাধীনতা!
    চেয়েছিল আরো কিছু কম,
    আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
    বসে থাকা সবটা দুপুর, চেয়েছিল
    মা বকুক, বাবা তার বেদনা দেখুক!

    অতটা চায়নি বালিকা!
    অত হৈ রৈ লোক, অত ভিড়, অত সমাগম!
    চেয়েছিল আরো কিছু কম!

    একটি জলের খনি
    তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিল

    একটি পুরুষ তাকে বলুক রমণী!
  • arindam | 59.93.244.95 | ২১ মার্চ ২০১০ ১৭:৪০633508
  • জানি যে আমাকে তুমি ঘৃণা করো, মেয়েদের ঘৃণা
    যেখানে যেখানে পড়ে সে জায়গাটা কালো হয়ে যায়
    নতুন অঙ্কুর উঠে দাঁড়াতে পারে না সোজা হয়ে
    তোমার ঘেন্নার ভয়ে পালাতে পালাতে আমি এই
    দিগন্তে শুয়েছি, সামনে সভ্যতা পর্যন্ত পড়ে থাকা
    যতটা শরীর, তার কোথাও এক কণা শস্য নেই
    শুধু কালো কালো দাগ পোড়া শক্ত ঝামা গুঁড়োমাটি
    তাও তুমি আকাশপথে জলপথে বৃষ্টিপথে এসে
    মুখে যে নি:শ্বাস ফেলছ, না তাতে আবেশ, যৌনজ্বর
    নেই, শান্ত ঘুম নেই- সে নি:শ্বাসে কিছু নেই আর
    তার শুধু ক্ষমতা আছে প্রেমিককে বন্ধ্যা করবার।

    (জানি যে আমাকে তুমি, বিষাদ, জয় গোস্বামী)
  • rabaahuta | 117.194.224.9 | ২১ মার্চ ২০১০ ১৯:২৪633509
  • 'আকাশে মেঘ দীঘিতে কেন হাঁস
    সুলতা জানে সুলতা জানে ভালো'...

    কার লেখা ভুলে গেছি, কেউ বলবেন?
  • san | 115.117.249.138 | ২১ মার্চ ২০১০ ১৯:৫৩633510
  • শক্তি চট্টো?
  • rabaahuta | 117.194.224.9 | ২১ মার্চ ২০১০ ২০:০৫633511
  • না, বাংলাদেশের কবি
  • san | 115.117.249.138 | ২১ মার্চ ২০১০ ২০:০৬633512
  • এখন শীতের রাতে ওই ট্রেন
            কত দূরে যাবে?
    আমি যাব।
    জানালার দেশ থেকে
    তোমাকে লিখেছিলাম কত চিঠি -
            কত কথা
    তোমাকে বলেছিলাম
    পথে-পথে, নির্জন টেবিলে।
    অনেক বছর হলো
             সেই সব
    মনে পড়ে, আজো মনে পড়ে।
    সমস্ত তাচ্ছিল্য আজ মনে পড়ে।
    নির্জন চোখের জল
              মনে পড়ে।
    মাথা, ভারী হয়ে আসে -
    মৃত্যু,
    দুই-তিন পয়সার খেলা।

    মৃত্যু সম্পর্কে আরো, ভাস্কর চক্রবর্তী

  • san | 115.117.249.138 | ২১ মার্চ ২০১০ ২০:১২633513
  • যে বিকেলে জ্বর আসে
    সেই বিকেলের মতো
                   তুমি এসে
    দাঁড়িয়ে রয়েছো।
    ঘড়ির ভেতর দিয়ে
    রক্তের রেখার মতো
                 সময় চলেছে।
    -আমি কি অসুখ থেকে
    কোনোদিন
    উঠে দাঁড়াব না? আজো রাত
                  জাগাজাগি হয়।
    শরীর মিলিয়ে যায়
    নরম শরীরে। - আমি শুধু
    আমার পৃথিবী দেখে যাই ......
                    চারপাশে
    কেমন হাজার আলো
                  জ্বলে আছে , তবু
    এমন আঁধার আমি
    জীবনে দেখিনি।

    (আঁধার বিষয়ে, ভাস্কর চক্রবর্তী)
  • Shuchismita | 71.201.25.54 | ২৩ মার্চ ২০১০ ০৬:১৫633514
  • একটি জানালা আর
    জানালার ফাঁকে ক'টি তারা;
    তাই নিয়ে রাত প্রায় সারা।
    মাঝে-মাঝে ঝিরঝিরে হাওয়া,
    যেন কার চুপিচুপি গাওয়া
    ভাষা-ভীরু সোহাগের গান -
    মন যার খোঁজে না প্রমাণ।

    আলো জ্বেলে খুলে আছি খাতা
    ধুধু করে শুধু শাদা পাতা।

    এতক্ষন ছিলাম একাকী,
    ঘরে এলো তিনটে জোনাকি।

    - প্রেমেন্দ্র মিত্র (তিনটে জোনাকি)
  • Shuchismita | 71.201.25.54 | ০১ এপ্রিল ২০১০ ০৮:৩৯633515
  • ঘুমোচ্ছে শেকল। তাকে ফেলে
    চলে যেতে চাওয়া শুধু। চুপচাপ নরম প্যাডেলে
    আদুরে চাপের ভঙ্গি। পালানো না, যাওয়া। বহুদূর...
    যেখানে আস্তিন বললে লোকে বোঝে পায়রা বা দুপুর

    তেমন এলাকা কোনও। অপরাধ পাহাড়ি দেবতা।
    যেখানে কাদার মধ্যে ভাঙা প্রজাপতি খরস্রোতা -
    ঘুম ভেঙে উঠে যদি শেকলের মনখারাপ হয়,
    কয়েদির, এটকুই ভয়।

    - শ্রীজাত
  • saikat | 202.54.74.119 | ০১ এপ্রিল ২০১০ ১৫:২২633516
  • And the days are not full enough
    And the nights are not full enough
    And life slips by like a field mouse
    Not shaking the grass


    - Ezra Pound
  • rabaahuta | 203.99.212.53 | ২০ এপ্রিল ২০১০ ১১:১৯633518
  • আকাশে মেঘ দীঘিতে কেন হাঁস
    সুলতা জানে সুলতা জানে ভালো
    কবিরা কেন নারীর ক্রীতদাস
    সুলতা জানে সুলতা জানে ভালো

    কার লেখা কেউ জানেন্না? কেউ পড়েননিকো? কেমন লোক মহাই আপ্নেরা? হু:

    *****************
    লেভেল ক্রসিং দাঁড়িয়ে আছে ট্রেন
    অনাবশ্যক পড়ছো কি হার্ট ক্রেন
    *****************
    ছিল অনেক রাজার বাড়ি চক মেলানো হাজার দ্বারী এবং হ্রদে সোনালী অগনন
    হাঁসের দল দোলায় পাখা তবু তোমার সংগে থাকা চমৎকার জুলেখা ডবসন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন