এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রিয় কবিতা

    Riju
    অন্যান্য | ১৮ জুলাই ২০০৬ | ৩৮৬৫৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 203.143.177.250 | ২০ এপ্রিল ২০১০ ১২:৪০633519
  • "সুলতা' সিরিজ শফিকুল ইসলামের সৃষ্টি। একবার "লোটাকম্বল'এ খুঁজে দেখো তো। পেতেও পারো।

    # "সুলতা ও বনলতা' নামে অখাইদ্য একটা আলোচনা পড়েছিলাম এককালে।
  • rabaahuta | 203.99.212.53 | ২০ এপ্রিল ২০১০ ১২:৫০633520
  • আচ্ছা...
    আসলে আমি বহু বছর আগে এটা পড়েছিলাম, সুলতা সিরিজ আছে জানতাম না। কোনভাবে এই লাইনগুলো মনে ছিল, পরে আর কোথাও পাইনি।
  • rabaahuta | 203.99.212.53 | ২০ এপ্রিল ২০১০ ১৪:২২633522
  • ধন্যযোগ :)
  • Shuchismita | 71.201.25.54 | ১৫ মে ২০১০ ০৭:৪৩633523
  • মনে পড়ছে সেই দুপুরবেলটি। ক্ষণে ক্ষণে বৃষ্টিধারা ক্লান্ত
    হ'য়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে।
    ঘরে অন্ধকার, কাজে মন যায় না। যন্ত্রটা হাতে নিয়ে
    বর্ষার গানে মল্লারের সুর লাগালেম।
    পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এল। আবার ফিরে গেল। আবার একবার বাইরে এসে দাঁড়াল। তার পরে ধীরে ধীরে ভিতরে এসে বসল। তার হাতে সেলাইয়ের কাজ ছিল, মাথা নিচু ক'রে সেলাই করতে লাগল। তার পরে সেলাই বন্ধ ক'রে জানলার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল।
    বৃষ্টি ধ'রে এল, আমার গান থামল। সে উঠে চুল বাঁধতে গেল।
    এইটুকু ছাড়া আর কিছুই না। বৃষ্টিতে গানেতে অকাজে আঁধারে
    জড়ানো কেবল সেই একটি দুপুরবেলা।
    ইতিহাসে রাজাবাদশার কথা, যুদ্ধবিগ্রহের কাহিনী, শস্তা হ'য়ে ছড়াছড়ি যায়। কিন্তু, একটি দুপুরবেলার ছোটো একটু কথার টুকরো দুর্লভ রক্তের মতো কালের কৌটোর মধ্যে লুকোনো রইল, দুটি লোক তার খবর জানে।

    (একটি দিন, রবীন্দ্রনাথ ঠাকুর)
  • Shuchismita | 71.201.25.54 | ১৫ মে ২০১০ ০৭:৪৫633524
  • ফর্ম্যাট ঘেঁটে গেছে :(
  • Shuchismita | 71.201.25.54 | ১৫ মে ২০১০ ০৮:২২633525
  • আজ বাতাসের সঙ্গে ওঠে, সমুদ্র, তোর আমিষ গন্ধ
    দীর্ঘ দাঁতের করাত ও ঢেউ নীল দিগন্ত সমান করে
    বালিতে আধ-কোমর বন্ধ
    এই আনন্দময় কবরে
    আজ বাতাসের সঙ্গে ওঠে, সমুদ্র, তোর আমিষ গন্ধ।

    হাত দুখানি জড়ায় গলা, সাঁড়াশি সেই সোনার অধিক
    উঙ্কÄলতায় প্রখর কিন্তু উষ্ণ এবং রোমাঞ্চকর
    আলিঙ্গনের মধ্যে আমার হৃদয় কি পায় পুচ্ছে শিকড়
    আঁকড়ে ধরে মাটির মতন চিবুক থেকে নখ অবধি?

    সঙ্গে আছেই
    রুপোর গুঁড়ো, উড়ন্ত নুন, হল্লা হাওয়ার মধ্যে, কাছে
    সঙ্গে আছে
    হয়নি পাগল,
    এই বাতাসে পাল্লা আগল
    বন্ধ করে
    সঙ্গে আছে...
    এক অসুখে দুজন অন্ধ!
    আজ বাতাসের সঙ্গে ওঠে, সমুদ্র, তোর আমিষ গন্ধ।

    (এক অসুখে দুজন অন্ধ, শক্তি চট্টোপাধ্যায়)
  • dukhe | 122.160.114.85 | ১১ জুন ২০১০ ১৫:১৯633526
  • ঘর-৭
    -অনুপ মুখোপাধ্যায়

    এত মুশকিলে পড়ে গেছি - মাসের শেষ
    হাত ফাঁকা, অথচ মাইনে পেতে এখনও দু'দিন

    কাঁচুমাচু মুখ আর চাপা হাসি
    "এ-মাসেও গেল-মাসের মতো -
    - দিয়ে দেবে কিন্তু!"

    লক্ষ্মীর ঝাঁপির থেকে বেরিয়ে
    উড়ে আসছে সিকি, আধুলি
    দশ পয়সা, কয়েন, দু-টাকা...

    মন দিয়ে পেছন থেকে দেখি
    হাঁটলে পায়ের ছাপ পড়ে কি না

    [এই সিরিজের অন্য কবিতা এখানে পাবেন - http://www.ezinemart.com/robbar/14022010/Home.aspx?pgno=34&mode=2]
  • san | 115.117.227.108 | ১১ জুন ২০১০ ২২:৫৫633529
  • 'আমিও ভেঙেছি কিছু, ছোটো মাপে, এই ধরো জলের গেলাস
    বৃষ্টির ভিতরে হেঁটে শ্রাবণের কিছুটা ভেঙেছি'
    ...............................

    পুরোটা কেউ একটু লিখে দেবেন?
  • ps | 117.201.112.2 | ১২ জুন ২০১০ ০১:০৩633530
  • আমরা যার সঙ্গে নিত্য বসবাস করি
    তার নাম প্রেম নয়,উদ্বেগ।
    প্রেম অতিথির মতো কখনো ঢুকে পড়ে অল্প হেসে
    সমস্ত বাড়িতে স্মৃতিচিহ্ন ফেলে রেখে
    হঠাৎ অদৃশ্য হয়ে যায়।
    তারপর সারাক্ষণ
    আমরা কেউ আর উদ্বেগ
    আমরা একজন আর উদ্বেগ
    বসবাস করি।
    রাত থেকে দিন,দিন থেকে রাত।

    '' সঙ্গী''- ষাটের কবিতা-বিজয়া মুখোপাধ্যায়

  • I | 59.93.214.234 | ১২ জুন ২০১০ ০৯:৫৪633531
  • শুচিস্মিতা,
    থ্যাংকু !!
  • Tim | 71.62.121.158 | ১২ জুন ২০১০ ১০:৪০633532
  • অনেক দিনের অনেক যত্নে কমিয়েছি সন্ত্রাস।

    এদিকে আমার ছুটি শেষ হ'ল প্রায়,

    আজ তিনটেতে গাছ থেকে নেমে বসেছিলো জানলায়।
    এত ভীরু এত বিনীত কেন যে! এরাই তো ছিল খাস
    সমুদ্র-জয়ী সীতা-সন্ধানী সেতুবন্ধের সঙ্গী;
    দীন সজ্জন সাহসী উৎসাহিত
    মজুরেরই মত ভঙ্গী।

    এরা কেন ভয়ে ডালে-ডালে ঘোরে আজ?
    এরা কোনও কালে করেনি তো লাফঝাঁপ
    রামরাজত্বে সরকারি রামদাস!
    যদিচ এদেরই কোমল অঙ্গে পাঁচ-আঙুলের ছাপ।

    অনেক যত্নে নামিয়েছি আজ গাছ থেকে জানলায়
    ভাবছি এখন কি ক'রে বাঁচাব এদের এ-বিশ্বাস!

    হোটেল ছাড়ার সময় হয়েছে প্রায়।।

    (তিনটি কাঠবিড়ালী, বিষ্ণু দে)
  • Arpan | 122.252.231.10 | ১২ জুন ২০১০ ১৯:৪৯633533
  • কত-না রুদ্ধ ক্রোধ বাক্সে লুকানো থাকে, বাঁধা থাকে বিছানায়।
    চেকিঙে পড়েনি ধরা, বৈদুয়তিন কে০শল এড়িয়ে গিয়েছে,
    বিমানবন্দর তারা অকাতরে পার হয়, এমনকি দেহরক্ষীদের
    বেষ্টনী এড়িয়ে বহু হতবাক প্রেসিডেন্ট-মুখ্যমন্ত্রী-নগরপালের
    সামনে দাঁড়িয়ে পড়ে, বলে-’অ্যাই, তোরা ভেবেছিসটা কী?’
    সৈন্যরা বৃথাই বন্দুক ছোঁড়ে, কৃপাণ নিজেরা লড়াই করে।
    ক্রোধ অদৃশ্যই থেকে যায়।

    (কয়েকটি সাম্প্রতিক কবিতা ৫ - উৎপল কুমার বসু)
  • Arpan | 122.252.231.10 | ১২ জুন ২০১০ ১৯:৫১633534
  • * বৈদ্যুতিন কৌশল
  • Shuchismita | 71.201.25.54 | ১৩ জুন ২০১০ ০১:১১633535
  • মনে পড়লো, তোমায় পড়লো মনে
               বাঁশি বাজলো হঠাৎই জংশনে
    লেভেল ক্রশিং - দাঁড়িয়ে আছে ট্রেন
               এখন তুমি পড়ছো কি হার্ট ক্রেন?

    দেড়শো মাইল পেরিয়ে গেলাম কাছে
               বললে তুমি এমন করলে বাঁচে
    ঐ সামান্য বিদ্যাদানের টাকা!
               সত্যি, পকেট - ইঁদুর বাদে, ফাঁকা।

    এমন সময় বুদ্ধি দিলে ভারি
               বসেছিলাম চাঁদের আড়াআড়ি
    বললে, এই যে - রাখো তোমার কাছে
               তোমার ছবি আমার বাক্সে আছে।

    মনে পড়লো, তোমায় পড়লো মনে
               বাঁশি বাজলো হঠাৎই জংশনে
    লেভেল ক্রশিং - দাঁড়িয়ে আছে ট্রেন
               অনাবশ্যক পড়ছো কি হার্ট ক্রেন?
  • Shuchismita | 71.201.25.54 | ১৩ জুন ২০১০ ০১:২১633536
  • আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি
    এমন ছিলো না আষাঢ় শেষের বেলা
    উদ্যানে ছিল বরষা-পীড়িত ফুল
    আনন্দ-ভৈরবী।

    আজ সেই মাঠে আসে না রাখাল ছেলে
    কাঁদে না মোহনবাঁশিতে বটের মূল
    এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে
    বিদ্যুৎ-রেখা মেলে।

    সে কি জানিত না এমনি দু:সময়
    লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি
    সে কি জানিত না হৃদয়ের অপচয়
    কৃপণের বামমুঠি

    সে কি জানিত না যত বড়ো রাজধানী
    তত বিখ্যাত নয় এ হৃদয়পুর
    সে কি জানিত না আমি তারে যত জানি
    আনন্দ-সমুদ্দুর

    আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি
    এমন ছিলো না আষাঢ় শেষের বেলা
    উদ্যানে ছিল বরষা-পীড়িত ফুল
    আনন্দ-ভৈরবী।

    দুটিই শক্তি চট্টোপাধ্যায়। ধর্মে আছো, জিরাফেও আছো।
  • pinaki | 131.151.71.179 | ১৩ জুন ২০১০ ০১:৫১633537
  • দুটোই অত্যন্ত প্রিয় কবিতা। শুচিস্মিতাকে অনেক ধন্যবাদ। আনন্দ ভৈরবীটা কিছুদিন আগে জনতাকে তোলার অনুরোধ করব ভেবেছিলাম।
  • pinaki | 131.151.71.179 | ১৩ জুন ২০১০ ০১:৫৫633538
  • তবে ওটা কি 'আনন্দ' সমুদ্দুর? বইঅলা কেউ একটু ভেরিফাই করবেন?
  • Shuchismita | 71.201.25.54 | ১৩ জুন ২০১০ ০৩:৪০633540
  • হুঁ... আনন্দ সমুদ্দুরটা আমারো পছন্দ নয়। কিন্তু শ্রেষ্ঠ কবিতায় তেমনই আছে।
  • arindam | 59.93.192.107 | ১৩ জুন ২০১০ ০৬:৩৩633541
  • ভালোবাসা
    সুনীল গঙ্গোপাধ্যায়

    শরীর ছেলেমানুষ, তার কত টুকিটাকি লোভ
    সব সাঙ্গ হলে পর, ঘুম আসবার আগে
    নতুন টাকার মতন সরল নিরাবরণ
    দুখানি শরীর
    বিছানায় অবিন্যস্ত।
    ঠান্ডা বুকের কাছে স্বেদময় মুখ
    ঊরুর উপরে আড়াআড়ি ফেলে রাখা
    এইমাত্র লোভহীন হাত
    চরাচরে তীব্র নির্জনতা, এই তো সময় ভালোবাসবার-
    ভালোবাসা মানে ঘুম, শরীর বিস্মৃত পাশাপাশি
    ঘুমোবার মতো ভালোবাসা।
  • Somnath | 85.154.255.42 | ১৩ জুন ২০১০ ১১:০৮633542
  • আ-নখ। শ্রেষ্ঠ কবিতায় ভুল ছাপা আছে।
  • projjwal | 117.194.0.118 | ১৩ জুন ২০১০ ১১:৩৪633543
  • আমার আর মাত্র এক হাজার একটা কবিতা লেখা বাকি রয়েছে,
    তারপরেই এবারের মতো আমার আরব্যরহনী সমাপ্ত।
    আর মাত্র এক হাজার এক। খুব হিসেব করে চলতে হবে।
    আড়াই বছর আগে বাবা মারা গিয়েছেন, বাবাকে নিয়ে একটা
    কবিতা লিখবো। মাকে নিয়ে একটা।
    আমার যে পিসিমা, যাঁকে আমি চোখেও দেখিনি, যিনি আমার
    জন্মানোর ঢের আগে বাড়ির পিছনের পুকুরে ডুবে মারা
    গিয়েছিলেন, যাঁর কোনো একটা ছবি পর্যন্ত আমাদের বাসায়
    ছিলো না, যার কথা মনে করে আমার ঠাকুমা সারাজীবন একা
    একাই কাঁদতেন, সেই পিসির কথা একটা কবিতায় লিখবো।
    একবার একটা সাদাকালো গিনিপিগের বাচ্চা পুষেছিলাম, সেটা
    কি করে পালিয়ে গিয়েছিলো, অনেকদিন আগের একমুঠো
    শুকনো ঘাসশুদ্ধ সেই গিনিপিগের তারের জাল দিয়ে তৈরি
    খাঁচাটা সিঁড়ির নীচে কেন যেন এখনো রয়ে গেছে। যদি অসম্ভব
    না হয় ঔ খাঁচাটা নিয়ে একটা কবিতা লিখবো।
    আরো দুয়েকটা বিষয় আজকাল আমাকে খুব ভাবায়। 'নিয়তির
    পরিহাস ও বন্ধুত্বের পরিনাম' এই রকম লম্বা নামের একটা
    কবিতা অনেকদিন হলো ছকে রেখেছি। কিন্তু সেটা লেখা হয়ে
    ওঠেনি। চক্ষুলজ্জার বয়েস আর নেই, সময়ও নেই, এবার
    কবিতাটা লিখে ফেলতে হবে।
    কিন্তু তারপরে?
    এর পরেও হাতে থাকছে অন্তত নশোনব্বুইটা কবিতা। সে
    সমস্তই তোমাকে নিয়ে। নিতান্ত তোমাকে নিয়ে। শুধুই
    তোমাকে নিয়ে লিখে যেতে হবে। লিখতে লিখতে লিখতে
    আমি থুরথুরে বুড়ো হয়ে যাবো, হাতের কলম কাঁপবে, কাগজে
    কালি চলকিয়ে পড়বে, লিখতে লিখতে লিখতে হাতের কবজি অচল
    হয়ে যাবে।
    তুমি কি আমায় ছাড়বে, ছেড়ে দেবে? তোমার ঐ
    ন'শো নব্বুইটা কবিতা শেষ করার আগে।

    (কবির নাম মনে নেই)
  • Sudipta | 117.194.204.108 | ১৩ জুন ২০১০ ১২:৪৩633544
  • দেখা হবে : সুনীল গঙ্গোপাধ্যায়

    দেখা হবে চৌরাস্তায় বুধবার বিকেল পাঁচটায়
    আর যদি না যেতে পারি
    দেখা হবে নদীতীরে বালার্ক ঊষায়
    কামানের ঘোর শব্দ যখন জোয়ার স্রোত ভাঙে
    অথবা যদি না যেতে পারি
    দেখা হবে যেমন শৈশবে
    বারবার দেখা হয়ে যেত
    একটি চাহনি কিংবা দুপলক হাসির ঝিলিক
    দেখা হবে অশ্লেষায়, পরাজিত ঘোর অবেলায়
    দেখা হবে শৃঙ্খলিত দিনে কিংবা নিকষ রাত্রিতে
    অথবা যদি না যেতে পারি
    যদি সব পথ জুড়ে খাড়া থাকে উল্লুকের পাল
    প্রলয়ের শেষে দেখ হবে।

  • ranjan roy | 122.168.25.108 | ১৩ জুন ২০১০ ১৬:৩৫633545
  • মহাশ্বেতার বাবা মণীশ ঘটকের ""পরমা'' কবিতাটা কারো কাছে আছে? আমার বুদ্ধদেব বসু সংকলিত " আধুনিক বাংলা কবিতা'' ভোগে গেছে।
    কটা লাইন ঘুরে ফিরে মনে আসছে।

    " আর কেহ বুঝিবে না,
    তোমাতে আমাতে
    এ বোঝাপড়ার পালা সঙ্গ করে যাব আজ রাতে।।
    -------------
    ------------
    হায় সখি জান নাক
    একই অস্ত্রে হত হল মৃগী ও নিষাদ,
    আদিরিপু উন্মোচিল প্লাবনের বাঁধ।
    সেই পথ দিয়া
    প্রেম এল দূকুল প্লাবিয়া।
    -------------

    ---------
    হলা পিয় সহি,
    মৃগয়ার সে নিষাদ নহি, আমি নহি।
  • Shuchismita | 71.201.25.54 | ১৩ জুন ২০১০ ২২:২২633546
  • আছে আমার কাছে। কিন্তু কি বিশাল তৎসম কবিতা। বাপ রে! দিচ্ছি আস্তে আস্তে।
  • Shuchismita | 71.201.25.54 | ১৩ জুন ২০১০ ২২:৪৮633547
  • পরমা - মণীশ ঘটক

    আর কেহ বুঝিবে না; তোমাতে আমাতে
    এ বোঝাপড়ার পালা সাঙ্গ ক'রে যাবো আজ রাতে
    অন্তরঙ্গ আলাপনে।
    রাত্রির অঞ্চল সঞ্চালনে
    শান্ততর, স্নিগ্‌ধতর হ'য়ে এলো বয়ু,
    তৃতীয়ার চন্দ্রের প্রমায়ু
    হ'লো শেষ। মেঘলোক হ'য়ে পার
    ঘনিষ্ঠ আশ্লেষে রচে পরম আত্মীয় অন্ধকার।

    হলা পিয় সহি,
    জান্তব জিগীষা বক্ষে অতীতের সে-নিষাদ নহি আমি নহি।
    একদা যে-আসঙ্গের ক্রূর আক্রমণ
    সবিদ্রূপে উপেক্ষিয়া কুমারীর আত্মরক্ষা-পণ
    বধির বাসব-হস্তচ্যুত বজ্রসম
    তোমারে করিল চূর্ণ, আমারি নির্মম
    স্বার্থ-পরমার্থ-দ্বন্দ্বে আজি নির্বাপিত
    সে-অনল, স্মৃতিভস্মস্তূপে সমাহিত।
    অনলস কাল-আবর্তনে
    মহীরুহ হয়েচে অঙ্গার। হয়তো পরম কোনো ক্ষণে
    অঙ্গারে ফুটিবে হীর। সে-প্রসঙ্গ আজি অবান্তর।

    পূর্ণলোহু যৌবনের মধ্যাহ্নে ভাস্কর
    সেদিন জ্বলিতেছিল এ দেহ-অম্বরে।
    দিকে দিগন্তরে
    সমীর শ্বসিতেচিলো অগ্নিবর্ষী শ্বাস।
    চক্ষে ভ'রি ত্রাস,
    তুমি কেন ঝাঁপ দিলে সে-ধ্বংস-উৎসবে?
    যৌবনগৌরবে
    বল্কলশাসনমুক্ত তুঙ্গ স্তনন্দ্বয়
    সহসা উদ্বেল হ'লো শুভ্র বক্ষময়,
    শিহরিলো প্রবাল অধর
    কেন্দ্রীভূত কামনার চুম্বকবিথারে থরথর।
    অজ্ঞাত শঙ্কায়
    অপাঙ্গে অনঙ্গতীর মুহুর্মুহু থমকিলো, হায়!
    আশ্রম-আশ্রয় ত্যজি আজন্ম তাপসী কণ্বসুত
    নিষ্কলুশা কুরঙ্গীর নৃত্যরঙ্গে হ'লে আবির্ভূতা।
    নিষ্করুণ, কিরাতের পরুষ সংস্পর্শে আচম্বিত
    মদাপ্লুতা, - হারালে সংবিৎ।

    হায় সখি হায়,
    তুমি তো জানিলে নাকো সেই মৃগয়ায়
    এক অস্ত্রে হত হ'লো মৃগী ও নিষাদ।
    আদিবিপু উন্মোচিলো প্লাবনের বাঁধ,
    সেই পথ দিয়া
    প্রেম এলো বন্যাসম দু-কূল প্লাবিয়া
    সুগম্ভীর সমারোহে।
    অনাদ্যন্ত আজো তাহা বহে
    দুর্বার প্রবাহে তুলি উন্মত্ত কল্লোল,
    আমার নিখিল তারই উল্লাসে আজিও উতরোল।
  • Shuchismita | 71.201.25.54 | ১৩ জুন ২০১০ ২২:৫০633548
  • থ্যাঙ্কস রে নড়বড়! "আ-নখ"টা একদম আ-নখ মিলে যাচ্ছে!
  • ranjan roy | 122.168.25.108 | ১৩ জুন ২০১০ ২২:৫৭633549
  • শুচিস্মিতা,
    অনেক অনেক ধন্যবাদ। হোক গে বিশাল এবং তৎসম শব্দে ভর্তি। এটা যে আধবুড়ো রঞ্জনদের কবিতা।এই বয়সে কবিতাটায় যেন নিজের চেহারা দেখতে পাই। আবার ধন্যবাদ।
  • ps | 117.201.112.26 | ১৪ জুন ২০১০ ০১:৩২633551
  • একান্তই আমার এই সময় নিমগ্ন স্পর্শের পত্রাবলি
    একান্তই আমার এই নি:সঙ্গতা,হাহাকার
    অন্ধকার,সবুজ শোভার ঋণ,সাদা সাদা বেদীমূল।
    একান্তই আমার এই সব ইস্পাত কঠিন শব্দ
    মানুষের শোভাযাত্রা,আঙুলের স্পর্শ
    ধাতব হিংসা,বিদ্বেষ ও প্রেম,
    একান্তই আমার উড্ডীয়মান এই বায়বীয় শোক
    শ্লোগান মুখর দিন
    পচা গন্ধ,নষ্টবীজ হাহাকর,পল্লবের নিষ্ঠুর দোলানি-
    একান্তই আমার এই নৈসর্গিক নি:সঙ্গতা
    মৌলিক পাথর-নদীর স্রোত।

    আর দেখো কী করে ভেসে যাচ্ছে মাটি ও সভ্যতা;
    ভেসে যাচ্ছে সংগমরত রাত
    ভেসে যাচ্ছে শোভাময় কেতকী-
    ভেসে যাচ্ছে,সব ভেসে যাচ্ছে,
    একান্তই আমার শুধু এই সব পুষ্পক ব্যাধি।

    'একান্তই আমার'-খালেদা এদিব চৌধুরী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন