এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১২৫৭৬৪ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 69.236.172.21 | ০৯ অক্টোবর ২০০৯ ১১:৩৪421087
  • এই সেদিন পর্যন্ত তো 'বিশ্বাস' ছিল। অনিল বিশ্বাস-এর পরেও ছিল। এই তো ২০০৬-এর মে মাসেই লেফ্‌ট ফ্রন্ট ২৯৪ এর মধ্যে ২৩৫ (প্রায় ৮০%) সিটে জয়ী হল - ২৯ বছরের জয়ের ধারা অব্যাহত রইল। এর সবটাই তো আর রিগিং বা ইভিএম কারচুপি ছিল না। মানুষের "বিশ্বাস' তো ছিল - সংখ্যাগরিষ্ঠ মানুষেরেই ছিল। কিন্তু, কি এমন হল? সিঙ্গুরে সামান্য খোঁচা হল, নন্দীগ্রামে বিস্ফোরণ হল। সিপিএম গভর্নমেন্ট আর যাই হোক চাষাভূষো-দের ওপর গুলি চালাবে না - এই "বিশ্বাস' ভেঙ্গে গেল। হল রাজ্য জুড়ে রেশন দোকানের মালিকদের ওপর আক্রমন। পশ্চিম মেদিনীপুরে শুরু হল গন্ডগোল, আগেও ছিল, আবার নতুন করে শুরু হল...
    হনু একটা কথা ঠিক বলেছে, এই বুদ্ধিজীবি/সুশীল এদের এফেক্ট ভোটের ফলাফলে কিস্যু নেই। ইন ফ্যাক্ট, বিরোধীরাও কোনো ফ্যাক্টর নয়। ৩২ বছর ধরে যারা ভোটে জিতিয়ে এসেছিলেন - তাদের বিশ্বাসে ধাক্কা লেগেছে - কারণ বুকে গুলি লেগেছে। মমতা/নক্‌শাল/কংগ্রেস ফ্যাক্টর নয়, এরা তো আগেও ছিল --- যে কোনো হরি/যদু/মধু-ই ভোটে জিতত --- জিতেওছে, বীরভুমে শতাব্দী থেকে নদীয়ায় তাপস। পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি-টা ৩২ বছর ক্ষমতায় থেকেও কি করে ভুল ক্যালকুলেট করল। ভারতের হাইয়েস্ট পপুলেশন ডেন্‌সিটি যে রাজ্যে, এবং যাদের অধিকাংশের জীবিকা কৃষিনির্ভর, ভুমিহীন প্রান্তিক জনমজুরদের সংখ্যা - যে "সংখ্যা' ভোটে ৮০% সিট জিতিয়ে দেয় সেটাকে গুলিয়ে ফেলল! জ্যোতি বসু, অনিল বিশ্বাস-রা এই সংখ্যাটা অন্তত ভালো বুঝত।
    এখন লেফ্‌ট ফ্রন্ট নিজেরাই বুঝতে পারে না, কোন ক্যালকুলেশন ঠিক। নিশ্চিত ব্যারাকপুর, নিশ্চিত শিলিগুড়ি - চোখের সামনে অনিশ্চিত হয়ে যায়। বুঝতে পারে না, কি ভাবে লালগড় হ্যান্ডেল করবে - একবার সেন্টার থেকে মিলিটারি নামায়, কিছুদিন পরে ছাপাখানার মালিক গ্রেপ্তার হয়, শিলিগুড়িতে কংগ্রেসেকে যেচে এগিয়ে ঠেকনা দেয়, মনমোহন/চিদাম্বরম/প্রনব-দের সঙ্গে খাতির বজায় রাখে - শুধু একটাই উদ্দেশ্য - সেই ৩২ বছরের "বিশ্বাস' ফেরত পাওয়া। দেখার জন্য ২০১১ অবধি অপেক্ষা করতে হবে।
  • h | 203.99.212.224 | ০৯ অক্টোবর ২০০৯ ১১:৪২421098
  • মহাশ্বেতা কে আমি সলিড শ্রদ্ধা করি। ক্লাসিক টেক্সট দু চারটি কনট্রিবিউট করেছেন বাংলা সাহিত্যে। রাজনীতি ভুল ভাল, সো হোয়াট। মানে একটাই বক্তব্য, এরকম ভাবে আলোচনা করা যায় না। পোলিটিকাল আলোচনা হওয়া আবশ্যক। ল্যাম্পুনিং এর উদ্দেশ্য থাকলে আলোচনা করা যায় না।
  • lcm | 69.236.172.21 | ০৯ অক্টোবর ২০০৯ ১১:৫৪421109
  • এই, মহাশ্বেতা/জয়... সুনীল/সৌমিত্র...-দের গালাগাল দেওয়া হল পাতি খেউড়।
  • | 203.110.243.22 | ০৯ অক্টোবর ২০০৯ ১১:৫৮421120
  • কেসিবাবু
    ৩২ বছরে যদি অবস্থা না বদলায়, তবে অন্য কাউকে এনে তো দেখা যেতে পারে।
  • kc | 89.203.49.18 | ০৯ অক্টোবর ২০০৯ ১২:১৯421131
  • বা: ল্যাম্পুনিং ছেড়ে আলোচনাটা এগোবে মনে হছে। আমার মনে হয় এই সমস্ত বুদ্ধ্বিজীবিদের বেশীর ভাগটাই রিপ্রেজেন্ট করছেন সমাজের মধ্যবিত্তদের। তাঁরা প্রথমে আদর্শগতভাবে, পরে অভ্যাসগতভাবে বামফ্রন্টকে বেছেছিলেন।তাঁরা অন্যচারী হয়েছেন। পল সুইজি এজন্যই বলেছেন মধ্যবিত্তদের ওপর ভরসা করা যায়না। সুবিধা হবে মনে হলে তাঁরা বড়োলোকদের সঙ্গে হাত মেলাবেন কখনো অন্যটাও করবেন। এই অন্যচারীতার কারণ মধ্যবিত্তদের পদস্খলন, যেটা বিশ্বাসঘাতকতার সামিল।
    অশোক মিত্রর একটা লেখায় পাই পোলিশ অর্থনীতিবিদ মিখাএল ক্যালেক্কির কথা, তিনি সমাজব্যবস্থায় মধ্যবিত্তদের ভূমিকা নিয়ে অনেক লিখেছেন। মার্কসীয় তঙ্কেÄ মধ্যবিত্তদের কোনো জায়গাই নেই। "" মধ্যবিত্তদের এই চরিত্রহীনতাকে রোজা লুক্সেমবার্গ ব্যঙ্গ করে বলেছেন এঁরা "তৃতীয়বর্গ", সমাজ-সংস্থার সারৎসার বিশ্লেষণে এঁদের ভূমিকা প্রক্ষিপ্ত।""

  • lcm | 69.236.172.21 | ০৯ অক্টোবর ২০০৯ ১২:৩১421142
  • মুশকিল হল এখন মধ্যবিত্তরা লেফ্‌ট পার্টির ক্ষমতাসীন পদে আছেন, পার্টি চালান। সুতরাং, তৃতীয়বর্গ দ্বারা চালিত পার্টি.... চরিত্রহীন ইত্যাদি...
  • dukhe | 122.160.114.84 | ০৯ অক্টোবর ২০০৯ ১২:৪১421153
  • মধ্যবিত্ত নয়, উচ্চবিত্তের ওপর ভরসা রাখুন ।
  • kc | 89.203.49.18 | ০৯ অক্টোবর ২০০৯ ১২:৫২421164
  • ল্যাদোষবাবু ;-)
    ৩২ বছর ক্ষমতায় থাকার পর, আজকের এই অবস্থার কারণ মার্কসীয় ভাবধারার অপপ্রয়োগ, পার্টির ভিতরে গণতান্ত্রিক কেন্দ্রিকতার জায়গায় জাঁকিয়ে বসেছে গণতান্ত্রিক বিকেন্দ্রিকরণ। অসংখ্য কমিটি, সাব কমিটি, তারা নিজেরাই ঠিক করছে কি করবে,
    পার্টির ভিতরে সর্বস্তরে মুক্ত আলোচনা থাকতে হবে, কিন্তু আলোচনার শেষে মেজরিটির সিদ্ধান্ত মানতে হবে সবাইকে, হচ্ছে কি? একদমই না।
  • shyamal | 24.117.233.39 | ০৯ অক্টোবর ২০০৯ ১৭:০৬421175
  • আচ্ছা, একটা জোট পাঁচ নয়, দশ নয়, কুড়ি নয়, এমনকি তিরিশও নয়, ৩৪ বছর পরে গদিচ্যুত হতে যাচ্ছে তাতে মানুষের আপত্তি কেন? গণতন্ত্র মানেই তো মাঝে মাঝে গদি পাল্টাবে। এই অবভিয়াসটাকে মেনে নিতে এত কষ্ট কেন?

    কিছু মানুষ এতো বেশী সেল্ফ-রাইটিয়াস হয়ে গেছেন যে তাঁরা মনে করেন তাঁদের পছন্দের পার্টি গদিতে না থাকলে ধরণী রসাতলে যাবে। এই ধারণাই ডিকটেটরশিপের বীজ।

    তাও তৃণমূল আর কংগ্রেস যেরকম কামড়াকামড়ি করছে তাতে তাদের জোট ২০১১ অবধি নাও টিঁকতে পারে। জোট চালাতে গেলে বড় দলকে স্যাক্রিফাইস করতে হয়। এ ব্যাপারে মমতার সিপিএমের কাছে অনেক শেখার আছে।
  • h | 203.99.212.224 | ০৯ অক্টোবর ২০০৯ ১৭:২২419764
  • শ্যামল দার সমর্থিত জোট, ২০১১ তে ভোটে জিতবেন বলে হেবি ম্যাগনানিমাস হয়ে গেছেন। :-) আমার সিরিয়াসলি মনে হয়, সিপিএম পরিচালিত বামফ্রন্ট জোট পলিটিক্সে একটা ইন্টারেস্টিং এবং পুরোনো মডেল। কিন্তু ওয়ে অফ সেল বাই ডেট। নতুন মডেল দরকার। কিন্তু মুশকিল হল, কংগ্রেসের জোটে অভ্যেস কম, ইউ পি এ একটা জোট এটা বল্লে সবাই হাসবে। আর তৃণমূল তো ব্যক্তিপূজার রাজনীতির নতুন ধারক। এখন যে যে কারণে মমতা প্রশংসিত হচ্ছেন, একটা সময় আসবে, যখন, সেই একই কারণ গুলোতে তিনি সমালোচিত হবেন। সে ঠিক আছে।

    ঝাড়টা হল, ভারতের মূল সমস্যা হল, ফেডেরালিজমের ফেলিওর। অতএব জোটের মডেল গুলোর শক্ত হওয়া জরুরী ছিল। সেটা হবার কোন সম্ভাবনা নেই। তার কারণ গুলো নিয়ে পরে টাইম পেলে আলোচনা হবে। সকলেই জানে। জাস্ট ডকুমেন্টেশন।
  • mahashweta | 121.245.60.0 | ০৯ অক্টোবর ২০০৯ ১৭:৩৮419775
  • একজন ব্যক্তি মানুষ যাকে লোকে শ্রদ্ধা করে বিশ্বাস করে দেবীজ্ঞানে গ্রামে থাকতে দেয়, মাথায় করে রাখে আর সেই মানুষ নেশা করে গালাগাল দিয়ে চরিত্র-দুর্বলতা নিয়ে যখন মানুষের বিশ্বাসকে আঘাত করে, তখন যেমন নৈতিকতার পরিভাষা নিয়ে প্রশ্ন ওঠে, ঠিক তেমন প্রশ্ন মহাশ্বেতা দেবীকে নিয়ে । আমি আমার মা-বাবার ওপর খুব রাগ করি, আমার এই নাম রেখেছে বলে । জেমন আমি নিজের গন্ডীর মধ্যে কোনো মেয়ের নাম মমতা রাখব না । অপর্ণা বা মহাশ্বেতাও নয় । এতটাই ঘৃণা করি এদের ।
  • r | 198.96.180.245 | ০৯ অক্টোবর ২০০৯ ১৮:০১419786
  • এরকম করবেন না। কত নাম তাহলে তামাদি হয়ে যাবে ভাবুন তো? মহাশ্বেতা-অপর্ণা-শাঁওলী (কি সুন্দর নামটি)-অনিন্দিতা-মল্লিকা-পল্লব-ব্রাত্য-দেবেশ-সব্যসাচী...যা:! কোনো মানে হয়! :-P
  • nakshaal | 117.200.82.3 | ০৯ অক্টোবর ২০০৯ ১৮:০৯419808
  • আরো আছে । কৌশিক। বিভাস । শুভাপ্রসন্ন, নাম শুনলেই ভক্তি আসে । যা: সত্যিই মানে হয় না । এরকম করবেন না দিদি ।
  • r | 125.18.104.1 | ০৯ অক্টোবর ২০০৯ ১৮:০৯419797
  • তবে কোনো বাচ্চার নাম শুভাপ্রসন্ন রাখা এমনিতেই চাপের। :-))
  • nakshaal | 117.200.82.3 | ০৯ অক্টোবর ২০০৯ ১৮:১১419819
  • জয় । কেমন সুন্দর । একেবারে চলতি নাম ।
  • dukhe | 122.160.114.84 | ০৯ অক্টোবর ২০০৯ ১৮:২৭419830
  • নামগুলো নিয়ে সত্যিই ভাবার সময় এসেছে ।
    যিনি সর্বদাই রণচণ্ডী, তাঁর নাম মমতা । যিনি হুমকি ছাড়া কথা বলেন না, তাঁর নাম বিনয় । সারাজীবন ভুল বকে গেলেন, নাম সুভাষ । খুনে মন্ত্রীর নাম বুদ্ধদেব ।
    কোন মানে হয় !
  • h | 203.99.212.224 | ০৯ অক্টোবর ২০০৯ ১৮:৩৩419841
  • এইটা হেবি দিয়েছে, আমি ঐ জন্য আজকাল, বো.. না লিখে কপিজাতক লিখি ;-)
  • dipu | 59.164.99.129 | ০৯ অক্টোবর ২০০৯ ১৯:১০419852
  • দুখে :-))
  • shyamal | 24.117.233.39 | ০৯ অক্টোবর ২০০৯ ১৯:১১419863
  • যিনি লোড শেডিং চালিয়ে গেলেন ও আলংকারিক অর্থে বঙ্গভূমিকে অন্ধকারে ডুবিয়ে গেলেন, সেই মহাপুরুষের নাম জ্যোতি। হরি বা কৃষ্ণ বা কোন ঈশ্বরেই বিশ্বাস করেন না তাঁর নাম হরেকৃষ্ণ।
  • . | 59.93.176.172 | ০৯ অক্টোবর ২০০৯ ২২:৫৫419875
  • ২০০৪ আম্রিকার প্রেসি ইলেক্সনে একজন ভায়োলেন্সের বিরুদ্ধে, অন্যজন সেক্ষের - নামে কিন্তু উল্টো।
  • . | 59.93.176.172 | ০৯ অক্টোবর ২০০৯ ২২:৫৬419886
  • ওতা ২০০০ হবে।
  • nitai | 66.57.226.145 | ০৯ অক্টোবর ২০০৯ ২৩:৫৩419897
  • IP Address : 117.200.81.248 Date:09 Oct 2009 -- 07:48 AM

    নিতাই বাবু: আমাদের নামে tie হয়ে গেছে।:( একটু যদি অন্য অবতার ধারণ করেন, আমি আমার টা রেখে দিতে পারি।
  • tatin | 130.39.149.146 | ১০ অক্টোবর ২০০৯ ০১:৩১419908
  • নাম মাহাত্ম বুঝতে:

    http://www.esnips.com/doc/54cd5833-5085-41ef-81e3-ad1c1a58887f/emotional_bondage
  • tatin | 130.39.149.146 | ১০ অক্টোবর ২০০৯ ০১:৩২419919
  • লাস্ট লিংকটা আসেনি।অ। এইখানে দেখুন

    http://www.esnips.com/web/KalimKhan
  • hijabijabijjjj | 59.94.78.3 | ১০ অক্টোবর ২০০৯ ১২:২২419930
  • এখন থেকে কউকে গল পড়তে হলে স্বচ্ছন্দে শুভাপ্রসন্নর বাচ্ছা বলা যাবে । এখানেও পরিবর্তনের হাওয়া উঠবে
  • hijbijbijjjjj | 59.94.78.3 | ১০ অক্টোবর ২০০৯ ১২:৩৬419941
  • একট নতুন গলি শোনা গেল - এখন লোকে কউকে গলি দিতে হলে বলছে শুভাপ্রসন্নর বাচ্ছা
  • h | 203.99.212.224 | ১০ অক্টোবর ২০০৯ ১৩:০৫419952
  • খুব বাজে।
  • Piya | 117.200.80.164 | ১০ অক্টোবর ২০০৯ ১৬:১২419963
  • আচ্ছা, বুদ্ধিজীবী মানে কি ? বুদ্ধি যাদের জীবিকা ? তাই যদি হয় তবে এই ওপরের নামগুলোর সবাই বুদ্ধির ব্যবহারই করছে তো । এতো জ্বলুনি কেন লোকের ? বুদ্ধি করে তৃনমুলে ঢুকে পড়াই তো ঠিক ঠিক কাজ । তারাই ১১ য় সরকারে আসছে যখন । আর প্রাইজ দেবার কথাটায় ১০০% একমত । দিকে দিকে দলে দলে তৃনমুলীরা প্রাইজ পাচ্ছে । সেই নিয়ে নিজেদের মধ্যেও কোন্দল বেধে যাচ্ছে । স্টার আনন্দের সুমন দে কেও প্রাইজ দেবে মমতা । হে মা দুগ্গা, হে মা কালি, আমাকেও তৃনমুলের করে দাও মা । লুটে পুটে খাই ।
  • Bratin | 117.194.97.105 | ১০ অক্টোবর ২০০৯ ১৯:২৭419974
  • প্রাইজের কথা ই যদি ওঠে, তবে বলি সৌমিত্র,সুনীল রা ও কিন্তু যথেষ্ট পেয়েছেন লাল দলের কাছ থেকে।
  • raghu dakat | 121.245.18.10 | ১১ অক্টোবর ২০০৯ ০৮:৫৯419986
  • হা হা হা ।
    ব্রতিনদাদাকে বলছি । দাদা, সে তো পরিবর্তনকামী বুদ্ধিজীএবেরাও অনেক প্রাইজ পেয়েছে লাল দলের কাছে । সেগুলো পেয়েছিল বলেই তো কে বা আগে প্রান অরিবেক দান এস্টাইলে সেগুলো ফিরিয়ে দিতে পেরেছিলে । ভুলে গেলেন দাদা ? সেই থেকেই তো ভাবছি আরো কত বড় প্রাইজের লোভে সেগুলো দিয়ে দিতে হল তখন । কাল স্টার আনন্দে মমতা বললেন, শাঁওলি মিত্রকে কি একটা কমিটির প্রধান করেছেন । ঐ স্টেডিয়াম নিয়ে কি সব পরিবর্তন হবে । সে খবরটা আমি আগে জানতাম না । রঘু ডাকাতের দিন এসে পড়েছে আবার । বলে কয়ে খবর পাঠিয়ে ডাকাতি । সে মজাটাই আলাদা । আমাদের প্রানে এখন খুব আমোদ জেগেছে । এতদিনে সুদিন এল । লাল সূর্য অস্ত না গেলে কালো সূর্য আসত না । জয় কালো সূর্যের জয় । জয় মা মমতা । জয় পরিবর্তনকামী বুদ্ধিজীবীদের দল ।
    অ ব্রতিনদদা, অ ভাইসব, পকেট সামলে দাদা । কদিন পর থেকেই তোলা তুলতে আসব । বলে কয়ে রাখলম ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন