এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১২৫৭৬৬ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shyamal | 24.117.233.39 | ১১ অক্টোবর ২০০৯ ০৯:২৩419997
  • আমার তো মনে হয় যে সৌমিত্র আর সুনীল এই দুজন নিজের ক্ষমতায় বিভিন্ন পুরষ্কার পেয়েছেন।

    আর বামবিরোধী অনেক সাহিত্যিক, অভিনেতা ইত্যাদির ক্ষেত্রেও একই কথা খাটে।
    দুচারজন হয়তো কোন পার্টির দ্বারা উপকৃত হয়েছেন। এক দশক পরে তাদের নাম কেউ জানবেনা।

    স্লোগান দিয়ে শিল্প হয়না।
  • kd | 59.93.255.36 | ১১ অক্টোবর ২০০৯ ১০:৩৫420008
  • এখানে, মানে সব টই আর ভাটিয়ালিতে, অনেকে 'বাম' prefix ব্যবহার করছেন, কিন্তু মনে হচ্ছে 'সিপিএম' prefix ব্যবহার করলে appropriate হতো। অবিস্যি যদি এখনকার ভাষায় ও'দুটো synonym হয়, তা'হলে বলার কিছু নেই (সকলেই জানে আমি 'এখনকার ভাষা' জানায় পেছিয়ে পড়েছি)। Otherwise, আপনারা কিন্তু inadvertently তাই establish করে সত্যিকারের বামপন্থীদের (আমি না, কিন্তু আপনারা নিজেরাই অনেকে) অপমান করছেন।

    আর থাকতে পারলুম না, বলেই ফেল্লুম, সরি।
  • Samik | 122.162.75.20 | ১১ অক্টোবর ২০০৯ ১০:৪২420019
  • কাব্লিদা আর শ্যামলদার কথায় একমত।
  • haripada | 59.94.74.13 | ১২ অক্টোবর ২০০৯ ১৯:৩৬420030
  • কেউ কি বলতে পারবেন পশিমবাংলায় এত কঠখড় পুড়িয়ে কি কি পরিবর্তন আসবে? কলকাতাটা নাকি লন্ডন হয়ে যাবে !! সুইজারল্যান্ড ও নাকি আমাদের দেশেই গজাবে !! আচ্ছা, এগুলো কি সত্যই হবে?
  • Blank | 170.153.65.102 | ১২ অক্টোবর ২০০৯ ২০:০১420041
  • হ্যা। সেই দিকেই তো এগোচ্ছে। পুরুলিয়া আর দার্জিলিং যেতে ভিসা লাগবে এরপর
  • Bratin | 122.248.161.91 | ১৩ অক্টোবর ২০০৯ ১০:১৫420052
  • আমি বলতে চাইছিলাম পাইয়ে দেবার রাজনীতি। যদি আমার আদর্শ আর ভাবধারা র সাথে মেলে তাহলে আমি সি.পি.এম. করব নাহলে অন্য কোন দল এমন কি আমার ইচ্ছা হলে আমি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত না ও থাকতে পারি। কিন্তু পশ্চিমবঙ্গে আপনাকে শিক্ষক হতে গেলে একটি বিশেষ। রাজনৈতিক দলে নাম লেখাতেই হবে। সেদিন ই এই ব্যাপারে অমর এক ব্যাচ মেট র সাথে কথা হচ্ছিল। ও এক স্কুলের শিক্ষক। একটা সময় শিক্ষক/অধ্যাপক রা হয়ত আদর্শগত কারনে এই বিশেষ দলে আসতেন। এখন কিন্ত তাদের সামনে কোন choice নেই। ব্যতিক্রম আছে। যদি কেউ ঐ দলের না হন। তার transfer জোর করে সেরকম জায়গা করনো হবে যেখানে তার যাবার কথা নয়। এই রকম exp আমার সেজকাকা র।

    সুনীল,সৌমিত্র অনেক কিছু নিজের যোগ্যতায় পেয়েছেন এটাও যেমন সত্যি, বেশ কিছু পাইয়ে দেয়া হয়েছে সেটা ও সত্যি।

    আর লন্ডন কিংবা সুই(ট)জার ল্যন্ড নয়। পশ্চিমবঙ্গ 'পশ্চিমবঙ্গ' হলেই আমি খুসী।.....
  • shyamal | 24.117.233.39 | ১৩ অক্টোবর ২০০৯ ১০:২৩420063
  • অর্থনৈতিকভাবে যদি প:বঙ্গ পাঞ্জাব বা গুজরাতের কাছাকাছিও যেতে পারে সেটাকে বড় সাফল্য বলে ধরব। লন্ডন, সুইৎসারল্যান্ড হওয়ার দরকার নেই।
  • dukhe | 117.194.229.15 | ১৩ অক্টোবর ২০০৯ ১০:৫৮420074
  • আর দাদা কাকে কী বলবেন । সেই একজন তো নাইট উপাধি পেয়েছিল, পরে হাওয়া বুঝে আরো বড় প্রাইজের লোভে ফেরত দিয়েছিল । এ সব মালই এরকম ।
  • rabindra bhokto | 117.200.80.151 | ১৪ অক্টোবর ২০০৯ ০৮:৫১420085
  • দুখেদাদা, বেশি চাল মারা হয়ে গেল না ? রবীন্দ্রনাথকে টেনে আনলেন এই নিম্নমানের গোষ্ঠীর মধ্যে ? অবশ্য যা দিনকাল, তাতে মমতাও দেশ-আনন্দবাজারের গদ্যলেখক সাহিত্যিক । তবু খোঁচাটায় বেশ রক্ত পড়ল । মমতাপন্থীদের মানসিকতা বোঝার জন্যে এইরকম উক্তি প্রকাশ অবশ্য জরুরী ছিল ।
  • jiggasu | 117.200.82.26 | ১৫ অক্টোবর ২০০৯ ০৮:১৫420097
  • গু চ তে নাকি লালগড় নিয়ে এক্টা টই আছে । দেখে্‌ত পাচ্ছি না কেন ?
  • MR | 72.190.83.142 | ১৫ অক্টোবর ২০০৯ ০৮:৪৬420108
  • মহাজীবন ব্রতীন , আপনি যদি একটু খোলসা করে বলেন ঠিক কি পেয়েছেন সৌমিত্র বামেদের কাছথেকে? just একটা allegation করলেই তো হবে না বাপ!
  • MR | 72.190.83.142 | ১৫ অক্টোবর ২০০৯ ০৯:০১420119
  • Soumitra এতদিন অভিনয় করার পর এই সেদিন পেলেন জাতীয় পুরস্কার। ওর থেকে বড়ো deserving candidate কে আছে Dada Saheb Phalke পাওআর জন্য? অবশ্য ওটা তো আগে MP-Minister whateverদের বেডরুমে ঠিক হতো!

    তবে বলেছেন যখন, উত্তর টা নিস্‌চই দেবেন।
  • PT | 203.110.246.230 | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:১৭420130
  • লালগড় নিয়ে যারা কান্নাকাটি কোরছো বাপু তাদের বোলি চট কোরে এই খবরটি দেখে নিতে।
    The International Food Policy Research Institute (IFPRI)’s 2008 Global Hunger Index says that with over 200 million (Indian)people (are)insecure about their daily bread, Indian scenario is ‘alarming’ in terms of hunger and malnutrition.
    .....Madhya Pradesh had the most severe level of hunger in the country, followed by Jharkhand and Bihar. Punjab and Kerala scored the best on the Index......Overall, India ranks 66 among 88 countries in the index......Madhya Pradesh ranks between Ethiopia and Chad. Punjab, the best-performing state, ranks below Gabon, Honduras, and Vietnam. India’s high levels of child malnutrition and calorie insufficiency are the primary reasons for its poor performance. India’s rates of child malnutrition are higher than most countries in sub-Saharan Africa. The Economic Times, 15th October 2008
    । পরিবর্তনকামি দাদা-দিদিরা এই ব্যাপারটা নিয়ে চুপ কেন? সারা ভারতে 200 million লোক না খেয়ে আছে আর West Bengal কি আলদা কোরে Switzerland হয়ে যাবে নাকি?
  • h | 203.99.212.224 | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:৩৬420141
  • মাইরি মানুষের একটা না খেতে পাওয়ার খবরের এই ইনটারপ্রিটেশন হবে ভাবি নি। অবভিয়াসলি টিএমসি র কোন পলিসি নেই, বুদ্ধিজীবিদের ও নেই, অন্তত: ক্ষুধার ক্ষেত্রে। কিন্তু এই খবরটা নিয়ে স্কোর সেটলিং একটু বাজে লাগলো। হ্যাঁ ঠিক পশ্চিম বঙ্গ অংগ রাজ্য মাত্র, এবং এর কোন আলাদা মহান সলুশন সম্ভব নয়, কিন্তু তার উল্টো দিকে বলা যায়, তাইলে গুজরাটে কেন ক্ষুধা নেই বা কম আছে। এবং শেষ পর্যন্ত আবার একটা এত গুরুঙ্কÄপূর্ণ খবর,পার্সোনালিটি আর আজে বাজে ভাট নিয়ে আলোচনার দিকে যাবার চান্স। স্কোর সেটলিং ই যদি করবেন, অন্তত: বলতে পারতেন, সবচেয়ে ক্ষুধার্ত রাজ্য গুলোর মধ্যে প:বঙ্গ নেই ইত্যাদি, ইন ফ্যাকট গণশক্তি তে এরকম একটা হেডিং আশা করা যেতেই পারে। অ্যাটলিস্ট কি রেটোরিক করছেন, একটু ভেবে করুন। জাস্ট ক্যাজু অনুরোধ।

    এই স্কোর সেটলিং না করে, জেনেরাল আলোচনা করার আহ্বান জানাই। কী হবে। ধরেন সবাই খেতে পেল, এবং মমতা প্রধানমন্ত্রী হলেন। এটা কার্যকারণে কোন অর্ডারেই হওয়া সম্ভব নয়, কিন্তু আইডিয়ালি সবাই খেতে পেলে, কে কী মন্ত্রী হল সত্যি ই কিসু এসে যায় না। আমাদের দুর্ভাগ্য, ষাট বছরে খাবার স্বাধীনতা আমাদের ৩৫০ মিলিয়ন লোকের নাই। আমার বাপের ভাগ্য আমি তার মধ্যে নাই।

    পিটি কে অনুরোধ করছি, রেগে না গিয়ে এটা একটু ভেবে দেখতে।
  • kallol | 220.226.209.2 | ১৭ অক্টোবর ২০০৯ ১০:২২420152
  • এরকম যুক্তি বেশ কৌতুহলদ্দীপক। সারা ভারতে যদি এরকমটাই হয়ে থাকে তবে প:ব: আর আলাদা হবে কেন?
    বেশ বেশ। এই যুক্তিতে অনেক কিছুই বলা যায়, কিন্তু বলবো না। কিছুতেই বলবো না যে, সারা ভারতে তিনটে রাজ্য ছাড়া কোথাও বামফ্রন্ট নেই - তাহলে ঐ তিনটে রাজ্যেও থাকা উচিৎ নয়। না - না এসব কিছু বলবো না।
  • bb | 117.195.175.28 | ১৮ অক্টোবর ২০০৯ ১৩:৪৩420163
  • নকুদের বা মাওবাদী বা সুজাতভদ্রদের সিপিএম বিরোধীতা আর তৃণমূলকে সমর্থনের চেয়েও কি বিচিত্র এই যুক্তি? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় থেকেও কি করে গুজরাট বা তামিলনাড়ু ভাল করচে সেটা বরং বুঝবার চেষ্টা করা উচিত।
  • dukhe | 117.194.229.87 | ১৮ অক্টোবর ২০০৯ ২৩:৩১420174
  • গুজরাট তামিলনাড়ু সিপিয়েম ছাড়াই উন্নতি করছে এটা খুবই আশ্চর্যের । ওখানের লোকেরা কি সব তৃণমূলী? না কিছু মাওবাদীও আছে?
  • PT | 203.110.243.21 | ১৯ অক্টোবর ২০০৯ ১৪:০৩420185
  • সবাই এমন রেগে গেলে কি করে চলবে। এই খবরগুলো আমি ছাপইনিতো। একটু কষ্ট করে http://www.rupe-india.org/42/malnutrition.html দেখে নিন। জেনে আশ্চর্য হবেন যে পশ্চিমবঙ্গ, গুজরাত আর তামিলনাডু India State Hunger Index 2008 অনুসারে একিসঙ্গে "alarming" রাজ্যগুলোর মধ্যে পড়ে। এই রাজ্যের চেয়ে ঐ রাজ্য ভাল করছে এই দুর্গন্ধ বেরোনো যুক্তিবিন্যাস থেকে বেরোতে চাইছিলাম। ২০০ মিলিয়ন না খেতে পাওয়া লোকের কেউ নিশ্চয় গুজরাত বা তামিলনাডুতে থাকেনা। খবরে আরো প্রকাশ যে UNDP-র 2009-এর তালিকা অনুসারে আমরা মানবোন্নয়নের তালিকাতে, কয়েকধাপ নেবে এসে 134 নম্বরে!! এই তালিকাও বোধহয় গুজরাত আর তামিলনাডু-কে বাদ দিয়ে বানান হয়েছে!!

    আসলে বিশ্বমানে আমরা ডাহা ফেল আর যে যার রাজনৈতিক বিকার অনুযায়ী এক্‌দল ফেল করা রাজ্যের থেকে একটা-আধটা বেছে নিয়ে-"তোরটার থেকে আমারটা ভালো" বলে চায়ের কাপে তুফান তুলছি!

    পরিবর্তন্‌কামীদের পশ্চিমবঙ্গকেন্দ্রিক শুন্যগর্ভ খেউরের প্রতিবাদ জানালে তাকে কোনো দলের ধামাধরা বলে ধরে নেয়ার কারণ কি? যুক্তি-তক্ক-কে ঘুম পাড়িয়ে রাখা যায়? একটা প্রশ্ন নিজেদের করে দেখুন: তিনটে বাদ দিয়ে বাকি সব রাজ্য বাষট্টি বছর বামপন্থা-বিরোধিদের শাসনে থাকার পরেও বিশ্বমানে আমরা এত নিচে কেন?
  • kc | 213.132.250.2 | ১৯ অক্টোবর ২০০৯ ১৪:১৬420196
  • বিশ্বমানে আমরা কি কোনদিন উপরে ছিলাম? এমন কোন তথ্য কি আছে?
  • Arpan | 216.52.215.232 | ১৯ অক্টোবর ২০০৯ ১৪:২৮420208
  • আওরঙ্গজেবের সময় আমাগো জিডিপি হায়েস্ট ছিল। এই গুরুতেই আছে। খুঁজে বের করে পড়ে ফেলতে হবে। না খেতে পাওয়া লোকেদের কোন হিসেব নেই অবশ্যই। :)
  • mmm | 78.236.153.102 | ১৯ অক্টোবর ২০০৯ ১৪:৪৬420219
  • সব আতেল মার্কা ক্‌থাবার্তা
  • r | 125.18.104.1 | ১৯ অক্টোবর ২০০৯ ১৪:৪৭420230
  • ছিল কি ছিল না আমি জানি না। তবে এই নিয়ে রিসার্চ অবশ্যই আছে। মধ্যযুগের বা প্রাক-বৃটিশ ভারতের জাতীয় আয়নির্ণয় অ্যাকাডেমিক রিসার্চের স্ট্যান্ডার্ড টপিক। একটা রেফারেন্স দিলাম:

    http://www2.warwick.ac.uk/fac/soc/economics/staff/faculty/broadberry/wp/indiangdppre1870.pdf
  • shyamal | 24.117.233.39 | ১৯ অক্টোবর ২০০৯ ১৭:০৬420236
  • আমিই বলেছিলাম যে ১৭০০ সালে আওরঙ্গজেবের আমলে ভারত, চীন আর পশ্চিম ইউরোপের জিডিপি প্রায় সমান ছিল। তিনটিই পৃথিবীর মোট জিডিপির ২৩-২৪%।

    এ ব্যাপারে prof. Angus Maddison প্রচুর কাজ করেছেন। আমি ওনার তথ্য থেকেই লিখেছি। তা ছাড়া অন্য সোর্স হল পরিব্রাজক Tavernier, Bernier এর ডায়েরী ও ক্লাইভের house of commonsreport। এরা সবাই বলেছেন যে ভারতের অবস্থা খুব ভাল ছিল। বিশেষত: বাংলার। এদের একজন লিখেছেন, বঙ্গদেশে প্রতি গ্রামে মানুষ খাদ্য, বস্ত্র, মিষ্টান্ন ইত্যাদি যা তৈরী করে তাতে তাদের প্রয়োজন মিটিয়েও অতিরিক্ত থাকে যা তারা ভারতের অন্যত্র আর ভারতের বাইরে রপ্তানী করে।

    কিন্তু আবার একটি বইয়ে পড়েছি যে মুর্শিদাবাদের নবাবদের আমলে খাজনা এত বেশী ছিল যে সাধারণ মানুষ যথেষ্ট উৎপাদন করলেও বেশী ট্যাক্সের ফলে কোনমতে বাঁচত। ছোট বড় জমিদাররা ট্যাক্স সংগ্রহ করতেন। বছরে একটা সময় তাঁরা সকলে সেই টাকা দিতে যেতেন মুর্শিদাবাদে নবাবের কাছে। সেখানে কেউ কম টাকা আনলে সেই জমিদারকে নবাবের লোকেরা চাবুক মারত, পেটাত। এটা মুর্শীদ কুলি খান থেকে সিরাজদৌল্লা অবধি।

    তবে মনে রাখতে হবে যে শিল্প বিপ্লবের আগে মোটামুটি পৃথিবীর সব দেশেই রাজতন্ত্র চালু ছিল। তাতে উচ্চ শ্রেনীর লোকেরা বাদে সব সাধারণ মানুষের অবস্থাই দেশের মোট জিডিপির তুলনায় খারাপ ছিল।
  • shyamal | 24.117.233.39 | ১৯ অক্টোবর ২০০৯ ১৭:২৭420237
  • নতুন UNHDR বেরিয়েছে তাতে ভারতের স্থান ১৩৪ এ। এই তথ্য থেকে শুধু এই জানা যায় যে ভারত বেশ নীচের দিকে আছে। কিন্তু গত বছর ১৩৪ এ ছিল, এ বছরও আছে এই নিয়ে তর্ক করার মানে হয়না।
    কারণ এই র‌্যাঙ্কিংয়ের খুব একটা মূল্য নেই। সত্যিই কি লেবানন(৮৩), ইরান(৮৮), চীনের(৯২) ওপরে? সত্যিই কি মঙ্গোলিয়া(১১৫), ভিয়েতনাম (১১৬), গুয়াতেমালা(১২২), ভুটান(১৩২) ভারতের ওপরে?

    ভারতের life expectancy 63.4 নাকি পাকিস্তান (66.2) , বাংলাদেশের (65.7) চেয়ে কম। এটা কি বিশ্বাসযোগ্য? অন্যত্র দেখেছি ঐ সালে ভারতের life expectancy 69। কাকে বিশ্বাস করব?

    সবচেয়ে মজার কথা হল ভারতে বছরের পর বছর ৯% গ্রোথ হওয়া সত্বেও ভারতের মাথাপিছু জিডিপি PPP $2753 আর পাকিস্তানে ২২% ইনফ্লেশন, অনেক কম গ্রোথ হওয়া সত্বেও তাদের হল $2496। এটা কি বিশ্বাস যোগ্য?
    UNDP যারা এই লিস্ট প্রকাশ করে তারা নিজেরা কোন তথ্য সংগ্রহ করেনা। তারা নির্ভর করে world bank, ADB ইত্যাদির ওপর। এরা আবার কোত্থেকে তথ্য জোগাড় করে কে জানে।
    কাজেই take it with a pinch of salt
  • PT | 203.110.243.21 | ১৯ অক্টোবর ২০০৯ ১৮:১৭420238
  • world bank, ADB ইত্যাদিরা কোথা থেকে তথ্য collect করেন কেউ যদি জানিয়ে দেন তাহলে pinch এর বদলে shovel of salt-ও নিতে পারি। বোধহয় এরাও সরকারি দপ্তর থেকে তথ্য নেয় (একদম ভুল হতে পারি)। আসলে সিপিএম-তৃণশাল খেউড়ের বাইরে অন্য কোনো yard stickএর সন্ধান করছি। সমস্যা এই যে সারা বিশ্ব জানে যে দারিদ্র থিকথিক করছে সারা ভারতবর্ষে, শুধু প:কা:-রাই সেটি পশ্চিমবঙ্গের বাইরে দেখতে পাননা বা চাননা। তবে দাদার বদলে দিদিকে লালবাড়িতে দেখাটাই একমাত্র উদ্দেশ্য হলে প:কা:-রা একটু ঝেড়ে কাশুন। তাহলে আঙ্গুলে ব্যাথা কোরে type করে করে তাত্বিক তক্ক করতে হবেনা।
  • Mmu | 78.236.153.102 | ১৯ অক্টোবর ২০০৯ ১৯:৫১420239
  • কিছু লোক টী,এম,সী র খমতায় আসার ব্যাপারে খুব ই ইর্ষা পরায়ন। তারা চান না মমতা ব্যানাজী মুখ্যমন্ত্রী হোন।কারন তারা চান না দেশের উন্নতি হোক। মমতা ব্যানারজী র কাজের দ্‌ক্ষতা প্রমানিত।তাই হিন্সা কোরে লাভ নেই।পরবর্তি মুখ্যমন্ত্রী মমতা ব্যানারজী ই
  • Samik | 12.191.136.2 | ১৯ অক্টোবর ২০০৯ ২০:৩০420240
  • একদম! নো ডাউট। মমতা মুখ্যমন্ত্রী হলেই দেশের উন্নতি হবে :-))

    আসুন, এই আনন্দে একটু রেল নীর পান করি। :-))
  • a x | 143.111.22.23 | ১৯ অক্টোবর ২০০৯ ২০:৩১420241
  • কি বাল বিচি আলোচনা চলছে মাইরি।
  • Mmu | 78.236.153.102 | ১৯ অক্টোবর ২০০৯ ২০:৫২420242
  • দারুন লিখেছেন kallol। সত্যি কথা ই
  • Mmu | 78.236.153.102 | ১৯ অক্টোবর ২০০৯ ২১:০৫420244
  • Mr\Mrs ax সত্য ই কি ভাষা গ্যান আপ্নার
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন