এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমার মত আমি

    su
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০১০ | ১৪৩৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 59.163.30.5 | ২৯ জানুয়ারি ২০১০ ১১:১৭435837
  • আরেন্না, তুমি নও, আমাদেরি চোখে ধাঁধা লেগেছে -- ঐ হুতো কত সর্ষেফুল দেখালো খানিক আগে :)
  • de | 59.163.30.5 | ২৯ জানুয়ারি ২০১০ ১১:১৯435838
  • রাজদীপ,
    এখানে ঘুঁটে কে?
  • Rajdeep | 202.79.203.59 | ২৯ জানুয়ারি ২০১০ ১১:২৪435839
  • সমঝ লিজিয়ে :)

    হাম নেহি বোলেগা !
  • su | 117.194.226.252 | ২৯ জানুয়ারি ২০১০ ১১:৩১435841
  • Rajdeep এর কথা প্রসঙ্গে আমার এক "তুতো" "জা" ( ভাসুরের স্ত্রী) এর কথা share করছি :-

    আমি ওকে দিদি ডাকি; তো ঐ দিদি'র শাশুড়ি একজন "যন্ত্রণা দেবী"। যা ই করে দিদি সবেতেই খুঁত। ছেলেকে পর করে দিলো ....etc etc । তা আমাদের নিন্দাপর্ব phone এ নিয়মিত চলতে ই থাকে। দিদি'র এক ছেলে হল।এখন ছেলের বয়স সাত।এখন থেকেই সেই দিদি শাশুড়ি হবার ভয়ে কাঁটা। এখন phone এ যখনি আমাদের কথা হয়, নিন্দা টা কমে যাচ্ছে!! কারণ টা ও দিদি জানালো। বলছে যে " দেখ, কর্ম যা করব, ফল তো পাবো, আমার নামে ও যদি আমার ছেলে'র বৌ এমন বলে,কি রকম লাগবে ভাবো! তাই, মনের কথা মনে ই রাখবো!!
  • Arpan | 204.138.240.254 | ২৯ জানুয়ারি ২০১০ ১১:৩১435840
  • :-)

    আরে বাচ্চাকাচ্চাসমেত ব্যাঘ্রপরিবার। কভি কভি অধিকন্তু ডু দোষায়!
  • Rajdeep | 202.79.203.59 | ২৯ জানুয়ারি ২০১০ ১১:৩৯435842
  • পথে আইসেন ........ :))
  • Arpan | 216.52.215.232 | ২৯ জানুয়ারি ২০১০ ১১:৪২435843
  • তবে শোনেন। মেয়ে জন্মাবার পরে আমি মহাখুশি। বউকে জিগ্গেস করলাম। সেও খুশি তবে উইথ একফোঁটা চোনা। জিগ্যেস করায় বলল "ভেবেছিলাম পান মুখে দজ্জাল শাশুড়ি হব, সে আর হল না।'
  • su | 117.194.226.252 | ২৯ জানুয়ারি ২০১০ ১১:৪৪435844
  • পথে আওনের কিসু নাই, বাকী কথা তো এখনো লেখসি ই না। দেখি আর কে কি লেখে... হেই বুইঝ্যা আগ্গামু :)
  • SANTANU | 82.112.6.2 | ২৯ জানুয়ারি ২০১০ ১২:০০435845
  • মেয়ের মা হলে দজ্জাল শাশুড়ি হওয়া যায় না!! বলে কি!!

    বিয়ের পর সেকেন্ড বার শ্বশুরবাড়ি গেছি - একটা সদ্য পালিশ কর লো-লেভেল ওয়ার্ড্রোপ আর তার ওপর একটি ফুলদানি তে ফুল রাখা। আমি একটু নেড়েচেড়ে দেখতে গিয়ে, জল টা উল্টে গেছে -

    শাশুড়ি যে কি ধাপান ধাপিয়ে ছিল, দজ্জাল কারে কয়?
  • suchetana | 122.172.148.71 | ২৯ জানুয়ারি ২০১০ ১২:০১435847
  • সুকন্যা, তাহলে এটা শোনো।

    বাবি আর বাবির বৌ যতবার কোলকাতা থেকে ফেরে, বাবির মা বাবির ব্যাগ গুছিয়ে দেয়, বাবির বৌ তাতে মহাখুশি হত, বাবিকে কথা শোনানোর ভান্ডার সমৃদ্ধ হচ্ছে ভেবে। আর বাবি ব্যাঙ্গালোরের বাড়ি পৌছেই ব্যাগ থেকে বাবলর‌্যাপ মোড়া কি যেন একটা বোতলের মত জিনিস বার করে, তড়িঘড়ি বেসমেন্টে গিয়ে গাড়িতে রেখে আসত। আর বৌ-কে বলত ""বিবেকের জন্য নতুন গুড় প্যাক করে দিয়েছে মা ভালো করে। নিয়ে যেতে ভুলে যাবো, তাই আগেই গাড়িতে রেখে দিলাম।"" বিবেক হল বাবির ছোটোবেলার স্কুলের বন্ধু। কখনো কখনো নতুন গুড়ের বদলে আমতেল, কাসুন্দি, এইসব বলেও চালাতো বাবি। যাই হোক, বাবির বৌ প্রথম প্রথম এই গল্পটা বিশ্বাস করলেও বছরের পর বছর এটা মানতে নারাজ। তাই একবার ব্যাগ খোলা মাত্রই ঝাঁপিয়ে পড়ে , মারামারি করে কেড়ে নিল কাসুন্দির বোতল। বাবি বিরসবদনে সীতার মত পাতালপ্রবেশ করার চেষ্টা করছিল। ধৈর্য্য ধরে বাবির বৌ বাবলর‌্যাপের মোড়কের পরে খবরের কাগজের মোড়ক খুললো।

    একটা বড় প্লাস্টিকের বোতল, বোতলটির গায়ে ভাল্লুক, ঝুমঝুমি ইত্যাদি আঁকা। যারা এখনো চিনতে পারে নি, তাদের জানাই বোতলটিতে লেখা ছিলো Vitamin AD Oil
  • rabaahuta | 203.99.212.53 | ২৯ জানুয়ারি ২০১০ ১২:০৬435848
  • ঈশ্‌শ্‌শ্‌শ্‌শ্‌শ
    এখানে আমি সংখ্যালঘু এখানে আমি নি:সহায়...
  • de | 59.163.30.5 | ২৯ জানুয়ারি ২০১০ ১২:১৪435849
  • অর্পণ,
    আমাদের মেয়ে হওয়ার পর আমি আবার দারুণ খুশী হয়েছিলাম, ফ্রয়েডের ভুত ঘাড়ে চাপবে না বলে!

    সুতো,
    আউগ্গাও, আট্টু আউগ্গাও, কেমুন ঠান্ডা-ঠান্ডা বাতাস লাগে তোমার গপ্পো শুইন্যা :)
  • Rajdeep | 202.79.203.59 | ২৯ জানুয়ারি ২০১০ ১২:১৭435850
  • সেই দিল্লীযাত্রার গপ্পোটা হয়ে যাক এইবার :)
  • M | 59.93.185.76 | ২৯ জানুয়ারি ২০১০ ১২:৪২435851
  • উ:, হো হো , হি হি

    তবে এই যো রাজদীপ, এই আমরা ছেলের মারা ঠিক করেচি যে পোলার বিয়ে দিয়েই রাস্তা দেখায়ে দিমু,আমরা কে য্যান কইছিলো স্যান্ডুইচ জাত, যে পারলো চিপে গ্যালো র‌্যা।প্রথমে মা আর ড্যাড , তাপ্পর পরের ছেলে আর তার গুশি্‌ট, তার্পর ছানাপোনা, শ্যাষে পরের মেয়ে কে আর চান্স দেওনের নাই। আফটার অল আমাদের দেইখ্যা তাদের তো চক্ষু খুইলবোই।সেই ঝড়ঝাপটাউ কি আমরাই সইবো নাকি? আজব তো!

    কিন্তু এ সুচেতনা কোন সু? লন্ডনের দিদিমনি সেই মিত্তি মেয়েটা?
  • M | 59.93.185.76 | ২৯ জানুয়ারি ২০১০ ১২:৪৩435852
  • গুষ্টি

  • suchetana | 122.172.148.71 | ২৯ জানুয়ারি ২০১০ ১২:৪৮435853
  • না, আমি ব্যাঙ্গালোরের সুচেতনা।
  • pinaki | 67.43.241.179 | ২৯ জানুয়ারি ২০১০ ১২:৫২435854
  • বাবি কি গুরু পড়ে?
  • pi | 72.83.210.50 | ২৯ জানুয়ারি ২০১০ ১২:৫৬435855
  • বাবির গুরুপাঠের হাতেখড়ির গপ্পোটাও হয়ে যাক, সুচেতনাদি ! :)

    আর দে, আমার ঐ বিষয়ে মন্তব্য আসিতেছে। কিন্তু আজ না। আপাতত ঘুমে চোখ ঢুলিতেছে :(

  • I | 59.93.170.214 | ২৯ জানুয়ারি ২০১০ ১৩:০০435856
  • সুচেতনা,
    হ্যা: হ্যা: হ্যা: হ্যা: হ্যা:! ও হো হো হো হো হো.....

    একখান প্রাইভেট কোচ্চেন। আপনি কি বাই এনি চান্স সঙ্গীতারে চিনেন?
  • suchetana | 122.172.148.71 | ২৯ জানুয়ারি ২০১০ ১৩:০২435858
  • সঙ্গীতারে খুব চিনি। এক গোয়ালের গোরু কিনা।
  • suchetana | 122.172.148.71 | ২৯ জানুয়ারি ২০১০ ১৩:০৩435859
  • পিনাকীরেও চিনি, তার সাথেও কিছুকাল আরেক গোয়ালে ছিলাম তো।
  • I | 59.93.170.214 | ২৯ জানুয়ারি ২০১০ ১৩:০৪435860
  • আর একখান প্রাইভেট কোচ্চেন। আফনেই তো আমারে মেল কর্ছিলেন? তার উত্তর দিতে গিয়া দেখি, সে ঘুরে ফিরে আপন বাসায় এসেছে ফিরিয়া। আফনের ঘরে তো কই, সে উত্তর গেল না ! ফিরায়া দিল।
  • suchetana | 122.172.148.71 | ২৯ জানুয়ারি ২০১০ ১৩:২১435861
  • কোন মেল? তাও এক রক্তপিপাসু ডাক্তারকে!! যেটা মনে করতে পারছি, সেটাও খুব পেরাইভেট। আপনি কয়েক বছর আগে বিদেশ গিয়ে সঙ্গীতার অর্কুট ঝাঁপি খুলে সঙ্গীতা সেজে ঘাপটি মেরে বসে থাকতেন। আমি সহ সঙ্গীতার আরো অনেক বান্ধবী আপনাকে সঙ্গীতা ভেবে মনের-প্রাণের কথা উগড়ে আসত সঙ্গীতার পাতায়। আপনি নীরবে উপভোগ করতেন সে আলাপচারিতা।
  • pi | 72.83.210.50 | ২৯ জানুয়ারি ২০১০ ১৩:৩৭435862
  • দিনে-মানে, হুতোবাবু যখন আপিসপানে, টুকিটাকি আঁকিবুঁকি, প্রচ্ছদ ছাঁচ ফিনিশিং টাচ, হুতো নয় সে সুতোর বুনট !

    কিন্ত এই সু তো এক্কেরে ছুপা রুস্তম নিকলা!পর হুতো নে আজ ইয়ে বাত ফাঁস হি কর দিয়া। তো দুনিয়াকো ইয়ে বতানা মেরা ভি কর্তব্য কে আন্ডার পড়তা হ্যায়। ইস লিয়ে নিদ্রাকো থোড়া পোস্টপন করকে মেরা ইয়ে পোস্ট।
  • suchetana | 122.172.148.71 | ২৯ জানুয়ারি ২০১০ ১৩:৫৪435863
  • ডাক্তারবাবু, রাগ পাবেন না। বদ-বিচ্ছু শ্যালিকারা এরকম হয়েই থাকে। আমি বছর দেড়েক আগে আপনাকে ফোন করেছিলাম, সেটা মনে আছে। কিন্তু, মেল? না:, মনে করতে পারছি না। স্মৃতির ভীড়ে হারিয়ে যাওয়া সেই মেলের উত্তরটা যদি দয়া করে [email protected] পাঠিয়ে দেন?
  • de | 59.163.30.4 | ২৯ জানুয়ারি ২০১০ ১৪:৩৮435864
  • ঘুম পেলে লোকের কথা জড়িয়ে আসে, উল্টোপাল্টা বকে, এই অব্দি শুনেছি--- কিন্তু পাইয়ের এই ঘুন্দী(ঘুম+হিন্দী) সিম্পটম বিল্কুল আনোখা :)
  • Suchetana | 122.172.53.85 | ২৯ জানুয়ারি ২০১০ ১৪:৪৯435865
  • pi, হাতেখড়ির গপ্পটা কাগুজেগুরু২য়ে লিখলাম। ঠিকাছে?
  • su | 117.194.226.252 | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:০২435866
  • আমার যে কত কি লিখতে ইচ্ছে করছে, পেট ফুলে ঢোল, কিন্তু হুতো শপথ করিয়ে গেছে!!! কাল থেকে আবার weekend শুরু, শখ/ আহ্লাদ etc মেটাবার জন্য মিল থাকাটা দরকার; তাই সোমবারের আগে "বিভীষণ" হতে পারছি না!!! আপনারা continue করুন, আমি ধরে নেবো।

    অন্য প্রসঙ্গে যাই একটু :)
  • P | 109.78.106.53 | ২৯ জানুয়ারি ২০১০ ১৬:২৬435867
  • সুচেতনা , এদ্দিন বাদে আবার গুরুতে লিখলা খুব ভালো লাগল। দাঁড়াও তোমাকে স্ক্র্যাপাচ্চি , ইন্দো ডাগদারের মতন কোচ্চেন আমারো এট্টা আছে।

    আর ইসে এই সু আর সুচে যা লিখছো না :-)))) , আমি পরের ব্যাটাকে খান কয় পড়ে শোনালাম আর তার সাথে অবধারিত কিছু বাক্যতীর " তুমি আবার দাঁত ক্যালাচ্চো কি হে , মনে নাই সেইবার .......ইত্যাদি ইত্যাদি"।
    প্রতিটা গপ্পের দেখলুম সিমিলার এক্ষপিরিএন্স আমারো আচে , বিশেষ করে সুতো-হুতোর গুলোর মতন। নেহাত শউরবাড়ির কিচু পাব্লিক ঘাপটী মেরে আসে গুচতে মাজে মাজেই, নইলে পাব্লিকলি লিনেন ধুতে কি আর পারোবামনী ডরায় !
  • su | 117.194.226.56 | ২৯ জানুয়ারি ২০১০ ১৬:৩৩435869
  • আমার ও এক ই সমস্যা... নানা রূপে নানা সম্পর্ক ঘুরে বেরাচ্ছে এখানে :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন