এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 47.36.225.130 | ২৭ এপ্রিল ২০১৬ ২৩:৩১701624
  • তবে আমি জোট আসুক এটা চাই। একটা কারণ, এই পিটিদাকে দেখতে চাই, কী কী কথা ছাড়েন,। গত বছর ছয়েক ধরে যা লড়া লড়লেন এই পাতায়!! হ্যাটস অফ!!
  • pinaki | 90.254.154.105 | ২৭ এপ্রিল ২০১৬ ২৩:৩৪701625
  • না না, তখন তো টুকটুকে লাল রঙা গণতন্ত্র ছিল। যা দেখেই চোখ ধাঁধিয়ে যেত অনেকের, মুখে বাক্যি ফুটত না। ভাগ্যে তিনোমূল এল। তাই তাঁরা একটু প্রতিবাদ-প্রতিরোধ এসব করে গা ঘামানোর সুযোগ পেলেন। শুধু এইজন্য তিনোদের ধন্যবাদ দেওয়া উচিৎ তাঁদের। বইয়ে পড়া কথাগুলো বাস্তবে চেখে দেখার সুযোগই হত না নইলে।
  • S | 108.127.180.11 | ২৭ এপ্রিল ২০১৬ ২৩:৩৬701626
  • সত্যি কথা। মদনদা বাংলার জন্য এতো কাঅজ করেছেন। আমাদের প্রিয় দাদা। উনাকে জেতাতে হবেই।
  • pinaki | 90.254.154.105 | ২৭ এপ্রিল ২০১৬ ২৩:৪৭701627
  • যাকগে, আজকের মত চল্লাম। বাংলার গণতন্ত্র বাঁচাতে রাহুল বাবা এসে গ্যাছেন। অতএব আজ শান্তিতে ঘুমোনোর দিন। শুধু দেখবেন কমরেড, বুদ্ধবাবুর যেন আবার ছোটা ভীমের নেশা না ধরে যায়। গুন্নাইট। ঃ-)
  • aranya | 154.160.130.91 | ২৭ এপ্রিল ২০১৬ ২৩:৪৮701628
  • সিঙ্গুর আন্দোলন কলে কসু একটি গান লিখেছিলেন, যার প্রথম দুলাইন ছিল - 'সাবাস পুলিস, সাবাস হাজারবার
    ২ বছরের বাচ্চাও গ্রেফতার'
    হালিশহরে ৩ বছরের বাচ্চাকে তিনো গুন্ডাদের পেটানোর খবর পড়ে, ঐ গানটা মনে আসে, তাই ঐ লাইনে একটি ছড়া লিখেছিলাম। সুমন এখন আর এসব লিখবেন না, বা লিখলেও রঙ দেখে লিখবেন (অর্থাৎ এখন তিনোদের কুকীর্তির বিরুদ্ধে কিছু লিখবেন না) - এও বলেছিলাম।
    তাও করঞ্জাক্ষ কোথায় সুমনের প্রতি ভক্তি দেখলেন, খোদায় মালুম।
  • PT | 213.110.242.4 | ২৭ এপ্রিল ২০১৬ ২৩:৫০701629
  • kc
    জোটের কাছে বিশেষ কিছু প্রত্যাশা নেই। পব-র রাজনীতির নর্মালাইশেসন হবে আর "রাজনীতি"-র কথা রাজনীতিতে ফিরবে এটুকুই আশা। তবে আরো বড় প্রত্যাশা এটাই যে জোটটা ২০১৯ পর্যন্ত টিকবে দিল্লীতে বদল আনার জন্য।
  • S | 108.127.180.11 | ২৭ এপ্রিল ২০১৬ ২৩:৫২701630
  • জোট তার মধ্যেই না ফোট নয়ে যায়। আর মোদিজি থাকছেন স্যার।
  • Arpan | 24.195.230.20 | ২৮ এপ্রিল ২০১৬ ০০:৫০701631
  • অগস্ত স্ক্যাম এবার পিশির হাতে এল। তবে লোকে খাবে না। ভিডো নেই।
  • PT | 213.110.242.22 | ২৮ এপ্রিল ২০১৬ ০৭:০৩701632
  • একি বামেদের সরকার পেয়েছেন নাকি যে অনন্তকাল ধরে নন্দীগ্রামে শিশু-বধের গপ্প আওড়াতে আর গুজব ছ্ড়াতে থাকবেন? এখন গণতান্ত্রিক আমলে ও নিডিয়ার রমরমা সত্বেও সিদ্ধান্ত চট-জলদিঃ ধর তক্তা, মার পেরেক-গপ্প শেষ।

    "নেতাদের চাপেই সায়ন্তিকার বাবা শ্যামল ঘোষ বুধবার মুচলেকা লিখে দিলেনঃ তাঁর বাড়িতে হামলা করেনি তৃণমূলের কোনও কর্মী। ব্যক্তিগত গোলমালের জেরেই তাঁর তিন বছরের শিশুটি মার খেয়েছে বলেই মুচলেকায় লিখেছেন তিনি। "
    http://www.anandabazar.com/elections/west-bengal/state-election-news/tmc-didnot-beat-sayantika-father-gave-undertaking-under-pressure-1.371894#
  • S | 108.127.180.11 | ২৮ এপ্রিল ২০১৬ ০৭:১২701634
  • সাড়ে তিন বছরের শিশুর মারের যৌক্তিকতা দিতে ৩৪ বছরের ইতিহাস লাগছে।
  • aranya | 154.160.130.91 | ২৮ এপ্রিল ২০১৬ ০৭:২৭701635
  • বাচ্চাটার বাবাকে চাপ দিয়ে মুচলেকা লেখাল - ঘেন্না হয়
  • ক বাবু | 116.208.184.250 | ২৮ এপ্রিল ২০১৬ ০৮:৪৩701636
  • বাচ্চার বাবা হালিশহর পুরসভার অ্যাম্বুলেন্স চালায়। তার মুচলেকা না দিয়ে উপায় নেই। পাপী পেটের দায়। চাকরী গেলে কে খাওয়াবে?
  • j | 151.197.16.185 | ২৮ এপ্রিল ২০১৬ ০৮:৫৭701637
  • হ্যাঁ , আম্রমুকুলের এরিয়া ওটা
    এত শক্তিধর যে ডায়রেক্ট টাকা নেয় না , একটা পোষা আইপিএস দিয়ে নেয় , এরকম দাপটের কাছে মুচলেকা না দিয়ে টেকাই দায় হবে এলাকায়
  • aranya | 154.160.130.91 | ২৮ এপ্রিল ২০১৬ ০৯:১৮701638
  • কাঁচরাপাড়ায় আম্রমুকুলের উথ্থান কিভাবে হয়, ঐ অঞ্চলের পুরনো লোকেরা সবাই জানে। যাগ্গে সে কথা
  • PM | 11.187.251.31 | ২৮ এপ্রিল ২০১৬ ০৯:৪৯701639
  • কাঁচরাপাড়ার শাহেন্শার দুবাই পাম জুমেইরার প্রাসদোপম বাড়ি আমি দেখেছি--শারুখের পাড়ায়। তখন নেমপ্লেট ছিলো (২০১১) , এখন শুনেছি আর নেই। মালপত্র নিশ্চয় একস্পোর্ট হয়েই গেছে। এবার সপরিবারে এক্সপোর্ট হতে কোনো সমস্যাই নেই ঃ)
  • উনি | 116.219.55.123 | ২৮ এপ্রিল ২০১৬ ০৯:৫৩701640
  • তো যোগ্যতম ব্যক্তি ছিলেন রেলমন্ত্রী হিসেবে। কাঁচরাপাড়া নৈহাটি এলাকায় রেলশিল্পেই তো ওনার হাতেখড়ি। রেলের হাত ধরেই তো ওনার উত্থান।
  • PM | 11.187.251.31 | ২৮ এপ্রিল ২০১৬ ১০:০৯701641
  • পাম জুমেইরা হলো রিক্লেমড আইল্যান্ড, সারা পৃথিবীর বড়লোকদের বাংলো ওখানে আছে

    https://en.wikipedia.org/wiki/Palm_Jumeirah
  • S | 108.127.180.11 | ২৮ এপ্রিল ২০১৬ ১০:৩৯701643
  • সিঙ্গুর নিয়ে এটা কি দিদির নতুন লাইন?

    Mamata Banerjee: No, not at all. The matter is sub-judice, let the matter is settled. If they are interested then I am interested to give them 600 acres of land. We have no problem. I have no political vendetta.

    Prannoy Roy: Some other place?

    Mamata Banerjee: No, no... that place also they can do it. 600 acres they can do it, 400 acres let it be returned to the farmers.
  • PT | 213.110.242.22 | ২৮ এপ্রিল ২০১৬ ১১:১২701645
  • কলকাতা কি চিরকালই এইরকম ছিল? ছেলেটি আমার অতি পরিচিত এবং অত্যন্ত ঠান্ডা ও ভদ্র........

    "রাস্তার পাশে মিনিট দুয়েকের জন্য গাড়ি দাঁড় করাতে চেয়েছিলেন বোস ইনস্টিটিউটের বিজ্ঞানী শুভ্রাংশু চট্টোপাধ্যায়। তার জেরে কপালে জুটল গালাগাল, এমনকী মারধরও।"
    http://www.anandabazar.com/calcutta/goons-beaten-scientist-for-keeping-his-car-on-the-street-1.371819#
  • sm | 53.251.91.253 | ২৮ এপ্রিল ২০১৬ ১১:১৩701646
  • এটা আগেই বলেছিল। কিন্তু কথা হচ্ছে; টাটা কোম্পানির কি এখন কারখানা করার মতন আর্থিক সঙ্গতি আছে? অবিশ্যি, সরকার সফট লোন হিসেবে খয়রাতি করলে, আলাদা কথা।
    কোরাস প্রায় লক্ষ কোটি টাকায় কিনে একশ টাকায় বিক্রি করার প্রস্তাব চলছে।
    টি সি এস কে প্রায় ছয় হাজার কোটি টাকার ফাইন করা হয়েছে।
    সুতরাং কেস পুঁদিচ্চেরি !
  • j | 151.197.16.185 | ২৮ এপ্রিল ২০১৬ ১১:১৮701647
  • ওদিকে ভোট বাজারে প্রফেটের স্ট্যাটাসটাও মিস করবেন না কেউ

    রাতে কিভাবে বুদ্ধ -রাহুল বাসরশয্যা করবেন তার সরস বর্ণন - চিত্রণ এবং পরিশেষে সন্তান উৎপাদনও আছে

    অবিশ্যি জোটের ফলাফল নিয়ে পাতায় পাতায় স্বাধীন বিপ্লবীদের যা ঘোরতর টেনশন দেখা যাচ্ছে এ তার এরকম প্রতিফলনই বটে
  • de | 24.139.119.173 | ২৮ এপ্রিল ২০১৬ ১১:২৯701648
  • কসুর এতো অসভ্য হয়ে যাওয়াটা দেখলে বড়ো অবাক লাগে - নব্বইয়ের দশকে লেখা গানগুলো কি সত্যি ওনার লেখা ছিলো? এতো ট্রান্স্ফরমেশনও হয়!
  • Debabrata Chakrabarty | ২৮ এপ্রিল ২০১৬ ১১:৩১701649
  • এদিকে মনোরঞ্জন ব্যাপারী কান্তি বিশ্বাস এর বিষয়ে শোক জ্ঞাপন করছেন এই ভাষায় ঃ-
    " আমাদের নম সমাজের একজন সিপিএম এর সেবাদাস মারা গেছে । অনেকে দেখলাম বেশ শোক টোক প্রকাশ করছে ।
    এখন আমার মনে পড়ছে আর এক সেবাদাস ত্রিপুরার অনিল সরকারের কথা । সেই ১০ /১২ বছর আগে আমাদের একবার সাক্ষাৎ হয়েছিল । সে-ই ফোন করে আমার সাথে দেখা করবার ইচ্ছা প্রকাশ করেছিল । ''মানী মানুষ'' , তাই তাঁর ডাক উপেক্ষা করতে না পেরে গেলাম দেখা করতে । আপনারা যারা তাঁর বিষয়ে জানেন- নিশ্চয় একমত হবেন যে তাঁর মুখের ভাষা ভাল ছিল না । অকথ্য গালি গালোচ করতে মুখে আটকাত না । তো যেই তিনি জানলেন যে আমি দন্ডকারন্যের রিফিউজি। আমার বাবা মরিচঝাপিতে এসে বুকের হাড় ভেঙ্গে আর মন ভেঙ্গে দণ্ডকারণ্যে ফিরে গিয়ে মরে গেছেন, উনি শুরু করলেন সিপিএম দলের মুণ্ডপাত । সেকি ভাষা ! তাঁর কাছে কোথায় লাগে আমাদের রিকশাওলা বুলি ! গালাগালি টালি দিয়ে বোঝাতে চাইলেন যে তিনি সিপিএম এর মরিচঝাপি গনহত্যার জন্য খুব খেপে আছেন । সুযোগ পেলেই তাদের গলা টিপে মারবেন।
    একটু ফাক পেয়ে তখন আমি বলি - দাদা আপনি যখন জানেন যে সিপিএম আমাদের দলিতদের সব চেয়ে বড় ক্ষতিকারক দল- তাহলে আছেন কেন ওই দলে? বের হয়ে আসুন দল ছেঁড়ে । আর আমাদের নেতৃত্ব দিন । আমরা আপনার নেতৃত্বে লড়াই করব ।
    তখন সে বলে- আমার একটা খোটার গায়ে দড়ি বাধা আছে । আমি এখনি সেই দড়ি ছিঁড়ে বের হতে পারব না। আমাকে ঘুরতে হবে সেই খোটার চার পাশ ঘিরেই । আর অপেক্ষা করতে হবে সুসময়ের জন্য । যেদিন সময় হবে সেদিন দেখবে আমি কি করি ।
    তখন আমার জবাব ছিল- আপনি যখন খোটার চার পাশেই ঘুরবেন আমরা তাহলে আপনার চারপাশে ঘুরব কেন ?? বলা বাহুল্য এরপর আর তাঁর সাথে আমার কোন সম্পর্ক থাকেনি । [ আর আমিও ত্রিপুরা সরকারের অদ্বৈত মল্ল বর্মণ পুরস্কার নাগালে পেয়ে হারিয়েছি ] তাকে সামনে রেখে সিপিএম দল যে বাংলার দলিত লেখক কবি দের নিয়ে একটা মঞ্চ করতে চেয়ে ছিল সেটা আর হয়না ।
    এই হল ব্যাপার ! চালাক দল সিপিএম বুঝেছিল নম মানুষদের মনের মধ্যে মরিচঝাপি নিয়ে একটা দগ দগে ঘা আছে - যাকে অনবরত খুচিয়ে তুলছে দলিত লেখক কবিরা । তাকে মলম দিতে পারে ওই সমাজেরই কেউ । তাই কিছু সুযোগ সুবিধা দিয়ে একদল দলদাস তৈরি করেছিল রাজনীতির চাণক্য অনিল বিশ্বাস । যারা মুখে সিপিএম এর মা বোন তুলে গালা গালি তো দিত- কিন্ত কাজের বেলা দাড়াত তাদের সব অপকর্মের স্বপক্ষেই ।

    প্রয়াত এই নেতাও তেমন এক দলদাস ছিল । তাঁর জীবনে সিপিএম এর কোন দুষ্কর্মের কোন প্রতিবাদ করতে কেউ দেখেছেন বলে আমার জানা নেই । আপনারা কি কেউ জানেন? জানলে জানান - আমিও শোকাভিভুত হই ।" সত্যি কেউ কিছু জানেন ?
  • d | 144.159.168.72 | ২৮ এপ্রিল ২০১৬ ১১:৩৩701650
  • দে,
    তুমি কি তখন বালায় লিখতে? সেই আমি একবার কসু'র প্রোগ্রামে অসভ্যতার কথা বলেছিলাম, সেও নব্বই দশকেই যখন খ্যাতির তুঙ্গে সেইসময়কার ঘটনা। জাতিস্মর ক্যাসেট বেরোবার আগে আগে। তো সেই ঘটনা বলায় ও কসুকে অসভ্য আই-অবসেসড বলায় বালায় কিছু লোক কি ক্ষেপে গেছিল!
  • d | 144.159.168.72 | ২৮ এপ্রিল ২০১৬ ১১:৩৪701651
  • ২০০৪ এ বলেছিলাম বালায়
  • spa | 71.246.161.170 | ২৮ এপ্রিল ২০১৬ ১১:৫৫701652
  • জোট +১৫০। যারা এখোনো সাইকেল বা জুতো পায় নি তারা রেগে গেলে, জোট +১৭০। নারদা তে বিবেক চুল কলে, জোট +১৯০।
  • cb | 208.147.160.75 | ২৮ এপ্রিল ২০১৬ ১২:০০701653
  • ধুর, আর কোন আসনই পাওয়ার সম্ভাবনা নেই নেক্স্ট ২ টো ফেজে
  • de | 24.139.119.174 | ২৮ এপ্রিল ২০১৬ ১২:১৪701654
  • দমদি - ২০০৪ এ আমি মাঝে মাঝে পড়তাম বা লা - এই ইনসিডেন্টটা মনে নেই -

    জোট নিয়ে ওভার অপটিমিস্টিক হবেন্না কমরেড - জনগণ সব দেখছেন - ঃ)
  • Kobirer bani | 11.39.35.62 | ২৮ এপ্রিল ২০১৬ ১২:১৫701656
  • "কে প্রথম কাছে এসেছি।।।(এই না।।।ব'লো না সবার সামনে।।।লজ্জা করে গো।।।)
    কে প্রথম চেয়ে দেখেছি ।।।(এই।।।এই।।।সবার সামনে না।।।পরে।।।রাত্তিরে।।।এই।।।)
    কিছুতেই পাই না ভেবে ।।।(ইশ্‌, যেন কিছুই জানে না্‌।।।রাত্তিরটা হোক, এবিপির মালগুলো
    ডিনার খেয়ে মাল খেয়ে চলে যাক, তারপর দ্যাখাবো তোমায়)
    কে প্রথম ভালোবেসেছি।।।(এই।।।খুব খারাপ হচ্ছে কিন্তু।।।ঐ মিডিয়ার মালগুলো সব শুনে
    নিচ্ছে।।।ছিঃ।।।ছবিও তুলছে।।এই।।।না, এখন না।।।প্লীজ, সোনা)
    তুমি।।।না।।।আমি।।।"

    মাননীয় রাজ্যবাসী ও বিশ্ববাসী, আপনারা এই রাজ্যের ইতিহাসের, আধুনিক ইতিহাসের মধুরতম মুহূর্তের সাক্ষী থাকলেন। আসুন, নবদম্পতীকে সকলে আশীর্বাদ করুন। আমরা বিশ্বাস রাখি এঁরা খুবই সুস্বাস্থ্যের অধিকারী, বলশালী, মেধাবী, বুদ্ধিমান সন্তানসন্ততির জন্ম দেবেন যাঁদের অনেকেই আনন্দবাজারের নানান বিভাগে চাকরি পাবেন - যে-বাজারে আনন্দ সেই বাজারেই তো এমন সন্তানদের মানায়। আর হ্যাঁ, ১৯ মে সক্কলের জন্য দিল্লি ও বাংলার সেরা ময়রা-জোটের তৈরি লালে-সবুজ-সবুজে-লাল জোটমিষ্টির আয়োজন থাকবে। আলিমুদ্দিন স্ট্রিট থেকেই প্রধানত বিতরণ করা হবে। ঐতিহাসিক জোটমিষ্টি।

    শুনতে পাচ্ছেন কি নবদম্পতী কোন পবিত্র মন্ত্র উচ্চারণ করছেন পরম প্রেমে, প্রবল রাত-বিরেতের কামনায়? -

    "তোমার ধান্দা আমার ধান্দা হোক
    আমার ধান্দা তোমার ধান্দা হোক
    তোমার আমার মিলিত ধান্দা সংসদীয় গণতন্ত্রের হোক।"

    হাততালি হাততালি।
    হুলুধ্বনি।।।হুলুধ্বনি।।।

    ****
    সকলে দেখুন দেখুন দেখুন - কংগ্রেসের প্রতীকের ঠিক সামনেই আমাদের প্রিয় বিপ্লবী, সহিত্যবোদ্ধা, মার্কেস-নেরুদা-পড়া ইন্টেলেকচুয়াল বুদ্ধদেবের হাত।একদিন এটা সকলে দেখবে - এই দৃশ্যকল্প আন্দাজ করেই কি কবি জীবনানন্দ লিখেছিলেন "নগ্ন নির্জন হাত"?

    হ্যাঁ, এ-হাত নগ্ন। তবে নির্জন নয়। কিছুতেই নয়।

    ****

    দ্বন্দ্বমূলক বস্তুবাদী হস্ত-ইয়ে।।।

    ****
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন