এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 83.162.22.190 | ২৮ এপ্রিল ২০১৬ ১৬:৩৯701691
  • এ আর না বোঝার কি আছে। সিপিএম সাপোর্টাররা বলছে ২০১১-তে সিপিএমকে ভোট না দেওয়া ভুল হয়েছে। সাপোর্টাররা তো এটুকু বলবেই নাকি, নইলে আর সাপোর্টার হল কি করে। একটু অসুবিধে হলেও ভোট দিন প্রিয় দলকে - তবেই না সাপোর্ট। সাপোর্টাররা তো আমার মতন ১০০% সুবিধাবাদী নয়।
  • pinaki | 90.254.154.105 | ২৮ এপ্রিল ২০১৬ ১৬:৪১701692
  • তার মানে আপনি বলছেন সিপিএম-কংগ্রেস জোট আবাপকে অ্যাসিওরেন্স দিয়েছে তাদের জমি সংক্রান্ত সমস্যা মিটিয়ে দেবে? আপনি কি সেটা সমর্থন করছেন?
  • pinaki | 90.254.154.105 | ২৮ এপ্রিল ২০১৬ ১৬:৪৩701693
  • যেমন লোকসভার সময় মনে হচ্ছিল আবাপর সাথে বিজেপির কিছু সেটিং হয়েছে। এবার কি তাহলে সিপিএম কংগ্রেসের সাথে হয়েছে? সেইটা আপনার ধারণা? ঝেড়ে কাশুন।
  • cb | 208.147.160.75 | ২৮ এপ্রিল ২০১৬ ১৬:৪৪701694
  • বাল মেটাবে। পুরসভা ক্লিয়ারই করবে না।

    বিধানসভাতে এই নিয়ে কথা উঠলে সরকার পড়ে যাবে
  • dc | 132.174.116.44 | ২৮ এপ্রিল ২০১৬ ১৬:৫৭701695
  • এখন মনে হচ্ছে এই আবাপর জমি সংক্রান্ত ঝামেলাটা একটা আরবান লেজেন্ড। সেই ২০১০ বা তারও আগে থেকে শুনে আসছি আবাপ নাকি আবাসন গড়তে চায় কিন্তু সরকার ঝামেলা করছে। আগে শুনতাম সিপিএম বাধা দিয়েছিল বলে হাত ধুয়ে সিপিএমের পেছনে পড়েছিল, এখন শুনি তিনোরা বাধা দিয়েছে বলে হাত ধুয়ে দিদির পেছনে পড়েছে। ব্যাপারটা কি কে জানে।
  • PM | 11.187.202.107 | ২৮ এপ্রিল ২০১৬ ১৭:২৪701696
  • আবাপ তিনো বিরোধীতা করছে--- " যে আসে আসুক , তিনো যাক"-এই মোডে খেলছে। এর মধ্যে সিপিয়েম কোথা থেকে এলো ? ঃ)

    ২০১১ তে কল্লোলদার " যে আসে আসুক" তত্ত্বে তিনো তো ছিলো না কোথাও---- তাহলে এখন আবপ র ক্ষেত্রে খামোখা সিপিয়েম-কে টানবো কেনো ? ঃ)
  • PM | 11.187.202.107 | ২৮ এপ্রিল ২০১৬ ১৭:২৬701697
  • আরো পরিস্কার করে---- আবাপ তিনো বিরোধীতা করছে---- কিন্তু সিপিয়েমকে সমর্থন করছে না। এই যুক্তি অপছন্দ মনে হলে কল্লোলদাকে জিগান আমাকে নয় ঃ)
  • pinaki | 90.254.154.105 | ২৮ এপ্রিল ২০১৬ ১৭:৪৬701698
  • একথা প্রাণে ধরে বলতে পারলেন? এই জোটের অন্যতম কারিগরকে তার প্রাপ্য ক্রেডিটটাও দেবেন না? ধম্মে সইবে? ;-)

    আর এই দেখুন, পিটিদা আসল কথাটা বলে দিয়েছেন।

    "ক্ষমতায় যাক বা না যাক, জোট হওয়াটা পিটুনি খেয়ে পাপোষ হয়ে যাওয়া থেকে রক্ষা করবে বাম আর কং-এর সাধারণ কর্মী-সমর্থকদের"

    পিটুনি খাওয়া থেকে বাঁচার জন্য জোট। সিম্পল। এগুলো বোঝার জন্যই এরকম অন্তরঙ্গ আলোচনার দরকার হয় মাঝে মধ্যে।

    যাই হোক, ভোটের আগে আমার চিমটির কোটা শেষ। আর জ্বালাবো না। মাইরি বলছি। জোট জিন্দাবাদ। :-P
  • T | 24.100.134.212 | ২৮ এপ্রিল ২০১৬ ১৮:০৮701699
  • হায় কমরেড, উৎসাহের চোটে হলধর হয়ে গেলেন! জোটের কারিগর আবাপ ক্যানো হতে যাবে, ওটাতো অশোক ভটচাযের প্ল্যান। শিলিগুড়ি মডেল। আবাপ যেই দেখেছে মার্কেটে জিনিসটা খাচ্চে ভালো তখন সুর বেঁধে ম্যাও ধরেচে। কীইই যে বলেন!
  • PM | 11.187.202.107 | ২৮ এপ্রিল ২০১৬ ১৮:২০701701
  • আজ যদুপোরে দিদি ভালো মিছিল নামিয়েছেন শুনলাম
  • cb | 208.147.160.75 | ২৮ এপ্রিল ২০১৬ ১৮:২৫701702
  • দিদি যেখানেই গেছেন, গুচ্ছ ভিড় পেয়েছেন
  • PT | 213.110.242.22 | ২৮ এপ্রিল ২০১৬ ১৮:৩৯701703
  • "পিটুনি খাওয়া থেকে বাঁচার জন্য জোট। সিম্পল।"

    সিম্পল? সাড়ে তিন বছরের সায়ন্তিকাকে একবার জিগান!!!
  • PM | 233.223.159.253 | ২৮ এপ্রিল ২০১৬ ২০:৩৬701704
  • সততার রতিক পাল্টেছে। আগের প্রতিক ধুলোয় গড়াগড়ি। নতুন প্রতিক সুগত বসু ঃ)। তিনি বলেছেন তিনি ব্যক্তিগত হাবে স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করবেন ১৯ তারীখের পরে !!!! কিভাবে ????
  • sm | 233.223.157.154 | ২৮ এপ্রিল ২০১৬ ২১:৫০701705
  • ঠিক যেভাবে সুয্যিমামা আর অধীর মিলে করবে।
    ৩৪ বছরের অস্ট রম্ভার পর আরো পাঁচ বছর সুযোগ দিতে হবে।
  • কাল | 192.69.194.82 | ২৯ এপ্রিল ২০১৬ ০৭:১০701707
  • হুগলি জেলা।
  • বিপ | 81.244.130.85 | ২৯ এপ্রিল ২০১৬ ০৭:৩৬701708
  • বাংলার মসনদে কে আসবে?
    কেস পুরো ঘেঁটে ঘ হয়ে উপনিষদের নারদ-বিষ্ণুর গপ্পো।

    নারদ বিষ্ণুর কাছে জিজ্ঞেস করলেন-প্রভু মায়া কি?

    বিষ্ণু গাছের তলায় দিবানিদ্রায় মগ্ন-নারদকে কাছে পেয়ে বল্লেন, যাও নদী থেকে জল নিয়ে এসোত-আগে তৃষ্ণা মেটাই-পরে বলছি মায়া কি।

    নারদ নদীতে জল আনতে গিয়ে দেখলেন এক পরমা সুন্দরী কন্যা। জলের কথা ভুলে গিয়ে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন-এবং যথারীতি পিছু ধাওয়া করে মহিলার বাড়ি গিয়ে বাবাকে পটিয়ে, বিয়েটাও সেরা ফেললেন। সেটি ছিল এক ধনী বণিকের এমমাত্র কন্যা। নারদ প্রচুর সম্পত্তির মালিক হলেন। কালক্রমে পুত্র, পৌত্র এল ঘরে। নাতি নাতনি নিয়ে সুখের সংসার।

    তারপরে হঠাৎ একদিন বন্যা। জলের সুনামিতে ভেসে গেল নারদের প্রাসাদ। নারদ বাঁচানোর চেষ্টা করলেন তার স্ত্রী, পুত্র, কন্যা, নাতি নাতনী। কিন্ত আস্তে আস্তে ডুবে গেল সবাই। নারদ ও একবুক জলের তলায় ডুবে বাতাসের জন্য হাঁস্ফাস করছেন। মৃত্যু নিকটে-বহুদিন বাদে বিষ্ণুর স্বরণ নিলেন-প্রভু বাঁচাও।

    বিষ্ণু দুহাতে নারদকে জল থেকে তুল নিয়ে বসালেন পাশে। সেই গাছতলায় যেখান থেকে বিষ্ণুর নির্দেশে জল নিতে বেড়িয়েছিল নারদ।

    বিষ্ণু মৃদু হেসে বল্লেন- আরে আমার জল কোথায় গেল?

    নারদ- বলে-প্রভু-তাহলে যা দেখিলাম, উপভোগ করিলাম স্বপ্নে সবই ভুল? কোন কিছু বাস্তব না? কোন কিছু সত্য না?

    বিষ্ণু বল্লেন দূর পাগল-ওভি সচ, এভি সচ!

    আনন্দবাজার এবং সিপিএমের কথাবার্ত্তা যখনই শুনি-এরা নিশ্চিত মমতার পতন ১৯ শে মে। সাধারন লোকেদের সাথে কথা বললে, তারা বলে তৃনমূলের আসন কমবে-কিন্ত হারবে না। কোনটা যে মায়া, আর কোনটা বাস্তব কে জানে!

    পৃথিবীর প্রথম ডেমোক্রাসি ছিল এথেন্সে -আড়াই হাজার বছর আগে। গনতন্ত্র থেকে যাতে স্বৈরতন্ত্র না হয়- কোন নেতা জনপ্রিয় হলেই ভোটাভুটি করে তাকে নির্বাসনে পাঠানোর রেওয়াজ ছিল এথেন্সে।

    সেই আড়াই হাজার বছর আগেও যা, জনগণ এখনো তাই আছে। গণতন্ত্রের বস্ত্র হরন-কারুর পছন্দ না। সবাই নিজেদের গণতান্ত্রিক অধিকার ভালো করে বুঝে নিতে চাইছে । সেই হিসাবে নিলে, সিপিএমের জেতার কথা। কিন্ত মুশকিল হচ্ছে সিপিএমের ৩৪ বছর বনাম মমতা ব্যানার্জির পাঁচ বছর -কোন শাসনে মানুষ গণতান্ত্রিক অধিকার বেশী পেয়েছে- এটার চুলচেরা বিচার করতে ইলেকট্রন মাইক্রোস্কোপ দরকার। সিপিএম পার্টির স্বৈরাচারীর শাসনে যারা ক্রদ্ধ ছিল- সিপিএমের প্রতি তাদের আস্থা ফিরেছে-এমন আলামত দেখিনি। সিপিএম ইনফ্যাক্ট এই আস্থা ফেরানোর কোন চেষ্টাও করে নি শেষ পাঁচ বছর। কমরেডরা এখনো সেই একই রকম উদ্ধত আছেন। মমতার কিছু ভুল না করলে, এইবারেই পার্টিটা সাইন বোর্ড পার্টিতে পরিণত হত। কিন্ত সেটা হবে না-না জিতলেও সিপিএম পায়ের তলায় শক্ত মাটি ফিরে পাবে। আর যদি জেতে তাহলে বুঝতে হবে, দিদির স্বৈরাচার পার্টির অত্যাচারকে ছাড়িয়ে গেছে।

    যাইহোক, ১৯শে নভেম্বর পর্যন্ত আমার কাছে সবই মায়া। এভি সচ, ওভি সচ।
  • avi | 125.187.34.105 | ২৯ এপ্রিল ২০১৬ ০৭:৪৩701709
  • হুম, নারদের ব্যাপারটাই ভাবাচ্ছে। :-)
  • dc | 132.164.125.249 | ২৯ এপ্রিল ২০১৬ ০৮:২৪701710
  • নারদা আর সরদা :p

    বিপের পোস্টটা ভালো হয়েছে।
  • PT | 213.110.242.20 | ২৯ এপ্রিল ২০১৬ ০৮:৩৩701712
  • "মেঝেতে বিড়ালের পাশে নিজের স্যালাইন নিজে হাতে ধরে শুয়ে আছে এ জিনিস এখন অবসোলিট।"
    সৌমিত দেব কোন হাসপাতালের কথা লিখছেন?

    আজকের খবরঃ
    " এদিকে বিড়ালের কামড় খেয়ে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছেন বেণুগোপাল৷ পরিবারের কেউ না -থাকায় ঘটনার কাহিল হলেও কাউকেই সমস্যা নিয়ে মুখ খোলেননি ৷ তবে রোগীদের অভিযোগ অসত্য নয় , তা স্বীকার করেছেন মেন বিল্ডিং -এ কর্তব্যরত চিকিত্সকেরাই৷ নামপ্রকাশে অনিচ্ছুক এক চিকিত্সক বলেন , ‘এত বিড়ালের মধ্যে দিয়ে হাঁটতে হয় যে , সব সময়ই আশঙ্কা হয় এই বুঝি কামড় খেলাম৷ ’ সিস্টারদেরও সমান অভিযোগ৷ তাঁদের বক্তব্য , ‘ওয়ার্ডের মধ্যে বিড়াল নতুন ঘটনা নয়৷ ওয়ার্ডের মধ্যে বহু বিড়ালই স্থায়ী ভাবে রয়ে যায় ৷ ’ রোগীর পরিজনদের আরও অভিযোগ , বেড খালি দেখলেই তা দখল করে শুয়ে থাকে বিড়ালের দলবল ৷ কিছু কিছু ক্ষেত্রে বেডের উপরেও চরে বসে তারা ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=22739&boxid=162132525
  • dd | 116.51.25.193 | ২৯ এপ্রিল ২০১৬ ০৮:৪৩701713
  • ওগুনো আনন্দবাজারের ব্যারাল। সরল গোলগাল দিশি ব্যরাল নয়।
  • Arpan | 24.195.233.216 | ২৯ এপ্রিল ২০১৬ ০৮:৫৮701714
  • ১৯ নভেম্বর!!

    এ আম্রিকার ইলেকশন হচ্ছে নাকি?
  • sm | 233.223.157.154 | ২৯ এপ্রিল ২০১৬ ০৯:১৪701715
  • হাসপাতাল গুলোর অবস্থা অনেক ভালো হয়েছে।পরিষেবার মান উন্নত হয়েছে। নরক থেকে তো আর রাতারাতি স্বর্গ হবে না।কিন্তু, নিন্দুকের তো হৃদয়ে জ্বালা করবেই। সত্য স্বীকার করতে কি অসুবিধে?
    রাস্তাঘাট; বিশেষত গ্রামের দিকে অনেক ভালো হয়েছে।আইন শৃঙ্খলার উন্নতি হয়নি, এ আগেও বলেছি।
    জোট যদি ক্ষমতায় ফিরে, এদিকটার উন্নতি করতে পারে তো ভালই।
  • PT | 213.110.242.20 | ২৯ এপ্রিল ২০১৬ ০৯:১৭701716
  • "সিপিএম পার্টির স্বৈরাচারীর শাসনে যারা ক্রদ্ধ ছিল- সিপিএমের প্রতি তাদের আস্থা ফিরেছে-এমন আলামত দেখিনি।"
    পন্ডিতেরা এসব কি দিয়ে মাপেন কে জানে!!
    সিপিএম যখন উদ্ধত ছিল না, লোকের হাত কাটতো না, স্বৈরাচারী ছিল না, নাতু-পুতু সোনামণি ছিল, তখনও প্রায় ৫৫-৬০% লোক সিপিএমের বিরুদ্ধে ভোট দিত।
    আর যারা নাকি ২০১১-তে বা-বুজী ও ধা-বুজীদের শংসাপত্র নিয়ে গণতন্ত্রের বন্যা বওয়ানোর জন্য এল তারাও তো সরকারি ভাবে ৪০% মানুষের সমর্থন জোটাতে পারেনি এ পর্যন্ত।

    "মমতার কিছু ভুল না করলে,......."
    নাঃ মহায়। দলটির শ্রেণী চরিত্র যা তাতে সেখানে চোর-চোট্টা ছ্ড়া বিশেষ কারো জায়গা হওয়ার কথা নয়। কাজেই ওগুলো "ভুল" নয়। এসব স্বাভাবিক কর্ম-পদ্ধতি। সিধুদার আমলে প্রিয়-সুব্রত যা করত তারই নব অবতার। দু-একটি ভদ্র, শিক্ষিত/উচ্চ্শিক্ষিত যাদের দেখছেন তারা নেহাৎই ধান্দাবাজ বা পশুখামারের "ঘোড়া" চরিত্রের সমতুল্য। তাদেরকেও অবিশ্যি প্রায় লাথি মেরে সাইড-লাইনের ধারে বসিয়ে দেওয়া হয়েছে।
    এসব ব্যাপার কিষেণজীর সঙ্গে কখনো দেখা হলে আলোচনা করে নেবেন!!
  • sm | 233.223.157.154 | ২৯ এপ্রিল ২০১৬ ০৯:২৮701717
  • সেই বুর্জুয়া পার্টি,শ্রমিক-কৃষক শ্রেণী শত্রু,সেই গণ বিপ্লবের পথের কাঁটা কংগ্রেস ই এখন একমাত্র বন্ধু।আয় ভাই বুকে জড়িয়ে ধরি। আমাদের কমুনিস নেতারা কেমন কংগ্রেস কে ভোট দিয়ে এলো দেখলেন!
  • dc | 132.164.125.249 | ২৯ এপ্রিল ২০১৬ ০৯:২৯701718
  • সেই ২০০০ সাল থেকেই, যখন তিনোদের প্রায় শৈশব, তখন থেকেই ওদের ইউএসপি ছিল চুরি। ২০১১ তে সাধারন লোক চোরের দল জেনেই ভোট দিয়েছিল, যদিও তখন সততার প্রতীক খাড়া করার একটা বিরাট চেষ্টা চলেছিল। সুমনের সেই হুঁ হুঁ তাতো বটেই টাইপের ইন্টারভিউগুলো এখনো পরিষ্কার মনে আছে ঃ) কাজেই ভুল শোধরানো মানে যদি বলা হয় চুরি কমাতে হবে, সেটা ওদের পক্ষে সম্ভব না।

    আর এদিকে আমরার বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল ক্ষমতার দম্ভ, যেটা আমরার দলের বিমান বসু স্বীকার করেছিলেন, সেটাও চলে যাবে বলে মনে হয়না। শাসক দলের ক্ষমতার দম্ভ থাকেই, সে কং, বিজেপি, ডিএমকে, ব্সপা যেই হোক, আর সিপিয়েমেরও প্রধান লক্ষ্য ক্ষমতা দখল করা, কাজেই ক্ষমতার দম্ভ থাকবেই। এগুলো জেনেই বেশীর ভাগ লোক ভোট দেয়।
  • sm | 233.223.157.154 | ২৯ এপ্রিল ২০১৬ ০৯:৩৩701719
  • হাত কাটলেও দেয়; না কাটলেও দেয় । মনিষীদের ব্যাপার স্যাপার ই আলাদা।ওসব চরিত্র শোধনের দাওয়াই।
  • PT | 213.110.242.20 | ২৯ এপ্রিল ২০১৬ ০৯:৩৬701720
  • এই এক ন্যাকাপনা আর কতদিন চলবে কে জানে!!
    এর আগে যেন কমুনিসরা কংগ্রেসের সঙ্গে যায়নি। "দিল্লী থেকে আসছে গাই সঙ্গে বাছুর সিপিআই"!!-এসব না জানলে আর তক্ক করা কেন?
    আর এটাও লিচ্চয় ভুলে গেলে সুবিধে হয় যে বঙ্গের এক্কেবারে সাচ্চা কমুনিস সুসি আর অতিবামেরা তিনোদের ক্ষমতায় আনার জন্য চক্ষু মুইদ্যা এই কং-এর সঙ্গে দিব্য হাত মিলিয়েছিল। এমনকি কমুনিস কিষেনজীরও সেই কং-এর শ্রেণী চরিত্র নিয়ে বিশেষ সমস্যা হয়নি।
    আর তারও পরে এই হালের UPA-কে বাইরের থেকে সমর্থন জানানো সেও বোধহয় মনে নেই।
  • sm | 233.223.157.154 | ২৯ এপ্রিল ২০১৬ ০৯:৪৭701721
  • কমুনিস রা কংগ্রেস এর ধামা ধরা ছিল; এত সব্বাই জানে। জ্যোতি বাবু আর তার সাঙ্গপাঙ্গরা কেন্দ্রের বিরুদ্ধে বুলি ছুটাত আর সুরজিত বাবু কি সব করতেন।এসব কে না জানে!
  • PM | 11.187.246.231 | ২৯ এপ্রিল ২০১৬ ০৯:৫০701723
  • "আনন্দবাজার এবং সিপিএমের কথাবার্ত্তা যখনই শুনি-এরা নিশ্চিত মমতার পতন ১৯ শে মে। সাধারন লোকেদের সাথে কথা বললে, তারা বলে তৃনমূলের আসন কমবে-কিন্ত হারবে না। কোনটা যে মায়া, আর কোনটা বাস্তব কে জানে!"

    আমার ধারনা ২ নং হলো বাস্তব চিত্র। কিন্তু কারনে দ্বিমত পোষন করি।

    প্রচুর লোক সরাসরি রাজকোষের টাকা পেয়েছেন। সেদিন একজনের সাথে ট্রেনে আলাপ হলো যিনি বর্ধমানে থাকেন--গত বন্যায় ১০০০০ টাকা অনুদান পেয়েছে। সাইকেল কন্যাশ্রী তো আছেই। ক্লাবে অনুদানো আছে। বহু মানুষ নিজেদের দানের জন্য অপেক্ষা করছেন। ধার নিয়ে এই রকম খরচ করা উচিত কিনা, সেটা অর্থনীতির প্রশ্ন। কিন্তু বহু মানুষ এতে প্রভাবিত এবং তাঁরা তিনোদের ভোট দেবে।

    আমার মতে এই ভোটটা মুলতঃ হচ্ছে দুর্নীতি, আইনের শাসনহীনতা/গুন্ডামী/নিরপত্তাহীনতা বনাম পাইয়ে দেবার রাজনীতির ( খারাপ বলছি না কিন্তু) মধ্যে---- সিপিয়েম/কংগ্রেস/বিজেপী এই লড়াইয়ে প্লেসহোল্ডার মাত্র।

    আমার ব্যক্তিগত খারাপ লাগা হলো এই সবের মধ্যে কর্মসংস্থান, শিল্পায়ন সব কিছু পেছনের সারিতে চলে গেছে, যেটা আমার মতে এই রাজ্যের ভোটে মুখ্য ইস্যু হওয়া উচিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন