এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 14.16.44.92 | ০১ মে ২০১৬ ০০:১৮701824
  • আর একটু ঠিক করে বলি ---
    সূর্যবাবু কিন্তু মমতা/জ্যোতি/বুদ্ধদেবের চেয়ে বেটার চিফ মিনিস্টার হতে পারেন।
  • S | 108.127.180.11 | ০১ মে ২০১৬ ০০:২১701825
  • সেকি? আরেকটু ভেবুন। পেয়ে যাবেন আরেকজন ডাক্তারকে।
  • lcm | 14.16.44.92 | ০১ মে ২০১৬ ০০:২৫701827
  • আর কেউ ছিল নাকি? মানে মেডিক্যাল ডিগ্রিধারী মুখ্যমন্ত্রী এর মধ্যে কেউ ছিল - কে ?
  • avi | 125.187.34.105 | ০১ মে ২০১৬ ০০:২৫701826
  • হেলথ মিনিস্টার হিসেবে ওনার ট্র‍্যাক রেকর্ড কিন্তু খুব ভালো বলা মুশকিল। মুখ্যমন্ত্রী ভালো হবেন কিভাবে বোঝা যাচ্ছে?
  • S | 108.127.180.11 | ০১ মে ২০১৬ ০০:২৬701828
  • মেডিকাল ডিগ্রি নাহলে কি আর ডাক্তার হওয়া যায়্না?
  • lcm | 14.16.44.92 | ০১ মে ২০১৬ ০০:২৭701829
  • অভি,
    হতে পারে। ক্লোজলি নিউজ ফলো করা হয়ে ওঠে না। কিন্তু সূর্যবাবু আট-ভাট কমেন্ট করেছেন মিডিয়ায় এমন দেখেছি মনে পড়ছে না। মানে আমি ধরো বিমান বসু-র তুলনায় বলছি। তবে সব তো ফলো করা হয় না।
    বামফ্রন্ট আমলে সুর্যবাবু কোন মিনিস্ট্রিতে ছিলেন। স্বাস্থ্য তো প্রশান্ত সূর ছিলেন না অনেক দিন?
  • lcm | 14.16.44.92 | ০১ মে ২০১৬ ০০:২৮701830
  • হে হে, বুঝেছি। না আমি এমবিবিএস ডাক্তারের কথা কইছি।
  • cb | 192.70.50.176 | ০১ মে ২০১৬ ০০:২৯701831
  • আচ্ছা, একটা কথা শুনলাম বলে যাই। মনে আছে সালকিয়াতে গৌতম চৌধুরী নামে এক তিনু পোচুর ছাপ্পা দিয়েছিল শেষবেলায়? কিন্তু সন্তোষ কুমার পাঠক একেবারে নির্লিপ্ত, কোন রি পোলের দাবী করেন নি, নাথিং!!! কেন কেন কেন?

    ইলেকশনের ২ দিন আগে সন্তোষ বাবুর সাথে গৌতম চৌধুরীর একটি গোপন মিটিং হয়, গৌতম বাবু দুঃক্ষ করে বলেন যে এবার আপনার সাথে আমার ১ টু ১ হওয়ার ছিল, কোত্থেকে লক্ষী রতন আর রূপা ঢুকে পড়ল? এবার কি ডিল হয়েছে কে জানে ড়াবা, কিন্তু সন্তোষ পাঠক ভোটের পর একটি প্রতিক্রিয়াও দেননি
  • cb | 192.70.50.176 | ০১ মে ২০১৬ ০০:৪০701832
  • 1. আর জোট সমর্থক ব্ন্ধুরা (অধিকাংশই কলকাতার) যেরকম আত্মবিশ্বাস দেখাচ্ছে, মনে হচ্ছে আবার নিচের তলা থেকে ভুল খবর উপরের তলায় যাচ্ছে :)

    2. পিটিদার এইটা অমোঘ দাবী, বিজেপি তিনুদের লক্ষীপ্যাঁচা, এটাও এবার অ্যাবসলিউটলি সত্যি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চান্স
  • S | 108.127.180.11 | ০১ মে ২০১৬ ০০:৫২701834
  • ১) জোট জিতবে না। কিন্তু দিদির সীট কমবে প্রচুর। সেইটাই দিদিকে ধাক্কা দেওয়ার জন্য যথেষ্ট। কারণ দিদি প্রচুর হাই স্টেক গেম খেলেন - প্রচুর সেলেব, নামকরা প্রার্থী। এদের মধ্যে কয়েকজন হারলেই পরেরবার থেকে সেলেবরা আর প্রার্থী হতে চাইবেন না।

    ২) এইবারে বিজেপির ভোট কম হওয়ার সম্ভাবনা বেশি। কারণ লোকেদের কাছে স্পষ্ট চয়েস আছে - তিনো বা জোট। লড়াই করে মার খেয়ে ভোট দিতে গিয়ে কেউ নিজের ভোটটি বিজেপি দিয়ে নষ্ট করবে না আশা করি।
  • কল্লোল | 125.242.179.46 | ০১ মে ২০১৬ ০৮:০৩701835
  • মনে তো হচ্ছে এবারও তিনো। তবে জোটের আসন বাড়বে। কিন্তু সেসব যাই হোক আমার খুব ইচ্ছে হচ্ছে বৌদি দিদিকে হারাক। কেস জমে যাবে।
  • S | 108.127.180.11 | ০১ মে ২০১৬ ০৮:১৭701836
  • দিদি জিতছেই।
  • কল্লোল | 125.242.157.110 | ০১ মে ২০১৬ ০৮:৩৯701837
  • যদি জেতেই যেন খুব অল্প ভোটে জেতে।
  • dd | 116.51.27.19 | ০১ মে ২০১৬ ০৮:৪০701838
  • কী মুষ্কিল।
    ভোটের ফলাফলের জন্য তো অন্য টই আছেই। আর সেখানেও খামোখা কচলাকচলি করার দরকার নেই। আমি তো সব ঠিক করে দিয়েছি।

    শুনুন, জোট সংখ্যা গরিষ্ঠতার থেকে অল্পো কম পাবে। কোনো ব্যাপার নয়। লরেন পার্টীর সাথে একসাথে সরকারে গড়ে ভারতের একমাত্রো বামপন্থী পার্টী তিনোমূলের বিরুদ্ধে একটা মহা মহা জোট হবে।সেই মহা মহা জোটই পচ্চিম বংগে সরকার গড়বে। সুম্ন্দে মিডিয়া ছেড়ে হোথায় শিক্ষাদীক্ষা মন্ত্রী হবে। সিক্স্টিন ব্যানানা ফুলফিলড হবে।

    ক্রমে এই মহা মহা জোট সারা ভারতে ছড়িয়ে পড়বে। লরেন বাবুর নেতৃত্বে একটি মেগা আলট্রা মহাজোট সারা ভারতেই প্রতিষ্ঠিত হবে। দেশে শান্তি মিলিবে। ভারত আবার জগৎ সভায় হ্যান ত্যান করবে।

    মিলিয়ে নিবেন।
  • pi | 74.233.173.177 | ০১ মে ২০১৬ ১০:২০701839
  • দেখলাম এস এফ আই এর লোকজন প্রেসির অন্য কিছু ছাত্রছাত্রীকে হুমকি দিয়েছে , ভোটের রেজাল্ট বেরোলে সব দেখে নেবে। ওদের পিছনে তো পার্টি নেই যে বাচাতে আসবে বা এরকম। ফেবুতে স্ক্রিনশট আছে।

    ক্ষমতায় না আসতেই এই ? ইন্চিতে ইন্চিতে বুঝে নেবার কম্পিটিশন লেগে গেছে মনে হচ্ছে।
  • PM | 233.223.155.120 | ০১ মে ২০১৬ ১০:২২701840
  • এই সব গনপ্রতিরোধের গল্প কি সত্যি?!!!! নাকি আবাপর মনের মাধুরী। এতো সাইকেল, কন্যাশ্রী সত্ত্বেও ?------৩৪ বছর বাদে ২০১১ সালেও এরকম কিছু হয় নি। ২০০৬/২০০১ এও খবর ছিলো না এরকম----- এতো রাজ্য জুড়ে নন্দীগ্রাম হচ্ছে ঃ)

    তাও আবার দিদি/তিনো জিতবেই ( অল্প মার্জিন হলেও) এরকম পরিস্থিতে ?
    -----কি জানি বাবা ।

    কল্লোলদার নোটার খবর কি ? ঃ) কোথায় ১০% পাচ্ছেন?
  • S | 108.127.180.11 | ০১ মে ২০১৬ ১০:৩০701841
  • আবাপ ইত্যাদিদের হাতে একটা ডেটা আছে - যেটা আমার আপনার হাঅতে নেই। সেটা হলো একজিট পোল। তবে আজকাল লোকে সেখানেও গন্ডগোল করে দেয়।
  • PM | 233.223.155.120 | ০১ মে ২০১৬ ১০:৩৩701842
  • সেটা ঠিক বলেছেন ।
  • Arpan | 24.195.239.233 | ০১ মে ২০১৬ ১০:৩৯701843
  • কিন্তু একজিট পোল তো একা আবাপর হাতে নেই। বাকি মিডিয়ারাও তো তাদের মত করে বার করবে। দেখা যাক।

    আচ্ছা, একজিট পোল কি লাস্ট ফেজের ইলেকশন হয়ে গেলেই দেখাতে পারে, নাকি সব কটা স্টেটের ইলেকশন হওয়া অব্দি অপেক্ষা করতে হবে?
  • PM | 233.223.155.120 | ০১ মে ২০১৬ ১০:৪২701845
  • আসামের ভোটের এক্সিট পোল এখনো বেড়োয় নি। সবার শেষ না হলে বোধ হয় বেরোবে না
  • Nagorik | 74.233.173.177 | ০১ মে ২০১৬ ১১:১৪701846
  • দিদি বলল ইঞ্চি ইঞ্চিতে বুঝে নেবে তো সেলিম বলল প্রতি বিন্দু রক্তের হিসেব নেবে। কেউ কম যায় না ।ওরা হালিশহরে সম্ত্রাস চালিয়েছে তো আমরা রায়নায় ওদের ঘর ছাড়া করেছি,ওরা ডোমকলে মেরেছে তো আমরা বারুইপুরে মেরেছি ।ছি ঘেন্না ধরে গেল । kc ঠিক বলেছেন বাঙালি এখন অসভ্য জাত
  • b | 24.139.196.6 | ০১ মে ২০১৬ ১১:১৬701847
  • কাল কসবা গেছিলাম, মাসির বাড়িতে। সেখানে কাজের দিদি বললেন, ওনাদের ভোট নেই। কে বা কারা যেন ঐ বস্তির দু তিনশো লোকের ভোটার আই কার্ড আগে থেকেই নিয়ে নিয়েছে। বলেছে, ১ তারিখে ফেরত পাবি।

    ভোট? খুব শান্তি পূর্ণ।
  • Arpan | 24.195.239.233 | ০১ মে ২০১৬ ১১:৩৯701848
  • এই বাঙালির মধ্যে বাংলাদেশিরাও আসবে। ওখানে শাসক আর বিরোধী দল একে অন্যের মুখ দেখে না।
  • cb | 192.70.50.176 | ০১ মে ২০১৬ ১৫:৩২701849
  • বামের কিসের ভিত্তিতে শান্তিপূর্ণ ভোট/মানুষের রায় আমাদের দিকে ইত্যাদি বলছে বুঝতে পারছি না। খানাকুল, আরামবাগ, গোঘাট, বেহালা পূর্ব পশ্চিমে উড়ে গেছে। এমনকি চাঁপদানিতে মান্নান সাহেব নড়ে গেছেন। তালে কি ঐ ভবানীপুর, যাদবপুর আর কসবা নিয়ে নাচানাচি? সবই তো আনসার্টেন
  • PM | 233.223.152.110 | ০১ মে ২০১৬ ১৫:৪৯701850
  • দিদির বক্তৃতা খুব ড্যাম্প লাগছে,

    দিদি গান গাইলেন-- "এমন সরকার কোথাও খুজে পাবে নাকো তুমি/ সকল সরকারের সেরা সে যে মামটি মানুষের সরকার" ঃ)
  • PM | 233.223.152.110 | ০১ মে ২০১৬ ১৫:৫২701851
  • কলকাতার নতুন কমিশনারের কপালে শনি--- দিদি বলেছেন ১৫ দিনের জন্য পদে এসে কাজ দেখাচ্চ---দেখাবো মজা ঃ)

    তবে ইন্চির প্রতিশ্রুতি শুনলাম না মনে হলো
  • T | 165.69.173.139 | ০১ মে ২০১৬ ১৭:৪২701852
  • cb, কুলপি, রায়দিঘি, সাগর, বাসন্তী, কুলতলি, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, ডায়মন্ড হারবার, মেটিয়াবুরুজ, বারুইপুর পূর্ব, যাদবপুর, কসবা, বালিগঞ্জ, চণ্ডীতলা, বলাগড়, পাণ্ডুয়া, গোঘাট, সপ্তগ্রাম, সাতগাছি, কাকদ্বীপ, এবং ফলতা এই সিটগুলোতে জোর লড়াই হবে।
  • cb | 132.170.183.132 | ০১ মে ২০১৬ ১৭:৪৮701853
  • থ্যান্ক্স টি

    পিয়েমদার কথা শুনে আর টিভি দেখে খারাপ লাগল। নিজের মধ্যেকার দুর্বৃত্তটাকে উনি আর চেপে রাখতে পারছেন না। ২০১১ তে অনেক ঢাকা চাপা দিয়ে রাখার চেষ্টা হয়েছিল, তবে পচা গন্ধ অনেকেরই নাকে এসেছিল, এবার প্রকাশ্যে নোংরামি করতে দেখে নসিয়েটিক লাগছে
  • T | 165.69.173.139 | ০১ মে ২০১৬ ১৭:৫৩701854
  • আরামবাগ, মহেশতলা, হরিপাল, উত্তরপাড়া, শ্রীরামপুর, বেহাল পূর্ব, টালিগঞ্জ, রাসবিহারী, সিঙ্গুর এগুলো শিওর মুলোদের পকেটে যাবে। বাকিগুলো নিয়ে কোনো আইডিয়া নেই।
  • S | 108.127.180.11 | ০১ মে ২০১৬ ১৮:০০701857
  • শেষ দফার সীটগুলোর মধ্যে আগেরবার ৪৬ টা পেয়েছিলো তিনো, বামেরা ৭ আর সুসি ১। এইবারে ঐ ৪৬ কমবেই। কতটা কমবে সেইটাই দেখার। তবে একদল লোকের কাছে দিদির সবকিছুই ভালো লাগে - অতেব তারা এবারেও (এবং সর্বদাই) সেদিকেই ভোট দেবে। দেখার অন্যদিকে কত ভোট দেয়। কিছু তিনো ভোট ভাজপায়ও যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন