এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 24.139.199.12 | ২৯ এপ্রিল ২০১৬ ০৯:৫৭701724
  • কেন? কর্মসংস্থান তো হয়েছে। পোচুর সিভিক পুলিশ। এছাড়াও লাখ বেলাখ চাকরি। আর তার পরে সিন্ডিকেটের কর্মসংস্থানও তো মোটামুটি সরকারিভাবেই রয়েছে।
  • PM | 11.187.246.231 | ২৯ এপ্রিল ২০১৬ ১০:০০701725
  • ঃ)

    ঃ( ঃ(
  • dc | 132.164.125.249 | ২৯ এপ্রিল ২০১৬ ১০:০২701726
  • "আমার ব্যক্তিগত খারাপ লাগা হলো এই সবের মধ্যে কর্মসংস্থান, শিল্পায়ন সব কিছু পেছনের সারিতে চলে গেছে, যেটা আমার মতে এই রাজ্যের ভোটে মুখ্য ইস্যু হওয়া উচিত।"

    একমত। তবে পবতে ডেপেলপমেন্ট ভোটের ইস্যু হিসেবে বোধায় কখনোই গুরুত্ব পায়নি। আগে রেটোরিকের পাহাড় আর সাম্রাজ্যবাদবিরোধী মিছিলে বুজিদের ভিড় ইত্যাদি দেখিয়ে ডেভেলপমেন্ট নিয়ে কোন কথা হতো না, আর এখন গুন্ডামি আর পাইয়ে দেওয়া দেখিয়ে ডেভেলপমেন্ট নিয়ে আর আলোচনা হয়না। একমাত্র বুদ্ধবাবু সিরিয়াসলি ডেভেলপমেন্ট অ্যাজেন্ডা সামনে আনতে চেয়েছিলেন, কিন্তি এমনই দুর্ভাগ্য যে সেই রেটরিকের পাহাড়েই ডেভেলপমেন্ট ইস্যু চাপা পড়ে গেছিল। সিঙ্গুর আন্দোলনের সময়ে সিপিএমএল না কারা যেন সাম্রাজ্যবাদী টাটাবাবু দিয়ে ফাটিয়ে বক্তিমে দিত। অবশ্যই এই রেটোরিক অন্য কোন রাজ্যে পাত্তা পায়নি, আর অন্যান্য অনেক রাজ্যেই ডেভেলপমেন্ট একটা সিরিয়াস ইস্যু। জানিনা পবতেও কোনদিন ডেভেলপমেন্ট ইস্যু হবে কিনা, তাও আশা করি হবে। জোট যদি এবার নাতো পরের বার ক্ষমতায় আসে তো বুদ্ধবাবু, সূর্য্যকান্তরা আবার ডেভেলপমেন্টের ওপর ফোকাস করবেন এরকম আশা রাখি।
  • PT | 213.110.242.20 | ২৯ এপ্রিল ২০১৬ ১০:১৩701727
  • "কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণ— রাজ্য জুড়ে সিভিক পুলিশ নিয়োগে বড়সড় কেলেঙ্কারি হয়েছে।.........শুনানিতে বিচারপতি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গ্রেট স্ক্যাম। খেয়ালখুশি মতো নিয়োগে জনগণের টাকা অপচয় হয়েছে।’’ নতুন করে সিভিক পুলিশ নিয়োগে এ দিন স্থগিতাদেশ দেন তিনি। পাশাপাশি, কী ভাবে, কোন পদ্ধতিতে সিভিক পুলিশ নিয়োগ হয়েছে, ৯ মে-র মধ্যে হলফনামা দিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে বিশদে তা জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।"
    http://www.anandabazar.com/state/corruption-in-recruitment-of-civic-police-highcourt-1.372737#
  • quark | 24.139.199.12 | ২৯ এপ্রিল ২০১৬ ১০:১৭701728
  • সে যাই হোক! যে সমস্ত পরিবারের লোক চাগ্রি পেয়েছে তাদের, বা এমনকি আশেপাশের লোকেদের (যাদের পরিবারে পেতে পারে এমন লোক আছে) জিগিয়ে দেখুন না কাদের ভোট দেবে।
  • Febu theke | 132.162.63.155 | ২৯ এপ্রিল ২০১৬ ১০:২৩701730
  • আগামী দিনে যদি এই রাজ্যে তৃণমূল ক্ষমতাচ্যুত হয় এবং বাম কংগ্রেস জোট অথবা বামপন্থীরা একক শক্তিতে ফের সরকার গড়ে তাহলে তৃণমূল বিজেপির সঙ্গে আঁতাত করবার এক প্রবল সম্ভাবনা তৈরী হবে। পুরনো মিত্রতার এখনো কিছু অবশিষ্ট যে আছে। আরএসএস মমতাকে আধুনিক যুগের দূর্গা বলে আখ্যায়িত করেছে আমরা সকলেই জানি, প্রতিদানে মমতাও আরএসএসকে সত্যিকারের দেশপ্রেমীর সার্টিফিকেট দিয়েছিলেন। লালকৃষ্ণ আডবানির জন্মদিনে মমতা এখনো নিয়ম করে শুভেচ্ছা পাঠান। মোদীও লোকসভা নির্বাচনের শুরুর দিকে লাড্ডু তত্ব দিয়ে পরে বুঝেছিলেন যে তৃণমূলকে তাঁর এবং তাকে তৃণমূলের প্রয়োজন হবেনা এখনই, তাই পিছিয়ে যান। ভবিষ্যতে প্রয়োজনে যে ফের লাড্ডু তত্ব আসবে না এই কথা বিজেপি অথবা তৃণমূল কেউই হলপ করে বলবে না।

    যাই হোক, মূল বক্তব্যে ফিরি। যদি ভবিষ্যতে রাজনৈতিক বাধ্য বাধকতা বশত ফের এনডিএ জমানা ফিরে আসে রাজ্যে তখন এই "সাবল্টার্নপন্থী" বা "পোস্টকলোনিয়ালপন্থী" বা "স্বাধীনপন্থী" বা "নকশালপন্থী" তৃণমূলিরা যে নতুন তত্ব উদ্ভাবন করবেন তাদের সিপিএম বিরোধী অবস্থান জাস্টিফাই করতে সেটা বলবার অপেক্ষা রাখে না। এর কারণ হলো এদের রাজনৈতিক মতাদর্শ সম্পূর্ণটুকুই সিপিএম বিরোধিতা, তার আগেও কিছু নেই, পরেও না। তো কিরকম হতে পারে সেই সব তত্ব? আসুন পর্যালোচনা করি।

    ১. "সাবল্টার্নপন্থী" তিনু :-

    "আসলে বিজেপি বা আরএসএস সমর্থক কারা? বেশিরভাগ রাজ্যে স্বয়ং সেবকদের দেখলেই বোঝা যায় যে এরা সকলেই নিম্ন মধ্যবিত্ব দলিত অথবা পিছড়েবর্গ থেকে আসে। বিশ্বায়নের কুপ্রভাবে নিম্নমধ্যবিত্ব দিশেহারা। তাদের ওপর পশ্চিমী কালচারাল হেজিমনি চাপিয়ে দেওয়া হচ্ছে। আরএসএস আসলে সেই হেজিমনির বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া। তাই আরএসএসকে যারা দূর ছাই করছে তারা এলিট "ভদ্রলোক", বিশ্বায়নের সুবিধাভোগী শ্রেণী। তৃণমূল আর আরএসএসই নিপীড়িত শ্রেণীর প্রতিনিধিত্ব করে।"

    ২. "পোস্টকলোনিয়ালপন্থী" তিনু :-

    "সিপিএম মার্ক্সবাদী ভাবধারার দল। মার্ক্সবাদ তো আসলে ইউরোপের এনলাইটেনমেন্টের ফসল। আমাদের দেশের মাটি থেকে এই মতাদর্শ গড়ে ওঠেনি, দেশের মাটিতে জন্মানো সমস্ত কিছুর ভেতর যেরম দেশজ উপাদান থাকে তা মার্ক্সবাদে নেই। সেই কারণে এরা দেশের সনাতন সংস্কৃতিকে তুচ্ছ তাচ্ছিল্য করে। জাতপাত এসব কিছুকে শুধুই সমস্যা বলে মনে করে, এর মধ্যে যে কৌম্যচিন্তা অন্তর্নিহিত আছে তাকে স্বীকৃতি দেয় না। ব্রাহ্মণ্যবাদ মানেই সেটা খারাপ এটা কে বলল? ব্রাহ্মণ্যবাদকে ভিলেন বানিয়ে দেওয়া ইউরোপীয় দৃষ্টিভঙ্গি থেকে অতিসরলীকরণ। আর যাই হোক আরএসএস যে হেতু এদেশের মাটিতেই জন্মানো একটা মতাদর্শকে প্রতিনিধিত্ব করে, তারা সব্সময়্তেই মার্ক্সবাদীদের থেকে বেশি গ্রহনযোগ্য।"

    ৩. "স্বাধীনপন্থী" তিনু :-

    "ছিপিএম একটা হেজিমনি তৈরী করে রেখেছে পশ্চিমবঙ্গে। সমস্ত ভাবনাচিন্তাকে তারা নিয়ন্ত্রণ করে বা করার চেষ্টা করে। এর চেয়ে একটা যদি "chaos" তৈরী হয় সেটাও ভালো। ছিপিএম হারুক, তাদের হেজিমনি ধ্বংশ হোক। তার জন্যে আরএসএসকে সাহায্য করতে হলেও করতে হবে। ধ্বংশ হয়ে গেলে যে ফাঁকা জায়গাটা তৈরী হবে সেটা তখন যে কেউ ভরাট করতে পারবে, আরএসএসই করবে এমন কোনো কথা নেই। হেজিমনি ধ্বংশ হলে সকলের ডিসকোর্স, সকলের মতাদর্শ গুরুত্ব পাবে, শুধুই ছিপিএম-এর কথার গুরুত্ব আর থাকবে না।ছিপিএম-এর চেয়ে আরএসএসও ভালো এই মুহুর্তে। "

    ৪. "নকশালপন্থী" তিনু :-

    "সিপিএম গোটা বামপন্থী আন্দোলনের ক্ষতি করছে কারণ তারা বামপন্থী মনোভাবাপন্ন মানুষকে অলস করে দিচ্ছে। শুধুই পাঁচ বছরে একবার ভোট করবে আর সেই ভোটটুকু দিলেই বামপন্থী মানুষের দায় দায়িত্ব শেষ হয়ে যাবে। এরা ইউনিয়ন করে অথবা কিছু জনকল্যাণমূলক পলিসি প্রয়োগ করে মানুষের অসহনীয় দুর্দশা খানিকটা লাঘব করছে আর তাতে মানুষ বিপ্লব বিমুখ হয়ে পড়ছে। এই অবস্থা চলতে পারে না। এই আলস্য কাটানো দরকার নাহলে দেশে বামপন্থী আন্দোলন শক্তিশালী হবেনা। আরএসএস বিজেপি যদি শক্তিশালী হয় তাহলে তারা সোজাসুজি চূড়ান্ত নব-উদারবাদী নীতি নেবে আর তার ফলে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে যাবে। তখন আর শুধুই ভোট আর ইউনিয়ন করায় থেমে থাকবে না, রাস্তায় নামবে কাস্তে হাতুড়ি আর কালিশ্নিকভ হাতে। তাই সিপিএমের থেকে বিজেপিকে সমর্থন করা বেশি বৈপ্লবিক সিদ্ধান্ত।"
  • Febu theke | 132.162.63.155 | ২৯ এপ্রিল ২০১৬ ১০:২৩701729
  • আগামী দিনে যদি এই রাজ্যে তৃণমূল ক্ষমতাচ্যুত হয় এবং বাম কংগ্রেস জোট অথবা বামপন্থীরা একক শক্তিতে ফের সরকার গড়ে তাহলে তৃণমূল বিজেপির সঙ্গে আঁতাত করবার এক প্রবল সম্ভাবনা তৈরী হবে। পুরনো মিত্রতার এখনো কিছু অবশিষ্ট যে আছে। আরএসএস মমতাকে আধুনিক যুগের দূর্গা বলে আখ্যায়িত করেছে আমরা সকলেই জানি, প্রতিদানে মমতাও আরএসএসকে সত্যিকারের দেশপ্রেমীর সার্টিফিকেট দিয়েছিলেন। লালকৃষ্ণ আডবানির জন্মদিনে মমতা এখনো নিয়ম করে শুভেচ্ছা পাঠান। মোদীও লোকসভা নির্বাচনের শুরুর দিকে লাড্ডু তত্ব দিয়ে পরে বুঝেছিলেন যে তৃণমূলকে তাঁর এবং তাকে তৃণমূলের প্রয়োজন হবেনা এখনই, তাই পিছিয়ে যান। ভবিষ্যতে প্রয়োজনে যে ফের লাড্ডু তত্ব আসবে না এই কথা বিজেপি অথবা তৃণমূল কেউই হলপ করে বলবে না।

    যাই হোক, মূল বক্তব্যে ফিরি। যদি ভবিষ্যতে রাজনৈতিক বাধ্য বাধকতা বশত ফের এনডিএ জমানা ফিরে আসে রাজ্যে তখন এই "সাবল্টার্নপন্থী" বা "পোস্টকলোনিয়ালপন্থী" বা "স্বাধীনপন্থী" বা "নকশালপন্থী" তৃণমূলিরা যে নতুন তত্ব উদ্ভাবন করবেন তাদের সিপিএম বিরোধী অবস্থান জাস্টিফাই করতে সেটা বলবার অপেক্ষা রাখে না। এর কারণ হলো এদের রাজনৈতিক মতাদর্শ সম্পূর্ণটুকুই সিপিএম বিরোধিতা, তার আগেও কিছু নেই, পরেও না। তো কিরকম হতে পারে সেই সব তত্ব? আসুন পর্যালোচনা করি।

    ১. "সাবল্টার্নপন্থী" তিনু :-

    "আসলে বিজেপি বা আরএসএস সমর্থক কারা? বেশিরভাগ রাজ্যে স্বয়ং সেবকদের দেখলেই বোঝা যায় যে এরা সকলেই নিম্ন মধ্যবিত্ব দলিত অথবা পিছড়েবর্গ থেকে আসে। বিশ্বায়নের কুপ্রভাবে নিম্নমধ্যবিত্ব দিশেহারা। তাদের ওপর পশ্চিমী কালচারাল হেজিমনি চাপিয়ে দেওয়া হচ্ছে। আরএসএস আসলে সেই হেজিমনির বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া। তাই আরএসএসকে যারা দূর ছাই করছে তারা এলিট "ভদ্রলোক", বিশ্বায়নের সুবিধাভোগী শ্রেণী। তৃণমূল আর আরএসএসই নিপীড়িত শ্রেণীর প্রতিনিধিত্ব করে।"

    ২. "পোস্টকলোনিয়ালপন্থী" তিনু :-

    "সিপিএম মার্ক্সবাদী ভাবধারার দল। মার্ক্সবাদ তো আসলে ইউরোপের এনলাইটেনমেন্টের ফসল। আমাদের দেশের মাটি থেকে এই মতাদর্শ গড়ে ওঠেনি, দেশের মাটিতে জন্মানো সমস্ত কিছুর ভেতর যেরম দেশজ উপাদান থাকে তা মার্ক্সবাদে নেই। সেই কারণে এরা দেশের সনাতন সংস্কৃতিকে তুচ্ছ তাচ্ছিল্য করে। জাতপাত এসব কিছুকে শুধুই সমস্যা বলে মনে করে, এর মধ্যে যে কৌম্যচিন্তা অন্তর্নিহিত আছে তাকে স্বীকৃতি দেয় না। ব্রাহ্মণ্যবাদ মানেই সেটা খারাপ এটা কে বলল? ব্রাহ্মণ্যবাদকে ভিলেন বানিয়ে দেওয়া ইউরোপীয় দৃষ্টিভঙ্গি থেকে অতিসরলীকরণ। আর যাই হোক আরএসএস যে হেতু এদেশের মাটিতেই জন্মানো একটা মতাদর্শকে প্রতিনিধিত্ব করে, তারা সব্সময়্তেই মার্ক্সবাদীদের থেকে বেশি গ্রহনযোগ্য।"

    ৩. "স্বাধীনপন্থী" তিনু :-

    "ছিপিএম একটা হেজিমনি তৈরী করে রেখেছে পশ্চিমবঙ্গে। সমস্ত ভাবনাচিন্তাকে তারা নিয়ন্ত্রণ করে বা করার চেষ্টা করে। এর চেয়ে একটা যদি "chaos" তৈরী হয় সেটাও ভালো। ছিপিএম হারুক, তাদের হেজিমনি ধ্বংশ হোক। তার জন্যে আরএসএসকে সাহায্য করতে হলেও করতে হবে। ধ্বংশ হয়ে গেলে যে ফাঁকা জায়গাটা তৈরী হবে সেটা তখন যে কেউ ভরাট করতে পারবে, আরএসএসই করবে এমন কোনো কথা নেই। হেজিমনি ধ্বংশ হলে সকলের ডিসকোর্স, সকলের মতাদর্শ গুরুত্ব পাবে, শুধুই ছিপিএম-এর কথার গুরুত্ব আর থাকবে না।ছিপিএম-এর চেয়ে আরএসএসও ভালো এই মুহুর্তে। "

    ৪. "নকশালপন্থী" তিনু :-

    "সিপিএম গোটা বামপন্থী আন্দোলনের ক্ষতি করছে কারণ তারা বামপন্থী মনোভাবাপন্ন মানুষকে অলস করে দিচ্ছে। শুধুই পাঁচ বছরে একবার ভোট করবে আর সেই ভোটটুকু দিলেই বামপন্থী মানুষের দায় দায়িত্ব শেষ হয়ে যাবে। এরা ইউনিয়ন করে অথবা কিছু জনকল্যাণমূলক পলিসি প্রয়োগ করে মানুষের অসহনীয় দুর্দশা খানিকটা লাঘব করছে আর তাতে মানুষ বিপ্লব বিমুখ হয়ে পড়ছে। এই অবস্থা চলতে পারে না। এই আলস্য কাটানো দরকার নাহলে দেশে বামপন্থী আন্দোলন শক্তিশালী হবেনা। আরএসএস বিজেপি যদি শক্তিশালী হয় তাহলে তারা সোজাসুজি চূড়ান্ত নব-উদারবাদী নীতি নেবে আর তার ফলে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে যাবে। তখন আর শুধুই ভোট আর ইউনিয়ন করায় থেমে থাকবে না, রাস্তায় নামবে কাস্তে হাতুড়ি আর কালিশ্নিকভ হাতে। তাই সিপিএমের থেকে বিজেপিকে সমর্থন করা বেশি বৈপ্লবিক সিদ্ধান্ত।"
  • T | 165.69.190.147 | ২৯ এপ্রিল ২০১৬ ১০:৩৮701731
  • চাট্টেই হেবি ধরেচে।
  • cb | 208.147.160.75 | ২৯ এপ্রিল ২০১৬ ১০:৪৯701732
  • তো এই বন্দরের রিপোর্টটা ঠিকঠাকই লাগল। রাম প্যায়ারে রাম ডিসাইড করে দিতে পারে কে কোথায় যাবে। বেসিকালি একটা কংগ্রেসী এরিয়া। এদেরকে যতই যা কিছু বোঝাও না কেন, লালে ছাপ দেওয়া এদের পক্ষে প্যাথোলজিকালি সম্ভব নয়। ভোটকেন্দ্রে হাত ঠিক সবুজে ঘুরে যাবেই। জোটের সেই অসুবিধে নেই, কারণ এখানে জোটের হাত আছে, রাকেশ সিংহ। ইনি শুনছি গুন্ডা অথবা ট্রেড ইউনিয়ন নেতা। শেষেরটা ভোটের বাজারে বেশি চলছে।

    তো এই রামদাকে আমি নিজেই ভোট দিয়েছি বিধানসভাতে। এবং অত্যন্ত জনপ্রিয় নেতা। একবার জলের সমস্যা হওয়াতে মা গিয়েছিল ওনার সাথে দেখা করতে। বৌদি আপনি নিজে এসেছেন কেন বলে সে প্রায় হাত জোড় করে ফেলে আর কি। তারপর কোল্ড ড্রিংকস খাইয়ে টাইয়ে ফেরত পাঠায়। এনিওয়ে হাতের কাছে পাওয়া যায়। তো এই রাম তৃণমূলে জয়েন করেছে কিন্তু কংগ্রেসে ফেরা সময়ের অপেক্ষা বেসড অন দিস ইলেকশন রেসাল্ট।

    আর যেটা হবে সেটা হল কমিউনাল ভোট ভাগাভাগি। আগে দেখিনি কিন্তু এবার হবেই। এমনকি লোকসভায় বাংগালী হিন্দু পাড়ায় লাইন দিয়ে কং ভোট পড়ে গেছিল বিজেপি তে। চোখের সামনে দেখা। এবার সেগুলি পুরো জোট

    http://www.anandabazar.com/elections/west-bengal/state-election-news/narada-issue-worries-bobby-hakim-1.372777#
  • pi | 74.233.173.177 | ২৯ এপ্রিল ২০১৬ ১৩:৫৪701734
  • পুরন্দর ভাটের নাম ছাড়াই পোস্টটা ঘুরছে ? গ্রুপে তো নিজেই পোস্ট করেছিল
  • pinaki | 90.254.154.105 | ২৯ এপ্রিল ২০১৬ ১৪:৪২701735
  • ওটা যারই পোস্ট হোক, এক্কেবারে ঠিকঠাকই লিখেছে। ইন ফ্যাক্ট, এই যুক্তি আমি নিজে কানে শুনেছি লোককে দিতে। বিজেপিকে ভোট দেওয়া উচিৎ, কারণ বিজেপি আসলে শ্রমিকশ্রেণীর ওপর শোষণ বাড়বে, তাতে বাম আন্দোলন বিকাশের ক্ষেত্র তৈরী হবে, ইত্যাদি। আর তিনোদের ভোট দেওয়ার যুক্তিগুলোতো আজকের বাজারেই ঘুরছে। ফেবুতে গর্গ, অর্ণব সাহা - এরাই বলে বেড়াচ্ছে। এই অর্ণব সাহা যাদবপুরে থাকতে আইসা করত, যদ্দূর মনে পড়ে। 'প্যাথলজিকাল সিপিএম বিরোধিতা' বলে যে কথাটা বলা হয়, তার একেবারে ভিত্তি নেই তাও নয়। বিশেষতঃ যারা সিপিএমের আমলে বিরোধী রাজনীতি করেছে, সিপিএমের হাতে ক্যাল খেয়েছে, তাদের পক্ষে সেটা কাটিয়ে উঠে একটা অবজেক্টিভ অবস্থান নেওয়াও খুব মুশকিল। কিন্তু এটা কয়েনের একটা দিক। উল্টোদিকে সিপিএমকে দেখুন। দুনিয়ার সমস্ত কুকর্মের জাস্টিফিকেশন রেডি। জোর করে জমি নেওয়া, সেজ সাপোর্ট করা, খুচরো ব্যাবসায় বড় পুঁজি আনা, শিক্ষা স্বাস্থ্যে ফী বৃদ্ধি, বেসরকারীকরণ, শ্রমিকের ভিআরএসের স্বপক্ষে বলা, গায়ের জোরে ইউনিয়ন দখলে রাখা, বিরোধীশূণ্য ভোট, মুসলিম এলাকায় মুসলিম প্রার্থী দেওয়া, ওপর লেভেলে কখনো কংগ্রেসকে একনম্বর শত্রু বানানো, কখনো প্রয়োজনে দুনম্বর বানিয়ে তাদেরই সাপোর্ট করা, লোকাল পঞ্চায়েত লেভেলে কখনো এমনকি বিজেপিকেও সাথে নিয়ে ক্ষমতা দখল, ওদিকে জাতিসত্ত্বার আত্মনিয়ন্ত্রণের অধিকারকে ঠিক মনে করে একদিকে তেলেঙ্গানার সাপোর্ট করা, আর অন্যদিকে গোর্খাল্যন্ডের বিরোধিতা করা, আন্দোলনে গুলি চালানো, পুলিশ হেফাজতে মৃত্যু, কটা বলবেন? ঘটনা যাই ঘটুক, সাপোর্টে যুক্তি রেডী আছে। কাজেই এসব হল ছুঁচ আর চালুনি কেস। এই দুটো পোলের মাঝামাঝি কোনো রাজনীতি খুঁজতে হবে। এবসলিউট অবজেক্টিভিটির দাবী করে খুব একটা লাভ নেই। বরং এই পোল গুলোর থেকে সচেতন ভাবে দূরত্ব রাখতে পারলে হয়তো সত্যির কাছাকাছি কোথাও একটা থাকা যাবে।
  • :-) | 190.179.142.49 | ২৯ এপ্রিল ২০১৬ ১৪:৪৯701736
  • নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে যাওয়া নিয়ে অনুব্রত মণ্ডলের উপর নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভোটের সময় তাঁর কলকাতায় আসার ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমানবাবু বলেন, তাঁর পেটটা বড় হয়ে গিয়েছে। হয়তো ‘গাইনো’ প্রবলেম শুরু হয়েছে। সেইজন্য ডাক্তার দেখাতে কলকাতায় আসছেন।
  • quark | 24.139.199.12 | ২৯ এপ্রিল ২০১৬ ১৪:৫২701737
  • ব্যাড টেস্ট
  • de | 24.139.119.174 | ২৯ এপ্রিল ২০১৬ ১৪:৫৮701738
  • পিনাকীর এই পোস্ট টা ভালো লাগলো - পিনাকীও কি নোটা সাপোর্টার?

    বিমান বোসের ভীমরাত্রি -
  • S | 108.127.180.11 | ২৯ এপ্রিল ২০১৬ ১৫:০০701739
  • এতো লোককে তাড়াতে পারলো এইটাকে কেন নয় সেতো বুঝলাম না।
  • cb | 208.147.160.75 | ২৯ এপ্রিল ২০১৬ ১৫:১১701740
  • সেনাইল পাবলিক। আচ্ছা, সেই একবার হাতের ভঙ্গিমা করে শাড়ির তলায় না উপরে কি একটা দেখিয়েছিলেন, সেটার অ্যাকচুয়াল মানে কি কেউ উদ্ধার করতে পেরেছিলেন?
  • d | 144.159.168.72 | ২৯ এপ্রিল ২০১৬ ১৫:৪২701741
  • হ্যাঁঅ্যাঁ ভঙ্গীমাটি সরু গলিতে সাইড কাটানোর জন্য স্টিয়ারিং ঘোরানো।
    কিন্তু মুখের বাক্যিটি ইতরের মত।,
  • PT | 213.110.242.7 | ২৯ এপ্রিল ২০১৬ ১৫:৫১701742
  • উনি এখনো নিজেকে SFI-এর কনিষ্ঠতম সদস্য বলে মনে করেন। তাই বোধহয় নির্বোধ বালখিল্যদের মত কথাবার্তা বলেন।
  • pinaki | 90.254.154.105 | ২৯ এপ্রিল ২০১৬ ১৬:০১701743
  • না, নোটা নিয়ে আমার কোনো অবসেশন নেই। আমার এবারের ভোট নিয়েও আগেরবারের মতই স্ট্যান্ড। আমি যেহেতু নিতান্তই ইন্ডিভিজুয়াল, পবর রাজনীতির সাথে কোনো ডায়রেক্ট কানেকশন নেই, আমার কোনো পাবলিককে প্রভাবিত করারও কোনো ক্ষমতা নেই, তাই আমি আলোচনা উঠলে তিনোদের সাধ্যমত খিস্তাবো, আবার এই সিপিএম কংগ্রেস জোট যে নেহাৎই ক্ষমতার জন্য জোট, (বা কোথাও গ্রাউন্ডে নিজের সংগঠন টেকানো), এবং নীতির ক্ষেত্রে এটা যে সিপিএমের আরও আরও ডানে ঝোঁকা, সেটাও পরিষ্কার করেই বলব। জোটকে যেকোনো মূল্যে জেতাতে হবে - এরকম কোনো স্ট্যান্ড আমার নেই। কিন্তু একটা বড় অংশের নন-পোলারাইজড মানুষ যেমন চাইছেন যে তিনোদের একটু সবক শেখানোর প্রয়োজন আছে, পাওয়ার কোনো একদিকে এভাবে বেশী ঝুঁকে থাকা ভালো না - সেই বক্তব্যটার সাথে আমি একমত। কাজেই সেই অবস্থান থেকে যদি কেউ জোটকে ভোট দেন, আমি কোনোভাবেই তাঁকে উল্টোটা কনভিন্স করতে যাবো না। আমি ব্যক্তিগতভাবে এলাকায় থাকলে হয়তো ভোট দিতে যেতাম না, বা নোটায় দিতাম, বা কোনো প্রার্থীকে ব্যক্তিগতভাবে উপযুক্ত মনে করলে তাকে দিতাম। কিন্তু যেহেতু এলাকায় নেই, কাজেই সেই প্রশ্নটা অবান্তর। ২০১১ তেও আমার গ্রস স্ট্যান্ড এরকমই ছিল। সিভিল সোসাইটির মধ্যে একটা নাড়াচাড়া হয়েছিল, বহু মানুষ গণতন্ত্রের প্রশ্নে, সেজ, জমি অধিগ্রহণ, খুচরো ব্যবসায় বিদেশী পুঁজি আর বন্দীমুক্তির প্রশ্নে একজায়গায় এসেছিলেন। কিন্তু যেইমাত্র মমতা বলল যে এগুলো তাদের ইস্তাহারে ঢোকাচ্ছে, সাথে সাথে লোকে ল্যা ল্যা করতে করতে মমতার সাথে ভিড়ে গেল। এটার আমি প্রচন্ডই বিরোধী ছিলাম। সেইসময় একটা প্রেসার গ্রুপ তৈরী করে নিজেদের আলাদা অস্তিত্ব রেখে ক্ষমতায় যেই যাক তার সাথে নেগোশিয়েট করব - এই স্ট্যান্ড নিলে আজ এই পরিণতি নাও হতে পারতো। কিন্তু ২০১১ তেও সাধারণ লোকের মধ্যে 'সিপিএমকে একটা সবক শেখানো দরকার' - এই অ্যাসপিরেশনে ভুল কিছু মনে করিনি, তাই ব্যক্তিগতভাবে ভোট না দেওয়া, বা নোটাতে দেওয়ার অবস্থানে থাকলেও সাধারণ নন-পোলারাইজড লোক সিপিএমকে শিক্ষা দেওয়ার জন্যে তিনোদের ভোট দিতে চাইলে উল্টোটা কনভিন্স করতে যাইনি। নোটা নিয়ে কল্লোলদার সাথে তফাৎ হল আমার ও নিয়ে কোনো নীতিগত অবস্থান নেই। ও দিয়ে বিশাল কিছু হবে বলেও মনে করি না। এবং কখনো আমার কেন্দ্রে মূল নীতির প্রশ্নে সমর্থন আছে এমন দলের প্রার্থী পেলে তাকেই ভোট দেব। নোটায় নয়।
  • d | 144.159.168.72 | ২৯ এপ্রিল ২০১৬ ১৬:০৪701746
  • *শিবসেনা
    শুধু থাকলে না ভোট দিলে।
  • d | 144.159.168.72 | ২৯ এপ্রিল ২০১৬ ১৬:০৪701745
  • বেসিক্যালি লেসার এভিল খোঁজা। যেমন মহারাষ্ট্রে থাকলে আপনাকে বিজেপী, শ্জিবসেনা অথবা শরদ পাওয়ারের মধ্যে বাছতে হবে। সবই এক এক রত্নবিশেষ।
  • pinaki | 90.254.154.105 | ২৯ এপ্রিল ২০১৬ ১৬:০৮701747
  • এগজ্যাক্টলি।
  • de | 69.185.236.51 | ২৯ এপ্রিল ২০১৬ ১৬:১৬701748
  • দ্যাকো - গরীবের কতা - ইঃ ইঃ ঃ)
  • ranjan roy | 24.99.183.209 | ২৯ এপ্রিল ২০১৬ ১৭:৩৩701749
  • দমু ও পিনাকীর সঙ্গে একমত।এই জায়গাটায় একমত।
    যেমন মুহম্মদ ইউনুস বাংলাদেশে বলতেন-- ডাকাইতটারে ঠেকাইতে চোরটারে ভোট দাও! এই আর কি!
    এখন চোর/ডাকাত এরা প্লেস হোল্ডার। সময়ের সঙ্গে অব্স্থান পাল্টে যায়।

    পিনাকী বলছেন--" কিন্তু একটা বড় অংশের নন-পোলারাইজড মানুষ যেমন চাইছেন যে তিনোদের একটু সবক শেখানোর প্রয়োজন আছে, পাওয়ার কোনো একদিকে এভাবে বেশী ঝুঁকে থাকা ভালো না - সেই বক্তব্যটার সাথে আমি একমত।"
    -- এগজ্যাক্টলি! আমিও মনে করছি এবার পালা বদলের পালা! আর নেওয়া যাচ্ছে না। রুটি পালটে দাও।
    না, খুব বেশি আশা করছি না। কিন্তু ৩৪ বছরের ইনার্শিয়া আমার ভয়াবহ লেগেছে। তাই তিনোদের যদি পাঁচবছরেই বদলে দেওয়া যায় এর চেয়ে ভাল আর কী হতে পারে?
    আদৌ জোটের কম্যুনিস্ট নৈতিকতা দেখছি না বা মাথা ঘামাচ্ছি না। ওর জন্যে ত্রিপুরা/কেরালার সিপিএম নেতৃত্ব যথেষ্ট।ইতি মধ্যেই মানিক সরকারের মত নেতা সিপিএমকে "ছাগলের তৃতীয় সন্তান" খেতাব দিয়েছেন।???
    কিন্তু বঙ্গে জোটের বিকল্প কই?
    আর সত্যিই তো! যদি কম্যুনিস্ট সংগঠনের এই হাল হয়ে থাকে যে মারের হাত থেকে বাঁচতে অধীরের হাত ধরতে হয় তো আমেন!
    কিন্তু আগামী লোকসভা নির্বাচনের কথা ভেবে এখন থেকেই দেখা উচিত কীভাবে মোদীকে গদিচ্যুত করা যায়! ঘোর বিপদ!
    তাই বাংলা থেকে এমপির সীট যেন তিনোর জায়গায় বাম-কং পায় তবু রক্ষে!
    যেভাবে আম্রিগায় ছোট বুশের থেকে ওবামা মন্দের ভালো মনে হয়েছিল আর কি!

    একটি বিনীত কোশ্নঃ
    কাল কেশপুরের চারজন সিপিএম কর্মী হত্যার দায়ে অভিযুক্ত ১৭ জন তিনো আদালতের রায়ে বেকসুর খালাস পেয়েছে।
    এর মানে কী বুঝব? নিহত সিপিএম কর্মীদের জন্যে তিনো দায়ী নয়? বা ওই ১৭জন দায়ী নয়? বা ওই ঘটনা আদৌ ঘটেনি?
  • শেঠ ঢুন্ডুরাম | 117.167.108.171 | ২৯ এপ্রিল ২০১৬ ১৮:০০701750
  • তিলজলা আর আলিপুরের দুটো ক্লাব থেকে বোমা উদ্ধার।
  • ঊমেশ | 118.171.128.168 | ২৯ এপ্রিল ২০১৬ ১৮:০১701751
  • আমার কিন্তু কেন জানি মনে হচ্ছে, যদি এবারের রুটি'র সাইড বদলে যায়, তাহলে সেটা আবার ৩৪ বছরের জন্যে স্থিত হয়ে যেতে পারে।
    দিদি'র দল টিকে আছে শুধু ক্ষমতা তে আছে বলে। ক্ষমতায় না থাকলে , মদন এর মতো কিছু ভাই ছাড়া আর কেউ পাশে থাকবে বলে মনে হয় না।
    তাই মমতা'র আবার ফিরে আসা মুস্কিল হবে। ২০১১ তে মমতা এসেছিল শুধু নিজের জোরে নয়, আরো অনেক অনেক গুলো পারিপার্শ্বিক কারনে।
    সেরকম অনেক গুলো ভুল কি বামেরা আবার করবে? করলেও কি একসাথে করবে? ক্ষমতা হারিয়ে এটুকু জ্ঞান তো ওদের হয়েছেই।
  • শেঠ ঢুন্ডুরাম | 117.167.108.171 | ২৯ এপ্রিল ২০১৬ ১৮:০২701752
  • আলিপুর রোড, ভবানীপুর এসি।
  • cb | 208.147.160.75 | ২৯ এপ্রিল ২০১৬ ১৮:০৬701753
  • কিন্তু পব তো বেশ "উল্লুসে" জায়্গা হয়ে উঠেছে খবর পেলাম গুরুতে :)

    রাস্তাঘাট আলো তো সর্বত্র বিরাজমান
  • quark | 24.139.199.12 | ২৯ এপ্রিল ২০১৬ ১৮:১৫701754
  • বোমাও
  • Arpan | 116.206.146.133 | ২৯ এপ্রিল ২০১৬ ১৮:৪৫701756
  • বিমান বোসকে এবার খুব বেশি প্রচারে অংশ নিতে দেওয়া হয়নি সচেতনভাবেই। এটা কি সত্যি? কাগজে ঐরকম লিখেছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন