এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 116.78.50.153 | ২৮ এপ্রিল ২০১৬ ১২:৫৪701657
  • পিনাকি বা কসুর এই লাইনটা আমার ঠিক ক্লিয়ার নয় কো। ২০০৯ সালে কসু তো কং সমর্থিত তিনো পার্থী ছিলেন??? তখন কেনো এসব মনে হয় নি??? তখন শুতে ভালই লেগেছিলো তো!!!

    এখন হঠাৎ এতো জেঠামশায় গিরি কেনো??? " আমার বঁধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া"--- এটাই কি অসহ্য লাগর কারন ? ঃ)
  • pinaki | 90.254.154.105 | ২৮ এপ্রিল ২০১৬ ১৪:১২701658
  • এর মধ্যে আবার পিনাকী কোদ্দিয়ে এল? পিনাকী ২০১১র পরিবর্তনের সময়েও একবারও দাবী করে নি এতে করে দারুণ কিছু পরিবর্তন হল বা হবে। বরাবর বলেছে সিভিল সোসাইটিকে কোনো দলের পক্ষ না নিয়ে স্বতন্ত্র প্রেসার গ্রুপের মত বিহেভ করতে হবে। পিনাকী কি এইবারে বলেছে একবারও জোটকে হারান, তিনোকে জেতান? শুধু বলেছে সারদা/নারদাকে ছিছিক্ক্কার করে (যথাযথভাবে) শেষে 2G ওয়ালাদের পায়ে গিয়ে পড়তে হল? একা লড়া যেত না? এখন সিপিএমের ভক্তকুল বিনা ক্ষমতায় পাঁচ বছর থেকেই এত ছেনছিটিভ হয়ে পড়লে, কবীর সুমন আর পিনাকীর বক্তব্যে তফাৎ করতে না পারলে পিনাকী আর কি করবে বলুন? :-) এতকাল ধরে শুনে এলাম 'যে আসে আসুক, সিপিএম যাক' - এ নাকি ভয়ংকর পলিটিকালি ইনকারেক্ট লাইন। এখন দেখা যাচ্ছে 'যে আসে আসুক, তিনোমূল যাক' - এ হল ভয়ানক পলিটিকালি কারেক্ট। সেইজন্য এখনও অব্দি একবারের জন্যও জোটের 'কমন মিনিমাম প্রোগ্রাম'টা জানা গেল না। কিন্তু সেসব দেখেও খোরকটুকুও নেওয়া যাবে না। আপনারা এত ছেনছিটিভ হয়ে আছেন যে তাতেও তিনোমূলের ভূত দেখছেন। কি আর বলি! :-) দাবীটা হল - এমন যুদ্ধের সময় কেবল সিপিএমের পক্ষেই গলা ফাটাতে হবে, এনিথিং লেস দ্যান দ্যাট হল প্রতিক্রিয়ার হাত শক্ত করা। আগেরবার লোকসভা ইলেকশনের সময় তো একজন এমনই ক্ষেপে গেলেন যে এখানকার ফ্রাস্ট্রেশন নিজের ফেবু ওয়ালে ওগরাতে লাগলেন। :-) আপনাদের যত দেখি মুগ্ধতার ঘোর আর কাটে না। যখন মিডিয়া সিপিএমের বিরুদ্ধে দল পাকিয়ে নামে, তখন আপনারা তার পিছনে সিআইএ, বড় বিজনেস হাউস, গোপন ডীল - সব খুঁজে ফেলেন। সেটার লেভেল এখানকার ব্যক্তি অব্দি গিয়ে নামে। অথচ এখন যে আবাপ যে আদাজলখেয়ে সিপিএমকে জেতাতে নেমেছে, সেই দেখে আপনাদের রিঅ্যাকশন দেখুন? ঠিক যেন নিষ্পাপ দেবশিশু। কিছুই দ্যাখেন নি। সে যেন বড়ই স্বাভাবিক। :-) আর এরপরেও দাবী হল - নাঃ, হাসা যাবে না। চিমটিও কাটা যাবে না। সে বড় প্রতিক্রিয়াশীল কাজ। :-)
  • :) | 233.179.218.177 | ২৮ এপ্রিল ২০১৬ ১৪:২০701659
  • অ্যাকেবারে ষাঁড়ের চোখে।

    এতকাল ধরে শুনে এলাম 'যে আসে আসুক, সিপিএম যাক' - এ নাকি ভয়ংকর পলিটিকালি ইনকারেক্ট লাইন। এখন দেখা যাচ্ছে 'যে আসে আসুক, তিনোমূল যাক' - এ হল ভয়ানক পলিটিকালি কারেক্ট। 
  • PT | 213.110.242.24 | ২৮ এপ্রিল ২০১৬ ১৪:২৬701660
  • "যে আসে আসুক তিনোমূল যাক" যদি লাইন হত তাহলে তো বিজেপিকেও সঙ্গে নেওয়ার কথা ছিল!!
    এবার বোধহয় "যে আসে আসুক" হচ্ছে নাঃ "ধর্ম-নিরপেক্ষ ও গণতান্ত্রিক" জোটের কথা হচ্ছে। এমনকি এই জোটে লিবারেশন আর সুসিরাও নেই।

    বিপ্লবের কালে পরিবর্তনবাদীরা মিডিয়ার চরিত্র নিয়ে বিশেষ সন্দেহ প্রকাশ করেননি। এমনকি নেত্রীকে ইন্টার্ভ্যু করার নামে যখন সুমন পেন্সিল চিবোত আর আমাদের মনোলগ শুনতে হত তখনও পরিবর্তনবাদীরা সেই হলদে-সবুজ সাংবাদিকতা নিয়ে বিশেষ চিন্তা প্রকাশ করেনি। কিন্তু জোটের সমর্থক দাগীরা কিছুদিন আগেই এই টইতেই আবাপ-র চরিত্র নিয়ে বিস্তর সন্দেহ প্রকাশ করেছে।

    না পড়ে লিখলে যে পিছিয়ে পরতে হয়!!
  • বলেছিলাম কিনা | 233.179.218.177 | ২৮ এপ্রিল ২০১৬ ১৪:২৮701661
  • ষাঁড়ের চোখ?
  • T | 165.69.191.254 | ২৮ এপ্রিল ২০১৬ ১৪:৩২701662
  • পিনাকীদার জন্য...
    ১) না, একা লড়া যেত না। এটা আদর্শগত লড়াই হচ্ছে না। কিছুতেই না। এটা ক্ষমতা দখলের লড়াই হচ্ছে। ক্ষমতা দখল প্রাথমিক কর্তব্য।আলুথালু বেশে ঘঙঘঙে কেশে ফতুয়া ফাঁসিয়ে নীতিচর্চা কোনো কাজে লাগে না। রুরাল বেঙ্গল যে স্টেটে আছে সেখানে প্রথম কাজ হচ্ছে ক্ষমতা দখল করে এদের আপগ্রেডেশন। যেকোনো ভাবে। তারপর কমিউনিজম কি সোশালিজম কি ক্যাপিটালিজম কি বালিজম পরে দেখা যাবে:) কাদের জন্য রুরাল বেঙ্গলের এই দশা, অফকোর্স সিপিয়েম। অনেক হয়েছে, ক্ষমতায় এসে এবার কাজের কাজগুলো করুক।
    ২) 'যে আসে আসুক সিপিএম যাক' যাদের নীতি ছিল তাদের উলটো দিকের লোকেদের গা জ্বলেছে। তাই বলেছে। বেশ করেছে। মিডিয়া উল্টোদিকে খেললে তারপিছনে সিয়াইএর হাত খোঁজা মনুষ্য জাতির ধর্ম। তার অনেক পরে বাঙালী। তারো অনেক পরে সিপিয়েম। ও নিয়ে বলে লাভ নেই। অ্যাতো খ্রাপ দল, সমর্থক ইত্যাদি, এইটুকু ঢ্যামনামি করবে না! কি আশ্চর্য! :)
    ৩) কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে অ্যাতো ব্যাথা ক্যানো। দুটো দলের ইশ্তেহার দেখে নিয়ে এ ইন্টারশেকসন বি করে নিন না।
    ৪) স্থান কাল বিশেষে নিষ্পাপ দেবশিশু হওয়া রাজনীতির পবিত্র কর্তব্য। খেলাটা যে প্লেগ্রাউন্ডে হচ্ছে সেই মাঠের রুল অনুযায়ীই তো খেলতে হবে। রুল যারা পাল্টাতে পারত তারা ঘঙঘঙে কেশে ফতুয়া ফাঁসিয়ে আলুথালু বেশ মুছে গেছে শেষে। পড়ে রয়েছে টিনের চাল আর থেকে থেকে অশ্রুসিক্ত বিবেকের ডাক। যাত্রার সময় এইখানে খ্যাং খ্যাং খ্যাং করে বাজনা বাজত, এখানে বাজছে কবীর সুমন। :)
  • pinaki | 90.254.154.105 | ২৮ এপ্রিল ২০১৬ ১৪:৩৪701663
  • হুম্ম। আবাপ, গোয়েঙ্কা, টাটা, সিআইএ, কংগ্রেস আর সিপিএম এর কোটি কোটি টাকার গোপন ডীল হয়েছে - এরকম কেউ বলেছে বলে তো দেখিনি এখনো। যারা অন্যের বেলায় এরকম কন্স্পিরেসি খোঁজে, এবেলায় তারা কী বলছে? ;-) আর সেরকম যদি মনে হয় যে কোনো কলিউশন এর ব্যাপার আছে, থাকে তাহলে তার পরেও সেই জোটকে নিয়ে এত উলুৎপুলুৎ করার মানে কী?
  • cb | 208.147.160.75 | ২৮ এপ্রিল ২০১৬ ১৪:৩৯701664
  • তবে এইজন্য আমি কিছুই বলছি না, ঠিক দেখা যাবে ১৯ তারিখ মার গাঁড়িয়ে পড়বে

    http://epaper.ebela.in/details/163-184315156.html
  • pinaki | 90.254.154.105 | ২৮ এপ্রিল ২০১৬ ১৪:৪৩701665
  • T, এই পলিটিক্সটা না বললেও বোঝা যাচ্ছে। ক্ষমতায় ফিরতে হবে। ক্ষমতায় ফিরে যা যা করবে আশা করা হচ্ছে সেই আশার বাস্তব ভিত্তিটা কি সেটা বোঝার চেষ্টা করছি। সে ব্যাপারে আমার কনফিডেন্স নেই। তবু একটু হাড্ডাহাড্ডি হলে, ভুলভাল যেকোনো বিরোধীই হোক না কেন, তারা তুল্যমূল্য ক্ষমতশালী হলে একটা পাওয়ার ব্যালান্স আসবে, আমি মিনিমাম এইটুকু আশা করছি। কিন্তু সেজন্য রাহুল গান্ধীকে প্রকাশ্যে এন্ডোর্স করে লেজিটিমেসি দেওয়াটা আমার কাছে টু মাচ স্যাক্রিফাইস বলে মনে হয়েছে।
  • pinaki | 90.254.154.105 | ২৮ এপ্রিল ২০১৬ ১৪:৪৯701667
  • মানে একটা আন্দোলন হত, সেখানে এসে সমর্থন জানিয়ে গেল - সে এক জিনিস। এখানে নির্বাচন হচ্ছে, যা কিনা আইডিয়ালি হওয়া উচিৎ নীতির ভিত্তিতে, কে কিভাবে আগামী পাঁচ বছর রাজ্য চালাবে - তার দিকনির্দেশের ভিত্তিতে। সেখানে রাহুল গান্ধীকে জাস্ট নেওয়া গেল না। এ তুই বিবেক বল আর যাই বল।
  • T | 165.69.191.254 | ২৮ এপ্রিল ২০১৬ ১৪:৫১701668
  • দ্যাখো দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালীন জনতা একটা স্রেন্ট্রালাইজড মেকানিজমে বিশ্বাস করতে শুরু করেছিল। ট্রিকল ডাউন থিয়োরী। যার এফেক্ট হয়তো আসবে দশবছর বাদে। যেকারণে সিঙ্গুরে ন্যানো এবং অটোহাব আনতে পারলে ধীরে ধীরে তামিলনাড়ুর মতো একটা অটো ইন্ডাস্ট্রী গড়ে উঠবে, সেই ইন্ডাস্ট্রীর সাইডএফেক্ট হিসেবে আরো কিছু কলকারখানা, তার সাইডএফেক্ট হিসেবে আরো কিছু কলকার...ইত্যাদি। ক্ষমতায় এলে প্রাণে ভয় থাকবে যে চৌত্রিশ বছরের গণেশ যখন উল্টেছে তখন পাঁচবছরের গণেশও ওল্টাতে পারে। দ্রুত কিছু কাজ করতে চাইবে যার এফেক্ট ঐ পাঁচবছরের মধ্যেই ফুটে বেরোয়। এরসাথে থাকবে দীর্ঘকালীন ডেভেলপমেন্টের চাপ। মাথা ঘামাতে হবে অনেক বেশী। মাথার ঘাম পায়ে ফেলতে হবে ফের ক্ষমতা আসার জন্য। এইটা বড়ো প্রাপ্তি হবে। এই স্ট্রাগল যে রাজনৈতিক কর্মসূচীর যে অঙ্গ যেইটাই পার্টিটা ভুলে গেছিল। অন্য দল এই স্ট্রাগলের ধারকাছ দিয়েও যেতে চায় না, মুলোরাণী যেমন সব উড়িয়ে সাইকেল বিলোচ্ছিলেন। এই অভ্যাস ফেরানোর জন্যই ক্ষমতায় আসা জরুরি। জোটটাও জরুরি।
  • T | 165.69.191.254 | ২৮ এপ্রিল ২০১৬ ১৪:৫৯701669
  • গ্রামবাংলা কি আইডিয়াল স্টেটে আছে বলে তোমার মনে হয়! বীরভুমে রেশমচাষীদের ভোট আনুগত্য অনুযায়ী বীজ (নাকি গুটি, ঠিক খেয়াল পড়ছে না) বিলি হয়েছে এই সেদিনও। কেন্দুপাতার দাম নিয়ে ঢ্যামনামো চলছে বহুদিন। চা বাগান, জুট মিল এইসব হাজারো সমস্যা আছে। এইবার তুমি ভাবলে, ওকে, আমি একটা অটো ইন্ডাস্ট্রী করব (আরে আইডিয়াল জমি অধিগ্রহণ ধরে নাও তর্কের খাতিরে), তার বাইপ্রোডাক্ট আরো কিছু ইন্ডাস্ট্রী হবে, ইকোনমিক পরিস্থিতির উন্নতি হবে অমুক তমুক এবং দশবছরের মাথায় এইসবের ফলশ্রুতি হিসেবে চা শিল্পের উন্নতি হবে। এই লাইন নিয়েছিল কারণ দীর্ঘদিন ক্ষমতায় থাকার দরুণ তৈরী হয়েছিল সেন্ট্রালাইজড ডেভেলপমেন্টের অ্যাজেন্ডা। হয় এরকম। এস্টাবলিশড লাইন, কিন্তু এখন আর চলবে না। এইবার ক্ষমতায় আসতে পারলে মাথার ঘাম পায়ে ফেলে ডায়নামিক্সটা ধরতে হবে, আর পার্টির ফ্রন্ট এন্ড যেহেতু এখনো লুম্পেন নয়, তাই দীর্ঘমেয়াদি উন্নয়নের চাপও থাকবে। এই বিবিধ অ্যাজেন্ডাকে কড়াইতে ফেলে ঠিকটা বার করার জন্য কসরত করতে হবে অনেক বেশী। এইটাই চাই। বিধায়ক হয়েছি মানে গাঁড়ফাটানো প্রেশার থাকা উচিত। ৩৬৯২% সম্পত্তি বাড়ানোর মতো (বেচারাম মান্না, সিঙ্গুর) সিচুয়েশন ক্যানো থাকবে।
  • PM | 116.76.128.26 | ২৮ এপ্রিল ২০১৬ ১৫:২৫701672
  • পিনাকী , ভুল বল্লেন --- আমি আবাপর মাফিয়াগিরি সমর্থন করি না---- গত একমাসেই অন্তত ৫ বার এর বিরুদ্ধে লিখেছি এই পাতায়। এ ব্যাপারে আমার কোনো হ্যালু নেই।

    কিন্তু ২০১১ তে সুমন যখন হাওয়াই চোটি মাথায় নিয়ে রিপোর্টিং করতো তখন আপনারা কোনো আপত্তি করেননি।

    বিপ্লবীরা তিনো- কং এর জোটের বিরুদ্ধে একটা শব্দ-ও খরচ Kঅরেন নি ২০০৯/১১ তে। সুসি থেকে ML হয়ে কিষেণজি , সব্বারই খুব স্বাভাবিক মনে হয়েছিলো সেদিন। তিনো ছিলো সাব-অল্টার্ন পাট্টি। আর কং এর সাত খুন মাপ। "আমি গুন্ডা কন্ট্রোল করি" এহেন শব্দ বন্ধের প্রতিও কি অপরিসীম ভালো লাগা তখন।

    তখন (২০০৯-১১) বিপ্লবীরা ছিলেন "ঠিক যেন নিষ্পাপ দেবশিশু। কিছুই দ্যাখেন নি। সে যেন বড়ই স্বাভাবিক। ঃ-) আর এরপরেও দাবী হল - নাঃ, হাসা যাবে না। চিমটিও কাটা যাবে না। সে বড় প্রতিক্রিয়াশীল কাজ। ঃ-) "
  • pinaki | 90.254.154.105 | ২৮ এপ্রিল ২০১৬ ১৫:৩২701673
  • আপনি আবাপর মাফিয়াগিরি সমর্থন করেন না কথাটার মানে কি এই যে আবাপর সিপিএমকে জেতানোর জন্য আদাজল খেয়ে লাগার পিছনে আপনি কন্স্পিরেসি আছে বলে মনে করেন? আপনি কি মনে করেন যে আবাপ, গোয়েঙ্কা, সিআইএ, টাটা, কংগ্রেস, সিপিএম - এদের মধ্যে কোটি কোটি টাকার গোপন ডীল হয়েছে? সেটা আগে পরিষ্কার করুন। আপেল আর কমলালেবুর তুলনা হচ্ছে নইলে। ঃ-)
  • pinaki | 90.254.154.105 | ২৮ এপ্রিল ২০১৬ ১৫:৩৪701674
  • গোয়েংকা তিনোদের ভোট না দেওয়ার আবেদন করেছেন - দেখেছেন নিশ্চয়ই। আপনারা হলে এতক্ষণ পাতার পর পাতা কন্স্পিরেসি থিওরি নেমে যেত। ঃ-)
  • de | 24.139.119.172 | ২৮ এপ্রিল ২০১৬ ১৫:৩৬701675
  • প্যাথলজিক্যাল অ্যান্টি বাম ব্যাগেজ বড্ড ভারী - এতো দম বন্ধ করে দেয় যে সত্যিটাকে ও স্বীকার করতে পারা যায় না ব্যাগেজ-ল্যাগের কারণে - ঃ)

    ঘুরিয়ে ঘুরিয়ে নানা প্যাঁচ খেলেই চলতে হয় -
  • pinaki | 90.254.154.105 | ২৮ এপ্রিল ২০১৬ ১৫:৫০701676
  • হুম্ম। আপিসিয়াল বামেরা ভাবে তাদের বিরোধিতা মানেই বাম বিরোধিতা। তাদের সমস্ত কুকীর্তি ভুলে উদ্বাহু হয়ে সমর্থন করতে হবে। এটা না হলেই ত্যানা প্যাঁচানো মনে হয়। ঃ-)
  • quark | 24.139.199.12 | ২৮ এপ্রিল ২০১৬ ১৫:৫৭701679
  • তার চেয়ে বরং সব্বাইকেই গালি দেওয়াটাই সহজ!
  • lcm | 83.162.22.190 | ২৮ এপ্রিল ২০১৬ ১৬:১০701680
  • আহা, এত আশ্চর্য হন ক্যান।
    সিপিএম ঠিক ততটাই কম্যুনিস্ট, কংগ্রেস যতটা গান্ধীবাদী, বা তৃণমূল যতটা সততার প্রতীক, বা বিজেপি যতটা দেশপ্রমী, বা মাওবাদীরা যতটা বিপ্লবী।
    খাচ্ছেন খিচুরি, সেখানে চাল-ডাল আলাদা করে বাছতে বসেছেন।
  • ranjan roy | 24.99.173.196 | ২৮ এপ্রিল ২০১৬ ১৬:১৮701681
  • T এর 2.51. 2.59 PM পোস্টের সঙ্গে অনেকটা একমত।
    তাই চাইছি জোট জিতুক।
    আমি রুটি পাল্টানোর তত্ত্বে বিশ্বাসী।
    আগের রুটি পাল্টাতে ৩৪ বছর লাগল। তাই নন্দীগ্রাম/নেতাইয়ের মত ঘটনা ঘটল কমিউনিস্ট লেবেল লাগানো দলের হাতে।
    এবারের রুটি পাঁচবছরেই পুড়তে শুরু করেছে। তাই যদি পাঁচবছরেই পাল্টানো যায় তো সোনায় সোহাগা। আর যদি তা নাও ঘটে, যদি মার্জিন/সীট সংখ্যা কমে যায় তবু মন্দের ভালো। একতরফা দাদাগিরি শেষ হবে।
    জোট নিয়ে চিন্তার কিছু নেই। আজকে কং ও সিপিএম এর মূল সোশিও ইকনমিক এজেন্ডায় খুব বেশি তফাৎ নেই। তাই কংগ্রেস আজ গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি! বাবরি মসজিদের তালাটা রাজীব গান্ধী খুললেও বা মহারাষ্ট্র বিধানসভায় বিজেপির কথিত দেশপ্রেমী এজেন্ডায় গলা না মেলানোয় মুসলিম এম এল এ কে বহিষ্কার করাকে সমর্থন করলেও।
    কিছু সাম্রাজ্যবাদ/ মুৎসুদ্দি পুঁজি/ সামন্তবাদ বিরোধী হুংকার শোনা যাবে। তা রেটোরিক্যাল।
    কাজকম্ম একইরকম হবে। তাই হোক।
    যদি সরকারের স্বেচ্ছাচারিতা দেখলে সহজে বারবার রুটি পাল্টানো যায় সেটা গণতন্ত্রের পক্ষে হিতকারী।
    এইবার বঙ্গ থেকেই শুরু হোক।
    ফের " What bengal thinks today, India will think tomorrow" হোক!
  • ranjan roy | 24.99.173.196 | ২৮ এপ্রিল ২০১৬ ১৬:২১701682
  • আর একটা বড় এজেন্ডা আছে। আগামী পার্লামেন্টারি ইলেক্শনে মোদী ভাগানোর এজেন্ডা। তার জন্যে এখন থেকেই ব্যুহরচনা জরুরি।
    সেই জন্যে অধীর সুর্য বা বুদ্ধরাহুলের জোট হাস্যকর মনে হলেও তাই সই! বিকল্প নেই যে!!
  • de | 24.139.119.173 | ২৮ এপ্রিল ২০১৬ ১৬:২৩701684
  • ঠিকাচে - আপনার নাম বাম বিরোধী খাতা থেকে কাটা গ্যালো - ঃ)

    চিনতে ভুল কি আর হয়না? ২০০৯-২০১১ আপনাদের ভুল হয়েছিলো - এটা স্বীকার করতে এতো ইগো কেন?

    বামেরাও নন্দীগ্রাম-সিঙ্গুরের ভুল স্বীকার করেছে তো - প্রকাশ্যে - এপাতার তক্কোই তো সব নয়-

    আর রাউলের নামে এতো গাল পাড়েন ক্যান পিনাকী - বর্তমান পরিস্থিতিতে রাউল লরেনের চেয়ে লেসার ইভিল সেটা তো মানেন -

    আপাততঃ ধর্মান্ধতার চাইতে বড়ো বিপদ আর নাই - এই পুরো উপমহাদেশের জন্যই সেটা সত্যি -
  • PT | 213.110.242.20 | ২৮ এপ্রিল ২০১৬ ১৬:২৩701683
  • এইসব উচ্চমার্গের আলোচনার চাইতেও একটা কঠোর বাস্তব আছে। এবারে জোট না হলে ভোটের শতাংশ যাই হোক তিনোরা সম্ভব্তঃ ২৩৫ ছাড়িয়ে যেত। তার পরে রবীন্দ্রসঙ্গীতের বদলে শুধু ঢাকের চড়াম চড়াম শব্দই শোনা যেত। ক্ষমতায় যাক বা না যাক, জোট হওয়াটা পিটুনি খেয়ে পাপোষ হয়ে যাওয়া থেকে রক্ষা করবে বাম আর কং-এর সাধারণ কর্মী-সমর্থকদের।

    আসলে শ্রেণীচরিত্র গুলে খাওয়া অতিবামেরা ২০১১-তে তিনোদের খামাখা তাত্বিকতার মিষ্টি দিয়ে মুড়ে দিয়ে বাঙালীর অব্যেশ নষ্ট করে দিয়েছিল। এখন তারা হাওয়া কিন্তু সেই তাত্বিকতার বদহজমের ঢেকুর উঠছে অনেকের।
  • pinaki | 90.254.154.105 | ২৮ এপ্রিল ২০১৬ ১৬:২৬701685
  • আহা গালি কোথায় দিলাম? দিয়েছি তো একটাই বিশুদ্ধ টিটকিরি। রাহুল বাবা, বুদ্ধ আর অভীক সরকার নিয়ে। তাতেই মৌমাছির চাকে ঢিল। ঃ-)

    রঞ্জনদা আগের বারের মত এবারেও বেশী আশা করছেন বলে মনে হচ্ছে। ;-) আমার এক্সপেক্টেশন শুধু ঐ 'একতরফা' ব্যাপারটা কমা নিয়ে। যেই আসুক, একটু অন্ততঃ সমঝে চলুক।
  • quark | 24.139.199.12 | ২৮ এপ্রিল ২০১৬ ১৬:২৮701686
  • ও, চিমটির পাল্টা দিলেই বুঝি মৌমাছি ঠাহর হয়?
  • pinaki | 90.254.154.105 | ২৮ এপ্রিল ২০১৬ ১৬:৩০701687
  • যতদিন রাহুল বাবাদের নিয়ন্ত্রনের চাবি আপনার হাতে না থাকছে, ততদিন লেসার ইভিল কিনা বলা খুবই মুশকিল।
  • PM | 116.76.128.26 | ২৮ এপ্রিল ২০১৬ ১৬:৩৩701688
  • আমি মনে করি যে ভাবে আদা জল খেয়ে তিনোর পেছনে লেগেছে এই এবিপি গ্রুপ সেটা সংবাদ পত্রের কাজ হতে পরে না। পেছনে কোনো স্বার্থ আঅছে নিশ্চয়। আমি একটা লিন্ক-ও শেয়ার করেছিলাম কদিন আগে বাই পাসের জমি সংক্রান্ত বিরোধ / স্বার্থ সংঘাত নিয়ে।

    একটা সংবাদ পর্ত গ্রুপের ওপোর বাংলার রাজনীতি উল্টে দেবর ক্ষমতা থাকা খুব-ঈ ভয়াবহ---- ২০১১ সালেও ভয়বহ ছিলো আজ-ও আছে। তাই মাফিয়া শব্দ ব্যবহার করেছি।

    তিনোরা ঝামেলায় না পড়লে আপনি এপাতায় আসেন না বলে খবর পাননি ঃ)
  • pinaki | 90.254.154.105 | ২৮ এপ্রিল ২০১৬ ১৬:৩৫701690
  • ২০০৯-২০১১ কি ভুল হয়েছিল বুঝলাম না যদিও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন