এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 116.206.146.133 | ২৯ এপ্রিল ২০১৬ ১৮:৪৭701757
  • আর কমরেড পিনাকীকে একটা প্রশ্ন করার ছিল। সেটা বাড়ি গিয়ে লিখতে হবে। মোবাইলে বড় টেক্সট লেখা চাপের।
  • dc | 132.164.223.7 | ২৯ এপ্রিল ২০১৬ ১৯:০৯701758
  • ঊমেশ এর পোস্ট পড়ে মনে হলো এবার যদি রুটি পাল্টে যায় তাহলে আবার সেই ৩৪ বছরের পাথর ফিরে আসার চান্স কম। প্রথমত বাম-কং জোট ইনহেরেন্টলি আনস্টেবল, হাফ লাইফ পাঁচ বছরও না। কাজেই ২০১৯ এর ইলেকশানে আবার নতুন লড়াই হবে। দ্বিতীয়ত সিপিএম ৩৪ বছরে যে ইকোসিস্টেমটা বানিয়েছিল, অর্থাত সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র-বন্ধ-মিছিল-ট্রেড ইউনিয়নিসম-বুজি এই সব মিলে, সেই ইকোসিস্টেমটা প্রায় পুরোটা উবে গেছে। আবার ওরকম ইকোসিস্টেম বানানোও খুব মুশকিল হবে। আর মমতা একটা ভালো কাজ করেছেন, বুজি স্পেস একেবারে ঘেঁটে ঘন্ট বানিয়ে দিয়েছেন। আগে সেই নির্বাচন এলেই আজকালে বুজিদের লম্বা লিস্ট বেরোত এই আবেদন দিয়ে, এবার বামফ্রন্টকেই ভোট দিতে হবে নাহলে পৃথিবী রসাতলে যাবে, সেসব ট্যাকটিক্স গুলো আর কোনদিন কাজে আসবেনা।

    আরেকটা খেয়াল করে দেখুন, আমাদের ছোটবেলায় সিপিএম পরপর ইলেকশানে জিতত বাহাত্তরের সন্ত্রাস, কেন্দ্রের বঞ্চনা ইত্যাদি জুজু দেখিয়ে। এবার বামেরা কংএর সাথে জোট বাঁধার ফলে ওই বাহাত্তরের সন্ত্রাস ইত্যাদি ইস্যুগুলো আর কখনো তুলতে পারবেনা। কাজেই আবার ৩৪ বছরের পাথর চেপে বসার সম্ভাবনা কম।
  • ঊমেশ | 118.171.128.168 | ২৯ এপ্রিল ২০১৬ ২০:০৫701759
  • কংগ্রেস এর দরকার হবে না। তৃণ্মুলীরাই দলত্যাগ করে জায়গা ভরাট করে দেবে। রজ্জাক সাহেব স্যরি ভুল হয়ে গেছে বলে ফেরত এলেও অবাক হবো না।

    দিদি'র হাজার ভুলভাল কাজের মধ্যে দুটো কাজ আমার খুব পছন্দের হয়েছে।
    একটা কন্যাশ্রী, খুব ভালো একটা প্রকল্প।

    আর দ্বিতীয়্টা, বাংলা'র আপামর বুদ্ধিজীবি আর সেলিব্রিটি গোষ্টী কে পুরোপুরি ন্যাংটো করে দেবার জন্যে। অপর্ণা থেকে মিঠুন থেকে সৌরভ, সবার প্যান্ট খুলে দিয়েছে।
    কিছু পয়সা, ক্ষমতা পাওয়ার জন্যে এরা যে বাঁদর নাচতে পারে, সেটা দিদি খুল্লাম খুলা করে দেখিয়ে দিয়েছে।
  • dc | 132.164.223.7 | ২৯ এপ্রিল ২০১৬ ২০:১৬701760
  • দুটোতেই একমত ঃ)
  • Ekak | 53.224.129.57 | ২৯ এপ্রিল ২০১৬ ২০:২৭701761
  • "আর দ্বিতীয়্টা, বাংলা'র আপামর বুদ্ধিজীবি আর সেলিব্রিটি গোষ্টী কে পুরোপুরি ন্যাংটো করে দেবার জন্যে। অপর্ণা থেকে মিঠুন থেকে সৌরভ, সবার প্যান্ট খুলে দিয়েছে।কিছু পয়সা, ক্ষমতা পাওয়ার জন্যে এরা যে বাঁদর নাচতে পারে, সেটা দিদি খুল্লাম খুলা করে দেখিয়ে দিয়েছে।"

    একদম :) শুধু এইজন্যেই মমতার কাছে বাঙালির চিরকৃতজ্ঞ থাকা উচিত।বাঙালির সযত্নলালিত "প্রাতঃস্মরনীয় " কালচারের একেবারে নলেন গুড় মাখিয়ে গুলু গুলু টিল ডেথ করে দিয়েছেন ।
  • ranjan roy | 24.99.153.133 | ২৯ এপ্রিল ২০১৬ ২০:৩৭701762
  • উমেশকে ক।
  • PM | 233.223.159.42 | ২৯ এপ্রিল ২০১৬ ২০:৫৫701763
  • এই সর্বসম্মতি র জন্য PT বাবুর ৭ বছরের প্রানান্ত প্রচেষ্টা এত সহজে সফল হতে দেখে ঘাবড়ে যাচ্ছি ঃ)। উনি নির্ঘাত গঙ্গাজলে চান করে নেবেন আজকে ঃ)

    ( রেফারেন্স ঃ তৃনমুল্পন্থী পরিবর্ত্তনকামী বুদ্ধিজীবী নামক ৮ খান্ডের টই ") ঃ) ঃ)
  • aranya | 154.160.226.91 | ২৯ এপ্রিল ২০১৬ ২০:৫৭701764
  • পিটি-র কথাই যে সেশ কথা, এ আমি সেই কবে থেকে জানি :-)
  • PM | 233.223.159.42 | ২৯ এপ্রিল ২০১৬ ২০:৫৮701765
  • ঃ) ঃ)
  • Arpan | 116.206.146.133 | ২৯ এপ্রিল ২০১৬ ২১:৫৩701767
  • উহু, পিটিদার প্রতিপাদ্য ছিল ধাবা বুজিরা মিলে মানুষকে ছাগল বানিয়ে গোলগাল সিপিয়েমকে হারিয়েছে। ধাবাত্ব নিয়ে সবাই একমত হয়েছে অনেক আগেই, কিন্তু বাকিটা? আই ডাউট!

    ঃ) ঃ)
  • ... | 74.233.173.177 | ২৯ এপ্রিল ২০১৬ ২২:০১701768
  • sm | 53.251.91.190 | ২৯ এপ্রিল ২০১৬ ২২:০৭701769
  • খুব একটা ভুল লেখেনি।
  • Robu | 11.39.37.105 | ২৯ এপ্রিল ২০১৬ ২২:১৮701770
  • বর্তমান, রন্তি, দুলিবাবু - পুরো ত্রহ্যস্পর্শ তো!!
  • cb | 192.77.89.20 | ২৯ এপ্রিল ২০১৬ ২২:৩৭701771
  • এই দ্যাকো দ্যাকো, সবে একটা কনকারেন্স হয়ে বুজী বিরোধী জোটের সম্ভাবনা দেখা দিয়েছে, অমনি কায়েমী স্বার্থ এসে যতসব ফ্যাকরা তুলতে লেগেছে, :)

    বুজী = ধাবা বুজী এই তা ধরে ইক্যুয়েশনটা করে ফেলুন, সব মিলে যাবে
  • Arpan | 24.195.239.239 | ২৯ এপ্রিল ২০১৬ ২২:৪৬701772
  • বুজি = ধাবা বুজি

    দুই দিকে বুজি দিয়ে ভাগ করলে দাঁড়ায়

    ধাবা = ১

    এর মানে হল বুজি হলেই ধাবা হবার প্রোবাবিলিটি ১ হবে।

    সিম্পিল। ঃ))
  • dc | 120.227.246.241 | ২৯ এপ্রিল ২০১৬ ২২:৫৫701773
  • ধাবায় বসে রুটি তড়কা খেতেও ভালো। সাথে একটু পেঁয়াজ হলে তো কথাই নেই, তবে কিনা পেঁয়াজের কথা উঠলেই বুজিরা নানান তক্কো জুড়ে দিতে পারে।
  • Arpan | 24.195.239.239 | ২৯ এপ্রিল ২০১৬ ২৩:০২701774
  • শ্যামাপ্রসাদকে নিয়ে কভার স্টোরি ঠিক এই সময়েই ছাপানোটা ইন্টারেস্টিং। ঃ)

    কিন্তু বাংলা ভাগ হয়েছিল শ্যামাপ্রসাদের জন্যই। এটা যদ্দূর জানি ঠিকই।
  • sm | 53.251.91.190 | ২৯ এপ্রিল ২০১৬ ২৩:০৭701775
  • ওটা, ত্রিপল ডটের রসিকতা।প্রচ্ছদের নিচে ৫ ই ডিসেম্বর ২০১৫ সাল। ওটা নিতান্তই পুরনো প্রচ্ছদ।
  • cb | 192.77.89.20 | ২৯ এপ্রিল ২০১৬ ২৩:০৯701776
  • পিটিদা, চলে আসুন, আপনার তত্ব ম্যাথেমেটিকালি পোমান হয়ে গেছে, :)
  • sm | 53.251.91.190 | ২৯ এপ্রিল ২০১৬ ২৩:১১701778
  • পিটি, লজ্জায় আসতে পারছেনা; নিজেও বুজি কিনা!
  • aranya | 154.160.226.91 | ২৯ এপ্রিল ২০১৬ ২৩:১৪701779
  • স্টোরি-টা পড়ি নি, কিন্তু শ্যামাপ্রসাদ অখন্ড বাংলা চেয়েছিলেন না -ভারত, পাকিস্তান, বাংলা - এইরকম তিনটে দেশ?
  • ক বাবু | 116.51.141.177 | ২৯ এপ্রিল ২০১৬ ২৩:১৬701780
  • নিতান্ত ফাটাফাটি রকমের ভাল সরকার না হলে নিয়মিত রুটি পাল্টানো উচিত। তাতে পুলিস বা প্রশাসনের দলদাস হওয়াটা বন্ধ হবে, পুরো না হলেও কমবে তো বটেই। পার্টি নেতারা সাহস পাবেনা প্রশাসনকে দাবিয়ে রাখার।
  • Arpan | 24.195.239.239 | ২৯ এপ্রিল ২০১৬ ২৩:১৮701781
  • না, ওটা শরত বোস।
  • sm | 53.251.91.190 | ২৯ এপ্রিল ২০১৬ ২৩:২৬701782
  • Mukherjee supported the partition of Bengal in 1946 to prevent the inclusion of its Hindu-majority areas in a Muslim-dominated East Pakistan;[6] he also opposed a failed bid for a united but independent Bengal made in 1947 by Sarat Bose, the brother of Subhas Chandra Bose, and Huseyn Shaheed Suhrawardy, a Bengali Muslim politician
    উইকি থেকে।
  • PT | 213.110.242.20 | ২৯ এপ্রিল ২০১৬ ২৩:৩৯701783
  • অঙ্ক কষার কি দরকার? বুজীদের যে এই অবস্তা হবে সেতো জানাই ছিল। তাইত কবি বলিয়াছেনঃ
    "এপাং ওপাং ঝপাং
    আমরা সবাই ড্যাং ড্যাং
    চলো দেখি কোলাব্যাঙ
    প্রজাতির আছে কি ঠ্যাঙ?"
  • aranya | 154.160.226.91 | ২৯ এপ্রিল ২০১৬ ২৩:৫৩701784
  • ঠিক - শরত বোস আর সুরাবর্দী
  • S | 108.127.180.11 | ৩০ এপ্রিল ২০১৬ ০০:৩১701785
  • এইবারে পরিবর্তন হলে বামেরা বছর ১০-১৫ টিকে যেতে পারে। ঘটনা। ২০১৯ এর কথা মাথায় রেখে কঙ্গ হয়তো এই জোট থেকে এক্খুনি বেড়িয়ে যাবেনা। সেক্ষেত্রে আবাপও তেমন গন্ডগোল করবেনা। আর বেনো জলেদের আবার ফিরে আসতে একটু সময় লাগবে। আর সেইটা হলে বামেরা এক দুটো ইলেকশন নিজেরা জেতার ক্ষমতায়ও ফিরে আসবে। ক্ষমতায় না থাকলে, দিদির পাশ থেকে তার অনেক ভাই, বোন, গুড়-বাতাসা, নারদার টাকা, টালিগন্জ সব সরে যাবে। দিদি বিজেপির সাথেও হাত মেলাতে পারেন। এই সব কিছুর মধ্যে একটা-দুটও যদি মিলে যায় তাহলেও বামেদের থেকে যাওয়ার চান্স বাড়বে।

    এইবারে দিদি থেকে গেলে কঙ্গ দিদির দিকে বেশি ঝুঁকতে পারে। দিদি যদি দুয়েকটা কাজ ঠিকঠাক করে যান তাহলে পরের ইলেকশনে দিদি আবার ফিরে আসবেন। কিন্তু দিদির মডেলটা হলো - টাকা চাই (চীটফান্ড বা অন্যভাবে) - সেই টাকা বিলিয়ে টালিগন্জ থেকে গুড়-বাতাসা সব কিনে নিজেদের পকেটে রেখে দাও। আর ভোটের সময় সেইসব কাজে লাগিয়ে ভোট যেতো। এই মডেলে ধরা পড়ার সম্ভাবনা বেশি। আর দিদির একটা ন্যাচারাঅল টেন্ডেন্সি আছে বিজেপির দিকে ঝুঁকে থাকার। সেইটা হলে দিদির পরের বার থাকার চান্স কম। আবার ক্ষমতা পেলে দিদি ও তার ভাইয়েরা যে আগামী পাঁচ বছরে আরো কুকীর্তি করে বেড়াবেন সেই ব্যাপারে পুরো ভরসা আছে।
  • PT | 213.110.242.24 | ৩০ এপ্রিল ২০১৬ ০৬:৪১701786
  • মাত্র সাড়ে চার বছরের মধ্যে তিনো দলটা এত্তা জঞ্জাল জমাল কি করে?

    "যাদের দিকে নজর পুলিশেরঃ
    টালিগঞ্জঃ নান্টি , কালা , কাঁচা , আলতাফ , শেখ সেলিম ওরফে পাপ্পু, নাসু, শেখ আমিরুদ্দিন ওরফে মুন্না , ছোটকা , আরজু, ওঝা , কিরণ , রাজা , জনি , পাক্কা , পল্লব
    কসবাঃ বাপি , রবি , মিয়া , বলম , দিলীপ , রাজু, নজরুল , হাবিব , সালাউদ্দিন , বাহার , সঞ্জু, পিঙ্কু, লাডলা , শানু, দুলু, চোলাই পাপ্পু, আনোয়ার
    মেটিয়াবুরুজ ঃ রহমত , আফতাব , ফইজান , সারুদ্দিন , মোবারক , ইমতিয়াজ , কিনু, বুটুল , পাইয়া , পীযূষ
    বালিগঞ্জঃ জাহাঙ্গির , নেপালি , কাদের , আজাহার , শামিম , বাবর , জাফর , আকবর
    বন্দরঃ আনোয়ার , মোহন ওরফে নেপালি , তাপস , ইকবাল , টাব্বু, নিলু
    ভবানীপুরঃ মনোজ , কৈলাস , টিকলু, বাসু
    রাসবিহারীঃ ধনঞ্জয় , ভিকু, রাজেশ , শকতিয়া , টাকি , মিনু, বন্দনা
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=22772&boxid=144539809
  • যাঃ | 192.69.194.82 | ৩০ এপ্রিল ২০১৬ ০৭:১১701787
  • এরা তিনোমুল সেটা কোথায় লিখেছে?
  • PT | 213.110.242.24 | ৩০ এপ্রিল ২০১৬ ০৭:২০701790
  • কোথায় থাকেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন