এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | 108.209.202.160 | ০৫ মে ২০১৬ ০৭:৩২701990
  • এল। কিন্তু বড় দেরী করে।
  • dd | 116.51.30.249 | ০৫ মে ২০১৬ ০৮:১০701991
  • আপনেদের ক্রমবর্ধমান ঋষিসুলভ টলারেন্স দেখে আমি শিউড়ে শিউরে উঠছি। এইসব ক্ষী হচ্ছে? আপনেরা এখন সকাল বিকেল চিবিয়ে চিবিয়ে আগুন খান না?

    চব্বিশ ঘন্টা হয়ে গ্যালো - আনান্দবাজারে নিবন্ধ বেরোলো যে পচ্চিম বংগে র‌্যাশন ব্যবস্থা ক্ষী সুইট চলছে ,অথচো একজনো এইসব কথা লিখলেন্না - যথা

    (১) ঈঃ, আবাপ আবার ডিগবাজী খেয়েসে। কী গিরগিটিরা রে বাবা

    (২) হুম্ম্ম, মনে হচ্ছে একটা ডীল হয়ে গ্যাছে। আবাপের সাথে তিনোর আর বিজেপির

    (৩) তাইলে বোধয় সেন্টার থেকে হুড়কো এয়েছে - ইনাফ ইজ ইনাফ - আর দেখুন ক্যামোন মমতার চামচাগিরি শুরু করে দিলো।

    এইসব।
  • কল্লোল | 111.63.203.151 | ০৫ মে ২০১৬ ০৮:১৭701992
  • এমনকি আবাপও নানা প্রকার শাক দিয়ে মাছ ঢাকতে পারেনি।
    http://www.anandabazar.com/state/supreme-court-wants-to-know-what-is-the-future-of-singur-land-1.377945
    ৬০০ একর থেকে ১০০০ একর হয়ে গেলো জমির পরিমান। বাড়তি ৪০০ একরের অভিযোগ তবে যুক্তিযুক্তই দেখা যাচ্ছে। খড়্গপুর থেকে সিঙ্গুর, আগে থেকেই জমি বেছে রাখা হয়েছিলো।
    টাটাবাবার পায়ে মাথাটা বিকিয়েই গেছিলো।
    জানি, এখনি কথা উঠবে তৃণমূলের শিল্প নিয়ে ব্যর্থতার কথা। সেটা নিয়ে কোন প্রশ্নই নেই। তৃণমূল সরকার ব্যর্থ শিল্প আনতে, আইন শৃঙ্খলা বজায় রাখতে। তার উপর এই অসম্ভব গুন্ডামী।
    কিন্তু সেসব দিয়ে কি এই নির্লজ্জ টাটাবাবা দালালী ঢাকা যাবে??
  • pi | 233.176.36.173 | ০৫ মে ২০১৬ ০৮:২০701993
  • কাল কোলকাতায় শাক্যর শ্বশুরবাড়িতে বোম পড়েছে। কেউ অবশ্য ভাগ্যক্রমে হতাহত হন নি। তিনোর কাজ বলেই মনে করছে। সে খবরটাও থাক এখানে।
  • PT | 213.110.242.8 | ০৫ মে ২০১৬ ০৮:৩১701994
  • "বাড়তি ৪০০ একরের অভিযোগ তবে যুক্তিযুক্তই দেখা যাচ্ছে। "

    ধীরে কল্লোলদা, ধীরে। দিদির ৪০০ আর এই ৪০০ আলাদা। টাটা বাড়তি ৪০০ চেয়ে অন্যায় করেছে কিনা সেটা রায় বেরোলে বোঝা যাবে কিন্তু দিদির ৪০০ ফেরত নেওয়ার লোক নেই। কিছুদিন আগেই লিং দিয়েছি। In fact রায় সরকারের পক্ষে গেলে সরকার বেজায় বিপদে পড়বে-তোমাকে আমাকে ডেকে জমির অংশীদারী দিতে হবে!!
  • sm | 53.251.91.253 | ০৫ মে ২০১৬ ০৮:৩৯701995
  • এখানে কতো পন্ডিত লিখেছিল;কারখানা করতে হাজার একর যথেষ্ট নয়।এখান দেখাযাচ্ছে খরগ পুরে ৬০০ একরে যে কারখানা করা যাবে ; সেটাই ২ মাসের মধ্যে ভোলবদলে ১০০০ একর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সঙ্গে হাউসিং এর জন্য বরাদ্দ জমি।
    ক্ষতিপূরণ আবার সরকারী টাকায় !
    এই সরকার আবার জনদরদী ! এরাই হেলিকপ্টারে করে; শিল্পপতির সঙ্গে আকাশ পথে জমি বাছাই করে! ছ্যা ছ্যা।
  • sm | 53.251.91.253 | ০৫ মে ২০১৬ ০৮:৪২701996
  • নাও, এবার আদালতের রায় এর জন্য অপেক্ষা কর। কমরেড বলে দিয়েছেন যখন।কিন্তু সারদা থেকে নারদার সময়; রায় অবধি অপেক্ষা করার নিদান নেই।তখন যে অভিযুক্ত, সে লিশ্চয় দোষী।
  • কল্লোল | 111.63.203.151 | ০৫ মে ২০১৬ ০৮:৫১701997
  • পিটি। নিশ্চই, কোর্টের রায়ের জন্য অপেক্ষা করে তো থাকতেই হবে।
    কিন্তু ৬০০ একর হঠাৎ টাটারা অফিশিয়ালি না চাইতেই ১০০০ একর হয়ে গেলো - এটা কি ম্যাজিক? নাকি, বাম মন্ত্রীসভায় যেসব মোটরগাড়ী শিল্পের "এক্ষপার্ট" (বুদ্ধ, নিরুপম ইঃ) ছিলেন তারাই ঠিক করে দিলেন!!!
    কিন্তু ৪০০ একর বাড়তি কেন? খড়্গপুরে লাল মাটিতে মোটোরগাড়ির ফলন একরপ্রতি বেশী আর সিঙ্গুরের পলিমাটিতে কম!!!
    কতো কিছুই যে দেখবো!
  • j | 151.197.16.185 | ০৫ মে ২০১৬ ০৯:০০701998
  • যাক বোম পড়া শুরু হল অবশেষে
  • PT | 213.110.242.8 | ০৫ মে ২০১৬ ০৯:০২702000
  • ৪০০ একর বাড়তি কেন সে টাটারা কোর্টকে বলবে। তবে বুদ্ধ, নিরুপমের চাইতে গাড়ীর কারখানার ব্যাপারে শাঁওলীর এক্ষর ওপরে তুমি বরাবরই বিশ্বাস রেখেছিলে। তাই নতুন কিছু বলছ না।
    তাবে আবার বলি, তোমার দিদির ৪০০ আর এই ৪০০ সম্পুর্ণ আলাদা। মামলায় জিতলে তোমার দিদি ঘোর বিপদে পড়বে।
  • PM | 113.5.19.85 | ০৫ মে ২০১৬ ০৯:১০702001
  • কল্লোলদা, কোর্টের রয় যদি বলে ৪০০ একর প্রয়োজনীয়, সেক্ষেত্রে আপনি কি মেনে নেবেন?
  • dc | 120.227.243.48 | ০৫ মে ২০১৬ ০৯:১৩702002
  • "প্রথমে টাটারা খড়্গপুরে ৬০০ একর জমি চিহ্নিত করেছিলেন। তাতেও মন্ত্রিসভা সম্মতি দিয়েছিল। পরে তারা সিঙ্গুরে ১০০০ একর জমি চায়। মন্ত্রিসভা তাতেও সায় দেয়। সিঙ্গুরে ১০৫৩ একর জমি অধিগ্রহণের পাশাপাশি টাটা হাউসিংয়ের জন্য আরও ২০০ একর জমি দেওয়ারও সিদ্ধান্ত নয়।
    বিচারপতি গোপালাগৌড়া মন্তব্য করেন, নিয়মমাফিক আগে রাজ্য শিল্পায়নের জন্য জমি চিহ্নিত করবে। কোথায় কৃষি জমি কম লাগছে, কোথায় জমির উর্বরতা কম, কোনটা বহুফসলি জমি নয়, কোথায় কম মানুষকে উচ্ছেদ করতে হবে, সেই সব দেখতে হবে। তা না করে আগেই মন্ত্রিসভা জমি চিহ্নিত করে জেলা প্রশাসনকে অধিগ্রহণের নির্দেশ দেয়। যা দেখে মনে হচ্ছে, টাটারাই বাইরে থেকে সব কিছু নির্দেশ দিচ্ছিল। টাটারা কোন এলাকায়, কী ধরনের জমি চাই বলতে পারে। কিন্তু মৌজা ধরে জমি চিহ্নিত করে দিতে পারে না।"

    এখানে তো বিচারপতিরা ঠিকই বলেছেন মনে হচ্ছে। আমি নিজেই আগে ভাবতাম টাটারা ১০০০ একর জমি যথাযথ কারন দেখিয়ে চেয়েছিল, মানে গাড়ি কারখানা করতে ঐ পরিমান কেন জমি লাগবে, তার সঙ্গত হিসেব দেখানো হয়েছিল। কিন্তু এই খবরটা যদি সত্যি হয় তাহলে মনে হবে যে আর্বিট্রারিলি ৬০০ থেকে ১০০০ একরে বেড়ে গেছিল, তেমন কোন কারন ছাড়াই (তবে এই ৪০০ একর বেশী জমি কেন চাওয়া হয়েছিল, তার জন্য টাটারা প্রোজেক্ট রিলেটেড কারন দেখিয়েছিল কিনা, সেটা এই রিপোর্টে বলা নেই)। বামফ্রন্ট মন্ত্রীসভা কেন দুমাসের মধ্যে অতিরিক্ত ৪০০ একর দিতে রাজি হলো, এটার তদন্ত হওয়া উচিত। এই সময়ের রিপোর্টে দেখলাম টাটারা আলাদা কোন আবেদনপত্র দেয়নি তাও বামফ্রন্টের মন্ত্রীসভা ৬০০ থেকে বাড়িয়ে ১০০০ একরের অনুমোদ্ন দিয়ে দেয়। এই রিপোর্টগুলো সত্যি হলে মানতেই হবে তিনোরা যে বলেছিল ৪০০ একর বেশী দেওয়া হয়েছে, সেটা ঠিকই বলেছিল।
  • cb | 132.170.179.123 | ০৫ মে ২০১৬ ০৯:২৬702004
  • ডিসি, মনে হয় তিনোমুলের ৪০০ একর টা অনিচ্ছুক হিসেবে ক্যালকুলেট করা হয়েছিল, এক্সট্রা জমি হিসেবে নয়।

    কেউ কি কনফার্ম করবেন??
  • PT | 213.110.242.8 | ০৫ মে ২০১৬ ০৯:২৬702003
  • "কিন্তু মৌজা ধরে জমি চিহ্নিত করে দিতে পারে না"
    এট্টু ঝামেলা হচ্ছে যে।
    এই যে বলা হয়েছে যে ব্যবসায়ীরা চাষীদের কাছ থেকে সরাসরি জমি কিনুক-তাতে তো ব্যবসায়ীরা (বা তাদের দালাল) "মৌজা ধরে জমি চিহ্নিত" করেই চাষীদের কাছে জমির দরদাম করতে যাবে? সরাসরি জমি কেনার এ ছাড়া আর অন্য রাস্তা কি?

    "এই সময়" কি আজকের ভোটের আগে "আবাপ" হতে চেয়ে চটজলদি কিছু আনকোয়ালিফায়েড বক্তব্য প্রথম পাতায় ছপিয়ে দিল যাতে কল্লোলদারা উত্তেজিত হয়ে যায়?
  • PT | 213.110.242.8 | ০৫ মে ২০১৬ ০৯:২৮702005
  • একদম ঠিক। ঐজন্যে বলেই যাচ্ছি যে দিদির ৪০০ আর টাটার ৪০০ আলাদা। ঐ ৪০০ সংখ্যাটা হাওয়া থেকে তুলে নেওয়া হয়েছিল।
  • dc | 120.227.243.48 | ০৫ মে ২০১৬ ০৯:৩৯702006
  • cb ঠিকই বলেছেন, তিনোরা পরের দিকে ৪০০ একরের অনিচ্ছুকদের একটা হিসেব তুলে ধরেছিল, যেটা পাতি ঢপ ছিল। রাজ্যপালের মিটিংও ঐ কারনেই ভেস্তে গেছিল, যে ওরা নিজেরাই ঐ ৪০০ একর অনিচ্ছুকের হিসেব দিতে পারেনি।

    কিন্তু এটাও সমান সত্যি যে অন্তত প্রথমদিকে মমতা (ও আরো অনেকে) বলেছিল যে গাড়ি কারখানা ৬০০ একরেই করা উচিত, ১০০০ একরে না, অর্থাত ৪০০ একর এক্সট্রা। আমি নিজে সেই ২০০৮-৯ থেকেই মনে করতাম টাটারা মোটামুটি প্রোজেক্টে হিসেব দেখিয়েছে যে ১০০০ একর লাগবে, তাই টাটাদ্র কথা মেনে নেওয়া উচিত। এই ব্যাপারটা অবশ্যই আগে বেরোয়নি যে টাটারা নিজেরাই প্রথমে ৬০০ একর চেয়েছিল, কোন কারনে বামফ্রন্ট মন্ত্রীসভা সেটা টাটাদের থেকে অবেদনপত্র না পেয়েও ৪০০ একর বাড়িয়ে দিয়েছিল। টাটারা বাড়ানোর জন্য সঙ্গত কারন দেখিয়েছিল কিনা, বা মত্রীসভা নিজেই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কিনা, এগুলোর তদন্ত হওয়া উচিত।

    তবে তিনোরা ৪০০ একরের অনিচ্ছুকের একটা লিস্ট বার করেছিল,সেটায় একগাদা জল মেশানো ছিল, এটা ফ্যাক্ট। আবার মমতা সহ অনেকেই বলেছিলেন ৬০০ একরেই প্রোজেক্টটা করা উচিত, এটা ফ্যাক্ট।
  • Arpan | 24.195.225.152 | ০৫ মে ২০১৬ ০৯:৪৩702007
  • কবি একেই কয়েছেন ছিল রুমাল, হয়ে গেল বেড়াল।
  • T | 165.69.178.32 | ০৫ মে ২০১৬ ০৯:৪৫702008
  • লে হালুয়া, অ্যাদ্দিন তো শুনে এলাম চারশো একর অ্যানসিলিয়ারি শিল্পের জন্য ছিল। মূল কারখান ছশো একরে।
  • dc | 120.227.243.48 | ০৫ মে ২০১৬ ০৯:৪৮702013
  • টাটারা কতো জমি চেয়েছিল, কেন দরকার তার সঠিক হিসেব দিয়েছিল কিনা, এগুলো যদি তদন্তে বেরিয়ে আসে তাহলে ভালো হয়। আর টাটাদের তরফে আবেদনপত্র না পেয়েও কেন বামফ্রন্ট মন্ত্রীসভা ৪০০ একর বাড়িয়ে দিয়েছিল এটাও বার হওয়া উচিত।
  • কল্লোল | 111.63.203.151 | ০৫ মে ২০১৬ ০৯:৪৮702009
  • পিএম। আমি মানি বা না মানি তাতে কিই বা আসে যায়। কোর্ট বললে মানতেই হবে সবাইকে।
    কমিশন তো কেন্দ্রীয় বাহিনীর মদ মাংস ষড়যন্ত্র খারিজ করে দিয়েছে। সেটাও তো মানতেই হচ্ছে, তাই না?

    কিন্তু ৬০০ একর কি করে বিনা টাটা চাওয়াতেই ১০০০ একর হয়ে গেলো? কোন কোন এক্ষপার্টরা এই ৪০০ একরের ম্যাজিকটা করলেন?
    মোটরগাড়ির ফলন যে লালমাটিতে বেশী হয় এটা জানা গেলো। কি বলো? অবশ্য আরও একটা বিষয় ছিলো খড়্গপুরে। আইআইটি কাছে বলে ওখানকার লালমাটি মোটরগাড়ি ফলনের উপযোগী।
    কতো কি জানার আছে বাআআকি............
  • pi | 233.231.43.118 | ০৫ মে ২০১৬ ০৯:৫৮702014
  • আর চুক্তিপত্র ।

    সেও যে এদ্দিনে কেন বেরোলো না !
  • dc | 233.187.112.8 | ০৫ মে ২০১৬ ১০:০৩702015
  • টাটারা প্রথমে গাড়ি কারখানা করার জন্য ৬০০ একর চেয়েছিল, মন্ত্রীসভাও অনুমোদন করেছিল, এটা বুঝলাম। তারপর দুমাসে মন্ত্রীসভা ভাবলো আরো চারশো একর দরকার অনুসারী শিল্পের জন্য আর সেই ৪০০ একরও টাটাদেরই দেওয়া হোক? এই জায়গাটা গোলমেলে লাগচ্ছে। তার থেকেও বড়ো কথা, টাটাদের তরফে আবেদন না পেয়েও যে মন্ত্রীসভা সিদ্ধন্ত নিয়েছিল ৪০০ একর বেশী দেওয়া হবে, এটা বামফ্রন্ট কখনো জানায়নি।
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১০:০৯702016
  • ...
    1) BMW Chennai plant, Mahindra World City - 47 acres
    2) Daimler Chennai plant, Oragadam - 400 acres
    3) Ford Channai plant, Maraimalai Nagar - 350 acres
    4) Hyundai Chennai plant, Sriperumbudur - 535 acres
    5) Nissan-Renault Chennai plant, Oragadam - 640 acres
    ...
  • জয় | 100.192.233.21 | ০৫ মে ২০১৬ ১০:১৪702017
  • কংরেসের কিছু নেতা মন্ত্রী হবেই।
    মমতার কিছু কম হলে এঁরাতো আছেন।
    সুর্যকান্তির থেকে তাঁরা মমতার কাছাকাছি থাকতে চাইবেন এনিডে। একবার সাধিলেই খাইবেন- দিদির উন্নয়ন যজ্ঞে ঘোড়া হয়ে সামিল হয়ে যাবেন।
  • dc | 132.174.91.46 | ০৫ মে ২০১৬ ১০:২৫702018
  • এই গাড়ি কারখানার সাইজের কম্পারিজন লিস্টটাও একটা অর্থহীন লিস্ট (এটা আগেও অনেকবার দেখেছি)।

    lcm নিজেই জানেন, যেকোন ইন্ডাস্ট্রিতে একটা প্রোজেক্টের সাইজের সাথে আরেকটা প্রোজেক্টের সাইজের কোন সম্পর্ক নেই। এমনকি মিন সাইজ বলেও কিছু হয়না। বেশ কিছু মাঝারি সাইজের প্ল্যান্টও থাকে, আবার কয়েকটা মেগা সাইজের প্ল্যান্টও থাকে। যেমন ধরুন স্টিল কারখানা, হয়তো বেশ কয়েকটা ৫০০ একরের কারখানা আছে। কিন্তু মিত্তল গ্রুপ মনে করলো আমার স্টিলের ডিম্যান্ড আছে, তাই আমি ১০০০ একরের একটা প্ল্যান্ট বানাবো, তাতে ইকনমি অফ স্কেলও পাবো। পেট্রো রিফাইনিংএও এরকম হয়। কাজেই টাটারা যদি মনে করে থাকে যে ১০০০ একরের প্ল্যান্ট বানাবে, তার ইকনমিক ভায়াবিলিটি থাকবে, আর সেই পরিমান জমির সঠিক হিসেব দিয়ে থাকে, তাহলে চেন্নাইয়ের গাড়ি কারখানার সাথে তুলনা করাটা অর্থহীন। এমনকি ঐ সাইজগুলো ট্রেন্ড হিসেবেও দেখা অর্থহীন।

    খটকা লাগছে যে টাটারা নিজেরা চাইলো ৬০০ একর আর মন্ত্রীসভ সেটা বাড়িয়ে করে দিলো ১০০০ একর, এর কারনটা কি ছিল। আর এই সিদ্ধান্তটা চেপেই বা যাওয়া হয়েছিল কেন।
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১০:৪৩702019
  • - Hyundai Sriperumbudur plant has a capacity of producing 680,000 units annually.
    - Tata Motors planned for a capacity of producing 20,000 Nano cars per month from Singur plant.
  • PT | 213.110.242.7 | ০৫ মে ২০১৬ ১০:৫৫702022
  • এই সংখ্যাতত্ব অনুযায়ী ৬০০ একরও অনেক বেশী মনে হয়। ৬০ একরের কাছাকাছি হলেই হত বোধহয়.......!!
  • dc | 132.174.91.46 | ০৫ মে ২০১৬ ১০:৫৫702021
  • ৪০০
  • dc | 132.174.91.46 | ০৫ মে ২০১৬ ১০:৫৫702020
  • এই কুড়ি হাজার ইউনিট কি স্টার্টাপ ফিগার না ম্যাচিওর স্টেজের ফিগার? হুন্ডাইয়ের প্ল্যান্ট তো জানি ম্যাচিওর স্টেজে, নিয়ার ফুল ক্যাপাসিটি ইউটিলাইজেশানে আছে।

    যাই হোক, নিউজপেপারে বেরনো এরকম একেকটা ফিগার ধরে তর্ক চালানোর মানে নেই। টাটারা নিজেরা যদি হিসেবপত্র দেখিয়ে ১০০০ একর চাইতো তো সেটা মেনে নেওয়ার একটা জায়গা থাকে, সরকার চাইলে ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট গ্রুপ কে দিয়ে সেই দাবীর ভেরিফিকেশানও করতে পারতো। কিন্তু সেটা না করে মন্ত্রীসভা সিদ্ধান্ত নিলো ৪০ একর বাড়ানো হবে, এটা অদ্ভুত।
  • dc | 132.174.91.46 | ০৫ মে ২০১৬ ১০:৫৮702024
  • সংখ্যাতত্ব দিয়ে যেমন ৬০০-১০০০ ইত্যাদি ফিগারগুলো ব্যাখ্যা করা যায়না, তেমন মন্ত্রীসভা কেন ৪০০ একর বাড়াতে গেল, টাটাদের তরফে আবেদনপত্র ছাড়া, সেটাও ব্যাখ্যা করা যায়্না। সেই সিদ্ধান্ত কেন এতোদিন পাবলিক ডোমেনে আনলো না সেটাও ব্যাখ্যা করা যায়্না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন