এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :( | 56.166.188.245 | ০৫ মে ২০১৬ ১০:৫৯702025
  • আচ্ছা বিএমডব্লুকে ৪০০ একর দিলে ওরা আসবে না? ওদের প্ল্যান্ট যেহেতু এখন মাত্র ৪৭ একর!
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১১:০৫702026
  • BMW Chennai plant produces about 1000 cars per month now.
  • kroy | 113.227.99.128 | ০৫ মে ২০১৬ ১১:১২702027
  • BMW only assembles SKW or CKW cars. Plus the they assemble very few cars so they do not need more area. Same holds good for Benz, Jaguar and Audi.
  • cb | 208.147.160.75 | ০৫ মে ২০১৬ ১১:১৭702029
  • এই অনুসারীর গপ্পটা তো আমিও শুনে এয়েছিলাম। এটা কি সেই ৪০০ একর নয়। এরাই বা কি পাবলিক যে এই এক্সট্রা ৪০০ একরের গল্পটা এতদিন না বলার জন্য। মরুক গে যাক। সিঙ্গুর বিল ডিসকাসনের সময়েই তো এগুলো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাওয়ার কথা ছিল। একটা হেস্টিলি অ্যারেঞ্জ করা বিল, গেভ দিদি লটস অফ ডিভিডেন্ড। একটু সময় নিয়ে আলোচনা করলেই এত ঝামেলা হত না, আর টাটার সাথে ইসিলি মিটিয়ে নেওয়া যেত। মানে তিনু সরকার ক্ষমতায় আসার পর ম্যানেজ করে নিতে পারত, বামেদের তখন সদ্য লাথি খেয়ে কথা বলার ক্ষমতাও ছিল না, কোন বাধাও আসত না। কোন সমস্যা মেটাতে চাইলে সেটা মেটানো যায় না - এমন কোন বড় সমস্যাই নেই রাজনীতিতে। বারাক বাউ আর রাউল বাউ পজ্জন্ত চুমু খেয়ে ফেললেন

    দিদির ভাষা ব্যবহার করতে ইচ্ছে করছে - যাক যা গেছে তা যাক
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১১:১৭702028
  • In 2014, Tata Motors Sanand plant produced 42,561 Nano cars - about 3500 cars per month.
  • dc | 132.174.91.46 | ০৫ মে ২০১৬ ১১:১৮702030
  • বিএমডাব্লু কারখানার সাথে ন্যানো কারখানার তুলনা করা হচ্ছে। দুটো একেবারে আলাদা সেগমেন্টের গাড়ি, টেকনো কমার্শিয়াল হিসেব একেবারে আলাদা। ভালো।
  • dc | 132.174.91.46 | ০৫ মে ২০১৬ ১১:২১702032
  • হ্যাঁ অনুসারীর গপ্পো তো আগেও শুনেছিলাম। ইন্টিগ্রেটেড অনুসারী, এসবও শোনা গেছিল। কিন্তু এই মন্ত্রীসভার সিদ্ধান্তটা তো অন্য গপ্পো।
  • কল্লোল | 125.185.147.150 | ০৫ মে ২০১৬ ১১:২১702031
  • টাটারা মটোরগাড়ির কি বোঝে? অ্যাঁ?
    মন্ত্রীসভার এক্ষপার্টেরা দেখলো সিঙ্গুরের দোফসলা জমিতে মোটরগাড়ির ফলন কমে যাবে। তার ওপর কাছাকাছি আইআইটিও নেই। তাই তো ৪০০একর বাড়িয়ে দিলো। এসব বোঝা কি নাটক-ফাটক লোকেদের কম্মো!! তাও যদি তারা দুঃসময়-এর মতো নাটক লিখতে পর্তো। হুঁঃ।
    তার্পর লিস্টি দিচ্ছে দ্যাখো -
    BMW Daimler Ford Hyundai Nissan - সবকটা সামাজ্জোবাদী পুঁজি। এয়ার্কি?? এটা জনগণতান্ত্রিক বিপ্লবের স্তর। এই স্তরে দেশী পুঁজির হাত শক্ত করে ধত্তে হয়। সামাজ্জোবাদ নিপাত যাক।
  • dc | 132.174.91.46 | ০৫ মে ২০১৬ ১১:২৪702033
  • ঠিক এরকম তক্কো সেই ২০০৮ ৯ ১০ এও শুনতাম :d আপেল কলা লেবু কইমাছ সব একসাথে মাপতে হবে। কারা যেন কোথায় ৫০০ একরে গাড়ি কারখানা করেছে, তাই আর কেউ কখনো ৫০০ একরের বেশী যেতেই পারবে না।
  • Manish | 127.242.168.187 | ০৫ মে ২০১৬ ১১:৩৩702035
  • ১১ঃ০৬- শুভেন্দু অধিকারীর সঙ্গে ওসি-দের বৈঠকের অভিযোগের প্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিল কমিশন। যে ওসি-দের সঙ্গে শুভেন্দুর বৈঠক হয়েছে বলে অভিযোগ, সেই ওসি-দের মোবাইল টাওয়ার লোকেশন সংক্রান্ত রিপোর্ট তলব করা হল।
  • cb | 208.147.160.75 | ০৫ মে ২০১৬ ১১:৩৪702036
  • কিছু আপডেট দিয়ে যাই আজ ভোটের

    ১১:০৬- শুভেন্দু অধিকারীর সঙ্গে ওসি-দের বৈঠকের অভিযোগের প্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিল কমিশন। যে ওসি-দের সঙ্গে শুভেন্দুর বৈঠক হয়েছে বলে অভিযোগ, সেই ওসি-দের মোবাইল টাওয়ার লোকেশন সংক্রান্ত রিপোর্ট তলব করা হল।

    ১০:৫৩- সকাল সাড়ে ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনে ৫০০-র বেশি অভিযোগ জমা পড়েছে। অধিকাংশ অভিযোগই এসেছে পূর্ব মেদিনীপুর থেকে।

    ১০:৫০- পাঁশকুড়া পশ্চিমে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বুথে যেতে বারণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

    ০৯:২৭- সুবীর সরকারের উপর কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বলে তৃণমূল নেতা সৌমিক হোসেনের দাবি। অভিযোগ অস্বীকার করে কংগ্রেস বলেছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই এই ঘটনা ঘটেছে।
    ০৯:২৬- বহরমপুরে গুলিবিদ্ধ তৃণমূলের জেলা সম্পাদক সুবীর সাহা। খুব কাছ থেকে একাধিক গুলি চালানো হয়েছে তাঁর উপর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    ০৭:১৬- নন্দীগ্রামের তিনটি পঞ্চায়েত এলাকার প্রায় কোনও বুথে বিরোধী দলের এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
  • cb | 208.147.160.75 | ০৫ মে ২০১৬ ১১:৩৫702037
  • এই দ্যাকো, মনীশ বাবু আগেই কল্লোলদার জন্য আপডেট রেখে গেছেন :)
  • cm | 127.247.97.209 | ০৫ মে ২০১৬ ১১:৩৬702039
  • যাক যা গেছে কেন? শেষ অব্দি দেখা হোক, বেআইনি (বোল্ড অ্যান্ড আন্ডারলাইন্ড) কিছু হলে দুচারটে নেতা মন্ত্রীকে প্রয়োজনে জেল জরিমানা করা হোক। আশা করব সুপ্রীম কোর্ট এর শেষ দেখে ছাড়বেন।
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১১:৩৬702038
  • With modern day state of the art technology and automation, manufacturing industries are achieving higher production volume with lesser space and manpower in a more environment friendly infrastructure. The land requirement for establishing new plants are diminishing sharply.
  • j | 151.197.16.185 | ০৫ মে ২০১৬ ১১:৪০702040
  • ন তা কেন .... পোকিতো বামপন্থী সাব অলটার্ন পার্টিকে চোখের মণির মত রক্ষা করতে হবে
  • cm | 127.247.97.209 | ০৫ মে ২০১৬ ১১:৪১702042
  • মেদিনিপুরে যে বামাত্যাচারের গুল্প শুনি তা সত্যি হলেতো যেকোন দিন হাসতে হাসতে তৃণমূলের জেতার কথা। এসবের দরকার হচ্ছে কেন? তাহলে কি ওগুলো মূলত গুল্পই বটে?
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১১:৪১702041
  • The capacity of an automobile manufacturer with huge land area and massive infrastrcuture is being achieved in half of the space using one fourth of the manpower.
  • dc | 132.174.91.46 | ০৫ মে ২০১৬ ১১:৪৪702043
  • হ্যাঁ সুপ্রিম কোর্টের তদন্তে আরো ফ্যাক্ট বেরিয়ে আসুক এটা আমিও চাই। বেআইনি কিছু হয়েছে এই সিদ্ধান্তে এখনই পৌঁছানো যায়না, কারন ঠিক কি পরিপ্রেক্ষিতে মন্ত্রীসভা সিদ্ধান্ত নিয়েছিল এখনো জানা যায়নি। তবে টাটারা আবেদন না করাতেও মন্ত্রীসভা কোন টেকনিকাল কারন ছাড়াই যদি বাড়িয়ে থাকে তো সেটা খুবই অদ্ভুত সিদ্ধান্ত, এটার অবশ্যই তদন্ত হওয়া উচিত। সবচেয়ে অবাক লাগছে এই ফ্যাক্টটা মন্ত্রীসভা পাবলিকলি জানালো না কেন।

    যা দেখছি lcm শাঁওলি মিত্র ক্লাবের পাকা খেলোয়াড় :d
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১১:৪৯702044
  • ইয়ে, মানে, এই যে দুটো পোস্ট - এগুলো ইউএসএ-র অটোমোবাইল ইন্ডাস্ট্রি এবং চাইনিজ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি-র ওভারঅল ট্রেন্ড নিয়ে।
    শাঁওলি মিত্র নয়। আর এক্দম টাটকা তথ্য, এই ২০১৬-র।
  • sch | 132.160.114.140 | ০৫ মে ২০১৬ ১১:৫৫702046
  • PT নিশ্চয়ই জানেন কেন ৪০০ একর বাড়ানো হয়েছিল। ওনাকে জিজ্ঞেস করুন
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১১:৫৬702047
  • টাটা এক্সট্রা ৪০০ একর চেয়েছিল সাপ্লায়ার্স/ভেন্ডর-দের স্পেস দেবার জন্য।
  • dc | 132.174.91.46 | ০৫ মে ২০১৬ ১১:৫৮702048
  • শাঁওলি মিত্র ক্লাব এই কারনেই বললাম যে টাটারা সিঙ্গুরে ন্যানো কারখানা করার জন্য স্পেসিফিক কি ক্যালকুলেশানের ভিত্তিতে ৬০০ একর জমি চেয়েছিল সেটা না জেনে পাবলিক ডোমেনে অ্যাভেলেবল কয়েকটা ওভারল ট্রেন্ডের ওপর ভিত্তি করে ন্যানো প্রোজেক্টের জমির পরিমানের নিদান হাঁকাটা অর্থহীন।
  • কল্লোল | 125.185.147.150 | ০৫ মে ২০১৬ ১১:৫৯702049
  • তৃণমূলীরা গান্ডু বলে।
    ১) এসব উদ্গান্ডুর মতো ঝামেলা না করলেও তৃণমূল সরকার গড়তো। কারন তিনোদের গ্রামের দিকের সাপোর্ট বেস এখনো ভালো।
    ২) তাতে হয়তো জোট আরও দুএক শতাংশ বেশী আসন পেতো। কিন্তু ঐ যে গান্ডুমী, দেখাতে হবে "আমরাই সব" ১০০য় ১০০ পেতে হবে।
    ৩) তিনোদের ভয় আছে নিজেদের মূলোদের নিয়ে, কে যে কখন খেলে দেবে কেউ জানে না। তাই গান্ডুর মতো আরও চমকানো।
    ৪) বামাত্যাচারের ছোট-সেজ-মেজো নায়কেরাই তো এখন তিনো। তাদের বহুদিনের অভ্যাস।
  • dc | 132.174.91.46 | ০৫ মে ২০১৬ ১২:০০702050
  • আর ২০১৬ র ট্রেন্ড, বা ২০১৬ তে ন্যানো ফেল করেছে, এসব দিয়ে ২০০৮ এর কারখানার জমির নিদান হাঁকাটা অর্থহীন না, হাস্যকর।
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১২:০২702051
  • কিন্তু আমি যে লিখলাম - The land requirement for establishing new plants are diminishing sharply.
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১২:০৩702052
  • বহুদিন থেকে এই ট্রেন্ড
  • কল্লোল | 125.185.147.150 | ০৫ মে ২০১৬ ১২:০৬702054
  • ডিসি। টাটারা কোন একটা হিসাব-টিসাব করেই ৬০০ একর চেয়েছিলো। চেয়েছিলো যখন, তখন তার একটা যুক্তি টাটার কাছে নিশ্চই ছিলো। সেটা টাটারা না চাইতেই ১০০০ একর হয়ে গেলো কিসের ভিত্তিতে?
    তাহলে কি টাটাদের ৬০০একর চাওয়ার প্রজেক্ট শাঁওলি মিত্র ক্লাব করে দিয়েছিলো? আর বুদ্ধ-নিরু এক্ষপার্টেরা সেটা বুঝতে পেরেই ১০০০ একর দিতে চেয়েছিলো?
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১২:০৬702053
  • কিন্তু ন্যানো তো ২০১৬-তে ফেইল করে নি - তথ্য ঠিক হচ্ছে না।
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১২:১০702055
  • শাঁওলি মিত্র-এ প্রসঙ্গটা এলো যখন, প্রায়ই দেখি এইসব নাম আসে।
    সিঙ্গুরে আর নন্দীগ্রামে পুলিশি ঝামেলা নিয়েই লোকেদের মূল প্রতিবাদ ছিল - টাটার কারখানা বন্ধ করে দেবার কোনো প্ল্যান শুরু থেকে কারো ছিল না। সেরকম প্লান থাকলে তো কারখানা তৈরির কাজ অদ্দুর এগিয়ে যেতে পারত না। ঝামেলা শুরু হয়েছে, দুম করে সিঙ্গুরে পুলিশের লাঠিচালনার পর থেকে।
  • potke | 116.206.142.61 | ০৫ মে ২০১৬ ১২:১২702058
  • যদি ৪০০ একরে ঘাপলা থাকে( ধরুন নিরুপম সেন এমনি দিয়েছেন) তাহলে জেলে ভরো।

    তর্কটা যদি অতিরিক্ত ৪০০ একরের নেসেসিটি নিয়ে হচ্ছে যেটা টাটা চেয়েছিল সাপোসেডলি, তখন বলা হয়েছিল যে " all required parts will be manufactured/assmbled on site" যাতে লজিস্টিক কস্ট মিনিমাম থাকে এবং অপ্টিমাম রেভিনিউ মডেলে অপারেট করা যায়। গাড়ীর প্রোজেক্টেড কস্ট রাখতে ওটা জরুরী ছিল, বাকিটা টাইমিং। দুটো কন্সট্রেন্ট্স এর যে কোন একটা মিট করতে না পারলেই প্রাইস মিট করা যাবে না, এবং পারেও নি, যথারীতি প্রজেক্ট ফেল করেছে।

    এর সাথে পুষ্পক রথ বানাতে কত একর লাগবে সেই তুলনা করে লাভ নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন