এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | 208.147.160.75 | ০৫ মে ২০১৬ ১২:১২702057
  • ১২:১৫- শীতলকুচিতে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার এক তৃণমূল কর্মী।

    ১২:১৪- নাটাবাড়িতে তৃণমূলের কর্মীর সঙ্গেই দুর্ব্যবহার করলেন তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ ভেঙে ‘ভোট করাতে’ না পারায় দলীয় কর্মীকে ক্যামেরার সামনেই মারলেন রবীন্দ্রনাথ।

    ১২:১২- নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দু’টি বুথের সামনে তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দিল কেন্দ্রীয় বাহিনী।
  • dc | 132.174.91.46 | ০৫ মে ২০১৬ ১২:১৩702059
  • "টাটারা কোন একটা হিসাব-টিসাব করেই ৬০০ একর চেয়েছিলো। চেয়েছিলো যখন, তখন তার একটা যুক্তি টাটার কাছে নিশ্চই ছিলো। সেটা টাটারা না চাইতেই ১০০০ একর হয়ে গেলো কিসের ভিত্তিতে?"

    কল্লোল, একমত। টাটারা যদি যুক্তি দিয়ে, হিসেব দেখিয়ে ৬০০ একর বা ১০০০ একর চেয়ে থাকে তাহলে আমি বলবো সেই হিসেব মানার একটা স্কোপ আছে। অন্তত ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট দিয়ে সেই হিসেব রিভিউ করা যেতে পারে, সেই রিভিউআররাও যদি বলে যে হ্যাঁ ১০০০ একরের কার প্ল্যান্ট বানানোর টেকনোকমার্শিয়াল ভায়াবিলিটি আছে তাহলে সেই ডিম্যান্ড মেনে নেওয়া যেতে পারে।

    কিন্তু টাটারা চাইলো ৬০০ একর আর মন্ত্রীসভা সেটা করে দিলো ১০০০ একর, এটা একেবারে অদ্ভুত সিদ্ধান্ত। ঠিক যেমন পরে যাঁরা বলেছিলেন যে ১০০০ না, ৬০০ একরেই করতে হবে, তাঁরাও প্রায় কিছুই না জেনেই বলেছিলেন। বাইরে থেকে, ফ্যাক্ট না জেনে, এই সিদ্ধান্তগুলো নেওয়া যায়না। এখন যেমন lcm নানান ট্রেন্ড দেখিয়ে প্রমান করার চেষ্টা করছেন সিঙ্গুরের ন্যানো কারখানা ৬০০ একরে হওয়া উচিত ছিলো, অ্যাকচুয়াল হিসেব কিছু না জেনেই, এটাও একইরকম অর্থহীন। এগুলো স্রেফ হাওয়ায় তর্ক। মন্ত্রীসভার সিদ্ধান্তও একই কারনে সাসপেক্ট।
  • Manish | 127.242.168.187 | ০৫ মে ২০১৬ ১২:১৫702060
  • ১২ঃ১৪- নাটাবাড়িতে তৃণমূলের কর্মীর সঙ্গেই দুর্ব্যবহার করলেন তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ ভেঙে ‘ভোট করাতে’ না পারায় দলীয় কর্মীকে ক্যামেরার সামনেই মারলেন রবীন্দ্রনাথ।
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১২:১৬702061
  • বোঝো! টাটা-দের কারখানা তো ৬০০ একরেই, গুজরাটে সানন্দ-এ যে নিয়ে গেছে - ওখানেও ৬০০ একরেই। ওখানে অনেক জমি নিয়েছে টাতা, কিন্তু মূল কারখানা অ্যাকচুয়ালি ৬০০ একরের কমেই।
    হাওয়া তো কিছু নয়।
  • dc | 132.174.91.46 | ০৫ মে ২০১৬ ১২:২০702062
  • টাটারা তো পবতেও প্রথমে ৬০০ একর চেয়েছিল দেখা যাচ্ছে।
  • PT | 213.110.242.6 | ০৫ মে ২০১৬ ১২:২৭702063
  • "শাঁওলি মিত্র-এ প্রসঙ্গটা এলো যখন, প্রায়ই দেখি এইসব নাম আসে।"
    আমি খুব দায়িত্ব নিয়ে এই নামটি ব্যবহার করি। কি করে রাস্তার একধারে প্রয়োজনীয় যন্ত্রাংশ বানিয়ে অন্যধারে নিয়ে গিয়ে গাড়ী বানাতে হয়, শাঁওলীর সেসব মণিমুক্ত স্বকর্ণে শোনা। আসলে সেই বিপ্লবের কালে পন্ডিতদের সকল বক্তব্য কোন ফুটনোট ছাড়াই মেনে নেওয়া হত। এখন খুব এন্যালিটিকালি বিচার করা হয়.....

    তিনি তিন ফসলা জমি কাকে বলে সেই সম্পর্কেও কি যেন একটা মণিমুক্তো ছড়িয়েছিলেন........
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১২:২৮702064
  • টাটা মোটরস্‌ - এক বিশাল কোম্পানি, সফল কোম্পানি।
    কিন্তু ন্যানো এক ক্লাসিক ফেইলিওর, জমি নেওয়া থেকে শুরু করে - দ্য হোল থিং। টাটা ম্যানেজমেন্টে এ নিয়ে অসন্তোষ ছিল। রতনবাবু সেটা পরে স্বীকার করেছেন।
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১২:৩২702065
  • স্থানীয় টিভি চ্যানেলে তক্কাতক্কি পাড়ার চায়ের দোকানের মতন। কোথায় জ্ঞানগর্ভ আলোচনা হচ্ছে। যে যার মতন বলে যাচ্ছেন। আর কেই বা শোনে এদের কথা।
    সুমন দে-র আবাপ-তে প্রোগ্রাম হয় - কে এসব জিনিস সিরিয়াসলি নেয়। নিজেদের চ্যানেলে তক্কো লাগিয়ে পরে দিন নিজেদের কাগজেই খবর তৈরি করার কল - ঐ অমুকে ঐ বলেছেন, ব্লা, ব্লা, -- চাট্টি খবর তৈরি হল।
  • dc | 132.174.91.46 | ০৫ মে ২০১৬ ১২:৩৬702066
  • "কিন্তু ন্যানো এক ক্লাসিক ফেইলিওর, জমি নেওয়া থেকে শুরু করে - দ্য হোল থিং।"

    কিন্তু এই ফেলিওর তো টাটাদের ইন্টার্নাল এনভায়রনমেন্টের জন্য হয়নি, থ্রেটটা তো এসেছিল এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে। আর ন্যানো আন্দোলনের অনেকটা হয়েছিল ৪০০ একর অনিচ্ছুক টাইপের ঢ্প গিলিয়ে, আর অনেকটা হয়েছিল তিনোরা নিজেদের স্বার্থ কারখানাটা বন্ধ করার প্ল্যান করায়। এগুলোর সাথে তো বামফ্রন্ট মন্ত্রীসভার নেওয়া সিদ্ধান্তের সম্পর্ক নেই।
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১২:৪৫702068
  • বোঝো! ডিসি-র হল কি আজ !
    তাহলে গুজরাটে নিয়ে গিয়েও ফেইল করল কেন।
    রতন টাটা এ নিয়ে যে বক্তব্য রাখেন তাতে এসব বুদ্ধ/মমতা/সিঙ্গুর এসব ছিল না

    Ratan Tata: Marketing Nano as 'cheapest car' was a mistake

    Admitting that Tata Motors made a mistake in the marketing and positioning of the Nano, Mr. Tata said: "It became termed as a cheapest car by the public and, I am sorry to say, by ourselves, not by me, but the company when it was marketing it. I think that is unfortunate."
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১২:৪৯702069
  • অ্যানালিস্টরা অব্শ্য অন্য অনেক কারণ আলোচনা করেছেন --
    - দাম শস্তা রাখতে গিয়ে টেস্টিং কম্প্রোমাইজ, ফল - ইঞ্জিনে আগুন
    - কস্ট ফ্যাক্টর সবসময় খেয়াল রাখতে গিয়ে, দে হ্যাড টু কাউন্ট এভরি পেনি
    - বেশি জমি নিয়ে রাখার একটা কারণ ছিল, পার্ট্‌স্‌ বানিয়ে ভেন্ডররা যদি কাছেই থাকে তাহলে পার্ট্‌স এর শিপিং খরচটা বেঁচে যায়। ঐ জন্যে জমির চাপ।
    - ।।।
  • dc | 132.174.91.46 | ০৫ মে ২০১৬ ১২:৫৫702070
  • lcm এর লাস্ট দুটো পোস্টের সাথে সিঙ্গুর আন্দোলনের কোন সম্পর্ক নেই :d যদি না পোস্টপ্রায়োরি জাস্টিফিকেশানের ব্যাপার হয়।
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১৩:০৩702071
  • সম্পর্ক আছে। রেডিফে লিখেছিল, ২০০৮-২০০৯ এ যখন ন্যানো ফেইল করল ।

    টাটা বুঝতে পারছিল যে ঐ দামে গাড়ির কস্ট ধরে রাখা অসম্ভব হয়ে উঠছে। তার জন্য খুব অ্যাডামেন্ট ছিল ঐ পরের ৪০০ একর নিয়ে। কারণ, পার্ট্‌স-এর শিপিং খরচ বেড়ে গেলে কস্ট ধরে রাখা মুশকিল হবে। যার জন্য, ৪০০ একর নিয়ে সরকারকে চাপ। এদিকে সরকার পড়েছে মুশকিলে। এক তো এত ডেন্সলি পপুলেটেড জায়গায় ল্যান্ড অ্যাকুইজিশন পেইনফুল, তার ওপরে টাটার এই হুমকি।

    এটা যদি এক-লাখি গাড়ি না হয়ে, মাহিন্দ্রার সাত-লাখি কোনো গাড়ির ফ্যাক্টরি হত, তাহলে এই বাড়তি চাপ থাকত না।
  • mango | 190.179.40.19 | ০৫ মে ২০১৬ ১৩:০৪702072
  • বামেরা কেন টাটা দের থেকে লিখিত কোনো অনুরোধ ছাড়া extra ৪০০ একর কেন দিল সেটা প্রমান সমেত তারাই বলুক আদালতে, জনতাকে ও তো জানতে হবে । টাটারা জমি পেয়েছিল প ব সরকারের থেকে , কে সরকারে আছে সেটা দেখার দায় তাদের নেই।
    ন্যানো মার্কেটে চলেনি সেটা তো আলাদা বিষয় , গাড়ি বিক্রির ফ্যাক্টর গাড়ির কোয়ালিটি দেখনদারি মাইলেজ ।তবে সেটায় শাওলি দের ও পন্ডিত ভাবার কারণ নেই কারণ কোনো প্রোডাক্ট তৈরী কত রিসোর্স লাগবে , তা ভবিষ্যতে মার্কেটে ফেল করবে কিনা সেটা প্রেডিক্ট করার কমপিটেন্সি বুদ্ধিজীবিদের নেই ,বাংলায় আমরা এদের নিয়ে একটু বেশি নাচি। পরিবর্তনের জমানা এদের ঘোমটা খুলিয়ে খেমটা নাচিয়েছে বলে জনতার বুজি ল্যালাপনা কমেছে, লোকে বুঝেছে বুদ্ধিজীবিরা ধান্দাবাজ পরজীবী , আগের আমলেও ন্যাওটা হয়ে সরকারের ঘাড়ে চেপে খেত এই আমলেও খায় ।
  • de | 24.139.119.174 | ০৫ মে ২০১৬ ১৩:১১702073
  • যদিও দিদির চারশো আর এই ৪০০ এক নয় - তবুও এই এক্স্ট্রা ৪০০ র গপ্পোটা কোনভাবে ফাঁস হয়ে দিদির কানে গেছিলো - তারপরই দিদি সেটাকে নানাভাবে এনক্যাশ করেছেন-
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১৩:১২702074
  • পরে ইন্ডিয়ান এক্সপ্রেসে (নাকি রেডিফেই বোধহয়) বেরিয়েছিল --

    সিঙ্গুর থেকে সানন্দে সরিয়ে নেবার আরো একটা কারণ ছিল - গুজরাট গভর্নমেন্টের ইলেকট্রিসিটি সাব্সিডি বা ট্যাক্স/ডিউটি এক্সেম্পশন কিছু একটা ছিল। WBSEB বোধহয় এটা দিতে পারত না। আর, ইন্ফ্রাস্ট্রাকচারে কিছু ভর্তুকি (লোন হিসেবে) ছিল, ঐ আশেপাশের রাস্তাঘাট এসেট্রা।

    মানে বেসিক্যালি, গাড়ির দাম এক লাখের মধ্যে রাখার জন্য যেখান থেকে যতটা বাঁচানো যায়।
  • dc | 132.174.91.46 | ০৫ মে ২০১৬ ১৩:১৩702075
  • এক্স্যাক্টলি, এই সম্ভাবনাটাই আমারও মনে হয়েছে ঃ) ক্যাবিনেটের সিদ্ধান্ত কোনভাবে দিদির কানে গেছিল।
  • dc | 132.174.91.46 | ০৫ মে ২০১৬ ১৩:১৬702076
  • "সিঙ্গুর থেকে সানন্দে সরিয়ে নেবার আরো একটা কারণ ছিল " - ভুল। আন্দোলন না হলে কারখানা সরত না। আর কারখানা সরানোর ফাইনাল ডিসিশান নেওয়ার পেছনে অনুরাধা কারখানার গেটে কি একটা যেন ইনসিডেন্ট করেছিলেন (ঠিক মনে নেই), সেটার একটা বড়ো ইমপ্যাক্ট হয়েছিল।
  • বামেরা | 119.177.246.149 | ০৫ মে ২০১৬ ১৩:১৮702077
  • টাটা দের থেকে লিখিত কোনো অনুরোধ ও টেকনিকাল কারণ ছাড়া extra ৪০০ একর দিল - এ তো সাংঘাতিক খবর, যার দলিল, দস্তাবেজ, সব কিছু তো এতদিন ধরে দিদির কাছে ছিল,

    দিদি পাবলিশ করেন নি ক্যানো? আজ সুপ্রীম কোর্টে দেখাতে হচ্ছে।
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১৩:১৯702079
  • আর, টাটা এবং জমির মালিকরা সানন্দে দারুণ ডিল পেয়েছিল -

    The Gujarat Govt. offered Rs 1,200 per square metre to the farmers, four-times better than the market price.

    Tata Motors paid Rs 900/sqm to the Gujarat Government.

    তার টাটাকে আপফ্রন্ট কিস্যু পয়সা দিতে হয় নি, ঐ ২০ বছর ধরে পে-ব্যাক এরকম কিছু একটা টার্ম ছিল।
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১৩:২২702080
  • এই দেখো বলে ভুল।
    রেডিফ আর ইন্ডিয়ান এক্সপ্রেসের অ্যানালিসিস পুরো ভুল কি করে বলি। আলটিমেটলি তো এত কিছু করেও ন্যানো ঐ দামে হল না, ফেইল করল।
    সুতরাং, অ্যানালিস্টরা পুরো ভুল নয়।
  • lcm | 83.162.22.190 | ০৫ মে ২০১৬ ১৩:২৫702081
  • ধুস্‌, এমন কত আন্দোলন দেখেছে, হ্যান্ড্‌ল্‌ করেছে টাটা গোষ্ঠী। আজকের কোম্পানি নাকি।
  • dc | 132.174.91.46 | ০৫ মে ২০১৬ ১৩:৩৪702082
  • "দিদি পাবলিশ করেন নি ক্যানো? "

    এই কেঁচোটা খুঁড়তে গিয়ে আবার কি সাপ বেরোবে কেজানে! :d

    আমরা ভাবি বুদ্ধবাবু, মমতা ইত্যাদি পলিটিশিয়ানরা আমাদের সাধারন মানুষের স্বার্থ মাথায় রেখে সরকার চালনা করে। আসলে ঠিক উল্টো, এনারা যাবতীয় ডিসিশান নেন নিজেদের দলের বা ব্যাক্তির স্বার্থে। যার জন্য কোন সরকারই আগের সরকারের কুকীর্তি ফাঁস করেনা, কারন আসল ঘটনাগুলো এরা নিজেরা জানে আর দরকারে লেভারেজ করে।
  • PT | 213.110.242.6 | ০৫ মে ২০১৬ ১৩:৪০702083
  • টাটা চাইল না কিন্তু সরকার স্বতঃপ্রবৃত্ত হয়ে আরো ৪০০ একর জুড়ে দিল ৬০০-র সঙ্গে-এ বড় বিচিত্র সংবাদ। সেটা প্রমাণ করা তো তাহলে তিনো সরকারের এক মিনিটের খেল। আর এই খপরটা তিনোদের কাছে এতদিন ছিল না? এমনকি সেই বিপ্লবের কালেও এই ঘটনাটি কারো গোচরে ছিল না-এইসব বিশ্বাস করতে হবে?

    নাকি ভোটের দিন ভোর বেলায় "এই সময়" একটা হাওয়া তুলে দিল?
  • dd | 116.51.26.36 | ০৫ মে ২০১৬ ১৩:৪৪702084
  • এই ত্তো। এই ত্তো।

    এই সময়ের সাথে তিনো আর বিজেপির একটা ডীল হয়ে গ্যাছে।

    মিলেছেন, তিনি মিলেছেন।
  • dc | 233.235.198.41 | ০৫ মে ২০১৬ ১৪:০২702085
  • ডিলের মধ্যে সুপ্রিম কোর্টের নামটা বাদ দেবেন না। অবসার্ভেশানগুলো তো কোর্টের, এই সময় তো স্রেফ ছেপেছে।
  • cm | 127.247.97.150 | ০৫ মে ২০১৬ ১৪:১৯702087
  • লিঙ্ক ভুল এসেছে। ঐ টেক্ষ্ট দিয়ে সার্চ করলে সূত্র মিলিবে।
  • Manish | 127.242.168.187 | ০৫ মে ২০১৬ ১৪:৪৪702088
  • প্রতিবেদনটা ঠীকঠাক লাগলো।
    মানে এটা আমারো মনে হচ্ছে।

    http://www.epaper.ebela.in/details/499-63512305.html
  • ক বাবু | 113.227.99.128 | ০৫ মে ২০১৬ ১৪:৫৫702090
  • ছিল নির্বাচন ২০১৬ র টই, হয়ে গেল সিঙ্গুরের টাটা ন্যানো টই।
    এই টইটা ও হাইজ্যাক হয়ে গেল। ফিরে আসুন নির্বাচনে। খুলুন আরেকটা টই টাটা নিমিত্ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন