এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | 120.227.204.33 | ০৭ মে ২০১৬ ১৫:৫৬702191
  • হিউজ প্রভাব
  • PT | 213.110.242.6 | ০৭ মে ২০১৬ ১৬:০০702192
  • আমি অন্য দিক থেকে দেখছি ব্যাপারটাকে। "দু টাকা কিলো চাল,কন্যাশ্রী এ গুলোর প্রভাব" তো শুধু গ্রামে নয় শহরেও পড়বে। তাহলে শাসকদল নিজেদের বদনামের ভাগী করে ক্যামেরার সামনে রিগিং করতে যাবে কেন? মুখ্যমন্ত্রীই বা পুলিশ বা কমিশনের কড়াকড়িকে ঐরকম তীব্রভাবে আক্রমণ করবেন কেন?
  • Manish | 113.203.233.6 | ০৭ মে ২০১৬ ১৬:৫৩702194
  • তামিলনাড়ুতে সিপিএম জোট করেছে TMCর সাথে।

    Tamil Manila Congress যেটি চিদুবাবু বানিয়েছিলো।
  • Arpan | 24.195.234.89 | ০৭ মে ২০১৬ ১৮:৪২702196
  • রঞ্জনদার প্রেডিকশন মিলে গেলে আবাপ না ওনাকে সাম্মানিক ওয়েব সম্পাদকের পদ অফার করে। ;-)

    আর পিটিদার 4:00 PM পোস্টের একটা সম্ভাব্য ব্যাখ্যা তো আছেই। এখন না হয় তোলা থাক, আমার প্রেডিকশন মিললে তবে বলা যাবে।
  • PT | 213.110.242.6 | ০৭ মে ২০১৬ ২০:০৪702197
  • তবু এটা মনে রাখা দরকার যে মানুষকে যা "দেওয়া হয়" মানুষ তার চাইতেও বেশী কিছু চায় যেটা শাসক দিয়ে উঠতে পারে না। নন্দীগ্রামে শান্তি এলে কাজ চাই। সিঙ্গুরে ২ টাকা কিলো চাল পেলেও জমি ফেরত/কারখানা চাই আর সল্লেকে রাস্তা/আলো/জল পেলেও ভোট দেওয়ার অধিকার চাই।

    মানুষের এই চাওয়া ও সরকারের দেওয়াটা দুটো সাইন কার্ভ ম্যাচ করার মত হওয়া দরকার। এটা নাকি ম্যাগি থ্যাচার ভাল বুঝতেন। আর কিছু দেওয়ার নেই তো যুদ্ধ দাও..........!!

    কথা হচ্ছে যে কতক্ষণ এই দেওয়া-থোয়া করে ভোটারদের স্ববশে রাখা যাবে। কন্যাশ্রী পাওয়া মেয়েটি যদি HS পাশ করে চাকরী চায়?
  • cb | 132.170.177.196 | ০৭ মে ২০১৬ ২১:৫৮702198
  • ১৯ তারিখ যত এগিয়ে আসছে খালি মনে হচ্ছে জোট ৮০ র বেশি পাবে না :)

    কি যে হবে তার পরে কে জানে
  • PT | 213.110.242.6 | ০৭ মে ২০১৬ ২২:৩৮702199
  • পিটিয়ে পাপোষ!!
  • Ekak | 53.224.129.56 | ০৭ মে ২০১৬ ২২:৪৯702201
  • মমতা ক্ষমতায় এলেও মার খাবে তৃণ রা ।
  • PT | 213.110.242.6 | ০৭ মে ২০১৬ ২২:৫৭702202
  • সেরকম একটা কিছু হলেও হতে পারে। নবান্নের দখল নেবে তিনোরা আর রাস্তার দখল নেবে বিরোধীরা-অন্ততঃ ২০১৯ পর্যন্ত।
  • Ekak | 53.224.129.56 | ০৭ মে ২০১৬ ২৩:০৯702203
  • "বিরোধী" রা নয় । এইখানেই সাদা -কালো করে ফ্যালেন । যে অপরাধীরা সিপুএম এর আমলে শক্তি বাড়িয়েছিল তাদের একটা বড় অংশ মমতার কৃপা পায়নি । এরা পুরো এন্টারপ্রেনীয়রাল । কে ক্ষমতায় থাকলো এদের যায় আসেনা । এরা বুঝে গ্যাছে যে মমতার দলের রিক্রুট অপরাধীদের পাল্টা মার দেওয়ার ক্ষমতা কম । ওরা বাচ্চাদের -মেয়েদের হেনস্থা করতেই পারে শুধু । কাজেই এরা আবার নিজেদের ক্ষমতায় ফিরে আসার জন্যে খুন করবে । ওপরে মমতা থাকলেও । মমতার এতে কোনো ক্ষতি ও নেই। কিছু দুর্বল মেম্বার মরে কিছু সবল মেম্বার পাবে । কিন্তু এই প্রসেস টা ধীরে ধীরে শুরু হচ্ছে । রেসাল্ট বেরোলে পূর্ণ রূপ নেবে । বরং জোট ক্ষমতায় এলে পুরনো অপরাধীদের আগের পোস্ট এন্ড রানক এ পুনর্বহাল করলে , খুনোখুনি একটু কম হতে পারে । মমতা এলে তো ডেফিনিটলি হবে । কাগজে বেরোবে রাজনৈতিক হত্যা । একচুয়ালি রাজনীতি না ছাতার মাথা । এটা পুরনো ডন দের জমি দখলের লড়াই ।
  • PM | 233.223.159.253 | ০৭ মে ২০১৬ ২৩:২৩702204
  • এককের এসব বক্তব্য হলো আউট অফ দা বক্স চিন্তা বাবনার নেট প্রাকটিস। কোনো যুক্তি নেই, তথ্য নেই---- শুধুই লল্পনা শক্তির ইলাস্টিসিটি টেস্ট করা ঃ) বুঝে যাবার পরে আর সে রকম গুরুত্ব দিই না ঃ)
  • PT | 213.110.242.6 | ০৭ মে ২০১৬ ২৩:৩৩702205
  • "যে অপরাধীরা সিপুএম এর আমলে শক্তি বাড়িয়েছিল তাদের একটা বড় অংশ মমতার কৃপা পায়নি ।"
    যাচ্চলে! এই যে শুনছি গত ৫ বছর ধরে যে সিপিএমের সব গুন্ডারা তিনোতে গিয়ে হাজির হয়েছে? এতো দেকছি নতুন তত্ব!! এমনকি লক্ষণ শেঠকেও নাকি তিনোরা তোল্লাই দিছে ভোট ভাঙানোর জন্য!!
  • Ekak | 53.224.129.56 | ০৭ মে ২০১৬ ২৩:৪২702206
  • ধুর সবাই আবার দিক পাল্টাতে পারে নাকি । পাওয়ার সেন্টার সরলে ফ্রেশার দের গুরুত্ব বারে কারণ তাদের আগের প্রতি কমিটমেন্ট কম । তৃণ তে প্রচুর সিপুএম এর অপরাধী ঢুকেছে কিন্তু তারা বেশিরভাগ সিপুএম এই নতুন জয়েন করেছিল । মাত্র ৩-৪ ইয়ার্স এক্সপিরিয়েন্স দেখিয়ে জাম্প করেছে । পুরনো লোক , বিশেষ করে ম্যানেজার গোষ্টি চান্স পায়নি সেরকম । মমতা ম্যানেজার দের কম রিক্রুট করে কারণ তাদের চে নিজের ওপর বিশ্বাস বেশি । এই লোকগুলো ছেড়ে দেবে নাকি । সবাই ফিরে আসবে । এরা এখন অনেকে নিজের অপরাধ স্টার্ট আপ ও খুলে ফেলেছে । আগেও বলেছি এটা তৃণ সিপিএম মারপিট না । মাঝের কয়েক বছরের স্যাম্পল দের সরিয়ে পুরনো স্যাম্পল দের উঠে আসার লড়াই । বারংবার ওই তৃণ -সিপুএম লাইনে ভাবলে মিলবেনা । ইন ফ্যাক্ট এগুলো পরস্পর মারামারি করে মরাই ভালো । তবে ঝন্ঝাতে মাঝখানের কিছু সাধারণ সিভিলিয়ানের প্রাণ গেলে খারাপ ।
  • Ekak | 53.224.129.56 | ০৭ মে ২০১৬ ২৩:৪৭702207
  • শুধু কমিটমেন্ট কম বলে নয় , লেস এক্সপিরিয়েন্স রা ফিল্ডে কাজ করে বেশি আর বিলিং কস্ট লো । সেম কাজ করাতে একজন ১৫ বছরের পুরনো খুনি কে যে মাল্লু বখরা দিতে হবে , একটা ৫ বছর কে অনেক অনেক কম । কিন্তু কাটবে তো সেই গলার নলি :) সব জায়গাতেই এক হিসেব চলে ।
  • Ekak | 53.224.129.56 | ০৭ মে ২০১৬ ২৩:৪৯702208
  • সিপুএম শেষ পাঁচ বছরে গুন্ডা রিক্রুটমেন্ট এ টিসিএস হয়ে গেসলো । এখনকার তিনো গুন্ডা দের বেশিরভাগ তারাই ।
  • Robur Chesta | 11.39.39.243 | ০৮ মে ২০১৬ ০০:০৪702209
  • সাধারণ সিভিলিয়ান বলে কিচু হয়না । সবটাই মার্কেত ড্রিভেন । মার্কেতে ডিমান্দ থাকলে সিভিলিয়ান থাকবে, নইলে থাকবে না । ঐ ভাবে ওপোর থেকে ভাবলে হবে না। পুরো ব্যাপারটা ছড়িয়ে দিতে হবা । অন্ধকার বাড়িতে একা থাকতে থাকতে থাপ্পড় খেলে যে রকম মুখের ভেতরটা বালি বালি লাগে সেরকম ভয় পেতে হবা । মাও আর ঘেউ এর মধ্যে যে বেশি ন্যাজ নাড়াবে মার্কেত অতোমেতিকালি তাকেই নেবে । একমাত্র মার্কেট ফ্রি করে দিলেই পুরোটা বোঝা যাবে । তখন ঐ সাইকেলটাই আবার ঘুরে ঘুরে হবা। সিপুয়েমের মত একটা সেন্ট্রালি কন্ট্রোলড দলকে মার্কেতে ছেড়ে দিতে হবা । খুবলিয়ে খাক। তখুন বোঝা ঝ্হাবে কে সাদাকালো আর কে সিভিলিয়ান।
  • Ekak | 53.224.129.56 | ০৮ মে ২০১৬ ০০:১৩702210
  • মার্কেট ড্রিভেন ই তো । মার্কেট এ এখন প্রডাক্ট হচ্ছে অপরাধ । পব তে ইন্দাস্ত্রী নেই মানে কাঁচা টাকা নেই এমন আদৌ নয় । শহরতলি ছাড়িয়ে মাথা তুলছে হাইরাইস । পব র সার্ভিস ইন্দাস্ত্রী হলো অপরাধ । রাজনীতি প্রথমে অপরাধের সাহায্য নেয়। একটা সময় গিয়ে সেন্ট্রাল পাওআর টলমল হলেই অপরাধ নিজে একটা ইন্দাস্ত্রী হিসেবে গড়ে ওঠে । পব সেই জায়গাতেই দাঁড়িয়ে । সিপুএম এর হাই রিক্রুটমেন্ট পাওয়ার ছিল । প্রচুর ফ্রেশার এবসর্ব করেছিল । গুচ্ছ গুচ্ছ ম্যানেজার পুষেছিল । একটা ভবিষ্যত বাজার তখনি তৈরী হয়েছে । এখন আগামী পাঁচ বছর এদের কামরাকামরি চলবে । সাধারণ সিভিলিয়ান মানে অন্য স্ট্রিম এর নন শাইনিং জনতা আর কি । যারা ক্রিমিনাল মার্কেট বুম এর তখনি সুযোগ নিতে পারেনি আর এখন তো কাম্রাকাম্রির বাজার :)
  • Ekak | 53.224.129.56 | ০৮ মে ২০১৬ ০০:১৭702212
  • Robur Chesta প্রথমবার পড়ে হাঙ্গেরির দিকে কোনো জায়গার নাম ভেবেছিলুম :|
  • ???? | 99.87.178.253 | ০৮ মে ২০১৬ ০২:১৬702213
  • *****
    Name: Manish

    IP Address : 113.203.233.6 (*) Date:07 May 2016 -- 04:53 PM

    তামিলনাড়ুতে সিপিএম জোট করেছে টর সাথে।

    Tamil Manila Congress যেটি চিদুবাবু বানিয়েছিলো। x

    জি কে মুপানর
  • S | 108.127.180.11 | ০৮ মে ২০১৬ ০৩:৪৭702214
  • একক বাবু উইকেন্ড এলেই দেখেছি কিসব লিখতে শুরু করেন। ব্যাঙ্গালুরুতেও আজকাল ওসব জিনিস পাওয়া যাচ্ছে নাকি?
  • dd | ০৮ মে ২০১৬ ০৭:৫৯702216
  • আচ্ছা এইবারে কোনো চ্যানেল এগজিট পোল দিবে না?
  • PT | 213.110.242.21 | ০৮ মে ২০১৬ ০৮:৫৫702217
  • বোধহয় ১৬ তারিখ বা তার পরে।
  • lcm | 83.162.22.190 | ০৮ মে ২০১৬ ০৯:০৪702218
  • এক্সিট পোল - মানে, ভোট দিয়ে বুথ থেকে বেরিয়ে আসার ঠিক পরে পরেই লোকজনকে জিজ্ঞাসাবাদ করে আঁচ পাওয়া কাকে ভোট দিয়েছে - ঠিকঠাক স্যাম্পলিং হলে এই পোলের ফলাফল আসল রেজাল্টের কাছাকাছি কিছু হতে পারে।

    আচ্ছা, আগের নির্বাচনগুলোতে (রাজ্য এবং দেশ) এক্সিট পোলের প্রেডিকশন কি মিলেছে?
  • Arpan | 24.195.225.243 | ০৮ মে ২০১৬ ০৯:১৫702219
  • সব সময় মেলেনি। যেমন দিল্লির বিধানসভা নির্বাচন।
  • de | 24.97.56.157 | ০৮ মে ২০১৬ ১০:২১702220
  • রঞ্জনদার প্রেডিকশন মিললে আমি কলকাতায় গিয়ে রঞ্জনদাকে বার্বিকিউতে খাওয়াবো ঃ)) -
  • PM | 233.223.159.109 | ০৮ মে ২০১৬ ১০:২৫702221
  • আম্মো শেয়ার করবো দে-র কস্ট ঃ) কল্লোলদা ৪ জুলাই কলকাতা আস্ছেন
  • cm | 127.247.96.42 | ০৮ মে ২০১৬ ১০:৪১702223
  • রঞ্জনদাকে খাওয়াবার লাইন পরে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন