এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রিয় কবিতা

    Riju
    অন্যান্য | ১৮ জুলাই ২০০৬ | ৩৯৮০৯ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 122.252.231.12 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩১633186
  • We read napalm and imagine napalm.
    Since we cannot imagine napalm
    We read about napalm until
    by napalm we can imagine more.
    Now we protest against napalm.

    After breakfast, silent,
    we see on photographs what napalm can do.
    We show each other coarse screen prints
    And say: there you are, napalm.
    They do that with napalm.

    Soon there’ll be cheap picture books
    With better photographs
    which will show more clearly
    what napalm can do.

    We bite our nails and write protests.
    But, we read, there are
    worse things than napalm.
    Quickly we protest against worse things.

    Our well-founded protests, which at any time
    we may compose, fold, stamp, mount up.
    Impotence, tried out on rubber facades.
    Impotence puts records on: impotent songs.
    Powerless, with a guitar.
    But outside, finely meshed
    And calm, power has its way.


    - "Powerless, with a guitar"/Gunther Grass
  • ranjan roy | 122.168.211.104 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৪633187
  • অর্পন,
    ""যোগসূত্র'' বলে একটি প্রবন্ধের বেশ ভালো ম্যাগাজিন, ইদানীং বন্ধ হয়ে গেছে।রাঘব বন্দ্যো ও ওর শ্যালক বিনয় ঘোষ চালাতো। তাতে দশ বছর আগে কোন সংখ্যায় পোমো কবিতা , ডি-কনস্ট্রাক্‌শন এইসব আলোচনার পর উদাহরণ হিসেবে উৎপল কুমার বসুর বেশ কিছু কবিতা ও সাক্ষাৎকার ছিল। কবিতা ভালো লেগেছিল।কিন্তু ওদের বক্তব্য কিসস্যু বুঝিনি। তুমি পড়েছিলে কি?
  • Arpan | 122.252.231.12 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:০৬633188
  • এই না মাইরি, ওসব কিছু বুঝি না, রঞ্জনদা। এইবার দেখছি এইখানে আসা বন্ধ করতে হবে। :(

    তবে আপনার কাছে থাকলে পড়তে আগ্রহী। এই বুড়ো বয়সেও।
  • Sudipta | 115.184.220.150 | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪১633189
  • জন্মভূমি আজ - বীরেন্দ্র চট্টোপাধ্যায়
    -----------------------------------------
    একবার মাটির দিকে তাকাও
    একবার মানুষের দিকে।

    এখনো রাত শেষ হয় নি;
    অন্ধকার এখনো তোমার বুকের ওপর
    কঠিণ পাথরের মত, তুমি নি:শ্বাস নিতে পারছ না।
    মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ
    এখনো বাঘের মত থাবা উঁচিয়ে বসে আছে।
    তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও
    আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও
    তুমি ভয় পাও নি।

    মাটি তো আগুনের মত হবেই
    যদি তুমি ফসল ফলাতে না জানো
    যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও
    তোমার স্বদেশ তাহলে মরুভূমি।
    যে মানুষ গান গাইতে জানে না
    যখন প্রলয় আসে, সে বোবা ও অন্ধ হয়ে যায়।
    তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে,
    তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়।
  • Sudipta | 115.184.220.150 | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৪633190
  • সেই কবিতাটা - জয় গোস্বামী
    --------------------------------
    সেই কবিতাটা বজ্জাত। সংশোধন করার জন্যে যেই না
    কবিতাটার
    একটা জায়গা কেটেছি, অমনি সেই ফাঁক দিয়ে একটা গাছ
    ডাল বাড়িয়ে দিয়ে বলল। 'কী রে, আম কুড়োতে যাবি না?'
    আর একটা জায়গা কাটতেই সেখান থেকে একটা মেয়ে
    মুখ বার করে বলল, 'আমি কিন্তু কিছু জানি না!
    বিকেলে আমি জামা কিনতে যাবো ই যাবো!'
    আমি ভয় পেয়ে গিয়ে একটা স্পেস দিলাম। কোনোমতে
    কয়েক চরণ এগোতে-না-এগোতেই দেখি আমাকে কিছু
    না জানিয়েই নিচের স্তবক থেকে ওপরের স্ট্যাঞ্জায়
    লতিয়ে উঠেছে লাউলতা পুঁই লতা মাধবীলতা-ও।
    ওপরের থেকে ঝরে পড়ছে ঝুপ ঝুপ সাদা লেবু ফুল,
    গন্ধে মাথা ঘুরে যাচ্ছে। তাড়াতাড়ি নিচের স্তবকের ও
    দুটো শব্দ কাটতেই সেখানে একটা জানলা ফুটে গেল।
    জানলার বাইরে মাঠ আর মেঘ ফুটল।
    মেঘে ফুটে গেল তারা।
    এদিকে, বুকুনের জন্যে আনা তুলোর তৈরী তিনটে ভালুক ছানা
    জ্যান্ত হয়ে জানলা দিয়ে নেমে চলে যেতে থাকল মাঠের
    দিকে,
    এই রে। এক্ষুনি তো বুকুন ওদের খুঁজে না পেয়ে মহা অনর্থ
    করবে!
    ভয় পেয়ে আমি কারেকশন বন্ধ করে কবিতাটা
    যেমনকেতেমনই রেখে দিলাম টেবিলে।রেখে স্নান করতে
    গেলাম।
    এসে দেখি ততক্ষণে ভালুকছানারা ফিরে এসে, কবিতাটার
    মধ্যে
    একটা কাঠের বাড়ি বানাতে শুরু করেছে। মেয়েটা নতুন জামা পরে
    দৌড়চ্ছে আমগাছতলায়। আর কবিতাটার একদিকে একটা
    মাটির দাওয়া বেরিয়ে এসেছে, সেখানে তিন ছেলেকে
    ভাত দিচ্ছেন মা, আর বাঁ দিকে দাঁড়িয়ে গেছে ভাঙ্গা
    পাঁচিল,
    পোড়ো বাগান- সেখান থেকে এগিয়ে আসা লেবু ফুল আর
    ঝুমকো ফুল,
    লাউলতা আর মাধবীলতা, কাঁটাবন আর গোলাপবন,
    আরো কী কী সব নাম না জানা গাছপাতায়
    কবিতাটা আড়াল হয়ে গেছে একেবারে...

    তা যাক গে। সেই বজ্জাত কবিতাটা তো আর আমি
    আপনাদের শোনাতে যাচ্ছি না!
    ------------------------------------------------------------

    ভাবনা এত সুন্দর হতে পারে!
  • b | 203.199.255.110 | ১৭ নভেম্বর ২০০৯ ১২:০০633191
  • আসলে, কেউ বড়ো হয় না, বড়োর মত দেখায়,
    নকলে আর আসলে তাকে বড়োর মত দেখায়
    গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কত ছোটো,
    সোনার তাল তাংড়ে ধরে পেয়েছো ধূলিমুঠো।

    ভালবাসার দীঘিতে কত করেছো অবগাহন
    পেয়েছ সুখ দু:খ আর ছলে ভোলানো দাহ
    পুড়েছো বনে মালার মতো, যাওনি তবু ছেড়ে
    যতক্ষণ স্মৃতি আড়াল নিয়েছে তাকে কেড়ে।

    আসলে তুমি ক্ষুদ্র ছোটো, ফুলের মতো বাগানে ফোটো
    বিরহে যদি দাঁড়িয়ে ওঠো, ভূতের মতো দেখায়!
    গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কত ছোটো।
  • Bratin | 125.18.17.16 | ১৭ নভেম্বর ২০০৯ ১২:০৪633192
  • 'হঠাৎ দেখা' - রবি ঠাকুর.....
  • san | 170.252.160.1 | ২০ নভেম্বর ২০০৯ ১৩:৪৩633193
  • 'আমার হল না তবু ছুটি
    দুলে ওঠে মোরগের ঝুঁটি
    বেলা গেল, বুকে রক্তপাত
    বাগানে কী ধরেছিলে হাত -

    বাগানে কী ধরেছিলে হাত !'

    শক্তি চট্টো। দয়া করে কেউ পুরোটা টুকে দ্যান।
  • san | 170.252.160.1 | ২০ নভেম্বর ২০০৯ ১৩:৫১633194
  • হাওয়া বয় শন শন
    তারারা কাঁপে,
    হৃদয়ে কি জং ধরে
    পুরোন খাপে !

    কার চুল এলোমেলো
    কি বা তাতে এল গেল -
    কার চোখে কত জল
    কে বা তা মাপে !

    দিনগুলি কুড়োতে
    কত কি তো হারালো,
    ব্যথা কই সে ফলা-র
    বিঁধেছে যা ধারালো -

    হাওয়া বয় শন শন
    তারারা কাঁপে,
    জেনে কী বা প্রয়োজন
    অনেক দূরের বন
    রাঙা হল কুসুমে, না
    বহ্নিতাপে !
    হৃদয় মরচে ধরা
    পুরোন খাপে

    -প্রেমেন্দ্র মিত্র
  • i | 124.168.170.176 | ২০ নভেম্বর ২০০৯ ১৪:৫৯633196
  • যবে হাত ধরেছিলে হাতে
    এ-প্রাণ ভরেছে অকস্মাতে
    সকল বিস্ময়
    তখনই তো ধ্বংসের সময়,
    তখনই তো নির্মাণের জয়।

    তোমার হাতের মাঝে আছে পর্যটন-
    একথা কি খুশি করে মন?
    একথা কি দেশ ঘুরে আসে
    স্মরণীয় বসন্তবাতাসে!

    এবার হলো না তবু ছুটি
    দুলে ওঠে মোরগের ঝুঁটি
    বেলা গেলো - বুকে রক্তপাত

    বাগানে কি ধরেছিলে হাত
    বাগানে কি ধরেছিলে হাত?
  • san | 170.252.160.1 | ২০ নভেম্বর ২০০৯ ১৫:০৫633197
  • আইদি, অনেক ধন্যবাদ।
  • Arijit | 61.95.144.122 | ২০ নভেম্বর ২০০৯ ১৫:১০633198
  • আহা - ওই মাটির দিকে তাকাও-টা বড়ই প্রিয় কবিতা। "হাওয়া বয় শন্‌শন্‌' শুনেছিলুম শম্ভু মিত্রের গলায়। "মধুবংশীর গলি' আমার আরেকটা প্রিয় কবিতা - শম্ভু মিত্রের আবৃত্তি শোনার পর থেকেই। কিন্তু ওটা কে টাইপ করবে - পেল্লায় বড়...
  • r | 198.96.180.245 | ২০ নভেম্বর ২০০৯ ১৫:৩২633199
  • বীরেনবাবু এই জমানায় বেঁচে থাকলে লিখতেন-

    একবার মাটির দিকে তাকাও
    একবার মানুষের দিকে
    কিন্তু মায়ের দিকে একবার নয়,
    বারবার তাকিও -
    নইলে বাংলা জ্বলে যাবে। ;-)
  • dd | 122.167.47.96 | ২০ নভেম্বর ২০০৯ ১৬:৪৯633200
  • সুনীলদা (হলে) লিখতেন

    কেউ কথা রাখেনা, কেউ চোখে দেখে না
    মা চেয়ে আছে যেনো মায়ের মতন।
    মাটী এক মানুষ, মানুষই তো মাটী।

    মা টি কিন্তু মাটী নয়, একটু ম্যাটম্যাটে।
    একটু ছেঁড়াখোঁড়া।
    কিন্তু মানুষের গন্ধে ম' ম'।

  • r | 198.96.180.245 | ২০ নভেম্বর ২০০৯ ১৬:৫৪633201
  • ঠাকুরের মত শোনাচ্চে। :-)
  • dukhe | 122.160.114.84 | ২০ নভেম্বর ২০০৯ ১৬:৫৫633202
  • দলিল

    কাউকে যা বলিনি আমি তোর কাছে লিখে রেখে যাই
    এতদিন যা পেরেছি কিছুটা সঞ্চয় তোর নামে রয়ে গেল
    কালো বাক্সটায় পাবি একটা ছোট সোনালি পালক
    মানিব্যাগে পাবি একটা সূর্যমুখী ফুলের বোতাম,
    জামার পকেটে আছে আমার আঁকা মন্ত্রপূত ছবি, তোর ছবি

    বাদামি রঙের কৌটো পেয়ে যাবি ড্ররে, বাঁ-পাশে ।
    ওতে আছে তোর গন্ধ ছোটবেলাকার
    তোর আমার ছবিও কিছু পাবি অ্যালবামে
    এ ছাড়া এল আই সি দু’টো – এখনও অনেক দেরি
    মাধ্যমিক নাগাদ

    আর আমার কিছু নেই, শুধু ঐ অ্যাকাউণ্টে আছে
    রাশিরাশি দূর্বা আর রাশিরাশি ধান

    - প্রসূন ভৌমিক

  • tkn | 122.162.42.221 | ২০ নভেম্বর ২০০৯ ২০:৩৩633203
  • সহজভাবে পড়তে আসি
    দরাজ পাঁচিল, রোদের চিকন
    হালকা সেসব শব্দ, তবু
    তোমরা বল দেওয়াল লিখন

    সহজভাবে দেখতে আসি
    টুকরো কাপড়, রঙের মজা
    হাওয়ায় কেমন দিব্যি ওড়ে,
    তোমরা বল জয়ধ্বজা

    সহজভাবে শুনতে আসি
    ভালই লাগে আমারও গান
    সুরের যত রকমসকম -
    তোমরা বল দাবি, স্লোগান

    সহজভাবে হাঁটতে আসি
    আলগা পায়ে আলতো হোঁচট
    পথের ধারে খোলামকুচি
    তোমরা বল বিরুদ্ধজোট

    এসব যদি সহজ না হয়
    সহজ তবে বলব কাকে?
    তার চাইতে তোমরা বরং
    জটিল করে দাও আমাকে।

    - শ্রীজাত
  • aranya | 192.128.133.68 | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০১633204
  • 'মাটির দিকে তাকাও'-বীরেন চক্কোত্তি - আহা আমারো ভীষণ প্রিয় যে। তার সাথে প্রেমেনের "হাওয়া বয় শন শন', শক্তির 'বাগানে কি ধরেছিলে হাত' - কি সব পদ্য তুলেছে লোকজন - আজ আর কাজ করব কি করে..
  • SB | 59.93.199.194 | ২১ নভেম্বর ২০০৯ ০০:২০633205
  • এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
    এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।

    মিছিলের সব হাত
    কন্ঠ
    পা এক নয়।
    সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে,
    কেউ আসে রাজপথে সাজাতে সংসার
    কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার।

    শ্বাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে
    অবশ্য আসতে হয় মাঝে মধ্যে
    অস্তিত্বের প্রগাঢ় আহবানে,
    কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে।

    কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনী হতে হয়।
    যদি কেউ ভালোবেসে খুনী হতে চান
    তাই হয়ে যান
    উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়।

    এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
    এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।

    (নিষিদ্ধ সম্পাদকীয় - হেলাল হাফিজ)
  • Monkhushi | 98.221.52.119 | ২১ নভেম্বর ২০০৯ ০০:৩০633207
  • দারুন লাগে শ্রীজাত র কবিতা। নতুন কবিদের মধ্যে অন্যতম।
  • Monkhushi | 98.221.52.119 | ২১ নভেম্বর ২০০৯ ০০:৩৪633208
  • তস লিমার কিছু কবিতা খুব সহজ আর সুন্দর। পড়েছ নাকি কেউ?
  • SB | 59.93.199.194 | ২১ নভেম্বর ২০০৯ ০০:৪৫633209
  • নীল পাহাড়ের দেশে - ১০

    বারান্দাতে
    ঝিমোচ্চিলাম
    বুকের ভিতর
    নিঝুম দুপুর
    হঠাত শুনি
    আমরা এলাম:
    টাপুর টুপুর
    টাপুর টুপুর ...

    নীল পাহাড়ের দেশে - ১৪

    নীল পাহাড়ী
    লাল পলাশ
    বোবাকে তুই
    কথা বলাশ ...

    নীল পাহাড়ের দেশে - ১৮

    আকাশে চাঁদ
    টলছে
    নদীতে চাঁদ
    টলছে
    আমি সোজাই হাঁটছি
    তবু
    লোকে মাতাল
    বলছে ...

    (বিপুল চক্রবরতি)
  • aranya | 98.221.52.119 | ২১ নভেম্বর ২০০৯ ০৯:৫১633210
  • বাংলার ধনুকের ছিলায়, ছিলায় যত টান
    তীরের ফলায় তবু বিষ নয়, লালনের গান।
    সে গানে বিদ্ধ বুক, দু চোখে অশ্রু ছলোছলো
    এ যদি আমার দেশ নয়, তবে কার দেশ বলো -

    - কবীর সুমন
  • SB | 59.93.162.213 | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৫৬633211
  • যখন দুর্দিন ঘনিয়ে আসে
    তখন মাথা ঠান্ডা রাখাই সবচেয়ে জরুরী কাজ।

    যাঁদের মুখে সব সময় কথার খই ফোটে
    তাঁদের দরকার তখন কিছুদিনের জন্যে বাকসংযম অভ্যাস করা।

    দুর্দিন আসছে, এই খবরটুকু যাঁদের কানে পৌঁছে দেওয়ার মানুষ ছিল না,
    তাঁরা কবি, অধ্যাপক, রাজনীতির পন্ডিত অথবা নেতা যা-ই হোন না কেন,
    তাঁদের উচিত এখনও কিছুদিন নিজেদের ভাবনাগুলিকে যাচাই
    করে নেওয়া।

    দুর্দিন কখনও চিরকাল থাকে না,
    এ কথাটাও আমাদের সমানভাবে মনে রাখা দরকার।
    নইলে সামনের অন্ধকার আমাদের ঘাড়ে এমনভাবে চেপে বসবে
    যাতে রাস্তা হাঁটাই হবে কঠিন থেকে কঠিনতর সমস্যা।

    দুর্দিনে আমরা নিশ্চয় যে-যার ঘরে ব'সে থাকবো না
    শুভ ও অশুভের লড়াইয়ে তখনও আমাদের কাজ থেকেই যাবে!
    কেউ কেউ আমাদের ছেড়ে চ'লে যাবেন, ভিন্ন আদর্শের কথা ব'লে;
    অথবা নীরবে -- যাঁর যেমন রুচি ও অভ্যাস!

    আর তখনই আমরা পৃথিবীকে আরেকটু বে'শি ক'রে চিনতে পারবো;
    বুঝতে পারবো, কোথায় আমাদের সত্যিকারের শক্তি,
    আর কোথায় আমাদের দুর্বলতা।

    (৩০ ডিসেমবর, ১৯৮৪)

    (দুর্দিন চিরকাল থাকে না ~ বীরেন্দ্র চট্টোপাধ্যায় )
  • pinaki | 131.151.102.250 | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:১২633212
  • এটা পুরো পোবোন্ধো টাইপ।
  • san | 123.201.53.3 | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:২৯633213
  • যে অঙ্ক বুঝিনি

    যে অঙ্ক বুঝিনি তার কাছে এসে সব শিক্ষা নিষ্ফল হয়েছে।

    শিক্ষিকার চোখে সেই অঙ্কটির দ্রবীভূত ছায়া
    উজ্বল, রহস্যময় - লক্ষ করে ম্লানমুখে বেরিয়ে এসেছি।

    এরপর বহুদিন মেধার সীমান্তে এই পায়চারি, ক্ষোভ, দীর্ঘশ্বাস,
    অলীক জেনেও,নৈশ অজ্ঞতার গোপন পাচার
    ওপারে, শূন্যের দিকে, যদি কোন হাসি ফিরে আসে।
    মূলত সমস্ত দিন, পরবর্তী সমস্ত জীবন
    চায়ের দোকানে বসে আছি। শুধু তাঁর প্রতীক্ষায়,
    সেই শিক্ষিকার, যাঁর চোখে -
    আমার বালকমুখ এবং সে অঙ্কটির দ্রবীভূত ছায়া
    একসঙ্গে ফুটে উঠেছিল।

    কিন্তু তাঁকে আমি আর দেখিনি কখনও।
    যখনই নিয়েছি খোঁজ, জেনেছি যে,
    তিনি নেই, ব্যক্তিগত গ্রীষ্মের ছুটিতে
    সন্তানের হাত ধরে অজ্ঞাত সমুদ্রতীরে বেড়াতে গেছেন।

    গ্রীষ্মের ছুটি-ও আমি এর ফলে, কখনও বুঝিনি।

    -রণজিৎ দাশ
  • r | 125.18.104.1 | ২৪ নভেম্বর ২০০৯ ১৪:৫২633214
  • dukhe | 122.160.114.84 | ২৭ নভেম্বর ২০০৯ ১০:২২633215
  • কেউ যায় অন্ধকারে, কেউ যায় ছায়ার মতন
    লণ্ঠন যেখানে শেষ শিশুদের পাঠে নেই মন
    শুধু কলরব আছে ।

    কলরব কাছে আছে তাই
    সন্ধ্যাবেলা ঘরের দাওয়ায়
    সুখে বসে কথা কয় গুটিকয় আত্মীয়স্বজন

    -বিশ্বদেব মুখোপাধ্যায়
  • dukhe | 122.160.114.84 | ২৭ নভেম্বর ২০০৯ ১০:৩৫633216
  • লিখি ললাট
    লিখি আনন্দধ্বনি । লিখি এই মৃত্যু আমাদের নয়
    তুমি আছো কোথাও না কোথাও

    দেখা না দিলেও তুমি আছো
    শিশিরভেজা এ আশ্বিনে

    -নির্মল হালদার
  • dukhe | 117.194.231.6 | ২৮ নভেম্বর ২০০৯ ১০:০৯633218
  • কয়েকজন বাতিল দেবতা দেবদেবী
    আমার সঙ্গেই কোনও অন্তিম বাসের খোঁজে
    বটতলায় দাঁড়িয়ে ছিলেন
    কারও চুল আছে কোনও মুখ নেই
    বুকের পাঁজর খড়ের
    ইঁদুর যথেষ্ট রয়েছে শুধু
    গণেশটি উধাও
    সুউচ্চ কুচের নারকেল থালায় কোনও
    মাটি নেই কটি নেই সীমান্তের পাটি নেই
    হাতের ভঙ্গিমা শুধু ফুল নেই ফল নেই
    গদা শঙ্খ চক্র নেই ত্রিশূল খাঁড়া না
    বরাভয় মুদ্রাটি কেবল
    সবার সমান আছে
    বাস থামানোর জন্য
    রেশন কার্ডের জন্য
    জ্বালানী তেলের জন্য
    শীতের কাঁথার জন্য
    জাতীয় দলের জন্য

    -সুমন্ত মুখোপাধ্যায়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন