এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিপদে মোরে রক্ষা কর ....... মানে 'আত্মরক্ষা'

    কেলো
    অন্যান্য | ১২ আগস্ট ২০১২ | ১২০৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | 209.7.156.129 | ২০ আগস্ট ২০১২ ১৬:৫৩570927
  • আজ পারলে গপ্পো শেষ করার চেষ্টা করব।
  • kumu | 132.160.159.184 | ২০ আগস্ট ২০১২ ১৭:০১570928
  • নিশ্বাস নিতে পারার উপকারিতা সবচেয়ে ভাল জানে asthamaর রোগীরা।
  • de | 130.62.161.164 | ২০ আগস্ট ২০১২ ১৯:৫৫570929
  • কেলোদাদা আর ফোর্জির গপ্পের জন্য বসে আছি!
  • nina | 78.34.167.250 | ২১ আগস্ট ২০১২ ০৬:২৯570930
  • আম্মো !!!!
  • 4z | 109.227.143.99 | ২১ আগস্ট ২০১২ ০৭:০৭570931
  • এরপর আর কী? যত বেশি ট্রেনিং পেতে লাগলাম, নিজের ওপর ভরসা তত বাড়তে লাগল। বাড়ি থেকে একা বেরনো শুরু করলাম। প্রথমে পাড়ার দোকান, তারপর ইস্কুল (যদিও জানতাম কেউ না কেউ দুর থেকে নজর রাখছে। বাবা মেয়েকে প্রাণে ধরে একা ছাড়তে পারে নি)। বাড়িতে একজন স্যার পড়াতে আসতেন, সুযোগ পেয়ে ভুতের রূপ ধরতে গেছিলেন। না, এবারে আর বন্ধুর সাহায্য লাগে নি। নিজেই প্রচন্ড ঘেন্নার সঙ্গে হাত মুচড়ে ধরে বলেছিলাম আর না। নিজের মধ্যে তখন একটা অন্য রকম অ্যাগ্রেসন এসে গেছিল। আমি বুঝে গেছিলাম এখন আর আমাকে কেউ ভয় দেখাতে পারবে না। পড়াশুনোয় লাস্টের দিক থেকে ফার্স্ট হওয়া পার্টি ছিলাম, সব এনার্জী দিয়ে দিয়েছিলাম আমার ভালোবাসাকে। এক বছরের মধ্যে ক্লাব ক্যাপ্টেন, সেরা ফাইটারদের মধ্যে একজন। অনেকে বলবে ব্র্যাগ করছি কিন্তু আমি জানি এটা আমার কাছে কত বড় অ্যাচিভমেন্ট ছিল। যে ভুতের হাতের ছোঁয়ায় দিন দিন শামুকের মত নিজের মধ্যে গুটিয়ে একেবারে ছোটো হয়ে গেছিল, নিজেকে হারাতে বসেছিল, সে আবার নিজের মত করে বাঁচতে পারছে - এটাই অনেক ছিল।
  • 4z | 109.227.143.99 | ২১ আগস্ট ২০১২ ০৯:৩৭570932
  • মার্শাল আর্ট কন্ট্রোলড অ্যাগ্রেসন শেখায়। যেমন আমাদের কড়াভাবে বলা ছিল খুব বিপদে না পড়লে না লড়তে। কোনো রকম শোয়িং অফ নয়, কোনো ফাইট ফর ফান নয়। তার জন্য দো-জাং আছে। তবে হ্যাঁ অন্যকে বাঁচানোর জন্য সব সময় লড়তে প্রস্তুত থাকতে হবে। মার্শাল আর্ট যেমন সেল্ফ কনফিডেন্স বাড়ায়, তেমনই ডিসিপ্লিন, রেসপেক্ট এগুলোকেও শেখায়। তা বলে কি মার্শাল আর্ট শিখে কেউ গুন্ডামি করে না? নিশ্চয়ই করে। পচা আপেল কোথায় নেই? তবে এরা সংখ্যায় অনেক কম।

    অন্য যে কোনো কিছুর মতই এটাই রেগুলার চর্চার বিষয়। দু-দিন শিখ্লাম তারপর আর প্র্যাক্টিস করলাম না তা হলে কিন্তু হবে না। টেকনিক হয়ত ভুলবে না কিন্তু স্পীড, এজিলিটি এগুলোতে অনেক তফাৎ হয়ে যায়। এটা আমি নিজেকে দিয়ে জানি। টেকনিক কিছুই ভুলিনি কিন্তু রিফ্লেক্স কমে গেছে, আগের স্পীড নেই ইঃ প্রঃ।

    অনেকেই সিনেমা দেখে শখ করে মার্শাল আর্ট শিখতে আসে কিন্তু যখন এর আনুসাঙ্গিক খাটনির মুখোমুখি হয়, তখন ছেড়ে পালিয়ে যায়। তাই মার্শাল আর্ট যদি সত্যি শিখতে হয় তাহলে খাটতে ভয় পেলে চলবে না বা চোট লাগাকে ভয় পেলে চলবে না। যদি রেগুলার চর্চা করতে পারেন তাহলে আমার মত এর প্রেমে পড়বেনই। গ্র্যান্টি।
  • sinfaut | 131.241.218.132 | ২১ আগস্ট ২০১২ ১৪:২৩570933
  • চন্দননগরে শুনেছি বাংলার বেস্ট তায়কোয়ান্ডা শেখার ক্লাব আছে?
  • de | 213.197.30.4 | ২১ আগস্ট ২০১২ ১৪:২৫570934
  • ফোর্জি -- দারুণ!
    কিন্তু রেগুলার চর্চা করতে পারার জন্য সময়টা সারা জীবন দিতে পারা যায় তো?
  • sinfaut | 131.241.218.132 | ২১ আগস্ট ২০১২ ১৪:২৭570935
  • * তায়কোয়ান্ডো
  • 4z | 109.227.143.99 | ২১ আগস্ট ২০১২ ১৫:৩৪570937
  • সিঁফোদা,

    হ্যাঁ, ভালো টুর্নামেন্টগুলো-ও ওখানেই হত। অবশ্য এখন কি অবস্থা বলতে পারব না।

    দে দি,

    নাহ, সেটা হয়ত সবার জন্য সম্ভব হয় না। যারা পারে তারা পারে। ঐ যতদিন পারা যায় আর কি। আমি যেমন বেশ কয়েক বছর চর্চার থেকে দুরে আছি কিন্তু ইচ্ছে আছে ছানাগুলো একটু বড় হলে ওদের সঙ্গে নিয়ে আবার শুরু করার।
  • kk | 117.3.243.18 | ২১ আগস্ট ২০১২ ২৩:২১570938
  • ফোর্জি,

    খুব সুন্দর লিখেছো। অবশ্য আরো ডিটেলে পড়তে পারলে আরো ভালো লাগতো। আমার প্রশ্নগুলো করি?

    ১। নিজে নিজে চর্চা করার অবস্থায় আসার আগে অন্তত কতদিন প্রোফেশন্যাল ট্রেনারের কাছে শেখা উচিত?

    ২। শিখতে শুরু করার আগে একটা মিনিমাম লেভেলে ফিট হওয়া দরকার নিশ্চয়ই? সেই ক্রাইটেরিয়া গুলো কি কি?

    ৩। তুমি লিখেছো 'অমানুষিক খাটনি', এইটা কি একটু ডিটেলে বলা যাবে? মানে কি ধরণের খাটুনি?

    ৪। আমি শুনেছি মার্শ্যাল আর্টের অনেকগুলো লেভেল থাকে। কোন লেভেলে কি শেখানো হয় যদি একটু বলো।

    আসলে আমার এই জিনিষটা নিয়ে জানতে ইচ্ছে করে খুব, কিন্তু নিজে শিখেছে এমন কেউ যত ভালো বলতে পারবে, নেট থেকে পড়ে কি আর তত ভালো জানা যাবে? তাই তোমায় খোঁচাচ্ছি। তাড়াহুড়োর কিছু নেই, তুমি যখন সময় পাবে তখনই লিখো।
  • 4z | 84.115.197.231 | ২১ আগস্ট ২০১২ ২৩:৫৫570939
  • কলিদি,

    অন্য এক জায়গায় ডিটেলে লেখার জন্য কেউ একটা হুড়ো দিয়ে রেখেছে।
    তাকে আর তোমাকে বলি এই উইকেন্ডে ডিটেলে লিখে দেব।

    তার আগে তোমার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি।
  • Lama | 127.194.228.247 | ২২ আগস্ট ২০১২ ০০:০৯570940
  • আমাদের ক্লাসের গোকুল পান্ডা ছিল তাইকোন্ডোর ব্ল্যাক বেল্ট। থার্ড ইয়ারে পড়ার সময় ইউ কে গিয়ে ওপেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল জিতে এসেছিল। ওর বৌও (তখন ছিল হবু বৌ) আমাদের সহপাঠী এবং গোকুলের ছাত্রী- সেও ব্রাউন বেল্ট।

    একবার ওরা দুজনে নাইট শো-র সিনেমা দেখে ফেরার পথে হাওড়ার কুখ্যাত ফোরশোর রোডে বাসের জন্য অপেক্ষা করছিল- তিনটে গুন্ডা ওদের ওপর চড়াও হয় এবং বেধড়ক মার খেয়ে পালায়। কর্তাগিন্নি দুজনেরই হাতে, গালে ও আরো বিভিন্ন জায়গায় এখনো খুরের দাগ আছে।

    তুষ্টুদের স্কুলে ক্লাস টু থেকে ক্যারাটে বাধ্যতামূলক- এটা আমার বেশ ভাল লেগেছে।
  • nina | 78.34.167.250 | ২২ আগস্ট ২০১২ ০৩:৪৯570941
  • আরে লামা গোকুল রা এখানে থাকে ---দারুণ নাচেও বর বৌ--আর গোকুল খুব ভাল তবলাও বজায়--পৃথিবী কি ছোট!!
  • Lama | 127.194.225.208 | ২২ আগস্ট ২০১২ ০৪:০৭570942
  • জানি তো। ওদের আসল বাড়ি দীঘাতে। আমি একবার গরমের ছুটিতে দীঘায় একমাস কাটিয়েছিলাম।
  • nina | 78.34.167.250 | ২২ আগস্ট ২০১২ ০৪:১৩570943
  • গোকুলের সঙ্গে দেখা হলে বলব---হুতো কি জানে? ওদের যোগাযোগ হয়েছে?
  • Lama | 127.194.225.208 | ২২ আগস্ট ২০১২ ০৪:৫৩570944
  • হ্যাঁ, গোকুল আর হুতো দুজনেই জানে।
  • | 233.179.139.162 | ২২ আগস্ট ২০১২ ০৫:১৫570945
  • আমার প্রশ্ন ছেল কেকে র কাছে।

    জানো ই তো আমি প্রবীন মানুষ । আকা,ব্যাং এরা আমার হাঁটুর বয়েসী।

    সমস্যা সে হাঁটু কে নিয়েই। দু টো হাঁটু তেই মাঝে মাঝে বেশ যন্ত্রনা হয়। অসহ্য। তবে ফ্রিকোয়েসি বলা মুশকিল। তবে খুব হাঁটা হাঁটি করলে সমস্যা হয়। অনেক ডাক্তার দেখানো হয়েছে। কাইন্ড অফ আর্থারাইটিস বলছে। যখন হয় ২/৩ ধরে থাকে আবার অস্তে অস্তে ঠিক হয়ে যয়

    ১। প্রশ্ন কী করনীয়? রেগুলার ব্যায়ামে কি সারবে? নাকি চাপ না নিয়ে বাংলা কাটিয়ে দেবো?
  • kk | 117.3.243.18 | ২২ আগস্ট ২০১২ ০৬:১৮570946
  • ব্যাং,

    আর্থ্রাইটিস হলে কয়েকটা উপায় আছে ---

    ১। ওজন কমানো। প্রতি এক পাউন্ড ওজনের জন্য হাঁটুর ওপরে পাঁচ পাউন্ড করে বেশি চাপ পড়ে। ওজন কমালে ব্যথা অনেক কমে যাবে।

    ২। রোজ গ্লুকোসামিন-কনড্রয়েটিন সালফেট খাওয়া। এটা ওষুধ নয়, সাপ্লিমেন্ট। আর্থ্রাইটিসে বেশির ভাগ সময়ে কার্টিলেজ গুলো ক্ষয়ে যায়, ফলে হাড়ে হাড়ে ঘষা লাগে, সেই জন্যই ব্যথা হয়। এই সাপ্লিমেন্টটা কার্টিলেজ গ্রোথে সাহায্য করে। এই সাথে ক্যালসিয়ামও খেতে পারলে উপকার পাবে।

    ৩। হাঁটুতে চাপ পড়ে এমন অ্যাক্টিভিটি, যেমন উবু হয়ে বসা, উঁচুনীচু রাস্তায় হাঁটা, সিঁড়ি ভাঙা, সাইকেল চালানো এগুলো যতটা সম্ভব এড়াতে পারলেই ভালো। নিতান্ত করতে হলে ধীরে ধীরে করতে হবে। ইলাস্টিক নী সাপোর্ট কিনতে পাওয়া যায়। এই ধরণের কাজের সময় সেটা পরে নিলে আরাম পাবে। এছাড়া খাদ্যতালিকায় ভিটামিন সি বেশি আছে এমন জিনিষ রাখো, লেবু, আমলকী, কাঁচা লংকা, ক্যাপসিকাম, এইসব।

    ৪। নিয়মিত ব্যয়ামে অবশ্যই উপকার পাবে। খুব ভালো হয় যদি সুইমিং পুলে গলাজলে স্পট জগিং বা স্পট ওয়াকিং করতে পারো। না হলে এয়ারোবিক্স জাতীয় কিছু, অবশ্যই যাতে হাঁটুতে এক্স্ট্রা প্রেশার না পড়ে সেরকম কিছু।

    ৫। নিয়মিত স্ট্রেচিং করা। সব থেকে ভালো হয় এটা কোনো ফিজিও থেরাপিস্টের থেকে দেখে নেওয়া। তোমার ঠিক কতখানি আর্থ্রাইটিস আছে, তার জন্য কোন স্ট্রেচিং গুলো ঠিক তা না দেখে বলা একটু মুশকিল। তবে এই লিংকটা দেখতে পারো


    আর্থ্রাইটিস পুরোপুরি সারেনা, তবে এই গুলো হলো সব প্রিভেন্টিভ মেজারস। নিয়মিত মেনে চললে ব্যথা অনেক কম থাকবে।
  • kk | 117.3.243.18 | ২২ আগস্ট ২০১২ ০৬:১৯570950
  • ওঃ সরি, ব্যাং না, ব্যাং না, ব। মাফ করে দিও।
  • | 127.194.98.56 | ২২ আগস্ট ২০১২ ০৬:১৯570949
  • আরে ব্যাঙ নয় আমি ব্রতীন।
  • | 127.194.98.56 | ২২ আগস্ট ২০১২ ০৬:২৫570951
  • ১। আমার ওজন ঐ ৬৮ - ৭০(৭২) মধ্যে ঘোরা ফেরা করে। ৫'৮'' থেকে ৫'৯'' র মধ্যে হাইট। নো ভুঁড়ি।

    ২। ও ই যে শক্ত জিনিস টার নাম বললে ওটা কি জেনেরিক মেডিসিন টাইপ? ক্যালসিয়াম ট্যাবলেট খাবো নাকি ক্যালসিয়াম আছে এমন জিনিসপত্র খাবো?

    ৩। আমাকে ২ পিস ব্যায়াম দিয়েছে। একদম বাংলা।

    অ) একটা হল উঁচু জায়্গায় বসে পা টা নীচে ঝুলিয়ে বসে ঠিক হাঁটুর জায়্গায় চাপ দিয়ে পা টাকে স্ট্রেচ করা

    আ) ও ই উঁচু জায়্গায় বসে পা টা সামের দিকে ছরহিয়ে তার্পরে ও ই ও ই।

    আরো কিছু ব্যায়াম সাজেস্ট করবে?
  • | 127.194.98.56 | ২২ আগস্ট ২০১২ ০৬:২৬570952
  • / সামনের দিকে ছড়িয়ে...
  • kk | 117.3.243.18 | ২২ আগস্ট ২০১২ ০৬:৩৭570953
  • ওজন তো ঠিকই আছে দেখছি, তাহলে ও নিয়ে ভাবতে হবেনা।

    গ্লুকোসামিন-কনড্রয়েটিন সালফেট আমাদের দেশে প্রেস্ক্রিপশন ছাড়া দিব্যি পাওয়া যায়। কোনো ওষুধের দোকানে বললেই পাবে। তবু যদি ব্র্যান্ডনেম জানতে চাও, কাল বাবাকে জিগ্যেস করে বলে দেবো। ক্যালসিয়াম ট্যাবলেট খাও, অসুবিধা নেই। সঙ্গে দুধ, দই জাতীয় জিনিষও খাও, আরোই ভালো।

    তোমাকে যে ব্যায়াম গুলো দিয়েছেন সেগুলো করে যাও। সাথে ঐ লিংকে দেওয়া স্ট্রেচিং গুলো করতে পারো। আর ওয়াটার জগিং বা অ্যারোবিক্স জাতীয় ব্যয়াম শুধু ওজনের জন্য বলিনি। এগুলোতে হাঁটুর রেঞ্জ অফ মোশন বাড়ে, ফলে ফ্লেক্সিব্‌লিটি বাড়ে।

    স্পেসিফিক্যালি হাঁটুর জন্য আমি আর কিছু ব্যয়াম দিতে পারিনা। আমি এথিকালি তার জন্য এলিজিব্‌ল নই তো। তোমার ডাক্তার বা থেরাপিস্ট যা বলবেন তাই করে যাও।
  • | 127.194.98.56 | ২২ আগস্ট ২০১২ ০৬:৩৯570954
  • ওকে কেকে। থ্যাঙ্কু। যা বললে ফলো করার চেষ্টা করবো।
  • 4z | 84.115.197.226 | ২৪ আগস্ট ২০১২ ১৭:৪৫570955
  • হেঁইও…

    কলিদি আজ রাত্রে লিখছি।
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ১৭:৫১570956
  • আচ্ছা, একটা প্রশ্ন অনেকদিন ধরে পাচ্ছে। করেই ফেলি। ছেলেদের ক্ষেত্রেও তো শিশু যৌন পীড়নের ঘটনা থাকে। সেগুলো নিয়ে লোকজনকে খুবও কম বলতে শুনি , এমন নয় এই ইস্যু নিয়ে মেয়েরাও খুব বেশি মুখ খোলে, তাও, আরো কম। অন্ততঃ আমার জানায়। সেটা অসম্পূর্ণ হতে পারে। ছেলেদের ক্ষেত্রে কি এটা সেভাবে ট্রমা তৈরি করেনা ?

    আরেকটা প্রশ্ন, সিনেমা , সাহিত্যে এগুলো কতটা এসেছে ? কোন একটা বাংলা সিনেমায় এই ইস্যুটা এসেছিল দেখেছিলাম। সেটা অবশ্য ছেলের কেস ছিলো।
  • 4z | 84.115.197.226 | ২৪ আগস্ট ২০১২ ১৮:০০570957
  • অনেক সময় দেখি বড়রা হাসতে হাসতে বাচ্ছা ছেলেদের প্যান্ট টেনে নামিয়ে দিচ্ছে। বাচ্ছাটা প্রতিবাদ করলে সেটা নিয়ে ইয়ার্কি মারছে। এটাকে কী বলব?
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ১৮:০৯570958
  • যৌন পীড়নই।
  • গান্ধী | 213.110.246.230 | ২৪ আগস্ট ২০১২ ১৮:১১570961
  • পাইদি

    I AM বলে আগেরবছর একটা সিনেমা হয়েছিল ওনিরের । ৪টে গল্প মিলিয়ে। সেখানে এই বিষয়টা নিয়ে একটা গল্প ছিল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন