এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মাওবাদী

    SB
    অন্যান্য | ১৮ মে ২০১০ | ১৮৯১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • AG | 125.18.104.1 | ১৭ জুন ২০১০ ১০:২৭446618
  • সকাল বেলয় উঠে এই ছবি শুধুই যন্ত্রণা দেয়। এই অমানবিক ছবি গুলো কবে বন্ধ হবে? কবে আমরা লাশ কে মৃতদেহ ভাববো?
  • pinaki | 67.210.179.5 | ১৭ জুন ২০১০ ১০:২৮446619
  • শুধু ছবি নয়, আবাপর দুটো রিপোর্টিং পড়েও বেশ ঝাঁট জ্বলল।
  • kallol | 124.124.93.205 | ১৭ জুন ২০১০ ১০:৪২446620
  • আবাপর থেকে এই বিষয়ে এর থেকে ভালো মনোভাব আশা করি না। রাষ্ট্র তো "মাওবাদীদের সম্মান" ব্যাপারটাই রাষ্ট্রদ্রোহীতা মনে করে। তবে মাওবাদীরাও মৃতদেহ সৎকার করতে বাধা দিয়েছে। সিপিএম করা মানুষের সম্মান নিয়ে একই রকম মনোভাব দেখিয়েছে।
    রাষ্ট্র আর হবু রাষ্ট্র কতো আর তফাৎ হবে!
  • Samik | 122.162.75.161 | ১৭ জুন ২০১০ ১০:৪৭446621
  • তোমরা আজ দেখলে। আমি কাল থেকে টিভিতে দেখছি।

    আপিস যাবার পথে একটা বস্তি মত এলাকা পড়ে। সেখানে শুয়োরকে বাঁধা হয় এইভাবে। বিক্রি করে এইভাবে লাঠির মধ্যে চার পা বেঁধে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয়, শুয়োরটা চেঁচাতে থাকে।

    রাষ্ট্রের প্রতিহিংসা।
  • Manish | 117.241.228.218 | ১৭ জুন ২০১০ ১০:৫৪446622
  • ছবিটা দেখে আমারও শরীর কেঁপে উঠলো। সত্যি মৃতদেহদের প্রতি আর একটু সন্মান দেখাতে পারিনা।আমি আবাপাতে প্রতিবাদ জানাচ্ছি।
  • arindam | 202.56.207.37 | ১৭ জুন ২০১০ ১০:৫৯446623
  • আ বা প ছবি অশ্লীল, কুৎসিত। এটা মিডিয়ার একটা নোংরা দিক। এর আগে বহুবার বহু পত্রিকা ক্রন্দনরত বাবা-মা, সদ্য স্বামী হারা বা স্ত্রী হারা স্বজনের কান্নার ছবি তুলে প্রথম পাতায় ছাপিয়েছে। যেন ঐ ছবি না দেখলে আমরা বুঝব না স্বজন হারানোর কষ্ট কত মর্মান্তিক!!
    আজকের ছবিটা দেখে মনে হচ্ছিল, বনভোজনের প্রস্তুতি।(অত্বহা এটা একটা সত্যি দিক আমাদের, আমরা ভিতরে ভিতরে এইরকম হিংস্র ও অমানবিক, যেভাবে আমরা গণপিটুনি উপভোগ করি, রাস্তায় দুর্ঘটনা দেখলে গোল হয়ে দাঁড়িয়ে রক্তের দাগ দেখি, সেইরকমই...)----------
    মাওবাদী সমস্যা নিয়ে আলোচনা হয়নি। যা হয় নীতি কপচানো, কোনদিন আমরা সমাধান খুঁজিনি।
    আমরা তঙ্কÄ দিয়েছি, তথ্য দিয়েছি আর আমরা(পড়ুন রাষ্ট্র) জানে সমস্যা না-থাকলে তার অস্তিত্ব সংকটে, সেও চায় এইরকম কিছু...
    নির্বিচারে মানুষ মারার রোমান্টিকতা মাওবাদীরা দেখিয়েছে যা সমর্থন যোগ্য নয় আবার প্রন্তিক মানুষগুলো এতদিন পরেও যে সুস্থ ভাবে মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার পেতে পারে তাও ভাবেনি রাষ্ট্র।
    বন্ধু না ধরলে ওদের কথা কেউ কী জানত?
    মনে হয়না,
    আবার ওরাও জানেনা ওরা কী চায়? যে বিপ্লবের(!!!)কথা ওরা বলে তার জন্য যে পদ্ধতিতে নির্বিচারে সাধারণ মানুষ মারা হচ্ছে তা সমর্থনযোগ্য নয়। একটা অঞ্চল, দেশের একটা ক্ষুদ্র অংশ বিপ্লব করে কী করবে? আলদা রাজ্য(লাভ কী, সেইত সংসদীয় গণতন্ত্র) আলাদা দেশ(না এইরকম কোন দাবীও দেখিনি)
    আসলে এটা বিদ্রোহ, এটা খুনের রাজনীতি, মূল স্রোতে ফিরে আসার অপেক্ষা। কিষানজীরা সেইজন্য অপেক্ষা করছে, বিপ্লবী তকমা লাগিয়ে মূল স্রোতে গা ভাসাবে। আর আজকের কাগজে ছবিতে যাঁরা আছে ওরা বুদ্ধুরাম, আবেগ সর্বস্ব জোয়ান মরদ ছেলে-মেয়ে। তাজা রক্তের অনেক দাম হোক না মৃত হেব্বী বাইট খাবে।

  • pi | 72.83.210.50 | ১৭ জুন ২০১০ ১১:১৩446624
  • শুধু মিডিয়ার নোংরা দিক ? নাকি রাষ্ট্রের ও ?
  • arindam | 202.56.207.37 | ১৭ জুন ২০১০ ১১:৩০446625
  • রাষ্ট্র বা মিডিয়া, আমি আপনি একদিকে সে আলাদা আর সে -আপনি একদিকে আমি এলাদা। একা বিচ্ছিন্ন মানুষের ওপর সংগঠিত, স্বীকৃতি সংগঠনের বা জনগণের আক্রমণ...
    দেশ মানে রাষ্ট্র নয় এইসব তাঙ্কিÄক বুলি আওড়ানোর সময় এটা নয়, সমস্যা সমাধানের চেষ্টা কতটা আন্তরিক এই নিয়েই আজ প্রশ্ন?
  • Samik | 122.162.75.161 | ১৭ জুন ২০১০ ১১:৪৭446628
  • এবং রাষ্ট্রকেও ছি:!
  • Samik | 122.162.75.161 | ১৭ জুন ২০১০ ১১:৪৭446626
  • শুধু আনন্দবাজার? ইটিভি বাংলা? স্টার আনন্দ? টাইম্‌স নাও? স্টার নিউজ? আইবিএন সেভেন?

    ছি:!
  • pi | 72.83.210.50 | ১৭ জুন ২০১০ ১২:০০446629
  • এ ছবিটা দেখার পর ই মনে হচ্ছিলো, আগেও এরকম কোথাও যেন দেখেছি। নন্দীগ্রাম পরবর্তী সময়ের কোনো খবরে।

    এই সেই ছবি।



    এখানে যাঁরা নিয়ে যাচ্ছেন , তাঁরা বিরোধী দলের কিনা জানিনা। নাহলে, এট ই কি মৃতদেহ বহনের একটা চালু রীতি ?!
  • arindam | 202.56.207.37 | ১৭ জুন ২০১০ ১২:০২446630
  • ঠিক কয়েকদিন আগে দূষনের অভিযোগে এক কারখানার উচ্চপদস্থ ব্যক্তিকে গণপিটুনির ছবি আ বা প ছাপিয়েছে...
    এটা মিডিয়ার প্রতিবাদ না উস্কানি, আইন নিজের হাতে তুলে নাও, সত্যি বুঝিনা...
    ***********
    আজকের ছবিটা নোংরা। আমরা কী সত্যি কোন প্রতিবাদ পত্র, সই করে পাঠাতে পারিনা। শুধুমাত্র লেখাই কী সম্বল? অন্তত: একটা প্রতিবাদ পত্র, সই করে...
    অনেকে ব্যস্ত থাকে, এই রাজ্যে বা দেশে থাকেনা, অসুবিধা নেই আমি ব্যক্তিগতভাবে সেই প্রতিবাদ পত্র আ বা প দফতরে জমা দিয়ে আসব। প্রয়োজনে গুরুতে একটা ইস্যু হোক এই নিয়ে...কিছু একটা হোক...
    নইঅলে এই লেখার অর্থ নেই, এই খারাপ লাগা অর্থহীন।
  • kallol | 124.124.93.205 | ১৭ জুন ২০১০ ১২:০৮446631
  • অরিন্দম - ভালো প্রস্তাব। চিঠি কোথায় পঠাবো। আবাপতে পাঠাতে পারতাম। আমি চাইছি অনেক চিঠি একসাথে যাক। কোলকাতায় কাউকে পাঠিয়ে দেই। সে আবাপতে পাঠিয়ে দিক। এরকম হতে পারে?

  • arindam | 202.56.207.37 | ১৭ জুন ২০১০ ১২:১২446632
  • হ্যাঁ সেটাই করা উচিৎ, সে নিয়ে আলোচনা হোক এবং দ্রুত। প্রয়োজনে আমরা যাঁরা কলকাতায় আছি আমরা এই নিয়ে কোন একটা প্রতিবাদ সভা করতে পারি, ভেবে দেখা যাক...
    রং বাদ প্রতিবাদ আমাদের লক্ষ্য
  • quark | 202.141.148.99 | ১৭ জুন ২০১০ ১২:১৮446633
  • বুঝলাম না। চিঠি আবাপকে দেওয়ার কারণ? ওরা ছাপিয়েছে তার প্রতিবাদ? যারা নিয়ে যাচ্ছে, তাদের কাজের প্রতিবাদ করাটাই বেশি যুক্তিযুক্ত নয় কি?

    মেনে নিচ্ছি ছাপানো খারাপ, কিন্তু প্রতিবাদটা মূলে হলে আরো ভাল।
  • kc | 194.126.37.5 | ১৭ জুন ২০১০ ১২:২৮446635
  • কটা খবরের কাগজে কটা প্রতিবাদ পাঠাবেন? প্রতিদিনেও ওরকম একটা ছবি ছেপেছে। বরং প্রতিবাদ পাঠান চিদাম্বরমকে, প্রণব মুখার্জীকে, বুদ্ধদেব ভট্টাচার্য্যকে। প্রতিবাদতো মৃতমানুষের বেসিক ডিগনিটি নিয়ে....
  • santanu | 82.112.6.2 | ১৭ জুন ২০১০ ১২:২৮446634
  • সেই ছাপানোটা খারাপ, কিন্তু ঐভাবে নিয়েই বা যাবে ক্যানো?

    জওয়ানরা জানতো যে অন্তত ৮-১০ জন মারা যেতে পারে (সে যে পক্ষের ই হোক), তা গোলা বারুদের সাথে গোটা দশেক স্ট্রেচার সাথে নিয়ে মাও ক্যাম্পে হানা দিতে পারল না?
  • AG | 125.18.104.1 | ১৭ জুন ২০১০ ১২:২৯446636
  • Pi এর দেওয়া ছবিটা...না দেখলেই বোধহয় ভালো ছিলো। ছি!
  • arindam | 202.56.207.37 | ১৭ জুন ২০১০ ১২:৩৫446637
  • রং বাদ প্রতিবাদ, লক্ষ্যটা নির্দ্দিষ্ট করুন...
    ***********************
    ছবি ছাপানোর বিরুদ্ধে প্রতিবাদ উঠলেই প্রথমে মনে আসবে কেন?
    কেন এই ছবিটা ছাপানোর বিরুদ্ধে প্রতিবাদ করলাম?
    ছবিটা মানুষের অস্তিত্বকে সংকটে ফেলেছে তাই...
    দান্তেয়াড়ের ঘটনা যেমন দুর্ভাগ্যজনক, ৭৬ জন জওয়ানের মৃত্যু যেমন কষ্টের ঠিক সেইরকমই মর্মান্তিক এই দৃশ্য।
    মৃত্যুদন্ড কতটা সঠিক এই নিয়ে কলাম লিখব না মৃত্যু রুখব, যে-কোন মৃত্যু যা স্বাভাবিক নয় তার বিরুদ্ধে বলব, এই নিয়ে কথা হোক।
    সীমর মাঝে আমাদের প্রতিবাদকে অসীমে নিয়ে যাব না সীমাহীন প্রতিবাদকে শব্দে ও অক্ষরে বেঁধে নিশ্চিন্ত হব?
    একটা সম্মীলিত প্রতিবাদ লিপি পাঠানো হোক, আ বা প তে, গুরু-র পক্ষ থেকে।এই নিয়ে আলোচনা হোক।
    আমরা ৭৬ জওয়ানের মৃত্যু চাইনা ঠিক সেইরকমই অবস্থা বা দিন বদল করতে এসে নিহত মাহাতো, মুন্ডার মৃতদেহওঅ চাইনা...
  • Ishan | 125.18.17.16 | ১৭ জুন ২০১০ ১৩:০১446640
  • দ্যাখেন, আমি জওয়ানদের খুব একটা দোষ দেখিনা। জওয়ানরা তো যুদ্ধ করছে। তাদের মধ্যে জিঘাংসা, প্রতিশোধস্পৃহা সবই থাকতে পারে। সেটা খুব ভালো জিনিস বলছিনা, কিন্তু তবুও এসবের একটা জাস্টিফিকেশন আছে, সেটা হল যুদ্ধ চলছে।

    কিন্তু মিডিয়া যে যুদ্ধের রবটা তুলছে, সেটা অতীব নিন্দনীয়। আমার মনে আছে, পাকিস্তানি সন্ত্রাসবাদীকে মুম্বাইয়ের হোটেলে কিভাবে পুড়িয়ে মেরে জানলা দিয়ে ছুঁড়ে ফেলা হয়েছিল, তারও রসালো বিবরণ ছেপেছিল এই মিডিয়া। ছবি নেহাৎ পায়নি বলে ছাপায়নি। সেই একই কেস।
  • Lama | 203.99.212.53 | ১৭ জুন ২০১০ ১৩:১৬446641
  • মনে পড়ে গেল, কয়েক বছর আগে, মণিপুরের এক কীর্তনের আসরে বোমা বিস্ফোরণ। টি ভি চ্যানেলের সাংবাদিক বলছেন, "আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে যন্ত্রণায় ছটফট করছে মানুষ, দেখতে পাচ্ছেন কেমন রক্তে থই থই করছে। বাজারে এত এত চ্যানেলের মধ্যে এই দৃশ্য সবার আগে আপনাদের সামনে পরিবেশন করার কৃতিত্ব আমাদের, শুধুমাত্র আমাদের!!!'
  • sucheta | 202.63.56.114 | ১৭ জুন ২০১০ ১৫:০৯446642
  • http://www.uttarbangasambad.com/Admin/uploadedfiles/2010-06-17_page1.pdf
    ওপরের ছবি দেখে কি বলবো ভেবে পাচ্ছি না। অন্য আর কোনো কাগজে বেরিয়েছে কি না জানিনা। বাংলা কাগজ দেখতে পাচ্ছি না কিছু।
  • sucheta | 202.63.56.114 | ১৭ জুন ২০১০ ১৫:১৭446643
  • ওপরের মন্তব্য পড়ে মনে হচ্ছে পুরোন ছবির লিংক দিয়েছি।
  • a x | 99.50.245.93 | ১৭ জুন ২০১০ ১৫:৩০446644
  • কোয়ার্কের সাথে কিছুটা একমত। যেভাবে পরিবেশন তাতে আপত্তি হওয়া উচিৎ, মিডিয়ার সেন্সলাইজেশনের চেষ্টা, যা যা আমাদের কোনো না কোনো ভাবে ঘাঁটায় তাকে ব্যবহার করা শুধু বাণিজ্যিক কারণে এগুলো নি:সন্দেহে প্রতিবাদের। কিন্তু এরকম ছবি না দেখলে সেটা হচ্ছে জানা যাবে কিভাবে? ছবি না ছেপে দুলাইন লিখলে আপনারাও কেউ এইভাবে রিয়াক্ট করতেন না। সিঙ্গুর নন্দীগ্রাম টিভি পর্দায় না দেখে শুধু সকালে কাগজে পড়লে বোধহয় এতটা উত্তপ্ত হতনা প:ব:।

    যেখানে নাড়া দিচ্ছে সেটা কি, কেন এটা আমাকে দেখতে হচ্ছে এখান থেকে নাকি কেন এমন হচ্ছে/হয় এখান থেকে?

    কেন এমন ছবি ছেপেছে বলে চিঠি লেখার জায়গাটা খুব পরিষ্কার না আমার কাছে। রঘু রাই'এর ভোপালের মৃত শিশুর অদ্ভূত মুখ, বা এডি অ্যাডামসের দ: ভিয়েতনামের সেই গুলি করার দৃশ্য, কিম্বা বৌদ্ধ ভিক্ষুর জ্বলন্ত দেহ বা কেভিন কার্টারের সুদানের কঙ্কালসার শিশু ও অপেক্ষারত শকুন - এগুলো?

    তফাৎটাও পরিষ্কার, এই প্রতিটা ছবিই মানুষকে ঐ ঘটনাগুলোর প্রতি বিতৃষ্ণা জাগাতে বাধ্য। চিত্রগ্রাহকের প্রতিবাদের ভাষা এখানে সেটা। আবাপ বা এই অন্যান্যদের ক্ষেত্রে সেরকম কিছুই নেই।

    যদি চিঠি লেখা হয়, আশা করব এইদিকটা পয়েন্ট আউট করা হবে যে শুধু ছাপার বিরুদ্ধে না, কিভাবে ছাপা, মিডিয়ার ঔদাসীন্য এগুলো নিয়ে।
  • a x | 99.50.245.93 | ১৭ জুন ২০১০ ১৫:৩৫446645
  • অন্য খবরগুলো পড়িনি। কিন্তু সুচেতার লিংকে দেখলাম, ঐ মৃত মাওবাদীদের মধ্যে ১০ বছরের একটি মেয়ে আছে। পুলিশের দাবী সে গেরিলা যুদ্ধে প্রশিক্ষিত।
  • SB | 114.31.249.109 | ১৭ জুন ২০১০ ১৫:৪৩446646
  • শুধু বাংলা পেপারগুলো নয় ন্যাশানাল ডেইলিগুলোও এই ছবি ছেপেছে, হিন্দু, টিওওয়াই ... মনে হয় যারা ছপিয়েছে, তাদেরও ব্যাপারটা শকিং লেগেছে, আর ছবির এই শকিং ভ্যালুটার জন্যেই ছপিয়েছে! গণশক্তি, আজকালে এরকম ছবি ছাপায়নি দেখলাম।
  • til | 220.253.178.104 | ১৭ জুন ২০১০ ১৬:৩৮446647
  • নাহ, এই ছবিটার প্রয়োজন আছে। ax ঠিকই বলেছেন। আমি তো এই লিঙ্কটা আমার চেনা জানা সকলকে ফরোয়ার্ড করবো।
    এই আমার India Shining, এই আমার Incerdible India, এই আমার Brahma missile, এই আমার ব্যঙ্গালোরের দেশ, এই আমার Inox শপিং মলের দেশ। এই আমার স্বাধীনতার ৬০ বছরের পর দু:খিনী ভারতমাতা!
  • aka | 168.26.215.13 | ১৭ জুন ২০১০ ১৮:০৮446648
  • আমাদের দেশে অস্বাভাবিক ভাবে মৃত ব্যক্তিদের ঠিক এইভাবেই নিয়ে যাওয়া হয়। কখনো একটা কাপড় জোটে কখনো নয়। প্রচণ্ড বিরক্ত লাগল খবর যেভাবে পরিবেশন করা হয়েছে।
  • | 220.253.178.104 | ১৭ জুন ২০১০ ১৮:৫৬446649
  • আমার , আপনার পরিচিত, আত্মীয় বন্ধু কেউ হলে?
  • aka | 168.26.215.13 | ১৭ জুন ২০১০ ১৯:১২446651
  • খারাপ লাগবে কিন্তু অন্য কোন ব্যবস্থা করতে পারব কিনা জানি না। রেলে কাটা পরলে প্রথমে ঠিক ঐভাবে স্টেশনে নিয়ে আসা হয় তারপরে ট্রেনের সামনে বাম্পারে বেঁধে মর্গে নিয়ে যাওয়া হয়। কারণ আর কোন কামরায় তোলা যায় না। আমার পাশের বাড়ির (আমার সাথে ছোট বেলায় খেলত) একটি ছেলে মারা যাওয়ার পরেও এই একই জিনিষ দেখেছি, আমার বন্ধুর মার ক্ষেত্রেও একই জিনিষ দেখেছি। ঐভাবে মৃতদেহ নিয়ে যাওয়া ব্রুটাল কিন্তু আমাদের দেশে অস্বাভাবিক নয়। অনেকে দেখেন নি, তাই হয়ত খুব অস্বাভাবিক লাগছে। কিন্তু এই আমাদের দেশ।

    কিন্তু বটতলা পানুর থেকেও র এই ধরণের খবর পরিবেশন নতুন খুব নতুন। ঠান্ডা মাথায় মনুষ্যতের হত্যা। যে সংস্থা বা ব্যক্তি এই খবর পরিবেশন করছে তার একটাই লক্ষ্য, সেন্সেশন তৈরি করে প্রফিট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন