এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি

    pi
    অন্যান্য | ১৩ মে ২০১১ | ১৫২৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 9 | 14.99.73.209 | ২১ মে ২০১১ ১৯:০০475494
  • চিন্তার কোনো পরিবর্তন এখনও চোখে পড়ল না। মন্ত্রিসভার আয়তন এবং বিভিন্ন দপ্তরের বিভাজন প্রায় হুবহু পূর্ববর্তী মন্ত্রিসভার মত। সেই শিক্ষা দপ্তরকে তিন ভাগে ভাগ, স্বরাষ্ট্র ও তথ্য-সংস্কৃতি সেই মুখ্যমন্ত্রীর হাতে, সেই আলাদা দমকল মন্ত্রী, পশুপালন মন্ত্রী, কৃষি বিপণন মন্ত্রী ইত্যাদি। কোনো নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ আইডিয়া চোখে পড়ল না। আপাতত: এগুলো নিয়ে আলোচনা করার মত সময় বা ইচ্ছে যদিও খবরের কাগজগুলোর নেই।

    প্রসঙ্গত:, ভারতে মন্ত্রিসভার আয়তনের একটা ঊর্ধ্বসীমা আছে। ইচ্ছে বা দরকার, কোনোভাবেই চুয়াল্লিশ থেকে চৌষট্টি করা যায় না।
  • Bratin | 117.194.100.218 | ২১ মে ২০১১ ১৯:৩১475496
  • সেটুকু জানা আছে '৯'।

    ও টা যে কথার কথা সেটা বলে লিখে বোঝাতে হবে?

    হ্যাঁ আমাদের চাহিদা বড় বেশী তাই প্রথম দিনেই আমরা পরিবর্তের দাবি করছি। মজা মন্দ নয়!! :-))
  • 9 | 14.99.73.209 | ২১ মে ২০১১ ১৯:৪০475497
  • মন্ত্রিসভা তো প্রতিদিন গঠন হয় না। একদিনই হয়। এবং প্রথমেই হয়। কাজেই মন্ত্রিসভা গঠনে অন্যরকম চিন্তা দেখার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে গেলে তো ভয়ানক ক্ষেলো!
  • aka | 24.42.203.194 | ২১ মে ২০১১ ২০:৪৩475498
  • এক এক মন্ত্রী পোষার খরচ কত?
  • Bratin | 117.194.97.48 | ২১ মে ২০১১ ২০:৪৬475499
  • ও আচ্ছা। :-))

    অবগতির জানাই মন্ত্রী সভার রদবদল করার একটা সুযোগ আছে। এবং সেট সংসদীয় নিয়মের মধ্যে ই।
  • siki | 117.194.9.93 | ২১ মে ২০১১ ২২:১১475500
  • ছোট, কমপ্যাক্ট মন্ত্রীসভার অঙ্গীকারটা করা হয়েছিল স্টার আনন্দের স্টুডিওতে। আমি শুনেছিলাম সেটা।

    তারিখ সময় মনে নাই।
  • n | 117.201.100.253 | ২২ মে ২০১১ ০৭:৩২475501
  • সিকি লিংক না দিতে পারলে কতা কোয়ো না।
  • bb | 115.242.246.236 | ২২ মে ২০১১ ০৮:৪৫475502
  • বলছিলুম কি এই গল্পগুলি তো দিদি আর বিভিন্ন বাজারী কাগজ আমাদের কে অনেকদিন ধরেই শুনিয়ে আসছেন তাই অসুবিধা হলেও আমি এই নিয়ে প্রশ্ন করব।
    ১) ছোট মন্ত্রিসভা তারানন্দে বলেছিলেন।
    ২) তাঁর ছবিগুলি কারা এতদামে কিনেছেন এবার সেই নামগুলি প্রকাশ করা হোক।
    ৩) ৪০০ একর জমি কিভাবে ফেরত দেওয়া হবে জানান হোক
    ৪) গ্রামে গ্রামে সিপিএম কর্মীদের উপর অত্যাচার বন্ধ হোক
    ৫) সরকারী কর্মচারীদের মাইনে দেওয়া যাবে না বলে যে মিথ্যাটি প্রচার করা হচ্ছিল তা কিভাবে মোকাবিলা করে নতুন সরকার এই মাইনে দেওয়ার ব্যবস্থা করলেন একটু আম জনতা জানতে দেওয়া হোক।
  • Santanu | 82.112.6.2 | ২২ মে ২০১১ ০৯:০৯475504
  • আজ টেলিগ্রাফে দুটি ভালো খবর (আমার মতে) পেলাম, CMC & CIT মার্জ করে দেওয়া হবে (একটাই কলকাতা, একজন দেখভাল করলেই ভালো), কলকাতার সব রাস্তা CMC দেখভাল করবে, PWD নাক গলাবে না।
  • siki | 117.194.4.44 | ২২ মে ২০১১ ০৯:৪০475505
  • ২ নং টা আমারও কৌতূহল। কে কিনল? ক্কে? ক্ষে?
  • siki | 117.194.4.44 | ২২ মে ২০১১ ০৯:৪৬475506
  • তিন্নং, সময়ই বলবে।

    চান্নং, একমত নই। মানুষের ওপর অত্যাচার বন্ধ হোক। কেবল সিপিয়েম বা কেবল তিনোমূলের ওপর অত্যাচার বন্ধ হোক, এরকম চাইনা।

    পাঁচ নং, সরকারি কর্মচারিদের মাইনে দেবার মত সংস্থান নেই, এটা মিথ্যে কী করে জানলেন? আমি যতদূর জানি, এটা সত্যি, ভীষণ রকমের সত্যি। আমর বাবা রাসচা পেনশনভোগী। রিজার্ভ ব্যাঙ্কের থেকে ওভারড্র্যাফট নিয়ে নিয়ে, যেটুকু কর যেখান থেকে সংগ্রহ হয়, তাই দিয়ে কোনওরকমে টেনেমুনে চালানো হচ্ছে। বেশ অনেকদিন ধরেই। আমদানি আঠান্নি খর্চ রুপাইয়া।

    অবিশ্যি গণশক্তিতে একথা লেখে না। তবে অন্য কিছু কাগজপত্র পড়লে এ সম্বন্ধে অল্পবিস্তর জানা যায়।

    আপাতকালীন বেসিসে মে মাসের স্যালারি / পেনশন দেবার সংস্থান করা হয়েছে পোনোব মুখুজ্জের হস্তক্ষেপে। তারপরে দেখা যাক, জুন জুলাই আগস্ট কেমন আসে। (কাগজে টিভিতে চোখ রাখলেই আমজনতা জানতে পারেন। তাঁরা অ্যাকচুয়েলি এইভাবেই জেনে থাকেন)
  • Bratin | 117.194.98.35 | ২২ মে ২০১১ ০৯:৫১475507
  • (১) উত্তর দিয়েছি
    (২) :-))

    ২ লক্ষ কোটি ধার কীভাবে?

    আর লোকাল আর জোনাল কমিটি তে 'সর্বহারা' সি পি এম নেতা দের এত বাড়বাড়ন্ত কেন? প্রতেক নেতা কত পয়সা পকেটে পুরেছেন সেই লিস্টি টা আগে প্রকাশ করা হোক।

    (৩) দেবেন বলা হয়েচে। ধৈর্য্য ধরুন।

    (৪) হাসি পাচ্ছে । খুব হাসি পাচ্ছে। খুব রোজ ই তো কাগজে দেখছি। যাই অস্ত্র উদ্ধার হচ্ছে সেগুলো র বেশীর ভাগ সি পি এম ও দলীয় দফত্র থেকে। অবশ্য 'মহামতি' বিমান বসু বলেছেন এগুলো চক্রান্ত ওদের দলের দফতরে র তালা ভেঙে তৃণমূলের কর্মীর রেখে এসেছে :-))

    (৫) মন্তব্য করার আগে মোট ধারের পরিমান ট একটু দেখে নিয়ে অনুরোধ জানাই। আর ব্যক্তিগত তথ্য আমার স্কুল শিক্ষক বন্ধু জানলে মোটামুটি ২ মাস দেরীর ওদের মাইনে হয়। পয়সা থাকলে বোধহয় ঠিক সময়েই দিত। সব দফতরেই মনে হয় এই অবস্থা। বাবার এরিয়ারের চেক এলো প্রায় ৫ মাস পরে।

    একজন সাধারন লোক হিসবে এগুলো আমার প্রশ্ন।
  • siki | 117.194.4.44 | ২২ মে ২০১১ ১০:০৮475508
  • ৩) ধৈর্য ধরুন টা কোনও লজিকাল উত্তর নয়। কীভাবে দেবেন সেটাই দেখার। আমিও অপেক্ষা করে আছি কীভাবে দ্যান, সেটা দেখবার জন্যে।

    আর ইয়ে, অস্ত্র উদ্ধারের কেসটায় আমার শুরুর দিন থেকেই কচি করে সন্দেহ রয়েছে, এদানি সন্দেহটা ক্যামন পাকাপোক্ত আকার নিচ্ছে।

    যাক, সময়ই বলবে। পরিবর্তনের বাজারে এর'ম তো হয়েই থাকে।
  • Bratin | 117.194.98.35 | ২২ মে ২০১১ ১০:১১475509
  • সিকি বড় হয়ে দ্রি হবে আমার নিশ্চিত বিশ্বাস :-))
  • aka | 24.42.203.194 | ২২ মে ২০১১ ১০:১৬475510
  • বিবির মতন মনেপ্রাণে সিপিএম সমর্থক আরও অনেকেই আছেন। সে ভালো কথা।

    আজ আমাকে একজন সদ্য সিপিএম সমর্থক বলল ভালই হল, আমরা যারা মন প্রাণ দিয়ে সংগঠন করেছি তারা থাকবে আর বেনো জল বেরিয়ে যাবে। সে কদ্দিন সংগঠন করছে? দুই বছর হবে বোধহয়। এই অবধি ঠিক ছিল।

    সে আমাকে বলল ২৩৫-৩৫ তো হওয়ার কথা নয়, কিন্তু হয়েছে। তেমনই এই রেজাল্টও তো হওয়ার কথা নয় তাহলে হল কি করে? আমাকে খুব টেকনিকাল ঠাউরে জিগালে ইভিএম হ্যাক হয় নাকি। বুঝলুম এই যে ফোরকাস্ট, এক্সিট পোল কিছুই মেলে নি সেটা এখনও পার্টি ঠিকঠাক মানে নি। সায়িন্টিফিক রিগিংটাই পার্টি লাইন।

    ইন্টারেস্টিং পয়েন্ট টু বি নোটেড, এই যে ইভিএম হ্যাকিংয়ের গপ্পো কথা, এর পেছনে যে প্যারানইয়াটা কাজ করছে সেটা আসলে নিজেদেরই সায়িন্টিফিক রিগিংয়ের ভুত। জনসংযোগের গুরুত্ব কতটা বোঝা যায়।
  • d | 14.96.222.248 | ২২ মে ২০১১ ১১:১২475511
  • শুধু ছবি কেন, অত ভুল বাংলায় লেখা বই কারা কেনে? কীকরে বেস্ট সেলার হয় সে নিয়েও বিশাল কৌতুহল। সত্যি বলতে কি আমার এক পিসীর পর মমতা ব্যনার্জীই আমার দেখা দ্বিতীয় লোক, যিনি বাংলা, হিন্দী, ইংরিজি একটা ভাষাও ঠিকঠাক বলতে পারেন না।

    তবে তাতে বিশেষ সমস্যা নেই, যদি কাজ মোটামুটি হয়। স্টান্টবাজি নয় কাজ।
  • Suvajit | 59.177.201.171 | ২২ মে ২০১১ ১১:৩০475512
  • এরকম গুচ্ছ গুচ্ছ বন্দুক, পাইপগান, বোমা, কার্তুজ, ক্ষেত্রবিশেষে একে-৪৭, হাতকামান, মুখোশ ইত্যাদি প্রভৃতি স্রেফ তিনোমূল বদমাইশি করে সিপিয়েমের পার্টি অফিস, নেতাদের বাড়ী, বাড়ীর পিছনের বাগান, পুকুরের নীচে - এসব জায়গায় রেখে সিপিয়েমকে হেয় করার জন্য, পুলিশকে দিয়ে ধরাচ্ছে -- এই থিয়োরি বাজারে চালাতে বা বিশ্বাস করতে জেনু ব্যাপক উচ্চস্তরের ব্রেনের প্রয়োজন।
  • Suvajit | 59.177.201.171 | ২২ মে ২০১১ ১১:৩২475513
  • d সে তো জ্যোতি বাবুও ঠিক করে বাংলা বলতে পারতেন না। অসমাপ্ত বাক্য ব্যবহার করতেন। তিনিও তো এককালে মানুষের সমর্থন পেয়েছেন।

  • d | 14.96.222.248 | ২২ মে ২০১১ ১১:৪৯475515
  • এই এটাই এক্সপেক্ট করছিলাম, কেউ একটা এসে সি পি এমের কারো একটা উদা দেবেন। :)))))
    জ্যোতি বসু গন্ডা গন্ডা বই লিখে যান নি, আর সেগুলো গাদা গাদা লোকে কেনেও নি।

    হ্যাঁ শুভজিৎ, বলেইছি তো কাজ করলেই হল। স্টান্টবাজি না করে।

  • Suvajit | 59.177.202.113 | ২২ মে ২০১১ ১২:০৫475516
  • d: কথাটা তা নয়।
    এবারের দেশে সুমন সেনগুপ্তর একটা লেখা বেরিয়েছে। তার প্রথম কয়েকটা লাইন -
    " মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়ে কারা সবচেয়ে অখুশি? নির্ভেজাল ও বিশুদ্ধ উত্তর অবশ্যই সিপিএম। একই সংগে, কলকাতার একশ্রেণির ব্যবসায়ী মহলও মমতার সদ্যতন জয়ে বিশেষ আহ্লাদিত নন। আর এনলাইটেনমেন্টে আত্মতৃপ্ত 'শিক্ষিত ভদ্রলোক বাঙালি সমাজ'ও কিন্তু মমতার অভ্যুদয়ে খুশি হতে পারছেন না। শালীনতা-শোভনতার গন্ডিঘেরা এই আভিজাত্যের অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছেন স্বয়ং মমতা। সে কারণে এই বিশেষ শ্রেণির আভিজাত্যে কোথাও যেন একটু আঘাতই লাগছে।'
    এর পর আলোচনা এই পয়েন্টটা ধরেই।
    আমি আশা করব, মমতার ছবি কারা কেনে বা মমতার বই কারা পড়ে - এই সব প্রশ্ন সুমনবাবুর বিশ্লেষনটাকেই মজমুত না করে।
  • aranya | 144.160.98.31 | ২২ মে ২০১১ ১২:১০475517
  • একে-৪৭ কি কোথাও পাওয়া গেছে? আবাপ-র খবর অনুযায়ী বেশীর ভাগই মরচে ধরা পুরনো অস্ত্রশস্ত্র। এদিকে গোয়েন্দাদের কাছে খবর - আধুনিক, স্বয়ংক্রিয় অস্ত্রও বাজারে অনেক মজুত আছে। সেগুলোর হদিশ পাওয়া যাচ্ছে না।
  • bb | 115.241.44.69 | ২২ মে ২০১১ ১২:১৩475518
  • ১) @aka
    আমি সিপি এম সমর্থক , কিন্তু ইভিএম থিয়োরী তে বিশ্বাস করিনা। মানুষ ভোট দেয়নি তাই হেরেছে।
    BTW এখানে আপনারা (আপনি, পাই ইত্যাদি এই রকম একটা থিওরী দিচ্ছেন যে পার্টি লাইন , সমর্থকদের বলা হচ্ছে ইত্যাদি। আমি জানিনা এই কথাগুলির পিছনে কি যুক্তি?)
    ২) "অস্ত্র উদ্ধার" হোক, কিন্তু পদ্ধতি নিয়ে সন্দহ আছে।
    ৩) মমতা এখন পর্যন্ত অনেক ভাল কথা বলেছেন তা স্বাগত। কিন্তু গিমিক বন্ধ করে কাজ হোক।
    ৪)ঋণের কথা সত্যি হলেও অসীম বাবু অনেক বারই বলেছেন মাইনে না দেবার পরিস্থিতি নেই, এটা রটনা।
  • pinaki | 122.164.222.142 | ২২ মে ২০১১ ১২:১৮475519
  • 'বাবা কেন চাকর' যদি রমরমিয়ে চলতে পারে দিনের পর দিন, 'খোকাবাবু যায়' যদি মার্কেটে হিট হতে পারে, গড়িয়া টড়িয়ার মত তুমুল আর্বান জায়গায় যদি 'সাথী' দিনের পর দিন হাউসফুল যেতে পারে - তাহলে মমতার কবিতা কেন বিক্রি হতে পারবে না? যদুপুরে যখন ইউনিয়নের ম্যাগাজিন বের করার সাথে যুক্ত ছিলাম তখন দেখেছি গড়পড়তা লোক মমতার মত কবিতাই লেখে। এই ধরণের কবিতার তিনটে বৈশিষ্ট্য থাকে - ১) পোচোন্ডো আবেগ (যেটা না থাকলে সে হঠাৎ কবিতা লিখতে যাবেই বা কেন), ২) মাঝে মাঝে দু-একটা আলংকারিক শব্দ (যা বোঝায় যে আম অর্থাৎ কবিতা না লেখা জনতার চেয়ে তার বাংলা শব্দের উপর দখল বেশী), ৩) অন্ত্যমিল (ওটা না থাকলে কবিতা বলবে না লোক)।

    কনটেন্টের ব্যাপারে যদুপুরে বেশীরভাগের কবিতায় থাকত চ্যাটচ্যাটে প্রেম। খুবই স্বাভাবিক এবং বয়সোচিত। সে ধরণের কবিতা বন্ধু মহলে সমাদৃতও হত। অনেক সময় বন্ধুরাই তাদের উৎসাহিত করত 'ছায়াপথ'-এ (যদুপুরের ইউনিয়নের ম্যাগাজিনটার নাম) কবিতা দেওয়ার জন্য। মমতার কবিতায় সেটাই রিপ্লেসড বাই পলিটিক্স। বাকিটা কিন্তু ফর্মুলা মেনেই। কাজেই হিট না হওয়ার কারণে দেখি না। ওনার দলের সমর্থক, বিশেষত: গ্রাম মফস্বলের সমর্থকদের পলিটিকাল আবেগকে এই কবিতা একটা ভাবে টাচ করে। প্লাস মমতার ক্যারিশমা। ""দেখেছো, দিদি কি সুন্দর কবিতাও লিখতে পারেন? আমাদের দিদি সব পারেন""। মমতার যে ত্রাতা ইমেজ তার সাথে এগুলো যায়। তাই তারা কেনে। এতে অবাক হওয়ার কিছু নেই।
  • Bratin | 117.194.99.244 | ২২ মে ২০১১ ১২:১৯475520
  • আহা আমি যদি একটাও ভাষা ঠিকঠাক না বলে স্টান্টবাজি করে মুখ্য-মন্ত্রী হতে পারতাম তবে কি ভালো ই না হতো।

    সত্যি এই সব অন্ধ সমর্থক দের জন্যে আমার কষ্ট হয়। এরা ভালো লুজার ও হতে পারে না।
  • Bratin | 117.194.99.244 | ২২ মে ২০১১ ১২:৩২475521
  • তাহলে সময়ে মাইনে দেওয়া হচ্ছে না কেন? ভালোবেসে বিরোধী দের সমালোচনা করার সুযোগ করে দেবার জন্যে?
    :-)))
  • Suvajit | 59.177.203.161 | ২২ মে ২০১১ ১২:৩৬475522
  • অরণ্য - আজকেই তারানন্দের খবর সিপিয়েমের লোকাল পার্টি অফিস থেকে বিপুল অস্ত্রের সঙ্গে একে-৪৭ এও পাওয়া গেছে।
    বিবি - ২) এতকাল যখন সঠিক পদ্ধতিতে অস্ত্র উদ্ধার করা হয়/যায় নি তখন এই মুহূর্তে পদ্ধতি নিয়ে প্রশ্ন করা অবান্তর (মানে প্রশ্ন আপনি করতেই পারেন কিন্তু অনেক পাল্টা প্রশ্নও অবধারিত ভাবে উঠবে)
  • d | 14.96.222.248 | ২২ মে ২০১১ ১২:৩৮475523
  • শুভজিৎ,
    ছবি কারা কেনে আর বই কারা কেনে টা ঠিক একই লাইনের প্রশ্ন নয়। কোটি টাকা দিয়ে ছবি কারা কিনেছে আমিও এটা জানতে ইচ্ছুক কারণ আমার একটা সন্দেহ হচ্ছে যে কিছু কালোটাকা এই সুযোগে হস্তান্তর হয়েছে। ঠিক যে কারণে আমি সিপিএম রাস্তায় কৌটো ঝাঁকিয়ে ঐ অত বড় বড় ঝকঝকে সব পার্টি অফিস বানিয়েছে -- এই কথাটা ঠিক বিশ্বাস করি না একই কারণে এই প্রশ্নটাও করছি।

    বই-এর ব্যপারটা অন্য। ঐ 'রক্তকরবীর রক্তস্নানের' টাইপের বাংলাকে যারা গদগদ হয়ে পড়ে, তাদের সাথে ঐ আজিজুল, দেবেশ রায়ের আজকালে বেরোন স্যাম্পলকে যারা গদগদ হয়ে পড়ে তাদের খুব তফাৎ দেখতে পাই না। যে ধরণের অন্ধ আনুগত্য থাকলে এইগুলোকে 'ভাল' বলা যায়, আমার তা নেই। আর এইসব লেখাপত্র দেখলেই আমার খিল্লি পায় আর যারা এগুলো মুগ্‌ধ হয়ে পড়ে তাদের প্রতিও খিল্লি পায়। তবে এই লেখাপত্র বা বই বেস্ট সেলার হওয়ার সাথে কালোটাকার কোনও যোগাযোগ আছে বলে মনে করি না।

    সুমন সেনগুপ্ত কী বলেছেন জানি না। তবে কোনওরকম ব্যাকিং ছাড়া শূন্য থেকে উঠে আসা মামতার এটা বিরাট অ্যাচিভমেন্ট বলেই আমিও মনে করি। যে পরিমাণ সেক্সিস্ট গালি মমতাকে অনবরত দিয়ে যাওয়া হয়েছে, তাতে এটা নি:সন্দেহে মস্ত একটা ব্যপার। যে সমাজে যে পরিবেশে 'বলাবাহুল্য তিনি একজন মহিলা' (বাহুল্য শব্দটা বোল্ড) অবলীলায় উচ্চারণ হয় এবং দলে দলে লোক ঐ বাক্যের সমর্থনে লড়ে যায় --- সেখানে এটা মস্ত মস্ত অ্যাচিভমেন্ট। কিন্তু তাতে তার অন্য দোষগুলো 'নেই' হয়ে যায় না।

    আমাদের কোন্নগরের বাড়ীতে যে দিদি কাজ করেন, তিনি শিক্ষিতও নন মধ্যবিত্তও নন, কিন্তু তিনি তারকেশ্বর অঞ্চলের ডায়ালেক্ট অনুযায়ী নিখুঁত বাংলা বলেন।

  • pinaki | 122.164.222.142 | ২২ মে ২০১১ ১২:৪৩475526
  • এইটা d ঠিক বলেছেন। ছবি বিক্রি আর কবিতার বই বিক্রিকে আলাদা করে দেখতে হবে। কবিতার বইটা সত্যি অনেকে কেনে, কারণ ঐ ধরণের আবেগের বহি:প্রকাশ অনেকেরই পছন্দ। কিন্তু ছবি কেনাটা এবারে খানিকটা নিলাম টাইপের হয়েছে। মানে যেভাবে শচীনের সই করা ব্যাট নিলাম হয় - সেরকম আর কি। এবার তাতে কোনো কালো টাকার লেনদেন হয়েছে কিনা - সেটা বাইরে থেকে না জেনে বলা মুশকিল। কিন্তু হিসেব চাওয়ার দাবী জানানোই যায়।
  • Bratin | 117.194.99.244 | ২২ মে ২০১১ ১২:৪৩475524
  • অনুসিদ্ধান্ত ১।: মমতা বাড়ি র কাজের লোক ( যিনি তেমন শিক্ষিত নন) তার থেকে বাজে বাংলা বলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন