এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Banglarmedhakromagotobideseprobasechalanhoyejacche!

    SUVRA BHATTACHARYA
    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১১ | ৪৬৭৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 97.81.100.140 | ১০ অক্টোবর ২০১১ ০৮:৩৮496278
  • রিমিদি, তোমার 03:28 AMএর পোস্ট পড়ে একটা গল্প মনে পড়ল। রাহুল মুখার্জ্জী আমাকে বলেছিলেন। ওনার ছাত্রস্থানীয় এক জন পরিসংখ্যানবিদ ওনাকে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিলেন যে কেন উনি আমেরিকাতে আছেন (পড়াশুনা গবেষণার কত সুবিধে ইত্যাদি প্রভৃতি) - ওদিকে রাহুলদা ওনার ক্যাপা খুব ভালোই জানেন। শেষে আর থাকতে না পেরে বললেন - বাছা, যদি এক রুপি = ৫০ ডলার হত তাহলেও কি এই যুক্তিগুলো চলত? :)

    মনে হয় Xx বাবু শুধু এই রকমের লোকই দেখেছেন।
  • rimi | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ০৮:৩৯496279
  • ন্যাড়াদা , রিয়ালিটির ডোজ নিয়েই বলছি, আমরা কোথা থেকে শুরু করেছি, আর কি ধরণের দায়িত্ব পালন করতে হয়, সেগুলো শুধু আমরাই জানি। আর এর মধ্যে কোয়ালিটি অফ লাইফের প্রশ্নও অনেকখানি জড়িত। আমি তো আগেও বলেছি আমি যেমন কোয়ালিটি অফ লাইফ চাই তা দেশে বসে, আর এই খরচ (২৫ লাখ শুধুমাত্র চিকিৎসার খরচ, তাও শুধু একজনের বাবা মার জন্যে) সামলিয়ে সম্ভব হত না।

    কেসিদা, এইখানে আমি "আমরা" শব্দটা ব্যবহার করেছি, এর মধ্যে একজন পুরুষও জড়িত :-))

    আমরা আমেরিকায় আছি বলে অপরাধবোধে ভুগছি কি না, ৫ কোটি টাকা মাইনে পেলে দেশে ফিরতাম কি না, বিদেশে ডলারের জন্যে পড়ে আছি, নাকি ছেলের শিক্ষার জন্যে, নাকি সাহেবদের ঝারি মারার সুযোগের জন্যে - এই নিয়ে বিভিন্ন লোকের এমন মাথা ব্যথা দেখে বেশ আমোদ হল। চুপি চুপি বলি, আমি সাহেবদের ভীষণ পছন্দ করি, একেবারে ভীষণ! দেশে চলে গেলে, বিশেষ করে কলকাতায় গেলে, আর এমন সুন্দর সুন্দর ছেলে দেখতে পাবো না বলেই আমি নিজে আরো দেশে ফিরতে চাই না :-)))) টাকা পয়সা, ছেলের শিক্ষা, ইত্যাদি সবকিছুর সঙ্গে নিজেরও কিছু এন্টারটেইনমেন্ট দরকার তো।
  • rimi | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ০৮:৪৩496280
  • আরে অভ্যু, এই কথাটা তো এক্কেবারে ঠিক রে, ১ রুপি = ৫০ ডলার না হলে কি হত বলা শক্ত। অবশ্যই টাকা অন্যতম বড় কারণ, অন্তত আমাদের জীবনে তো বটেই। তবে হ্যাঁ, সাহেবদের ঝারি মারার ব্যপারটাও আমার ক্ষেত্রে কম বড় কারণ নয় কিন্তু :-)))
  • pi | 72.83.87.179 | ১০ অক্টোবর ২০১১ ০৮:৪৪496281
  • দেশের ডাক্তাররা খোলাখুলি বলেনন, এখানকাররা বলেন, এটাও আমি পুরো মেনে নিতে পারলাম না। কারণ দু জায়গাতেই সব রকম দেখেছি।
    এখানে আমার কাছে এই মুহূর্তে অন্তত চার খানা ওষুধের ফাইল আছে, যার তিরিশ/শাটটার মধ্যে একটি/দুটি মাত্র খাওয়া।
    খাওয়ার সাথে সাথে অসম্ভব সাইড এফেক্ট শুরু হয়, যার কথা ডাক্তার বলেননি ( ঐ সিটি স্ক্যানের মতনই
    মাথা ব্যথা, গা গোলানো এই জাতীয় 'কমন' সাইড এফেক্টের কথা বলেছিলেন। আনকম, সিভিয়ার, যেগুলো হলে ডাক্তারকে রিপোর্ট করার কথা , সেগুলো আমাকে বলেননি এরকম অন্তত তিনজন ডাক্তারকে এ নিয়ে দেখেছি। প্রথমবারের কেসটাতে তো বুঝতেই পারিনি এটা ওষুধের সাইড এফেক্ট। আমার এক ডাক্তার বন্ধুকে বলতে সে বলে আর ডাক্তারের সাথে কথা বলতে বলে। পরে ও নিয়ে পড়ে দেখি , তাই। ডাকতার ও বলার পর ওষুধ বদলে দেন, একটি ক্ষেত্রে ডোস কমিয়ে দেন ( সেখানেও কিন্তু তিনি বলেননি আমাকে বেশি ডোস দিচ্ছেন , তাতে অসুবিধে হতে পারে ইত্যাদি)।
    ওষুধ্‌হ খাবার আগে আমি কাগজ বা অন্যত্র পড়ে নেবার চেষ্টা করি। আর সেটা পড়ে অন্য দু'বার টের পাই, গণ্ডগোল হচ্ছে।

    দেশের এক দুটো অভিজ্ঞতাও বেশ ভয়ঙ্কর।

    আবার এগুলো এক্ষপ্লেইন করেছেন, এমনি ডাক্তারও দেখেছি, দু'দেশেই।

    ওভারডোজ আর তার জন্য শরীর খারাপ, এও দু জায়গাতেই হয়েছে।

    এই ওষুধ্‌হ কোন পাথওয়ে দিয়ে কীভাবে কাজ করবে, সেসব বোঝানো ডাক্তারও দেশে দেখেছি ।:)

    তবে, ইন জেনেরাল মনে হয়েছে এ দেশের ডাকতারা বড্ড বেশি টেস্ট নির্ভর। কেউ নিজের স্পেশালাইজেশনের আওতার একটুকু বাইরে নড়বেন না। লোয়ার অ্যাবডোমেন স্পেশালিস্ট একটু উপরে ব্যথা হলেই আপার অ্যাবডোমেন বিশেষজ্ঞকে রেফার করবেন। প্রাইমারি কেয়ার ডাক্তারের কথায় কথায় রেফার করা তো আছেই।

    দেশে এসব ব্যাপারে অনেক কমফর্টেবল লাগে।

    ইন ফ্যাক্ট, এখানকার তিন ফাইল ওষুধ নষ্টের পর আমি দেশে গিয়ে পাড়ার ডাক্তারবাবুকে দেখিয়ে যে ওষুধ পাই, সেটা অনেক বেটার স্যুট করেছে। এখনো সেটাই দেশ থেকে আনিয়ে খাই।
  • ppn | 112.133.206.22 | ১০ অক্টোবর ২০১১ ০৮:৫৯496283
  • ১ টাকা = ৫০ ডলার হলে আর কী হত! প্রচুর প্রথম বিশ্বের নাগরিক ভারতের ভিসা নেবার জন্য রোদবিষ্টি উপেক্ষা করে লাইন লাগাত। একটা অ্যাপার্টমেন্টে গাদাগাদি করে পাঁচছ'জনে থাকত আর সস্তায় পুরনো ন্যানো কিনে লং ড্রাইভে বেরোতো।

    আর এইখানে বসে আমাদেরও চোখের আরাম হত। ;-)
  • pi | 72.83.87.179 | ১০ অক্টোবর ২০১১ ০৮:৫৯496282
  • কিন্তু তাহলে সল্যুশানটা কী হল ? মা বাবার ঠিকঠাক চিকিৎসা হোক, এটার জন্য বিদেশে থাকা ছাড়া গত্যন্তর নেই ?

    এটাও একটু বেশি ই গেনেরালাইজেশন হয়ে গেল।

    আর এদেশেও এই অ্যাফোর্দেবল কেয়ার অ্যাক্টের আগে এদেশেও দুরারোগ্য রোগ হলে কিন্তু বেশ ভাল চাপ ছিল।

    সিকো দেখেছ আশা করি।

    ঐ ক্যান্সার ধরা পড়ার পর সেজন্য আশি পঁচাশি বছরে কাজ করে যাচ্ছেন, এমনি লোকের কথা আমি আরো অনেকের কাছে শুনেছি।
    এর তাইলে সমাধান কী ?
    ছেলে মেয়ের পাউন্ড কি ইউরো কামানো দেশে চাকরি করা ? :)

    যাই হোক, এ খরচ কমানো নিয়ে দেশে কিছু কাজ শুরু হয়েছে। ইউনিভার্সাল হেল্‌থ কভারেজ আসতে চলেছে। যদিও তার কিছু মন্দ দিক থাকতে পারে।
  • rimi | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ০৯:০০496284
  • পাই, এগুলো সবই ব্যক্তিগত অভিজ্ঞতা, সবরকমই পাওয়া যাবে সন্দেহ নেই। তুই যা যা বলছিস, আমিও ছেলে হবার আগে পর্যন্ত সেরকমই ভাবতাম, আর দেশ থেকেই ম্যাক্সিমাম ওষুধ আনিয়ে খেতাম। এই সিস্টেমের উপর রিলায়েবিলিটি অনেক পরে তৈরী হয়েছে। এখন এই টেস্ট নির্ভরতাটাই আমরা বেশি প্রেফার করি। এতে আমাদের মানসিক শান্তি হয়। দেশেও কিন্তু এখন আধুনিক ভালো ডাক্তাররা টেস্ট নির্ভর। (উদা: ড:জিভাগো :-)) টেস্ট নির্ভরতা আমাদের এসেছে দুটো মারাত্মক মিসডায়াগনসিসের অভিজ্ঞতার পরে, যার একটার ক্ষেত্রে আমাদের এখনও ভুগতে হচ্ছে। আমার বাবা যখন অসুস্থ হলেন, তখন এই মিসডায়াগনসিসের ভয়টাই প্রবল ছিল। সৌভাগ্যবশত আমরা ড: জিভাগোকে পেয়েছি, সে কোনো রকম টেস্ট বাকি রাখে নি। সব করিয়ে শেষ পর্যন্ত আমাদের আশ্বস্ত করেছে। তার কাছে এই জন্যে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।

    যাই হোক, তবে দেশের চিকিৎসাব্যবস্থার সঙ্গে আমেরিকার চিকিৎসাব্যবস্থার তুলনা আমি করতেই চাই না। প্রথম বিশ্বের সঙ্গে তৃতীয় বিশ্বের তফাৎ থাকবেই। এই আলোচনার কোনো মানে হয় না। ইন্ডিভিজুয়াল ডাক্তার নয়, আমেরিকার পুরো সিস্টেমটাই অনেক বেশি নির্ভরযোগ্য মনে হয় আমাদের কাছে।
  • pi | 72.83.87.179 | ১০ অক্টোবর ২০১১ ০৯:০৭496285
  • এদেশে নিজেদের চিকিৎসার চক্করে বিশাল দেনায় ডুবে যাওয়া লোকজন , আমার বন্ধুমহলেই আছে।

    এপারেতে সর্বসুখ, ব্যাপরটা এরকম নয়, এটাই বলার।

    আর সেটার কাউণ্টার করতে গিয়ে দেশকে স্বর্গ বানালে সেটাও মূর্খের স্বর্গ হবে। আবার জাস্ট কোথাও কোন আশা নেই, মনুষ্যবাসের অযোগ্য , এমন ব্যাপর ও ঠিক না।
  • rimi | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ০৯:০৮496286
  • পাই, তুই আবার গুলিয়েছিস। কোনোরকম জেনারালাইজেশন করা হয় নি তো। আমি আমাদের চয়েসের কথাই বলেছি শুধু। দেশে মাল্টিপল মায়োলেমার রুগী দিব্বি ভালো হয়ে হেঁটে চলে বেড়াচ্ছেন এ আমার পরিচিতর মধ্যেই আছে। আবার বিদেশে ব্রেস্ট ক্যানসারে মারা গেছেন এমন পরিচিতও আমার আছেন। তাতে কি? প্রত্যেক মানুষ তার জীবনের ব্যক্তিগত সিদ্ধান্ত তার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে নেয়। এটা ওভাবে বাইনারি সিস্টেমে মাপা যায় নাকি?
    বিদেশে থাকার সিদ্ধান্তের মধ্যে অনেকরকম কারণ থাকতে পারে একজনের। এই নিয়ে এত মাথা ঘামানোর কি আছে সেটাই বুঝতে পারছি না। কেউ ডলার চায় না রুপি, ছেলের শিক্ষা না বাবা মার সেবা, নিজের আনন্দা নাকি দেশের সেবা - সেটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যপার। এই নিয়ে গবেষণা, ব্যঙ্গ বিদ্রুপ ইত্যাদির কোনো মানে দেখি না। অবশ্য এক ধরণের এন্টারটেইনমেন্ট সেইটা অস্বীকার করি না :-))
  • pi | 72.83.87.179 | ১০ অক্টোবর ২০১১ ০৯:০৯496288
  • এদেশে টেস্ট করিয়ে যে মিসডায়গোনসিসের ফেরে পড়ার কথা আগে লিখেছিলুম, সেও ড: জিভাগো জানেন :)

  • rimi | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ০৯:১৬496289
  • পাই, মিসডায়াগনসিস কোথায় নেই? To err is human.. মানুষের তৈরী ব্যবস্থা, তাতে ফাঁক ফোকর থাকবেই। আমেরিকাতে মিসডায়াগনসিস হয় না এইকথা শুনলে হাঁড়িচাচাও হেসে কুটিপাটি হবে। আবার অন্যদিকে, আমেরিকার যা সিস্টেম, ভারতের সিস্টেম তার সঙ্গে তুলনীয় এইটা শুনলেও হাঁড়িচাচারা কম হাসবে না।

    যাদের কাছে দুরকম অপশন আছে, তারা তাদের অভিজ্ঞতা প্রায়োরিটি ইত্যাদির ভিত্তিতে কোনো একটা বেছে নেবে। যারা আমেরিকা বেছে নিয়েছে, তাদের দেশের অভিজ্ঞতা খুব খারাপ হবার প্রোবাবিলিটিই বেশি (উফফ এইটা লিখতে গিয়ে এর উপরে আবার একটা কন্ডিশনাল প্রোব্যাবিলিটির অংক মাথয় এসে গেল :-)), অন্যদিকে যারা দেশে ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছে, তাদের কাছে অবশ্যই দেশের অভিজ্ঞতা তত খারাপ নয়। এই তো হল ব্যপার। তবে ক্ষ্‌ক্ষ আর বিবির পোস্টে আমার খুব মজা লেগেছে ভাই, বেশ অনেকদিন বাদে :-)
  • pi | 72.83.87.179 | ১০ অক্টোবর ২০১১ ০৯:১৭496290
  • না, আমি কোথায় গোলালাম।
    দেশে থাকলে একেবারে সম্ভাবই হতনা, এই কথার পিঠে বলা।

    বাকি কে কেন আছে, তা নিয়ে আমার কোন মাথাব্যথা নেই। ও নিয়ে আমি কিছু লিখিওনি। Xx কি বিবির সব কথার সাথে আমি সহমতও নই। ওঁরা যা বলছেন, তা কারুর জন্য সম্পূর্ণ , কারুর জন্য আংশিক সত্য, আবার কারুর জন্য হয়তো একেবারেই না।

    তবে, আমার মনে হয়না, কেউ এখানে কোন বিশেষ ব্যক্তিকে বিশ্লেষণ করতে চাইছে।

    ভালো কথা, এখানকার এক্ষপার্টরাই কিন্তু এই সিস্টেমের রিলায়বেলিটি নিয়ে তেমন নি:সন্দেহ নন :)
  • rimi | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ০৯:২৩496291
  • দেশে থাকলে "আমাদের" পক্ষে সম্ভব হত না। অন্য কারুর হত কি না সেটা আর আমি কি করে বলব!

    আর হ্যাঁ, আমরা নিজেরা এক্সপার্ট হলে তো দেশেই অনেক ভালো চিকিৎসার বন্দোবস্ত করতে পার্তাম। এক্সপার্ট নই বলেই তো সমস্যা। আমরা আর কি করে একটা সিস্টেমের রিলায়েবিলিটি অবজেকটিভলি বিচার করব? আমাদের কাছে দুটো দেশ, ভারত আর আমেরিকা। অবশ্য জাপানের কথাও কিছু কিছু জানি, আমার বোন জাপানের চিকিৎসায় একেবারেই খুশি নয়, ইন্ডিয়ায় এসেই চিকিৎসা করায়। কিন্তু পরিসংখ্যান অন্য কথা বলে। আমাদের হল অন্ধের হাতি দেখার মতন ব্যপার। মূল লক্ষ্য ভালোভাবে বাঁচা। সেইটা যার যেখানে যেমন সুবিধা।
  • rimi | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ০৯:৩০496292
  • ভালো কথা, আরেকটা কথা। আমেরিকার এক্সপার্টরা নিজেদের সিস্টেমের রিলায়েবিলিটি নিয়ে নি:সন্দেহ নয়। নিজেরা নিজেদের সিস্টেমকে ক্রমাগত ইভ্যালুয়েট করা - এটা এখানে তো আছেই।

    কিন্তু ভারতের সিস্টেমের ব্যপারে এক্সপার্টরা কি বলেন? ভারতীয় সিস্টেমের ইভ্যালুয়েশন কিরকম? রিলায়েবিলিটি কতটা? এই নিয়ে কোনো স্টাডি আছে কি? আমার বিদ্যে খবরের কাগজ পর্যন্ত। আবাপ বা টেলিগ্রাফে স্বাস্থ্য বিভাগে নৈরাশ্যজনক খবর ছাড়া আর কিছুই আজ পর্যন্ত চোখে পড়ে নি।
  • pi | 72.83.87.179 | ১০ অক্টোবর ২০১১ ০৯:৩১496293
  • মজা হচ্ছে, আম্রিগার সিস্টেমের চেয়েই আরো অনেক দেশের সিস্টেম কিন্তু অনেক বেটার। আর তারা অনেক গরীব দেশ। যেমন, কিউবা। যেমন, শ্রীলঙ্কা ! এদের অনেক হেল্‌থ ইন্ডিকেটর পৃথিবীর সেরা।

    ভারতের মধ্যেও বেশ কিছু রাজ্য করে দেখিয়েছে।

    এগুলো কম্পেয়ারেবল না একথা শুনলে রামগড়ুরের ছানাও হাসতে পারে :p

    তবে চিকিৎসা মানে কোন চিকিৎসা, কোন ইন্ডিকেটরের উপর জোর দেব, সেটা খুব জরুরি বিষয়।
    স্পেসিফিক কেসে সুপারস্পেশালিটি , টার্শিয়ারী কেয়ার নাকি সবার জন্য প্রাইমারি কেয়ার, নাকি প্রিভেন্টিভ কেয়ার।

    কেয়ার মানেই কিউরেটিভ কেয়ার, এটার থেকে বেরোনোর সময় এসেছে।

    আজ আম্রিগার হেল্‌থ কেয়ারের সবচে বড় সমস্যা এর ঊর্ধ্বমুখী খরচ, যা কমাতে না পারলে কোনো রিফর্ম বিলের বাবাও কিস্যু করতে পারবেনা। জিডিপির ১৭% খরচ হয় এখন ! কদিনেই বেড়ে দাঁড়াবে ২০% তে। এই নিয়েই সবার মাথায় হাত।
    আর সেটা কমানোর একটাই উপায় বলছে। কিউরেটিভ কেয়ারের উপর নির্ভরতা কমিয়ে প্রিভেন্টিভ কেয়ারের জোর দেওয়া ( তার মধ্যে আর্লি ডায়গনসিস হয়ে চিকিৎসাও অবশ্য আছে)।

    কিউবার কথাটা পড়ে দ্যাখো :

    In the nineties, when they had serious economic distress, they were still leading in the health front maintaining high position in the most of the health outcome. Many have tried to explain this enigma in many ways, but it is now more or less agreed upon that it was the focus on aggressive preventive medicine, which perhaps was the most important single catalyst determining the positive outcome from the precarious 1990s. The presence of a solid community-oriented primary care network is accessible to virtually every family in Cuba. The family doctor-and-nurse teams, responsible for the health of some 150 families in a given neighborhood, concentrated their attention on health promotion, prevention of disease, environmental cleanup, priority attention to children and the elderly, prenatal care, and early detection of infection and chronic disease. Most of these activities required little in the way of material support, but they went a long way towards keeping the levels of disease from reaching the already over-extended hospitals wards and emergency rooms

  • pi | 72.83.87.179 | ১০ অক্টোবর ২০১১ ০৯:৩৫496294
  • ভারত নিয়েও গুচ্ছ কাজ হচ্ছে তো। প্রচুর ইভ্যালুয়েশন চলছে।
    ইমি্‌প্‌লমেন্টেশনের চেষ্টাও।
    কোন কোন রাজ্য অনেক আগেই শুরু করেছে, কোন কোন রাজ্য করছে, প:বঙ্গের মত রাজ্যও আছে, যেখানে নড়া চড়ার পরিমাণ অনেক কম :)

    কদিন আগেই তোমাদের lancet এর একটা সিরিজ পড়তে দিলাম যে !
    ওটা পড়েছো ?
  • rimi | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ০৯:৪২496295
  • পড়লাম, কিন্তু হায় কিউবা যাবার উপায় তো নাই। আমার হাতে তো দুটোমাত্র দেশ! :-((
    আমার বন্ধু হেলসিংকিতে থাকে, তার কাছেও ঐ দেশের চিকিৎসাব্যবস্থা যা শুনেছি, আমেরিকার থেকে ভালো। কিন্তু তাতে আমার পার্সোনাল চয়েস আর কি করে বদলাবে:?
  • pi | 72.83.87.179 | ১০ অক্টোবর ২০১১ ০৯:৪৫496296
  • ভারতেই কেরালা আছে তো :)
  • pi | 72.83.87.179 | ১০ অক্টোবর ২০১১ ০৯:৫১496297
  • একটা দুটো অ্যানেকডোট দিয়ে সত্যি সিস্টেমকে বোঝা সম্ভব নয়। তার একটা কাউণ্টার অ্যানেকডোট ও চলে আসবে। সে যে দেশই হোক না কেন।
    আর কোন ক্ষেত্রে কী দিয়ে কী মাপছি, সেটাও ম্যাটার করে।
    দেশে সুপারস্পেশালিটি হাসপাতালে জরুরি পরিষেবা কেমন তা দিয়ে দেশের চিকিৎসা পরিষেবার আইডিয়া করতে পারা মুশকিল। তার একটা খারাপ হবে তো, আরেকটা ভাল। তাই দিয়ে কি খুব কিছু এলো গ্যালো ? ইন জেনেরাল দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যদি আলোচনা করা হয়, তাতে তার খুব মূল্য নাই।
    কারণ ক'জন সেই সুপারস্পেশালিটি কেয়ার অ্যাফোর্ড করতে পারবে।
    করতে পারলেও কজনের কাছে তার অ্যাকসেস থাকবে ?
    বরং প্রশনটা এখানে, সেটাতেই সবাইকেই যেতে হচ্ছে কী ? যেতে হলে, কেন ?
  • pi | 72.83.87.179 | ১০ অক্টোবর ২০১১ ০৯:৫২496299
  • ফিনল্যান্ড পড়াশুনাতেও বিশাল এগিয়ে ।
  • pi | 72.83.87.179 | ১০ অক্টোবর ২০১১ ০৯:৫৩496301
  • আর আম্রিগা ধনী দেশগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে। এমনকি অনেক গরীব দেশের চেয়েও :)

  • rimi | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ০৯:৫৩496300
  • না, ল্যানসেট সিরিজ পড়ি নি। আমি গুরু মন দিয়ে পড়ার সুযোগ পেলাম অনেকদিন বাদে, কাল যেহেতু ফল ব্রেক।

    আমার ব্যক্তিগত অভিজ্ঞতা প:বঙ্গের বাইরে মোটামুটি চেন্নাই, ব্যঙ্গালোর, দিল্লি আর মুম্বই। দিল্লিতে ছাত্রাবস্থায় যখন ছিলাম, খুবই দু:খজনক অভিজ্ঞতা হয়েছে। আই এস আই এর নিজস্ব ডাক্তারের কথা বাদই দিলাম, সেটা দিল্লি কল্কাতা দু জায়গাতেই এক। কিন্তু একবার এইমসের জেনারেল ওয়ার্ডে ভর্তি হবার সৌভাগ্য হয়েছিল। চিকিৎসা যথাযথই হয়েছিল, ওয়েটিং টাইমও যতদূর মনে পড়ছে, তেমন কিছু বেশি ছিল না। কিন্তু বাথরুম!!!! হায় হস্পিটালের জেনারেল ওয়ার্ডের সেই বাথরুমের থেকে শিয়ালদা স্টেশনের বাথরুমও অনেক ভালো!!:-(( আর একবার সফদরজংএ গেছিলাম, সেখানেও একই ব্যপার।

    বাকি সব জায়গায় কোথাও নিজে যাই নি। কিন্তু খুব নিকটাত্মীয়েরা গেছে ক্রিটিকাল অবস্থায়। সর্বত্রই ব্যবস্থা প: বঙ্গের থেকে অনেক ভালো বলেই মনে হয়েছে। বিশেষ করে ব্যাঙ্গালোরে। কলকাতায় এক অল্পবয়সী রোগিনীর সবরকম চিকিৎসা করে, ১০০ রকম টেস্ট করিয়ে ব্লাড ক্যান্সারের ভয় দেখালো কলকাতার সবচেয়ে দামী নার্সিংহোমের ডাক্তাররা। তাকে নিয়ে ব্যাঙ্গলোরে যাবার পরে কলকাতাতেই করা সিটিস্ক্যানের রিপোর্ট দেখে ডাক্তার বললেন গল স্টোন আর প্যাংক্রিয়াটাইটিস। সেখানেই সে সাতদিনে সুস্থ হয়ে গেল।
  • rimi | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ০৯:৫৭496303
  • হ্যাঁ ফিনল্যান্ড প্রায় সব ব্যাপারেই এগিয়ে। বছর কয়েক পরে ফিনল্যান্ডে রিলোকেট করার একটা ইচ্ছা আছে বটে। বিশেষ করে এই জন্যে যে ওখানে অরোরা বোরিয়ালিস দেখা যায়।
  • pi | 72.83.87.179 | ১০ অক্টোবর ২০১১ ০৯:৫৮496304
  • NEW YORK, Sept. 23 (UPI) -- The United States' preventable mortality rate was almost twice that of France, which lowered its rate to 55 per 100,000 in 2007, a report found.

    The report by the Commonwealth Fund found in a ranking of 16 high-income, industrialized nations, the United States came in last in deaths that could have been prevented if effective healthcare was available.

    The study, published online ahead of print in the November issue of Health Policy, found other nations lowered their preventable death rates an average of 31 percent from 1997/1998 to 2006/2907, while the U.S. rate declined only 20 percent, from 120 to 96 per 100,000......

    "We spend far more than any of the comparison countries -- up to twice as much -- yet are improving less rapidly,"

  • pi | 72.83.87.179 | ১০ অক্টোবর ২০১১ ০৯:৫৯496305
  • ফিনিশ ছোকরারাও দেখতে বেশ ;)

  • rimi | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ১০:০৪496306
  • ঠিক, ফিনিশ ছোকরাদের ছবি দেখেছি বন্ধুর অ্যালবামে। আমেরিকান সাহেবদের থেকেও ভালো দেখতে বটে :-))

    মেটার্নাল কেয়ারেও আমেরিকা অনেক পিছিয়ে, সুইডেন, জাপান,ইটালি ইত্যাদি আমেরিকার থেকে এগিয়ে - এরকম রিপোর্ট পড়েছিলাম কিছুকাল আগে। কিন্তু হায়, আমার তো হাতে মাত্তর দুটো দেশ।
  • pi | 72.83.87.179 | ১০ অক্টোবর ২০১১ ১০:০৭496307
  • হ্যাং, সব কটা ইন্ডিকেটরে সবচেয়ে পিছিয়ে।
    এদিকে খরচে সবার উপরে। বিস্তারিত দেখতে চাইলে তোমাকে পরে কিছু স্লাইড মেইল করে দিতে পারি।
  • pi | 72.83.87.179 | ১০ অক্টোবর ২০১১ ১০:৩৬496308
  • দেশের একজন সরকারি হাসপাতালের সুপারের সাথে কথা হচ্ছিলো।
    এই 'সুপারস্পেশালিটি' ও সেখানে রেফারেলের প্রয়োজন্যীয়তা নিয়ে তিনি খুব সন্দিগ্‌ধ।

    উদা: দিচ্ছিলেন।
    ওঁর হাসপাতালে ক্রনিক রেনাল ফেলিওর হলে সেটা ওঁরা ট্রীট করতে পারেন। এম ডি ডায়ালাসিস ছাড়া।
    একটা স্ক্রীন ড্রাফটিং এর কাজ ও করতে পারেন। কিম্বা ব্যাকপেনের চিকিৎসা।

    এদিকে সোসাইটিতে এখন এমনই ট্রেন্ড হয়েছে যে রুগী ( ওঁর ক্ষেত্রে ট্রেড ইউনিয়নের নেতারা)
    ডিমান্ড করছেন, এইসব কেসে হাসপাতালে এমনি এম ডি ডাক্তারদের এসব করার রাইট নেই, নেফ্রোলজিস্ট কি ডার্মাটোলজিস্টের কাছে রেফার করতেই হবে। সেটা ইন্সিওরেন্সে কভারড বলে।

    যাগ্গে, ওঁর লেখা থেকেই কিছুটা দি। কেমন একটা ভিশাস সাইকেল তৈরি হয়ে গেছে :

    Inadequate service facilities have forced the hospital to depend on referral to private hospitals.

    As there is no Orthopaedic or Eye Surgeon in the hospital, all such surgeries are to be referred to private tie up hospitals. Also there is only one part time Anaesthetist engaged in irregular terms and so emergency surgeries cannot be done. But the tie up system has brought forth new set of problems:

    •The treatment protocols followed by private hospitals are highly dependent on technological interventions and are obsessed about “intensive care”. But these irrational practices are being legitimized as standard norms and beneficiaries are mounting tremendous pressures on the hospital to accept those.
    •The highly compartmentalized scheme of “super specialty” _ nephrologist, urologist, neurosurgeon, gastroenterologist and so on _ followed by private hospitals to treat even common clinical conditions is also being legitimized in the society and beneficiaries are mounting pressure for referrals on the plea that we don’t have ‘Super Specialists’.
    •The demand for referral to private hospitals has become the major cause of unrest and violence in the hospital.

    These are complex issues but have become so serious that the tie up arrangements have become more a problem than the solution of the inadequacies of the hospital.

  • bb | 125.16.17.151 | ১০ অক্টোবর ২০১১ ১০:৪৩496310
  • Rimi এবং Pi আমি ব্যক্তিগত ভাবে কারুকে কিছু বলিনি, কারণ সবারই নিজস্ব কারণ আছে।
    পাই আপনার কথা একদম সত্যি যে Xx এর থিওরী কিছু লোকের ক্ষেত্রে প্রোযজ্য নয়। আমি শুধু এটাই মনে করিয়ে দিতে চেয়েছি কে কোথায় আছেন সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার জন্য দেশ বা পশ্চিমবঙ্গ্যের ব্যবস্থাকে দোষ দিয়ে লাভ নেই।
    আমি মনে করি আমেরিকার উচ্চশিক্ষা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এবং তার জন্যই সেখানে থেকে যাওয়া যায়, কিন্তু তার জন্য দেশীয় ব্যবস্থার দোষ দেব না।
    রিমি আপনার আর্থিক হাল জানিনা, কিন্তু দেশে থাকলে দুজন উচ্চশিক্ষিত মানুষ কিন্তু বছরে ৬লাখ হেসে খেলে দিতে পারতেন বলে আমার বিশ্বাস। ন্যাড়া বাবু উবাচ পশ্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন